এস.এস.সি ||
পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৯: আলোর প্রতিসরণ |
১. |
আমরা কোনো বস্তু দেখি যখন- i. আমাদের চোখ থেকে আলো বস্তুতে যায় ii. বস্তু হতে আলো চোখে এসে পড়ে iii. আলো প্রতিসৃত হয়ে বিম্ব গঠন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২. |
+5D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? |
Ο ক) |
0.2cm |
Ο খ) |
0.2m |
Ο গ) |
0.5m |
Ο ঘ) |
5m |
সঠিক উত্তর: (খ)
৩. |
একটি উত্তল লেন্সের প্রধান ফোকাস দিয়ে গমনকারী ভিন্ন দুটি আলোকরশ্মি লেন্সে প্রতিসরণের পর- i. পরস্পর সমান্তরালে গমন করে ii. পরস্পর লম্বভাবে গমন করে iii. প্রধান অক্ষের সমান্তরালে গমন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪. |
+2D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে- i. 0.5 m ii. 50 cm iii. 0.2 m নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
৫. |
আইরিসের মাঝখানের ছোট ছিদ্রকে কী বলা হয়? |
Ο ক) |
তারারন্ধ্র |
Ο খ) |
কর্ণিয়া |
Ο গ) |
রেটিনা |
Ο ঘ) |
চক্ষুলেন্স |
সঠিক উত্তর: (ক)
৬. |
পানিতে আলোর বেগ 2.26�108ms-1 হলে ভ্যাকিউমে আলোর বেগ কত? |
Ο ক) |
3×108ms-1 |
Ο খ) |
3.36×108ms-1 |
Ο গ) |
3.46×108ms-1 |
Ο ঘ) |
3.50×108ms-1 |
সঠিক উত্তর: (ক)
৭. |
শ্বেতমন্ডলের ভিতরের কালো আবরণকে কী বলা হয়? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
আইরিশ |
Ο গ) |
কৃষ্ণমন্ডল |
Ο ঘ) |
চক্ষুলেন্স |
সঠিক উত্তর: (গ)
৮. |
ক্ষীণদৃষ্টির কারণ নয় কোনটি? |
Ο ক) |
অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া |
Ο খ) |
চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া |
Ο গ) |
চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া |
Ο ঘ) |
চোখের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া |
সঠিক উত্তর: (ঘ)
৯. |
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকলে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে? |
Ο ক) |
অত্যন্ত খর্বিত |
Ο খ) |
লক্ষ্যবস্তুর সমান |
Ο গ) |
অত্যন্ত বিবর্ধিত |
Ο ঘ) |
খর্বিত |
সঠিক উত্তর: (খ)
১০. |
আলো সরল পথে চলে কোন মাধ্যমে? |
Ο ক) |
স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে |
Ο খ) |
অস্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে |
Ο গ) |
স্বচ্ছ ও অসমসত্ত্ব মাধ্যমে |
Ο ঘ) |
বন্ধুর পথে |
সঠিক উত্তর: (ক)
১১. |
বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরনাঙ্ক কত? |
Ο ক) |
0.75 |
Ο খ) |
1.33 |
Ο গ) |
1.5 |
Ο ঘ) |
0.666 |
সঠিক উত্তর: (ক)
১২. |
একটি লেন্সের ক্ষমতা -2.5d হলে এর ফোকাস দূরত্ব কত সে.মি.? |
Ο ক) |
40 |
Ο খ) |
35 |
Ο গ) |
30 |
Ο ঘ) |
25 |
সঠিক উত্তর: (ঘ)
১৩. |
দৃষ্টির প্রধান ক্রটি কয়টি? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (খ)
১৪. |
অপটিক্যাল ফাইবারে- i. 1.5 প্রতিসরণাঙ্কের পদার্থের আবরণ দেয়া হয় ii. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে iii. আলোক রশ্মি ক্ষুদ্র কোণে আপতিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি? |
Ο ক) |
ML2T-3 |
Ο খ) |
L-1 |
Ο গ) |
L1 |
Ο ঘ) |
F-1 |
সঠিক উত্তর: (খ)
১৬. |
লেন্সের চিহ্নের প্রথায়- i. সকল বাস্তব দূরত্ব ধনাত্মক ii. অবাস্তব দূরত্ব ঋণাত্মক iii. ফোকাস দূরত্ব সর্বদা ধনাত্মক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭. |
অপটিক্যাল ফাইবারের একপ্রান্তে আলোকরশ্মি আপতিত হয়- |
Ο ক) |
সমকোণে |
Ο খ) |
বৃহৎ কোণে |
Ο গ) |
ক্ষুদ্র কোণে |
Ο ঘ) |
স্থূল কোণে |
সঠিক উত্তর: (গ)
১৮. |
ক্রান্তি কোণের ক্ষেত্রে কোনটি সঠিক? |
Ο ক) |
প্রতিসরণ কোণ 600 |
Ο খ) |
আপতন কোণ 900 |
Ο গ) |
প্রতিসরণ কোণ 900 |
Ο ঘ) |
আপতন কোণ 600 |
সঠিক উত্তর: (গ)
১৯. |
বিনা শ্রান্তিতে চোখ সবচেয়ে কাছের যে বিন্দুকে স্পষ্ট দেখতে পায়- i. ঐ বিন্দু হল স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু ii. চোখ হতে এ বিন্দুর দূরত্ব হল স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব iii. বয়স ভেঙে ঐ বিন্দুর দূরত্ব পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি? |
Ο ক) |
কর্নিয়া |
Ο খ) |
আইরিশ |
Ο গ) |
শ্বেতমন্ডল |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডল |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
সংবেদনশীল কোণ কত প্রকার? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (গ)
২২. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে- i. মরীচিকা ii. গ্রীষ্মকালে প্রখর রোদে রাস্তা ভেজা দেখা iii. অ্যাকুরিয়ামে রঙিন মাছ দেখা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩. |
আইরিসের মাঝখানের ছোট ছিদ্রকে কী বলে? |
Ο ক) |
তারারন্ধ্র |
Ο খ) |
অক্ষিগোলক |
Ο গ) |
কর্নিয়া |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (ক)
২৪. |
কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি? |
Ο ক) |
লাল |
Ο খ) |
বেগুনি |
Ο গ) |
হলুদ |
Ο ঘ) |
কালো |
সঠিক উত্তর: (খ)
২৫. |
এন্ডোস্কপি করার সময় আলোক নল প্রবেশ করানো হয়- |
Ο ক) |
কানের ভিতর দিয়ে |
Ο খ) |
পায়ুপথ দিয়ে |
Ο গ) |
মুত্রনালী দিয়ে |
Ο ঘ) |
মুখের ভিতর দিয়ে |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
একটি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি গমন করলে তা
প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর একটি বিন্দু দিয়ে গমন করে। বিন্দুটি
সম্পর্কে বলা যায় এটি- i. লেন্সেটির প্রধান ফোকাস ii. একটি সদ বিন্দু iii. একটি অসদ বিন্দু নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭. |
অবতল লেন্সের সাথে সম্পর্কিত- i. আলোকরশ্মি অপসারী হয় ii. আলোকরশ্মি অভিসারী হয় iii. মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৮. |
আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড়� হলে- i. আলো সম্পূর্ণরূপে শোষিত হয় ii. আলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় iii. আলো সম্পূর্ণরূপে একই মাধ্যমে ফিরে আসে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৯. |
চোখের আইরিসের কাজ হলো- i. চোখের ভিতরের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করা ii. মস্তিষ্কে দর্শনের অনুভূতি সৃষ্টি করা iii. চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০. |
দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে? |
Ο ক) |
প্রতিফলন |
Ο খ) |
প্রতিসরণ |
Ο গ) |
পোলারণ |
Ο ঘ) |
অপবর্তন |
সঠিক উত্তর: (খ)
৩১. |
কোনটি চোখের আকৃতি ঠিক রাখে? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
কৃষ্ণমন্ডল |
Ο গ) |
কর্নিয়া |
Ο ঘ) |
চশমা |
সঠিক উত্তর: (ক)
৩২. |
বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? |
Ο ক) |
0.75 |
Ο খ) |
1.33 |
Ο গ) |
1.5 |
Ο ঘ) |
0.666 |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
P একটি লেন্স এটি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে একটি বিন্দুতে অভিসারী করতে পারে। P এর বৈশিষ্ট্য হলো- i. এর মধ্যভাগ পুরু ii. এর প্রান্তভাগ সরু iii. এটি হ্রস্ব দৃষ্টি প্রতিকারে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৪. |
কোনটিতে সদ বিম্ব গঠিত হয়? |
Ο ক) |
সমতল দর্পণ |
Ο খ) |
উত্তল দর্পণ |
Ο গ) |
অবতল লেন্স |
Ο ঘ) |
উত্তল লেন্স |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা মাইক্রোস্কোপ ও টেলিস্কোপ তৈরি করা হয়? |
Ο ক) |
প্রতিফলন |
Ο খ) |
অপবর্তন |
Ο গ) |
প্রতিসরণ |
Ο ঘ) |
বিচ্ছুরণ |
সঠিক উত্তর: (গ)
৩৬. |
নীচের কোনটি ক্ষীণদৃষ্টির কারণ? |
Ο ক) |
অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া |
Ο খ) |
চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা পাওয়া |
Ο গ) |
অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া |
Ο ঘ) |
রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠন করে |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
কোনো মাধ্যমের সাপেক্ষে অপর একটি মাধ্যমের প্রতিসরাংককে কী বলে? |
Ο ক) |
পরম প্রতিসরণাংক |
Ο খ) |
প্রকৃত প্রতিসরণাংক |
Ο গ) |
আপেক্ষিক প্রতিসরণাংক |
Ο ঘ) |
অপবর্তন |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
প্রতিসরণ কোণ সংকট কোণের সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোণ কত? |
Ο ক) |
00 |
Ο খ) |
450 |
Ο গ) |
600 |
Ο ঘ) |
900 |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
বায়ু সাপেক্ষে বেনজিনের প্রতিসরণাঙ্ক 1.5 হলে বেনজিন সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? |
Ο ক) |
0.9 |
Ο খ) |
0.67 |
Ο গ) |
0.76 |
Ο ঘ) |
1.5 |
সঠিক উত্তর: (খ)
৪০. |
শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলা হয়? |
Ο ক) |
কর্নিয়া |
Ο খ) |
অক্ষিগোলক |
Ο গ) |
শ্বেতমন্ডল |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডল |
সঠিক উত্তর: (ক)
৪১. |
নিচের কোনটি আলোর প্রতিসরণ ধর্মের অবদান? |
Ο ক) |
অ্যাকুরিয়ামে মাছের গতিবিধ |
Ο খ) |
অপটিক্যাল ফাইবারে ব্যবহার |
Ο গ) |
মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখা |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
বেনজিনে আলোর বেগ 2�108ms-1 বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 0.96 হলে প্রতিসরণ কোণের মান কত? |
Ο ক) |
17.470 |
Ο খ) |
23.450 |
Ο গ) |
19.470 |
Ο ঘ) |
15.450 |
সঠিক উত্তর: (গ)
৪৩. |
চোখের কোটরের মধ্যে নির্দিষ্ট সীমার চারদিকে ঘোরে কোনটি? |
Ο ক) |
অক্ষিগোলক |
Ο খ) |
কর্নিয়া |
Ο গ) |
শ্বেতমন্ডল |
Ο ঘ) |
আইরিশ |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
একটি অবতল লেন্সের ফোকাস� দূরত্ব 20 সে.মি. হলে তার ক্ষমতা কত? |
Ο ক) |
-5d |
Ο খ) |
5d |
Ο গ) |
5m |
Ο ঘ) |
-5m |
সঠিক উত্তর: (ক)
৪৫. |
চোখের কোন অংশটি বাইরের অনিষ্ট হতে চোখকে রক্ষা করে? |
Ο ক) |
কর্ণিয়া |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
কৃষ্ণমন্ডল |
Ο ঘ) |
তারারন্ধ্র |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়? |
Ο ক) |
উত্তল |
Ο খ) |
সমতল |
Ο গ) |
অবতল |
Ο ঘ) |
সমতলাবতল |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
রেটিনার রং কিরূপ? |
Ο ক) |
লাল |
Ο খ) |
বেগুনি |
Ο গ) |
গোলাপী |
Ο ঘ) |
হলুদ |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
ফোকাসিং বলতে কী বুঝায়? |
Ο ক) |
আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা |
Ο খ) |
লেন্সের উন্মেষ পরিবর্তন করা |
Ο গ) |
লেন্স থেকে পর্দার দূরত্ব বাড়ানো বা কমানো |
Ο ঘ) |
ডায়াফ্রামকে ছোট বা বড় করা |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
চোখের অক্ষিগোলক- i. কোঠরের মধ্যে অবস্থিত গোলাকার অংশ ii. চোখের আকৃতি ঠিক রাখে iii. এর সামনে ও পিছনে অংশ খানিকটা চ্যাপ্টা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫০. |
মীনা 20cm দূরের বস্তু ও বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়। এর কারণ কোনটি? |
Ο ক) |
তার অক্ষিগোলকের ব্যাসার্ধ কমেছে |
Ο খ) |
তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়েছে |
Ο গ) |
তার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমেছে |
Ο ঘ) |
তার চোখে লেন্সের ফোকাস দূরত্ব কমেছে |
সঠিক উত্তর: (ঘ)
৫১. |
মাছের অ্যাকুরিয়ামে আলোর কোন ঘটনা লক্ষ্য করা যায়? |
Ο ক) |
সমাবর্তন |
Ο খ) |
বিচ্ছুরণ |
Ο গ) |
ব্যতিচার |
Ο ঘ) |
প্রতিসরণ |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
সকল বাস্তব দূরত্ব- |
Ο ক) |
মিটার |
Ο খ) |
সেন্টিমিটার |
Ο গ) |
রেডিয়ান |
Ο ঘ) |
ডাইঅপ্টার |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
কর্নিয়ার বাহ্যিক গঠন কীরূপ? |
Ο ক) |
সমতল |
Ο খ) |
উত্তল |
Ο গ) |
অবতল |
Ο ঘ) |
উভাবতল |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
৩৬৪. কোনো লেন্সের ফোকাস দূরত্ব-0.1m হলে, ক্ষমতা কত? |
Ο ক) |
10D |
Ο খ) |
-10D |
Ο গ) |
20D |
Ο ঘ) |
-20D |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
গ্যালিলিও দুরবীক্ষণে কোনটি ব্যবহৃত হয়? |
Ο ক) |
উত্তল লেন্স |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
উত্তল দর্পণ |
Ο ঘ) |
অবতল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
একটি চশমার লেন্সের ক্ষমতা +dd এর অর্থ- i. লেন্সটির ফোকাস দূরত্ব 25cm ii. চশমাটি হাইপারমেট্টোপিয়া ক্রটির ক্ষেত্রে ব্যবহৃত হয় iii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবহার করা হয়েছে- i. অপটিক্যাল ফাইবারে ii. মাইক্রোস্কোপে iii. টেলিস্কোপে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. |
বায়ুর প্রতিসরাংক কত? |
Ο ক) |
1.33 |
Ο খ) |
1.52 |
Ο গ) |
1 |
Ο ঘ) |
1.538 |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি হয়? |
Ο ক) |
নিয়মিত |
Ο খ) |
অনিয়মিত |
Ο গ) |
ব্যাপ্ত |
Ο ঘ) |
পূর্ণ অভ্যন্তরীণ |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
কোনটির প্রতিসরণাঙ্ক 1.333? |
Ο ক) |
হীরক |
Ο খ) |
কাঁচ |
Ο গ) |
পানি |
Ο ঘ) |
বরফ |
সঠিক উত্তর: (গ)
৬১. |
অভিসারী লেন্সেকে কি বলা হয়? |
Ο ক) |
ক্ষীণ মধ্যলেন্স |
Ο খ) |
স্থূল মধ্য বা উত্তল লেন্স |
Ο গ) |
অবতল লেন্স |
Ο ঘ) |
অপসারী লেন্স |
সঠিক উত্তর: (খ)
৬২. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে- i. মরীচিকার সৃষ্টি হয় ii. অপটিক্যাল ফাইবারের সাহায্যে সংকেত প্রেরণ করা যায় iii. দর্পণে চেহারা দেখা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
অবতল লেন্সের বৈশিষ্ট্য- i. মধ্যভাগ পাতলা ii. প্রান্ত ক্রমশ পুরু iii. নির্গত রশ্মিকে অভিসারী করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
লেন্স চিহ্নের প্রথায় ধনাত্মক হচ্ছে- i. উত্তল লেন্সের ক্ষমতা ii. অবতল লেন্সের ফোকাস দূরত্ব iii. উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৬৫. |
অক্ষিগোলক সম্পর্কে প্রযোজ্য- i. এটি প্রায় গোলাকার ii. এটি চক্ষু কোটরে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘুরতে পারে iii. এটি চোখের আকৃতি ঠিক রাখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? |
Ο ক) |
আইরিস |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
কর্নিয়া |
Ο ঘ) |
চোখের পাতা |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
লেন্সের ক্ষমতা কম হলে ফোকাস দূরত্ব হবে- |
Ο ক) |
বেশী |
Ο খ) |
কম |
Ο গ) |
সমান |
Ο ঘ) |
কোনটিই নয় |
সঠিক উত্তর: (ক)
৬৮. |
আলোক নল- i. আলট্রাসনোগ্রাম করতে ব্যবহৃত হয় ii. পাকস্থলীর দেয়াল পরীক্ষা করতে ব্যবহৃত হয় iii. একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৬৯. |
প্রতিসরণের ক্ষেত্রে হতে পারে- i. i>r ii. r>i iii. r=i নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭০. |
ঘন মাধ্যমের ভিতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? |
Ο ক) |
উপরের দিকে উঠে আসবে |
Ο খ) |
নিচের দিকে সরে যাবে |
Ο গ) |
একই জায়গায় থাকবে |
Ο ঘ) |
পাশে সরে যাবে |
সঠিক উত্তর: (ক)
৭১. |
অক্ষিগোলকের সামনে ও পিছনের অংশ- |
Ο ক) |
চ্যাপ্টা |
Ο খ) |
সমতল |
Ο গ) |
উত্তল |
Ο ঘ) |
অবতল |
সঠিক উত্তর: (ক)
৭২. |
নিচের কোনটি বর্ণ সংবেদনশীল? |
Ο ক) |
রড |
Ο খ) |
আইরিশ |
Ο গ) |
কোণ |
Ο ঘ) |
শ্বেতমন্ডল |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
আলোক কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মির ক্ষেত্রে- i. আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয় ii. আপতিত নির্গত রশ্মি সমান্তরাল হয় iii. নির্গত রশ্মি সোজাসুজি গমন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
স্থূলমধ্য লেন্সের- i. মধ্যভাগ মোট ii. প্রান্তভাগ মোটা iii. প্রান্তভাগ সরু নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৫. |
কোন ক্রুটিগ্রস্থ চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না? |
Ο ক) |
দীর্ঘদৃষ্টি |
Ο খ) |
হ্রস্বদৃষ্টি |
Ο গ) |
নকুলান্ধতা |
Ο ঘ) |
বর্ণান্ধতা |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
চক্ষু লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য- i. এটি চোখের আকৃতি প্রদান করে ii. এটি নিজের আকার পরিবর্তন করতে পারে iii. দূরের বা কাছের জিনিস দেখার জন্য চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন করতে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৭. |
আপতন কোণ ও ক্রান্তি কোণের মধ্যে সম্পর্ক হল- |
Ο ক) |
i = θc |
Ο খ) |
i > θc |
Ο গ) |
i < θc |
Ο ঘ) |
i ≤ θc |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে- i. প্রতিফলনের নিয়ম মেনে চলে ii. প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি iii. ক্রান্তিকোণ আপতন কোণ অপেক্ষা বড় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
পানি সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক 0.75 হলে পানির প্রতিসরণাঙ্ক হবে- i. 0.75 ii. 1.33 iii. 75�10-2 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৮০. |
চোখ সকল বর্ণকে ধারণ করে- i. নীল বর্ণে ii. লাল বর্ণে iii. সবুজ বর্ণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
অভিসারী লেন্সের মত কাজ করে- i. রেটিনা ii. চোখের লেন্স iii. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
কর্নিয়ার পেছনের অংশের নাম কী? |
Ο ক) |
অক্ষিস্নায়ু |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
তারারন্ধ্র |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
কোণ কয় ধরনের? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
লক্ষ্যবস্তু অসীমে হলে এর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে? |
Ο ক) |
খর্বিত |
Ο খ) |
আকারে সমান |
Ο গ) |
বিবর্ধিত |
Ο ঘ) |
অত্যন্ত খর্বিত |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত রশ্মি- |
Ο ক) |
ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় |
Ο খ) |
ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমেই ফিরে আসে |
Ο গ) |
হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় |
Ο ঘ) |
হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যমেই ফিরে আসে |
সঠিক উত্তর: (খ)
৮৬. |
আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায় তখন- i. আলোর প্রতিফলন হয় ii. আলোর প্রতিসরণ হয় iii. কিছু আলো মাধ্যম কর্তৃক শোষিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৭. |
হালকা মাধ্যম যদি বায়ু হয় এবং মন মাধ্যমের প্রতিসরণাঙ্ক n ও ক্রান্তি কোণ θc হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) |
n=sinθc |
Ο খ) |
sinθc=1/n |
Ο গ) |
n=1/tanθc |
Ο ঘ) |
n=θc |
সঠিক উত্তর: (খ)
৮৮. |
মানব দেহের পাকস্থলী অপটিক্যাল ফাইবারের সাহায্যে কোন প্রক্রিয়ায় দেখা যায়? |
Ο ক) |
ই সি জি |
Ο খ) |
আল্ট্রসোনোগ্রাফী |
Ο গ) |
এক্স-রে |
Ο ঘ) |
এন্ডোস্কোপি |
সঠিক উত্তর: (ঘ)
৮৯. |
কোনটির রং বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হয়? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
অক্ষিগোলক |
Ο গ) |
কৃষ্ণমন্ডল |
Ο ঘ) |
আইরিস |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
উত্তল লেন্সের ক্ষেত্রে গঠিত বিম্ব- i. সোজা ও বিবর্ধিত হয় ii. উল্টা ও খর্বিত হয় iii. সমান ও সদ হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯১. |
কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি? |
Ο ক) |
পানি |
Ο খ) |
বায়ু |
Ο গ) |
কাঁচ |
Ο ঘ) |
বরফ |
সঠিক উত্তর: (খ)
৯২. |
আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসূত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের সম্পর্ক কোনটি? |
Ο ক) |
আপতন কোণ=প্রতিসরণ কোণ |
Ο খ) |
প্রতিসরণ কোণ>আপতন কোণ |
Ο গ) |
আপতন কোণ>প্রতিসরণ কোণ |
Ο ঘ) |
প্রতিসরণ কোণ=1/আপতন কোণ |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
কর্নিয়ার পিছনে অবস্থিত অস্বচ্ছ পাতলা পর্দাটির নাম কী? |
Ο ক) |
চক্ষু লেন্স |
Ο খ) |
কর্নিয়া |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (গ)
৯৪. |
বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের ক্রান্তি কোণ 450 হলে ঐ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক কত হবে? |
Ο ক) |
√3 |
Ο খ) |
1/√2 |
Ο গ) |
√2 |
Ο ঘ) |
1/√3 |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
রেটিনা ও মস্তিষ্ক সংযোগকারী স্নায়ুগুলোর নাম কী? |
Ο ক) |
রড ও কোণ |
Ο খ) |
অকুলোমটর |
Ο গ) |
অলফ্যাক্টরী |
Ο ঘ) |
শ্রবণস্নায়ু |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
স্বাভাবিক চোখের দূর বিন্দু হচ্ছে- |
Ο ক) |
চোখ হতে অসীম দূরে |
Ο খ) |
চোখ হতে 25cm দূরে |
Ο গ) |
চোখ হত 50cm দূরে |
Ο ঘ) |
চোখ হতে সসীম দূরে |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে কী বলে? |
Ο ক) |
ফোকাস |
Ο খ) |
বক্রতার কেন্দ্র |
Ο গ) |
আলোক কেন্দ্র |
Ο ঘ) |
প্রধান অক্ষ |
সঠিক উত্তর: (ঘ)
৯৮. |
লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়- i. লেন্সটি অবতল ii. লেন্সটি প্রধান অক্ষের 25cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে iii. লেন্সটি প্রধান অক্ষের 4m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৯. |
রেটিনা যে সকল স্নায়ুতন্তু দ্বারা গঠিত তার নাম কী? |
Ο ক) |
রড ও কোন |
Ο খ) |
সিলিয়ারি |
Ο গ) |
সাসপেন্সরি |
Ο ঘ) |
অশ্রু |
সঠিক উত্তর: (ক)
১০০. |
আইরিস সম্পর্কিত সঠিক বাক্য হল- i. আইরিসের জন্য মানুষের চোখের রং বিভিন্ন হয় ii. আইরিস চোখের লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে iii. আইরিস কর্নিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পর্দা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
২৯৬. �দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির- i. চোখের নিকট বিন্দু দূরত্ব 25cm ii. চোখের দূরত্ব বিন্দু দূরত্ব অসীম iii. চোখের নিকট বিন্দুর দূরত্ব 25cm হতে একটু সামনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০২. |
দীর্ঘদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কোথায় অবস্থিত? |
