| এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৭: শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার |
|
১. |
অগ্রাধিকার শেয়ার মালিকদের আয় হার কীরূপ? |
|
Ο ক) |
নির্দিষ্ট |
|
Ο খ) |
অনির্দিষ্ট |
|
Ο গ) |
অনিশ্চিত |
|
Ο ঘ) |
মেয়াদকালিন |
সঠিক উত্তর: (ক)
|
২. |
বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে? |
|
Ο ক) |
সাধারণ শেয়ারে |
|
Ο খ) |
বোনাস শেয়ার |
|
Ο গ) |
বিলম্বিত শেয়ার |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ারে |
সঠিক উত্তর: (ক)
|
৩. |
সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির মালিক হিসেবে- i সম্পত্তিতে অধিকার পায় ii অর্জিত লাভের ওপর অধিকার পায় iii ব্যয় করার অধিকার পায় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
৪. |
পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? |
|
Ο ক) |
যারা মূলধন যোগাড় কারে |
|
Ο খ) |
যারা কার্য পরিচালনা করে |
|
Ο গ) |
যারা শেয়ার ক্রয় করে |
|
Ο ঘ) |
যারা নীতিমালা প্রদান করে |
সঠিক উত্তর: (গ)
|
৫. |
বন্ডে পরিপক্বতার তারিখ বলতে কী বোঝায়? |
|
Ο ক) |
যে তারিখে বন্ড ইস্যু করা হয় |
|
Ο খ) |
যে তারিখে বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায় |
|
Ο গ) |
যে তারিখে বন্ডের সুদ দেওয়া হয় |
|
Ο ঘ) |
যে তারিখে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয় |
সঠিক উত্তর: (খ)
|
৬. |
বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্য হলো- i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা-নামা করে iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানিরশেয়ার ক্রয়-বিক্রয় হয় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
৭. |
সাধারণ মেয়ার মাপলিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ারের মালিকের অবস্থান করে? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
বোনাস শেয়ার |
|
Ο ঘ) |
রাইট শেয়ার |
সঠিক উত্তর: (ক)
|
৮. |
কোম্পানি বিলুপ্তির পর সর্বপ্রথম কাদের পাওনা পরিশোধ করা হয়? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার মালিকদের |
|
Ο খ) |
বন্ড মালিকদের |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার মালিকদের |
সঠিক উত্তর: (খ)
|
৯. |
বন্ডের বিনিয়োকারীদের ঝুঁকি, ডিবেঞ্চার বিনিয়োগকারীদের তুলনায় কম থাকে কেন? |
|
Ο ক) |
সুদের হার নির্দিষ্ট হওয়ার ফলে |
|
Ο খ) |
জামানত থাকার ফলে |
|
Ο গ) |
মুনাফার ওপর অধিকার থাকার ফলে |
|
Ο ঘ) |
নির্দিষ্ট সুদের হারের ফলে |
সঠিক উত্তর: (খ)
|
১০. |
কোম্পানিতে কয়টি লভ্যাংশ নীতি পরিলক্ষিত হয়? |
|
Ο ক) |
১ টি |
|
Ο খ) |
২ টি |
|
Ο গ) |
৩ টি |
|
Ο ঘ) |
৪ টি |
সঠিক উত্তর: (গ)
|
১১. |
সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের |
|
Ο খ) |
বন্ড মালিকদের |
|
Ο গ) |
ডিবেঞ্চার মালিকদের |
|
Ο ঘ) |
সম্পত্তির মালিকদের |
সঠিক উত্তর: (ক)
|
১২. |
সব কোম্পনির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করতে চায় না, কারণ কী? |
|
Ο ক) |
সুদের হার কম |
|
Ο খ) |
নিয়ন্ত্রণ করতে পারে না |
|
Ο গ) |
আয় নিয়মিত নয় |
|
Ο ঘ) |
জামানত থাকে না |
সঠিক উত্তর: (ঘ)
|
১৩. |
স্টক লভ্যাংশের অপর নাম কী? |
|
Ο ক) |
নগদ লভ্যাংশ |
|
Ο খ) |
বোনাস লভ্যাংশ |
|
Ο গ) |
বোনাস শেয়ার |
|
Ο ঘ) |
রাইট শেয়ার |
সঠিক উত্তর: (গ)
|
১৪. |
কোম্পানি কোন শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে? |
|
Ο ক) |
ইস্যুকৃত |
|
Ο খ) |
তলবকৃত |
|
Ο গ) |
আদায়কৃত |
|
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ক)
|
১৫. |
বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্চ রয়েছে? |
|
Ο ক) |
২ টি |
|
Ο খ) |
৩ টি |
|
Ο গ) |
৪ টি |
|
Ο ঘ) |
৫ টি |
সঠিক উত্তর: (ক)
|
১৬. |
কোম্পানি কয়টি উপায়ে লভ্যাংশ দিতে পারে? |
|
Ο ক) |
২ টি |
|
Ο খ) |
৩ টি |
|
Ο গ) |
৪ টি |
|
Ο ঘ) |
৫ টি |
সঠিক উত্তর: (ক)
|
১৭. |
বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে- i সাধারণ শেয়ারের ক্ষেত্রে ii বন্ড ও ডিবেঞ্চার ক্ষেত্রে iii অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
১৮. |
বন্ড হতে ডিবেঞ্চর অধিক ঝুঁকিপূর্ণ, কারণ কী? |
|
Ο ক) |
সুদের হার |
|
Ο খ) |
সময় |
|
Ο গ) |
জামানত |
|
Ο ঘ) |
নিয়ন্ত্রণ |
সঠিক উত্তর:
|
১৯. |
আদর্শ� লভ্যাংশ নীতি কোনটি? |
|
Ο ক) |
স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
মুনাফার হার লভ্যাংশ নীতি |
|
Ο গ) |
লভ্যাংশ প্রদান অনুপাত নীতি |
|
Ο ঘ) |
স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি |
সঠিক উত্তর: (ঘ)
|
২০. |
কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের কী দেয়া হয়? |
|
Ο ক) |
লাভ |
|
Ο খ) |
সুদ |
|
Ο গ) |
মুনাফা |
|
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
২১. |
শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনটি অধিক প্রয়োজন? |
|
Ο ক) |
প্রচুর টাকা |
|
Ο খ) |
অনেক বুদ্ধি |
|
Ο গ) |
অভিজ্ঞতা |
|
Ο ঘ) |
সঠিক ধারণা |
সঠিক উত্তর: (ঘ)
|
২২. |
কোন শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
তহবকৃত শেয়ার |
|
Ο গ) |
বিলম্বিত শেয়ার |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ার |
সঠিক উত্তর: (ঘ)
|
২৩. |
কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগ কে পায়? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার মালিক |
|
Ο খ) |
বন্ড মালিক |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার মালিক |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার মালিক |
সঠিক উত্তর: (খ)
|
২৪. |
কোম্পানি আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্জন্ত জ্ঞান সংগ্রহ করা উচিত- i শিল্পখাত সম্পর্কে ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে iii বাজার দর সম্পর্কে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
২৫. |
বন্ড বিনিয়োগের অসুবিধা হল- |
|
Ο ক) |
কম আয় হার |
|
Ο খ) |
ভোটাধিকা নেই |
|
Ο গ) |
কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না |
|
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
|
২৬. |
কোম্পানি কর্তৃক ইস্যুকৃত পরিপক্বতার তারিখ থাকে কীসে? |
|
Ο ক) |
বন্ড |
|
Ο খ) |
সাধারণ শেয়ার |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
বোনাস শেয়ার |
সঠিক উত্তর: (ক)
|
২৭. |
আবির জানে যে বিনিয়োগের হাতিয়ার হিসেবে শেয়ারের সাথে বন্ডের ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার মধ্যে অন্তর্ভুক্ত হলো- i বন্ড মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য হয় ii বন্ডে লিখিত মূল্য ফেরত পাওয়ার তারিখ থাকে iii রূপান্তরযোগ্য বন্ডকে সাধারণ শেয়ারে রুপান্তর করা যায় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
i ও iii |
|
Ο গ) |
ii ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
২৮. |
নিচের কোনটি লভ্যাংশ নীতি নয়? |
|
Ο ক) |
স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
মুনাফার হার লভ্যাংশ নীতি |
|
Ο গ) |
লভ্যাংশ প্রদান অনুপাত নীতি |
|
Ο ঘ) |
স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি |
সঠিক উত্তর: (খ)
|
২৯. |
কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্থাব করে সে বাজারকে কী বলা হয়? |
|
Ο ক) |
প্রথম প্রস্থাব |
|
Ο খ) |
প্রাথমিক বাজার |
|
Ο গ) |
প্রথম বাজার |
|
Ο ঘ) |
সেকেন্ডারি বাজার |
সঠিক উত্তর: (খ)
|
৩০. |
কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়? |
|
Ο ক) |
বন্ড মালিকদের |
|
Ο খ) |
ডিবেঞ্চার মালিকদের |
|
Ο গ) |
সাধারণ শেয়ারহোল্ডারদের |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের |
সঠিক উত্তর: (ক)
|
৩১. |
সহজে হস্তান্টতরযোগ্য শেয়ার কোনটি? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
সাধারণ শেয়ার |
|
Ο গ) |
বোনাস শেয়ার |
|
Ο ঘ) |
অধিকারযোগ্য শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
৩২. |
বিনিয়োগকারীদের হাতিয়ার হলো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত- i শেয়ার ii বন্ড iii ডিবেঞ্চার নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৩৩. |
প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেওয়া হয় কোন নীতিতে? |
|
Ο ক) |
স্থিতিশীল লভ্যাংশ নীতিতে |
|
Ο খ) |
অনুপাত লভ্যাংশ নীতিতে |
|
Ο গ) |
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে |
|
Ο ঘ) |
স্টক লভ্যাংশ নীতিতে |
সঠিক উত্তর: (খ)
|
৩৪. |
যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেওয়া হয় তাকে বলা হয়- |
|
Ο ক) |
প্রাথমিক বাজার |
|
Ο খ) |
মাধ্যমিক বাজার |
|
Ο গ) |
সেকেন্ডারি বাজার |
|
Ο ঘ) |
তৃতীয় বাজার |
সঠিক উত্তর: (ক)
|
৩৫. |
কোম্পানিকে প্রতি বছর সিদ্ধান্ত নিতে হয়- i� নীতিমালা সম্পর্কে ii� লভ্যাংশ সম্পর্কে iii� উৎপাদন সম্পর্কে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৩৬. |
�বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী? |
|
Ο ক) |
ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে |
|
Ο খ) |
ঋণ মূলধনের ব্যয় অধিক বলে |
|
Ο গ) |
অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে |
|
Ο ঘ) |
কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে |
সঠিক উত্তর: (গ)
|
৩৭. |
ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়- i সাধারণ শেয়ার ii অগ্রাধিকার শেয়ার iii বন্ড ও ডিবেঞ্চার নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৩৮. |
অগ্রাধিকার শেয়ার� মালিকরা লভ্যাংশ পায় কীরূপে? |
|
Ο ক) |
নির্দিষ্ট হারে |
|
Ο খ) |
অনির্দিষ্ট হারে |
|
Ο গ) |
অধিক হারে |
|
Ο ঘ) |
সমানুপাতিক হারে |
সঠিক উত্তর: (ক)
|
৩৯. |
কোম্পানির অর্জিত মুনাফ হতে বন্ড মালিকদের পর কাদের দাবি মেটানো হয়? |
|
Ο ক) |
সাধারণ শেয়ারহোল্ডাদের |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ারহোল্ডরদের |
|
Ο গ) |
রাইট শেয়ারহোল্ডারদের |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার হোল্ডারদের |
সঠিক উত্তর:
|
৪০. |
প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা দেয়া হয় কোন নীতিতে? |
|
Ο ক) |
স্থিতিশীল লভ্যাংশ নীতিতে |
|
Ο খ) |
অনুপাত লভ্যাংশ নীতিতে |
|
Ο গ) |
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে |
|
Ο ঘ) |
স্টক লভ্যাংশ নীতিতে |
সঠিক উত্তর: (ক)
|
৪১. |
শেয়ার মালিকদের প্রাপ্য হলো কোম্পানির- i লাভ ii মুনাফা iii সম্পত্তি নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
৪২. |
অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার কারণ কী? |
|
Ο ক) |
অনির্দিষ্ট সুদের হার থাকায় |
|
Ο খ) |
ঝুঁকি কম হওয়ায় |
|
Ο গ) |
ঝুঁকি বেশি হওয়ায় |
|
Ο ঘ) |
জামানতের পরিমাণ বেশি থাকায় |
সঠিক উত্তর: (খ)
|
৪৩. |
বিনিয়োগকারীদের জন্যে শেয়ার ক্রয় কোন ধরণের বিনিয়োগ? |
|
Ο ক) |
ঝুঁকিপূর্ণ |
|
Ο খ) |
অলাভজনক |
|
Ο গ) |
লাভজনক |
|
Ο ঘ) |
অনাকাঙ্খিত |
সঠিক উত্তর: (ক)
|
৪৪. |
কোম্পানির জন্য শেয়ারের লভ্যাংশ প্রদান করা কী? |
|
Ο ক) |
বাধ্যতামূলক |
|
Ο খ) |
শর্তসাপেক্ষে |
|
Ο গ) |
বাধ্যতামূলক নয় |
|
Ο ঘ) |
ইচ্ছাধীন |
সঠিক উত্তর: (গ)
|
৪৫. |
শেয়ারহোল্ডারদের কখন লভ্যাংশ প্রদান করা হয়? |
|
Ο ক) |
কোম্পানির মুনাফা হলে |
|
Ο খ) |
কোম্পানির মুনাফা না হলে |
|
Ο গ) |
কোম্পানির ক্ষতি হলে |
|
Ο ঘ) |
কোম্পানির লোকসান হলে |
সঠিক উত্তর: (ক)
|
৪৬. |
নাটাই লি.� তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৩ সালের ৩০শে জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে? |
|
Ο ক) |
সাধারণ শেয়অর |
|
Ο খ) |
ডিবেঞ্চার |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
বন্ড |
সঠিক উত্তর: (ঘ)
|
৪৭. |
লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডারগণ লভ্যাংশ পেয়ে থাকেন কীভাবে? |
|
Ο ক) |
নিয়মিতভাবে |
|
Ο খ) |
অনিয়মিতভাবে |
|
Ο গ) |
মাঝে মাঝে |
|
Ο ঘ) |
কোনোটিই পায় না |
সঠিক উত্তর: (ক)
|
৪৮. |
কোন ধরনের শেয়ারের রূপান্তরযোগ্যতা নেই? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
ডিবেঞ্চার |
|
Ο ঘ) |
বন্ড |
সঠিক উত্তর: (গ)
|
৪৯. |
স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ঘ)
|
৫০. |
সাধারণ শেয়ার- |
|
Ο ক) |
হস্তান্তর যোগ্য |
|
Ο খ) |
অহস্থান্তরযোগ্য |
|
Ο গ) |
বহনযোগ্য |
|
Ο ঘ) |
বহনযোগ্য নয় |
সঠিক উত্তর: (ক)
|
৫১. |
শেয়ার� ক্রয় করা কী ধরণের বিনিয়োগ? |
|
Ο ক) |
অধিক লাভজনক |
|
Ο খ) |
সাধারণ বিনিয়োগ |
|
Ο গ) |
পরোক্ষ বিনিয়োগ |
|
Ο ঘ) |
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ |
সঠিক উত্তর: (ঘ)
|
৫২. |
অধিক নমনীয় লভ্যাংশ নীতি কোনটি? |
|
Ο ক) |
স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
লভ্যাংশ অনুপাত নীতি |
|
Ο গ) |
অতিরিক্ত লভ্যাংশ নীতি |
|
Ο ঘ) |
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি |
সঠিক উত্তর: (ঘ)
|
৫৩. |
অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কীরূপে? |
|
Ο ক) |
নির্দিষ্ট হারে |
|
Ο খ) |
অনির্দিষ্ট হারে |
|
Ο গ) |
অধিক হারে |
|
Ο ঘ) |
সমানুপাতিক হারে |
সঠিক উত্তর: (ক)
|
৫৪. |
কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্বতার তারিখ থাকে? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
রাইট শেয়ার |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (খ)
|
৫৫. |
কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক- i বাড়ে ii কমে iii স্থির থাকে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i |
|
Ο খ) |
ii |
|
Ο গ) |
iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
৫৬. |
শেয়ার লভ্যাংশের নির্দিষ্ট হার কীরূপ? |
|
Ο ক) |
পূর্ব নির্ধারিত |
|
Ο খ) |
পূর্ব নির্ধারিত নয় |
|
Ο গ) |
অধিক পরিমান |
|
Ο ঘ) |
অল্প পরিমান |
সঠিক উত্তর: (খ)
|
৫৭. |
বন্ড মালিকদের দাবি অগ্রণ্য মনে করা হয়- i সাধারণ শেয়ার মালিকদের চেয়ে ii ডিবেঞ্চার মালিকদের iii অগ্রাধিকার শেয়ার মালিকদের চেয়ে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
৫৮. |
কোনটি বিনিয়োগকারীদের নিকট তরল সম্পদ হিসেবে সমাদৃত? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বন্ড |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ক)
|
৫৯. |
বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত তা হল- i জামানত ii উচ্চ ঝুঁকি iii রূপান্তরযোগ্যতা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
৬০. |
কোম্পানির অর্জিত আয়ের সর্বপ্রথম সুদ কাকে প্রদান করা হয়? |
|
Ο ক) |
বন্ড মালিকদের |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের |
|
Ο গ) |
বিলম্বিত দাবিযুক্ত শেয়ার মালিকদের |
|
Ο ঘ) |
সাধারণ শেয়ার মালিকদের |
সঠিক উত্তর: (ক)
|
৬১. |
স্থির লভ্যাংশর সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতির ক্ষেত্রে প্রযোজ্য- i যেসব কোম্পানির আয় নিয়মিত নয় তাদের জন্য আদর্শ ii কোম্পানি প্রতিবছর ন্যূনতম লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে iii অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় নমনীয় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৬২. |
বন্ড ও ডিবেঞ্চারর মধ্যে প্রধান পার্থক্য হল- |
|
Ο ক) |
সুদের হার |
|
Ο খ) |
সময় |
|
Ο গ) |
জামানত |
|
Ο ঘ) |
নিয়ন্ত্রণ |
সঠিক উত্তর: (গ)
|
৬৩. |
ঢাকা স্টক এক্সচেঞ্চ কতটি সূচক ব্যবহার করা হয়? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
|
৬৪. |
কোন পদ্ধতিতে লভ্যাংশের পরিমাণ কমে না? |
|
Ο ক) |
স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
মুনাফার হার লভ্যাংশ নীতি |
|
Ο গ) |
লভ্যাংশ প্রদান অনুপাত নীতি |
|
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ক)
|
৬৫. |
কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (খ)
|
৬৬. |
কোনটিকে জামানতবিহীন বন্ড বলা হয়? |
|
Ο ক) |
ডিবেঞ্চারকে |
|
Ο খ) |
বোনাস শেয়ারকে |
|
Ο গ) |
সাধরণ শেয়ারকে |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ারকে |
সঠিক উত্তর: (ক)
|
৬৭. |
শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে বিবেচনা করতে হয়- i ইপিএস ii ব্যবসায়ের ধরন iii এনএভি নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৬৮. |
ইপিএস বলতে কী বোঝায়? |
|
Ο ক) |
শেয়ার বিনিয়োগের পরিমাণ |
|
Ο খ) |
শেয়ারপ্রতি আয় |
|
Ο গ) |
শেয়ারের নিট মূল্য |
|
Ο ঘ) |
ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ |
সঠিক উত্তর: (খ)
|
৬৯. |
অগ্রাধিকার শেয়ার সুবিধাজনক, কারণ- i নির্দিষ্ট হারে সুদ ii মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার iii সম্পদের ওপর দাবি নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৭০. |
কোম্পানি তহবিলের গুরূত্বপূর্ণ উৎস কী? |
|
Ο ক) |
নগদ অর্থ |
|
Ο খ) |
শেয়ার |
|
Ο গ) |
ব্যাংক ঋণ |
|
Ο ঘ) |
অনুদান |
সঠিক উত্তর: (খ)
|
৭১. |
স্টক এক্সেচেঞ্চে ক্রয়-বিক্রয় হয়- i সাধারণ শেয়ার ii মউচুয়াল ফান্ড iii ডিবেঞ্চার ও বন্ড নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৭২. |
বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত হয় কোনটি? |
|
Ο ক) |
জমি |
|
Ο খ) |
ইজারা |
|
Ο গ) |
হুন্ডি |
|
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ঘ)
|
৭৩. |
বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে কেন? |
|
Ο ক) |
সুদের হার নির্দিষ্ট হয় বলে |
|
Ο খ) |
সুদের হার অনির্দিষ্ট বলে |
|
Ο গ) |
ঝুঁকির হার কম বলে |
|
Ο ঘ) |
শেয়ারে রূপান্তরযোগ্য বলে |
সঠিক উত্তর: (ক)
|
৭৪. |
সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে? |
|
Ο ক) |
বিনিয়োগকৃত অর্থের |
|
Ο খ) |
মোট শেয়ারের |
|
Ο গ) |
মোট সম্পত্তির |
|
Ο ঘ) |
মোট দায়ের |
সঠিক উত্তর: (ক)
|
৭৫. |
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক হলো- i CSE All Shares price Index ii CSE Selective Categories Index iii CSE 20 Index নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
৭৬. |
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের ব্যবহৃত সূচক হল- i ডিএসই সকল শেয়ার মূল্য সূচক ii সিএসসি এক্স সূচক iii সি এসই ৩০ সূচক নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
৭৭. |
কোম্পানির অবসায়নকালে কারা দাবি মেটানোর তালিকায় দ্বিতীয় স্থান থাকে? |
|
Ο ক) |
বন্ড হোল্ডার |
|
Ο খ) |
ডিবেঞ্চার হোল্ডার |
|
Ο গ) |
রাইট শেয়াহোল্ডার |
|
Ο ঘ) |
বোনাস শেয়ারহোল্ডার |
সঠিক উত্তর: (খ)
|
৭৮. |
বন্ডের সাথে ডিবেঞ্চারের পার্থক্য কী? |
|
Ο ক) |
ডিবেঞ্চারে পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে |
|
Ο খ) |
ডিবেঞ্চারের বিপরীতে জামানত দিতে হয় |
|
Ο গ) |
ডিবেঞ্চারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় |
|
Ο ঘ) |
ডিবেঞ্চারে ঝুঁকি তুলনামূলক বেশি হয় |
সঠিক উত্তর: (ঘ)
|
৭৯. |
স্টক এক্সচেঞ্চ সিকিউরিটিজের মূল্য কীভাবে নির্ধারিত হয়? |
|
Ο ক) |
অভিহিত মূল্য অনুযায়ী |
|
Ο খ) |
সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী |
|
Ο গ) |
কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী |
|
Ο ঘ) |
বাজার মূল্য অনুযায়ী |
সঠিক উত্তর: (ঘ)
|
৮০. |
মেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে? |
|
Ο ক) |
১ টি |
|
Ο খ) |
৩ টি |
|
Ο গ) |
২ টি |
|
Ο ঘ) |
৪ টি |
সঠিক উত্তর: (গ)
|
৮১. |
বন্ড বিনিয়োগে ঝুঁকি সর্বাপেক্ষা কম কারণ- |
|
Ο ক) |
সুদের হার নিশ্চিন্ত |
|
Ο খ) |
জামানত |
|
Ο গ) |
কম হারে আয় |
|
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (খ)
|
৮২. |
ডিবেঞ্চার মালিকেরা কিসের সমান মর্যাদা ভোগ করে? |
|
Ο ক) |
দেনাদার |
|
Ο খ) |
পাওনাদার |
|
Ο গ) |
মালিক |
|
Ο ঘ) |
পরিচালক |
সঠিক উত্তর: (খ)
|
৮৩. |
তারল্যের প্রয়োজন পড়লে শেয়ারহোল্ডাররা কোথায় শেয়ার বিক্রয় করতে পারে? |
|
Ο ক) |
ওলিগোপালি মার্কেটে |
|
Ο খ) |
মনোপলি মার্কেটে |
|
Ο গ) |
সেকেন্ডারি মার্কেটে |
|
Ο ঘ) |
সাধারণ মার্কেটে |
সঠিক উত্তর: (গ)
|
৮৪. |
কোন শেয়ার থেকে আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বিলম্বিত দাবিযুক্ত শেয়ার |
|
Ο গ) |
রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
রূপান্তর অযোগ্য অগ্রাধিকার শেয়ার |
সঠিক উত্তর: (ক)
|
৮৫. |
ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্জাদা ভোগ করে? |
|
Ο ক) |
দেনাদারের |
|
Ο খ) |
পাওনাদারের |
|
Ο গ) |
কোম্পানির মালিকদের |
|
Ο ঘ) |
কোম্পানির পরিচালকদের |
সঠিক উত্তর: (খ)
|
৮৬. |
তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্চ সাহায্য করে কাকে? |
|
Ο ক) |
আর্থিক প্রতিষ্ঠানকে |
|
Ο খ) |
ব্যাংককে |
|
Ο গ) |
কোম্পানিকে |
|
Ο ঘ) |
বিমা কোম্পানিকে |
সঠিক উত্তর: (গ)
|
৮৭. |
রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে- i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে ii বন্ড মালিকদের মাঝামাঝিতে iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
৮৮. |
সাধারণ শেয়ারের মালিকরা কোম্পানির ঝুঁকি বহন করে কীভাবে? |
|
Ο ক) |
এককভাবে |
|
Ο খ) |
যৌথভাবে |
|
Ο গ) |
অধিক হারে |
|
Ο ঘ) |
গড় হারে |
সঠিক উত্তর: (খ)
|
৮৯. |
কোম্পানি কতভাবে লভ্যাংশ দিতে পারে? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
|
৯০. |
স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হয়- i সাধারণ শেয়ার ii মিউচুয়া ফান্ড iii ডিবেঞ্চার ও বন্ড নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৯১. |
শেয়ারের দাম কমলে সূচক কী হয়? |
|
Ο ক) |
বাড়ে |
|
Ο খ) |
কমে |
|
Ο গ) |
স্থির থাকে |
|
Ο ঘ) |
শূন্য হয় |
সঠিক উত্তর: (খ)
|
৯২. |
শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হবে- i শেয়ার প্রতি আয় ii ব্যবসায়ের ধরন iii নীট ব্যবস্থাপনা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৯৩. |
কোন শেয়ার মালিকের আয়ের হার নিশ্চিত থাকে না? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বন্ড মালিক |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার মালিক |
সঠিক উত্তর: (ক)
|
৯৪. |
কোন মেয়াদের আয় অনির্দিষ্ট? |
|
Ο ক) |
পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
সাধারণ শেয়ার |
|
Ο গ) |
অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
উদ্যোক্তাগনের |
সঠিক উত্তর: (খ)
|
৯৫. |
শেয়ারের দাম বাড়লে কী ঘটে? |
|
Ο ক) |
সূচক বাড়ে |
|
Ο খ) |
সূচক কমে |
|
Ο গ) |
সূচক স্থির থাকে |
|
Ο ঘ) |
সূচক শূণ্য হয় |
সঠিক উত্তর: (ক)
|
৯৬. |
ঝুঁকিবহুল বিনিয়োগ কোনটি বেশি থাকে? |
|
Ο ক) |
আয় |
|
Ο খ) |
ব্যয় |
|
Ο গ) |
ক্ষতি |
|
Ο ঘ) |
উপরিব্যয় |
সঠিক উত্তর: (ক)
|
৯৭. |
কোনটিতে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
ঝুঁকিপূর্ণ প্রকল্পে |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
ঝুঁকিহীন প্রকল্পে |
সঠিক উত্তর: (গ)
|
৯৮. |
মূলধন খাটানোর উৎস- i� শেয়ার ii� বন্ড iii� ডিবঞ্চার নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
৯৯. |
কোম্পানির ঋণদাতা হিসেবে কারা গণ্য হয়? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার মালিকরা |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার মালিকরা |
|
Ο গ) |
বন্ড মালিকরা |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার মালিকরা |
সঠিক উত্তর: (গ)
|
১০০. |
লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা কী পেয়ে থাকে? |
|
Ο ক) |
সুদ |
|
Ο খ) |
মুনাফা |
|
Ο গ) |
লভ্যাংশ |
|
Ο ঘ) |
ক্ষতির অংশ |
সঠিক উত্তর: (গ)
|
১০১. |
শেয়ার বাজরে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
|
১০২. |
সাধারণ শেয়ারের সুবিধা হলো- |
|
Ο ক) |
তারল্য সম্পদ |
|
Ο খ) |
স্থায়ী সম্পদ |
|
Ο গ) |
অপরিবর্তনযোগ্য সম্পদ |
|
Ο ঘ) |
দায়স্বরূপ |
সঠিক উত্তর: (ক)
|
১০৩. |
কোম্পানিসহ কোন স্তরের শেয়ারের ওপর স্টক লভ্যাংশ ঘোষণা করে? |
|
Ο ক) |
স্থিতিশীল লভ্যাংশ নীতিতে |
|
Ο খ) |
অনুপাত লভ্যাংশ নীতিতে |
|
Ο গ) |
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে |
|
Ο ঘ) |
স্টক লভ্যাংশ নীতিতে |
সঠিক উত্তর: (খ)
|
১০৪. |
তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্জ সাহায্য করে কাকে? |
|
Ο ক) |
আর্থিক প্রতিষ্ঠানকে |
|
Ο খ) |
ব্যাংককে |
|
Ο গ) |
কোম্পানিকে |
|
Ο ঘ) |
বিমা কোম্পানিকে |
সঠিক উত্তর: (গ)
|
১০৫. |
ব্যবসায় অর্থায়নের উৎস কোনটি? |
|
Ο ক) |
ডিবেঞ্চার |
|
Ο খ) |
সুনাম |
|
Ο গ) |
যন্ত্রপাতি |
|
Ο ঘ) |
শেয়ার তালিকা |
সঠিক উত্তর: (ক)
|
১০৬. |
ডিবেঞ্চারের সুবিধা কোনটি? |
|
Ο ক) |
জামানতহীনতা |
|
Ο খ) |
নিয়ন্ত্রণ |
|
Ο গ) |
নির্দিষ্ট সময় |
|
Ο ঘ) |
অধিক লাভ |
সঠিক উত্তর: (গ)
|
১০৭. |
জামানতবিহীন বিনিয়োগ মাধ্যম কোনটি? |
|
Ο ক) |
শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
ডিবেঞ্চার |
|
Ο ঘ) |
মউচুয়ার ফান্ড |
সঠিক উত্তর: (গ)
|
১০৮. |
সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে কাদের লাভ হয়? |
|
Ο ক) |
শেয়ারহোল্ডাদের |
|
Ο খ) |
সাধারণ মানুষের |
|
Ο গ) |
স্টক এক্সচেঞ্জের |
|
Ο ঘ) |
সবার |
সঠিক উত্তর: (ক)
|
১০৯. |
অগ্রাধিকার শেয়ার কোন শেয়ারের রূপান্তরযোগ্য? |
|
Ο ক) |
সাধারণ শেয়ারে |
|
Ο খ) |
রাইট শেয়ারে |
|
Ο গ) |
বিলম্বিত শেয়ারে |
|
Ο ঘ) |
বোনাস শেয়ারে |
সঠিক উত্তর: (ক)
|
১১০. |
কোম্পানির অবসায়নের সময় সম্পদের ওপর কাদের মালিকানার দাবি সবার আগে পূরণ করা হয়? |
|
Ο ক) |
বন্ড |
|
Ο খ) |
ঋনপত্র |
|
Ο গ) |
সাধারণ শেয়ার |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
১১১. |
স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণীতে ভাগ করা যায়? |
|
Ο ক) |
২ ভাগে |
|
Ο খ) |
৩ ভাগে |
|
Ο গ) |
৪ ভাগে |
|
Ο ঘ) |
৫ ভাগে |
সঠিক উত্তর: (ঘ)
|
১১২. |
কোম্পানির অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের- i প্রাপ্য ব্যয় ii প্রাপ্য আয় iii প্রাপ্য অংশ নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i |
|
Ο খ) |
ii |
|
Ο গ) |
iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
১১৩. |
প্রতি বছর আয়ের কম অংশ লভ্যাংশ দেওয়া হয় কোন নীতিতে? |
|
Ο ক) |
স্থিতিশীল লভ্যাংশ নীতিতে |
|
Ο খ) |
অনুপাত লভ্যাংশ নীতিতে |
|
Ο গ) |
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিতে |
|
Ο ঘ) |
স্টক লভ্যাংশ নীতিতে |
সঠিক উত্তর: (খ)
|
১১৪. |
কোম্পানি লভ্যাংশ দিত পারে যে উপায়ে তা হল- i নগদ লভ্যাংশ ii সীমত লভ্যাংশ iii বোনাস লভ্যাংশ নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
১১৫. |
কখন সম্পত্তি বিক্রি করে শেয়ার মালিকদের দাবি মেটানো হয়? |
|
Ο ক) |
কোম্পানি লভ্যাংশ অর্জন করলে |
|
Ο খ) |
কোম্পানি অবসায়নকালে |
|
Ο গ) |
কোম্পানির আয়-ব্যয় সমান হলে |
|
Ο ঘ) |
কাঙ্ক্ষিত মুনাফার পরিমাণ কম হলে |
সঠিক উত্তর: (খ)
|
১১৬. |
কোম্পানির ঋণদাতা হিসেবে গণ্য হয় কারা? |
|
Ο ক) |
সাধারণ শেয়ারহোল্ডার |
|
Ο খ) |
বন্ড মালিকরা |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা |
|
Ο ঘ) |
বোনাস শেয়ারের মালিকরা |
সঠিক উত্তর: (খ)
|
১১৭. |
বিনিয়োগের হাতিয়ার হিসেবে সাধারণ শেয়ারের সুবিধা হল- i অধিক আয় ii উচ্চ ঝুঁকি iii সীমাবদ্ধ দায় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
১১৮. |
যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের নিকট থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে কী বলে? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (খ)
|
১১৯. |
কোম্পানি মুনাফা বন্টনের সময় সবার শেষে কাদের মুনাফা দেয়? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
বন্ড মালিকদের |
|
Ο গ) |
সাধারণ শেয়ার |
|
Ο ঘ) |
ঋণপত্র শেয়ার |
সঠিক উত্তর: (গ)
|
১২০. |
বিনিয়োগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত কোনটি? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বন্ড |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ক)
|
১২১. |
কোনো কোম্পানি প্রথমবারের মতো বাজারে শেয়ার বিক্রি করলে সে প্রস্তাবকে কী বলে? |
|
Ο ক) |
প্রাথমিক প্রস্তাব |
|
Ο খ) |
প্রথম প্রস্তাব |
|
Ο গ) |
মাধ্যমিক প্রস্তাব |
|
Ο ঘ) |
নতুন প্রস্তাব |
সঠিক উত্তর: (খ)
|
১২২. |
শেয়ার এবং বন্ডে ভিন্নতা রয়েছে- i প্রত্যাশিত আয়ে ii ঝুঁকিতে iii সুদের হারে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১২৩. |
নিয়ন্ত্রণকে বন্ডের কী হিসেবে আখ্যায়িত করা হয়? |
|
Ο ক) |
সুবিধা |
|
Ο খ) |
অসুবিধা |
|
Ο গ) |
বৈশিষ্ট্য |
|
Ο ঘ) |
স্বকীয়তা |
সঠিক উত্তর: (খ)
|
১২৪. |
বিনিয়োগের হাতিয়ার হিসেবে ডিবেঞ্চারের- i� আয় নির্দিষ্ট ii� মেয়াদ নির্দিষ্ট iii� ঝুঁকি অপরিমেয় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১২৫. |
বন্ড মালিকদের দাবি অগ্রহণ্য মনে করা হয়- i সাধারণ শেয়ার মালিকদের চেয়ে ii ডিবেঞ্চার মালিকদের চেয়ে iii অগ্রাধিকার শেয়ার মালিকদের চেয়ে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
i ও iii |
|
Ο গ) |
ii ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
১২৬. |
স্টক এক্সচেঞ্চের কাজ- i তহবিল সংস্থানে সাহায্য করা ii শেয়ার ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা iii বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i |
|
Ο খ) |
ii |
|
Ο গ) |
i ও ii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১২৭. |
শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির কী হিসেবে গণ্য হয়? |
|
Ο ক) |
মুনাফা |
|
Ο খ) |
লোকসান |
|
Ο গ) |
সম্পত্তি |
|
Ο ঘ) |
দলিলপত্র |
সঠিক উত্তর: (ক)
|
১২৮. |
লাভের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সেই অংশকে বলে? |
|
Ο ক) |
সুদ |
|
Ο খ) |
লভ্যাংশ |
|
Ο গ) |
মুনাফা |
|
Ο ঘ) |
জামানত |
সঠিক উত্তর: (খ)
|
১২৯. |
�কখন বিনিয়োগকারীকে বিনিয়োগ হাতিয়ারের দিক সম্পর্কে জানতে হবে? |
|
Ο ক) |
বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে |
|
Ο খ) |
বিনিয়োগের নিরাপত্তা পাওয়ার পূর্বে |
|
Ο গ) |
বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে |
|
Ο ঘ) |
বিনিয়োগের নিরাপত্তা পাওয়ার পরে |
সঠিক উত্তর: (ক)
|
১৩০. |
লভ্যাংশ প্রদানের জন্যে সুনির্দিষ্ট দিক-নির্দেশনাকে কী বলে? |
|
Ο ক) |
লভ্যাংশ রীতি |
|
Ο খ) |
লভ্যাংশ সিদ্ধান্ত |
|
Ο গ) |
মুনাফা নীতি |
|
Ο ঘ) |
লভ্যাংশ নীতি |
সঠিক উত্তর: (ঘ)
|
১৩১. |
জামানতবিহীন বন্ড কোনটি? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
অগ্রাধিকার |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ঘ)
|
১৩২. |
কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
শেয়ার |
|
Ο গ) |
ডিবেঞ্চার |
|
Ο ঘ) |
বন্ড |
সঠিক উত্তর: (খ)
|
১৩৩. |
কোন মেয়ার মালিকরা কোম্পানির সম্পত্তির ওপর আইনগত অধিকার পায়? |
|
Ο ক) |
বিলম্বিত দাবিযুক্ত শেয়ার |
|
Ο খ) |
অংশগ্রহণবিহীন অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
সাধারণ শেয়ার |
|
Ο ঘ) |
আংশিক অংশগ্রহণ অগ্রাধিকার শেয়ার |
সঠিক উত্তর: (গ)
|
১৩৪. |
অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি? |
|
Ο ক) |
মুনাফার ওপর অগ্রাধিকার |
|
Ο খ) |
সীমাবদ্ধ দায় |
|
Ο গ) |
সীমিত আয় |
|
Ο ঘ) |
নির্দিষ্ট হারে আয় |
সঠিক উত্তর: (গ)
|
১৩৫. |
বন্ডে বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে- i স্থায়ী সম্পত্তি ii দলিলপত্র iii সোনা-গহনা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৩৬. |
তরল সম্পদ হিবেবে সমাদৃত- i প্রাইজবন্ড ii শেয়ার iii বন্ড নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
|
১৩৭. |
দেশের অধিকাংশ কোম্পানি মূলধনের সংস্থান করে কোথা থেকে? |
|
Ο ক) |
ব্যাংক থেকে |
|
Ο খ) |
নিজস্ব তহবিল থেকে |
|
Ο গ) |
আত্মীয়স্বজন থেকে |
|
Ο ঘ) |
অলাভজনক প্রতিষ্ঠান থেকে |
সঠিক উত্তর: (ক)
|
১৩৮. |
তিতাস লি. –এর বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দেখে লিমা তা কেনার আবদন করেছেন । লিমা কোন বাজার থেকে শেয়ার কিনতে চাচ্ছেন? |
|
Ο ক) |
মাধ্যমিক বাজার |
|
Ο খ) |
অর্থ বাজার |
|
Ο গ) |
প্রাথমিক বাজার |
|
Ο ঘ) |
বিনিয়োগ বাজার |
সঠিক উত্তর: (গ)
|
১৩৯. |
কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের কী দেওয়া হয়? |
|
Ο ক) |
লাভ |
|
Ο খ) |
সুদ |
|
Ο গ) |
মুনাফা |
|
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
১৪০. |
সহজে হস্তান্তরযোগ্য শেয়ার কোনটি? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο খ) |
সাধারণ শেয়ার |
|
Ο গ) |
বোনাস শেয়ার |
|
Ο ঘ) |
অধিকারযোগ্য শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
১৪১. |
ডিবেঞ্চারের অসুবিধা হলো- i জামানতহীনতা ii নিয়ন্ত্রণ iii নির্দিষ্ট সময় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৪২. |
বন্ডের পরিপকৃতার তারিখে বিনিয়োগকারী বন্ডের কোন মূল্য ফেরত পায়? |
|
Ο ক) |
বাজারমূল্য |
|
Ο খ) |
অতীতমূল্য |
|
Ο গ) |
ভবিষ্যৎমূল্য |
|
Ο ঘ) |
সমাপনীমূল্য |
সঠিক উত্তর: (ক)
|
১৪৩. |
স্টক লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি হলো- i স্টক লভ্যাংশ নগদে দেয়া হয় না ii স্টক লভ্যাংশ দেয়া বাধ্যতামূলক iii স্টক লভ্যাংশ দেয়া হলে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
i ও iii |
|
Ο গ) |
ii ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
১৪৪. |
সাধারণ শেয়ার বিনিয়োগকারীর আইনগত অধিকার থাকে- i মালিক হিসেবে ii অর্জিত লাভের ওপর iii সম্পত্তির ওপর নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৪৫. |
ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক হলো- i DSE General Index ii DSE 20 Index iii DSI 20 Index নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
|
১৪৬. |
ডিবেঞ্চারকে ঝুঁকিপূর্ণ খাত বলা হয় কেন? |
|
Ο ক) |
জামানত না থাকায় |
|
Ο খ) |
জামানত থাকায় |
|
Ο গ) |
সুদের হার বেশি হওয়ায় |
|
Ο ঘ) |
লভ্যাংশের পরিমাণ কম হওয়ায় |
সঠিক উত্তর: (ক)
|
১৪৭. |
কোনটি শেয়ার বাজারের উদ্দেশ্য? |
|
Ο ক) |
বাজারের পরিবেশকে সুন্দর ও উন্নত রাখা |
|
Ο খ) |
আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা |
|
Ο গ) |
স্বল্প পুঁজির আয়ের খাত সৃষ্টি করা |
|
Ο ঘ) |
শিল্প বিকাশে সহায়তা প্রদান করা |
সঠিক উত্তর: (ক)
|
১৪৮. |
বিনিয়োগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত কোনটি? |
|
Ο ক) |
সাধারণ শেয়া্র |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বন্ড |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ক)
|
১৪৯. |
শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ কীরূপ? |
|
Ο ক) |
ফেরতযোগ্য |
|
Ο খ) |
অফেরতযোগ্য |
|
Ο গ) |
নবায়নযোগ্য |
|
Ο ঘ) |
অনবায়ানযোগ্য |
সঠিক উত্তর: (খ)
|
১৫০. |
শেয়ারের গামের সাথে সূচকের সম্পর্ক কীরূপ? |
|
Ο ক) |
সমমুখী |
|
Ο খ) |
বিপরীতমুখী |
|
Ο গ) |
শূন্য |
|
Ο ঘ) |
অসীম |
সঠিক উত্তর: (ক)
|
১৫১. |
শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে বিবেচনা করতে হয়- i ইপিএস ii ব্যবসায়ের ধরন iii এনএভি নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৫২. |
কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি শেয়ার মালিকদের সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বন্ড |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ক)
|
১৫৩. |
সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে? |
|
Ο ক) |
বিনিয়োগকৃত অর্থের |
|
Ο খ) |
মোট শেয়ারের |
|
Ο গ) |
মোট সম্পত্তির |
|
Ο ঘ) |
মোট দায়ের |
সঠিক উত্তর: (ক)
|
১৫৪. |
বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে- i স্থায়ী সম্পত্তি ii দলিলপত্রাদি iii নগদ টাকা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৫৫. |
কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ সবার শেষে কোন মালিক পায়? |
|
Ο ক) |
বন্ড |
|
Ο খ) |
ঋনপত্র |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার মালিক |
|
Ο ঘ) |
সাধারণ শেয়ার মালিক |
সঠিক উত্তর: (ঘ)
|
১৫৬. |
সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য- i হস্তান্তরযোগ্য ii সীমাবদ্ধ দায় iii নির্দিষ্ট হারে আয় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৫৭. |
বন্ডের সুদের হার কীরূপ? |
|
Ο ক) |
অপরিবর্তনশীল |
|
Ο খ) |
ঝুঁকিপূর্ণ |
|
Ο গ) |
পরিবর্তমানশীল |
|
Ο ঘ) |
নিশ্চিত |
সঠিক উত্তর: (গ)
|
১৫৮. |
কোম্পানির ভোটাধিকার পায় কে? |
|
Ο ক) |
বন্ডের মালিক |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ারের মালিক |
|
Ο গ) |
সাধারণ শেয়ারের মালিক |
|
Ο ঘ) |
ডিবেঞ্চারের মালিক |
সঠিক উত্তর: (গ)
|
১৫৯. |
কোম্পানি পরিচালনায় কাদের অধিকার থাকে না? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার মালিক |
|
Ο খ) |
বন্ড মালিক |
|
Ο গ) |
ডিবেঞ্চার মালিক |
|
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
|
১৬০. |
কোম্পানি অধিক আয় করলে কার প্রাপ্ত আয় বৃদ্ধি পাবে? |
|
Ο ক) |
সরকারের |
|
Ο খ) |
বিনিয়োগকারীর |
|
Ο গ) |
পরিচালকের |
|
Ο ঘ) |
তলবকারীর |
সঠিক উত্তর: (খ)
|
১৬১. |
লভ্যাংশ নীতি কত প্রকার? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
|
১৬২. |
মাহবুব সাহেব ‘সানি লি’ –এর নির্দিষ্ট সংখ্যা ডিবেঞ্চারের মালিক। কোম্পানিটি অবসায়নের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ‘সানি লি.’ মাহবুব সাহেবের পাওনা পরিশোধ করবে কখন? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর |
|
Ο খ) |
বন্ড মালিকদের পাওনা পরিশোধের পর |
|
Ο গ) |
সাধারণ শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর |
|
Ο ঘ) |
কোম্পানির পরিচালকদের পাওনা পরিশোধের পর |
সঠিক উত্তর: (খ)
|
১৬৩. |
কোম্পানির জন্য শেয়ারহোল্ডারদের� লভ্যাংশ প্রদান করা- |
|
Ο ক) |
বাধ্যতামূলক |
|
Ο খ) |
বাধ্যতামূলক নয় |
|
Ο গ) |
নির্ধারিত |
|
Ο ঘ) |
স্থির |
সঠিক উত্তর: (খ)
|
১৬৪. |
প্রত্যেকটি বিনিয়োগ� উৎসের কী রয়েছে? |
|
Ο ক) |
নিজস্ব স্বকীয়তা |
|
Ο খ) |
পারস্পরিক পরিপূরকতা |
|
Ο গ) |
নিজস্ব অপূর্ণতা |
|
Ο ঘ) |
পারস্পরিক পরিবর্তকতা |
সঠিক উত্তর: (ক)
|
১৬৫. |
শেয়ার ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত? |
|
Ο ক) |
সিকিউরিটি এক্সচেঞ্জ |
|
Ο খ) |
স্টক এক্সচেঞ্জ |
|
Ο গ) |
স্টক কমিশন |
|
Ο ঘ) |
স্টক ইন্সটিটউশন |
সঠিক উত্তর: (খ)
|
১৬৬. |
বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী? |
|
Ο ক) |
ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে |
|
Ο খ) |
ঋণ মূলধনের ব্যয় অধিক বলে |
|
Ο গ) |
অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে |
|
Ο ঘ) |
কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে |
সঠিক উত্তর: (খ)
|
১৬৭. |
মূলধন খাটানোর উৎস- i� শেয়ার ii� বন্ড iii� ডিবেঞ্চার নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৬৮. |
যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে সেই বাজারকে বলে- |
|
Ο ক) |
প্রাথমিক বাজার |
|
Ο খ) |
Initial Market |
|
Ο গ) |
Secondary Market |
|
Ο ঘ) |
তৃতীয় বাজার |
সঠিক উত্তর: (গ)
|
১৬৯. |
শেয়ার বাজারের সূচক হলো কীরূপ? |
|
Ο ক) |
ধ্রুবক |
|
Ο খ) |
অপরিবর্তনীয় |
|
Ο গ) |
পরিবর্তনশীল |
|
Ο ঘ) |
স্থিতিশীল |
সঠিক উত্তর: (গ)
|
১৭০. |
কোম্পানি কর্তৃক ইস্যু করা হয়- i সাধারণ শেয়ার ii অগ্রাধিকার শেয়ার iii বন্ড এবং ডিবেঞ্চার নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
iও iii |
|
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৭১. |
শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত- i� বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ii� আর্থিক তথ্যাদি বিশ্লেষণ করে iii� গুজবের মাধ্যমে তথ্য পেয়ে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৭২. |
বন্ডের সুবিধা হলো- i সুদের হার নির্দিষ্ট ii ঝুঁকি কম iii শেয়ারে রূপান্তর যোগ্য নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৭৩. |
শেয়ার দাম বাড়লে- i� সূচক বাড়ে ii� লভ্যাংশ বাড়ে iii� মেয়াদ কমে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৭৪. |
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চে কতটি সূচক ব্যবহার করা হয়? |
|
Ο ক) |
২ |
|
Ο খ) |
৩ |
|
Ο গ) |
৪ |
|
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
|
১৭৫. |
স্টক এক্সচেঞ্চকে মাধ্যমিক বাজার বলা হয় কেন? |
|
Ο ক) |
এখানে মধ্যমেয়াদি শেয়ার ক্রয় –বিক্রয় করা হয় বলে |
|
Ο খ) |
এখানে জবাররা শেয়ার ক্রয়-বিক্রয় করে বলে |
|
Ο গ) |
এখানে সদস্যরাই শুধু শেয়ার কেনা-বেচায় অংশগ্রহণ করে বলে |
|
Ο ঘ) |
প্রাথমিক বাজারের শেয়ার-সিকিউরিটি পরবর্তী সময়ে এখানে ক্রয়-বিক্রয় হয় বলে |
সঠিক উত্তর: (ঘ)
|
১৭৬. |
সাধারণ শেয়ার রূপান্তর করা যায় কোনটিকে? |
|
Ο ক) |
বিলম্বিত শেয়ার |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο গ) |
বাজেয়াপ্ত শেয়ার |
|
Ο ঘ) |
বন্ড ও ঋণপত্র |
সঠিক উত্তর: (খ)
|
১৭৭. |
জনাব তামজিদ শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী। এজন্য বিনিয়োগের পূর্বে তাকে কী করতে হবে? |
|
Ο ক) |
কোম্পানি হতে বিনিয়োগের ফরম সংগ্রহ করতে হবে |
|
Ο খ) |
কোম্পানির নীতিমালা সংগ্রহ করতে হবে |
|
Ο গ) |
কোম্পানির আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে |
|
Ο ঘ) |
কোম্পানির নীতিমালা অনুসরণ করতে হবে |
সঠিক উত্তর: (গ)
|
১৭৮. |
কোম্পানি অতিরিক্ত মুনাফা করলে কারা এর অংশ পায়? |
|
Ο ক) |
অগ্রাধিকার শেয়ার মালিক |
|
Ο খ) |
বন্ড মালিক |
|
Ο গ) |
সাধারণ শেয়ার মালিক |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার মালিক |
সঠিক উত্তর: (গ)
|
১৭৯. |
সাধারণ শেয়ারের সুবিধা হলো- i অধিক আয় ii সীমাবদ্ধ দায় iii তারল্য সম্পদে পরিণত করা যায় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৮০. |
সাধারণ শেয়ার মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণের কীরূপ ক্ষমতা পায়? |
|
Ο ক) |
আংশিক ক্ষমতা |
|
Ο খ) |
পূর্ণ ক্ষমতা |
|
Ο গ) |
ঝুঁকি নিরসনের |
|
Ο ঘ) |
মেয়াদকালীন কিছু ক্ষমতা |
সঠিক উত্তর: (খ)
|
১৮১. |
ডিবেঞার হতে প্রাপ্ত আয় কীরূপ? |
|
Ο ক) |
নিয়মিত |
|
Ο খ) |
অনিয়মিত |
|
Ο গ) |
মাঝে মাঝে আয় হয় না |
|
Ο ঘ) |
মাঝে মাঝে আয় হয় |
সঠিক উত্তর: (ক)
|
১৮২. |
সাধারন শেয়ার বিনিয়োগকারীকে কী দেয়? |
|
Ο ক) |
কোম্পানির মালিকানা |
|
Ο খ) |
কোম্পানির মুনাফা |
|
Ο গ) |
কোম্পানির মূলধন |
|
Ο ঘ) |
কোম্পানি বিক্রয়ের অধিকার |
সঠিক উত্তর: (ক)
|
১৮৩. |
সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের হার- |
|
Ο ক) |
নির্ধারিত |
|
Ο খ) |
অনির্ধারিত |
|
Ο গ) |
স্থির |
|
Ο ঘ) |
একই |
সঠিক উত্তর: (খ)
|
১৮৪. |
লাভ ও মুনাফার একটি অংশ সংরক্ষিত থাকে- i ভবিষ্যতে ভোগের জন্যে ii ভবিষ্যতে বিনিয়োগের জন্যে iii ভবিষ্যতে অর্থায়নের জন্যে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
১৮৫. |
যে আর্থিক সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা হয় তাকে� কী বলে? |
|
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
|
Ο খ) |
শেয়ার বাজার |
|
Ο গ) |
ব্যবসায়ের অর্থাসংস্থান |
|
Ο ঘ) |
প্রাইভেট কোম্পানি |
সঠিক উত্তর: (খ)
|
১৮৬. |
পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত� মালিক কারা? |
|
Ο ক) |
যারা মূলধন যোগাড় করে |
|
Ο খ) |
যারা কার্য পরিচালনা করে |
|
Ο গ) |
যারা শেয়ার ক্রয় করে |
|
Ο ঘ) |
যারা নীতিমালা প্রদান করে |
সঠিক উত্তর: (গ)
|
১৮৭. |
নগদ টাকায় পরিশোধকৃত লভ্যাংশকে বলে- |
|
Ο ক) |
নগদ লভ্যাংশ |
|
Ο খ) |
স্টক লভ্যাংশ |
|
Ο গ) |
সুদ লভ্যাংশ |
|
Ο ঘ) |
মুনাফা লভ্যাংশ |
সঠিক উত্তর: (ক)
|
১৮৮. |
কী হিসেবে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? |
|
Ο ক) |
সরকারের আয়ের উৎস |
|
Ο খ) |
মূলধন সংগ্রহের বাজার |
|
Ο গ) |
বিনিয়োগের হাতিয়ার |
|
Ο ঘ) |
তারল্য সম্পদের উৎস |
সঠিক উত্তর: (খ)
|
১৮৯. |
বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে- i স্থায়ী সম্পত্তি ii দলিলপত্র iii সোনা-গহনা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৯০. |
শেয়ার বিনিয়োগকারীর ঝুঁকি কীরূপ? |
|
Ο ক) |
বিনিয়োগকৃত অর্থের অধিক |
|
Ο খ) |
বিনিয়োগকৃত অর্থের সমতূল্য |
|
Ο গ) |
বিনিয়োগকৃত অর্থের কম |
|
Ο ঘ) |
সহজে হস্তান্তরযোগ্য |
সঠিক উত্তর: (খ)
|
১৯১. |
কোন নীতি অনুসারে কোম্পানিসমূহ আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে? |
|
Ο ক) |
নগদ লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
স্টক লভ্যাংশ নীতি |
|
Ο গ) |
লভ্যাংশ প্রধান অনুপাত নীতি |
|
Ο ঘ) |
স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি |
সঠিক উত্তর: (গ)
|
১৯২. |
শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হয়- i শেয়ার প্রতি আয় ii ব্যবসায়ের ধরন iii নিট ব্যবস্থাপনা নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৯৩. |
জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়- i সরকারের অনুমতি নিয়ে ii ন্যূনতম মূলধন সংগ্রহের পর iii সংবাদপত্রে বিবরণ ছাপিয়ে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
iও iii |
|
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৯৪. |
বুঝেশুণে বিনিয়োগ না করলে- i ঝুঁকি বেড়ে যায় ii ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে iii লাভের পমিাণ বাড়ে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
১৯৫. |
কোম্পানি তার অর্জিত আয়- i ভবিষ্যৎ অর্থায়নের জন্য সংরক্ষিত করে ii শেয়ার মালিকদের বন্টন করে iii বন্ডের মালিকদের বন্টন করে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
১৯৬. |
নির্দিষ্ট আয় প্রত্যাশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম? |
|
Ο ক) |
অনাঙ্কিক শেয়ার |
|
Ο খ) |
বোনাস শেয়ার |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
সাধারণ শেয়ার |
সঠিক উত্তর: (গ)
|
১৯৭. |
�কার অনুমতি সাপেক্ষে কোম্পানি ন্যূনতম মূলধন সংগ্রহ করে? |
|
Ο ক) |
সরকারের |
|
Ο খ) |
মন্ত্রিপরিষদের |
|
Ο গ) |
ডিবেঞ্চারের ক্ষেত্রে |
|
Ο ঘ) |
আইন প্রয়োগকারী সংস্থার |
সঠিক উত্তর: (ক)
|
১৯৮. |
যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থাপন করে তাকে কী বলে? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বোনাস শেয়ার |
|
Ο গ) |
ডিবেঞ্চার |
|
Ο ঘ) |
বন্ড |
সঠিক উত্তর: (ঘ)
|
১৯৯. |
ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত সূচক হল- i সকল শেয়ার মূল্য সূচক ii সিএসসি সাধারণ সূচক iii ডিএসই ২০ সূচক নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (গ)
|
২০০. |
যেকোনো দেশের অর্থনীতিতে মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? |
|
Ο ক) |
বন্ড |
|
Ο খ) |
ডিবেঞ্চার |
|
Ο গ) |
স্টক এক্সচেঞ্চ |
|
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (ঘ)
|
২০১. |
শেয়ার বাজারে কেন সূচক ব্যবহার করা হয়? |
|
Ο ক) |
বাজারের মোট কোম্পানির সংখ্যা জানার জন্যে |
|
Ο খ) |
বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্যে |
|
Ο গ) |
বাজারে কোম্পানির আর্থিক অবস্থা বোঝার জন্যে |
|
Ο ঘ) |
বাজারে কোম্পানির ব্যবসায়ের ধরন সম্পর্কে জানার জন্যে |
সঠিক উত্তর: (খ)
|
২০২. |
মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় সে অংশকে কী বলে? |
|
Ο ক) |
সম্পত্তি |
|
Ο খ) |
দলিলপত্র |
|
Ο গ) |
লভ্যাংশ |
|
Ο ঘ) |
সুনাম |
সঠিক উত্তর: (গ)
|
২০৩. |
পারিজাত লি. ২০১২ সালে ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শান্তার ঐ কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০ শেয়ার রয়েছে। সে কত টাকা লভ্যাংশ পাবে? |
|
Ο ক) |
১,০০০ টাকা |
|
Ο খ) |
১,৫০০ টাকা |
|
Ο গ) |
১৫,০০০ টাকা |
|
Ο ঘ) |
১,৫০,০০০ টাকা |
সঠিক উত্তর: (গ)
|
২০৪. |
বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে? |
|
Ο ক) |
সেকেন্ডারি বাজার |
|
Ο খ) |
প্রাথমিক বাজার |
|
Ο গ) |
প্রথম বাজার |
|
Ο ঘ) |
স্টক বাজার |
সঠিক উত্তর: (ক)
|
২০৫. |
শেয়ারহোল্ডারদের সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন? |
|
Ο ক) |
ফেরতযোগ্য |
|
Ο খ) |
রূপান্তরযোগ্য |
|
Ο গ) |
অরূপান্তরযোগ্য |
|
Ο ঘ) |
অফেরতযোগ্য |
সঠিক উত্তর: (ঘ)
|
২০৬. |
শেয়ার ক্রয় – বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত? |
|
Ο ক) |
সিকিউরিটি এক্সেচেঞ্চ |
|
Ο খ) |
স্টক এক্সচেঞ্চ |
|
Ο গ) |
স্টক কমিশন |
|
Ο ঘ) |
স্টক ইন্সটিটিউশন |
সঠিক উত্তর: (খ)
|
২০৭. |
সাধারণ শেয়ার বিনিয়োগকারীকে কোম্পানি দেয়- |
|
Ο ক) |
নির্দিষ্ট হারে সুদ |
|
Ο খ) |
নির্দিষ্ট হারে লভ্যাংশ |
|
Ο গ) |
নির্দিষ্ট হারে মুনাফা |
|
Ο ঘ) |
মালিকানা |
সঠিক উত্তর: (ঘ)
|
২০৮. |
�কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত- i শিল্পখাত সম্পর্কে ii অর্থনৈতিক অবস্থা সম্পর্কে iii বাজার দর সম্পর্কে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
২০৯. |
ঋণপত্র মালিকদের দাবি কখন পূরণ করা হয়? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার মালিকদের পরে |
|
Ο খ) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে |
|
Ο ঘ) |
বন্ড মালিকদের পূর্বে |
সঠিক উত্তর: (গ)
|
২১০. |
কোনটি হতে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়? |
|
Ο ক) |
বন্ড |
|
Ο খ) |
সাধারণ শেয়ার |
|
Ο গ) |
ডিবেঞ্চার |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ার |
সঠিক উত্তর: (খ)
|
২১১. |
কোন সুযোগ ব্যবহার করে বিনিয়োগকারী সাধারণ শেয়ারের মালিক হতে পারেন? |
|
Ο ক) |
প্রাইজবন্ড রূপান্তর |
|
Ο খ) |
সঞ্চয়পত্র রূপান্তর |
|
Ο গ) |
গিবেঞ্চার রূপান্তর |
|
Ο ঘ) |
অগ্রাধিকার শেয়ার রূপান্তর |
সঠিক উত্তর: (ঘ)
|
২১২. |
কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণা করলে কী হয়? |
|
Ο ক) |
শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় |
|
Ο খ) |
শেয়ারের সংখ্যা হ্রাস পায় |
|
Ο গ) |
শেয়ারের সংখ্যা স্থির থাকে |
|
Ο ঘ) |
শেয়ারের মূল্য বৃদ্ধি পায় |
সঠিক উত্তর: (ঘ)
|
২১৩. |
কোন প্রতিষ্ঠান সাধারণ জনহণ থেকে কোম্পানিকে তহবিল সংগ্রহে সাহা্য্য করে? |
|
Ο ক) |
স্টক এক্সচেঞ্চ |
|
Ο খ) |
SEC |
|
Ο গ) |
অর্থ মন্ত্রণালয় |
|
Ο ঘ) |
বাণিজ্য মন্ত্রণালয় |
সঠিক উত্তর: (ক)
|
২১৪. |
বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ারের কোনটি থাকা আবশ্যক? |
|
Ο ক) |
নিজস্ব স্বকীয়তা |
|
Ο খ) |
নির্দিষ্ট আওতা |
|
Ο গ) |
নির্দিষ্ট আয় |
|
Ο ঘ) |
নিজস্ব চুক্তি |
সঠিক উত্তর: (ক)
|
২১৫. |
বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীর- i আয়ের ভিন্নতা রয়েছে ii ঝুঁকির ভিন্নতা রয়েছে iii ব্যয়ের ভিন্নতা রয়েছে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
২১৬. |
স্টক লভ্যাংশে কী হারে লভ্যাংশ� দেওয়া হয়? |
|
Ο ক) |
সমানুপাতিক হারে |
|
Ο খ) |
নির্দিষ্ট হারে |
|
Ο গ) |
আনুপাতিক হারে |
|
Ο ঘ) |
আনুভূমিক হারে |
সঠিক উত্তর: (গ)
|
২১৭. |
অগ্রাধিকার শেয়ার মালিকরা অবস্থান করছে- i সাধারণ শেয়ার মালিকদের মাঝামাঝিতে ii বন্ড মালিকদের মাঝামাঝিতে iii ঋণপত্রের মালিকদের মাঝামাঝিতে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
২১৮. |
কোন শেয়ারে বিনিয়োগ� সবচেয়ে ঝুঁকিপূর্ণ? |
|
Ο ক) |
সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের |
|
Ο খ) |
সাধারণ শেয়ারের |
|
Ο গ) |
অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের |
|
Ο ঘ) |
রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ারের |
সঠিক উত্তর: (খ)
|
২১৯. |
কোম্পানির অবসায়ন কালে কাদের দাবি সবার শেষে মেটানো হয়? |
|
Ο ক) |
দেনাদার |
|
Ο খ) |
সাধারণ শেয়ারহোল্ডার |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ারহোল্ডার |
|
Ο ঘ) |
বন্ড মালিক |
সঠিক উত্তর: (খ)
|
২২০. |
কোনটি বিনিয়াগের উৎস হিসেবে ব্যবহৃত হয়? |
|
Ο ক) |
বিনিয়োগের হাতিয়ারসমূহ |
|
Ο খ) |
বিনিয়োগের নীতিসমূহ |
|
Ο গ) |
বিনিয়োগের স্বার্থসমূহ |
|
Ο ঘ) |
বিনিয়োগের কার্জ প্রক্রিয়াসমূহ |
সঠিক উত্তর: (ক)
|
২২১. |
কোন ধরনের শেয়ার মালিকের ভোটাধিকার থাকে? |
|
Ο ক) |
সাধারণ শেয়ার |
|
Ο খ) |
বন্ড |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
ডিবেঞ্চার |
সঠিক উত্তর: (ক)
|
২২২. |
অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশ গ্রহণ করতে অপরাগ কেন? |
|
Ο ক) |
তাদের ভোটধিকার নেই বলে |
|
Ο খ) |
তাদের সামর্থ্য নেই বলে |
|
Ο গ) |
তাদের যোগ্যতা নেই বলে |
|
Ο ঘ) |
তাদের ক্ষমতা নেই বলে |
সঠিক উত্তর: (ক)
|
২২৩. |
নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম? |
|
Ο ক) |
অনাঙ্কিক শেয়ার |
|
Ο খ) |
বোনাস শেয়ার |
|
Ο গ) |
অগ্রাধিকার শেয়ার |
|
Ο ঘ) |
সাধারণ শেয়ার |
সঠিক উত্তর: (গ)
|
২২৪. |
বাংলাদেশের স্টক এক্সচেঞ্চের বৈশিষ্ট্য হলো- i এখানে প্রত্যক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে ii এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠা- নামা করে iii এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয় নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
|
২২৫. |
অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে অপারগ কেন? |
|
Ο ক) |
তাদের ভোটাধিকার নেই বলে |
|
Ο খ) |
তাদের সামর্থ্য নেই বলে |
|
Ο গ) |
তাদের যোগ্যতা নেই বলে |
|
Ο ঘ) |
তাদের ক্ষমতা নেই বলে |
সঠিক উত্তর: (ক)
|
২২৬. |
কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রি হতে দাবি মেটানো হয়- i সকল দেনাদারদের ii অগ্রাধিকার শেয়ারমালিকদের iii সাধারণ শেয়ারমালিকদের নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
ii ও iii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
|
২২৭. |
বিনিয়োগ হাতিয়ার থেকে ভিন্ন থাকে বিনিয়োগকারীদের- i প্রত্যাশিত আয়ে ii অপ্রত্যাশিত আয়ে iii প্রত্যাশিত ঝুঁকিতে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i |
|
Ο খ) |
i ও ii |
|
Ο গ) |
i ও iii |
|
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
|
২২৮. |
যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে কী বলে? |
|
Ο ক) |
নগদ লভ্যাংশ |
|
Ο খ) |
বকেয়া লভ্যাংশ |
|
Ο গ) |
স্টক লভ্যাংশ |
|
Ο ঘ) |
বোনাস লভ্যাংশ |
সঠিক উত্তর: (গ)
|
২২৯. |
বন্ডের বিনিয়োগকারীরা লিখিত মূল্য ফেরত পায় কখন? |
|
Ο ক) |
পরিপক্বতার তারিখে |
|
Ο খ) |
যেকোনো তারিখে |
|
Ο গ) |
বছরের প্রথম দিনে |
|
Ο ঘ) |
বছরের মাঝামাঝি |
সঠিক উত্তর: (ক)
|
২৩০. |
সাধারণ শেয়ারহোল্ডারদের ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের- |
|
Ο ক) |
বেশি |
|
Ο খ) |
কম |
|
Ο গ) |
সমান |
|
Ο ঘ) |
শূণ্য অংশ |
সঠিক উত্তর: (খ)
|
২৩১. |
শেয়ারহোল্ডারগণ সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন? |
|
Ο ক) |
তারল্যের প্রয়োজনে |
|
Ο খ) |
সম্পত্তি বন্টনের প্রয়োজনে |
|
Ο গ) |
ঋণপত্রের প্রয়োজনে |
|
Ο ঘ) |
জামানত রাখার প্রয়োজনে |
সঠিক উত্তর: (ক)
|
২৩২. |
লভ্যাংশ প্রদানের জন্যে সুনির্দিষ্ট দিক-নির্দেনাকে কী বলে? |
|
Ο ক) |
লভ্যাংশ নীতি |
|
Ο খ) |
লভ্যাংশ সিদ্ধান্ত |
|
Ο গ) |
মুনাফ নীতি |
|
Ο ঘ) |
লভ্যাংশ রীতি |
সঠিক উত্তর: (ক)
|
২৩৩. |
বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্চের তালিকাভুক্ত শেয়ার গুলোকে বিভক্ত করা হয়েছে- i A,B,G শ্রেণিতে ii A,B,M শ্রেণিতে iii N,Z শ্রেণিতে নিচের কোনটি সঠিক? |
|
Ο ক) |
i ও ii |
|
Ο খ) |
i ও iii |
|
Ο গ) |
ii |
|
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
|
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * “স্কয়ার ফার্মা কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ারবাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানিটি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। |
|
২৩৪. |
স্কয়ার ফার্মার শেয়ার ব্যয়ের হার কত? |
|
Ο ক) |
১১.১% |
|
Ο খ) |
১৬.১৮% |
|
Ο গ) |
১২.২০% |
|
Ο ঘ) |
১৯.২১% |
সঠিক উত্তর: (গ)
|
২৩৫. |
স্কয়ার ফার্মার অগ্রাধিকার শেয়ার মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারবে না কেন? |
|
Ο ক) |
নির্দিষ্ট আয় বলে |
|
Ο খ) |
ঝুঁকি গ্রহণ করে না বলে |
|
Ο গ) |
শেয়ার রূপান্তরযোগ্য বলে |
|
Ο ঘ) |
ভোটাধিকার নেই বলে |
সঠিক উত্তর: (ঘ)
সৃজনশীল প্রশ্ন সপ্তম অধ্যায়এর
উত্তরমুছুন