NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৮ম


জে.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায় : ৮ম


১.
বায়ুমন্ডলের গৌণ গ্যাসগুলোকে কী বলা হয়?
Ο ক) 
সি এফ সি
Ο খ) 
গ্রিনহাউস
Ο গ) 
এইচসিএফসি
Ο ঘ) 
ওজোন স্তর

  সঠিক উত্তর: (ঘ)

২.
বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি প্রাকৃতিক পরিবেশকে করেছে-
i. স্বাচ্ছন্দ্যময়
ii. ক্ষতিগ্রস্ত
iii. ভারসাম্যহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩.
বর্তমান বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে?
Ο ক) 
বন্দর
Ο খ) 
নগর
Ο গ) 
শিল্প
Ο ঘ) 
কারখানা

  সঠিক উত্তর: (খ)

৪.
সম্পতি ঢাকায় কোথায় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বহুলোকের প্রাণহানি ঘটেছে?
Ο ক) 
নিমতলি
Ο খ) 
গাবতলী
Ο গ) 
গুলিস্তান
Ο ঘ) 
লালবাগ

  সঠিক উত্তর: (ক)

৫.
ভূমিকম্পের সময় কী বন্ধ করতে হবে?
Ο ক) 
দরজা
Ο খ) 
জানালা
Ο গ) 
বৈদ্যুতিক সুইচ
Ο ঘ) 
রেডিও-টিভি

  সঠিক উত্তর: (গ)

৬.
আমাদের দেশে অগ্নিকান্ডের কারণ-
i. প্রাকৃতিক
ii. মানুষের অসাবধানতা
iii. দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭.
শুকনা খাবার কোনটি?
Ο ক) 
আটা
Ο খ) 
গুড়
Ο গ) 
ময়দা
Ο ঘ) 
চাল

  সঠিক উত্তর: (খ)

৮.
মাছের আবাসস্থল কোনটি?
Ο ক) 
সমভূমি
Ο খ) 
স্থলভূমি
Ο গ) 
জলাভূমি
Ο ঘ) 
শিলাভূমি

  সঠিক উত্তর: (গ)

৯.
বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়ছে-
i. প্রাকৃতিক বিপর্যয়ের কারণে
ii. এয়ার কন্ডিশনারের কারণে
iii. রাসায়নিক সার ও কীটনাশক ব্যব্হারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১০.
মানব সৃষ্ট দুর্যোগ যা করে-
i. জীবনযাত্রা বিপর্যস্ত
ii. সমাজের পরিবর্তন
iii. পরিবেশের ভারসাম্য বিনষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১.
বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে?
Ο ক) 
জনসংখ্যা বৃদ্ধি পাবে
Ο খ) 
মিঠা পানির মাছ বাড়বে
Ο গ) 
পাহাড় পর্বত সৃষ্টি হবে
Ο ঘ) 
অনেক জীব বিলুপ্ত হবে

  সঠিক উত্তর: (ঘ)

১২.
মানুষের দূরদৃষ্টির অভাবে কোন দুর্যোগ সৃষ্টি হয়?
Ο ক) 
মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) 
সাংস্কৃতিক দুর্যোগ
Ο ঘ) 
আকস্মিক দুর্যোগ

  সঠিক উত্তর: (ক)

১৩.
আমরা জলাভূমি থেকে আগে যে মাছ পেতাম বর্তমানে তা না পাওয়ার কারণ কী?
Ο ক) 
জনসংখ্যার বৃদ্ধি
Ο খ) 
জলাভূমি ভরাট হওয়ায়
Ο গ) 
জলাভূমি পতিত থাকায়
Ο ঘ) 
মাছের বংশবৃদ্ধি কম হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

১৪.
গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) 
২৫
Ο খ) 
১৭
Ο গ) 
১৯
Ο ঘ) 
২১

  সঠিক উত্তর: (গ)

১৫.
দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড সাধারণত যেখানে ঘটতে পারে-
i. শিল্পকারখানা
ii. দোকানপাট
iii. বাণিজ্যিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে-
i. কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
ii. ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে
iii. শহরে জনসংখ্যার চাপ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৭.
দুর্যোগ পরবর্তী প্রথম করণীয় কী?
Ο ক) 
খরা মোকাবিলার প্রস্তুতি নেয়া
Ο খ) 
নদী ভাঙন রোধ করা
Ο গ) 
আশ্রয়কেন্দ্র তরি করা
Ο ঘ) 
ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্ব-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) 
২০
Ο খ) 
২৫
Ο গ) 
৩০
Ο ঘ) 
৩২

  সঠিক উত্তর: (খ)

১৯.
অধিক উৎপাদনের প্রয়োজনে কৃষিতে যা ব্যবহার করা হয়-
i. সেচ
ii. জৈবসার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
পৃথিবীর ফুসফুস কোনটি?
Ο ক) 
বঙ্গোপসাগর
Ο খ) 
ভারতসাগর
Ο গ) 
মহাসমুদ্র
Ο ঘ) 
উপসাগর

  সঠিক উত্তর: (গ)

২১.
কোন দুর্ঘটনাটি মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটতে পারে?
Ο ক) 
ভূমিকম্প
Ο খ) 
অগ্নিকান্ড
Ο গ) 
যুদ্ধবিগ্রহ
Ο ঘ) 
নদীভাঙন

  সঠিক উত্তর: (খ)

২২.
কোন ধরনের বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষেপের কারণে বায়ু দূষিত হয়ে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে?
Ο ক) 
শিল্প বর্জ্য
Ο খ) 
গৃহস্থালি বর্জ্য
Ο গ) 
তেজস্ক্রিয় বর্জ্য
Ο ঘ) 
জীবাশ্ম বর্জ্য

  সঠিক উত্তর: (গ)

২৩.
পরিবেশ ও জলবায়ু অনুকুল রাখতে সাহায্য করে-
i. গাছপালা
ii. নদী-নালা
iii. বনভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
শিল্পকারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নির্গত হয়-
i. পারদ
ii. মিথেন
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৫.
কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) 
১৬
Ο খ) 
১৯
Ο গ) 
২০
Ο ঘ) 
২৫

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
সমুদ্রের পানিতে সবুজ গাছপালার ক্ষতি হয় কেন?
Ο ক) 
শ্যাওলাযুক্ত বলে
Ο খ) 
লবণাক্ত বলে
Ο গ) 
অপরিষ্কার বলে
Ο ঘ) 
বর্জ্য থাকে বলে

  সঠিক উত্তর: (খ)

২৭.
সমুদ্রের পানির স্বাদ কী রকম?
Ο ক) 
মিঠা
Ο খ) 
লবণাক্ত
Ο গ) 
ক্ষারীয়
Ο ঘ) 
অম্লীয়

  সঠিক উত্তর: (খ)

২৮.
বন্যায় বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
Ο ক) 
নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
Ο খ) 
ঘরের চালে
Ο গ) 
গাছের ডালে
Ο ঘ) 
আত্মীয় বাড়িতে

  সঠিক উত্তর: (ক)

২৯.
জাপানে সংঘটিত ভূমিকম্পের ফলে কতটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) 
তিনটি
Ο খ) 
চারটি
Ο গ) 
পাঁচটি
Ο ঘ) 
ছয়টি

  সঠিক উত্তর: (গ)

৩০.
প্রাকৃতিক দুর্যোগ হলো-
i. আইলা
ii. সিডর
iii. যুদ্ধ-বিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা?
Ο ক) 
কিশোরগঞ্জ
Ο খ) 
টাঙ্গাইল
Ο গ) 
শেরপুর
Ο ঘ) 
নেত্রকোনা

  সঠিক উত্তর: (খ)

৩২.
কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
Ο ক) 
টর্নেডো
Ο খ) 
যুদ্ধ বিগ্রহ
Ο গ) 
মরুকরণ
Ο ঘ) 
সাম্প্রদায়িক দাঙ্গা

  সঠিক উত্তর: (ক)

৩৩.
মানুষের কর্মকান্ডের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তার নাম কী?
Ο ক) 
কর্ম দুর্যোগ
Ο খ) 
অকর্ম দুর্যোগ
Ο গ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) 
মানব সৃষ্ট দুর্যোগ

  সঠিক উত্তর: (ঘ)

৩৪.
গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে?
Ο ক) 
গ্রহের
Ο খ) 
উপগ্রহের
Ο গ) 
পৃথিবীর
Ο ঘ) 
চাঁদের

  সঠিক উত্তর: (গ)

৩৫.
পৃথিবীতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
Ο ক) 
টাকাপয়সা বেশি হওয়া
Ο খ) 
সম্পদ বেড়ে যাওয়া
Ο গ) 
ভারসাম্য নষ্ট হওয়ায়
Ο ঘ) 
পারমাণবিক শক্তির আবির্ভাবের

  সঠিক উত্তর: (গ)

৩৬.
সবুজ উদ্ভিদ দিনের বেলায় কী গ্রহণ করে?
Ο ক) 
কার্বন মনোক্সাইড
Ο খ) 
কার্বন ডাইঅক্সাইড
Ο গ) 
নাইট্রাস অক্সাইড
Ο ঘ) 
অক্সি অক্সাইড

  সঠিক উত্তর: (খ)

৩৭.
শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের কত নম্বর বিপদসংকেত শোনার পর আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
Ο ক) 
৪ নম্বর
Ο খ) 
২ নম্বর
Ο গ) 
৫ নম্বর
Ο ঘ) 
৬ নম্বর

  সঠিক উত্তর: (গ)

৩৮.
কৃষিতে ব্যবহৃত কীটনাশক উপাদান বায়ুমন্ডলেরর কোন স্তরকে ক্ষতি করেছে?
Ο ক) 
মেসোস্ফিয়ার
Ο খ) 
ওজোন স্তর
Ο গ) 
ট্রপোস্ফিয়ার
Ο ঘ) 
স্ট্রাটোস্ফিয়ার

  সঠিক উত্তর: (খ)

৩৯.
অধিক উৎপাদনের জন্যে প্রয়োজন হয়-
i. কৃষিতে সেচের ব্যবহার
ii. জৈব সারের ব্যবহার
iii. সামাজিক উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪০.
অগ্নিকান্ড ঘটে থাকে-
i. প্রাকৃতিক কারণে
ii. সামাজিক কারণে
iii. মানবসৃষ্ট কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৪১.
সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কীসের তীব্রতা বেড়ে যায়?
Ο ক) 
সাইক্লোন
Ο খ) 
টর্নেডো
Ο গ) 
ঘূর্ণিঝড়
Ο ঘ) 
 জলোচ্ছ্বাস

  সঠিক উত্তর: (ক)

৪২.
মানুষ কাজের খোঁজে কোথায় ছুটছে?
Ο ক) 
শহরে
Ο খ) 
গ্রামে
Ο গ) 
ধর্মীয় প্রতিষ্ঠানে
Ο ঘ) 
সরকারি প্রতিষ্ঠানে

  সঠিক উত্তর: (ক)

৪৩.
২০১১ সালে জাপানে কত মাত্রার ভূমিকম্পন অনুভুত হয়?
Ο ক) 
৯.৮
Ο খ) 
৮.৯
Ο গ) 
৬.৮
Ο ঘ) 
৮.৭

  সঠিক উত্তর: (খ)

৪৪.
গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) 
এইচসিএফসি
Ο খ) 
সিএইচএফসি
Ο গ) 
এফসিএইচসি
Ο ঘ) 
সিএইচসিএফ

  সঠিক উত্তর: (ক)

৪৫.
যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে-
Ο ক) 
কার্বন ডাইঅক্সাইড
Ο খ) 
কার্বন মনোক্সাইড
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
সিএফসি গ্যাস

  সঠিক উত্তর: (ক)

৪৬.
সুনামির ফলে যা ধ্বংস হয়ে যেতে পারে-
i. উপকূলীয় ঘরবাড়ি
ii. রাস্তাঘাট
iii. বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত সালে ভয়াবহ সুনামি সংঘটিত হয়?
Ο ক) 
২০০৭ সালে
Ο খ) 
২০০৯ সালে
Ο গ) 
২০১০ সালে
Ο ঘ) 
২০১১ সালে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়-
i. সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্পের ফলে
ii. অগ্ন্যুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৯.
‘সুনামি’ কোন ভাষার শব্দ?
Ο ক) 
বাংলা
Ο খ) 
জাপানি
Ο গ) 
তুর্কি
Ο ঘ) 
ফরাসি

  সঠিক উত্তর: (খ)

৫০.
দুর্যোগকে অনেকে কী বলে?
Ο ক) 
বিপদ
Ο খ) 
আপদ
Ο গ) 
জনপদ
Ο ঘ) 
উত্তরীয় পদ

  সঠিক উত্তর: (খ)

৫১.
বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে-
Ο ক) 
বেশি দুর্যোগপ্রবণ এলাকা
Ο খ) 
কম দুর্যোগপ্রবণ এলাকা
Ο গ) 
মাঝারি দুর্যোগপ্রবণ এলাকা
Ο ঘ) 
দুর্যোগমুক্ত এলাকা

  সঠিক উত্তর: (ক)

৫২.
বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কী?
Ο ক) 
সামাজিক বিশৃঙ্খলা
Ο খ) 
রাজনৈতিক অস্থিরতা
Ο গ) 
ভৌগোলিক অবস্থান
Ο ঘ) 
মানুষের অসাবধানতা

  সঠিক উত্তর: (গ)

৫৩.
বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো-
i. গ্রিন হাউস কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
ii. গ্রিন হাউস নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
iii. গ্রিন হাউস মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পন প্রবণ এলাকা?
Ο ক) 
কিশোরগঞ্জ
Ο খ) 
টাঙ্গাইল
Ο গ) 
শেরপুর
Ο ঘ) 
নেত্রকোণা

  সঠিক উত্তর: (খ)

৫৫.
ভৌগোলিক অবস্থান কোন দুর্যোগ সৃষ্টির সহায়ক?
Ο ক) 
মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) 
অভ্যন্তরীণ দুর্যোগ
Ο ঘ) 
সাংস্কৃতিক দুর্যোগ

  সঠিক উত্তর: (খ)

৫৬.
ভূমিধসের কারণ হলো-
i. ভারি বৃষ্টিপাত
ii. পাহাড় কেটে ফেলা
iii. বন উজাড় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
ব্যাপকহারে বৃক্ষ নিধনের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেছে?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
কার্বন-ডাই-অক্সাইড
Ο গ) 
মিথেন
Ο ঘ) 
নাইট্রাস অক্সাইড

  সঠিক উত্তর: (খ)

৫৮.
জলবায়ুর পরিবর্তনের ফলে-
i. ফসলের উৎপাদন হ্রাস পায়
ii. বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয়
iii. অত্যাধিক খরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
প্রচন্ডতাপদাহের কারণে কোনো দেশে বৃহৎ বলে অগ্নিকান্ড সংঘটিত হওয়াকে কী বলে?
Ο ক) 
আগ্নেয়গিরি
Ο খ) 
দাবানল
Ο গ) 
ভূমিকম্প
Ο ঘ) 
সুনামি

  সঠিক উত্তর: (খ)

৬০.
মনুষ্য সৃষ্ট গ্যাস কোনটি?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
মিথেন
Ο গ) 
সিএফসি
Ο ঘ) 
কার্বন

  সঠিক উত্তর: (গ)

৬১.
বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে কীসের ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) 
মহাসমুদ্র
Ο খ) 
হাওর-বাওর
Ο গ) 
নদীনালা
Ο ঘ) 
খাল-বিল

  সঠিক উত্তর: (ক)

৬২.
উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে-
i. বায়ুমন্ডল
ii. পৃথিবী
iii. মঙ্গল গ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৩.
বর্তমানে বাংলাদেশে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?
Ο ক) 
১০ ভাগ
Ο খ) 
১২ ভাগ
Ο গ) 
১৪ ভাগ
Ο ঘ) 
১৬ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
কোনটিকে তাপবৃদ্ধিকারক গ্যাস বলা হয়?
Ο ক) 
কার্বন ডাই অক্সাইড
Ο খ) 
গ্রিন হাউস গ্যাস
Ο গ) 
মিথেন
Ο ঘ) 
নাইট্রোজেন

  সঠিক উত্তর: (খ)

৬৫.
বায়ুর মূল উপাদান হলো-
i. নাইট্রোজেন
ii. মিথেন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৬.
পরিবেশের বারসাম্য নষ্ট হচ্ছে-
i. বনায়নের ফলে
ii. বৃক্ষনিধনে
iii. জনসংখ্যার বিস্ফোরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
দুর্যোগ কয় ধরনের?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৬৮.
ওজোন স্তর ক্ষয়ের করিণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

৬৯.
সুনামির অর্থ কী?
Ο ক) 
ঘূর্ণিঝড়
Ο খ) 
অতিমাত্রায় ভূমিকম্প
Ο গ) 
সমুদ্রতীরের ঢেউ
Ο ঘ) 
জলোচ্ছ্বাস

  সঠিক উত্তর: (গ)

৭০.
‘গ্রিন হাউস’ বলতে কী বোঝায়?
Ο ক) 
সবুজের সমারোহ
Ο খ) 
সুনির্দিষ্ট একটি মৌলিক গ্যাস
Ο গ) 
কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত আচ্ছাদন
Ο ঘ) 
সবুজ চাদর

  সঠিক উত্তর: (গ)

৭১.
বায়ুমন্ডলের গৌণ গ্যাস হলো-
i. কার্বন-ডাই-অক্সাইড
ii. অক্সিজেন
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭২.
কোনটি কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন?
Ο ক) 
গ্রিনহাউস
Ο খ) 
বায়ুমন্ডল
Ο গ) 
ট্রপোস্ফিয়ার
Ο ঘ) 
ওজোন স্তর

  সঠিক উত্তর: (ক)

৭৩.
জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
Ο ক) 
গ্রিন হাউস গ্যাস
Ο খ) 
পাহাড়ি ঢল
Ο গ) 
বৈশ্বিক উষ্ণায়ন
Ο ঘ) 
সমুদ্রের পানি বৃদ্ধি

  সঠিক উত্তর: (গ)

৭৪.
পৃথিবীর ফুসফুস হলো-
Ο ক) 
মানুষ
Ο খ) 
পাহাড়
Ο গ) 
মহাসমুদ্র
Ο ঘ) 
বায়ুমন্ডল

  সঠিক উত্তর: (গ)

৭৫.
বন কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে-
i. মনোরম আবাসস্থল
ii. জনবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে
iii. মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
বর্তমানে বিশ্বে ব্যাপকহারে কী গড়ে উঠেছে?
Ο ক) 
জলাশয়
Ο খ) 
নগর
Ο গ) 
গ্রাম
Ο ঘ) 
বনভূমি

  সঠিক উত্তর: (খ)

৭৭.
গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি মানুষের সৃষ্টি?
Ο ক) 
মিথেন
Ο খ) 
নাইট্রাস
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
হ্যালন

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
দুর্যোগ কয় ধরনের?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৭৯.
যার নদীভাঙনের ইতিহাস বিদ্যমান-
Ο ক) 
পদ্মা
Ο খ) 
নরসুন্দা
Ο গ) 
সোয়াইজনি
Ο ঘ) 
গোড়াউৎরা

  সঠিক উত্তর: (ক)

৮০.
উষ্ণায়নের কারণে যে রোগের আবির্ভাব ঘটছে-
i. এইডস্‌
ii. ক্যান্সার
iii. চর্মরোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮১.
দুর্যোগের ধরন হলো-
i. প্রাকৃতিক
ii. রাষ্ট্রীয়
iii. মানবসৃষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮২.
বর্তমানে বাংলাদেশের বনভূমির শতকরা পরিমাণ কত?
Ο ক) 
১০ ভাগ
Ο খ) 
১৬ ভাগ
Ο গ) 
২৫ ভাগ
Ο ঘ) 
২৮ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৮৩.
বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তা হলো-
i. ক্যান্সার
ii. চর্মরোগ
iii. হাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৪.
জীবনধারণের উপযুক্ত পরিবেশের কারণে বিকাশ ঘটেছে-
i. উদ্ভিদের
ii. প্রাণীর
iii. বিজ্ঞান ও প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
বাংলাদেশের বনভূমি কম হওয়ার ফলে-
i. খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে
ii. নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে
iii. মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৬.
কোন গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে?
Ο ক) 
কাঁঠাল গাছ
Ο খ) 
বট গাছ
Ο গ) 
আম গাছ
Ο ঘ) 
কলা গাছ

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
আকস্মিকভাবে যে দুর্যোগ ঘটে তার নাম কী?
Ο ক) 
মানব সৃষ্ট দুর্যোগ
Ο খ) 
তাৎক্ষণিক দুর্যোগ
Ο গ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) 
অপ্রাকৃতিক দুর্যোগ

  সঠিক উত্তর: (গ)

৮৮.
আমাদের দেশে বর্ষাকালে প্রায়শই ভূমিধস হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে এমন স্থান কোনটি?
Ο ক) 
কিশোরগঞ্জ
Ο খ) 
নেত্রকোণা
Ο গ) 
ব্রাহ্মণবাড়ীয়া
Ο ঘ) 
নরসিংদী

  সঠিক উত্তর: (খ)

৮৯.
কিসের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে এ পৃথিবীতে মানুষ তার জীবনকে করে সুখ ও স্বাচ্ছন্দ্যময়?
Ο ক) 
অর্থনৈতিক অবস্থায়
Ο খ) 
বিজ্ঞানের
Ο গ) 
সভ্যতার
Ο ঘ) 
সংস্কৃতির

  সঠিক উত্তর: (খ)

৯০.
২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় সংঘটিত ভয়াবহ সুনামিতে ভূকম্পনের মাত্রা কত ছিল?
Ο ক) 
৭.৯
Ο খ) 
৮.২
Ο গ) 
৮.৭
Ο ঘ) 
৮.৯

  সঠিক উত্তর: (ঘ)

৯১.
টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ কোনটি?
Ο ক) 
ভূমিকম্প
Ο খ) 
জলাবদ্ধতা
Ο গ) 
জলবায়ু পরিবর্তন
Ο ঘ) 
ঋতু পরিবর্তন

  সঠিক উত্তর: (গ)

৯২.
কোনটি থেকে এইচসিএফসি গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) 
রেফ্রিজারেটর
Ο খ) 
মোটর গাড়ি
Ο গ) 
কল কারখানার ধোঁয়া
Ο ঘ) 
ডিজেল চালিত ইঞ্জিন

  সঠিক উত্তর: (ক)

৯৩.
বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
i. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
ii. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
iii. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) 
১৬
Ο খ) 
১৯
Ο গ) 
২০
Ο ঘ) 
২৫

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
বাংলাদেশের কোন জেলাটিতে প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়?
Ο ক) 
বরিশাল
Ο খ) 
চট্টগ্রাম
Ο গ) 
যশোর
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (খ)

৯৬.
মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
Ο ক) 
বন্যা
Ο খ) 
খরা
Ο গ) 
ঝড়
Ο ঘ) 
দাঙ্গা

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
জলাভূমি ভরাট হওয়ার সাথে সম্পৃক্ত কোনটি?
Ο ক) 
মৎস্য চাষ বেড়ে যাওয়া
Ο খ) 
দরিদ্রতা কমে যাওয়া
Ο গ) 
লোকালয় প্লাবিত হওয়া
Ο ঘ) 
জনশূন্যতা হ্রাস পাওয়া

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
তিশা তার বন্ধুকে দুর্যোগ বিষয়ে একটি লেখা ই-মেইল করে। তাতে সে লেখে ২০১১ সালে জাপানের উত্তরপূর্ব এলাকায় ভয়াবহ এক দুর্যোগ সংঘটিত হয়। এ অঞ্চলে ৮.৯ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এ দুর্যোগ টোকিও শহরের প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।
৯৮.
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের নাম কী?
Ο ক) 
ভূমিধস
Ο খ) 
বন্যা
Ο গ) 
সুনামি
Ο ঘ) 
ঘূর্ণিঝড়

  সঠিক উত্তর: (গ)

৯৯.
উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হলো-
i. ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়
ii. হাজার হাজার ট্রেনযাত্রী নিখোঁজ হয়
iii. সমুদ্র জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১০০.
উক্ত দুর্যোগটি ঘটে-
i. সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প হলে
ii. সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...