Ο ক) |
ক্রুটিপূর্ণ চোখের নিকটবিন্দুতে |
Ο খ) |
ক্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে |
Ο গ) |
25cm এর সামনে |
Ο ঘ) |
অসীমে |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
অবতল লেন্স সর্বদা কিরূপ প্রতিবিম্ব গঠন করে? |
Ο ক) |
অসদ, উল্টো, খর্বিত |
Ο খ) |
সদ, উল্টো, খর্বিত |
Ο গ) |
অসদ, সোজা, খর্বিত |
Ο ঘ) |
অসদ, সোজা,বিবর্ধিত |
সঠিক উত্তর: (গ)
১০৪. |
অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে- i. এটি পুরু ও শক্ত কাচ তন্তু ii. এটি খুব সরু ও নমনীয় কাচ তন্তু iii. এটি আলো বহনের কাজে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৫. |
তারারন্ধ্রের ঠিক পিছনে অবস্থিত জেলির ন্যায় স্বচ্ছ নমনীয় পদার্থের নাম কী? |
Ο ক) |
চক্ষু লেন্স |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
অক্ষিগোলক |
Ο ঘ) |
চোখের মণি |
সঠিক উত্তর: (ক)
১০৬. |
আলোর তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়- |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
রড কোষ |
Ο গ) |
চক্ষু লেন্স |
Ο ঘ) |
চোখের মণি |
সঠিক উত্তর: (খ)
১০৭. |
উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, কারণ- i. পরস্পর সমান্তলার আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে ii. পরস্পর অভিসারী আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত করে iii. পরস্পর অপসারী আলোকরম্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়- |
Ο ক) |
প্রধান অক্ষ |
Ο খ) |
গৌণ ফোকাস |
Ο গ) |
বক্রতার ব্যাসার্ধ |
Ο ঘ) |
ফোকাস দূরত্ব |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
শ্বেতমন্ডলের সামনের স্বচ্ছ উত্তল অংশটির নাম কী? |
Ο ক) |
আইরিশ |
Ο খ) |
কৃষ্ণমন্ডল |
Ο গ) |
অক্ষিপট |
Ο ঘ) |
কর্নিয়া |
সঠিক উত্তর: (ঘ)
১১০. |
পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? |
Ο ক) |
1.5 |
Ο খ) |
1.33 |
Ο গ) |
0.75 |
Ο ঘ) |
0.66 |
সঠিক উত্তর: (গ)
১১১. |
প্রতিসরণাঙ্ক নির্ভর করে- i. আলোক তরঙ্গের কম্পাঙ্কের ওপর ii. তরঙ্গ দৈর্ঘ্যের ওপর iii. মাধ্যমের আলোকীয় ঘনত্বের ওপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
লক্ষ্যবস্তু উত্তল লেন্স থেকে 2f-এর বেশি দূরত্বে অবস্থিত হলে� প্রতিবিম্বের প্রকৃতি হবে- i.অবাস্তব ও উল্টো ii. বাস্তব ও উল্টো iii. অবাস্তব ও সোজা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
১১৩. |
কোনটির ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে? |
Ο ক) |
লেন্স |
Ο খ) |
দর্পণ |
Ο গ) |
অপটিক্যাল ফাইবার |
Ο ঘ) |
বাইনোকুলার |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কী বলে? |
Ο ক) |
উপযোজন ক্ষমতা |
Ο খ) |
লেন্সের ক্ষমতা |
Ο গ) |
অভিসারী ক্ষমতা |
Ο ঘ) |
অপসারী ক্ষমতা |
সঠিক উত্তর: (ক)
১১৫. |
মরুভূমিতে নিচের বায়ু- |
Ο ক) |
উত্তপ্ত ও হালকা হয় |
Ο খ) |
উত্তপ্ত ও ঘন হয় |
Ο গ) |
ঠান্ডা ও হালকা হয় |
Ο ঘ) |
ঠান্ডা ও ঘন হয় |
সঠিক উত্তর: (ক)
১১৬. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে- i. বিভেদ তল দর্পণের ন্যায় আচরণ করে ii. কোন প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না iii. আপতন কোণ<প্রতিফলন কোণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে- i. আলোক রশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে ii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে ছোট হতে হবে iii. আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড় হতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলা হয়? |
Ο ক) |
ফোকাস |
Ο খ) |
মেরু |
Ο গ) |
ক্ষমতা |
Ο ঘ) |
অক্ষ |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
লেন্সে বিম্ব বিবর্ধিত হয় যখন লক্ষ্যবস্তু থাকে- i. 2F এর বাইরে ii. F ও 2F এর মাঝে iii. F ও আলোক কেন্দ্রের মাঝে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২০. |
অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব- i. বাস্তব ও উল্টো হবে ii. অত্যন্ত খর্বিত হবে iii. বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২১. |
কোন লেন্সের মধ্যভাগ� পুরু ও প্রান্তভাগ পাতলা? |
Ο ক) |
ক্ষীণ মধ্য লেন্স |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
অপসারী লেন্স |
সঠিক উত্তর: (গ)
১২২. |
একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বের বাইরে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব হবে- i. বাস্তব ও উল্টো ii. খর্বিত iii. প্রধান ফোকাসে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২৩. |
ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের- i. নিকটতম বিন্দুর দূরত্ব 25cm ii. দূরবিন্দুর দূরত্ব অসীম iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৪. |
পানির গরম প্রতিসরণাঙ্ক 1.33। পানি থেকে বায়ুতে আলোকরশ্মি x0 আপতন কোণে আপতিত হলে তা মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে নির্গত হয়। এক্ষেত্রে- i. x=48.750 ii. i iii. x= পানির ক্রান্তি কোণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? |
Ο ক) |
আলোর প্রতিসরণ |
Ο খ) |
আলোর বিচ্ছুরণ |
Ο গ) |
আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন |
Ο ঘ) |
আলোর সমাবর্তন |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়- i. ডাটা ট্রান্সফার করতে ii. যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় iii. মহাকাশ গবেষণায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১২৭. |
দৃষ্টিক্রটি দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়? |
Ο ক) |
উত্তল দর্পণ |
Ο খ) |
অবতল দর্পণ |
Ο গ) |
সমতল দর্পণ |
Ο ঘ) |
উত্তল লেন্স |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ক্রটি দেখা দেয়- |
Ο ক) |
চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে |
Ο খ) |
চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে |
Ο গ) |
অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে |
Ο ঘ) |
চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. |
চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলা হয়? |
Ο ক) |
কর্নিয়া |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
অক্ষিগোলক |
Ο ঘ) |
আইরিশ |
সঠিক উত্তর: (গ)
১৩০. |
অশ্রু বলতে কোনটিকে বোঝায়? |
Ο ক) |
অ্যাকুয়াম হিউমার |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডল |
সঠিক উত্তর: (ক)
১৩১. |
ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়? |
Ο ক) |
450 |
Ο খ) |
00 |
Ο গ) |
300 |
Ο ঘ) |
900 |
সঠিক উত্তর: (ঘ)
১৩২. |
অপটিক্যাল ফাইবার তৈরী হয়- i. সরু কাঁচের দীর্ঘ তন্তু দ্বারা ii. সরু প্লাস্টিকের দীর্ঘ ফাইবার দ্বারা iii. 1.7 প্রতিসরাঙ্কের ফাইবার দ্বারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. |
রেটিনার উপর আলো পড়লে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে- i. রড কোষ ii. অ্যাকুয়াস হিউমার iii. কোণ কোষ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৪. |
অপসারী লেন্সকে কী বলা হয়? |
Ο ক) |
ক্ষীণ মধ্য লেন্স |
Ο খ) |
স্থূল মধ্য লেন্স |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
অভিসারী লেন্স |
সঠিক উত্তর: (ক)
১৩৫. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তার প্রতিবিম্বের সৃষ্টি হলে ফলে হয়- i. রাস্তাটি ভেজা ii. রাস্তাটি চকচকে iii. রাস্তাটি অমসৃণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
-4D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব হবে- i. 25 cm ii. -25 cm iii. -0.25 m নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৭. |
সকল অবাস্তব দূরত্ব- |
Ο ক) |
সদ |
Ο খ) |
ধনাত্মক |
Ο গ) |
অপসারী |
Ο ঘ) |
ঋণাত্মক |
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. |
কোনটিতে উল্টো প্রতিবিম্ব গঠিত করে? |
Ο ক) |
সমতল দর্পণ |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
অপসারী লেন্স |
Ο ঘ) |
উত্তল লেন্স |
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. |
চোখের দৃষ্টির ক্রটি কয় প্রকারের? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. |
অপটিক্যাল ফাইবার এর মধ্যে দিয়ে সংকেত সঞ্চালনকালে নিচের কোন ঘটনাটি ঘটবে? |
Ο ক) |
আলোর প্রতিসরণ |
Ο খ) |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন |
Ο গ) |
আংশিক প্রতিফলন |
Ο ঘ) |
প্রতিফলন এবং প্রতিসরণ |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
আলোর প্রতিসরণের কারণ কোনটি? |
Ο ক) |
আলো সরল রেখায় চলে |
Ο খ) |
আলোর বেগ বেশি |
Ο গ) |
ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন |
Ο ঘ) |
আলো তরঙ্গাকারে চলে |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
দুটি মাধ্যমের বিভেদতল কখন দর্পণের মত আচরণ করে? |
Ο ক) |
i<θc হলে |
Ο খ) |
i=θc হলে |
Ο গ) |
i>θc হলে |
Ο ঘ) |
sin i<θc হলে |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে কোনটি প্রযোজ্য? |
Ο ক) |
স্নেলের সূত্র |
Ο খ) |
N=1/sinθc |
Ο গ) |
i=r |
Ο ঘ) |
প্রতিসরণের দ্বিতীয় সূত্র |
সঠিক উত্তর: (গ)
১৪৪. |
+2d দ্বারা কোনটি বুঝায়? |
Ο ক) |
লেন্সটি অবতল |
Ο খ) |
লেন্সটির ফোকাস দূরত্ব 2 মিটার |
Ο গ) |
লেন্সটির ফোকাস দূরত্ব 5 সে.মি. |
Ο ঘ) |
লেন্সটির ফোকাস দূরত্ব 50 সে.মি. |
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. |
একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়? |
Ο ক) |
আলোক রশ্মি |
Ο খ) |
লেন্স |
Ο গ) |
আলোক নল |
Ο ঘ) |
আলোক দর্পণ |
সঠিক উত্তর: (গ)
১৪৬. |
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাংক 1.52। বায়ুতে আলোর বেগ 3�108ms-1 হলে- i. বায়ুতে আলোর বেগ কাচ অপেক্ষা বেশি ii. কাঁচের আলোকীয় ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি iii. কাঁচে আলোর বেগ 1.97�108ms-1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. |
কোনটি চোখের উপাদান নয়? |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
আইভ্রু |
Ο গ) |
অ্যাকুয়াস হিউমার |
Ο ঘ) |
চোখের লেন্স |
সঠিক উত্তর: (খ)
১৪৮. |
নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ক্রটি নয়- |
Ο ক) |
ক্ষীণ দৃষ্টি |
Ο খ) |
হ্রস্ব দৃষ্টি |
Ο গ) |
মাইওপিয়া |
Ο ঘ) |
হাইপারমেট্টোপিয়া |
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. |
স্নেলের সূত্রের সঠিক রূপ কোনটি? |
Ο ক) |
sin r/sin i |
Ο খ) |
sin i/sin r |
Ο গ) |
p=1/f |
Ο ঘ) |
sinθc/r |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা কত? |
Ο ক) |
0 সে.মি. থেকে অসীম পর্যন্ত |
Ο খ) |
25 সে.মি. থেকে অসীম পর্যন্ত |
Ο গ) |
0.1 সে.মি. থেকে 25 কি.মি. পর্যন্ত |
Ο ঘ) |
10 সে.মি. থেকে 100 কি.মি. পর্যন্ত |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
ফোকাস দূরত্বকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়- |
Ο ক) |
P |
Ο খ) |
O |
Ο গ) |
F |
Ο ঘ) |
f |
সঠিক উত্তর: (গ)
১৫২. |
কোনো লেন্সের ক্ষমতা +5d এর অর্থ- i. লেন্সটির আলোক কেন্দ্র থেকে 40cm দূরত্বে কোনো বস্তু রাখলে এর বিম্ব লক্ষ্যবস্তুর সমান আকৃতির হয় ii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স iii. লেন্সটির ফোকাস দূরত্ব একটি ধনাত্মক রাশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৫৩. |
কোনো মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে? |
Ο ক) |
1 এর সমান |
Ο খ) |
1 এর চেয়ে বেশি |
Ο গ) |
1 এর চেয়ে কম |
Ο ঘ) |
1 এর চেয়ে কম বা সমান |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
কোনটি জটিল বস্তুর প্রত্যেকটি বর্ণ আলাদা করে দেয়? |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
রড |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
মস্তিষ্ক |
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. |
আমাদের দু’চোখে কয়টি উত্তল লেন্স আছে- |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? |
Ο ক) |
চোখের মণি |
Ο খ) |
চক্ষুলেন্স |
Ο গ) |
শ্বেত মন্ডল |
Ο ঘ) |
কর্ণিয়া |
সঠিক উত্তর: (খ)
১৫৭. |
শ্বেতমন্ডলের সামনে স্বচ্ছ উত্তল অংশটির নাম কী? |
Ο ক) |
আইরিস |
Ο খ) |
কৃষ্ণমন্ডল |
Ο গ) |
অক্ষিপটে |
Ο ঘ) |
কর্ণিয়া |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. |
অভিসারী লেন্স বলা হয় কোনটিকে? |
Ο ক) |
অবতল লেন্স |
Ο খ) |
সমতলাবর্তন লেন্স |
Ο গ) |
উত্তলাবতল লেন্স |
Ο ঘ) |
উত্তল লেন্স |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ 390 এর জন্যে প্রতিসরণ কোণ 900 হলে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? |
Ο ক) |
390=i |
Ο খ) |
400 |
Ο গ) |
390>i |
Ο ঘ) |
300=i |
সঠিক উত্তর: (খ)
১৬০. |
আলোক নল ব্যবহার করা হয়- i. এন্ডোস্কপিতে ii. শিরার ব্লক প্রতিরোধে iii. হৃৎপিন্ডের ভালভের ক্রিয়া দেখতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬১. |
ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়? |
Ο ক) |
00 |
Ο খ) |
300 |
Ο গ) |
600 |
Ο ঘ) |
900 |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
লেন্সের ক্ষমতার- i. প্রচলিত একক হল ডাইঅপ্টার ii. এস.আই একক হল রেডিয়ান/মিটার iii. এস আই একক হল মিটার/রেডিয়ান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
কোন আলোকীয় ঘটনা আমাদের দেখার কাজে সরাসরি সাহায্য করে- |
Ο ক) |
ব্যতিচার |
Ο খ) |
প্রতিসরণ |
Ο গ) |
বিচ্ছুরণ |
Ο ঘ) |
সমাবর্তন |
সঠিক উত্তর: (খ)
১৬৪. |
পাতলা লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হলে- |
Ο ক) |
দিক পরিবর্তন করে প্রতিসৃত হয় |
Ο খ) |
দিক পরিবর্তন না করে প্রতিসৃত হয় |
Ο গ) |
দিক পরিবর্তনকরে প্রতিফলিত হয় |
Ο ঘ) |
দিক পরিবর্তন না করে প্রতিফলিত হয় |
সঠিক উত্তর: (খ)
১৬৫. |
অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখতে ব্যবহৃত হয়? |
Ο ক) |
মাইক্রোস্কোপ |
Ο খ) |
নভোবীক্ষণ যন্ত্র |
Ο গ) |
দূরবীক্ষণ যন্ত্র |
Ο ঘ) |
টেলিস্কোপ |
সঠিক উত্তর: (ক)
১৬৬. |
প্রথম মাধ্যম বায়ু এবং ২য় মাধ্যম কাঁচ হলে প্রতিসরিত রশ্মি কোন দিকে যাবে ? |
Ο ক) |
অভিলম্বের দিকে |
Ο খ) |
অভিলম্ব বরাবর |
Ο গ) |
অভিলম্ব থেকে দূরে |
Ο ঘ) |
সোজা বরাবর |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
লেন্স প্রধানত কত প্রকার? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (খ)
১৬৮. |
চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কীরূপ? |
Ο ক) |
সোজা ও লক্ষ্য বস্তুর সমান |
Ο খ) |
উল্টা এবং লক্ষ্য বস্তুর সমান |
Ο গ) |
সোজা ও বিবর্ধিত |
Ο ঘ) |
উল্টা ও খর্বিত |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
কোনো ব্যক্তি চশমা হিসাবে 20cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত? |
Ο ক) |
2d |
Ο খ) |
5d |
Ο গ) |
4d |
Ο ঘ) |
-5d |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
লেন্সে বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
১৭১. |
উত্তল লেন্সের সামনে 2f দূরত্বে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? |
Ο ক) |
F দূরত্বে |
Ο খ) |
অসীম দূরত্বে |
Ο গ) |
f ও 2f এর মধ্যে |
Ο ঘ) |
2f দূরত্বে |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. |
একটি লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে রাখা হল- i. প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর অবস্থানে গঠিত হবে ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো হবে iii. প্রতিবিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. |
অভিসারী লেন্সের মত কাজ নয়? |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
চোখের লেন্স |
Ο গ) |
অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার |
Ο ঘ) |
উপরের সব কয়টি |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করলে বাস্তব, উল্টো ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? |
Ο ক) |
f ও 2f এর মধ্যে |
Ο খ) |
2f দূরত্বে |
Ο গ) |
F দূরত্বে |
Ο ঘ) |
2f দূরত্বের বাইরে |
সঠিক উত্তর: (ক)
১৭৫. |
কালির দাগের উপর কাচফলক রাখলে- i. দাগের বাস্তব বিম্ব গঠিত হয় ii. দাগটি উপরে উঠেছে মনে হয় iii. দাগের অবাস্তব বিম্ব গঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৭৬. |
নিচের কোনটি স্বচ্ছ? |
Ο ক) |
অ্যাকুয়াস হিউমার |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডল |
সঠিক উত্তর: (ক)
১৭৭. |
রেটিনার সৃষ্ট বিম্ব কিসের সাহায্যে মস্তিষ্কে যায়? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
কৃষ্ণমন্ডল |
Ο গ) |
আইরিশ |
Ο ঘ) |
চক্ষু স্নায়ু |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. |
গ্লিসারিনের সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক 1.09। গ্লিসারিনে আলোর বেগ 3�108ms-1 হলে- i. কাঁচে আলোর বেগ গ্লিসারিন অপেক্ষা কম ii. গ্লিসারিন অপেক্ষা কাঁচের আলোকীয় ঘনত্ব বেশি iii. কাঁচ সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক 1.09 অপেক্ষা কম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
-2D ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? |
Ο ক) |
0.5cm |
Ο খ) |
-0.5m |
Ο গ) |
0.5m |
Ο ঘ) |
0.20m |
সঠিক উত্তর: (খ)
১৮০. |
আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরাঙ্ক হয়- |
Ο ক) |
সেই মাধ্যমের সাপেক্ষে |
Ο খ) |
সেই মাধ্যমের |
Ο গ) |
শূন্য মাধ্যমের সাপেক্ষে |
Ο ঘ) |
অন্য মাধ্যমের |
সঠিক উত্তর: (খ)
১৮১. |
দুটি লেন্সের মধ্যে প্রথমটির ফোকাস দূরত্ব f1 ও অপরটির f2 এবং f1>f2 হলে, কোন লেন্সটির ক্ষমতা বেশি হবে? |
Ο ক) |
প্রথমটির |
Ο খ) |
দ্বিতীয়টির |
Ο গ) |
উভয় লেন্সের ক্ষমতা সমান |
Ο ঘ) |
কম না বেশি তা বলা যাবে না |
সঠিক উত্তর: (খ)
১৮২. |
রেটিনার সৃষ্ট বিম্বকে মস্তিষ্কে প্রেরণ করে কোনটি? |
Ο ক) |
স্নায়ু |
Ο খ) |
শিরা |
Ο গ) |
ধমনী |
Ο ঘ) |
রক্ত |
সঠিক উত্তর: (ক)
১৮৩. |
মরীচিকায় কোন ঘটনা ঘটে? |
Ο ক) |
আলোর প্রতিফলন |
Ο খ) |
আলোর বিচ্ছুরণ |
Ο গ) |
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন |
Ο ঘ) |
আলোর পোলারণ |
সঠিক উত্তর: (গ)
১৮৪. |
লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়- i. আলোক রশ্মি অভিসারী হলে ii. আলোক রশ্মি অপসৃত হলে iii. লেন্সটি উত্তল হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮৫. |
নিচের কোনটি চোখের আকৃতি ঠিক রাখে? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
চোখের পানি |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
চক্ষুলেখ |
সঠিক উত্তর: (ক)
১৮৬. |
দুটি চোখ থাকার সুবিধা হল- i. সঠিকভাবে দূরত্ব পরিমাপ করা যায় ii. একই সাথে এক বস্তুর ক্ষেত্রে দুই বস্তু দেখা যায় iii. একটি বস্তুকে ভালভাবে দেখা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮৭. |
ক্ষীণদৃষ্টি দেখা দেয়- i. চোখের ফোকাস দূরত্ব কমে গেলে ii. অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে iii. অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. |
আলোকরশ্মি যখন পানি হতে বায়ুতে প্রবেশ করে তখন কী হয়? |
Ο ক) |
আপতন কোণ=প্রতিসরণ কোণ |
Ο খ) |
আপতন কোণ>প্রতিসরণ কোণ |
Ο গ) |
আপতন কোণ<প্রতিসরণ কোণ |
Ο ঘ) |
আপতন কোণ≤প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (গ)
১৮৯. |
কোনটি চোখের আলোক স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়? |
Ο ক) |
আলোর তীব্রতার হ্রাসবৃদ্ধি |
Ο খ) |
রঙ্গের অনুভূতি ও পার্থক্য |
Ο গ) |
বস্তুর নড়াচড়া |
Ο ঘ) |
অশ্রু তৈরী করা |
সঠিক উত্তর: (ঘ)
১৯০. |
পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক wna=0.75। পানিতে আলোর বেগ Cw এবং বায়ুতে আলোর বেগ Ca হলে সঠিক ক্রম হলো- i. Cwa ii. Cw>Ca iii. wna<anw নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৯১. |
একজন লোক চোখের সামনে বই রেখে পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চশমা ব্যবহার করতে হবে? |
Ο ক) |
উত্তল |
Ο খ) |
অবতল |
Ο গ) |
সমতলাবতল |
Ο ঘ) |
সমতলোত্তল |
সঠিক উত্তর: (ক)
১৯২. |
50cm ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের ক্ষমতা কত? |
Ο ক) |
-2d |
Ο খ) |
-0.2d |
Ο গ) |
0.2d |
Ο ঘ) |
2d |
সঠিক উত্তর: (ক)
১৯৩. |
লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি? |
Ο ক) |
P=1/f |
Ο খ) |
f=1/p2 |
Ο গ) |
P=f2 |
Ο ঘ) |
P=√f |
সঠিক উত্তর: (ক)
১৯৪. |
একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে বলা হয়- |
Ο ক) |
আলোক যন্ত্র |
Ο খ) |
আলোক নল |
Ο গ) |
অণুবীক্ষণ যন্ত্র |
Ο ঘ) |
জটিল অণুবীক্ষণ যন্ত্র |
সঠিক উত্তর: (খ)
১৯৫. |
বায়ু থেকে কাচে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 300 এবং প্রতিসরণ কোণ 190 হলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাংক কত? |
Ο ক) |
1.33 |
Ο খ) |
1.52 |
Ο গ) |
1.49 |
Ο ঘ) |
1.53 |
সঠিক উত্তর: (ঘ)
১৯৬. |
যে মাধ্যমের প্রতিরনাঙ্কের মান বেশি সে মাধ্যমে- i. আলোর বেগ কম ii. আলোকীয় ঘনত্ব বেশি iii. আলোর বেগ 3�108ms-1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯৭. |
কৃষ্ণমন্ডল হল- i. শ্বেত মন্ডলের সামনের অংশ ii. শ্বেত মন্ডলের গায়ের কালো আস্তরণ iii. চোখের ভেতর অভ্যন্তরীণ প্রতিফলন না হওয়ার জন্য দায়ী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৯৮. |
অবতল লেন্সে গঠিত প্রতিবিম্ব কিরূপ হবে? |
Ο ক) |
সোজা এবং ছোট |
Ο খ) |
সোজা এবং বড় |
Ο গ) |
উল্টো এবং ছোট |
Ο ঘ) |
উল্টো এবং বড় |
সঠিক উত্তর: (ক)
১৯৯. |
কখন দীর্ঘ দৃষ্টির উদ্ভব হয়? |
Ο ক) |
লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে |
Ο খ) |
লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে |
Ο গ) |
অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে |
Ο ঘ) |
লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে |
সঠিক উত্তর: (ক)
২০০. |
চোখের রেটিনার রঙ কী? |
Ο ক) |
সাদা |
Ο খ) |
গোলাপি |
Ο গ) |
হালকা নীল |
Ο ঘ) |
গাঢ় বাদামী |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন