জে.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১০ম |
১. |
পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে? |
Ο ক) |
হাসি তামাসার |
Ο খ) |
মানসিক প্রশান্তির |
Ο গ) |
বিকারগ্রস্ততার |
Ο ঘ) |
ব্যথা বেদনার |
সঠিক উত্তর: (খ)
২. |
বিনোদনের সাথে সম্পর্কিত হলো- i. মানসিক প্রশান্তি ii. মানসিক উন্নতি iii. হীন মানসিকতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i |
সঠিক উত্তর: (ক)
৩. |
সাম্প্রতিককালে বাংলাদেশে কিশোর অপরাধের ক্ষেত্রে যার পরিবর্তন ঘটেছে- i. কারণ ii. ধরন iii. প্রকারভেদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও iii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৪. |
কিশোর অপরাধ রোধের জন্য আমরা যেসব কাজ করতে পারি তা হলো- i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ii. সরকারি ও বেসরকারি উদ্যোগ iii. সুস্থ বিনোদন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা সংগটিত বিভিন্ন ধরনের অপরাধকে কী বলে? |
Ο ক) |
দন্ডনীয় অপরাধ |
Ο খ) |
দন্ডবিহীন অপরাধ |
Ο গ) |
কিশোর অপরাধ |
Ο ঘ) |
মারাত্মক অপরাধ |
সঠিক উত্তর: (গ)
৬. |
কিশোর অপরাধ সংঘটনের সাথে কোনটি সম্পর্কিত? |
Ο ক) |
অর্থসম্পদ |
Ο খ) |
মানসম্মান |
Ο গ) |
জনজীবনের নিরাপত্তা |
Ο ঘ) |
জাতীয় নিরাপত্তা |
সঠিক উত্তর: (গ)
৭. |
বেকাররা মাদকাসক্ত হচ্ছে কেন? |
Ο ক) |
ইচ্ছে করে |
Ο খ) |
সময় কাটাতে |
Ο গ) |
হতাশার কারণে |
Ο ঘ) |
চিত্তবিনোদনের অভাবে |
সঠিক উত্তর: (গ)
৮. |
শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য চিত্তবিনোদন কেন্দ্র স্থাপনে যে উদ্যোগ গ্রহণ করা আবশ্যক- |
Ο ক) |
সরকারি |
Ο খ) |
বেসরকারি |
Ο গ) |
সরকারি ও বেসরকারি |
Ο ঘ) |
ব্যক্তিকেন্দ্রিক |
সঠিক উত্তর: (গ)
৯. |
মাদকসেবনকারীর শরীরে যা হতে পারে- i. হৃদরোগ ii. ক্যান্সার iii. শ্বাসকষ্ট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
যে সমাজে মাদকের ছড়াছড়ি সেকানে বেশি ঘটে থাকে- i. সামাজিক নিরাপত্তা ii. চুরি, ডাকাতি iii. ছিনতাই, রাহাজানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১১. |
মাদকদ্রব্যের ধরনসমূহ হলো- i. হিরোইন ii. ইয়াবা iii. কোল্ড ড্রিংকস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১২. |
ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে ও অন্যান্য উপায়ে গড়ে তুলতে হবে- i. মাদকবিরোধী সচেতনতা ii. সামাজিক আন্দোলন iii. গণ আন্দোলন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১৩. |
সুস্থ ও গঠনমূলক চিত্তবিনোদনের ব্যবস্থা করে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে হবে কেন? |
Ο ক) |
মাদক গ্রহণে উৎসাহিত না হওয়ার জন্য |
Ο খ) |
নৈতিকতার শিক্ষা লাভ করার জন্য |
Ο গ) |
লেখাপড়ায় অধিক মনোযোগী করার জন্য |
Ο ঘ) |
মা-বাবার প্রতি ভক্তি অর্জন করার জন্য |
সঠিক উত্তর: (ক)
১৪. |
মাদকাসক্তি প্রতিরোধে যা ভূমিকা রাখতে পারে- i. সামাজিক শিক্ষা ii. নৈতিক শিক্ষা iii. ধর্মীয় শিক্ষা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
আমাদের দেশে কিশোর অপরাধের কারণ কী? |
Ο ক) |
দারিদ্র্য |
Ο খ) |
বিবাহ বিচ্ছেদ |
Ο গ) |
আদর-যত্নের অভাব |
Ο ঘ) |
চিত্তবিনোদনের অভাব |
সঠিক উত্তর: (ক)
১৬. |
ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যা বোঝায়- |
Ο ক) |
ধর্মের চার্চকেন্দ্র |
Ο খ) |
ধর্মের সমালোচনা কেন্দ্র |
Ο গ) |
নৈতিকতার বিকাশকেন্দ্র |
Ο ঘ) |
হিতোপদেশ কেন্দ্র |
সঠিক উত্তর: (ক)
১৭. |
কোথায় চোখ রাখলে আমরা কিশোর অপরাধের ভয়বাহ পরিস্থিতি সহজেই অনুমান করতে পারব? |
Ο ক) |
হাটে বাজারে |
Ο খ) |
দৈনিক পত্রিকায় |
Ο গ) |
জুয়ার আড্ডায় |
Ο ঘ) |
মদের দোকানে |
সঠিক উত্তর: (খ)
১৮. |
স্থানীয় পর্যায়ে মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে- i. মসজিদ-মন্দির ii. ক্লাব-সমিতি iii. সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
কাউকে অপহরণ করা কেমন অপরাধ? |
Ο ক) |
কিশোর অপরাধ |
Ο খ) |
পারিবারিক অপরাধ |
Ο গ) |
দন্ডনীয় অপরাধ |
Ο ঘ) |
দন্ডবিহীন অপরাধ |
সঠিক উত্তর: (গ)
২০. |
যেখানে থেকে শিশুর তথ্য সংগ্রহ করা সম্ভব- |
Ο ক) |
জন্মনিবন্ধিকরণ |
Ο খ) |
বিদ্যালয় |
Ο গ) |
এলাকা |
Ο ঘ) |
ইউনিয়ন পরিষধ |
সঠিক উত্তর: (ক)
২১. |
যে দেশে ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কর্তৃক সমাজ বা রাষ্ট্রবিরোধী কাজই কিশোর অপরাধ- i. বাংলাদেশ ii. শ্রীলঙ্কা iii. ভারত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২. |
জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত? |
Ο ক) |
৭ থেকে ১৬ বছর |
Ο খ) |
৭ থেকে ১৮ বছর |
Ο গ) |
১৮ থেকে ২০ বছর |
Ο ঘ) |
১৪ থেকে ২২ বছর |
সঠিক উত্তর: (গ)
২৩. |
রাজু তার দাদুর পকেট থেকে প্রায়ই সিগারেট চুরি করে। এর ফলে তার কোন অভ্যাস গড়ে ওঠে? |
Ο ক) |
ধূমপানের |
Ο খ) |
চুরির |
Ο গ) |
পকেট মারার |
Ο ঘ) |
মাদাকাসক্তির |
সঠিক উত্তর: (ক)
২৪. |
সন্তানদের ছোটবেলা থেকেই যে বিষয় শেখানোর জন্যে অভিভাবক ও পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেষ্ঠ হতে হবে- i. ধর্মীয় মূল্যবোধ ii. সামাজিক মূল্যবোধ iii. নৈতিক মূল্যবোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
২৫. |
ইদানিং বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে সর্বত্র কোন অপরাধ বেড়ে চলেছে? |
Ο ক) |
মারপিট |
Ο খ) |
মেয়েদের |
Ο গ) |
ছেলেদের |
Ο ঘ) |
বৃদ্ধদের |
সঠিক উত্তর: (খ)
২৬. |
মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যম কোনটি? |
Ο ক) |
খোলা মাঠ |
Ο খ) |
আঙিনা |
Ο গ) |
ডাক বাংলা |
Ο ঘ) |
সভা |
সঠিক উত্তর: (ঘ)
২৭. |
কোন দেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে? |
Ο ক) |
ভুটান |
Ο খ) |
পাকিস্তান |
Ο গ) |
বাংলাদেশ |
Ο ঘ) |
নেপাল |
সঠিক উত্তর: (গ)
২৮. |
মাদকাসক্তি মারাত্মক প্রভাব ফেলছে আমাদের- i. সামাজিক জীবনে ii. অর্থনৈতিক জীবনে iii. নৈতিক জীবনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
২৯. |
মাদক গ্রহণ একটি কেমন অভ্যাস? |
Ο ক) |
মারাত্মক মন্দ অভ্যাস |
Ο খ) |
অভিজাত |
Ο গ) |
আমোদিয়া |
Ο ঘ) |
আধুনিক |
সঠিক উত্তর: (ক)
৩০. |
পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়সীমা কত বছর? |
Ο ক) |
৭ থেকে ১৫ বছর |
Ο খ) |
৭ থেকে ১৬ বছর |
Ο গ) |
৭ থেকে ১৭ বছর |
Ο ঘ) |
৭ থেকে ১৮ বছর |
সঠিক উত্তর: (ঘ)
৩১. |
কিশোর অপরাধীরা যে অপরাধের সাথে জড়িত থাকে- i. চুরি, খুন, জুয়া খেলা ii. স্কুল পালানো, বাড়ি থেকে নিরুদ্দেশ iii. পাঠে মনোযোগ দেওয়া, সময়মতো স্কুলে যাওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৩২. |
মাদকাসক্তির হাত থেকে সমাজ ও সমাজের মানুষকে রক্ষা করার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ? |
Ο ক) |
প্রতিরোধমূলক |
Ο খ) |
প্রতিশোধমূলক |
Ο গ) |
শাস্তিমূলক |
Ο ঘ) |
অবজ্ঞামূলক |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
শিশু-কিশোররা অনেক সময় জুয়া খেলে কেন? |
Ο ক) |
ভালো খেলতে পারে বলে |
Ο খ) |
জুয়াখেলা শেখার জন্য |
Ο গ) |
সঙ্গদোষে |
Ο ঘ) |
অতিরিক্ত টাকা হাতে থাকে বলে |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
মাদকমুক্ত সমাজ গঠনে দরকার- i. গণসচেতনতা ii. কর্মের আইন iii. নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন বন্ধ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
শারীরিক-মানসিক ত্রুটি বা বৈকল্য শিশুমনে কিসের জন্ম দেয়? |
Ο ক) |
অহংকারের |
Ο খ) |
গর্বের |
Ο গ) |
বিরাগের |
Ο ঘ) |
হীনমন্যতার |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
কোথায় নিত্যনতুন ধরনের কিশোর অপরাধ ঘটে চলেছে- |
Ο ক) |
গ্রাম এলাকা |
Ο খ) |
হাওড় এলাকায় |
Ο গ) |
বন্দর এলাকায় |
Ο ঘ) |
নির্জন এলাকায় |
সঠিক উত্তর: (গ)
৩৭. |
কোথায় শিশুদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে? |
Ο ক) |
পরিবারে |
Ο খ) |
সমাজে |
Ο গ) |
বিদ্যালয়ে |
Ο ঘ) |
রাষ্ট্রে |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
কারা স্বাভাবিকভাবেই কৌতূহলপ্রবণ? |
Ο ক) |
শিশুরা |
Ο খ) |
যুবকরা |
Ο গ) |
কিশোররা |
Ο ঘ) |
বৃদ্ধরা |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
কোন কেন্দ্রের মাধ্যমে এলাকার কিশোর অপরাধ চিত্র অভিভাবকদের সামনে তুলে ধরতে হবে? |
Ο ক) |
অভিভাবক শিক্ষা ও নির্দেশনা কেন্দ্র |
Ο খ) |
অভিভাবক শিক্ষা ও উপদেশকেন্দ্র |
Ο গ) |
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র |
Ο ঘ) |
শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্র |
সঠিক উত্তর: (ক)
৪০. |
মাদকদ্রব্য সংক্রান্ত বিষয় নিয়ে বাঞ্ছনীয় স্লোগান কোনটি? |
Ο ক) |
মাদককে হ্যাঁ বলুন |
Ο খ) |
মাদককে গ্রহণ করুন |
Ο গ) |
মাদককে না বলুন |
Ο ঘ) |
মাদককে উৎসাহিত করুন |
সঠিক উত্তর: (গ)
৪১. |
সমাজের নৈতিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে কেন? |
Ο ক) |
কিশোররা মাদকসক্তিতে জড়াচ্ছে বলে |
Ο খ) |
শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে |
Ο গ) |
নৈতিকতাসম্পন্ন শিক্ষকের অভাবে |
Ο ঘ) |
নৈতিক প্রশিক্ষণকেন্দ্র না থাকার কারণে |
সঠিক উত্তর: (ক)
৪২. |
আসিফ ইদানীং স্কুল ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলে। ছুটির সময়ে বিদ্যালয়ে ফেরত ছেলের মতো বাড়ি ফিরে। আসিফের আচরণে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে। |
Ο ক) |
অতি চালাক |
Ο খ) |
মানসিক অশান্তি |
Ο গ) |
পারিবারিক |
Ο ঘ) |
কিশোর অপরাধ |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
কারা স্বাভাবিকভাবেই কৌতূহল প্রবণ? |
Ο ক) |
মহিলারা |
Ο খ) |
যুবকরা |
Ο গ) |
কিশোররা |
Ο ঘ) |
বৃদ্ধরা |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
বর্তমান সময়ে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণ- |
Ο ক) |
মোবাইল |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
টেলিভিশন |
Ο ঘ) |
মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
ইদানিং কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের উত্যক্ত করার ঘটনা বেড়ে চলেছে- i. গ্রাম অঞ্চলে ii. শহর অঞ্চলে iii. পাহাড়ি অঞ্চলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
বাংলাদেশের কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি? |
Ο ক) |
অসৎ সঙ্গ |
Ο খ) |
দারিদ্য |
Ο গ) |
চিত্তবিনোদনের অভাব |
Ο ঘ) |
শিক্ষার অভাব |
সঠিক উত্তর: (খ)
৪৭. |
অপ্রাপ্তবয়স্কদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কী বলে? |
Ο ক) |
অপরিণত অপরাধ |
Ο খ) |
পরিণত অপরাধ |
Ο গ) |
কিশোর অপরাধ |
Ο ঘ) |
যুব অপরাধ |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
কোনটির অপব্যবহারে শিশু-কিশোরদের অপরাধ হয়ে ওঠার নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে? |
Ο ক) |
শিক্ষার |
Ο খ) |
জ্ঞানের |
Ο গ) |
সম্পদের |
Ο ঘ) |
প্রযুক্তির |
সঠিক উত্তর: (ঘ)
৪৯. |
মাদকের প্রভাবে দেখা দেয়- i. রাজনৈতিক সহিংসতা ii. সামাজিক অস্থিরতা iii. মূল্যবোধের অবক্ষয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৫০. |
অধিক অনুকরণপ্রিয় কারা? |
Ο ক) |
শিশুরা |
Ο খ) |
কিশোররা |
Ο গ) |
যুবকেরা |
Ο ঘ) |
বৃদ্ধরা |
সঠিক উত্তর: (খ)
৫১. |
বাংলাদেশে কোনটির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে? |
Ο ক) |
চুরি |
Ο খ) |
রাহাজানি |
Ο গ) |
জঙ্গিবাদ |
Ο ঘ) |
কিশোর অপরাধ |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
মাদক প্রতিরোধে তরুণদের কোন প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করতে হবে? |
Ο ক) |
মাদককে রোধ করুন |
Ο খ) |
ধূমপানকে রোধ করুন |
Ο গ) |
ধূমপানকে না বলুন |
Ο ঘ) |
মাদককে না বলুন |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
শিশু-কিশোরদের মনে অনেক সময় হতাশা জন্ম নেয়- i. পিতামাতার স্নেহ বঞ্চিত হলে ii. ভালো-বন্ধু না পেলে iii. বিদ্যালয়ের পরিবেশ ভালো না হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫৪. |
মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে- i. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া ii. নৈতিক মূল্যবোধ শেখানো iii. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৫. |
থাইল্যান্ডের কিশোরদের বয়সসীমা হলো- |
Ο ক) |
৭ থেকে ১৮ বছর |
Ο খ) |
৭ থেকে ১৭ বছর |
Ο গ) |
৭ থেকে ১৬ বছর |
Ο ঘ) |
৭ থেকে ২২ বছর |
সঠিক উত্তর: (ক)
৫৬. |
বর্তমান সমাজব্যবস্থায় পিতামাতার কর্মক্ষেত্রে কী দেখা যায়? |
Ο ক) |
স্বজনপ্রীতি |
Ο খ) |
দুর্নীতি |
Ο গ) |
অনিয়ম |
Ο ঘ) |
অধিক ব্যস্ততা |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে? |
Ο ক) |
হাসি তামাশার |
Ο খ) |
মানসিক প্রশান্তির |
Ο গ) |
বিকারগ্রস্ততার |
Ο ঘ) |
ব্যথা বেদনার |
সঠিক উত্তর: (খ)
৫৮. |
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেকানোর জন্যে কাদের সচেষ্ট হতে হবে? |
Ο ক) |
অভিভাবকদের |
Ο খ) |
প্রতিবেশীদের |
Ο গ) |
খেলার সাথিদের |
Ο ঘ) |
শিক্ষকদের |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
যেসব পিতামাতার সন্তানরা পরিবারে অসংগত আচরণ করে এবং অপরাধী হয়ে বেড়ে উঠে- i. কর্মব্যস্ত ii. সংসারত্যাগী iii. উদাসীন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৬০. |
আজকাল যার মধ্যে ধূমপানসহ অন্যান্য নেশার দ্রব্য গ্রহণের হার বেড়েছে- i. কিশোর ii. বৃদ্ধ iii. যুব সমাজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৬১. |
শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কী স্থাপন করা প্রয়োজন? |
Ο ক) |
চিত্তবিনোদন কেন্দ্র |
Ο খ) |
গ্রামীণ টিভি সেন্টার |
Ο গ) |
ভূউপগ্রহ কেন্দ্র |
Ο ঘ) |
গ্রামীণ জাদুঘর |
সঠিক উত্তর: (ক)
৬২. |
জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত? |
Ο ক) |
১২ থেকে ১৮ বছর |
Ο খ) |
১৩ থেকে ১৮ বছর |
Ο গ) |
১৪ থেকে ২০ বছর |
Ο ঘ) |
১৪ থেকে ২২ বছর |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
খেলাধুলা বা অন্যকোনো উপকরণের অভাবে শিশু-কিশোররা হয়ে ওঠে- |
Ο ক) |
চোর |
Ο খ) |
ডাকাত |
Ο গ) |
খুনি |
Ο ঘ) |
অপরাধী |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
ধূমপান বলতে কী বোঝায়? |
Ο ক) |
ধোঁয়া জাতীয় দ্রব্য সেবন |
Ο খ) |
তরল দ্রব্য সেবন |
Ο গ) |
কঠিন জাতীয় দ্রব্য সেবন |
Ο ঘ) |
ধূমমিশ্রিত দ্রব্য সেবন |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কীভাবে মাদকে আকৃষ্ট হয়? |
Ο ক) |
কৌতূহলী হয়ে |
Ο খ) |
বিভ্রান্ত হয়ে |
Ο গ) |
বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে |
Ο ঘ) |
পথভ্রষ্ট হয়ে |
সঠিক উত্তর: (গ)
৬৬. |
শিশু কিশোর অপরাধের সাথে নতুন যে মাত্রা যুক্ত হয়েছে তা হলো- i. মোবাইল এর অপব্যবহার ii. প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার iii. ইন্টারনেটের অপব্যবহার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
অদক্ষ জনশক্তি বলতে যা বোঝায়- |
Ο ক) |
কিশোর বয়সী জনশক্তি |
Ο খ) |
যুবক বয়সী জনশক্তি |
Ο গ) |
প্রশিক্ষণবিহীন জনশক্তি |
Ο ঘ) |
কর্মহীন জনশক্তি |
সঠিক উত্তর: (গ)
৬৮. |
হতাশা সৃষ্টির অন্যতম কারণ কোনটি? |
Ο ক) |
বিবাহ করা |
Ο খ) |
টাকাপয়সা খরচ করা |
Ο গ) |
প্রেমে ব্যর্থ হওয়া |
Ο ঘ) |
বিদেশ গমন করা |
সঠিক উত্তর: (গ)
৬৯. |
মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে- i. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া ii. নৈতিক মূল্যবোধ শেখানো iii. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭০. |
মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকরী ব্যবস্থা- |
Ο ক) |
প্রতিরোধমূলক |
Ο খ) |
প্রতিকারমূলক |
Ο গ) |
পুনর্বাসনমূলক |
Ο ঘ) |
নিরীক্ষামূলক |
সঠিক উত্তর: (ক)
৭১. |
আমাদের চারপাশে অনেককে যা সেবন করতে দেখি- i. বিড়ি ii. সিগারেট iii. তামাকের ধোঁয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
বাংলাদেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ? |
Ο ক) |
অসৎ সঙ্গ |
Ο খ) |
দারিদ্র |
Ο গ) |
বিনোদনের অভাব |
Ο ঘ) |
শিক্ষার অভাব |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
কিশোর অপাধ কোন ধরনের সমস্যা? |
Ο ক) |
রাজনৈতিক |
Ο খ) |
সামাজিক |
Ο গ) |
অর্থনৈতিক |
Ο ঘ) |
মানবিক |
সঠিক উত্তর: (খ)
৭৪. |
বাংলাদেশের কিশোররা সাধারণত যেসব অপরাধ করে থাকে তা হলো- i. বিনা টিকিটে রেলভ্রমণ ii. ডাকাতি iii. চাঁদা আদায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
যে কর্মকান্ডের সঙ্গে জড়িত শিশু কিশোরেরা সাধারণত আনন্দময় পরিবেশে বেড়ে ওঠে- i. শরীরচর্চা ii. স্কুল পালানো iii. ছবি আঁকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
অষ্টম শ্রেণির ছাত্র লিটন এলাকার বখাটে বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। লিটনের সমস্যা কোন ধরনের? |
Ο ক) |
পারিবারিক |
Ο খ) |
সামাজিক |
Ο গ) |
রাজনৈতিক |
Ο ঘ) |
অর্থনৈতিক |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
বস্তির শিশু-কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে- i. শারীরিক ত্রুটির কারণে ii. সঙ্গদোষের কারণে iii. অভাবের কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৭৮. |
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে এগিয়ে আসতে হবে- i. সরকারকে ii. ধনী ব্যক্তিদের iii. বেসরকারি সংস্থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
মদ্য বা মদ বলতে বোঝায়- |
Ο ক) |
বোতলজাত পানীয় |
Ο খ) |
ঘুম পাড়ানি পানীয় |
Ο গ) |
নেশাযুক্ত পানীয় |
Ο ঘ) |
শক্তির যোগানদাতা পানীয় |
সঠিক উত্তর: (গ)
৮০. |
সন্তানদের সাথে কিরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে? |
Ο ক) |
শিক্ষকসুলভ |
Ο খ) |
কঠোর |
Ο গ) |
শত্রুতামূলক |
Ο ঘ) |
সহজ ও স্বাভাবিক |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
কেমন পারিবারিক পিতামাতার অশান্তি ও ঝগড়াঝাঁটি লেগেই থাকে? |
Ο ক) |
যে পরিবারে কিশোর রয়েছে |
Ο খ) |
যে পরিবারে মাদকাসক্ত রয়েছে |
Ο গ) |
যে পরিবারে অভাব রয়েছে |
Ο ঘ) |
যে পরিবারে মেহমান রয়েছে |
সঠিক উত্তর: (খ)
৮২. |
মাদক সেবনকারীরা যে রোগে আক্রান্ত হয় তা হলো- i. ক্যান্সার ii. হৃদরোগ iii. মাথা ব্যাথা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
পারিবারিক জীবনে কিসের প্রভাব জটিল? |
Ο ক) |
ঝগড়াঝাঁটির |
Ο খ) |
অসুখ-বিসুখের |
Ο গ) |
মাদকের |
Ο ঘ) |
পারস্পরিক ভুলত্রুটির |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
ভয়ানক সামাজিক ব্যাধি ও সমস্যা কোনটি? |
Ο ক) |
চুরি |
Ο খ) |
ডাকাতি |
Ο গ) |
রাহাজানি |
Ο ঘ) |
কিশোর অপরাধ |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
শিশু কিশোরের মানসিক বিকাশের জন্যে প্রয়োজন- i. পাঠাগার ii. চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন iii. বিশৃঙ্খল পরিবেশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
কোথায় সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে? |
Ο ক) |
রাষ্ট্রে |
Ο খ) |
পরিবারে |
Ο গ) |
সমাজে |
Ο ঘ) |
সংঘে |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
শিশু শ্রম বলতে যা বোঝায়- |
Ο ক) |
বিবাহের পূর্বে কাজে যোগদান |
Ο খ) |
লেখাপড়া শেষ না করে কাজে যোগদান |
Ο গ) |
কিশোর বয়সে কাজে যোগদান |
Ο ঘ) |
বিবাহের পর কাজে যোগদান |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী? |
Ο ক) |
দারিদ্র্য |
Ο খ) |
বিবাহবিচ্ছেদ |
Ο গ) |
আদর-যত্নের অভাব |
Ο ঘ) |
চিত্তবিনোদনের অভাব |
সঠিক উত্তর: (ক)
৮৯. |
কিশোর অপরাধীরা অনেক সময় লিপ্ত থাকে- i. নারী পাচারে ii. ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ে iii. দলবেঁধে ডাকাতিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৯০. |
মাদক সেবনকারী রোগী ভোগে- i. হতাশা ও উৎকন্ঠায় ii. মানসিক প্রশান্তিতে iii. হিনম্মন্যতায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৯১. |
বাংলাদেশের কোন সমস্যাটি উদ্বেগের বিষয়? |
Ο ক) |
স্কুল পালানো |
Ο খ) |
পরীক্ষায় নকল |
Ο গ) |
বোমাবাজি |
Ο ঘ) |
কিশোর অপরাধ |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
আমাদের সমাজজীবনে বর্তমানে ভয়াবহ সমস্যা কোনটি? |
Ο ক) |
মাদকাসক্তি |
Ο খ) |
কিশোর অপরাধ |
Ο গ) |
ভিক্ষাবৃত্তি |
Ο ঘ) |
আর্সেনিক |
সঠিক উত্তর: (ক)
৯৩. |
মাদক গ্রহণকারীরা নিজের ক্ষতি করে এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করে- i. ভয়ের শিকার হয়ে ii. উৎকণ্ঠায় শিকার হয়ে iii. উত্তেজনার শিকার হয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৪. |
কাদের সাথে মেলামেশার মাধ্যমে মাদকাসক্তের প্রথম সূত্রপাট ঘটে? |
Ο ক) |
সহপাঠীদের |
Ο খ) |
মাদকাসক্ত সঙ্গীদের |
Ο গ) |
বড়দের |
Ο ঘ) |
ছোট্টদের |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
মাদকাসক্তির পেছনে বড় কারণ হিসেবে কাজ করে কোনটি? |
Ο ক) |
অপসংস্কৃতিক প্রভাব |
Ο খ) |
চলচ্চিত্র |
Ο গ) |
ইন্টারনেট |
Ο ঘ) |
টিভি চ্যানেল |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
আজকাল একদেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে- i. চলচ্চিত্র ii. ইন্টারনেট iii. রেডিও নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
কাদের মন কৌতূহলপ্রবণ হয়ে থাকে? |
Ο ক) |
শিশুদের |
Ο খ) |
কিশোরদের |
Ο গ) |
যুবকদের |
Ο ঘ) |
ছাত্রদের |
সঠিক উত্তর: (খ)
৯৮. |
কিশোরদের যে আচরণকে আমরা কিশোর অপরাধ বলতে পারি- i. আইন ভঙ্গমূলক আচরণ ii. অসংগতিপূর্ণ আচরণ iii. সমাজ কর্তৃক স্বীকৃত নয় এমন আচরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রাজিবের পিতামাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটায় রাজিব মা ছাড়া নি:সঙ্গ হয়ে পড়ে। বাবার ব্যস্ততা রাজিবকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এভাবে একদিন রাজিব বন্ধুদের কু-পরামর্শে মাদক দ্রব্য গ্রহণ করতে শেখে ও মাদকাসক্ত হয়ে পড়ে। |
৯৯. |
রাজিবের মাদকাসক্তির পেছনে মূল কারণ কোনটি? i. পিতামাতার বিচ্ছেদ ও নি:সঙ্গতা ii. রাজিবের প্রতি পিতামাতার মনোযোগের অভাব iii. রাজিবের বন্দুপ্রবণতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১০০. |
রাজিব কুপরামর্শে জড়িয়ে পড়ল কেন? |
Ο ক) |
কৌতূহলী হয়ে |
Ο খ) |
হতাশা থেকে মুক্তি লাভের আশায় |
Ο গ) |
পিতা-মাতার প্রতি অসহ্য হয়ে |
Ο ঘ) |
পিতার প্রতি ক্ষোভ প্রকাশে |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন