জে.এস.সি ||
বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৭ম |
১. |
আত্মত্যাগের ব্যাখ্যা হলো- |
Ο ক) |
জীবন উৎসর্গ |
Ο খ) |
টাকাপয়সা উৎসর্গ |
Ο গ) |
সম্পদ উৎসর্গ |
Ο ঘ) |
বাড়িগাড়ি উৎসর্গ |
সঠিক উত্তর: (ক)
২. |
সংরক্ষিত আসনের মহিলা সাংসদগণ কীভাবে নির্বাচিত হন? |
Ο ক) |
প্রত্যক্ষভাবে |
Ο খ) |
পরোক্ষভাবে |
Ο গ) |
সরাসরি |
Ο ঘ) |
হ্যাঁ, না ভোটে |
সঠিক উত্তর: (খ)
৩. |
সরকার কর্তৃক পরিচালিত বিভাগ হলো- i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. বিচারবিভাগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
শাসন বিভাগের প্রধান কে? |
Ο ক) |
রাষ্ট্রপতি |
Ο খ) |
প্রধান বিচারপতি |
Ο গ) |
প্রধানমন্ত্রী |
Ο ঘ) |
স্বরাষ্ট্রমন্ত্রী |
সঠিক উত্তর: (ক)
৫. |
১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
৪টি |
Ο গ) |
৫টি |
Ο ঘ) |
৬টি |
সঠিক উত্তর: (খ)
৬. |
কোনটি রাষ্ট্র গঠনের একটি উপাদান? |
Ο ক) |
রাজনৈতিক দল |
Ο খ) |
সরকার |
Ο গ) |
মন্ত্রিপরিষদ |
Ο ঘ) |
সংবিধান |
সঠিক উত্তর: (খ)
৭. |
যে সরকারের কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন সরকার বরে? |
Ο ক) |
নিয়মতান্ত্রিক |
Ο খ) |
প্রজাতান্ত্রিক |
Ο গ) |
গণতান্ত্রি |
Ο ঘ) |
িএককেন্দ্রিক |
সঠিক উত্তর: (ঘ)
৮. |
জাতীয় সংসদের মেয়াদকাল কোনটি? |
Ο ক) |
৪ বছর |
Ο খ) |
৫ বছর |
Ο গ) |
৬ বছর |
Ο ