২০১. |
ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য চশমার অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত হওয়া উচিত? |
Ο ক) |
ক্রটিপূর্ণ চোখের নিকটবিন্দুর সমান |
Ο খ) |
ক্রটিপূর্ণ চোখের দূরবিন্দুর সমান |
Ο গ) |
25 cm এর সামন |
Ο ঘ) |
ক্রুটিপূর্ণ চোখের দূর বিন্দুর দ্বিগুণের সমান |
সঠিক উত্তর: (খ)
২০২. |
হাইপারমেট্টোপিয়ার কারণ- i. অভিসারী ক্ষমতা কমে যাওয়া ii. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৩. |
মরুভূমির উপরের বায়ু নিচের তুলনায়- |
Ο ক) |
উত্তপ্ত ও হালকা হয় |
Ο খ) |
ঠান্ডা ও ঘন হয় |
Ο গ) |
ঠান্ডা ও হালকা হয় |
Ο ঘ) |
উত্তপ্ত ও ঘন হয় |
সঠিক উত্তর: (খ)
২০৪. |
প্রতিসরণাঙ্ক নির্ভর করে- i. মাধ্যমের প্রকৃতির উপর ii. আলোর বর্ণের উপর iii. আপতন কোণের উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
মরুভূমির নিচের বায়ু কোন মাধ্যমে ন্যায় আচরণ করে? |
Ο ক) |
হালকা মাধ্যম |
Ο খ) |
ঘন মাধ্যম |
Ο গ) |
বালু মাধ্যম |
Ο ঘ) |
অস্বচ্ছ মাধ্যম |
সঠিক উত্তর: (ক)
২০৬. |
লক্ষ্যবস্তু উত্তল লেন্স থেকে 2f-এর বেশি দূরত্বে অবস্থিত হলে প্রতিবিম্বের আকৃতি হবে- i. লক্ষ্যবস্তুর সমান ii. লক্ষ্যবস্তুর চেয়ে বড় iii. লক্ষ্যবস্তুর চেয়ে ছোট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২০৭. |
আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কী হয়? |
Ο ক) |
অভিলম্বের দিকে বেঁকে যায় |
Ο খ) |
অভিলম্ব থেকে দূরে সরে যায় |
Ο গ) |
অভিলম্ব বরাবর গমন করে |
Ο ঘ) |
অভিলম্বের সাথে 900 কোণে প্রতিসরিত হয় |
সঠিক উত্তর: (ক)
২০৮. |
অপটিক্যাল ফাইবারের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কারণ- i. এটি অধিক সংকেত বহন করতে পারে ii. এটি হালকা বলে সহজে বহন করা যায় iii. এটি আলোর সাহায্যে তথ্যকে বহন করতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২০৯. |
উত্তল লেন্সের লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে? |
Ο ক) |
প্রধান ফোকাসে |
Ο খ) |
প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে |
Ο গ) |
ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে |
Ο ঘ) |
আলোক কেন্দ্রে |
সঠিক উত্তর: (গ)
২১০. |
লেন্সের আলোক� কেন্দ্র কয়টি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (ক)
২১১. |
নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? |
Ο ক) |
আলোর রঙ |
Ο খ) |
আপতন কোণ |
Ο গ) |
প্রতিসরণ কোণ |
Ο ঘ) |
মাধ্যমের ঘনত্ব |
সঠিক উত্তর: (ক)
২১২. |
কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা? |
Ο ক) |
ক্ষীণ মধ্য লেন্স |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
অপসারী লেন্স |
সঠিক উত্তর: (গ)
২১৩. |
লেন্সের ক্ষমতার একক কোনটি? |
Ο ক) |
ডায়াস্টার |
Ο খ) |
ওয়াট |
Ο গ) |
অশ্ব ক্ষমতা |
Ο ঘ) |
কিলোওয়াট-ঘন্টা |
সঠিক উত্তর: (ক)
২১৪. |
স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত? |
Ο ক) |
৫০ সে.মি. |
Ο খ) |
২৫ সে.মি. |
Ο গ) |
১৫ সে.মি. |
Ο ঘ) |
৫ সে.মি. |
সঠিক উত্তর: (খ)
২১৫. |
বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে সকল দূরত্ব কোথা থেকে পরিমাপ করা হয়? |
Ο ক) |
ফোকাস হতে |
Ο খ) |
আলোক কেন্দ্র হতে |
Ο গ) |
বক্রতল হতে |
Ο ঘ) |
2f হতে |
সঠিক উত্তর: (খ)
২১৬. |
একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসে একটি লক্ষ্যবস্তুর অবস্থিত হলে তার প্রতিবিম্ব হবে- i. বাস্তব ও উল্টো ii. অবাস্তব ও সোজা iii. অত্যন্ত বিবর্ধিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৭. |
কোন বস্তু হতে আগত আলোকরশ্মি- i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরিত হয় ii. রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত করে iii. মস্তিষ্কে রেটিনার প্রতিবিম্বকে উল্টো করে গঠন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৮. |
b মাধ্যম যদি a মাধ্যমের চেয়ে আলোর সাপেক্ষে ঘন হয় তাহলে কোন শর্তটি সঠিক? |
Ο ক) |
bna>1 |
Ο খ) |
anb=1 |
Ο গ) |
anb>1 |
Ο ঘ) |
anb<1 |
সঠিক উত্তর: (গ)
২১৯. |
কোন লেন্সের ক্ষমতা +2D. এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে কত দূরে এক বিন্দুতে একত্রিত করবে? |
Ο ক) |
2m |
Ο খ) |
1/2m |
Ο গ) |
4m |
Ο ঘ) |
1/4m |
সঠিক উত্তর: (খ)
২২০. |
প্রতিসরণের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই- i. রেখায় থাকে ii. বিন্দুতে থাকে iii. সমতলে থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২২১. |
উত্তল লেন্সে কিরূপ প্রতিবিম্ব দেখা যায়? |
Ο ক) |
অবাস্তব |
Ο খ) |
বাস্তব |
Ο গ) |
বাস্তব ও অবাস্তব উভয় |
Ο ঘ) |
খর্বিত |
সঠিক উত্তর: (গ)
২২২. |
নিম্নের কোনটি তীব্র আলোতে সাড়া দেয়? |
Ο ক) |
রড |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
চক্ষু লেন্স |
Ο ঘ) |
কোণ |
সঠিক উত্তর: (ঘ)
২২৩. |
বিবর্ধন কাঁচ কোন প্রকারের বিম্ব গঠন করে? |
Ο ক) |
সোজা ও খর্বিত |
Ο খ) |
উল্টো ও বিবর্ধিত |
Ο গ) |
সোজা ও সমান |
Ο ঘ) |
সোজা ও বিবর্ধিত |
সঠিক উত্তর: (ঘ)
২২৪. |
আপতন কোণ। এবং প্রতিসরণ কোণ r হলে আলোর প্রতিসরণের ২য় সূত্রকে গাণিতিক ভাবে দেয়া যায়। |
Ο ক) |
sin i/sin r=ধ্রুবক |
Ο খ) |
cos i/cos r=ধ্রুবক |
Ο গ) |
cosec i/cosec r=ধ্রুবক |
Ο ঘ) |
sin r/sin i=ধ্রুবক |
সঠিক উত্তর: (ক)
২২৫. |
আমাদের দুটি চোখ থাকার ফলে- i. দুটি বস্তুর প্রকৃত অবস্থান জানা যায় ii. দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব� নির্ণয় করা যায় iii. দুটি বস্তুর রং বুঝা যায় না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২২৬. |
আলো বায়ু হতে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে- i. প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায় ii. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে সরে যায় iii. লম্বভাবে আপতিত হলে সোজা বরাবরই গমন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২২৭. |
এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট আলোর জন্য আপতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাত- |
Ο ক) |
সমান |
Ο খ) |
1.33 |
Ο গ) |
ধ্রুব |
Ο ঘ) |
1 |
সঠিক উত্তর: (গ)
২২৮. |
আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তীর্যকভাবে� আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে- i. আলোর প্রতিসরণ ঘটে ii. আলোক রশ্মি পুরোপুরি শোষিত হয় iii. আলোকরশ্মি দিক পরিবর্তন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২২৯. |
অপটিক্যাল ফাইবার কি? |
Ο ক) |
কাঠ |
Ο খ) |
সরুকাচ |
Ο গ) |
মোটা কাচ |
Ο ঘ) |
খুব সরু ও নমনীয় কাচ তন্তু |
সঠিক উত্তর: (ঘ)
২৩০. |
+5d ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? |
Ο ক) |
0.2cm |
Ο খ) |
0.2m |
Ο গ) |
0.5m |
Ο ঘ) |
20m |
সঠিক উত্তর: (খ)
২৩১. |
আলোক রশ্মি a মাধ্যম হতে b মাধ্যমে প্রবেশ করলে- i. anb=sin i/sin r ii. anb=a মাধ্যমে আলোর বেগ/b মাধ্যমে আলোর বেগ iii. anb= anb নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩২. |
রড ও কোন কোষকে বলা হয়- |
Ο ক) |
আলোক সংবেদনশীল কোষ |
Ο খ) |
শব্দ সংবেদনশীল কোষ |
Ο গ) |
তাপ সংবেদনশীল কোষ |
Ο ঘ) |
তড়িৎ সংবেদনশীল কোষ |
সঠিক উত্তর: (ক)
২৩৩. |
রেটিনা কয়টি স্নায়ু তন্তু দ্বারা তৈরি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
২৩৪. |
অপটিক্যাল ফাইবারের পদার্থের প্রতিসরাঙ্ক কত? |
Ο ক) |
1.5 |
Ο খ) |
1.47 |
Ο গ) |
1.7 |
Ο ঘ) |
1.33 |
সঠিক উত্তর: (খ)
২৩৫. |
আইরিসের মাঝখানে যে ছোট একটি ছিদ্র থাকে তাকে কী বলে? |
Ο ক) |
চক্ষু লেন্স |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
অক্ষিগোলক |
Ο ঘ) |
চোখের মণি |
সঠিক উত্তর: (ঘ)
২৩৬. |
একটি চশমার লেন্সের ক্ষমতা +4d; তাহলে- i. লেন্সটির ফোকাস দূরত্ব 25cm ii. চশমাটি হাইপারমেট্টোপিয়া ক্রুটির ক্ষেত্রে ব্যবহৃত হয় iii. লেন্সটি একটি ক্ষীণমধ্য লেন্স নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৭. |
