NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ৬: মূলধন ব্যয়


এস.এস.সি    ||    ফিন্যান্স ও ব্যাংকিং
অধ্যায় - ৬: মূলধন ব্যয়


১.
সঠিক মূলধন খরচ নির্ণয়ের অভাবে-
i� কারবার ব্যর্থ হয়
ii� ঋণ পরিশোধে ব্যর্থ হয়
iii� ঋণ গ্রহণে ব্যর্থ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২.
রহমত আলী মহাজনের নিকট থেকে অর্থ ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল যার হিসাব নির্ণয়ে তাকে বেশ ঋামেলা পোহাতে হয়েছে। তার জন্য কোন উৎসটি উপযুক্ত?
Ο ক) 
ব্যাংক
Ο খ) 
আত্মীয়স্বজন হতে ধার
Ο গ) 
সম্পত্তি বন্ধক
Ο ঘ) 
সম্পত্তি বিক্রয়

  সঠিক উত্তর: (ক)

৩.
প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব কী থাকে?
Ο ক) 
মুনাফা
Ο খ) 
মূলধন ব্যয়
Ο গ) 
ঋণ
Ο ঘ) 
মূলধন আয়

  সঠিক উত্তর: (খ)

৪.
WACC –এর পূর্ণরূপ কী?
Ο ক) 
Weighted Average cost of Capital
Ο খ) 
Worry Accounting cost of Cash
Ο গ) 
Wage Accounting Commerceal at cost
Ο ঘ) 
Weighted Average capital of cost

  সঠিক উত্তর: (ক)

৫.
বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিলের ব্যয় বলতে কী বোঝায়?
Ο ক) 
মূলধন ব্যয়
Ο খ) 
তহবিলের উৎস
Ο গ) 
মূনাফার হার
Ο ঘ) 
মূলধন আয়

  সঠিক উত্তর: (ক)

৬.
কোম্পানির শেয়ারমালিকরা শেয়ার কেনে-
i� লভ্যাংশ প্রাপ্তির আশায়
ii� কোম্পানির অংশিদার হওয়ার আশায়
iii� শেয়ারের মূল্যবৃদ্ধির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও iii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭.
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত?
Ο ক) 
মূলধনি খরচ অপেক্ষা কম লাভজনক
Ο খ) 
মূলধনি খরচ অপেক্ষা কম লাভজনক
Ο গ) 
মূলধনি খরচ ও মুনাফা সমান
Ο ঘ) 
মাথাপিছু আয় ও জাতীয় আয় সমান

  সঠিক উত্তর: (ক)

৮.
মূলধন ব্যয়ের সামগ্রিক ব্যয়কে কী বলা হয়?
Ο ক) 
ভার আরোপিত গড় মূলধন ব্যয়
Ο খ) 
সামগ্রিক মূলধন ব্যয়
Ο গ) 
নিরূপিত মূলধন ব্যয়
Ο ঘ) 
মোট নিরূপিত মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (ক)

৯.
মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i� মূলধন কাঠামো নির্ধারণে
ii� প্রকল্প মূল্যায়নে
iii� মূলধনের উৎস নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
মুদি দোকানের ব্যবসায়ীকে অগ্রনী ব্যাংক ১০ লক্ষ টাকা ১৫% হারে ঋণ দিতে সম্মত হয়েছে। এক্ষেত্রে মুদি দোকানির ঋণ মূলধন ব্যয় কত হবে?
Ο ক) 
১০%
Ο খ) 
১২%
Ο গ) 
১৪%
Ο ঘ) 
১৫%

  সঠিক উত্তর: (ঘ)

১১.
মূলধন সংস্থানের কোন উৎসটির মূলধন ব্যয় নির্ণয় সবচেয়ে সহজ?
Ο ক) 
সাধারণ শেয়ার মূলধন
Ο খ) 
অগ্রাধিকার শেয়ার মূলধন
Ο গ) 
ঋণ মূলধন
Ο ঘ) 
সংরক্ষিত আয় মূলধন

  সঠিক উত্তর: (গ)

১২.
সাধারণ স্টকের ব্যয় নির্ধারনের ক্ষেত্রে ‘g ’ দ্বারা কী বোঝানো হয়?
Ο ক) 
জ্যামিতিক বৃদ্ধির হার
Ο খ) 
মুনাফা বৃদ্ধির হার
Ο গ) 
সুদ বৃদ্ধির হার
Ο ঘ) 
লভ্যাংশ বৃদ্ধির হার

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
কর – পূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করা প্রয়োজন হয় কেন?
Ο ক) 
কর হ্রাস করতে
Ο খ) 
কর মওকুব করতে
Ο গ) 
কর বুদ্ধি করতে
Ο ঘ) 
কর ফাঁকি দিতে

  সঠিক উত্তর: (ক)

১৪.
সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত কোনটি?
Ο ক) 
সঠিক মূলধনী খরচ
Ο খ) 
সঠিক মূলধনী আয়
Ο গ) 
সঠিক মূলধনী ক্ষতি
Ο ঘ) 
কাম্য মূলধনী মুনাফা

  সঠিক উত্তর: (ক)

১৫.
রহিম ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদের হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) 
১০%
Ο খ) 
১২%
Ο গ) 
১৫%
Ο ঘ) 
২০%

  সঠিক উত্তর: (গ)

১৬.
কোনটি প্রতিষ্ঠানের জন্য কর – পূর্ব মূলধন ব্যয়?
Ο ক) 
ঋণ মূলধন ব্যয়
Ο খ) 
ব্যবসায় পরিচালন ব্যয়
Ο গ) 
ব্যাংক জমতিরিক্ত সুদ
Ο ঘ) 
ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন

  সঠিক উত্তর: (ক)

১৭.
বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়?
Ο ক) 
পারিবারিক ব্যয় নির্বাহে
Ο খ) 
আর্থিক ব্যবস্থাপনায়
Ο গ) 
বিনিয়োগ বৃদ্ধিতে
Ο ঘ) 
কারখারার উৎপাদনে

  সঠিক উত্তর: (খ)

১৮.
যে কোম্পানির লভ্যাংশের হার প্রতি বছর সমান হারে বৃদ্ধি পায়, সে কোম্পানির ব্যয় নির্ণয়ে কোনটি প্রযোজ্য-
Ο ক) 
শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) 
স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) 
শূণ্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) 
শূণ্য ও স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি

  সঠিক উত্তর: (খ)

১৯.
কোন মূলধন কাঠামো গ্রহণ করা হয়?
Ο ক) 
যে মূলধন খরচ সর্বনিম্ন
Ο খ) 
যে মূলধন খরচ সর্বোচ্চ
Ο গ) 
যে মূলধন খরচ অসীম
Ο ঘ) 
যে মূলধন খরচ অফেরতযোগ্য

  সঠিক উত্তর: (ক)

২০.
একটি পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সাধারণত কতটি উৎসের শরণাপন্ন হয়?
Ο ক) 
২ টি
Ο খ) 
৩ টি
Ο গ) 
৪ টি
Ο ঘ) 
৫ টি

  সঠিক উত্তর: (ঘ)

২১.
কাম্য ঋণনীতি কী?
Ο ক) 
মূলধনের কত অংশ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়
Ο খ) 
মুলধনের কত অংশ নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হয়
Ο গ) 
মূলধনের কত অংশ তহবিল থেকে সংগ্রহ করা হয়
Ο ঘ) 
মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয়

  সঠিক উত্তর: (ঘ)

২২.
নিচের কোনটির প্রত্যক্ষ ব্যয় নেই?
Ο ক) 
সাধারণ স্টক
Ο খ) 
সংরক্ষিত আয়
Ο গ) 
অগ্রাধিকার স্টক
Ο ঘ) 
ঋণপত্র

  সঠিক উত্তর:

২৩.
মূলধনী ব্যয় অপেক্ষা বেশি লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
Ο ক) 
ব্যবসায় ব্যর্থ হওয়া
Ο খ) 
মুনাফা অর্জনের সম্ভাবনা
Ο গ) 
নিশ্চিত লোকসান
Ο ঘ) 
বৃহৎ আর্থিক ক্ষতি

  সঠিক উত্তর: (খ)

২৪.
শেয়ারের বর্তমান মূল্য ১৫০ টাকা এবং ঘোষিত লভ্যাংশ প্রতি শেয়ার ৮ টাকা কোম্পানি লভ্যাংশ বৃদ্ধির হার ১২% হলে। সাধারণ শেয়ারের মূলধন ব্যয়-
i� ১৫.৭৭%
ii ১৭.৫৩%
iii ১৭.৯৭%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫.
কোনটি বিবেচেনা করে বিনিয়োগ সিদ্ধান্ত কেমন হওয়া উচিত?
Ο ক) 
মূলধনি গঠন
Ο খ) 
বাজার গবেষণা
Ο গ) 
মূলধন খরচ
Ο ঘ) 
অর্থ পরিচালন খরচ

  সঠিক উত্তর: (গ)

২৬.
কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ হতে ন্যূনতম আয় কত অর্জন করতে হবে?
Ο ক) 
১০%
Ο খ) 
১৫%
Ο গ) 
২০%
Ο ঘ) 
২৫%

  সঠিক উত্তর: (গ)

২৭.
তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয়-
Ο ক) 
সমান
Ο খ) 
অসমান
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
অসীম

  সঠিক উত্তর: (খ)

২৮.
প্রতিটি তহবিল উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয় কেন?
Ο ক) 
উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο খ) 
বড় অঙ্কের বিনিয়োগ হওয়ায়
Ο গ) 
ব্যবসায়ের উৎপাদন ক্ষমতা হ্রস পাওয়ায়
Ο ঘ) 
নগদ প্রবাহ সমমূল্যের বিবেচিত হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

২৯.
মূলধন ব্যয় নির্ণয়ের কোন পদ্ধতিতে বিনিয়োগকারীকে প্রদত্ত সমপরিমাণ লভ্যাংশ বিবেচনার বাইরে থাকে?
Ο ক) 
স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο খ) 
স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο গ) 
শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
Ο ঘ) 
অপরিশোধযোগ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে

  সঠিক উত্তর: (ক)

৩০.
প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ দার থেকে সংগ্রহ করা হয় তা হল-
Ο ক) 
ঋণনীতি
Ο খ) 
কাম্য ঋণনীতি
Ο গ) 
মূলধন নীতি
Ο ঘ) 
কাম্য মূলধননীতি

  সঠিক উত্তর: (খ)

৩১.
সুযোগ ব্যয় ধারণা দ্বারা ব্যাখ্যা করা হয়-
i� সংরক্ষিত আয়ের ব্যয়
ii� অগ্রাদিকার শেয়ার ব্যয়
iii� ব্যাংক ঋণ মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয়ের সৃষ্টি হয়?
Ο ক) 
মালিকানা বন্টন না করলে
Ο খ) 
মুনাফা বন্টন না করলে
Ο গ) 
ঝুঁকি ব্ন্টন না করলে
Ο ঘ) 
পরিচালনাগত ক্ষমতা বন্টন না করলে

  সঠিক উত্তর: (খ)

৩৩.
মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়-
i� সর্বোচ্চ ঋণের সুবিধা
ii� কাম্য ঋণনীতি
iii� সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
ছোচ ব্যবসায় প্রতিষ্ঠান কোন উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে না?
Ο ক) 
মহাজন ঋণ
Ο খ) 
বন্ড বিক্রয়
Ο গ) 
ব্যাংক ঋন
Ο ঘ) 
আত্মীয়-স্বজনের কাছ থেকে

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কোন শেয়ারহোল্ডারদের প্রতি বছর লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) 
অগ্রাধিকা শেয়ার
Ο খ) 
সাধারণ শেয়ার
Ο গ) 
সংরক্ষিত আয়
Ο ঘ) 
ঋণপত্র বা বন্ড

  সঠিক উত্তর: (খ)

৩৬.
মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি কিসের ওপর ভিত্তি করে উদ্ভাবন করা হয়?
Ο ক) 
সুদ
Ο খ) 
অনুমান
Ο গ) 
লভ্যাংশ
Ο ঘ) 
মুনাফা

  সঠিক উত্তর: (খ)

৩৭.
প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ ঋণ করে সংগ্র করা হয় তাকে কী বলে?
Ο ক) 
কার্জের বিভক্তিকরণ
Ο খ) 
কাম্য আর্থিক নীতি
Ο গ) 
কাম্য রাজ্যস্ব নীতি
Ο ঘ) 
কাম্য ঋণ নীতি

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
কোনটিকে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) 
প্রাপ্ত লভ্যাংশ
Ο খ) 
প্রত্যাশিত ব্যয়
Ο গ) 
প্রত্যাশিত আয়
Ο ঘ) 
ঘাটতি আয়

  সঠিক উত্তর: (গ)

৩৯.
দীর্ঘমেয়াদি অর্থ সরবরাহকারীদের মধ্যে ভিন্নতা থাকে-
i� প্রত্যাশিত আয়ে
ii� ঝুঁকির বাস্তবায়নে
iii� প্রকল্প বাস্তবায়নে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয় কখন বাড়বে?
Ο ক) 
যখন বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ হবে
Ο খ) 
যখন বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ হবে
Ο গ) 
যখন বিনিয়োগ কোন ঝুঁকি থাকবে না
Ο ঘ) 
যখন বিনিয়োগ মূলধনের পর্জাপ্ততা থাকবে

  সঠিক উত্তর: (ক)

৪১.
মে ব্যয় ভবিষ্যতে পুনরুদ্ধারের সম্ভাবনা নেই তাকে কী বলা হয়?
Ο ক) 
পরোক্ষ ব্যয়
Ο খ) 
মূলধন ব্যয়
Ο গ) 
সুযোগ ব্যয়
Ο ঘ) 
প্রত্যক্ষ ব্যয়

  সঠিক উত্তর: (গ)

৪২.
বিভিন্ন অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয় সমান হয় না কেন?
Ο ক) 
বিনিয়োগ ঝুঁকিমুক্ত হওয়ায়
Ο খ) 
ঝুঁকির ধরনের ভিন্নতা
Ο গ) 
প্রত্যাশিত আয় সর্বদা সমান
Ο ঘ) 
মার্কেটিং পলিসির ভিন্নতা

  সঠিক উত্তর: (খ)

৪৩.
বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে-
i� বন্ড বিক্রির মাধ্যমে
ii� ঋণপত্র বিক্রির মাধ্যমে
iii� ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল। কারণ-
i� ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ
ii� কোম্পনির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা জঠিল
iii� ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কীসের সাথে সঙ্গতি রেখে শেয়ারের মূল্য পরিবর্তিত হয়?
Ο ক) 
করের হারের
Ο খ) 
লভ্যাংশের হারের
Ο গ) 
বিনিয়োগ তহবিলের
Ο ঘ) 
উত্তরণ ব্যয়ের

  সঠিক উত্তর: (খ)

৪৬.
ব্যাংক ঋণের ক্ষেত্রে ঋণের সুদের হার কে নির্ধারণ করে?
Ο ক) 
বেশি
Ο খ) 
কম
Ο গ) 
সমান
Ο ঘ) 
অর্ধেক

  সঠিক উত্তর: (গ)

৪৭.
শেয়ার মূলধন ব্যয় বলতে বোঝায়-
i� শেয়ার মূ্ল্যের হ্রাস –বৃদ্ধি সম্পর্কে পূর্বানুমান
ii শেয়ারমালিকদের লভ্যাংশ থেকে প্রত্যাশিত আয়
iii শেয়ারের মূল্যবৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৮.
শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কোন মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি?
Ο ক) 
ব্যাংক ঋণ মূলধন
Ο খ) 
অগ্রাধিকার শেয়ার মূলধন
Ο গ) 
সাধারণ শেয়ার মূলধন
Ο ঘ) 
সংরক্ষিত আয় মূলধন

  সঠিক উত্তর: (গ)

৪৯.
ঋণ মূলধন সরবরাহকারীরা নির্দিষ্ট মেয়াদের জন্য কী পেয়ে থাকে?
Ο ক) 
সুদ
Ο খ) 
মুনাফা
Ο গ) 
লভ্যাংশ
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (ক)

৫০.
ব্যবসায়ের সঠিক মূলধন কাঠামো নির্বাচনে ভূমিকা রাখ-
i� মূলধন ব্যয়
ii� কাম্য ঋণ নীতি
iii� ব্যবসায়ের মালিকের মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫১.
প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) 
অগ্রাধিকার শেয়ারের ব্যয়
Ο খ) 
সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) 
সংরক্ষিত আয়ের ব্যয়
Ο ঘ) 
ঋণ মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (খ)

৫২.
মূলধন ব্যয়ের প্রয়োজন হয়-
i� মূলধন কাঠামো নির্ধাণে
ii� প্রকল্প মূল্যায়নে
iii� মূলধনের উৎস বাছাইয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে নির্ণিত প্রত্যাশিত আয়ের হারেকে কী বলা হয়?
Ο ক) 
সংরক্ষিত আয়ের ব্যয়
Ο খ) 
সাধারণ শেয়ার মূলধন ব্যয়
Ο গ) 
ঋণ মূলধন ব্যয়
Ο ঘ) 
গড় মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (খ)

৫৪.
স্কয়ার লিমিটেড ১০% হারে ২০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল, মুনাফার ওপর করের হার ৪০%। কর সমন্বয়কৃত মূলধন খরচ কত?
Ο ক) 
৫%
Ο খ) 
৬%
Ο গ) 
৭%
Ο ঘ) 
৮%

  সঠিক উত্তর: (খ)

৫৫.
প্রতিটি তহবিলে উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রায়োজন হয় কেন?
Ο ক) 
উৎসমূহের মূলধন ব্যয় সমান হওয়ায়
Ο খ) 
উৎসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায়
Ο গ) 
উৎসমূহের মূলধন পরিকল্পনায় ঘাটতি হওয়ায়
Ο ঘ) 
উৎসমূহের পর্জাপ্ত মূলধনের অভাব থাকায়

  সঠিক উত্তর: (খ)

৫৬.
বিনিয়োগ বহুবিধকরণের মাধ্যমে কোন ধরণের ঝুঁকিকে হ্রাস করা যায়?
Ο ক) 
অনিয়মানুগ বা একক ঝুঁকি
Ο খ) 
সাধারণ ঝুঁকি
Ο গ) 
নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) 
অভ্যন্তরীণ ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

৫৭.
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন সে হারকে কী বলে?
Ο ক) 
মূলধন আয়
Ο খ) 
মূলধন খরচ
Ο গ) 
মূলধন ক্ষতি
Ο ঘ) 
মূলধন মুনাফা

  সঠিক উত্তর: (খ)

৫৮.
সিদ্দিক তার মুদি দোকানটি সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণের জন্য আগ্রহী। তার জন্য মূলধনের গ্রহণের প্রধান উৎস কোনটি?
Ο ক) 
অগ্রাধিকার শেয়ার
Ο খ) 
ব্যাংক ঋণ
Ο গ) 
সাধারণ শেয়ার
Ο ঘ) 
সংরক্তিত আয়

  সঠিক উত্তর: (খ)

৫৯.
শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) 
শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) 
শূন্যহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) 
স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) 
স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি

  সঠিক উত্তর: (ক)

৬০.
মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) 
অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত
Ο খ) 
বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত
Ο গ) 
মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত
Ο ঘ) 
প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হল-
i� ঋণ মূলধন ব্যয়
ii� অগ্রাধিকার শেয়ারের ব্যয়
iii� সাধারণ শেয়ার মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
ব্যাংকের ধার্যকৃত সুদের হার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কী?
Ο ক) 
শূন্য লভ্যাংশ
Ο খ) 
মূলধন ব্যয়
Ο গ) 
স্থির লভ্যাংশ
Ο ঘ) 
মূলধন আয়

  সঠিক উত্তর: (খ)

৬৩.
একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি দুটি হয়, তবে তার মূলধন খরচের গড়কে কী বলা হয়?
Ο ক) 
গড় মূলধন
Ο খ) 
গড় মোট খরচ
Ο গ) 
গড় মুনাফা আয়
Ο ঘ) 
গড় মূলধন খরচ

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্যবৃদ্ধি জনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বলে-
i� শেয়ার মূলধন ব্যয়
ii� ঋণমূলধন ব্যয়
iii� সংরক্ষিত আয়ের ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৫.
অর্থায়নের বিভিন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) 
মূলদন বাজেটিং
Ο খ) 
মূলধন কাঠামো
Ο গ) 
উপরি ব্যয়
Ο ঘ) 
মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূলধন ব্যয় নিরূপণ করে। কারণ-
i� প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে অর্থায়ন করে
ii� বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান
iii� বিভিন্ন উৎসের মূলধন ব্যয় ভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৭.
শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছর গুলোতে কী রূপ লভ্যাংশ দিবে?
Ο ক) 
বেশি
Ο খ) 
কম
Ο গ) 
সমান
Ο ঘ) 
অর্ধেক

  সঠিক উত্তর: (গ)

৬৮.
ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মূলধন, মালিকদের-
i� ইক্যুইটির অংশ
ii� ঋণের অংশ
iii� দেনাদারের অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলে অন্যতম উৎস?
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংক
Ο খ) 
অর্জিত লভ্যাংশ
Ο গ) 
ব্যবসায়িক ঋণ
Ο ঘ) 
সংরক্ষিত তহবিল

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
মূলধন মাঠামো নির্বাচনে বিবেচনা করা হয়-
i� কাম্য ঋণনীতি
ii� মূলধন ব্যয়
iii� বিনিয়োগ খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭১.
ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে গণ্য করা হয়?
Ο ক) 
মূলধন খরচের
Ο খ) 
ব্যবসায়িক নীতির
Ο গ) 
ব্যয়নির্বাহে
Ο ঘ) 
ঋণদান নীতির

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোন আয়ের সাধারণ শেয়ার মূলধন না থাকায় সুযোগ ব্যয় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে?
Ο ক) 
মূলধন ব্যয়
Ο খ) 
সংরক্ষিত আয়
Ο গ) 
জ্যামিতিক বৃদ্ধির হার
Ο ঘ) 
সাধারণ স্টক

  সঠিক উত্তর: (খ)

৭৩.
সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত?
Ο ক) 
১০%
Ο খ) 
১১%
Ο গ) 
১৪%
Ο ঘ) 
১৫%

  সঠিক উত্তর: (ঘ)

৭৪.
ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকদের ইক্যুইটি অংশ ও ঋণ এই দুইটির যোগফলকে বলে-
Ο ক) 
দায়
Ο খ) 
সম্পদ
Ο গ) 
মোট মূলধন
Ο ঘ) 
মালিকানা স্বত্বা

  সঠিক উত্তর: (গ)

৭৫.
নিচের কোনটি অর্থায়নের উৎস নয়?
Ο ক) 
নিজস্ব তহবিল
Ο খ) 
ধার
Ο গ) 
চুরি
Ο ঘ) 
ঋণ

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়?
Ο ক) 
মূলধন খরচ হার
Ο খ) 
শেয়ার গ্রাহকের সংখ্যা
Ο গ) 
মূলধনী আয় হার
Ο ঘ) 
মূলধনী নীতি

  সঠিক উত্তর: (ক)

৭৭.
সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) 
সম্পদ ব্যয়
Ο খ) 
উপরিব্যয়
Ο গ) 
মূলধন ব্যয়
Ο ঘ) 
বন্টন ব্যয়

  সঠিক উত্তর: (গ)

৭৮.
প্রতিষ্টানের আর্থিক ব্যবস্থাপনার বিভ্ন্নি সিদ্ধান্ত গ্রহণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) 
উৎপাদন ব্যয়
Ο খ) 
প্রশাসনিক ব্যয়
Ο গ) 
মূলধনায়িত ব্যয়
Ο ঘ) 
মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
বিনিয়োগকারীদের পত্যাশিত আয়কে ব্যবসায় কী বলা হয়?
Ο ক) 
মূলধন ব্যয়
Ο খ) 
মূনাফার হার
Ο গ) 
বিনিয়োগের সুদ
Ο ঘ) 
তহবিলের উৎস

  সঠিক উত্তর: (ক)

৮০.
সংরক্ষিত আয়ের ব্যয় নয়-
i� সুদ খরচ
ii� সুযোগ ব্যয়
iii� লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮১.
সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে?
Ο ক) 
সঞ্চিতি ব্যয়
Ο খ) 
সুযোগ ব্যয়
Ο গ) 
অর্থনৈতিক ব্যয়
Ο ঘ) 
বিনিয়োগ ব্যয়

  সঠিক উত্তর: (খ)

৮২.
ঋণপত্র বা ঋণকৃত মূলধনের কর-পূর্ব ব্যয় হলো ঋণপত্রের মালিকদের প্রদেয় হার-
Ο ক) 
করের হার
Ο খ) 
সুদের হার
Ο গ) 
গড় আয়ের হার
Ο ঘ) 
বিক্রয়মূল্য

  সঠিক উত্তর: (খ)

৮৩.
নিয়মানুগ ঝুঁকি বৃদ্ধির ফলে কোনটির সম্ভাবনা বৃদ্ধি পায়?
Ο ক) 
প্রত্যাশিত প্রাপ্তি
Ο খ) 
অপ্রত্যাশিত ঘটনা
Ο গ) 
লেনদেন
Ο ঘ) 
সুযোগ ব্যয়

  সঠিক উত্তর: (ক)

৮৪.
মূলধন খরচের ভিন্নতা নির্দেশ করে অর্থ বিনিয়োগকারীদের প্রত্যাশিত-
i� আয়ের হারে ভিন্নতাকে
ii� ঝুঁকির ধরনের ভিন্নতাকে
iii� কর-পূর্ব ঋণ মূলধনের ভিন্নতাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ কখন ব্যবসায় প্রথিষ্ঠানের জন্য সুবিধা নিয়ে আসে?
Ο ক) 
করের হার কম হলে
Ο খ) 
প্রত্যন্ত কর আরোপ করলে
Ο গ) 
করের হার বেশি হলে
Ο ঘ) 
পরোক্ষ কর আরোপ করলে

  সঠিক উত্তর: (ক)

৮৬.
কোম্পানি অন্যান্য উৎসের ন্যায় কোনটির উপর সব সময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না?
Ο ক) 
ইক্যুইটি মূলধনের
Ο খ) 
মূল্য তালিকা প্রকাশের
Ο গ) 
বিনিয়ো নিরাপত্তা বিধানের
Ο ঘ) 
ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের

  সঠিক উত্তর: (ক)

৮৭.
ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় এবং সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় সর্বদা কীরূপ?
Ο ক) 
সমান হয়
Ο খ) 
অসমান হয়
Ο গ) 
অসীম হয়
Ο ঘ) 
শূণ্য হয়

  সঠিক উত্তর: (খ)

৮৮.
বিপ্লবের ব্যবসায়ের প্রতি ঝোঁক বেশি। তাই সে পড়াশোনা শেষ করে ঔষধের একটি বড় দোকান দেয়ার চিন্ত করে। এক্ষেত্রে ব্প্লিবের জন্য ঋণ মূলধনের প্রধান উৎস হবে-
i� ব্যাংক
ii� ঋনপত্র বিক্রয়
iii� আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৯.
পাবলিক লি. কোং কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে?
Ο ক) 
বিধিবদ্ধ সভা আহ্বান করে
Ο খ) 
পরিচালক নিয়োগ করে
Ο গ) 
সাধারণ শেয়ার বিক্রয় করে
Ο ঘ) 
অনাঙ্কিক শেয়ার বিক্রয় করে

  সঠিক উত্তর: (গ)

৯০.
ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয় প্রয়োজন-
Ο ক) 
নতুন পন্য উৎপাদনে
Ο খ) 
মানবসম্পদ পরিকল্পনাতে
Ο গ) 
বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
Ο ঘ) 
মোট ব্যয় নির্ণয়ে

  সঠিক উত্তর: (গ)

৯১.
ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারকে কী হারে লভ্যাংশ প্রদান করা হয়?
Ο ক) 
নির্দিষ্ট হারে
Ο খ) 
ইচ্ছামতো
Ο গ) 
প্রত্যাশিত আয়ের উপর
Ο ঘ) 
সংরক্ষিত আয়ের উপর

  সঠিক উত্তর: (ক)

৯২.
শাকিল ওয়াশিং মেশিন কেনার জন্য ১৮% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে?
Ο ক) 
২০%
Ο খ) 
২২%
Ο গ) 
১৮%
Ο ঘ) 
১৫%

  সঠিক উত্তর: (গ)

৯৩.
শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i� লভ্যাংশ পাওয়ার আশায়
ii� মালিকানাসত্ত্ব লাভের আশায়
iii� শেয়ারের মূল্যবৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৪.
একটি কোম্পানি ১০০০ টাকা লিখিত মূল্যের ১০ শতাংশ অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়ল। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি ৮২০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
Ο ক) 
৮%
Ο খ) 
১০.৫০%
Ο গ) 
১২%
Ο ঘ) 
১২.২০%

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
ব্যবসায় প্রতিষ্ঠানে ইক্যুইটি অংশ এবং ঋণের যোগফলকে কী বলা হয়?
Ο ক) 
মোট শেয়ার মূলধন
Ο খ) 
মোট মূলধন
Ο গ) 
মোট ঋণ মূলধন
Ο ঘ) 
মোট গড় মূলধন

  সঠিক উত্তর: (খ)

৯৬.
শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ
ii বছরের শুরুতে প্রত্যাশিত লভ্যাংশ
iii শেয়ার বাজারের বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯৭.
লভ্যাংশ শেয়ার মূল্য এবং লভ্যাংশ বৃদ্ধির হার দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হয়-
i� মূল্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
ii� স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
iii� একক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৮.
অর্থায়নের বিভন্ন উৎসের জন্যে প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়?
Ο ক) 
মূলধন বাজেটিং
Ο খ) 
মূলধন কাঠামো
Ο গ) 
উপরি ব্যয়
Ο ঘ) 
মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হল-
i� শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii� স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii� সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০০.
একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয়, তবে তার মূলধন খরচের গড় কে কী বলা হবে?
Ο ক) 
মূলধন
Ο খ) 
গড় মূলধন খরচ
Ο গ) 
মুলধন খরচ
Ο ঘ) 
মূলধন আয়

  সঠিক উত্তর: (খ)

১০১.
শেয়ার মালিকরা শেয়ার ক্রয় করে-
i� লভ্যাংশ পাওয়ার আশায়
ii� মালিকানাস্বত্ব লাভের আশায়
iii� শেয়ারের মূল্য বৃদ্ধির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০২.
সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি হচ্ছে-
i� শূণ্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii� স্থিরহীন লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii� স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৩.
অগ্রাধিকার শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য পেয়ে থাকে-
Ο ক) 
সুদ
Ο খ) 
মুনাফা
Ο গ) 
লভ্যাংশ
Ο ঘ) 
আয়

  সঠিক উত্তর: (গ)

১০৪.
কোন উৎস থেকে ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করা হয়?
Ο ক) 
প্রতি বছরের মুনাফা থেকে
Ο খ) 
বিনিয়োগ হতে প্রাপ্ত অর্জিত আয় থেকে
Ο গ) 
সম্পদ বিক্রির অর্থ থেকে
Ο ঘ) 
সংরক্ষিত আয় থেকে

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
কোম্পানি কখন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করে?
Ο ক) 
পর্যাপ্ত গ্রাহক সংগ্রহ করলে
Ο খ) 
পর্যাপ্ত মুনাফঅ অর্জন করলে
Ο গ) 
আয় – ব্যয় সমান হলে
Ο ঘ) 
পর্যাপ্ত মূলধন অর্জন করলে

  সঠিক উত্তর: (খ)

১০৬.
সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল ।করণ-
i� ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ
ii� ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা কঠিন কাজ
iii� ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৭.
বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলে, প্রত্যাশিত আয়ের হার কী রূপ হবে?
Ο ক) 
বেশি
Ο খ) 
মাঝারি
Ο গ) 
কম
Ο ঘ) 
অনিশ্চিত

  সঠিক উত্তর: (ক)

১০৮.
দীর্ঘমেয়াদি প্রতিটি উৎস থেকে বিনিয়োগকারীদের –
i� নিট মুনাফায় বৈচিত্র্য থাকে
ii� প্রত্যাশিত আয়ে ভিন্নতা থাকে
iii� ঝুঁকির ধরনে পার্থক্য থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৯.
সকল প্রতিষ্ঠানের জন্য যে ঝুঁকি সমান তাকে কী ধরনের ঝুঁকি বলে?
Ο ক) 
অনিয়মানুগ ঝুঁকি
Ο খ) 
বাহ্যিক ঘটনার দ্বারা সৃষ্ট ঝুঁকি
Ο গ) 
নিয়মানুগ বা বাজার ঝুঁকি
Ο ঘ) 
আর্থিক ঝুঁকি

  সঠিক উত্তর: (গ)

১১০.
কোন পদ্ধতির জন্যে অনুমিত শর্তাবলি রয়েছে?
Ο ক) 
পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο খ) 
স্থিরহারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο গ) 
শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির
Ο ঘ) 
স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির

  সঠিক উত্তর: (খ)

১১১.
মূলধনী খরচ অপেক্ষা কম লাভসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ করার ফলাফল কী?
Ο ক) 
স্বল্প মুনাফা
Ο খ) 
অধিক মুনাফা
Ο গ) 
আয়-ব্যয় সমান
Ο ঘ) 
বৃহৎ আর্থিক ক্ষতি

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
ইক্যুইটি অংশ এবং ঋণ এই দুটির যোগফলকে কী বলে?
Ο ক) 
নিট মূলধন
Ο খ) 
মোট ঋণ
Ο গ) 
মোট মূলধন
Ο ঘ) 
নিট ঋণ

  সঠিক উত্তর: (গ)

১১৩.
তহবিল যোগানদাতাদের মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
Ο ক) 
প্রত্যাশিত আয়
Ο খ) 
প্রত্যাশিত ব্যয়
Ο গ) 
সম্ভব্য লাভ
Ο ঘ) 
সম্ভাব্য ক্ষতি

  সঠিক উত্তর: (ক)

১১৪.
বিভিন্ন ধরনের অর্থায়নের ক্ষেত্রে প্রত্যাশিত প্রতিদানের হারকে কী বলে?
Ο ক) 
মূলধন ব্যয়
Ο খ) 
মূলধন যোগান
Ο গ) 
অনুমতি ‍সুযোগ ব্যয়
Ο ঘ) 
তহবিল সরবরাহ

  সঠিক উত্তর: (ক)

১১৫.
শেয়ারে যাবতীয় খরচগুলোকে সামগ্রিকভাবে শেয়ারের কোন ধরনের ব্যয় বলে?
Ο ক) 
উত্তরণ ব্যয়
Ο খ) 
বিক্রয়জনিত খরচ
Ο গ) 
কমিশন খরচ
Ο ঘ) 
সংক্ষিত তহবিল

  সঠিক উত্তর: (ক)

১১৬.
কোন প্রতিষ্ঠান হতে কারা নির্দিষ্ঠ মেয়াদ পর্যন্ত সুদ পেয়ে থাকে?
Ο ক) 
ঋণগ্রহীতা
Ο খ) 
সাধারণ শেয়ারমালিক
Ο গ) 
ঋণদাতা
Ο ঘ) 
অগ্রাধিকার শেয়ার মালিক

  সঠিক উত্তর: (গ)

১১৭.
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলে?
Ο ক) 
মূলধন
Ο খ) 
চলতি আয়
Ο গ) 
মূলধন খরচ
Ο ঘ) 
চলতি খরচ

  সঠিক উত্তর: (গ)

১১৮.
একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত?
Ο ক) 
১২%
Ο খ) 
১৫%
Ο গ) 
১৮%
Ο ঘ) 
২০%

  সঠিক উত্তর: (খ)

১১৯.
তহবিল সরবরাহকারীদের জন্য যেটি প্রত্যাশিত আয়, সেটি তহবিল সংগ্রহকারীদের জন্য কী?
Ο ক) 
মূলধন খরচ
Ο খ) 
মূলধন আয়
Ο গ) 
বিনিয়োগ
Ο ঘ) 
নিট মুনাফা

  সঠিক উত্তর: (ক)

১২০.
১৫% মূলধন ব্যয় সম্পন্ন কোনো কোম্পানি যদি ৮% আয়সম্পন্ন কোনো প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে উক্ত বিনিয়োগের ফলাফল কী?
Ο ক) 
১৫% হারে মুনাফা
Ο খ) 
৮% হারে মুনাফা
Ο গ) 
৭% হারে ক্ষতি
Ο ঘ) 
২৩% হারে ক্ষতি

  সঠিক উত্তর: (গ)

১২১.
‘তানিম কোম্পানির’ শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% । উক্ত কোম্পানির গড় মূলধন খরচের পরিমাণ কত?
Ο ক) 
১৫%
Ο খ) 
২০%
Ο গ) 
৩০%
Ο ঘ) 
৬%

  সঠিক উত্তর: (ক)

১২২.
বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
Ο ক) 
ব্যাংক
Ο খ) 
বন্ড
Ο গ) 
মহাজন
Ο ঘ) 
ব্যাংক ও বন্ড

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতি কোনটি?
Ο ক) 
স্টক লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο খ) 
স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο গ) 
শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
Ο ঘ) 
কাম্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি

  সঠিক উত্তর: (গ)

১২৪.
প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক) 
উৎপাদন ব্যয়
Ο খ) 
প্রশাসনিক ব্যয়
Ο গ) 
মূলধনায়িত ব্যয়
Ο ঘ) 
মূলধন ব্যয়

  সঠিক উত্তর: (ঘ)

১২৫.
কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্যে প্রয়োজনীয় তহবিল সংস্থান করে?
Ο ক) 
মাইক্রো এন্টারপ্রাইজ
Ο খ) 
ক্ষুদ্র প্রতিষ্ঠান
Ο গ) 
মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) 
বড় প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) 
ক্ষুদ্র প্রতিষ্ঠান
Ο খ) 
বৃহৎ প্রতিষ্ঠান
Ο গ) 
মাঝারি প্রতিষ্ঠান
Ο ঘ) 
স্থায়ী প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (খ)

১২৭.
ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যে মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি?
Ο ক) 
মুনাফা থেকে প্রাপ্ত আয়
Ο খ) 
মুলধন সরবরাহকারিদের প্রত্যাশিত আয়
Ο গ) 
নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আয়
Ο ঘ) 
স্থায়ী সম্পত্তির বিক্রয় হতে আয়

  সঠিক উত্তর: (খ)

১২৮.
মূলধন ব্যয় বলতে কী বোঝায়?
Ο ক) 
সংগৃহীত তহবিলে ব্যয়
Ο খ) 
পরিশোধিত তহবিলের ব্যয়
Ο গ) 
সংরক্ষিত তহবিলের ব্যয়
Ο ঘ) 
আমানিত তহবিলের ব্যয়

  সঠিক উত্তর: (ক)

১২৯.
ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
Ο ক) 
মহাজন
Ο খ) 
ব্যাংক
Ο গ) 
জমিদার
Ο ঘ) 
সমবায়

  সঠিক উত্তর: (খ)

১৩০.
একটি কোম্পানির মূলধন ব্যয় ১২% হলে তাকে অবশ্যই নূন্যতম কত শতাংশ হারে আয় না করলে লোকসান দিতে হবে?
i ১০%
ii ১২%
iii ১৫%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩১.
সাধারণ ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য হলো-
i� অতিরিক্ত লভ্যাংশের
ii� ভোটাধিকার� প্রয়োগের
iii� ঝুঁকির পরিমাণের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩২.
অর্থ সরবরাহকারীরা বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হার হবে-
Ο ক) 
বেশি
Ο খ) 
কম
Ο গ) 
সমান
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু?
Ο ক) 
অর্থায়নের উৎস চিন্হিতকরণ পর্যাপ্ত
Ο খ) 
বিনিয়োগের উৎস নির্বাচন পর্যাপ্ত
Ο গ) 
মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যাপ্ত
Ο ঘ) 
প্রকল্পের মূল্যায়ন পর্যাপ্ত

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
কীসের উপর অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ভর শীল?
Ο ক) 
ব্যবসায়ের পুঞ্জীভূত মুনাফার
Ο খ) 
শেয়ার মালিকদের সরবরাহকৃত মূলধনের
Ο গ) 
সরকারী প্রত্যক্ষ করের
Ο ঘ) 
শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
একটি প্রতিষ্ঠান মোট মূলধন যে অনুপাতে সংগ্রহ করতে পারে তা হলো-
i� ৫০% নিজস্ব ও ৫০% ঋণ
ii� ৬০% নিজস্ব ও ৪০% ঋণ
iii� ৪০% নিজস্ব ও ৬০% ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৬.
ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস হলো-
i� সংরক্ষিত আয়
ii� সাধারণ শেয়ার
iii� ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণেয় প্রয়োজন-
i� বর্তমান বছরের লভ্যাংশ
ii� শেয়ারের বর্তমান বাজারমূল্য
iii� লভ্যাংশ বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৮.
ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১০% এবং শেয়ার মূলধন উৎসের মূলধন ব্যয় ১২% হলে গড় মূলধন ব্যয়-
i� ১০%
ii� ১১%
iii� ১২%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৯.
ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস-
i� ব্যাংক
ii� মহাজন
iii� আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪০.
ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কীভাবে?
Ο ক) 
সমাজকল্যাণ কার্যক্রম তহবিল
Ο খ) 
কর্মীদের আয়ের একাংশ থেকে
Ο গ) 
বিভিন্ন উৎস থেকে
Ο ঘ) 
রাষ্ট্রীয় খাত থেকে

  সঠিক উত্তর: (গ)

১৪১.
সংরক্ষিত আয়ের কোন প্রত্যক্ষ ব্যয় না থাকায় তাকে কোন ব্যয় ধরা হয়?
Ο ক) 
সংরক্ষিত আয়
Ο খ) 
লভ্যাংশ বৃদ্ধির হার
Ο গ) 
সুযোগ ব্যয়
Ο ঘ) 
অবচয় তহবিলের ব্যয়

  সঠিক উত্তর: (গ)

১৪২.
কিসের ওপর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকের প্রত্যাশিত-
Ο ক) 
সুদের ওপর
Ο খ) 
লভ্যাংশের ওপর
Ο গ) 
মুনাফার ওপর
Ο ঘ) 
আয়ের ওপর

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
মূলধন ব্যয় ধারণাটি জড়িত নয়-
i� বিনিয়োগকৃত লভ্যাংশ
ii� অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয়
iii� মূলধন সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
মূলধন ব্যয় নির্ণয় তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ-
i বিনিয়োগ সিদ্ধান্ত
ii মূলধন কাঠামো সংক্রান্ত
iii অর্থায়ন সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
ঋণমূলধন খরচ ১৫% এবং কর হার ৩০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ-
i� ১০.৫%
ii� ১১%
iii� ১২%
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
মূলধন খরচ নির্ণয় প্রয়োজন-
i� বিনিয়োগ সুযোগ মূল্যায়নে
ii� উত্তম বিনিয়োগ প্রকল্প নির্বাচনে
iii� দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর:

১৪৭.
কোন ঝুঁকি পরিহার করা যায় না?
Ο ক) 
একক ঝুঁকি
Ο খ) 
অনিয়মানুগ ঝুঁকি
Ο গ) 
নিয়মানুগ ঝুঁকি
Ο ঘ) 
প্রত্যাশিত ঘটনা

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
অর্থায়নের উৎস সমূহ হলো-
i� মালিকের নিজস্ব তহবিল
ii� বন্ধুবান্ধভ থেকে ধার নেওয়া
iii� আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার নেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
অর্থায়নের উৎস হতে কার প্রত্যাশিত আয় থাকে?
Ο ক) 
সরবরাহকারীদের
Ο খ) 
কর্মীদের আয়ের একাংশ থেকে
Ο গ) 
বিভিন্ন উৎস থেকে
Ο ঘ) 
রাষ্ট্রীয় খাত থেকে

  সঠিক উত্তর: (গ)

১৫০.
মূলধন ব্যয় পরিমাপ করার পদ্ধতিসমূহ হলো-
i� অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
ii� সংরক্ষিত আয়ের ব্যয়
iii� ঋণ মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫১.
কোম্পানির অর্জিত মুনাফ সংরক্ষণ ও বন্টনের মাধ্যমে সুযোগ ব্যয় সৃস্টি হয়-
i� শেয়ারমালিকদের দৃষ্টিকোণ থেকে
ii� কোম্পানির দৃষ্টিকোণ থেকে
iii� ঋণদাতাদের দৃষ্টিকোণ থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫২.
মূলধন খরচ প্রয়োগ করা হয়-
i� অর্থায়নের উৎস নির্বাচনে
ii� প্রকল্প মূল্যায়নে
iii� মুনাফা বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
আরিফ সাহেব তার মেয়েকে ১,০০,০০০ টাকা দিল। যদি সে ঐ টাকা ব্যাংকে রাখত, ব্যাংক তাকে ১২% সুদ দিত। আরিফ সাহেবের সুযোগ ব্যয় হলো-
i� মেয়েকে প্রদত্ত টাকা
ii� ১২% সুদ না পাওয়া
iii� ব্যাংকে জমা রাখা অর্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
ঋণপত্রের মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবহারে জন্য কোম্পাণিকে প্রদান করতে হয়-
Ο ক) 
মাসিক সুদ
Ο খ) 
বার্ষিক সুদ
Ο গ) 
বার্ষিক লভ্যাংশ
Ο ঘ) 
প্রিমিয়াম

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়?
১৫৫.
বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
Ο ক) 
মূলধন ব্যয়
Ο খ) 
আমদানি ব্যয়
Ο গ) 
প্রাপ্য বিল ব্যয়
Ο ঘ) 
প্রদেয় বিল ব্যয়

  সঠিক উত্তর: (ক)

১৫৬.
প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য করা হয় কী?
Ο ক) 
তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত ব্যয়
Ο খ) 
তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত মুনাফা
Ο গ) 
তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত ক্ষতি
Ο ঘ) 
তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত লাভ

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...