NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৯ম

জে.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায় : ৯ম


১.
যে কারণে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে-
i. শিক্ষার হার বৃদ্ধি
ii. ব্যাপক শহরায়ন
iii. পরিবার পরিকল্পনা কর্মসূচির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২.
ছেলে হোক মেয়ে হোক ক’টি সন্তান যথেষ্ট?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

৩.
মুন্নী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত এ উপবৃত্তি পাবে?
Ο ক) 
১০ম
Ο খ) 
দ্বাদশ
Ο গ) 
৮০
Ο ঘ) 
৫ম

  সঠিক উত্তর: (খ)

৪.
গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে কোনটি গ্রহণে উৎসাহ দেওয়া হয়?
Ο ক) 
প্রশিক্ষণ কার্যক্রম
Ο খ) 
সচেতনতা কার্যক্রম
Ο গ) 
পরিবার পরিকল্পনা পদ্ধতি
Ο ঘ) 
ইনজেকশন ও পুষ্টি শিক্ষা

  সঠিক উত্তর: (গ)

৫.
দেশের কোন অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
রাজনৈতিক
Ο গ) 
সামাজিক
Ο ঘ) 
আর্থ-সামাজিক

  সঠিক উত্তর: (ঘ)

৬.
কোন ক্ষেত্রে সাফল্য লাভের জন্যে বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করেছে?
Ο ক) 
নারী শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) 
জনসংখ্যা হ্রাস
Ο গ) 
সাক্ষরতার হার বৃদ্ধি
Ο ঘ) 
শিশুমৃত্যু হ্রাস

  সঠিক উত্তর: (ঘ)

৭.
গ্রাম ও শহরে কাদের জন্য সহজলভ্য পরিবার পরিকল্পনা ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন?
Ο ক) 
সকলের জন্য
Ο খ) 
উচ্চবিত্তদের জন্য
Ο গ) 
শিক্ষিতদের জন্য
Ο ঘ) 
দরিদ্র মানুষের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৮.
সমাজের র্সবস্তরের মানুষের পরিচয় কোনটি?
Ο ক) 
চাকরিজীবী
Ο খ) 
ব্যবসায়ী
Ο গ) 
আমজনতা
Ο ঘ) 
কৃষক-শ্রমিক

  সঠিক উত্তর: (গ)

৯.
নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে-
i. প্রাথমিক শিক্ষাকে
ii. গণশিক্ষাকে
iii. স্বাক্ষরতা কর্মসূচিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১০.
বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে-
i. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ
ii. কৃষি, শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার
iii. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১.
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্যে বৃত্তির ব্যবস্থা করে উন্নত দেশে পাঠানো যায়-
i. ব্যক্তিগত উদ্যোগে
ii. বেসরকারি উদ্যোগে
iii. সরকারি উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১২.
ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাদের কর্মসংস্থান সম্ভব-
Ο ক) 
শহুরে নারীদের
Ο খ) 
উপজাতিদের
Ο গ) 
গ্রামীণ নারীদের
Ο ঘ) 
সকলের

  সঠিক উত্তর: (গ)

১৩.
সরকার কোন শিক্ষা প্রসারের জন্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে?
Ο ক) 
শিশু শিক্ষা
Ο খ) 
নারী শিক্ষা
Ο গ) 
বয়স্ক শিক্ষা
Ο ঘ) 
গণ শিক্ষা

  সঠিক উত্তর: (খ)

১৪.
বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
Ο ক) 
জ্বালানি শক্তি
Ο খ) 
জনশক্তি
Ο গ) 
দৈবশক্তি
Ο ঘ) 
পারমাণবিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

১৫.
নারী শিক্ষার প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কোনটি?
Ο ক) 
নারী শিক্ষক নিয়োগ
Ο খ) 
নতুন বিদ্যালয় নির্মাণ
Ο গ) 
শিক্ষাক্ষেত্র বাজেট বৃদ্ধি
Ο ঘ) 
মেয়েদের উপবৃত্তি প্রদান

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
পরস্পর সম্পর্কিত ধারণা কোনটি?
Ο ক) 
জনসংখ্যা ও জনসম্পদ
Ο খ) 
জনসংখ্যা বাংলাদেশ
Ο গ) 
জনসংখ্যা ও বহির্বিশ্ব
Ο ঘ) 
রাস্তাঘাট ও জনসম্পদ

  সঠিক উত্তর: (ক)

১৭.
নারীশিক্ষার প্রসারের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপটি হলো-
i. ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি
ii. প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই প্রদান
iii. উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
রফিকের বয়স ২০ বছর, কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্যে যে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে?
Ο ক) 
গণশিক্ষা
Ο খ) 
প্রাথমিক শিক্ষা
Ο গ) 
বহুমুখী শিক্ষা
Ο ঘ) 
কারিগরি শিক্ষা

  সঠিক উত্তর: (ক)

১৯.
বাংলাদেশ সরকার কত সালের মধ্যে নিরক্ষতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
Ο ক) 
২০০৯
Ο খ) 
২০১০
Ο গ) 
২০১৪
Ο ঘ) 
২০১৫

  সঠিক উত্তর: (গ)

২০.
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশকে যা বলা বাঞ্ছনীয়-
Ο ক) 
কাম্য জনসংখ্যার দেশ
Ο খ) 
অধিক জনসংখ্যার দেশ
Ο গ) 
কম জনসংখ্যার দেশ
Ο ঘ) 
পরিকল্পিত জনসংখ্যার দেশ

  সঠিক উত্তর: (খ)

২১.
যে দেশটি তাদের বিশাল জনশক্তিকে সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে-
Ο ক) 
পাকিস্তান
Ο খ) 
মায়ানমার
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
ভারত

  সঠিক উত্তর: (ঘ)

২২.
আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) 
২০ ভাগ
Ο খ) 
২৩ ভাগ
Ο গ) 
২৫ ভাগ
Ο ঘ) 
২৭ ভাগ

  সঠিক উত্তর: (খ)

২৩.
বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
Ο ক) 
৮৯৩ জন
Ο খ) 
৮৯৭ জন
Ο গ) 
৯৫০ জন
Ο ঘ) 
১০১৫ জন

  সঠিক উত্তর: (ঘ)

২৪.
সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে?
Ο ক) 
স্বাস্থ্যসেবা
Ο খ) 
চিকিৎসাসেবা
Ο গ) 
প্রযুক্তিগত সেবা
Ο ঘ) 
পুষ্টিবিষয়ক সেবা

  সঠিক উত্তর: (খ)

২৫.
কোনটি একটি দেশের জন্য কখনও বোজা আবার কখনও সম্পদ?
Ο ক) 
স্বাস্থ্যখাত
Ο খ) 
রপ্তানি খাত
Ο গ) 
জনসংখ্যা
Ο ঘ) 
রেমিটেন্স

  সঠিক উত্তর: (গ)

২৬.
আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতে শতকরা কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) 
২০ ভাগ
Ο খ) 
২১ ভাগ
Ο গ) 
২২ ভাগ
Ο ঘ) 
২৩ ভাগ

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কিসের অনুপাতে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অধিক?
Ο ক) 
শিক্ষার হার
Ο খ) 
 দক্ষতা
Ο গ) 
ভূমির
Ο ঘ) 
অর্থসম্পদ

  সঠিক উত্তর: (গ)

২৮.
বর্তমান সরকার যে শক্তিকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে-
Ο ক) 
জনশক্তিকে
Ο খ) 
নারীশক্তিকে
Ο গ) 
যুবশক্তিকে
Ο ঘ) 
শিশুশক্তিকে

  সঠিক উত্তর: (গ)

২৯.
একটি দেশের উন্নয়নের সঙ্গে কোনটি জড়িত?
Ο ক) 
জনসংখ্যা
Ο খ) 
পরিবেশ
Ο গ) 
প্রশিক্ষণ আয়
Ο ঘ) 
মাথাপিছু আয়

  সঠিক উত্তর: (ক)

৩০.
যে দুটি ধারণা একে অপরের সাথে সম্পর্কিত তা হলো-
i. জনসংখ্যা
ii. উন্নয়ন
iii. পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে?
Ο ক) 
তথ্য সেবা
Ο খ) 
চিকিৎসা সেবা
Ο গ) 
প্রযুক্তিগত সেবা
Ο ঘ) 
পুষ্টিবিষয়ক সেবা

  সঠিক উত্তর: (খ)

৩২.
জনসংখ্যা ও উন্নয়ন এ দুটি ধারণা-
Ο ক) 
একে অপরের সঙ্গে সম্পর্কিত
Ο খ) 
একে অপরের প্রতিরূপ
Ο গ) 
একে অপরের প্রতিচ্ছবি
Ο ঘ) 
একে অপরের বিপরীত

  সঠিক উত্তর: (ক)

৩৩.
অদক্ষ জনশক্তি বলতে যা বোঝায়-
Ο ক) 
কিশোর বয়সী জনশক্তি
Ο খ) 
যুবক বয়সের জনশক্তি
Ο গ) 
প্রশিক্ষণবিহীন জনশক্তি
Ο ঘ) 
কর্মহীন জনশক্তি

  সঠিক উত্তর: (গ)

৩৪.
বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে?
Ο ক) 
গ্রাম
Ο খ) 
ইউনিয়ন
Ο গ) 
জেলা
Ο ঘ) 
বিভাগ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
কীসের উপর একটি দেশের উন্নয়নে অনেকখানি নির্ভর করে?
Ο ক) 
নারী শিক্ষার
Ο খ) 
জনসংখ্যানীতির
Ο গ) 
জনসংখ্যার
Ο ঘ) 
প্রযুক্তির

  সঠিক উত্তর: (গ)

৩৬.
কোনটি নিয়ন্ত্রণে বেসরকারির সংস্থার রয়েছে দক্ষকর্মী?
Ο ক) 
ডায়াবেটিস
Ο খ) 
জনসংখ্যা
Ο গ) 
প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) 
মহামারি

  সঠিক উত্তর: (খ)

৩৭.
বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, টিকাদান ও পরিবার পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। এটি তাদের কোন ধরনের কার্যক্রম?
Ο ক) 
সচেতনতা কার্যক্রম
Ο খ) 
প্রশিক্ষণ কার্যক্রম
Ο গ) 
টিকাদান কার্যক্রম
Ο ঘ) 
পুষ্টি বিষয়ক কার্যক্রম

  সঠিক উত্তর: (খ)

৩৮.
কোন দেশটি আজ তথ্যপ্রযুক্তিতে অগ্রসর?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
ভারত
Ο গ) 
পাকিস্তান
Ο ঘ) 
মায়ানমার

  সঠিক উত্তর: (খ)

৩৯.
জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হলো-
i. নিরক্ষরতা দূরীকরণ
ii. শিক্ষার হার বাড়ানো
iii. নারী শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে উঠেছে?
Ο ক) 
শুধু শহরে
Ο খ) 
শুধু গ্রামে
Ο গ) 
শহর ও গ্রামে
Ο ঘ) 
হাওড় অঞ্চলে

  সঠিক উত্তর: (গ)

৪১.
দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে বলা হয়?
Ο ক) 
জনসংখ্যা কার্যক্রম
Ο খ) 
জনসংখ্যানীতি
Ο গ) 
জনসংখ্যা পরিকল্পনা
Ο ঘ) 
জনসংখ্যা প্রকল্প

  সঠিক উত্তর: (খ)

৪২.
কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
Ο ক) 
১০ জানুয়ারি
Ο খ) 
২ ফেব্রুয়ারি
Ο গ) 
১১ নভেম্বর
Ο ঘ) 
১২ ডিসেম্বর

  সঠিক উত্তর: (খ)