আলোকরশ্মি যদি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
কিছু পরিমাণ আলোক রশ্মি সব সময়ই প্রতিসরিত হবে |
Ο খ) |
আপতন কোণের একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হবে না |
Ο গ) |
আলোর সম্পূর্ণ অংশই প্রতিসরিত হবে |
Ο ঘ) |
আলোর সম্পূর্ণ অংশই শোষিত হবে |
সঠিক উত্তর: (খ)
২৩৮. |
দুই চোখ দিয়ে বস্তু দেখলে দুটি ভিন্ন প্রতিবিম্বের কি ঘটবে? |
Ο ক) |
সমাপাতন |
Ο খ) |
উপরিপাত |
Ο গ) |
উর্ধপাত |
Ο ঘ) |
অবনতিপাত |
সঠিক উত্তর: (খ)
২৩৯. |
আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কী বলে? |
Ο ক) |
ফোকাস তল |
Ο খ) |
লম্ব দূরত্ব |
Ο গ) |
ফোকাস দূরত্ব |
Ο ঘ) |
বক্রতার ব্যাসার্ধ |
সঠিক উত্তর: (গ)
২৪০. |
হীরকের ক্রান্তিকোণ কত? |
Ο ক) |
240 |
Ο খ) |
600 |
Ο গ) |
900 |
Ο ঘ) |
1800 |
সঠিক উত্তর: (ক)
২৪১. |
কোনটি সর্বদা অবাস্তব, সোজা ও খর্বিত বিম্ব তৈরি করে? |
Ο ক) |
সমতল দর্পণ |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
অভিসারী লেন্স |
সঠিক উত্তর: (খ)
২৪২. |
উত্তল লেন্সে লক্ষ্যবস্তুর ফোকাস দূরত্বে থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? |
Ο ক) |
প্রধান ফোকাসে |
Ο খ) |
আলোক কেন্দ্রে |
Ο গ) |
অসীমে |
Ο ঘ) |
বক্রতার কেন্দ্রে |
সঠিক উত্তর: (গ)
২৪৩. |
লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? |
Ο ক) |
প্রধান ফোকাসে |
Ο খ) |
প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে |
Ο গ) |
ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে |
Ο ঘ) |
বক্রতার কেন্দ্রে |
সঠিক উত্তর: (ক)
২৪৪. |
লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে গাণিতিকভাবে এর� কী বলা হয়? |
Ο ক) |
লেন্সের দৈর্ঘ্য |
Ο খ) |
লেন্সের ক্ষমতা |
Ο গ) |
বক্রতার ব্যাসার্ধ |
Ο ঘ) |
লেন্সের ফোকাস ক্ষমতা |
সঠিক উত্তর: (খ)
২৪৫. |
14 ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর কত দূরে বস্তু রাখলে বস্তুর সমান দৈর্ঘ্যের বিম্ব পাওয়া যায়? |
Ο ক) |
7 cm |
Ο খ) |
14 cm |
Ο গ) |
28 cm |
Ο ঘ) |
21 cm |
সঠিক উত্তর: (গ)
২৪৬. |
নিচের কোনটি সকল বর্ণকে আলাদা করে? |
Ο ক) |
চোখ |
Ο খ) |
চক্ষু লেন্স |
Ο গ) |
মস্তিষ্ক |
Ο ঘ) |
নাক |
সঠিক উত্তর: (গ)
২৪৭. |
দুটি ভিন্ন প্রতিবিম্বকে একটি প্রতিবিম্বে পরিণত করে- |
Ο ক) |
ডান চক্ষু |
Ο খ) |
বাম চক্ষু |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
মস্তিষ্ক |
সঠিক উত্তর: (ঘ)
২৪৮. |
দীর্ঘদৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? |
Ο ক) |
উত্তল লেন্স |
Ο খ) |
উত্তল দর্পণ |
Ο গ) |
অবতল লেন্স |
Ο ঘ) |
সমতল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
২৪৯. |
পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক wna=0.75। পানিতে আলোর বেগ Cw এবং বায়ুতে আলোর বেগ Ca হলে- i. Cwa ii. Cw>Ca iii. wna<anw নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫০. |
ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের অসুবিধা কোনটি? |
Ο ক) |
দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না |
Ο খ) |
কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না |
Ο গ) |
দূরের কিংবা কাছের কোন জিনিসই স্পষ্ট দেখতে পায় না |
Ο ঘ) |
একটি লক্ষ্যবস্তুকে দুটি মনে হয় |
সঠিক উত্তর: (ক)
২৫১. |
যদি আপতন কোণ i এবং প্রতিসরণ কোণকে r ধরা হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) |
sin i=sin r |
Ο খ) |
sin i/sin r= ধ্রুব |
Ο গ) |
cos i/cos r= ধ্রুব |
Ο ঘ) |
sin2i/sin2r= ধ্রুব |
সঠিক উত্তর: (খ)
২৫২. |
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে? |
Ο ক) |
অত্যন্ত খর্বিত |
Ο খ) |
লক্ষ্যবস্তুর সমান |
Ο গ) |
খর্বিত |
Ο ঘ) |
অত্যন্ত বিবর্ধিত |
সঠিক উত্তর: (ঘ)
২৫৩. |
প্রখর রৌদ্রে উত্তপ্ত পিচঢালা সমৃণ পথ ভেজা মনে হয় কেন? |
Ο ক) |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য |
Ο খ) |
আলোর প্রতিফরনের জন্য |
Ο গ) |
আলো ক্রান্তি কোণে আপতিত হয় বলে |
Ο ঘ) |
আলোর প্রতিসরণের জন্য |
সঠিক উত্তর: (ক)
২৫৪. |
স্নেলের সূত্রের ধ্রুবক নির্ভর করে কোনটির উপর? |
Ο ক) |
আপতিত আলোর বর্ণের উপর |
Ο খ) |
প্রতিসরিত আলোর বর্ণের উপর |
Ο গ) |
প্রতিফলিত আলোর বর্ণের উপর |
Ο ঘ) |
সমবর্তিত আলোর বর্ণের উপর |
সঠিক উত্তর: (ক)
২৫৫. |
স্নেলের সূত্রের ক্ষেত্রে প্রয়োজন- i. নির্দিষ্ট এক জোড়া মাধ্যম ii. নির্দিষ্ট প্রতিসরণ কোণ iii. নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৫৬. |
অবতল লেন্সের ক্ষমতা- |
Ο ক) |
ধনাত্মক |
Ο খ) |
ঋনাত্মক |
Ο গ) |
দুটোই |
Ο ঘ) |
নিরপেক্ষ |
সঠিক উত্তর: (খ)
২৫৭. |
অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়? |
Ο ক) |
প্রকৌশল কাজে |
Ο খ) |
চিকিৎসার কাজে |
Ο গ) |
জ্যোতিষির কাজে |
Ο ঘ) |
গাড়ির কাজে |
সঠিক উত্তর: (খ)
২৫৮. |
প্রতিসরাঙ্ক নির্ভর করে- i. মাধ্যমের ঘনত্বের উপর ii. আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর iii. আলোর বর্ণের উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে? |
Ο ক) |
আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে ছোট হলে |
Ο খ) |
আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে |
Ο গ) |
আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে |
Ο ঘ) |
আপতন কোণ প্রতিসরণ কোণের সমান হলে |
সঠিক উত্তর: (খ)
২৬০. |
প্রতিসরণাঙ্কের একক কী? |
Ο ক) |
মিলিমিটার |
Ο খ) |
মাইক্রন |
Ο গ) |
মিউ |
Ο ঘ) |
একক নেই |
সঠিক উত্তর: (ঘ)
২৬১. |
মাধ্যমদ্বয়ে পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যদি- i. i>θc হলে ii. কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোর গমন করলে iii. প্রতিসরণ কোন 900 এর বেশি হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬২. |
যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিকে ক্রমশ মোটা তাকে কী বলে? |
Ο ক) |
অবতল লেন্স |
Ο খ) |
উভোত্তল লেন্স |
Ο গ) |
সমতল-উত্তল লেন্স |
Ο ঘ) |
অবতল-উত্তল লেন্স |
সঠিক উত্তর: (ক)
২৬৩. |
একটি পানি ভর্তি কাপে একটা পয়সা রাখলে- i. পয়সাটি প্রকৃত অবস্থানে দেখা যাবে ii. পয়সাটি প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাবে iii. আপতন কোণ>প্রতিসরণ কোণ হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৬৪. |
চোখ থেকে 25cm দূরবর্তী বিন্দুকে চোখের কী বলে? |
Ο ক) |
নিকট বিন্দু |
Ο খ) |
দূর বিন্দু |
Ο গ) |
নিকটতম দূরত্ব |
Ο ঘ) |
দূরতম দূরত্ব |
সঠিক উত্তর: (ক)
২৬৫. |
চোখের কোটরের মধ্যে অবস্থিত গোলাকার অংশকে কী বলে? |
Ο ক) |
অক্ষিগোলক |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
কৃষ্ণমন্ডল |
Ο ঘ) |
আইরিস |
সঠিক উত্তর: (ক)
২৬৬. |
কর্ণিয়ার পেছনে� অবস্থিত অস্বচ্ছ পদার্থকে বলা হয়- |
Ο ক) |
কৃষ্ণমন্ডল |
Ο খ) |
চক্ষুলেন্স |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (গ)
২৬৭. |
সমতল লেন্সের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? |
Ο ক) |
প্রধান ফোকাসে |
Ο খ) |
গৌণ ফোকাসে |
Ο গ) |
অসীমে |
Ο ঘ) |
ফোকাস তলে |
সঠিক উত্তর: (গ)
২৬৮. |
একই সমতলে অবস্থান করে- i. প্রতিসৃত রশ্মি ii. অভিলম্ব iii. আপতিত রশ্মি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৯. |
হীরককে উজ্জ্বল দেখায়, কারণ- i. হীরকের সংকট কোণ কম ii. হীরকের প্রতিসরাংক বেশি iii. কর্তিত অংশে পৃষ্ঠতল সংখ্যা বেশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭০. |
কর্ণিয়া সম্পর্কিত সঠিক বাক্য হল- i. এটি শ্বেত মন্ডলের সামনের অংশ ii. কর্ণিয়ার জন্য চোখের ভিতরে অভ্যন্তরীণ প্রতিফলন হয় না iii. এর বাইরের দিকে কিছুটা উত্তল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৭১. |
লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
দুইটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (গ)
২৭২. |
কোনটির মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে? |
Ο ক) |
কর্নিয়া |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
তারারন্ধ্র |
Ο ঘ) |
আইরিশ |
সঠিক উত্তর: (গ)
২৭৩. |
মরুভূমিতে মরিচিকা দেখতে হলে- i. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ঘনতর হতে হবে ii. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ু ক্রমে শীতল হতে হবে iii. ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উপরের স্তর অপেক্ষা হালকা হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. |
মানব� চোখের কোথায় বিম্ব গঠিত হয়? |
Ο ক) |
কর্নিয়ায় |
Ο খ) |
রেটিনায় |
Ο গ) |
লেন্সে |
Ο ঘ) |
তারারন্ধ্রে |
সঠিক উত্তর: (খ)
২৭৫. |
লেন্সের ক্ষমতার এসআই একক হল- |
Ο ক) |
মিটার |
Ο খ) |
রেডিয়ান/মিটার |
Ο গ) |
লুমেন/মিটার |
Ο ঘ) |
মিটার/রেডিয়ান |
সঠিক উত্তর: (খ)
২৭৬. |
বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত হবে? |
Ο ক) |
0.55 |
Ο খ) |
0.66 |
Ο গ) |
1.00 |
Ο ঘ) |
1.09 |
সঠিক উত্তর: (খ)
২৭৭. |
কোনটির অভিসারী ক্ষমতা বিদ্যমান? |
Ο ক) |
অবতল লেন্স |
Ο খ) |
উত্তল লেন্স |
Ο গ) |
উত্তল দর্পণ |
Ο ঘ) |
সমতল দর্পণ |
সঠিক উত্তর: (খ)
২৭৮. |
ভিট্টিয়াস হিউমার কোথায় থাকে? |
Ο ক) |
কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে |
Ο খ) |
রেটিনা ও চক্ষুলেন্সের মাঝে |
Ο গ) |
সিলিয়ারী মাংসপেশী ও সাসপেন্সারি লিগামেন্টের মাঝে |
Ο ঘ) |
কর্নিয়া ও আইরিসের মাঝে |
সঠিক উত্তর: (খ)
২৭৯. |
দুটি গোলীয় পৃষ্ঠদ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে? |
Ο ক) |
দর্পণ |
Ο খ) |
লেন্স |
Ο গ) |
প্রিজম |
Ο ঘ) |
লেজার |
সঠিক উত্তর: (খ)
২৮০. |
চোখের দীর্ঘদৃষ্টি ক্রটির জন্য দায়ী কোনটি? i. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে ii. অক্ষিগোলকের ভিতরের আয়তন কমে গেলে iii. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮১. |
লেন্সের ক্ষমতার আন্তর্জাতিক একক কোনটি? |
Ο ক) |
ডাই অপ্টার (d) |
Ο খ) |
প্রতি মিটার (m-1) |
Ο গ) |
ওয়াট |
Ο ঘ) |
জুল |
সঠিক উত্তর: (ক)
২৮২. |
স্পষ্ট সৃষ্টির নূন্যতম দূরত্ব বয়সের সাথে সাথে- |
Ο ক) |
স্থির থাকে |
Ο খ) |
অপরিবর্তিত থাকে |
Ο গ) |
পরিবর্তিত হয় |
Ο ঘ) |
কমে যায় |
সঠিক উত্তর: (গ)
২৮৩. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে i>θ হলে- i. আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যম যায় ii. কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না iii. মাধ্যম দুটির বিভেদতল দর্পণের মতো কাজ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮৪. |
প্রতিসরণাঙ্ক নির্ভর করে- i. মাধ্যমের ঘনত্বের উপর ii. তরঙ্গ দৈর্ঘ্যের উপর iii. আলোকীয় ঘনত্বের উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮৫. |
চক্ষুলেন্স দ্বারা গঠিত বিম্ব কীরূপ? |
Ο ক) |
অবাস্তব ও উল্টা |
Ο খ) |
বাস্তব ও সোজা |
Ο গ) |
বাস্তব ও উল্টা |
Ο ঘ) |
অবাস্তব ও সোজা |
সঠিক উত্তর: (গ)
২৮৬. |
নিচের কোথায় উত্তল লেন্স ব্যবহার করা হয় না? |
Ο ক) |
চশমা |
Ο খ) |
ক্যামেরা |
Ο গ) |
মাইক্রোস্কোপ |
Ο ঘ) |
গ্যালিলির দূরবীক্ষণ যন্ত্র |
সঠিক উত্তর: (ঘ)
২৮৭. |
কোনটি র্পূণ অভ্যন্তরীন প্রতিফলন হওয়ার শর্ত? |
Ο ক) |
আপতন কোণ=ক্রান্তি কোণ |
Ο খ) |
আপতন কোণ>ক্রান্তি কোণ |
Ο গ) |
আপতন কোণ<ক্রান্তি কোণ |
Ο ঘ) |
আপতন কোণ>প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (খ)
২৮৮. |
ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়? |
Ο ক) |
সমতল |
Ο খ) |
উত্তল |
Ο গ) |
অবতল |
Ο ঘ) |
সমতলাবতল |
সঠিক উত্তর: (গ)
২৮৯. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে পাওয়া যায় না- |
Ο ক) |
আপতিত রশ্মি |
Ο খ) |
প্রতিফলিত রশ্মি |
Ο গ) |
প্রতিসৃত রশ্মি |
Ο ঘ) |
অভিলম্ব |
সঠিক উত্তর: (গ)
২৯০. |
আলোর প্রতিসরণ সম্পর্কিত সঠিক বাক্য হল- i. বিভিন্ন মাধ্যমে আলোর বেগের বিভিন্নতার কারণে আলোর প্রতিসরণ ঘটে ii. হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে i > r হয় iii. একই ধরণের দুটি মাধ্যমের ক্ষেত্রে i = r নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৯১. |
নিচের কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? |
Ο ক) |
i>θc |
Ο খ) |
i<θc |
Ο গ) |
i=θc |
Ο ঘ) |
i=900 |
সঠিক উত্তর: (ক)
২৯২. |
20cm ধনাত্মক ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষেত্রে- i. ক্ষমতা 5d ii. লেন্সটি উত্তল iii. লেন্সটি অবতল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৯৩. |
বায়ু সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 1.44 হল কেরোসিন সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? |
Ο ক) |
0.69 |
Ο খ) |
0.89 |
Ο গ) |
1.44 |
Ο ঘ) |
2.88 |
সঠিক উত্তর: (ক)
২৯৪. |
চোখের কোন অংশে আলো পড়লে মস্তিষ্কে দর্শনানুভূতির সৃষ্টি হয়? |
Ο ক) |
কর্নিয়ায় |
Ο খ) |
রেটিনায় |
Ο গ) |
আইরিশে |
Ο ঘ) |
শ্বেতমন্ডলে |
সঠিক উত্তর: (খ)
২৯৫. |
রেটিনা ও চক্ষুলেন্সের মধ্যবর্তী স্থানে জেলী জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে? |
Ο ক) |
অশ্রু |
Ο খ) |
অ্যাকুয়াস হিউমার |
Ο গ) |
ভিট্রিয়াস হিউমার |
Ο ঘ) |
রড ও কোণ কোষ |
সঠিক উত্তর: (গ)
২৯৬. |
পরম প্রতিসরণাঙ্ক ক্ষেত্রে- i. আলোক রশ্মি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমে প্রবেশ করে ii. কোনো মাধ্যম b হলে তাকে লেখা যায় nb iii. a কোনো মাধ্যম হলে na=sin r/sin i নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. |
মরুভূমির মরীচিকা কোন প্রকার মরীচিকা? |
Ο ক) |
নিম্ন মরীচিকা |
Ο খ) |
মধ্য মরীচিকা |
Ο গ) |
উর্ধ্ব মরীচিকা |
Ο ঘ) |
পার্শ্ব মরীচিকা |
সঠিক উত্তর: (ক)
২৯৮. |
একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1m হলে এর ক্ষমতা কত? |
Ο ক) |
-2d |
Ο খ) |
-d |
Ο গ) |
+d |
Ο ঘ) |
+2d |
সঠিক উত্তর: (খ)
২৯৯. |
লেন্সের বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ কয়টি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
৩০০. |
হ্রস্ব দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব 20cm। এক্ষেত্রে- i. লেন্সটির ক্ষমতা +5d ii. লেন্সের আলোক কেন্দ্র হতে 40cm দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য বিম্বের প্রকৃতি অসদ হয় iii. লেন্সটির ক্ষমতা-5d নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০১. |
একটি লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের f এবং 2f এর মধ্যে রাখলে এর প্রতিবিম্ব- i. বাস্তব ও উল্টো হবে ii. প্রধান ফোকাসে হবে iii. লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩০২. |
50 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত? |
Ο ক) |
-2d |
Ο খ) |
-0.2d |
Ο গ) |
0.2d |
Ο ঘ) |
2d |
সঠিক উত্তর: (ঘ)
৩০৩. |
কোনো লেন্সের ফোকাস দূরত্ব f মিটার এবং ক্ষমতা P ডাইঅপ্টার হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) |
P=1/f |
Ο খ) |
P=f |
Ο গ) |
P=1/f2 |
Ο ঘ) |
P=√f |
সঠিক উত্তর: (ক)
৩০৪. |
মানবদেহের ভিতরের কোনো অংশ দেখার জন্যে কী ব্যবহৃত হয়? |
Ο ক) |
কম্পিউটার |
Ο খ) |
পেরিস্কোপ |
Ο গ) |
স্টোথোস্কোপ |
Ο ঘ) |
অপটিক্যাল ফাইবার |
সঠিক উত্তর: (ঘ)
৩০৫. |
বায়ু থেকে আলোক রশ্মি 300 কোণে পানিতে আপতিত হলে- i. আপতন কোণ 190 ii. anw=1.33 iii. প্রতিসারণ কোণ 220 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩০৬. |
স্পষ্ট সৃষ্টির নূন্যতম দূরত্বের সাথে সম্পর্কিত বাক্য হল- i. স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব বয়সের সাথে সাথে পরিবর্তিত হয় ii. একজন শিশুর স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব ৫ সেন্টিমিটার iii. একজন স্বাভাবিক বয়স্ক ব্যক্তির নূন্যতম দূরত্ব ২৫ সেন্টিমিটার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩০৭. |
চোখের রেটিনার রং কী? |
Ο ক) |
সাদা |
Ο খ) |
গোলাপী |
Ο গ) |
নীল |
Ο ঘ) |
বাদামী |
সঠিক উত্তর: (খ)
৩০৮. |
লেন্সের দুটি� গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র দুটিকে যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে কী বলে? |
Ο ক) |
প্রধান ফোকাস |
Ο খ) |
প্রধান অক্ষ |
Ο গ) |
ফোকাস দূরত্ব |
Ο ঘ) |
ফোকাস তল |
সঠিক উত্তর: (খ)
৩০৯. |
ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দূরের বস্তু চোখে দেখে না কেন? |
Ο ক) |
প্রতিবিম্ব রেটিনায় প্রতিফলিত হয় |
Ο খ) |
প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় |
Ο গ) |
প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয় |
Ο ঘ) |
প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয় |
সঠিক উত্তর: (খ)
৩১০. |
পাতলা লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি সোজা চলে যায়? |
Ο ক) |
মেরু |
Ο খ) |
ফোকাস |
Ο গ) |
আলোক কেন্দ্র |
Ο ঘ) |
গৌণ ফোকাস |
সঠিক উত্তর: (গ)
৩১১. |
চোখ হতে নিকট বিন্দুর দূরত্বকে কি বলা হয়? |
Ο ক) |
স্পষ্ট দূরত্ব |
Ο খ) |
নিকট দূরত্ব |
Ο গ) |
নিকটতম দূরত্ব |
Ο ঘ) |
নূন্যতম দূরত্ব |
সঠিক উত্তর: (ঘ)
৩১২. |
স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের� নিকটতম দূরত্ব কত? |
Ο ক) |
প্রায় 25 সে.মি. |
Ο খ) |
10 সে.মি. |
Ο গ) |
0.1 সে.মি. |
Ο ঘ) |
অসীম |
সঠিক উত্তর: (ক)
৩১৩. |
লেন্সের ক্ষমতা বেশি হওয়ার অর্থ হচ্ছে- i. অপসারী বা অভিসারী করতে পারার ক্ষমতা বেশি ii. তার ফোকাস দূরত্ব কম iii. তার বক্রতার ব্যাসার্ধ বেশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩১৪. |
মাইওপিয়া ঘটে- i. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে ii. লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে iii. লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১৫. |
আমাদের চোখের মনির� পেছনের কোন লেন্সকে চক্ষু লেন্স বলা হয়? |
Ο ক) |
উত্তল লেন্স |
Ο খ) |
অবতল লেন্স |
Ο গ) |
সমতলাবতল লেন্স |
Ο ঘ) |
অবতলোত্তল লেন্স |
সঠিক উত্তর: (ক)
৩১৬. |
বেনজিনের পরম প্রতিসরণাঙ্ক 1.50 ও বেনজিনে আলোর বেগ Bms-1। কেরোসিনে আলোর বেগ Kms-1। বেনজিনের আলোকীয় ঘনত্ব কেরোসিন� অপেক্ষা বেশি হলে- i. K>B ii. B=1/K iii. B<3�108ms-1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩১৭. |
দূরবীক্ষণ যন্ত্র কী কাজে ব্যবহৃত হয়? |
Ο ক) |
নিকট বস্তু দেখার জন্য |
Ο খ) |
দূরের বস্তু দেখার জন্য |
Ο গ) |
রেটিনার রঙ দেখার জন্য |
Ο ঘ) |
নিকট ও দূরের বস্তু দেখার জন্য |
সঠিক উত্তর: (খ)
৩১৮. |
অশ্রু বলতে বুঝায়- |
Ο ক) |
অ্যাকুয়াস হিউমার |
Ο খ) |
ভিট্টিয়াস হিউমার |
Ο গ) |
আইরিশ হিউমার |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (ক)
৩১৯. |
নিচের কোনটি আলোর প্রতিসরণ ধর্মের অবদান নয়? |
Ο ক) |
ক্যামেরা দিয়ে ছবি তোলা |
Ο খ) |
দর্পনে প্রতিবিম্ব দেখা |
Ο গ) |
টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস কাছে দেখা |
Ο ঘ) |
অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বৈদ্যুতিক সংকেতের আদান প্রদান |
সঠিক উত্তর: (খ)
৩২০. |
চোখের ক্ষীণদৃষ্টির কারণ কী? |
Ο ক) |
চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়া |
Ο খ) |
চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া |
Ο গ) |
অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া |
Ο ঘ) |
ফোকাস দূরত্ব কমে যাওয়া |
সঠিক উত্তর: (খ)
৩২১. |
চোখের দূরবিন্দু দূরত্ব কত? |
Ο ক) |
25cm |
Ο খ) |
25m |
Ο গ) |
50m |
Ο ঘ) |
অসীম |
সঠিক উত্তর: (ঘ)
৩২২. |
যে লেন্সের মধ্যবাগ মোটা ও প্রান্ত সরু তাকে কী বলা হয়? |
Ο ক) |
অবতল লেন্স |
Ο খ) |
উত্তল লেন্স |
Ο গ) |
সমতলোত্তল লেন্স |
Ο ঘ) |
দ্বি-উত্তল লেন্স |
সঠিক উত্তর: (খ)
৩২৩. |
প্রধান অক্ষ হতে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব বলা হয়- |
Ο ক) |
বক্রতার কেন্দ্র |
Ο খ) |
বক্রতার ব্যাসার্ধ |
Ο গ) |
গৌণ ফোকাস |
Ο ঘ) |
ফোকাস দূরত্ব |
সঠিক উত্তর: (ঘ)
৩২৪. |
রেটিনা কোথায় অবস্থিত? |
Ο ক) |
কর্ণিয়ার সামনে |
Ο খ) |
অক্ষিগোলকের পেছনে |
Ο গ) |
চক্ষু লেন্সের পেছনে |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডলের সামনে |
সঠিক উত্তর: (গ)
৩২৫. |
লেন্সের ফোকাস বিন্দু কয়টি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
ক্ষেত্র বিশেষ একটি বা দুটি |
সঠিক উত্তর: (খ)
৩২৬. |
আলো ঘণ মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হলে- |
Ο ক) |
i>r |
Ο খ) |
i=r |
Ο গ) |
i≤r |
Ο ঘ) |
i |
সঠিক উত্তর: (ঘ)
৩২৭. |
কাঁচের পরম প্রতিসরাংক 1.52 এবং বায়ুতে আলোর বেগ 3�108ms-1 হলে কাঁচে আলোর বেগ কত? |
Ο ক) |
1.97×108ms-1 |
Ο খ) |
1.89×108ms-1 |
Ο গ) |
1.84×108ms-1 |
Ο ঘ) |
1.79×108ms-1 |
সঠিক উত্তর: (ক)
৩২৮. |
লেন্সের কোনো তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে ঐ তলের কী বলে? |
Ο ক) |
প্রধান অক্ষ |
Ο খ) |
আলোক কেন্দ্র |
Ο গ) |
প্রধান ফোকাস |
Ο ঘ) |
বক্রতার কেন্দ্র |
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. |
চোখের কোথায় কোন বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়? |
Ο ক) |
অ্যাকুয়াস হিউমারে |
Ο খ) |
রেটিনায় |
Ο গ) |
চোখের লেন্সে |
Ο ঘ) |
চোখের মনিতে |
সঠিক উত্তর: (খ)
৩৩০. |
স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দুর দূরত্ব কত? |
Ο ক) |
অসীম |
Ο খ) |
10cm |
Ο গ) |
25cm |
Ο ঘ) |
100m |
সঠিক উত্তর: (ক)
৩৩১. |
মরুভূমিতে মরীচিকা দেখতে হলে ভূ-পৃষ্ঠ- i. থেকে উপরের দিকে বায়ু ঘনতর হতে হবে ii. থেকে উপরের দিকে বায়ু ক্রমে শীতল হতে হবে iii. সংলগ্ন বায়ুস্তর উপরের স্তর অপেক্ষা হালকা হতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩২. |
একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত- i. একটি ধ্রুব সংখ্যা ii. দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক iii. প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৩৩. |
উত্তল লেন্সে লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকলে বিম্বের আকৃতি কেমন হবে? |
Ο ক) |
অত্যন্ত খর্বিত |
Ο খ) |
লক্ষ্যবস্তু সমান |
Ο গ) |
অত্যন্ত বিবর্ধিত |
Ο ঘ) |
খর্বিত |
সঠিক উত্তর: (খ)
৩৩৪. |
দৃষ্টির ক্রটি দূর করতে কাজ করে আলোর- |
Ο ক) |
প্রতিসরণ |
Ο খ) |
প্রতিফলন |
Ο গ) |
ব্যতিচার |
Ο ঘ) |
সমবর্তন |
সঠিক উত্তর: (ক)
৩৩৫. |
রেটিনায় গঠিত উল্টা বিম্ব আমরা সোজা দেখি কেন? |
Ο ক) |
চক্ষুলেন্সের ক্রিয়ায় |
Ο খ) |
আইরিশের ক্রিয়ায় |
Ο গ) |
মস্তিষ্কের ক্রিয়ায় |
Ο ঘ) |
কর্নিয়ার ক্রিয়ায় |
সঠিক উত্তর: (গ)
৩৩৬. |
100 সেন্টিমিটার ফোকাস দূরত্ববিশিষ্ট লেন্সের ক্ষমতা কত? |
Ο ক) |
100 ডাইঅপ্টার |
Ο খ) |
10 ডাইপ্টার |
Ο গ) |
1 ডাইঅপ্টার |
Ο ঘ) |
0.1 ডাইঅপ্টার |
সঠিক উত্তর: (গ)
৩৩৭. |
দূরের বা কাছের জিনিস দেখার জন্য চক্ষুলেন্সের কোনটি পরিবর্তন করে? |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
ফোকাস দূরত্ব |
Ο গ) |
চোখের মনি |
Ο ঘ) |
কর্ণিয়া |
সঠিক উত্তর: (খ)
৩৩৮. |
চক্ষুলেন্স কী দ্বারা তৈরি? |
Ο ক) |
স্বচ্ছ, অজৈব পদার্থ |
Ο খ) |
অস্বচ্ছ, জৈব পদার্থ |
Ο গ) |
স্বচ্ছ, জৈব পদার্থ |
Ο ঘ) |
অস্বচ্ছ, অজৈব পদার্থ |
সঠিক উত্তর: (গ)
৩৩৯. |
নিম্নের কোনটি চক্ষুলেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? |
Ο ক) |
কর্নিয়া |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
শ্বেতমন্ডল |
সঠিক উত্তর: (গ)
৩৪০. |
প্রতিসরণ কোণ কখন আপতন কোণের চেয়ে বেশি হবে? |
Ο ক) |
যখন আপতিত রশ্মি অভিলম্ব বরাবর হবে |
Ο খ) |
আলো যখন স্বচ্ছ মাধ্যম থেকে অস্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে |
Ο গ) |
যখন আলো হালকা মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করবে |
Ο ঘ) |
আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে |
সঠিক উত্তর: (ঘ)
৩৪১. |
লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি কয়বার প্রতিসরিত হয়? |
Ο ক) |
একবার |
Ο খ) |
দুইবার |
Ο গ) |
তিনবার |
Ο ঘ) |
কোনটিই নয় |
সঠিক উত্তর: (খ)
৩৪২. |
আলোর প্রতিসরণের ক্ষেত্রে- i. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয় ii. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয় iii. বিভেদ তলে আলো তীর্যকভাব আপতিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৪৩. |
শূন্যস্থান থেকে আলোকরশ্মি কোন মাধ্যমে প্রবেশ করলে মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয় তাকে- |
Ο ক) |
আপেক্ষিক প্রতিসরণাঙ্ক |
Ο খ) |
প্রথম প্রতিসরণাঙ্ক |
Ο গ) |
পরম প্রতিসরণাঙ্ক |
Ο ঘ) |
চূড়ান্ত প্রতিসরণাঙ্ক |
সঠিক উত্তর: (গ)
৩৪৪. |
ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত? |
Ο ক) |
00 |
Ο খ) |
450 |
Ο গ) |
900 |
Ο ঘ) |
1200 |
সঠিক উত্তর: (গ)
৩৪৫. |
মানুষের চোখের হ্রস্ব দৃষ্টি ক্রুটির কারণ- i. অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া ii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়া iii. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৬. |
চক্ষু বিশেষজ্ঞরা চশমার কাঁচের ক্ষমতা লিখেন কোন একককে? |
Ο ক) |
মিটার |
Ο খ) |
সেন্টিমিটার |
Ο গ) |
রেডিয়ান |
Ο ঘ) |
ডাইঅপ্টার |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৭. |
দুটি� গোলীয় পৃষ্ঠদ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়- |
Ο ক) |
সমতল দর্পণ |
Ο খ) |
গোলীয় দর্পণ |
Ο গ) |
লেন্স |
Ο ঘ) |
প্রিজম |
সঠিক উত্তর: (গ)
৩৪৮. |
আলোক কেন্দ্র- i. প্রধান অক্ষে অবস্থিত ii. অতিক্রমকারী প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল iii. ফোকাস তলে অবস্থিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৪৯. |
নিচের কোনটিকে দৃষ্টির প্রধান ক্রটি বলা হয়? |
Ο ক) |
ক্ষীণ দৃষ্টি এবং দূরদৃষ্টি |
Ο খ) |
চালশে এবং নকুলান্ধতা |
Ο গ) |
ক্ষীণ দৃষ্টি এবং চালশে |
Ο ঘ) |
দূর দৃষ্টি এবং নকুলান্ধতা |
সঠিক উত্তর: (ক)
৩৫০. |
হীরক থেকে বায়ুকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের মান x0 হলে প্রতিসরণ� কোণের মান 900 হয়। এক্ষেত্রে an d=2.42 হলে। i. x=হীরকের ক্রান্তি কোণ ii. x এর মান কমালে প্রতিসরণ কোণের মান হ্রাস পায় iii. x এর মান কমালে প্রতিসরণ কোণের মান বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৫১. |
উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট প্রতিবিম্ব 2f দূরত্বে পাওয়া যাবে? |
Ο ক) |
অসীম দূরত্বে |
Ο খ) |
f ও 2f এর মধ্যে |
Ο গ) |
2f এর চেয়ে বেশি দূরত্বে |
Ο ঘ) |
2f দূরত্বে |
সঠিক উত্তর: (ঘ)
৩৫২. |
অবতল লেন্সের ক্ষেত্রে গঠিত বিম্ব- i. অবাস্তব ও সোজা হয় ii. সোজা ও খর্বিত হয় iii. সদ ও উল্টো হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৫৩. |
কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব x মিটার হলে তার ক্ষমতা কত? |
Ο ক) |
x ডাইঅপ্টার |
Ο খ) |
-x ডাইঅপ্টার |
Ο গ) |
1/x ডাইঅপ্টার |
Ο ঘ) |
-1/x ডাইঅপ্টার |
সঠিক উত্তর: (গ)
৩৫৪. |
প্রতিসরাংক ও আলোর বেগের সম্পর্ক কোনটি? |
Ο ক) |
anb=a মাধ্যমে আলোর বেগ + b মাধ্যমে আলোর বেগ |
Ο খ) |
anb= b মাধ্যমে আলোর বেগ/aমাধ্যমে আলোর বেগ |
Ο গ) |
anb=aমাধ্যমে আলোর বেগ/bমাধ্যমে আলোর বেগ |
Ο ঘ) |
anb=a মাধ্যমে আলোর বেগ×b মাধ্যমে আলোর বেগ |
সঠিক উত্তর: (গ)
৩৫৫. |
পানির প্রতিসরণাঙ্ক কোনটি? |
Ο ক) |
1.50 |
Ο খ) |
1.47 |
Ο গ) |
1.44 |
Ο ঘ) |
1.33 |
সঠিক উত্তর: (ঘ)
৩৫৬. |
চোখের লেন্স রেটিনার উপর কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠন করে, সেটি কোন ধরনের হয়? |
Ο ক) |
সোজা |
Ο খ) |
উল্টো |
Ο গ) |
বস্তুর সমান |
Ο ঘ) |
বস্তুর চেয়ে বড় |
সঠিক উত্তর: (খ)
৩৫৭. |
দীর্ঘদৃষ্টি প্রতিকারে ব্যবহৃত লেন্সটির ক্ষেত্রে- i. এটি উত্তল লেন্স ii. এর ফোকাস বিন্দু ক্রুটিপূর্ণ চোখের দূরবিন্দুতে অবস্থিত iii. এর ফোকাস বিন্দু ক্রুটিপূর্ণ চোখের নিকটবিন্দুতে অবস্থিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৫৮. |
বাইরের অনিষ্ট হতে চোখকে রক্ষা করে কোনটি? |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
রেটিনা |
Ο গ) |
কৃষ্ণমন্ডল |
Ο ঘ) |
পিউপিল |
সঠিক উত্তর: (ক)
৩৫৯. |
চোখের আলোক সংবেদন আবরণ কোনটি? |
Ο ক) |
লেন্স |
Ο খ) |
কর্নিয়া |
Ο গ) |
আইরিশ |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (ঘ)
৩৬০. |
ফাইবার আবরণী পদার্থের প্রতিসরাংক কত? |
Ο ক) |
1.50 |
Ο খ) |
2.42 |
Ο গ) |
1.33 |
Ο ঘ) |
1.53 |
সঠিক উত্তর: (ক)
৩৬১. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে বিভেদতল কোনটির ন্যায় আচরণ করে? |
Ο ক) |
দর্পণ |
Ο খ) |
লেন্স |
Ο গ) |
প্রিজম |
Ο ঘ) |
পেরিস্কোপ |
সঠিক উত্তর: (ক)
৩৬২. |
চোখের কোটরের মধ্যে অবস্থিত এর গোলাকার অংশকে বলা হয়- |
Ο ক) |
শ্বেতমন্ডল |
Ο খ) |
কৃষ্ণমন্ডল |
Ο গ) |
অক্ষিগোলক |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (গ)
৩৬৩. |
কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত অস্বচ্ছ পাতলা পর্দাটির নাম কী? |
Ο ক) |
চক্ষু লেন্স |
Ο খ) |
কর্নিয়া |
Ο গ) |
আইরিস |
Ο ঘ) |
রেটিনা |
সঠিক উত্তর: (গ)
৩৬৪. |
স্বাভাবিক চোখের কোনটির পরিবর্তনে দীর্ঘ দৃষ্টি হয়? i. অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে ii. লেন্সের ক্ষমতা বেড়ে গেলে iii. ফোকাস দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৬৫. |
-2D বলতে কি বোঝায়? |
Ο ক) |
লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব 1 মিটার |
Ο খ) |
লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব 1 মিটার |
Ο গ) |
লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব 50 সে.মি. |
Ο ঘ) |
লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব 50 সে.মি. |
সঠিক উত্তর: (ঘ)
৩৬৬. |
ভ্যাকিউয়ামে আলোর বেগ 3�108ms-1 হলে পানিতে বেগ কত? |
Ο ক) |
2×108ms-1 |
Ο খ) |
1.87×108ms-1 |
Ο গ) |
2.26×108ms-1 |
Ο ঘ) |
2.04×108ms-1 |
সঠিক উত্তর: (গ)
৩৬৭. |
ক্ষীণ আলোতে সংবেদনশীল হয়- |
Ο ক) |
অ্যাকুয়াস হিউমার |
Ο খ) |
ভিট্রিয়াস হিউমার |
Ο গ) |
রড কোষ |
Ο ঘ) |
কোণ কোষ |
সঠিক উত্তর: (গ)
৩৬৮. |
লেন্সের- i. আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসোজি চলে যায় ii. প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় (উত্তল লেন্সে) iii. প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস থেকে আসছে বল মনে হয় (অবতল লেন্স) নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬৯. |
অপটিক্যাল ফাইবার কী কাজে ব্যবহৃত হয়? |
Ο ক) |
বিদ্যুৎ পরিবহনের জন্য |
Ο খ) |
তাপ পরিবহনের জন্য |
Ο গ) |
আলো বহনের জন্য |
Ο ঘ) |
আলোর শোষকরূপে |
সঠিক উত্তর: (গ)
৩৭০. |
নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান কোনটির উপর নির্ভর করে? |
Ο ক) |
মাধ্যমের ঘনত্ব |
Ο খ) |
আপতন কোণ |
Ο গ) |
আলোর রং |
Ο ঘ) |
প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (গ)
৩৭১. |
কোনো লেন্সের ক্ষমতা +2d, এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে লেন্স থেকে কত দূরে এক বিন্দুতে একত্রিত করবে? |
Ο ক) |
2m |
Ο খ) |
1/2m |
Ο গ) |
4m |
Ο ঘ) |
1/4m |
সঠিক উত্তর: (খ)
৩৭২. |
ক্ষীণ দৃষ্টি দূর করা যায়- i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে iii. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭৩. |
মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট� উল্টো প্রতিবিম্বকে- |
Ο ক) |
সোজা করে |
Ο খ) |
উল্টো করে |
Ο গ) |
বাঁকা করে |
Ο ঘ) |
একই ভাবে রাখে |
সঠিক উত্তর: (খ)
৩৭৪. |
উত্তল লেন্সের ক্ষমতা হবে- |
Ο ক) |
ধনাত্মক |
Ο খ) |
ঋণাত্মক |
Ο গ) |
দুটোই |
Ο ঘ) |
কোনটিই না |
সঠিক উত্তর: (ক)
৩৭৫. |
আলোক সংবেদনশীল কোষ- i. রড ii. শ্বেতমন্ডল iii. কোণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৭৬. |
দীর্ঘদৃষ্টি দূর করা যায়- i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে iii. চোখের ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির নিকট দূরত্বের সমান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৭৭. |
প্রতিসরণাঙ্ক নির্ভর করে- i. আপতন কোণের উপর ii. মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর iii. আলোর বর্ণের উপর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৭৮. |
অপটিক্যাল ফাইবার কী? |
Ο ক) |
সরু কাঠ |
Ο খ) |
সরু কাঁচ |
Ο গ) |
মোটা কাঁচ |
Ο ঘ) |
খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু |
সঠিক উত্তর: (ঘ)
৩৭৯. |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে সৃষ্ট রাস্তার প্রতিবিম্বের উজ্জ্বলতার জন্য মনে হয়- i. রাস্তাটি ভিজা ii. রাস্তাটি চকচকে iii. রাস্তাটি অমসৃণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৮০. |
লেন্সের ফোকাস দূরত্ব বেশি হলে ক্ষমতা হবে- |
Ο ক) |
সমান |
Ο খ) |
কম |
Ο গ) |
বেশি |
Ο ঘ) |
চারগুণ |
সঠিক উত্তর: (খ)
৩৮১. |
উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দুরত্বের কীরূপ? |
Ο ক) |
সমান |
Ο খ) |
সমানুপাতিক |
Ο গ) |
ব্যস্তানুপাতিক |
Ο ঘ) |
দ্বিগুণ |
সঠিক উত্তর: (গ)
৩৮২. |
দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে? |
Ο ক) |
প্রিজম |
Ο খ) |
সমতল দর্পণ |
Ο গ) |
লেন্স |
Ο ঘ) |
গোলীয় দর্পণ |
সঠিক উত্তর: (গ)
৩৮৩. |
সরু লেন্সের ক্ষেত্রে নূন্যতম কয়টি রশ্মি ব্যবহার করে বিম্ব অঙ্কন করা হয়? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
৩৮৪. |
উত্তল লেন্সে সৃষ্ট প্রতিবিম্ব তখনই বিবর্ধিত হয় যখন- i. লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হয় ii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত হয় iii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮৫. |
লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করলে প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হবে? |
Ο ক) |
প্রধান ফোকাসে |
Ο খ) |
আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে |
Ο গ) |
ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে |
Ο ঘ) |
ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে |
সঠিক উত্তর: (খ)
৩৮৬. |
মানুষের চোখে বিদ্যমান অংশগুলো হলো- i. অক্ষিগোলক, শ্বেতমন্ডল, কর্নিয়া, কৃষ্ণমন্ডল ii. লেন্স, ডায়াফ্রাম, সাটার, পর্দা iii. আইরিস, তারারন্ধ্র, রেটিনা, চক্ষু লেন্স নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৮৭. |
লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়? |
Ο ক) |
ফোকাস বিন্দু |
Ο খ) |
আলোক কেন্দ্র |
Ο গ) |
বক্রতার কেন্দ্র |
Ο ঘ) |
প্রান্তবিন্দু |
সঠিক উত্তর: (খ)
৩৮৮. |
একটি অবতল লেন্সের� ফোকাস দূরত্ব 20 সে.মি. হলে তার ক্ষমতা কত? |
Ο ক) |
-5D |
Ο খ) |
5D |
Ο গ) |
5m |
Ο ঘ) |
-5m |
সঠিক উত্তর: (গ)
৩৮৯. |
দীর্ঘ দৃষ্টিসম্পন্ন চোখের বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না |
Ο খ) |
দূরের জিনিস দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় |
Ο গ) |
দূরের কিংবা কাছের কোনো জিনিসই স্পষ্ট দেখতে পায় না |
Ο ঘ) |
দূরের জিনিস দেখতে অসুবিধা হয় |
সঠিক উত্তর: (ক)
৩৯০. |
মরুভূমিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে- i. নিচের বায়ু ঘন মাধ্যমের ন্যায় আচরণ ii. উপরের বায়ু হালকা মাধ্যমের ন্যায় আচরণ করে iii. বস্তুর উল্টো প্রতিবিম্ব দেখা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৯১. |
আলোর প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে- i. নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুব ii. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয় iii. যেকোন মাধ্যমের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৯২. |
উত্তল� লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
৩৯৩. |
হীরকের প্রতিসরাংক কত? |
Ο ক) |
1.52 |
Ο খ) |
1.33 |
Ο গ) |
1.68 |
Ο ঘ) |
2.42 |
সঠিক উত্তর: (ঘ)
৩৯৪. |
(+2D) ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
5m |
Ο খ) |
50cm |
Ο গ) |
1.0m |
Ο ঘ) |
2.0m |
সঠিক উত্তর: (খ)
৩৯৫. |
দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন ধরনের চশমার লেন্স ব্যবহার করতে হয়? |
Ο ক) |
উত্তল লেন্স |
Ο খ) |
সমতল লেন্স |
Ο গ) |
সমতলাবতল লেন্স |
Ο ঘ) |
অবতল লেন্স |
সঠিক উত্তর: (ক)
৩৯৬. |
স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব প্রায় কত? |
Ο ক) |
প্রায় 20cm |
Ο খ) |
প্রায় 25cm |
Ο গ) |
প্রায় 30cm |
Ο ঘ) |
প্রায় 35cm |
সঠিক উত্তর: (খ)
৩৯৭. |
ক্রান্তি কোণ কোনটির উপর নির্ভর করে? |
Ο ক) |
আলোর বর্ণের উপর |
Ο খ) |
প্রতিসরণ কোণের উপর |
Ο গ) |
বিভেদতলের উপর |
Ο ঘ) |
অভিলম্বের উপর |
সঠিক উত্তর: (ক)
৩৯৮. |
একটি অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে একসাথে কয়টি টেলিফোন সংকেত সঞ্চালন করা যায়? |
Ο ক) |
২০০টি |
Ο খ) |
২,০০০টি |
Ο গ) |
২,৫০০টি |
Ο ঘ) |
১০,০০০টি |
সঠিক উত্তর: (খ)
৩৯৯. |
আমরা কিভাবে একটি বস্তুকে দেখি- |
Ο ক) |
চোখ থেকে আলো বস্তুর উপর পড়লে |
Ο খ) |
চোখে বস্তুর ছায়া পড়লে |
Ο গ) |
বস্তু থেকে আলো চোখে পড়লে |
Ο ঘ) |
চোখের ছায়া বস্তুতে পড়লে |
সঠিক উত্তর: (গ)
৪০০. |
চোখ কোন বর্ণগুলোকে ধারণ করে? |
Ο ক) |
নীল, সবুজ ও লাল |
Ο খ) |
বেগুনী, নীল ও সবুজ |
Ο গ) |
সাদা, সবুজ ও লাল |
Ο ঘ) |
সাদা, নীল ও লাল |
সঠিক উত্তর: (ক)
৪০১. |
+2d ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
0.2m উত্তল |
Ο খ) |
0.5m উত্তল |
Ο গ) |
0.5m অবতল |
Ο ঘ) |
0.2m অবতল |
সঠিক উত্তর: (খ)
৪০২. |
বেনজিন সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক 0.96 এবং বেনজিনে আলোর বেগ 2�108ms-1 হলে কেরোসিনে আলোর বেগ কত? |
Ο ক) |
2×108ms-1 |
Ο খ) |
2×108kms-1 |
Ο গ) |
2.08×108ms-1 |
Ο ঘ) |
2.08×109ms-1 |
সঠিক উত্তর: (গ)
৪০৩. |
স্নেলের সূত্রের জন্য প্রয়োজন- i. নির্দিষ্ট এক জোড়া মাধ্যম ii. নির্দিষ্ট প্রতিসরণ কোণ iii. নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪০৪. |
লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের প্রধান ফোকাসে স্থাপন করলে গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? |
Ο ক) |
অসীম দূরত্বে |
Ο খ) |
2f দূরত্বে |
Ο গ) |
f ও 2fএর মধ্যে |
Ο ঘ) |
প্রধান ফোকাসে |
সঠিক উত্তর: (ক)
৪০৫. |
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে? |
Ο ক) |
আলোর প্রতিসরণ |
Ο খ) |
আলোর প্রতিফলন |
Ο গ) |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন |
Ο ঘ) |
আলোর বিচ্ছুরণ |
সঠিক উত্তর: (গ)
৪০৬. |
লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে কয়বার প্রতিসরিত হয়? |
Ο ক) |
একবার |
Ο খ) |
দুইবার |
Ο গ) |
তিনবার |
Ο ঘ) |
তিনের অধিক |
সঠিক উত্তর: (খ)
৪০৭. |
অধিকাংশ লেন্সই কিসের তৈরি? |
Ο ক) |
কোয়ার্টজ |
Ο খ) |
কাঁচ |
Ο গ) |
প্লাস্টিক |
Ο ঘ) |
সিলিকা |
সঠিক উত্তর: (খ)
৪০৮. |
আপতন কোণটি যদি ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে কী ঘটবে? |
Ο ক) |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ |
Ο খ) |
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন |
Ο গ) |
প্রতিসরণ |
Ο ঘ) |
প্রতিফলন |
সঠিক উত্তর: (খ)
৪০৯. |
রেটিনার উপর বিম্ব বা আলো পড়লে কোথায় উত্তেজনা সৃষ্টি হয়? |
Ο ক) |
মস্তিষ্কে |
Ο খ) |
কর্ণিয়ায় |
Ο গ) |
স্নায়ুতন্ত্রে |
Ο ঘ) |
চক্ষুলেন্সে |
সঠিক উত্তর: (গ)
৪১০. |
বায়ু (a) থেকে হীরক (b) আলোর প্রতিসরণকালে আপতন কোণের মান x0 হলে প্রতিসরণ কোণের মান 200 হয়। এক্ষেত্রে and=2.42 হলে- i. x=55.860 ii. প্রতিসরণ কোণের মান বাড়ালে x এর মান বৃদ্ধি পায় iii. x এর মান হীরকের ক্রান্তি কোণের সমান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪১১. |
উত্তল লেন্সের আলোক কেন্দ্র কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
নেই |
সঠিক উত্তর: (ক)
৪১২. |
লেন্সের ক্ষমতা সম্পর্কিত তথ্য হলো- i. লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাই হলো এর ক্ষমতা ii. উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক বলে এর ক্ষমতাও ধনাত্মক হয় iii. এটির একক ডায়াপ্টার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১৩. |
আপতন কোণ ক্রান্তিকোণের চেয়ে বড় হলে নিচের বিবৃতিগুলো লক্ষ্য কর: i. আলো সম্পূর্ণরূপে শোষিত হয় ii. আলো সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় iii. আলো সম্পূর্ণরূপে একই মাধ্যমে ফিরে আসে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪১৪. |
অবতল লেন্সকে অপসারী লেন্স বলার কারণ- i. বিপরীত দিক থেকে আগত আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে ii. পরস্পর সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে iii. পরস্পর দুটি অপসারী রশ্মিগুচ্ছ প্রতিসরনের পর সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪১৫. |
রঙীন বস্তুর আলোকীয় উপলব্ধি পাই যখন- i. কোণগুলো তথ্য মস্তিষ্কে প্রেরণ করে ii. মস্তিষ্ক বর্ণগুলোকে আলাদা করে iii. রডগুলো আলোতে সাড়া দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪১৬. |
বর্ণ সংবেদনশীল কোনটি? |
Ο ক) |
রড ও কোণ |
Ο খ) |
কর্ণিয়া |
Ο গ) |
পিউপিল |
Ο ঘ) |
আইরিশ |
সঠিক উত্তর: (ক)
৪১৭. |
শূন্য মাধ্যমের সাপেক্ষে� অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরনাঙ্ককে কী বলে? |
Ο ক) |
আপেক্ষিক প্রতিসরণাঙ্ক |
Ο খ) |
আপাত প্রতিসরণাঙ্ক |
Ο গ) |
পরম প্রতিসরণাঙ্ক |
Ο ঘ) |
প্রকৃত প্রতিসরনাঙ্ক |
সঠিক উত্তর: (গ)
৪১৮. |
দূরদৃষ্টির জন্য চোখের সামনে লক্ষ্যবস্তুর বিম্ব রেটিনার কোথায় গঠিত হয়? |
Ο ক) |
সামনে |
Ο খ) |
সমতলে |
Ο গ) |
পেছনে |
Ο ঘ) |
বিম্ব গঠিত হয় না |
সঠিক উত্তর: (গ)
৪১৯. |
লেন্সের প্রধান ফোকাস কয়টি? |
Ο ক) |
১টি |
Ο খ) |
২টি |
Ο গ) |
৩টি |
Ο ঘ) |
৪টি |
সঠিক উত্তর: (খ)
৪২০. |
চোখের আকৃতি পরিবর্তন করলে কী হয়? |
Ο ক) |
আইরিস নষ্ট হয় |
Ο খ) |
ফোকাস দূরত্ব পরিবর্তিত হয় |
Ο গ) |
অশ্রু ঝরে যায় |
Ο ঘ) |
কৃষ্ণমন্ডল বেড়ে যায় |
সঠিক উত্তর: (খ)
৪২১. |
আলোর প্রতিসরণ কাজ করে- i. দৃষ্টির ক্রুটি দূর করতে ii. অপটিক্যাল ফাইবারে iii. মাইক্রোস্কোপ তৈরিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২২. |
স্নেল কিসের সূত্র প্রদান করেন? |
Ο ক) |
প্রতিফলন |
Ο খ) |
প্রতিসরণ |
Ο গ) |
মহাকর্ষ |
Ο ঘ) |
অভিকর্ষ |
সঠিক উত্তর: (খ)
৪২৩. |
স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে আলো গমন করে? |
Ο ক) |
আঁকাবাঁকা পথে |
Ο খ) |
সরল পথে |
Ο গ) |
উঁচু নিচু পথে |
Ο ঘ) |
বন্ধুর পথে |
সঠিক উত্তর: (খ)
৪২৪. |
আমাদের চক্ষু লেন্সটি- i. উত্তল ii. অপসারী ক্ষমতাসম্পন্ন iii. বাস্তব বিম্ব গঠন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪২৫. |
কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক 1 এর চেয়ে বেশি হলে ঐ মাধ্যমে আলোর বেগ কীরূপ হবে? |
Ο ক) |
বায়ুর মাধ্যমের আলোর বেগের সমান হবে |
Ο খ) |
বায়ু মাধ্যমের আলোর বেগের চেয়ে বেশি হবে |
Ο গ) |
বায়ু মাধ্যমের আলোর বেগের চেয়ে কম হবে |
Ο ঘ) |
বায়ু মাধ্যমের আলোর বেগের সমান বা কম হবে |
সঠিক উত্তর: (গ)
৪২৬. |
হাইপারমেট্টোপিয়া কী? |
Ο ক) |
এক প্রকার চোখের ক্রুটি |
Ο খ) |
শ্রবণ শক্তিজনিত ক্রটি |
Ο গ) |
রাতকানা রোগের প্রতিশব্দ |
Ο ঘ) |
দৃষ্টির পাল্লা |
সঠিক উত্তর: (ক)
৪২৭. |
প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়- |
Ο ক) |
বিভিন্ন বর্ণের জন্য |
Ο খ) |
বিভিন্ন আলোক রশ্মির জন্য |
Ο গ) |
বিভিন্ন রঙের জন্য |
Ο ঘ) |
বিভিন্ন মাধ্যমের জন্য |
সঠিক উত্তর: (গ)
৪২৮. |
হ্রস্ব দৃষ্টিসম্পন্ন লোকের কোন অসুবিধাটি হয়? |
Ο ক) |
দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না |
Ο খ) |
কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না |
Ο গ) |
দূরের কিংবা কাছের কোনো জিনিসই স্পাষ্ট দেখতে পায় না |
Ο ঘ) |
একটি লক্ষ্যবস্তুকে দুটি মনে হয় |
সঠিক উত্তর: (ক)
৪২৯. |
কোন ক্রটিগ্রস্থ চোখের নিকটবিন্দু 25cm এর চেয়ে কম হয়? |
Ο ক) |
হাইপারমেট্টোপিয়া |
Ο খ) |
মাইওপিয়া |
Ο গ) |
নকুলান্ধকতা |
Ο ঘ) |
বিষমদৃষ্টি |
সঠিক উত্তর: (খ)
৪৩০. |
শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যেকোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে কী বলে? |
Ο ক) |
আপেক্ষিক প্রতিসরণাঙ্ক |
Ο খ) |
আপাত প্রতিসরণাঙ্ক |
Ο গ) |
পরম প্রতিসরনাঙ্ক |
Ο ঘ) |
প্রকৃত প্রতিসরণাঙ্ক |
সঠিক উত্তর: (গ)
৪৩১. |
কোনটি ক্ষীণ আলোতে সাড়া দেয়? |
Ο ক) |
রেটিনা |
Ο খ) |
চক্ষুলেন্স |
Ο গ) |
কোণ |
Ο ঘ) |
রড |
সঠিক উত্তর: (ঘ)
৪৩২. |
কোনো লেন্সের ক্ষমতা+2d হলে, তার ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
1/2cm |
Ο খ) |
2cm |
Ο গ) |
4m |
Ο ঘ) |
1/2m |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৩. |
একটি চশমার লেন্সের ক্ষমতা +4d হলে লেন্সটির ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
25 cm |
Ο খ) |
20 cm |
Ο গ) |
40 cm |
Ο ঘ) |
2.5 cm |
সঠিক উত্তর: (ক)
৪৩৪. |
anb দ্বারা বোঝায়- i. শূন্য মাধ্যমে আলোর বেগ/b মাধ্যমে আলোর বেগ ii. শূন্য মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমে প্রতিসরণাঙ্ক iii. আলোক রশ্মির প্রত্যাবর্তন সূত্রানুসারে anb, bno=1 নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৫. |
নিচের কোনটি তীব্র আলোতে সাড়া দেয়? |
Ο ক) |
রড কোষ |
Ο খ) |
কোণ কোষ |
Ο গ) |
রেটিনা |
Ο ঘ) |
চোখের মণি |
সঠিক উত্তর: (খ)
৪৩৬. |
আলোর প্রতিসরণের ক্ষেত্রে- i. এটি দুটি সূত্র মেনে চলে ii. এটির দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল iii. n=sin i/sin r নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩৭. |
কোনো বস্তুর বিম্ব কোথায় পড়লে মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগে? |
Ο ক) |
আইরিশ |
Ο খ) |
তারারন্ধ্র |
Ο গ) |
রেটিনা |
Ο ঘ) |
শ্বেতমন্ডল |
সঠিক উত্তর: (গ)
৪৩৮. |
লেন্সের ক্ষেত্রে- i. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা লেন্স গঠিত ii. লেন্সের বক্রতার কেন্দ্র ও বক্রতার ব্যাসার্ধ দুটি iii. তিনটি গোলীয় পৃষ্ঠ দ্বারা লেন্স গঠিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৩৯. |
অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়- i. ডাটা ট্রান্সফার করতে ii. যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় iii. স্বাস্থ্যক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৪০. |
+5d ক্ষমতা সম্পন্ন লেন্সটির ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
0.5m |
Ο খ) |
5m |
Ο গ) |
0.2m |
Ο ঘ) |
0.2cm |
সঠিক উত্তর: (গ)
৪৪১. |
লেন্সে আলোর কী� ঘটে? |
Ο ক) |
প্রতিসরণ |
Ο খ) |
অপবর্তন |
Ο গ) |
প্রতিফলন |
Ο ঘ) |
বিচ্ছুরণ |
সঠিক উত্তর: (ক)
৪৪২. |
হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? |
Ο ক) |
450 |
Ο খ) |
600 |
Ο গ) |
900 |
Ο ঘ) |
1200 |
সঠিক উত্তর: (গ)
৪৪৩. |
শূন্য মাধ্যমের সাপেক্ষে কাঁচের ক্রান্তি কোণ 410 বলতে বোঝায়- i. আলো শূন্য মাধ্যম হতে কাঁচে 410 কোণে আপতিত হলে 900 কোণে প্রতিসরিত হবে। ii. আলো কাঁচ হতে শূন্য মাধ্যমে 410 কোণে আপতিত হলে 900 কোণে প্রতিসরিত হবে। iii. কাচ মাধ্যমের আলোকীয় ঘনত্ব শূন্য মাধ্যম হতে বেশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৪৪. |
লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটি? |
Ο ক) |
মিটার |
Ο খ) |
রেডিয়ান |
Ο গ) |
ডাইঅপ্টার |
Ο ঘ) |
লুমেন |
সঠিক উত্তর: (গ)
৪৪৫. |
ক্যামেরায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? |
Ο ক) |
অবতল |
Ο খ) |
অবতলোত্তল লেন্স |
Ο গ) |
উত্তল লেন্স |
Ο ঘ) |
দ্বি-অবতল লেন্স |
সঠিক উত্তর: (ক)
৪৪৬. |
সকল দূরত্ব লেন্সের কোন স্থান থেকে পরিমাপ করা হয়? |
Ο ক) |
লেন্সের দুই প্রান্ত থেকে |
Ο খ) |
বক্রতার কেন্দ্র থেকে |
Ο গ) |
জ্যোতি বা আলোক কেন্দ্র থেকে |
Ο ঘ) |
ফোকাস বিন্দু থেকে |
সঠিক উত্তর: (গ)
৪৪৭. |
পূর্ণ� অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে- i. আলোকরশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে ii. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে ছোট হতে হবে iii. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৪৮. |
উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতি সরণের পর কোন পথে যায়? |
Ο ক) |
আলোক কেন্দ্র দিয়ে |
Ο খ) |
প্রধান ফোকাস দিয়ে |
Ο গ) |
বক্রতার কেন্দ্র দিয়ে |
Ο ঘ) |
সোজা পথে |
সঠিক উত্তর: (খ)
৪৪৯. |
একটি উত্তল লেন্সর ক্ষমতা 1/x ডাই অপ্টার হলে, তার ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
x |
Ο খ) |
-x |
Ο গ) |
1/x |
Ο ঘ) |
-1/x |
সঠিক উত্তর: (ক)
৪৫০. |
উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর f ও 2f –এর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে কিরূপ প্রতিবিম্ব হবে? |
Ο ক) |
সদ, উল্টো, সমান |
Ο খ) |
সদ, উল্টো, খর্বিত |
Ο গ) |
অসদ, উল্টো, বিবর্ধিত |
Ο ঘ) |
সদ, উল্টো, বিবর্ধিত |
সঠিক উত্তর: (ঘ)
৪৫১. |
নিচের কোনটি শ্বেতমন্ডলের সামনের অংশ? |
Ο ক) |
কর্ণিয়া |
Ο খ) |
চোখের মণি |
Ο গ) |
আইরিশ |
Ο ঘ) |
অক্ষিগোলক |
সঠিক উত্তর: (ক)
৪৫২. |
স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? |
Ο ক) |
0.1 cm |
Ο খ) |
25 cm |
Ο গ) |
10 cm |
Ο ঘ) |
অসীম |
সঠিক উত্তর: (খ)
৪৫৩. |
দীর্ঘ দৃষ্টির কারণ হল- i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৪. |
প্রধান ফোকাস- i. উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ প্রতিসরণের পর এ বিন্দু দিয়ে অতিক্রম করে ii. এটি প্রধান অক্ষে অবস্থিত iii. অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিসমূহ এ বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৫. |
দীর্ঘদৃষ্টি সাধারণত কাদের মধ্যে দেখা যায়? |
Ο ক) |
শিশুদের |
Ο খ) |
কিশোদের |
Ο গ) |
তরুণদের |
Ο ঘ) |
বয়স্ক ব্যক্তিদের |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৬. |
চোখের শ্বেতমন্ডলের ভিতরের গায়ে কালো রঙের কৃষ্ণমন্ডল না থাকলে কী ঘটত? |
Ο ক) |
চোখে আলো প্রবেশ করতে পারত না |
Ο খ) |
সব রঙের আলো শোষণ করে নিত |
Ο গ) |
চোখের ভিতরে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হতো |
Ο ঘ) |
আলোর প্রতিফলন হতো |
সঠিক উত্তর: (গ)
৪৫৭. |
আলোর কোন ঘটনার জন্যে তীর্যকভাবে পানিতে ডোবানো লাঠি বাঁকা দেখা যায়? |
Ο ক) |
প্রতিফলন |
Ο খ) |
অপবর্তন |
Ο গ) |
সমবর্তন |
Ο ঘ) |
প্রতিসরণ |
সঠিক উত্তর: (ঘ)
৪৫৮. |
অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়- i. মানবদেহের ভিতরের অংশ দেখার জন্য ii. টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় iii. উপগ্রহ হতে ভূপৃষ্ঠে তথ্য পাঠাতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৫৯. |
রডের পার্থক্য বোঝাতে সাহায্য করে- |
Ο ক) |
রড কোষ |
Ο খ) |
কোণ কোষ |
Ο গ) |
চক্ষু লেন্স |
Ο ঘ) |
ভিট্টিয়াস হিউমার |
সঠিক উত্তর: (খ)
৪৬০. |
আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হচ্ছে। এক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? |
Ο ক) |
আপতন কোণ=প্রতিসরিত কোণ |
Ο খ) |
আপতন কোণ>প্রতিসরণ কোণ |
Ο গ) |
আপতন কোণ<প্রতিসরণ কোণ |
Ο ঘ) |
আপতন কোণ≤প্রতিসরণ কোণ |
সঠিক উত্তর: (খ)
৪৬১. |
অপটিক্যাল ফাইবারে বৈদ্যুতিক সংকেত আদান প্রদানের ক্ষেত্রে- i. বৈদ্যুতিক সংকেত প্রথমে আলোক সংকেতে রূপান্তরিত হয় ii. একসাথে ২০০০টি সংকেত পাঠানো যায় iii. সংকেতের তীব্রতার পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪৬২. |
ফোকাস তলের ক্ষেত্রে- i. প্রধান ফোকাসের মধ্যদিয়ে যায় ii. বক্রতার ব্যাসার্ধ দিয়ে ছেদ করে iii. প্রধান অক্ষের সাথে লম্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৬৩. |
অক্ষিগোলকের বাইরে যে কঠিন, সাদা ও অস্বচ্ছ অংশের আবরণ থাকে তাকে কী বলে? |
Ο ক) |
কৃষ্ণমন্ডল |
Ο খ) |
শ্বেতমন্ডল |
Ο গ) |
অক্ষিগোলক |
Ο ঘ) |
আইরিস |
সঠিক উত্তর: (খ)
৪৬৪. |
চক্ষু লেন্স কি দয়ে তৈরী? |
Ο ক) |
জৈব পদার্থ |
Ο খ) |
অজৈব পদার্থ |
Ο গ) |
রাসায়নিক পদার্থ |
Ο ঘ) |
কাঁচ |
সঠিক উত্তর: (ক)
৪৬৫. |
মানুষের চোখের তারারন্ধ্রের ক্ষেত্রে- i. এটি আইরিসের ঠিক পিছনে থাকে ii. এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে iii. এর সাহায্যে আলো চোখ থেকে বাইরে নির্গত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৬৬. |
লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর- i. প্রধান ফোকাস দিয়ে যায় ii. দিক পরিবর্তন করে না iii. সোজাসুজি চলে যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৬৭. |
আলোক নলের সাহায্যে পাকস্থলির ভিতরের দেয়াল পরীক্ষা করাকে বলা হয়- |
Ο ক) |
এন্ডোস্কোপি |
Ο খ) |
আল্ট্রসনোগ্রাম |
Ο গ) |
সিটি স্ক্যান |
Ο ঘ) |
এক্স-রে |
সঠিক উত্তর: (ক)
৪৬৮. |
A ও B দুটি আলোকীয় মাধ্যম। A মাধ্যমের ঘনত্ব B মাধ্যমের চেয়ে বেশি হলে- i. A মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি ii. B মাধ্যমে আলোকরশ্মি বেশি বাকবে iii. A মাধ্যমে আলোর বেগ কম হবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬৯. |
কোন লেন্স বস্তুর চেয়ে নিকটে সোজা ও অবাস্তব বিম্ব গঠন করে? |
Ο ক) |
উত্তল |
Ο খ) |
সমতল |
Ο গ) |
অবতল |
Ο ঘ) |
সমতলাবতল |
সঠিক উত্তর: (গ)
৪৭০. |
দূরদৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত চশমার ফোকাস দূরত্ব কত? |
Ο ক) |
স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্বের সমান |
Ο খ) |
দীর্ঘ দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান |
Ο গ) |
দীর্ঘ দৃষ্টির নিকটতম দূরত্বের সমান |
Ο ঘ) |
হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান |
সঠিক উত্তর: (গ)
৪৭১. |
ক্রান্তি কোণ হল- i. আপতন কোণ ii. প্রতিসরণ কোণ iii. অভিলম্ব ও আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪৭২. |
রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে তাকে কী বলে? |
Ο ক) |
অশ্রু |
Ο খ) |
অ্যাকুয়াস হিউমার |
Ο গ) |
রড |
Ο ঘ) |
ভিট্টিয়াস হিউমার |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৩. |
প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? |
Ο ক) |
মাধ্যমদ্বায়ের প্রকৃতি |
Ο খ) |
আলোর রং |
Ο গ) |
মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং |
Ο ঘ) |
আপতন কোণ |
সঠিক উত্তর: (গ)
৪৭৪. |
A মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.3 এবং B মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে কোন বিবৃতিটি সঠিক? |
Ο ক) |
A মাধ্যমের চেয়ে B মাধ্যমে আলো দ্রুত চলবে |
Ο খ) |
B মাধ্যমের চেয়ে A মাধ্যমে আলো দ্রুত চলবে |
Ο গ) |
উভয় মাধ্যমে আলো সমান বেগে চলবে |
Ο ঘ) |
A ও B মাধ্যমে আলোর বর্ণের পরিবর্তন হবে |
সঠিক উত্তর: (খ)
� * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ। বৃদ্ধি করা হলে প্রতিসরণ কোণ r ও বৃদ্ধি পায়। কিন্তু এরা সমানুপাতিক নয় বরং নির্দিষ্ট মাধ্যম এবং বর্ণের আলোক রশ্মির জন্য এদের সাইনের অনুপাত ধ্রুবক। |
৪৭৫. |
উদ্দীপকের কারণগুলোর সাইন অনুপাতকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়- |
Ο ক) |
θc |
Ο খ) |
n |
Ο গ) |
f |
Ο ঘ) |
p |
সঠিক উত্তর: (ঘ)
৪৭৬. |
শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছিলেন- i. আলোর প্রতিসরণের ১ম সূত্র ii. আলোর প্রতিসরণের ২য় সূত্র iii. স্নেলের সূত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৭৭. |
উদ্দীপকের কোণদ্বয়ের সাইনের অনুপাতকে বলা হয়- |
Ο ক) |
ক্রান্তি কোণ |
Ο খ) |
পরম প্রতিসরণাঙ্ক |
Ο গ) |
পূর্ণ অভ্যন্তরীণ |
Ο ঘ) |
প্রতিসরণাঙ্ক |
সঠিক উত্তর: (ঘ)
ধন্যবাদ স্যার
উত্তরমুছুনফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণ কত?
উত্তরমুছুন