এস.এস.সি ||
পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৮: আলোর প্রতিফলন |
১. | উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেমি. হলে ফোকাস দূরত্ব কত? |
Ο ক) | 10cm |
Ο খ) | 7cm |
Ο গ) | 3.5cm |
Ο ঘ) | 28cm |
সঠিক উত্তর: (খ)
২. | উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে? |
Ο ক) | অভিসারী করে |
Ο খ) | বিস্তৃত করে |
Ο গ) | অপসারী করে |
Ο ঘ) | অবমিত করে |
সঠিক উত্তর: (গ)
৩. |
অবাস্তব বিম্ব- i. চোখে দেখা যায় ii. পর্দায় ফেলা যায় iii. অবতল ও উত্তল দর্পণে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪. |
বিম্বের আকার নির্ভর করে- i. দর্পণের উপর ii. বস্তুর অবস্থানের উপর iii. লেন্সের ধরনের উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
ভাল সমতল দর্পণের বৈশিষ্ট্য- i. দর্পণের পুরুত্ব কম এবং সুষম� হতে হবে ii. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬. | দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অপসারী দপর্ণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৭. |
দীপ্তিহীন বস্তু- i. অন্ধকারে বিড়ালের চোখ ii. আলোকিত সিনেমার পর্দা iii. টেবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | iii |
Ο গ) | ii |
Ο ঘ) | i ও iii |
সঠিক উত্তর: (খ)
৮. | সমতল দর্পণে 10cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন? |
Ο ক) | 20cm |
Ο খ) | 15cm |
Ο গ) | 10cm |
Ο ঘ) | 5cm |
সঠিক উত্তর: (ঘ)
৯. | উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব এবং আকার লক্ষ্যবস্তুর- |
Ο ক) | সমান |
Ο খ) | বিবর্ধিত |
Ο গ) | খর্বিত |
Ο ঘ) | উপরের সব কয়টি |
সঠিক উত্তর: (গ)
১০. |
দর্পণ হিসেবে কাজ করে- i. অমসৃণ বরফ ii. পারা লাগানো কাচ iii. পরিষ্কার পারদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১. | একটি কাচের ফাপা� গোলকের� খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পারা লাগানো হয়, তবে তাতে কী তৈরি হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | প্রতিবিম্ব |
Ο গ) | থার্মোকাপল |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
১২. | আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি? |
Ο ক) | প্রতিসরণ |
Ο খ) | প্রতিফলন |
Ο গ) | অপবর্তন |
Ο ঘ) | বিচ্ছুরণ |
সঠিক উত্তর: (খ)
১৩. | কোন বিন্দুতে বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে? |
Ο ক) | C |
Ο খ) | F |
Ο গ) | L |
Ο ঘ) | 2F |
সঠিক উত্তর: (ঘ)
১৪. | সরল পেরিস্কোপ তৈরিতে কোন প্রকারের দর্পণ ব্যবহৃত হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | গোলীয় দর্পণ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
১৫. | সরল পেরিস্কোপে দর্পণকে কত ডিগ্রী কোণ করে রাখতে হয়? |
Ο ক) | 900 |
Ο খ) | 450 |
Ο গ) | 300 |
Ο ঘ) | 600 |
সঠিক উত্তর: (খ)
১৬. | জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিশ্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়? |
Ο ক) | সর্বোচ্চ বিন্দুর বিম্ব অঙ্কন করা হয় |
Ο খ) | সর্বনিম্ন বিন্দুর বিম্ব অঙ্কন করা হয় |
Ο গ) | সকল বিন্দুর বিম্ব অঙ্কন করা হয় |
Ο ঘ) | সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুদ্বয়ের বিম্ব অঙ্কন করা হয় |
সঠিক উত্তর: (ক)
১৭. |
নিচের তথ্যসমূহ লক্ষ্য কর: i. আলোর ব্যতিচার ও সমবর্তন ঘটে ii. আলো সর্বদা তরঙ্গের ন্যায় আচরণ করে না iii. সকল তলে আলোর সুষম প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮. |
কাচের উপর প্রলেপ লাগানোকে বলে- i. পারা লাগানো ii. সিলভারিং iii. সেন্টারিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধণ 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত? |
Ο ক) | 0.6m |
Ο খ) | 0.06m |
Ο গ) | 6m |
Ο ঘ) | 60m |
সঠিক উত্তর: (খ)
২০. | বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়? |
Ο ক) | 500 |
Ο খ) | 450 |
Ο গ) | 300 |
Ο ঘ) | 150 |
সঠিক উত্তর: (খ)
২১. |
দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণকে দাঁতের বেশ নিকটে ধরা হলে দর্পণে দাঁতের একটি- i. অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় ii. বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় iii. অবাস্তব ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২. | কোন রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে? |
Ο ক) | সাদা |
Ο খ) | লাল |
Ο গ) | সবুজ |
Ο ঘ) | হলুদ |
সঠিক উত্তর: (ক)
২৩. | সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত? |
Ο ক) | 0 |
Ο খ) | 1/2 |
Ο গ) | 1 |
Ο ঘ) | 2 |
সঠিক উত্তর: (গ)
২৪. |
বিবর্ধন m হলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে- i. m=-1 ii. m=1 iii. m>1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫. | যে মসৃণ সমতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? |
Ο ক) | বাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
২৬. | জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিম্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়? |
Ο ক) | সর্বোচ্চ বিন্দুর বিম্ব অংকন করা হয় |
Ο খ) | সর্বনিম্ন বিন্দুর বিম্ব অংকন করা হয় |
Ο গ) | সকল বিন্দুর বিম্ব অংকন করা হয় |
Ο ঘ) | সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুরদ্বয়ের বিম্ব অংকন করা হয় |
সঠিক উত্তর: (ঘ)
২৭. | লঞ্চের সার্চ লাইটে ব্যবহার করা হয়- |
Ο ক) | সমতলোত্তল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
২৮. | লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে? |
Ο ক) | সদ ও সোজা |
Ο খ) | অসদ ও সোজা |
Ο গ) | সদ ও উল্টা |
Ο ঘ) | অসদ ও উল্টা |
সঠিক উত্তর: (খ)
২৯. | গোলীয় দর্পণ যে গোলকের অংশ� বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে? |
Ο ক) | মেরু |
Ο খ) | বক্রতার কেন্দ্র |
Ο গ) | প্রধান ফোকাস |
Ο ঘ) | ফোকাস তল |
সঠিক উত্তর: (খ)
৩০. | 6 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কোথায় রাখতে হবে? |
Ο ক) | 3 cm |
Ο খ) | 6 cm |
Ο গ) | 12 cm |
Ο ঘ) | 18 cm |
সঠিক উত্তর: (গ)
৩১. | অবতল দর্পণে লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য বিম্ব সদ ও উল্টা অথবা অসদ ও সোজা এবং অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? |
Ο ক) | লক্ষবস্তু অসীমে |
Ο খ) | লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে |
Ο গ) | লক্ষবস্তু প্রধান ফোকাসে |
Ο ঘ) | লক্ষবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (গ)
৩২. |
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব- i. আকারে লক্ষ বস্তুর সমান ii. পর্দায় গঠন করা যায় iii. দর্পণ থেকে বসতুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৩. | নিচের কোনটিকে বিভিন্ন প্রয়োজনে নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা ব্যবহার করে থাকেন? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | টেলিস্কোপ |
Ο গ) | পেরিস্কোপ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
৩৪. | কোন দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় লেন্স |
সঠিক উত্তর: (গ)
৩৫. | পাহাড়ী রাস্তায় গাড়িচালনার জন্য অনেক সময় কত কোণে বাঁক নিতে হয়? |
Ο ক) | 900 |
Ο খ) | 300 |
Ο গ) | 1800 |
Ο ঘ) | 2700 |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য- i. অবাস্তব বিম্ব গঠন করে ii. বাস্তব বিম্ব গঠন করে iii. উভয় বিম্ব গঠন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. | শূন্যস্থানে আলোর বেগ কত? |
Ο ক) | 3.0×108ms-1 |
Ο খ) | 30×106ms-1 |
Ο গ) | 300000000kms-1 |
Ο ঘ) | 3×106ms-1 |
সঠিক উত্তর: (ক)
৩৮. | অবতল দর্পণে লক্ষবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কী রকম হবে? |
Ο ক) | দর্পণের পিছনে, অসদ, সোজা ও বিবর্ধিত |
Ο খ) | অসীমে, অসদ, সোজা ও বিবর্ধিত |
Ο গ) | বক্রতার কেন্দ্রে, সদ, উল্টা ও লক্ষ্যবস্তুর সমান |
Ο ঘ) | বক্রতার কেন্দ্রে ও অসীমের মধ্যে, সদ, উল্টা ও বিবর্ধিত |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
উত্তল দর্পণ ব্যবহৃত হয়- i. গাড়িতে ii. দন্ত পরীক্ষায় iii. শপিংমলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪০. | নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | প্রিজম |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
সমতল দর্পণ ব্যবহৃত হয়- i. পেরিস্কোপ তৈরিতে ii. টেলিস্কোপ তৈরিতে iii. ওভারহেড প্রজেক্টর তৈরিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব- i. এর আকার লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় ii. দর্পণের পিছনে গঠিত হয় iii. অবাস্তব ও সোজা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. | কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
৪৪. | বিম্বের আকার বস্তুর তুলনায় বড় হল বিবর্ধনের মান হবে? |
Ο ক) | 1 এর সমান |
Ο খ) | 1 এর চেয়ে বড় |
Ο গ) | 1 এর চেয়ে ছোট |
Ο ঘ) | 1 এর সাথে সম্পর্ক নেই |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, রৈখিক বিবর্ধন হবে- i. 1 এর চেয়ে ছোট ii. 1 iii. 1 এর চেয়ে বড় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে- i. বাস্তব প্রতিবিম্ব ii. অবাস্তব প্রতিবিম্ব iii. বাস্তব ও অবাস্তব লক্ষ্যবস্তু নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৭. | সরল পেরিস্কোপে কয়টি দর্পণ থাকে? |
Ο ক) | ২টি |
Ο খ) | ৩টি |
Ο গ) | ৪টি |
Ο ঘ) | ৫টি |
সঠিক উত্তর: (ক)
৪৮. | চোখে প্রবিষ্ট আলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করে? |
Ο ক) | অক্ষিগোলকে |
Ο খ) | রেটিনায় |
Ο গ) | কর্ণিয়ায় |
Ο ঘ) | অ্যাকুয়াস হিউমারে |
সঠিক উত্তর: (খ)
৪৯. | কোন বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন বুঝা যায় না? |
Ο ক) | ঘনবস্তু |
Ο খ) | মানুষ |
Ο গ) | প্রতিসম বস্তু |
Ο ঘ) | অপ্রতিসম বস্তু |
সঠিক উত্তর: (গ)
৫০. | উত্তল দর্পণের কোন দিকের পৃষ্ঠে পারা লাগানো হয়? |
Ο ক) | ভিতরের দিকে |
Ο খ) | বাহিরের দিকে |
Ο গ) | ক ও খ উভয়ই |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (ক)
৫১. | প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলনের পর নির্গত রশ্মিকে কী বলে? |
Ο ক) | প্রতিসরিত রশ্মি |
Ο খ) | এক্স রশ্মি |
Ο গ) | আপতিত রশ্মি |
Ο ঘ) | প্রতিফলিত রশ্মি |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
আলোর প্রতিফলন নির্ভর করে- i. প্রতিফলকের মসৃণতা ও স্বচ্ছতা ii. আপতন কোণ iii. আলোর বর্ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৩. | কোনটি দীপ্তিমান বস্তুর উদাহরণ? |
Ο ক) | সূর্য |
Ο খ) | কেরোসিন |
Ο গ) | পাথর |
Ο ঘ) | কাঠ |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
উত্তল দর্পণে- i. সৃষ্ট বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে গর্বিত হয় ii. বিম্বের প্রকৃতি অসদ ও সোজা হয় iii. লক্ষ্যবস্তু দর্পণের যে পাশে থাকে বিম্বেও সে পাশে গঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৫৫. | আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? |
Ο ক) | প্রতিফলন কোণ |
Ο খ) | আপতন কোণ |
Ο গ) | বিক্ষেপণ কোণ |
Ο ঘ) | প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (খ)
৫৬. | BO বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে- |
Ο ক) | বিবর্ধিত |
Ο খ) | খর্বিত |
Ο গ) | অত্যন্ত বিবর্ধিত |
Ο ঘ) | অত্যন্ত খর্বিত |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
একটি বিম্বের প্রকৃতি বলতে বোঝায়- i. বিম্বটি সদ না অসদ ii. বিম্বটি বিবর্ধিত না খর্বিত iii. বিম্বটি উল্টা না সিধা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫৮. | শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়? |
Ο ক) | থামোকার্পল |
Ο খ) | পেরিস্কোপ |
Ο গ) | থার্মোমিটার |
Ο ঘ) | ব্যারোমিটার |
সঠিক উত্তর: (খ)
৫৯. | যে সমৃণ গোলীয় পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অভিসারী লেন্স |
Ο গ) | প্রতিফলন কোণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৬০. | একটি সমতল দর্পণকে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়। দর্পণকে কত কোণে ঘুরানো হয়েছে? |
Ο ক) | 300 |
Ο খ) | 800 |
Ο গ) | 900 |
Ο ঘ) | 1200 |
সঠিক উত্তর: (ক)
৬১. | যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো সমতল দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ কীভাবে থাকে? |
Ο ক) | বক্ররেখায় |
Ο খ) | কোণ আকৃতিতে |
Ο গ) | সমান্তরাল |
Ο ঘ) | সমান্তরাল ও বক্ররেখায় |
সঠিক উত্তর: (গ)
৬২. | একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়? |
Ο ক) | বিম্বের অবস্থান |
Ο খ) | বিম্বের আকৃতি |
Ο গ) | বিম্বের প্রকৃতি |
Ο ঘ) | বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. | নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে? |
Ο ক) | উত্তল দর্পণে |
Ο খ) | সমতল দর্পণে |
Ο গ) | অবতল লেন্সে |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. | প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে? |
Ο ক) | উত্তল দর্পণের মেরু |
Ο খ) | অবতল দর্পণের মেরু |
Ο গ) | সমতল দর্পনের মেরু |
Ο ঘ) | প্রধান ফোকাস |
সঠিক উত্তর: (ক)
৬৫. | কোন মাধ্যমে আলো সরলপথে চলে? |
Ο ক) | অস্বচ্ছ সমসত্ত্ব |
Ο খ) | স্বচ্ছ সমসত্ত্ব |
Ο গ) | ইথার |
Ο ঘ) | উপরের সব কয়টি |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
অবতল দর্পণে সৃষ্ট বিম্ব- i. বাস্তব ও� উল্টো ii. অবাস্তব ও সোজা iii. লক্ষ্যবস্তুর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. | প্রতিফলন কত প্রকার? |
Ο ক) | এক |
Ο খ) | দুই |
Ο গ) | তিন |
Ο ঘ) | চার |
সঠিক উত্তর: (গ)
৬৮. | বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রত্যেক বিন্দুর জন্য দর্পণের পিছনে কী গঠিত হয়? |
Ο ক) | বাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο গ) | মরীচিকা |
Ο ঘ) | বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (খ)
৬৯. | অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত� রশ্মির প্রতিফলনের পর কী ঘটে? |
Ο ক) | বক্রতার কেন্দ্র দিয়ে যায় |
Ο খ) | প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় |
Ο গ) | প্রধান ফোকাস দিয়ে যায় |
Ο ঘ) | প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় |
সঠিক উত্তর: (গ)
৭০. | ড্রেসিং টেবিলে কি ধরণের দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতলোত্তল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
৭১. | উত্তল দর্পণে ফোকাস দূরত্ব 11cm হলে বক্রতার ব্যাসার্ধ কত? |
Ο ক) | 5.5cm |
Ο খ) | 22cm |
Ο গ) | 11cm |
Ο ঘ) | 32cm |
সঠিক উত্তর: (খ)
৭২. | কোনটি আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে? |
Ο ক) | শব্দ |
Ο খ) | তাপ |
Ο গ) | আলো |
Ο ঘ) | তাপমাত্রা |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
গোলীয় দর্পণের প্রধান অক্ষের ক্ষেত্রে- i. মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বই হলো প্রধান অক্ষ ii. বক্রতার কেন্দ্র ও মেরু সংযোগকারী রেখাই হলো প্রধান অক্ষ iii. প্রধান অক্ষ বক্রতার কেন্দ্রগামী নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৪. | অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অবাস্তব হয়? |
Ο ক) | অসীমে |
Ο খ) | প্রধান ফোকাসে |
Ο গ) | বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
Ο ঘ) | মেরু ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. | গোলীয় দর্পণে মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যদিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে? |
Ο ক) | বক্রতার ব্যাসার্ধ |
Ο খ) | প্রধান অক্ষ |
Ο গ) | গৌণ অক্ষ |
Ο ঘ) | ফোকাস দূরত্ব |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
অবতল দর্পণ আপতিত রশ্মিসমূহকে- i. অপসারী করে ii. অভিসারী করে iii. প্রকৃতপক্ষে মিলিত করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৭৭. | কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই? |
Ο ক) | শব্দ |
Ο খ) | বায়ু |
Ο গ) | আলো |
Ο ঘ) | পানি |
সঠিক উত্তর: (গ)
৭৮. | সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে? |
Ο ক) | সীসার |
Ο খ) | পারদের |
Ο গ) | রূপার |
Ο ঘ) | স্টিলের |
সঠিক উত্তর: (গ)
৭৯. |
� ১৩২. নিচের তথ্যসমূহ লক্ষ কর: i. অমসৃণ তলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয় ii. অন্ধকারে বিড়ালের চোখ দীপ্তিমান বস্তু iii. আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৮০. | কোনো লক্ষ্যের দৈর্ঘ্য l এবং বিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন, m=? |
Ο ক) | m=ll′ |
Ο খ) | m=l/l′ |
Ο গ) | m=l′/l |
Ο ঘ) | m=l+l′ |
সঠিক উত্তর: (গ)
৮১. | গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে? |
Ο ক) | একটি |
Ο খ) | দুইটি |
Ο গ) | তিনটি |
Ο ঘ) | চারটি |
সঠিক উত্তর: (গ)
৮২. | কোনটিকে বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অভিসারী দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
৮৩. |
আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন- i. আলোর প্রতিফলন হয় ii. আলোর প্রতিসরণ হয় iii. আলোর গতি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৪. | সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ? |
Ο ক) | সদ |
Ο খ) | উল্টো |
Ο গ) | অবাস্তব |
Ο ঘ) | বিবর্ধিত |
সঠিক উত্তর: (গ)
৮৫. | অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কিরূপ হয়? |
Ο ক) | ব্যাপ্ত প্রতিফলন |
Ο খ) | নিয়মিত প্রতিফলন |
Ο গ) | সুষম প্রতিফলন |
Ο ঘ) | বাস্তব প্রতিফলন |
সঠিক উত্তর: (ক)
৮৬. | কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন হয়? |
Ο ক) | নিয়মিত |
Ο খ) | ব্যাপ্ত |
Ο গ) | উভয়টি |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (খ)
৮৭. | নাক, কান ও গলার ডাক্তার নিচের কোনটি দর্পণ ব্যবহার করেন- |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | ক ও খ |
সঠিক উত্তর: (খ)
৮৮. | অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে? |
Ο ক) | অসীমে |
Ο খ) | অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে |
Ο গ) | বক্রতার কেন্দ্রে |
Ο ঘ) | প্রধান ফোকাসে |
সঠিক উত্তর: (গ)
৮৯. | কোন বস্তু নিজ আলো নিঃসরণ করতে অসমর্থ? |
Ο ক) | সূর্য |
Ο খ) | তারা |
Ο গ) | নক্ষত্র |
Ο ঘ) | ছবি |
সঠিক উত্তর: (ঘ)
৯০. | কোনটি একটি অপসারী দর্পণ? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | গোলীয় দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | উত্তল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৯১. | একটি সমতল দর্পণের সামনে স্থাপিত 10m দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সম্পূর্ণরূপে দেখা গেলে বস্তুটির বিবর্ধন কত? |
Ο ক) | অর্ধেক |
Ο খ) | সমান |
Ο গ) | দ্বিগুণ |
Ο ঘ) | পাঁচগুণ |
সঠিক উত্তর: (খ)
৯২. | সেলুনে কোনটি ব্যবহৃত হয়? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | অবতল লেন্স |
Ο ঘ) | উত্তল লেন্স |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
একটি বিম্বের পূর্ণ বিবরণের জন্য জানা প্রয়োজন- i. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব না অবাস্তব এবং সোজা না উল্টো iii. প্রতিবিম্বের আকৃতি বিবর্ধিত না খর্বিত না লক্ষ্যবস্তুর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয়- i. টেলিস্কোপ ii. ওভারহেড প্রজেক্টর iii. লেজার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৫. | 6 সে.মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পনের সম্মুখে কত সেমি দূরত্বে রাখতে হবে? |
Ο ক) | 3 |
Ο খ) | 6 |
Ο গ) | 12 |
Ο ঘ) | 18 |
সঠিক উত্তর: (গ)
৯৬. | আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে? |
Ο ক) | 300 |
Ο খ) | 450 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (গ)
৯৭. | ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) | পুরুত্ব কম সুষম |
Ο খ) | ভাল ধাতব প্রলেপ ও সমতল পৃষ্ঠ |
Ο গ) | বায়ু বুদবুদ শূন্য কাচ |
Ο ঘ) | উপরের সবকটি |
সঠিক উত্তর: (ঘ)
৯৮. |
সমতল দর্পণে গঠিত বিম্বের আকার লক্ষ্যবস্তুর- i. সমান নয় ii. দ্বিগুণ হয় iii. অর্ধেক হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৯৯. | গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে? |
Ο ক) | দুইটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | একটি |
Ο ঘ) | চারটি |
সঠিক উত্তর: (খ)
১০০. |
সরল পেরিস্কোপে- i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে ii. দুটি সমতল দর্পণ ব্যবহৃত ঘটে iii. দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০১. |
নিচের তথ্যসমূহ লক্ষ্য কর: i. উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ ii. উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ iii. উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মির এক বিন্দুতে মিলিত হয় না নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০২. | অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) | সদ ও বিবর্ধিত |
Ο খ) | সদ ও খর্বিত |
Ο গ) | অসদ ও বিবর্ধিত |
Ο ঘ) | অসদ ও খর্বিত |
সঠিক উত্তর: (ক)
১০৩. | বিবর্ধনের মান 1 চেয়ে বড় প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে কী হবে? |
Ο ক) | ছোট |
Ο খ) | বড় |
Ο গ) | সমান |
Ο ঘ) | অত্যন্ত বিবর্ধিত |
সঠিক উত্তর: (ক)
১০৪. | কোনটি তৈরি করার সময় গোলকের কেটে নেওয়া অংশের ভিতরের দিকে পারা লাগানো হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | উত্তল লেন্স |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
১০৫. | অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে? |
Ο ক) | অপসারী করে |
Ο খ) | অভিসারী করে |
Ο গ) | সমান্তরাল করে |
Ο ঘ) | ছড়িয়ে দেয় |
সঠিক উত্তর: (খ)
১০৬. |
প্রতিবিম্বের প্রকৃতি বলতে বুঝায়- i. প্রতিবিম্বটি বাস্তব না অবাস্তব ii. প্রতিবিম্বটি বিবর্ধিত না খর্বিত iii. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
উত্তল দর্পণ ব্যবহৃত হয়- i. আলোকরশ্মি কেন্দ্রীভূত করতে ii. শপিংমলের নিরাপত্তায় iii. পথচারী দেখার জন্য, গাড়ীতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১০৮. |
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে তথ্যগুলো হলো- i. দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান ii. প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান iii. প্রতিবিম্ব বাস্তব ও সোজা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৯. | গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে? |
Ο ক) | কেন্দ্র |
Ο খ) | মেরু |
Ο গ) | অক্ষ |
Ο ঘ) | ব্যাসার্ধ |
সঠিক উত্তর: (খ)
১১০. |
সমতল দর্পণ ব্যবহার করা হয়- i. দৃষ্টিশক্তি পরীক্ষায় ii. পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে iii. স্টিমার বা লঞ্চের সার্চলাইটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১১১. | টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অবতলোত্তল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব- i. আকারে লক্ষ্যবস্তুর সমান ii. পর্দায় গঠন করা যায় iii. দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৩. | আলোর প্রতিফলনের সূত্র কয়টি? |
Ο ক) | ১টি |
Ο খ) | ২টি |
Ο গ) | ৩টি |
Ο ঘ) | ৪টি |
সঠিক উত্তর: (খ)
১১৪. | বস্তু হলো অসংখ্য- |
Ο ক) | তরঙ্গের সমষ্টি |
Ο খ) | বিন্দুর সমষ্টি |
Ο গ) | রেখার সমষ্টি |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (খ)
১১৫. | গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের- |
Ο ক) | দুইটি উত্তল একটি সমতল |
Ο খ) | দুইটি অবতল একটি উত্তল |
Ο গ) | তিনটিই অবতল |
Ο ঘ) | তিনটিই উত্তল |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
গোলীয় দর্পণের বিবর্ধনের ক্ষেত্রে- i. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতই হলো বিবর্ধন ii. ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের অনুপাতই হলো বিবর্ধন iii. বিবর্ধন=প্রতিবিম্বের দৈর্ঘ্যে/বস্তুর দৈর্ঘ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১১৭. | রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
১১৮. | পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে কত কোণে স্থাপন করা হয়? |
Ο ক) | 300 |
Ο খ) | 450 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (খ)
১১৯. | সমতল দর্পণ থেকে 10cm দূরে দাঁড়িয়ে থাকলে দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে তা দর্পণ থেকে কত দূরে? |
Ο ক) | 20cm |
Ο খ) | 5cm |
Ο গ) | 10cm |
Ο ঘ) | 3cm |
সঠিক উত্তর: (গ)
১২০. | যে সকল প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়? |
Ο ক) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | অবাস্তব লক্ষ্যবস্তু |
Ο গ) | বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব |
Ο ঘ) | বাস্তব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (ঘ)
১২১. | অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়? |
Ο ক) | অসীমে |
Ο খ) | প্রধান ফোকাসে |
Ο গ) | বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
Ο ঘ) | মেরু ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (ঘ)
১২২. |
গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো- i. বক্রতার ব্যাস ii. প্রধান অক্ষের দৈর্ঘ্য iii. বক্রতার ব্যাসার্ধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২৩. | উত্তল দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়? |
Ο ক) | বাস্তব, সোজা ও আকারে ছোট |
Ο খ) | বাস্তব, উল্টো ও আকারে ছোট |
Ο গ) | অবাস্তব, উল্টো ও আকারে ছোট |
Ο ঘ) | অবাস্তব, সোজা ও আকারে ছোট |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে- i. প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসবে ii. প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে iii. প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট থাকবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৫. | গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি? |
Ο ক) | r=1/f |
Ο খ) | f=r/2 |
Ο গ) | r=1/2f |
Ο ঘ) | f=2r |
সঠিক উত্তর: (খ)
১২৬. | লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে? |
Ο ক) | সদ ও উল্টো |
Ο খ) | অসদ ও সোজা |
Ο গ) | সদ ও সোজা |
Ο ঘ) | ক ও খ উভয়ই |
সঠিক উত্তর: (ক)
১২৭. | কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে রাখলে যদি সোজা প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি কিরূপ হবে? |
Ο ক) | গোলীয় |
Ο খ) | উত্তল |
Ο গ) | অবতল |
Ο ঘ) | সমতল |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
উত্তল দর্পণে গঠিত বিম্ব- i. অসদ ii. সোজা iii. খর্বিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৯. |
কোন দর্পণে সৃষ্ট বিম্ব আমরা চোখে দেখতে পাই? i. সমতল দর্পণ ii. অবতল দর্পণ iii. উত্তল দর্পণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. | নিচের কোনটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক- |
Ο ক) | r=f/2 |
Ο খ) | f=r/2 |
Ο গ) | f=2r |
Ο ঘ) | f=2/r |
সঠিক উত্তর: (খ)
১৩১. | সমতল দর্পণের কোথায় বিশ্ব গঠিত হয়? |
Ο ক) | দর্পণের সামনে |
Ο খ) | দর্পণের পেছনে |
Ο গ) | দর্পণের বাহিরে |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (খ)
১৩২. |
আলোর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে- i. প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে ii. অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে iii. সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৩. | সমতল দর্পণে বিবর্ধনের মান কত? |
Ο ক) | m>1 |
Ο খ) | m=1 |
Ο গ) | m≤1 |
Ο ঘ) | m<1 |
সঠিক উত্তর: (খ)
১৩৪. |
অবতল দর্পণ ব্যবহার করা হয়- i. নভোদূরবীক্ষণ যন্ত্রে ii. রাস্তার লাইটে iii. স্টিমারের সার্চ লাইটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
সিলভারিং বলা হয় কাচের উপর- i. পারদের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে ii. রূপার প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে iii. ক্যাডমিয়ামের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
সমতল দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব- i. বাস্তব ii. অবাস্তব iii. সোজা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৩৭. | নিচের কোনটি আলোর ধর্ম? |
Ο ক) | আলোক এক প্রকার পদার্থ |
Ο খ) | অসমসত্ত্ব মাধ্যম সরলপথে চলে |
Ο গ) | আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে না |
Ο ঘ) | আলো এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ |
সঠিক উত্তর: (ঘ)
১৩৮. | নিরাপদে গাড়ি চালানোর জন্য গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | উত্তল ও অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
১৩৯. | আপতন কোণ 300 হলে প্রতিফলন কোণ হবে? |
Ο ক) | 600 |
Ο খ) | 300 |
Ο গ) | 150 |
Ο ঘ) | কোনটিই নয় |
সঠিক উত্তর: (খ)
১৪০. | নাটক, চলচ্চিত্র-এর স্যুটিং এর সময় কোনটি দিয়ে আলো প্রতিফলিত করে কোনো স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয়? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | উত্তল লেন্স |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
১৪১. | বস্তু থেকে আলো চোখের রেটিনায় কিসের সৃষ্টি করে? |
Ο ক) | প্রতিবিম্ব |
Ο খ) | প্রতিফলন |
Ο গ) | প্রতিসরণ |
Ο ঘ) | সমাবর্তন |
সঠিক উত্তর: (ক)
১৪২. |
গুলি ছুঁড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায় এ ঘটনাটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন নাই- i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা iii. মহাকর্ষ সূত্র দ্বারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৪৩. | ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য নয় কোনটি? |
Ο ক) | দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে |
Ο খ) | দর্পণের পুরুত্ব বেশি ও সুষম হতে হবে |
Ο গ) | দর্পণের পুরুত্ব কম ও সুষম হতে হবে |
Ο ঘ) | দর্পণের কাচ বায়ু বুদ বুদ শুন্য হতে হবে |
সঠিক উত্তর: (খ)
১৪৪. | ধাতুর প্রলেপ� লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি কী হিসেবে কাজ করে? |
Ο ক) | প্রতিসরাঙ্ক |
Ο খ) | মরীচিকা |
Ο গ) | প্রতিফলক পৃষ্ঠ |
Ο ঘ) | স্থিতিস্থাপকতা |
সঠিক উত্তর: (গ)
১৪৫. |
প্রতিফলনের প্রথম সূত্র অনুসারে একই সমতলে থাকবে- i. আপতিত রশ্মি ii. প্রতিফলিত রশ্মি iii. প্রতিসরিত রশ্মি নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৪৬. | নিচের কোনটি রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অপসারী দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (গ)
১৪৭. | কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? |
Ο ক) | সমতল |
Ο খ) | অবতল |
Ο গ) | উত্তল |
Ο ঘ) | সমতল-উত্তল |
সঠিক উত্তর: (খ)
১৪৮. | উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন তার বিম্ব কোথায় গঠিত হবে? |
Ο ক) | বক্রতার কেন্দ্রে |
Ο খ) | দর্পণের পিছনে |
Ο গ) | ফোকাসে |
Ο ঘ) | বিম্ব গঠিত হয় না |
সঠিক উত্তর: (খ)
১৪৯. |
আপতিত আলোর প্রতিফলনের পরিমাণ নির্ভর করে- i. আপতন কোণ ii. ১ম ও ২য় মাধ্যমের প্রকৃতি iii. আলোর রং নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
30 সে.মি. ফোকাস দূরত্বের অবতল দর্পণের 40 সে. মি. সামনে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব- i. সদ ও উল্টো হবে ii. সদ ও বিবর্ধিত হবে iii. লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫১. | পাহাড়ী রাস্তায় ড্রাইভিং করা- |
Ο ক) | সম্মানজনক |
Ο খ) | সহজ |
Ο গ) | বিপজ্জনক |
Ο ঘ) | অসম্ভব |
সঠিক উত্তর: (গ)
১৫২. | কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয় দর্পণের মেরু? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (খ)
১৫৩. | আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | উত্তল লেন্স |
Ο ঘ) | উত্তল |
সঠিক উত্তর: (খ)
১৫৪. | আলোকরশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কী বলে? |
Ο ক) | প্রতিফলিত পর্দা |
Ο খ) | প্রতিফলক পৃষ্ঠ |
Ο গ) | সমতল পৃষ্ঠ |
Ο ঘ) | উলম্ব তল |
সঠিক উত্তর: (খ)
১৫৫. | সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরুপ হয়? |
Ο ক) | বাস্তব ও সোজা |
Ο খ) | বাস্তব ও উল্টো |
Ο গ) | অবাস্তব ও উল্টো |
Ο ঘ) | অবাস্তব ও সোজা |
সঠিক উত্তর: (ঘ)
১৫৬. |
টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয়- i. সমতল দর্পণ ii. অবতল দর্পণ iii. উত্তল দর্পণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৭. |
আলো এক প্রকার- i. কণা ii. তড়িৎ চৌম্বক তরঙ্গ iii. শক্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. |
সমতল দর্পণ ব্যবহৃত হয়- i. পেরিস্কোপ ii. সেলুন iii. চোখ পরীক্ষায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৫৯. | সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়? |
Ο ক) | ব্যারোমিটার |
Ο খ) | দর্পণ |
Ο গ) | হাইড্রোমিটার |
Ο ঘ) | অ্যামিটার |
সঠিক উত্তর: (খ)
১৬০. | অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি� লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে? |
Ο ক) | দর্পণের পিছনে |
Ο খ) | বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে |
Ο গ) | বক্রতার কেন্দ্রে |
Ο ঘ) | বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (খ)
১৬১. | গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে? |
Ο ক) | মেরু বিন্দু |
Ο খ) | ফোকাস তল |
Ο গ) | ফোকাস দূরত্ব |
Ο ঘ) | প্রধান অক্ষ |
সঠিক উত্তর: (খ)
১৬২. | গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের কোনটি হবে? |
Ο ক) | এক-তৃতীয়াংশ |
Ο খ) | দ্বিগুণ |
Ο গ) | সমান |
Ο ঘ) | অর্ধেক |
সঠিক উত্তর: (ঘ)
১৬৩. | অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়ে? |
Ο ক) | বাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο গ) | অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না |
Ο ঘ) | বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
প্রতিফলনের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই- i. রেখায় থাকে ii. বিন্দুতে থাকে iii. সমতলে থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৫. |
নিয়মিত প্রতিফলনে রশ্মিগুচ্ছ পরিণত হয়- i. অভিসারী ii. অপসারী iii. সমান্তরাল নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. | অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট বিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে? |
Ο ক) | অসীমে |
Ο খ) | অসীমে ও বক্রতার কেন্দ্রের মধ্যে |
Ο গ) | বক্রতার কেন্দ্রে |
Ο ঘ) | প্রধান ফোকাসে |
সঠিক উত্তর: (গ)
১৬৭. |
বস্তু অনুজ্জ্বল দেখার কারণ- i. সুষম প্রতিফলন ii. ব্যাপ্ত প্রতিফলন iii. অমৃসণ প্রতিফলক নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৮. | আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে? |
Ο ক) | অস্বচ্ছ ও সমসত্ত্ব |
Ο খ) | স্বচ্ছ ও অসমসত্ত্ব |
Ο গ) | স্বচ্ছ ও সমসত্ত্ব |
Ο ঘ) | অস্বচ্ছ ও অসমসত্ত্ব |
সঠিক উত্তর: (গ)
১৬৯. | অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকারে লক্ষ্যবস্তুর- |
Ο ক) | সমান |
Ο খ) | বিবর্ধিত |
Ο গ) | খর্বিত |
Ο ঘ) | সব কয়টি |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
নিচের বাক্যাংশগুলো লক্ষ্য কর: i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয় ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয় এক বিন্দুতে অভিসারীত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭১. |
গোলীয় দর্পণের ক্ষেত্রে- i. উত্তল দর্পণ অভিসারী দর্পণ ii. উত্তল দর্পণ অপসারী দর্পণ iii. অবতল দর্পণ অভিসারী দর্পণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৭২. |
1.90m লম্বা একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে- i. 1.2m উঁচু দর্পণে ii. 0.9m উঁচু দর্পণে iii. 0.95m উঁচু দর্পণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৩. | সিনেমার পর্দা সাদা করা হয় কারণ- |
Ο ক) | শুধু লাল রঙের আলো প্রতিফলিত করতে পারে |
Ο খ) | শুধু নীল রঙের আলো প্রতিফলিত করতে পারে |
Ο গ) | শুধু হলুদ রঙের আলো প্রতিফলিত করতে পারে |
Ο ঘ) | সব রঙের আলো প্রতিফলিত করতে পারে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৪. |
পেরিস্কোপ ব্যবহার করা হয়- i. ভিড়ের মধ্যে খেলা দেখা ii. রাস্তার বাতিতে iii. শক্র সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭৫. |
অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে- i. বাস্তব ও উল্টো ii. অবাস্তব ও সোজা iii. লক্ষ্যবস্তুর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭৬. | কোথায় ব্যপ্ত প্রতিফলন ঘটে? |
Ο ক) | পারদ পৃষ্ঠে |
Ο খ) | স্থির পানি পৃষ্ঠে |
Ο গ) | সমতল দর্পণে |
Ο ঘ) | কাগজে |
সঠিক উত্তর: (ঘ)
১৭৭. | কোনটি কখনো কখনো কণার ন্যায় আচরণ করে? |
Ο ক) | শব্দ |
Ο খ) | দীপন তীব্রতা |
Ο গ) | সরণ |
Ο ঘ) | আলো |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. | সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়? |
Ο ক) | নভোবীক্ষণ যন্ত্র |
Ο খ) | দূরবীক্ষণ যন্ত্র |
Ο গ) | আতশী কাঁচ |
Ο ঘ) | পেরিস্কোপ |
সঠিক উত্তর: (ঘ)
১৭৯. |
সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়- i. স্টেডিয়ামের ভিড়ের মধ্যে খেলা দেখতে ii. ডুবোজাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠ দেখতে iii. মহাকাশ পর্যবেক্ষণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
যানবাহনে ব্যবহৃত উত্তল দর্পণে পেছনের বস্তুসমূহের খর্বাকৃত প্রতিবিম্ব
দেখে অনুমিত হয় যে বস্তুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আসলে- i. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে বেশি ii. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে কম iii. উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সবসময়ই খাড়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮১. |
আলোর প্রতিফলন নির্ভর করে- i. প্রতিফলকের মসৃণতা নির্ভর করে ii. আপতন কোণ iii. আলোর বর্ণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮২. | উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়? |
Ο ক) | গাড়িতে |
Ο খ) | টর্চ লাইটে |
Ο গ) | সৌরচুল্লীতে |
Ο ঘ) | রাডারে |
সঠিক উত্তর: (ক)
১৮৩. | গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে? |
Ο ক) | ফোকাস তল |
Ο খ) | প্রধান অক্ষ |
Ο গ) | ফোকাস দূরত্ব |
Ο ঘ) | ফোকাস বিন্দু |
সঠিক উত্তর: (গ)
১৮৪. |
ফোকাস দূরত্ব বক্রতার ব্যসার্ধের অর্ধেক হয়- i. গোলীয় অবতল দর্পণে ii. গোলীয় উত্তল দর্পণে iii. সমতল দর্পণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৮৫. |
দর্পণের ন্যায় কাজ করে- i. মৃসণ বরফ ii. সমৃণ দেয়াল iii. স্থির পানি পৃষ্ঠ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৮৬. | উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? |
Ο ক) | গাড়িতে |
Ο খ) | টর্চ লাইটে |
Ο গ) | সৌরচুল্লীতে |
Ο ঘ) | রাডারে |
সঠিক উত্তর: (ক)
১৮৭. | কোন প্রতিফলনে আপতন ও প্রতিফলন কোণের মান সমান হয়? |
Ο ক) | সুষম প্রতিফলন |
Ο খ) | নিয়মিত প্রতিফলন |
Ο গ) | ব্যপ্ত প্রতিফলন |
Ο ঘ) | ক ও খ |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. | বিবর্ধণ m, বস্তুর দৈর্ঘ্য l এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে এদের গাণিতিক আকার হবে- |
Ο ক) | m=l/l′ |
Ο খ) | m=l′/l |
Ο গ) | e=m/l′ |
Ο ঘ) | l=ml′ |
সঠিক উত্তর: (খ)
১৮৯. | গোলীয় দর্পণ কত প্রকার হয়? |
Ο ক) | তিন |
Ο খ) | চার |
Ο গ) | দুই |
Ο ঘ) | পাঁচ |
সঠিক উত্তর: (গ)
১৯০. | সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত? |
Ο ক) | 900 |
Ο খ) | 2700 |
Ο গ) | 3600 |
Ο ঘ) | 1800 |
সঠিক উত্তর: (ঘ)
১৯১. |
উত্তল দর্পণ আলোকরশ্মিকে- i. অপসারী করে ii. কাল্পনিক ফোকাসে মিলিত করে iii. অভিসারী করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯২. | অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে? |
Ο ক) | প্রধান ফোকাসে |
Ο খ) | ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে |
Ο গ) | বক্রতার কেন্দ্রের বাইরে |
Ο ঘ) | বক্রতার কেন্দ্রে |
সঠিক উত্তর: (খ)
১৯৩. | একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত? |
Ο ক) | 30cm |
Ο খ) | 40cm |
Ο গ) | 60cm |
Ο ঘ) | 70cm |
সঠিক উত্তর: (গ)
১৯৪. | যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? |
Ο ক) | দর্পণ |
Ο খ) | প্রিজম |
Ο গ) | লেন্স |
Ο ঘ) | বিম্ব |
সঠিক উত্তর: (ক)
১৯৫. | পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | সমতলোত্তল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
১৯৬. | বক্রতার কেন্দ্রকে কী দ্বারা প্রকাশ করা হয়? |
Ο ক) | r |
Ο খ) | c |
Ο গ) | L |
Ο ঘ) | D |
সঠিক উত্তর: (খ)
১৯৭. | আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই? |
Ο ক) | যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে |
Ο খ) | যখন চোখ হতে আলো বস্তুর উপর পড়ে |
Ο গ) | দিনের বেলায় |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ক)
১৯৮. | লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে- |
Ο ক) | অসীমে |
Ο খ) | প্রধান ফোকাসে |
Ο গ) | বক্রতার কেন্দ্রে |
Ο ঘ) | দর্পণের পিছনে |
সঠিক উত্তর: (গ)
১৯৯. |
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে- i. আকার� লক্ষ্যবস্তুর সমান হয় ii. প্রতিবিম্ব উল্টো হয় iii. দূরত্বের পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০০. | টর্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | অপসারী দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
২০১. |
আলো- i. এক প্রকার শক্তি ii. এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ iii. কোন মাধ্যমে সরল পথে চলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০২. | কোনটিকে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়? |
Ο ক) | প্রতিফলন |
Ο খ) | সান্দ্রতা |
Ο গ) | প্রতিসরণ |
Ο ঘ) | মরীচিকা |
সঠিক উত্তর: (ক)
২০৩. | নিচের কোনটি দীপ্তিমান বস্তু নয়? |
Ο ক) | সূর্য |
Ο খ) | তারা |
Ο গ) | নক্ষত্র |
Ο ঘ) | পৃথিবী |
সঠিক উত্তর: (ঘ)
২০৪. | একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত হবে? |
Ο ক) | 30cm |
Ο খ) | 45cm |
Ο গ) | 60cm |
Ο ঘ) | 90cm |
সঠিক উত্তর: (গ)
২০৫. | যে রশ্মি প্রতিফলক তলে পতিত হয় তাকে কী বলে? |
Ο ক) | প্রতিসরিত রশ্মি |
Ο খ) | এক্স রশ্মি |
Ο গ) | আপতন কোণ |
Ο ঘ) | প্রতিফলন কোণ |
সঠিক উত্তর: (ক)
২০৬. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং� গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 0.06m |
Ο খ) | 0.6m |
Ο গ) | 6m |
Ο ঘ) | 60m |
সঠিক উত্তর: (ক)
২০৭. |
একটি লম্বা আয়তাকার কাঠ বা ধাতব নলের মধ্যে দুটি সমতল দর্পণকে- i. পরস্পরের সমান্তরালে রাখা হয় ii. পরস্পরের সমান্তরালে রাখা হয় না iii. নলের অক্ষের সাথে 450 কোণ করে রাখা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০৮. |
অবতল দর্পণে বিবর্ধন- i. m>1 ii. m<1 iii. m=1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. |
বস্তুর বিবর্ধন- i. m=l/l′ ii. m=l′/l iii. m=ll′ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১০. | একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত? |
Ο ক) | 14 সে.মি. |
Ο খ) | 3.5 সে.মি. |
Ο গ) | 7 সে.মি. |
Ο ঘ) | 28 সে.মি. |
সঠিক উত্তর: (গ)
২১১. |
উত্তল দর্পণ ব্যবহৃত হয়- i. চেহারা দেখার জন্য ii. মোটরগাড়ির হেডলাইট হিসেবে iii. রাস্তার লাইটের প্রতিফলক হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২১২. | পারা লাগানো কী? |
Ο ক) | কাচের উপর প্রলেপ লাগানো |
Ο খ) | টিনের উপর প্রলেপ লাগানো |
Ο গ) | রূপার উপর প্রলেপ লাগানো |
Ο ঘ) | লোহার উপর প্রলেপ লাগানো |
সঠিক উত্তর: (ক)
২১৩. | অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে? |
Ο ক) | দর্পণের পিছনে |
Ο খ) | বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে |
Ο গ) | বক্রতার কেন্দ্রে |
Ο ঘ) | বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (ক)
২১৪. | লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | প্রিজম |
সঠিক উত্তর: (ক)
২১৫. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.2m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 1m হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 0.1m |
Ο খ) | 2m |
Ο গ) | 1/2m |
Ο ঘ) | 02m |
সঠিক উত্তর: (খ)
২১৬. | একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 এবং একটি বস্তুর দৈর্ঘ্য 2m হলে তার বিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 1m |
Ο খ) | 5m |
Ο গ) | 2m |
Ο ঘ) | 0.5m |
সঠিক উত্তর: (ক)
২১৭. |
লক্ষ্যবস্তুর অবস্থানের পরিবর্তন হলে প্রতিবিম্বের- i. অবস্থানের পরিবর্তন ঘটে ii. আকৃতির পরিবর্তন ঘটে iii. প্রকৃতির পরিবর্তন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৮. | কোন ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়? |
Ο ক) | নিয়মিত প্রতিফলন |
Ο খ) | সুষম প্রতিফলন |
Ο গ) | ব্যাপ্ত প্রতিফলন |
Ο ঘ) | সমান্তরাল প্রতিফলিত রশ্মি |
সঠিক উত্তর: (গ)
২১৯. | লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অব্স্থান কোথায় হবে? |
Ο ক) | অসীমে |
Ο খ) | বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে |
Ο গ) | ফোকাস তলে |
Ο ঘ) | বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
সঠিক উত্তর: (গ)
২২০. | ডিজিটাল ক্যামেরার ছবি হল- |
Ο ক) | বাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | অবাস্তব বিম্ব |
Ο গ) | বিম্ব হয় না |
Ο ঘ) | খ ও গ |
সঠিক উত্তর: (ক)
২২১. | দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে? |
Ο ক) | প্রতিসরণ |
Ο খ) | প্রতিফলন |
Ο গ) | ব্যতিচার |
Ο ঘ) | অপবর্তন |
সঠিক উত্তর: (খ)
২২২. |
অবতল দর্পণে সৃষ্ট বিম্ব হতে পারে- i. সদ ও উল্টো ii. অসদ ও সোজা iii. লক্ষ্যবস্তুর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৩. | পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে? |
Ο ক) | চার |
Ο খ) | তিন |
Ο গ) | দুই |
Ο ঘ) | এক |
সঠিক উত্তর: (গ)
২২৪. | কোনটি দীপ্তিমান বস্তু- |
Ο ক) | বাল্ব |
Ο খ) | চক |
Ο গ) | টেবিল |
Ο ঘ) | চেয়ার |
সঠিক উত্তর: (ক)
২২৫. | পাহাড়ী রাস্তার বিভিন্ন বিপদজনক বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | গোলীয় দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | উত্তল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
২২৬. | একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 40cm হলে এর বক্রতার ব্যাসার্ধ কত? |
Ο ক) | 50cm |
Ο খ) | 60cm |
Ο গ) | 70cm |
Ο ঘ) | 80cm |
সঠিক উত্তর: (ঘ)
২২৭. | পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহৃত হয়? |
Ο ক) | সমতল |
Ο খ) | উত্তল |
Ο গ) | গোলীয় |
Ο ঘ) | অবতল |
সঠিক উত্তর: (ক)
২২৮. | দর্পণে কোনটি ঘটে? |
Ο ক) | প্রতিসরণ |
Ο খ) | প্রতিফলন |
Ο গ) | ব্যতিচার |
Ο ঘ) | সমবর্তন |
সঠিক উত্তর: (খ)
২২৯. | অবতল দর্পণে বিবর্ধনের মান কোনটি? |
Ο ক) | m>1 |
Ο খ) | m<1 |
Ο গ) | m=1 |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
২৩০. | উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে দর্পণের নিকট আনা হলে প্রতিবিম্ব- |
Ο ক) | বস্তুর আকারের চেয়ে বড় হয় |
Ο খ) | বস্তুর আকারের চেয়ে ছোট হয় |
Ο গ) | বস্তুর আকারের সমান হয় |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (খ)
২৩১. | অবতল দর্পণে কীরূপ বিম্ব গঠিত হয়? |
Ο ক) | অসদ বিম্ব |
Ο খ) | সদ বিম্ব |
Ο গ) | বিম্ব গঠিত হয় না |
Ο ঘ) | সদ ও অসদ উভইয় বিম্ব |
সঠিক উত্তর: (ঘ)
২৩২. | নিচের কোনটিকে ওভারহেড প্রজেক্টর তৈরিতে ব্যবহার করা হয়? |
Ο ক) | উত্তল লেন্স |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
২৩৩. |
অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে� আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর- i. বক্রতার কেন্দ্র দিয়ে যায় ii. প্রধান অক্ষের সমান্তরালে চলে যায় iii. প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৪. |
আলোর ধর্ম- i. নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে ii. শূন্যস্থানে আলো সর্বদা একই বেগে চলে iii. শূন্য মাধ্যমে আলোর বেগ 3�108Kms-1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৫. | গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি দর্পণের সামনে অবস্থিত কীসের ওপর নির্ভর করে? |
Ο ক) | বিম্বের অবস্থান |
Ο খ) | লক্ষ্যবস্তুর অবস্থান |
Ο গ) | সান্দ্রতা |
Ο ঘ) | বিম্ব ও লক্ষ্যবস্তুর অবস্থান |
সঠিক উত্তর: (খ)
২৩৬. | চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না কোন বিম্ব? |
Ο ক) | সদ বিম্ব |
Ο খ) | অসদ বিম্ব |
Ο গ) | বাস্তব বিম্ব |
Ο ঘ) | অপ্রতিসম বিম্ব |
সঠিক উত্তর: (খ)
২৩৭. | একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়। |
Ο ক) | 300 |
Ο খ) | 800 |
Ο গ) | 900 |
Ο ঘ) | 1200 |
সঠিক উত্তর: (ক)
২৩৮. |
বাস্তব বিম্ব- i. চোখে দেখা যায় ii. পর্দায় ফেলা যায় iii. উত্তল দর্পণে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৯. | দর্পণের রৈখিক বিবর্ধন 1 এর সমান হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? |
Ο ক) | বিম্ব খর্বিত হবে |
Ο খ) | বিম্ব বিবর্ধিত হবে |
Ο গ) | বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে |
Ο ঘ) | কোন সিদ্ধান্ত নেয়া যায় না |
সঠিক উত্তর: (গ)
২৪০. |
আলো কণার ন্যায় আচরণ করে কোন আলোকীয় ঘটনায়- i. ঋজুগতি ii. প্রতিফলন iii. সমবর্তন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪১. |
অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে, যখন- i. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হয় ii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয় iii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৪২. | গোলীয় দর্পণের ফোকাস দুরত্ব f এবং বক্রতার ব্যাসার্ধ r হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) | f=r/2 |
Ο খ) | r=f/2 |
Ο গ) | f=2r |
Ο ঘ) | r=f |
সঠিক উত্তর: (ক)
২৪৩. |
সমতল দর্পণে- i. বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও তত ii. প্রতিবিম্ব পর্দায় গঠন করা যায় না iii. প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৪. | যে বস্তু আলো ছড়ায় বা নিঃসরণ করে তাকে বলে- |
Ο ক) | দীপ্তিমান বস্তু |
Ο খ) | দীপ্তিহীন বস্তু |
Ο গ) | কাচ |
Ο ঘ) | সবগুলো |
সঠিক উত্তর: (ক)
২৪৫. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 0.5m |
Ο খ) | 0.05m |
Ο গ) | 5m |
Ο ঘ) | 50m |
সঠিক উত্তর: (খ)
২৪৬. |
আলোর ধর্ম হচ্ছে- i. প্রতিফলন ii. প্রতিসরণ iii. বক্রপথে চলন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৪৭. | অবতল দর্পণের প্রধান অক্ষের উপর মেরু ও প্রধান ফোকাসের মধ্যে একটি বস্তু অবস্থিত। বিম্বের প্রকৃতি কেমন হবে? |
Ο ক) | অসদ ও সোজা |
Ο খ) | অসদ ও উল্টা |
Ο গ) | সদ ও সোজা |
Ο ঘ) | সদ ও উল্টা |
সঠিক উত্তর: (ক)
২৪৮. | বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হলে রৈখিক বিবর্ধনের মান হয়- |
Ο ক) | 1-এর সমান |
Ο খ) | 1-এর চেয়ে ছোট |
Ο গ) | 1-এর চেয়ে বড় |
Ο ঘ) | 1-এর সমান বা 1 অপেক্ষা বড় |
সঠিক উত্তর: (খ)
২৪৯. | কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | নভোদূরবীক্ষণ যন্ত্রে |
Ο খ) | পিছনের যানবাহন দেখার জন্য গাড়ীতে |
Ο গ) | গাড়িতে হেডলাইটে |
Ο ঘ) | রাস্তার লাইটে |
সঠিক উত্তর: (ক)
২৫০. |
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হবে- i. অবাস্তব ii. সমশীর্ষ iii. সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৫১. | উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে? |
Ο ক) | সদ ও উল্টো |
Ο খ) | অসদ ও সোজা |
Ο গ) | সদ ও সোজা |
Ο ঘ) | অসদ ও উল্টো |
সঠিক উত্তর: (খ)
২৫২. | সমতল দর্পণে গঠিত বিম্ব কীরূপ হবে? |
Ο ক) | বাস্তব, সমশীর্ষ ও সমান |
Ο খ) | অবাস্তব, সমশীর্ষ ও সমান |
Ο গ) | অবাস্তব, উল্টা ও বিবর্ধিত |
Ο ঘ) | অবাস্তব, সমশীর্ষ ও খর্বিত |
সঠিক উত্তর: (খ)
২৫৩. | প্রতিফলক তলের সাথে সমকোণে অবস্থিত রেখাকে কী বলে? |
Ο ক) | প্রতিফলক পৃষ্ঠ |
Ο খ) | প্রতিফলিত রশ্মি |
Ο গ) | প্রতিফলন কোণ |
Ο ঘ) | অভিলম্ব |
সঠিক উত্তর: (ঘ)
২৫৪. | পাহাড়ী রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়- |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | প্রিজম |
সঠিক উত্তর: (ক)
২৫৫. | উত্তল দর্পণে বিবর্ধনের মান কত? |
Ο ক) | m>1 |
Ο খ) | m=1 |
Ο গ) | m<1 |
Ο ঘ) | m≤1 |
সঠিক উত্তর: (গ)
২৫৬. | আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করতে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | অবতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | অপসারী দর্পণ |
সঠিক উত্তর: (ক)
২৫৭. | বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে? |
Ο ক) | গোলীয় অপেরণ |
Ο খ) | অভিলম্ব আপতন |
Ο গ) | কৌণিক বিবর্ধন |
Ο ঘ) | রৈখিক বিবর্ধন |
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. | আলো কি ধরনের তরঙ্গ? |
Ο ক) | বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ |
Ο খ) | শব্দ তরঙ্গ |
Ο গ) | চৌম্বক তরঙ্গ |
Ο ঘ) | যান্ত্রিক তরঙ্গ |
সঠিক উত্তর: (ক)
২৫৯. | অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কিরূপ হবে? |
Ο ক) | দর্পণের পিছনে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত |
Ο খ) | অসীমে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত |
Ο গ) | দর্পণের পিছনে বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান |
Ο ঘ) | দর্পণের পিছনে, অবাস্তব, উল্টো ও বিবর্ধিত |
সঠিক উত্তর: (ক)
২৬০. | গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের কী বলে? |
Ο ক) | বক্রতার কেন্দ্র |
Ο খ) | প্রধান অক্ষ |
Ο গ) | মেরু |
Ο ঘ) | বক্রতার ব্যাসার্ধ |
সঠিক উত্তর: (ঘ)
২৬১. | আপতিত রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে? |
Ο ক) | 300 |
Ο খ) | 450 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (ঘ)
২৬২. | আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়? |
Ο ক) | নভোবীক্ষণ যন্ত্র |
Ο খ) | পেরিস্কোপ |
Ο গ) | চশমা |
Ο ঘ) | দূরবীক্ষণ যন্ত্র |
সঠিক উত্তর: (খ)
২৬৩. | একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাস কত? |
Ο ক) | 30cm |
Ο খ) | 40cm |
Ο গ) | 60cm |
Ο ঘ) | 120cm |
সঠিক উত্তর: (ঘ)
২৬৪. | একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে? |
Ο ক) | বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে |
Ο খ) | বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে |
Ο গ) | সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে |
Ο ঘ) | উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে |
সঠিক উত্তর: (গ)
২৬৫. | প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে? |
Ο ক) | রৈখিক বিবর্ধন |
Ο খ) | গোলীয় দর্পণ |
Ο গ) | সমতলীয় দর্পণ |
Ο ঘ) | অবতল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
২৬৬. |
একটি ভালো সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য- i. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে ii. দর্পণের পুরুত্ব বেশি হতে হবে iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৬৭. | সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়? |
Ο ক) | 300 |
Ο খ) | 450 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (ঘ)
২৬৮. |
অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত একটি বস্তুর যে বিম্ব গঠিত হয় তা- i. সদ ও উল্টো ii. খর্বিত আকৃতির iii. প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. | গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে? |
Ο ক) | বক্রতার কেন্দ্র |
Ο খ) | মেরু |
Ο গ) | প্রধান ফোকাস |
Ο ঘ) | গৌণ ফোকাস |
সঠিক উত্তর: (খ)
২৭০. |
ঘরের দেয়াল, ঘষা কাচ, কাগজ ইত্যাদি সবদিক থেকে একই রকম উজ্জ্বল দেখায়, কারণ- i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে ii. আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটে iii. আলোর সামান্য প্রতিসরণ ঘটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭১. | গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের কী বলে? |
Ο ক) | মেরু |
Ο খ) | বক্রতার ব্যাসার্ধ |
Ο গ) | বক্রতার কেন্দ্র |
Ο ঘ) | গৌণ অক্ষ |
সঠিক উত্তর: (গ)
২৭২. | কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে? |
Ο ক) | প্রতিফলনের ১ম সূত্র |
Ο খ) | প্রতিফলনের ২য় সূত্র |
Ο গ) | প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর |
Ο ঘ) | প্রতিফলকের ক্ষেত্রফলের ওপর |
সঠিক উত্তর: (গ)
২৭৩. | সাদা তলে সব রঙের আলোই- |
Ο ক) | প্রতিফলিত হয় |
Ο খ) | প্রতিসারিত হয় |
Ο গ) | প্রতিসরণ ঘটে |
Ο ঘ) | সাদা হয় |
সঠিক উত্তর: (ক)
২৭৪. | বিবর্ধক কাচ কোন প্রকার বিম্ব গঠন করে? |
Ο ক) | সোজা ও খর্বিত |
Ο খ) | উল্টো ও বিবর্ধিত |
Ο গ) | সোজা ও সমান |
Ο ঘ) | সোজা ও বিবর্ধিত |
সঠিক উত্তর: (ঘ)
২৭৫. |
সমতল দর্পণের যে অংশ প্রতিফলনে অংশ গ্রহণ করে সে অংশ- i. বেশি উজ্জ্বল দেখায় ii. কম উজ্জ্বল দেখায় iii. সাদা দেখায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭৬. | দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | অবতল লেন্স |
সঠিক উত্তর: (গ)
২৭৭. | সরল পেরিস্কোণে কয়টি দর্পণ থাকে? |
Ο ক) | দুটি |
Ο খ) | তিনটি |
Ο গ) | একটি |
Ο ঘ) | চারটি |
সঠিক উত্তর: (ক)
২৭৮. |
আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়- i. ব্যতিচার ii. অপবর্তন iii. বিচ্ছুরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭৯. | কোনটি দীপ্তিহীন বস্তু- |
Ο ক) | বাল্ব |
Ο খ) | তারা |
Ο গ) | ছবি |
Ο ঘ) | সূর্য |
সঠিক উত্তর: (গ)
২৮০. | 6cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত দূরে রাখতে হবে? |
Ο ক) | 3 cm |
Ο খ) | 6 cm |
Ο গ) | 12 cm |
Ο ঘ) | 18 cm |
সঠিক উত্তর: (গ)
২৮১. | অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে? |
Ο ক) | বক্রতার কেন্দ্র দিয়ে যায় |
Ο খ) | প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় |
Ο গ) | প্রধান ফোকাস দিয়ে যায় |
Ο ঘ) | প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় |
সঠিক উত্তর: (গ)
২৮২. |
একটি গোলকের অংশ দিয়ে তুমি বানাতে পারবে- i. উত্তল দর্পণ ii. সমতল দর্পণ iii. অবতল দর্পণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৮৩. |
আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নির্ভর করে- i. কত কোণে রশ্মি আপতিত হচ্ছে তার উপর ii. প্রথম মাধ্যমের প্রকৃতির উপর iii. দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮৪. |
উত্তল দর্পণে গঠিত বিম্ব কিরূপ- i. সোজা ii. বিবর্ধিত iii. অবাস্তব নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৮৫. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 0.5m |
Ο খ) | 0.05m |
Ο গ) | 5m |
Ο ঘ) | 50m |
সঠিক উত্তর: (খ)
২৮৬. |
সুষম প্রতিফলন ঘটবে যখন প্রতিফলিত রশ্মি- i. অভিসারী হবে ii. অপসারী হবে iii. এলোমেলো হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৮৭. | কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভূক্ত নয়? |
Ο ক) | ছবি |
Ο খ) | চকবোর্ড |
Ο গ) | মানুষ |
Ο ঘ) | নক্ষত্র |
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. | প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? |
Ο ক) | প্রতিফলন কোণ |
Ο খ) | আপতন কোণ |
Ο গ) | বিক্ষেপণ কোণ |
Ο ঘ) | প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (ক)
২৮৯. | মেরু ও বক্রতার ক্ষেন্দ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি? |
Ο ক) | গৌণ অক্ষ |
Ο খ) | প্রধান অক্ষ |
Ο গ) | প্রধান ফোকাস |
Ο ঘ) | ফোকাস তল |
সঠিক উত্তর: (খ)
২৯০. | নিচের কোনটি দর্পণ হিসেবে কাজ করে? |
Ο ক) | মসৃণ বরফ |
Ο খ) | মাটি |
Ο গ) | কাঠ |
Ο ঘ) | কাগজ |
সঠিক উত্তর: (ক)
২৯১. | ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে? |
Ο ক) | 3600 |
Ο খ) | 2700 |
Ο গ) | 1800 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (ঘ)
২৯২. | বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর? |
Ο ক) | দর্পণের উপর |
Ο খ) | লেন্সের উপর |
Ο গ) | বস্তুর উপর |
Ο ঘ) | উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
২৯৩. | প্রতিবিম্ব কত প্রকার? |
Ο ক) | দুই প্রকার |
Ο খ) | তিন প্রকার |
Ο গ) | চার প্রকার |
Ο ঘ) | পাঁচ প্রকার |
সঠিক উত্তর: (ক)
২৯৪. | নিচের কোন� উক্তিটি প্রতিফলনের দ্বিতীয়সূত্র? |
Ο ক) | প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয় |
Ο খ) | প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে বেশি হয় |
Ο গ) | প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে কম হয় |
Ο ঘ) | প্রতিফলন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয় |
সঠিক উত্তর: (ক)
২৯৫. | F=r/2 সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | গোলীয় দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | উত্তল দর্পণ |
সঠিক উত্তর: (ক)
২৯৬. | উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? |
Ο ক) | বিবর্ধিত |
Ο খ) | খর্বিত |
Ο গ) | লক্ষ্যবস্তুর সমান |
Ο ঘ) | ক ও খ উভয়ই |
সঠিক উত্তর: (খ)
২৯৭. | নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? |
Ο ক) | গাড়ীর কাঁচ পরিস্কার করা |
Ο খ) | জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা |
Ο গ) | দর্পণগুলো ঠিকমত উপযোজন করা |
Ο ঘ) | সব সময় বাতি জ্বালিয়ে রাখা |
সঠিক উত্তর: (গ)
২৯৮. | কোনটিকে পর্দায় ফেলা যায় না? |
Ο ক) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | বাস্তব প্রতিবিম্ব |
Ο গ) | বাস্তব লক্ষ্যবস্তু |
Ο ঘ) | বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (ক)
২৯৯. | দুটি সমতল দর্পণের পর্যায়ক্রমিক প্রতিফলন ব্যবহার করে কোনটি তৈরি করা হয়? |
Ο ক) | প্রিজম |
Ο খ) | পেরিস্কোপ |
Ο গ) | আলোক যন্ত্র |
Ο ঘ) | দূরবীণ |
সঠিক উত্তর: (খ)
৩০০. | উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে? |
Ο ক) | বিবর্ধিত |
Ο খ) | খর্বিত |
Ο গ) | লক্ষ্যবস্তুর সমান |
Ο ঘ) | বিবর্ধিত বা খর্বিত উভয়ই হতে পারে |
সঠিক উত্তর: (খ)
৩০১. | আলো কোন ধরনের তরঙ্গ? |
Ο ক) | বিদ্যুৎ তরঙ্গ |
Ο খ) | চৌম্বক তরঙ্গ |
Ο গ) | তড়িৎ চৌম্বক তরঙ্গ |
Ο ঘ) | শব্দ তরঙ্গ |
সঠিক উত্তর: (গ)
৩০২. | 1.90m লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না? |
Ο ক) | 2m উঁচু দর্পণে |
Ο খ) | 0.9m উঁচু দর্পণে |
Ο গ) | 3.2m উঁচু দর্পণে |
Ο ঘ) | 2.95m উঁচু দর্পণে |
সঠিক উত্তর: (খ)
৩০৩. | রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি- |
Ο ক) | ছোট হবে |
Ο খ) | বড় হবে |
Ο গ) | খর্বিত হবে |
Ο ঘ) | সমান হবে |
সঠিক উত্তর: (খ)
৩০৪. | অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত? |
Ο ক) | 450 |
Ο খ) | 900 |
Ο গ) | 1200 |
Ο ঘ) | 1800 |
সঠিক উত্তর: (খ)
৩০৫. | নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
৩০৬. | আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে? |
Ο ক) | 300 |
Ο খ) | 450 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 900 |
সঠিক উত্তর: (গ)
৩০৭. | পেরিস্কোপে কোনটি ব্যবহৃত হয়? |
Ο ক) | অবতল লেন্স |
Ο খ) | উত্তল লেন্স |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (ঘ)
৩০৮. |
অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে- i. প্রতিফলনের পর রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয় ii. প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা iii. প্রতিবিম্ব আকারে বড় হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০৯. | একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সে.মি.হলে এর ফোকাস দূরত্ব কত হবে? |
Ο ক) | 2 সে.মি. |
Ο খ) | 10 সে.মি. |
Ο গ) | 20 সে.মি. |
Ο ঘ) | 40 সে.মি. |
সঠিক উত্তর: (খ)
৩১০. | সরল পেরিস্কোপে ধাতব� নলের মধ্যে সমতল দর্পণ দুইটিকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখা হয়? |
Ο ক) | 900 |
Ο খ) | 300 |
Ο গ) | 600 |
Ο ঘ) | 450 |
সঠিক উত্তর: (ঘ)
৩১১. | অবতল দর্পণে লক্ষবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে? |
Ο ক) | বাস্তব ও সোজা |
Ο খ) | বাস্তব ও উল্টো |
Ο গ) | অবাস্তব ও সোজা |
Ο ঘ) | অবাস্তব ও উল্টো |
সঠিক উত্তর: (খ)
৩১২. | নিচের কোনটি দীপ্তিহীন বস্তু নয়? |
Ο ক) | ছবি |
Ο খ) | মানুষ |
Ο গ) | চকবোর্ড |
Ο ঘ) | নক্ষত্র |
সঠিক উত্তর: (ঘ)
৩১৩. | রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহৃত হয় কোন দর্পণ? |
Ο ক) | সমতল দর্পণ |
Ο খ) | উত্তল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | অপসারী দর্পণ |
সঠিক উত্তর: (গ)
৩১৪. | চোখের কোথায় বস্তুর প্রতিব্ম্বি গঠিত হয়? |
Ο ক) | আইরিশ |
Ο খ) | রেটিনা |
Ο গ) | শ্বেতমণ্ডল |
Ο ঘ) | কর্ণিয়া |
সঠিক উত্তর: (খ)
৩১৫. |
বিবর্ধনের মান- i. 1 হলে দর্পণটি সমতল ii. 1 অপেক্ষা বড় হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড় iii. 1 অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. |
ভরবেগ বেশি হবে- i. বস্তুর ওজন বেশি হলে ii. বস্তুর ভর বেশি হলে iii. বস্তু দ্রুত চললে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১৭. | একটি সমতল দর্পণ হতে বস্তুর দূরত্ব x এবং বিম্বের দূরত্ব y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) | x>=y |
Ο খ) | x>y |
Ο গ) | x=y |
Ο ঘ) | x |
সঠিক উত্তর: (গ)
৩১৮. | উল্টো বর্ণমালা তৈরি করে চোখ পরীক্ষা করা হয় কোন দর্পণ দিয়ে? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | সমতল দর্পণ |
Ο গ) | অবতল দর্পণ |
Ο ঘ) | অভিসারী দর্পণ |
সঠিক উত্তর: (খ)
৩১৯. |
উত্তল দর্পণের সাথে সামঞ্জস্য বিদ্যমান- i. প্রতিবিম্ব সর্বদা উল্টো ii. প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট iii. ফোকাস দূরত্ব সসীম ও ঋণাত্মক রাশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩২০. | কোনো এক ব্যক্তির উচ্চতা 6 ফুট। ঐ ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য নূন্যতম কত উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন? |
Ο ক) | 2 ফুট |
Ο খ) | 3 ফুট |
Ο গ) | 4 ফুট |
Ο ঘ) | 6 ফুট |
সঠিক উত্তর: (খ)
৩২১. | দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়? |
Ο ক) | একটি স্পষ্ট প্রতিবিম্ব |
Ο খ) | একটি অস্পষ্ট প্রতিবিম্ব |
Ο গ) | একটি অস্পষ্ট বিম্ব |
Ο ঘ) | একটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (ক)
৩২২. | সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ হয়? |
Ο ক) | বাস্তব |
Ο খ) | অবাস্তব |
Ο গ) | উল্টো |
Ο ঘ) | বিবর্ধিত |
সঠিক উত্তর: (খ)
৩২৩. |
আমরা বস্তু দেখতে পাই যখন- i. বস্তু দীপ্তিমান হয় ii. বস্তু আলোক প্রতিফলন করে iii. আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩২৪. |
উত্তল দর্পণ সর্বদা গঠন করে- i. অবাস্তব প্রতিবিম্ব ii. সোজা প্রতিবিম্ব iii. খর্বিত প্রতিবিম্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩২৫. |
উত্তল দর্পণের বিম্বের ক্ষেত্রে- i. দর্পণের পিছনে ii. বাস্তব iii. অবাস্তব, সোজা নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩২৬. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং বিম্বের দৈর্ঘ্য 0.05m হলে রৈখিক বিবর্ধন কত হবে? |
Ο ক) | 0.4m |
Ο খ) | 0.05m |
Ο গ) | 0.05m |
Ο ঘ) | 50m |
সঠিক উত্তর: (খ)
৩২৭. | সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত? |
Ο ক) | 0 |
Ο খ) | 2 |
Ο গ) | ½ |
Ο ঘ) | 1 |
সঠিক উত্তর: (ঘ)
৩২৮. |
অবতল দর্পণ ব্যবহৃত হয়- i. লঞ্চের� সার্চলাইটে গতিপথ নির্ধারণে ii. রাডার সংকেত সংগ্রহ iii. সরল পেরিস্কোপ তৈরিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩২৯. | রৈখিক বিবর্ধনের মান এক-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে? |
Ο ক) | খর্বিত হবে |
Ο খ) | বড় হবে |
Ο গ) | সমান হবে |
Ο ঘ) | বক্র হবে |
সঠিক উত্তর: (ক)
৩৩০. | একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়? |
Ο ক) | লেন্স |
Ο খ) | থার্মোমিটার |
Ο গ) | দর্পণ |
Ο ঘ) | থার্মোকাপল |
সঠিক উত্তর: (গ)
৩৩১. | একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14cm হলে এর ফোকাস দূরত্ব কত? |
Ο ক) | 7cm |
Ο খ) | 14cm |
Ο গ) | 0.7cm |
Ο ঘ) | 1.4cm |
সঠিক উত্তর: (ক)
৩৩২. | সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় কোন যন্ত্র? |
Ο ক) | সানগ্লাস |
Ο খ) | পেরিস্কোপ |
Ο গ) | সৌরচুল্লী |
Ο ঘ) | টর্চলাইট |
সঠিক উত্তর: (খ)
৩৩৩. | ভীড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | উত্তল দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | সমতল দর্পণ |
Ο ঘ) | উত্তলাবতল দর্পণ |
সঠিক উত্তর: (গ)
৩৩৪. |
দর্পণের ক্ষেত্রে- i. নিয়মিত প্রতিসরণ ঘটে ii. নিয়মিত প্রতিফলন ঘটে iii. এটি সাধারণত দুই প্রকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৩৫. | যে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ হতে আলোকের নিয়মিত প্রতিফলন� হয় তাকে কী বলে? |
Ο ক) | গোলীয় দর্পণ |
Ο খ) | অবতল দর্পণ |
Ο গ) | উত্তল দর্পণ |
Ο ঘ) | সমতল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
৩৩৬. | যে সকল বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে? |
Ο ক) | দীপ্তিমান বস্তু |
Ο খ) | দীপ্যমান বস্তু |
Ο গ) | বিকিরক |
Ο ঘ) | সংশ্লেষক |
সঠিক উত্তর: (ক)
৩৩৭. | গাড়িতে দর্পণ ব্যবহার করা- |
Ο ক) | একটি |
Ο খ) | দুইটি |
Ο গ) | তিনটি |
Ο ঘ) | চারটি |
সঠিক উত্তর: (গ)
৩৩৮. | অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়? |
Ο ক) | অত্যন্ত খর্বিত |
Ο খ) | খর্বিত |
Ο গ) | বিবর্ধিত |
Ο ঘ) | বস্তুর সমান |
সঠিক উত্তর: (ক)
৩৩৯. | একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পনের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে? |
Ο ক) | 0.5m |
Ο খ) | 0.05m |
Ο গ) | 5m |
Ο ঘ) | 50m |
সঠিক উত্তর: (খ)
৩৪০. | কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়? |
Ο ক) | সেলুনে |
Ο খ) | চোখ পরীক্ষায় |
Ο গ) | লেজার তৈরিতে |
Ο ঘ) | দন্ত চিকিৎসায় |
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. | একটি বস্তুর দৈর্ঘ্য 1m এবং� গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধণ 0.5m হলে বিম্বের দৈর্ঘ্য কত? |
Ο ক) | 0.05m |
Ο খ) | 5m |
Ο গ) | 50m |
Ο ঘ) | 0.5m |
সঠিক উত্তর: (ঘ)
৩৪২. |
অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য- i. বাস্তব ও উল্টা ii. বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে iii. লক্ষ্যবস্তুর সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৪৩. |
কোনো অবতল দর্পণের সামনে d/4 দূরত্বে কোন বস্তু রাখলে (যেখানে d দর্পণটির বক্রতার ব্যাস) এর বিম্ব- i. অসীমে গঠিত হয় ii. সর্বদা সদ ও উল্টো হয় iii. অত্যন্ত বিবর্ধিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i ও ii |
Ο খ) | i ও iii |
Ο গ) | ii ও iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৪৪. | রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে� বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে? |
Ο ক) | বড় হবে |
Ο খ) | খর্বিত হবে |
Ο গ) | সমান হবে |
Ο ঘ) | বক্র হবে |
সঠিক উত্তর: (খ)
৩৪৫. | আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী? |
Ο ক) | অবাস্তব প্রতিবিম্ব |
Ο খ) | বাস্তব প্রতিবিম্ব |
Ο গ) | অবাস্তব লক্ষ্যবস্তু |
Ο ঘ) | বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব |
সঠিক উত্তর: (ক)
একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে। উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: |
৩৪৬. | দর্পণের নূন্যতম দৈর্ঘ্য কত? |
Ο ক) | 0.72 মিটার |
Ο খ) | 1.44 মিটার |
Ο গ) | 2.88 মিটার |
Ο ঘ) | 14.4 মিটার |
সঠিক উত্তর: (ক)
৩৪৭. |
ডানহাতের ঘড়ি বাম হাতে দেখানোকে বলে- i. পার্শ্ব পরিবর্তন ii. প্রতিসরণ বস্তু iii. অরীয় পরিবর্তন নিচের কোনটি সঠিক? |
Ο ক) | i |
Ο খ) | ii |
Ο গ) | iii |
Ο ঘ) | i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
শিক্ষাত্রীর প্রতি আপনার মনোযোগ আমাকে যারপরনাই আনন্দ দিল।আপনার এই প্রচেষ্টা শুভ হোক
উত্তরমুছুন