৪৩.
রহিমা গ্রামের দরিদ্র পরিবারের বধু। সে অন্ত:সত্ত্বা হয়েছে। চিকিৎসার জন্যে সে যাবে-
i. স্বাস্থসেবা কেন্দ্রে
ii. থানা স্বাস্থ্যসেবা কেন্দ্রে
iii. ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করে-
i. পোস্টার
ii. ডকুমেন্টারি ফিল্ম
iii. ডায়েরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্যে যেসব উপকরণ ব্যবহার করে-
i. নিউজলেটার
ii. ডকুমেন্টারি ফিল্ম
iii. ডায়েরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৬.
প্রতিটি থানা ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যা সরবরাহ নিশ্চিত করা হয়েছে-
i. ডাক্তার
ii. নার্স
iii. প্রয়োজনীয় ওষুধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
বাংলাদেশ সরকার কয়টি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে?
Ο ক) 
এক
Ο খ) 
দুই
Ο গ) 
তিন
Ο ঘ) 
চার

  সঠিক উত্তর: (খ)

৪৮.
কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
Ο ক) 
২রা জানুয়ারি
Ο খ) 
২রা ফেব্রুয়ারি
Ο গ) 
২রা মার্চ
Ο ঘ) 
২রা এপ্রিল

  সঠিক উত্তর: (ক)

৪৯.
আমেরিকার তথ্যপ্রযুক্তি খাত কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) 
২০ ভাগ
Ο খ) 
২৩ ভাগ
Ο গ) 
২৭ ভাগ
Ο ঘ) 
৩০ ভাগ

  সঠিক উত্তর: (খ)

৫০.
রিতা সপ্তম শ্রেণিতে পড়ে। সে সরকার থেকে উপবৃত্তি পায়। রিতা কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তি পাবে?
Ο ক) 
অষ্টম
Ο খ) 
নবম
Ο গ) 
দশম
Ο ঘ) 
দ্বাদশ

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হিসেবে দেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্যে নিশ্চিত করা হয়-
i. নিরাপত্তা
ii. স্বাস্থ্য সেবা
iii. প্রয়োজনীয় খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫২.
সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়-উক্ত বাক্যটি কোন দেশের জন্য প্রযোজ্য?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
ভারত
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
মিয়ানমার

  সঠিক উত্তর: (ক)

৫৩.
বাংলাদেশ সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
Ο ক) 
২০০৯
Ο খ) 
২০১০
Ο গ) 
২০১৪
Ο ঘ) 
২০১৫

  সঠিক উত্তর: (গ)

৫৪.
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কোন দেশ বেশ এগিয়ে আছে?
Ο ক) 
ভারত
Ο খ) 
নেপাল
Ο গ) 
ভুটান
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ক)

৫৫.
জনসংখ্যা নীতিতে থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা-
i. সার্বক্ষণিক ডাক্তারের
ii. সার্বক্ষণিক আইনের
iii. সার্বক্ষণিক নার্সের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৬.
বেসরকারি সংস্থাগুলো কোন পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বগ্ধ করার জন্যে কাজ করছে?
Ο ক) 
পরিবার পরিকল্পনা
Ο খ) 
জনসংখ্যা নিয়ন্ত্রণ
Ο গ) 
টিকাদান
Ο ঘ) 
শিশু মৃত্যু হ্রাস

  সঠিক উত্তর: (ক)

৫৭.
নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে-
i. পোশাক শিল্পে
ii. কুটির শিল্পে
iii. কারু শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
কীসের উন্নতির ফলে এদেশে বিগত বছরগুলোর তুলনায় শিশু ও মাতৃমৃত্যুর হার কমে এসেছে?
Ο ক) 
চিকিৎসা ব্যবস্থার
Ο খ) 
শিক্ষা ব্যবস্থার
Ο গ) 
যোগাযোগ ব্যবস্থার
Ο ঘ) 
খাদ্য ব্যবস্থার

  সঠিক উত্তর: (ক)

৫৯.
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
Ο ক) 
অনেকটা কমেছে
Ο খ) 
কিছুটা কমেছে
Ο গ) 
মোটেও কমেনি
Ο ঘ) 
বৃদ্ধি পেয়েছে

  সঠিক উত্তর: (খ)

৬০.
বাংলাদেশের জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো-
i. বর্তমান নাগরিকদের জীবনমান উন্নয়ন
ii. ভবিষ্যৎ নাগরিকদের জীবনমান উন্নয়ন
iii. বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জীবনমানের উৎকর্ষ সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১.
যে কারণে আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে-
i. বিদেশি সহায়তা
ii. পরিবার পরিকল্পনা কার্যক্রম
iii. মানুষের ক্রমবর্ধমান সচেতনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬২.
সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ?
Ο ক) 
২০১২ সাল
Ο খ) 
২০১৫ সাল
Ο গ) 
২০২০ সাল
Ο ঘ) 
২০২১ সাল

  সঠিক উত্তর: (খ)

৬৩.
বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি?
Ο ক) 
ভারত
Ο খ) 
চীন
Ο গ) 
পাকিস্তান
Ο ঘ) 
মায়ানমার

  সঠিক উত্তর: (খ)

৬৪.
দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
Ο ক) 
পুষ্টিকর খাবারের উৎপাদন বাড়ায়
Ο খ) 
প্রবীণরা নিয়মিত ব্যায়াম করায়
Ο গ) 
প্রজনন ও মৃত্যুহার কমে যাওয়ায়
Ο ঘ) 
পারিবারিক সেবা অধিক পাওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৬৫.
বাংলাদেশের জনসংখ্যানীতির উদ্দেশ্য হলো প্রজনন স্বাস্থসেবার ব্যবস্থা করা-
i. দরিদ্র জনগোষ্ঠীর
ii. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের
iii. সর্বস্তরের মানুষের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৬.
প্রতি বছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
Ο ক) 
২ রা ফেব্রুয়ারি
Ο খ) 
২১ শে ফেব্রুয়ারি
Ο গ) 
৮ই মার্চ
Ο ঘ) 
১লা মে

  সঠিক উত্তর: (ক)

৬৭.
এদেশে বিগত বছরগুলোর তুলনায় শিশু ও� মাতৃমৃত্যু হার কমে এসছে কেন?
Ο ক) 
পুষ্টিকর খাদ্যের দাম কমায়
Ο খ) 
শিক্ষার হার বাড়ায়
Ο গ) 
চিকিৎসা পদ্ধতি উন্নত হওয়ায়
Ο ঘ) 
সচেতনতা বৃদ্ধি পাওয়ায়

  সঠিক উত্তর: (গ)

৬৮.
হাঁস-মুরগি পালন, মাছের চাষ প্রভৃতির ধরন কোনটি?
Ο ক) 
ব্যয় বৃদ্ধিমূলক প্রকল্প
Ο খ) 
পুষ্টিবর্ধক প্রকল্প
Ο গ) 
আয় বৃদ্ধিমূলক প্রকল্প
Ο ঘ) 
সৌখিন প্রকল্প

  সঠিক উত্তর: (গ)

৬৯.
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে আমাদের প্রতিবেশি দেশ-
i. ভারত
ii. পাকিস্তান
iii. শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭০.
সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?
Ο ক) 
উচ্চ শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) 
মাথাপিছু আয় বৃদ্ধি
Ο গ) 
নিরক্ষরতা দূরীকরণ
Ο ঘ) 
স্বাস্থ্য রক্ষা

  সঠিক উত্তর: (গ)

৭১.
জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করার কৌশল-
i. দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ
ii. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
iii. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
এদেশে বিগত জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি?
Ο ক) 
ভারত
Ο খ) 
রাশিয়া
Ο গ) 
ইন্দোনেশিয়া
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয় তা হলো-
i. বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ii. ইনজেকশন
iii. পুষ্টি শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৪.
বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে?
Ο ক) 
নারীশক্তিকে
Ο খ) 
জনশক্তিকে
Ο গ) 
প্রাকৃতিক শক্তিকে
Ο ঘ) 
যুবশক্তিকে

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্য অর্জনের জন্য কত সালে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন?
Ο ক) 
১৯৯৭ সালে
Ο খ) 
১৯৯৯ সালে
Ο গ) 
২০০৯ সালে
Ο ঘ) 
২০১০ সালে

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
যেভাবে শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা সম্ভব-
Ο ক) 
শিশু ও নারীকে হাসপাতালে রেখে
Ο খ) 
শিশু ও নারীকে বাড়িতে সেবা করে
Ο গ) 
প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করে
Ο ঘ) 
শিশু ও নারীকে দুধ পান করিয়ে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
কোনটি সচেতনতামূলক কার্যক্রম?
Ο ক) 
নিউজলেটার
Ο খ) 
নাটক
Ο গ) 
সিনেমা
Ο ঘ) 
শর্ট ফিল্ম

  সঠিক উত্তর: (ক)

৭৮.
পরিকল্পিত পরিবারের কতজন সন্তান থাকে?
Ο ক) 
১ জন
Ο খ) 
২ জন
Ο গ) 
৩ জন
Ο ঘ) 
৪ জন

  সঠিক উত্তর: (খ)

৭৯.
উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে কীসে পরিণত করা যায়?
Ο ক) 
সুযোগ্য নাগরিক হিসেবে
Ο খ) 
সচেতন মানুষ হিসেবে
Ο গ) 
আদর্শ মানুষ হিসেবে
Ο ঘ) 
জনসম্পদে

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় এমন দেশ কোনটি?
Ο ক) 
আমেরিকা
Ο খ) 
ইংল্যান্ড
Ο গ) 
বাংলাদেশ
Ο ঘ) 
কানাডা

  সঠিক উত্তর: (গ)

৮১.
আমাদের দেশে মেয়েদের বিবাহের গড় বয়স বৃদ্ধি পেলেও কত বছরের নিচে রয়েছে?
Ο ক) 
১৮
Ο খ) 
১৯
Ο গ) 
২০
Ο ঘ) 
২১

  সঠিক উত্তর: (খ)

৮২.
কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
Ο ক) 
জনসম্পদ
Ο খ) 
খনিজ সম্পদ
Ο গ) 
কৃষিজ সম্পদ
Ο ঘ) 
শিল্প সম্পদ

  সঠিক উত্তর: (ক)

৮৩.
প্রতি বছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদ্‌যাপন করা হয়?
Ο ক) 
২রা ফেব্রুয়ারি
Ο খ) 
২১শে ফেব্রুয়ারি
Ο গ) 
৮ই মার্চ
Ο ঘ) 
১লা মে

  সঠিক উত্তর: (ক)

৮৪.
বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে যে পর্যায়ে এনজিও ভূমিকা পালন করে-
i. স্থানীয়
ii. আন্তর্জাতিক
iii. জাতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
কোনটি প্রশিক্ষণমূলক কার্যক্রম?
Ο ক) 
পুষ্টি বিষয়ক শিক্ষা
Ο খ) 
বাল্য বিবাহ রোধ
Ο গ) 
ইনজেকশন দেওয়া
Ο ঘ) 
মা ও শিশুর স্বাস্থ্য সেবা

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
জনসংখ্যাকে সম্পদে পরিণত করার কৌশল হলো-
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার
iii. কর্মমুখী শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
এদেশটির অতি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভের পূর্বশর্ত হলো-
Ο ক) 
তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান
Ο খ) 
খনিজ দ্রব্য আহরণ
Ο গ) 
বিশ্বব্যাংকের শেয়ার ক্রয়
Ο ঘ) 
উন্নত দেশে শ্রমিক পাঠানো

  সঠিক উত্তর: (ক)

৮৮.
জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় কোনটি?
Ο ক) 
দক্ষতা বাড়ানোর সুযোগ সৃষ্টি
Ο খ) 
বেকার ভাতা প্রদানের সুযোগ সৃষ্টি
Ο গ) 
শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি
Ο ঘ) 
বিদেশে প্রেরণের সুযোগ সৃষ্টি

  সঠিক উত্তর: (ক)

৮৯.
কোন দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি?
Ο ক) 
ভারত
Ο খ) 
রাশিয়া
Ο গ) 
ইন্দোনেশিয়া
Ο ঘ) 
বাংলাদেশ

  সঠিক উত্তর: (ঘ)

৯০.
টিকাদান কোন ধরনের কার্যক্রম?
Ο ক) 
প্রশিক্ষণ কার্যক্রম
Ο খ) 
সচেতনতা কার্যক্রম
Ο গ) 
কমিউনিটি ভিত্তিক প্রকল্প
Ο ঘ) 
ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি

  সঠিক উত্তর: (ক)

৯১.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কেন?
Ο ক) 
নিরক্ষরতা দূরীকরণসহ শিক্ষার হার বৃদ্ধির জন্য
Ο খ) 
বৈদেশিক অনুদানকে কাজে লাগানোর জন্য
Ο গ) 
দাতা সংস্থার মনোযোগ আকৃষ্টের জন্য
Ο ঘ) 
বহির্বিশ্বে পরিচিতি পাওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৯২.
সরকার কর্তৃক গৃহীত আমাদের দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার অন্যতম কৌশলটি হলো-
i. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
ii. নারীশিক্ষার প্রসার
iii. সম্পদভিত্তিক সমাজ গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৩.
জনসংখ্যা উন্নয়নে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে কী বলে?
Ο ক) 
পরিবার পরিকল্পনা
Ο খ) 
উন্নয়ন পরিকল্পনা
Ο গ) 
জনসংখ্যা নীতি
Ο ঘ) 
পরিবেশ নীতি

  সঠিক উত্তর: (গ)

৯৪.
দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-
i. উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে
ii. কারিগরি শিক্ষার ব্যবস্থা করলে
iii. অধিক সদস্যের গঠনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৫.
আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
Ο ক) 
৩০জন
Ο খ) 
৩২ জন
Ο গ) 
৩৫ জন
Ο ঘ) 
৩৭ জন

  সঠিক উত্তর: (খ)

৯৬.
প্রশিক্ষণের ব্যাখ্যা হলো-
Ο ক) 
হাতে-কলমে শিক্ষা প্রদান
Ο খ) 
একাডেমিক শিক্ষা প্রদান
Ο গ) 
বিশেষ বিষয়ে শিক্ষা প্রদান
Ο ঘ) 
যেকোনো বিষয়ে শিক্ষা প্রদান

  সঠিক উত্তর: (ক)

৯৭.
বেরকারি সংস্থাসমূহের গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে-
i. জনসংখ্যা নিয়ন্ত্রণ
ii. পরিবার পরিকল্পনা
iii. শিশু মৃত্যু হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
এলিজা আক্তার আবালপুর গ্রামে একটি এনজিও-এর কর্মী হিসেবে গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সম্পর্কে বিভিন্ন উপকরণের মাধ্যমে ধারণা দিয়ে থাকেন। এলিজার বাবা ধর্মীয় ব্যক্তি হলেও পরিবার পরিকল্পনা সম্পর্কে এলিজার মাধ্যমে ধারণা পাল্টিয়েছেন।
৯৮.
এলিজা আক্তার কী ধরনের প্রতিষ্ঠানে কর্মরত আছেন?
Ο ক) 
সামরিক সংস্থা
Ο খ) 
আধা সরকারি সংস্থা
Ο গ) 
সরকারি সংস্থা
Ο ঘ) 
বেরকারি সংস্থা

  সঠিক উত্তর: (ঘ)

৯৯.
এলিজা কোন প্রকল্পের আওতায় কাজ করছেন?
Ο ক) 
বাল্যবিবাহ নিরোধ
Ο খ) 
পরিবার পরিকল্পনা
Ο গ) 
প্রশিক্ষণ প্রকল্প
Ο ঘ) 
পুনর্বাসন প্রকল্প

  সঠিক উত্তর: (খ)

১০০.
এলিজা আক্তার গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য ধারণা দিতে উপকরণ হিসেবে দিয়েছিল-
i. ক্যালেন্ডার
ii. পোস্টার
iii. বস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন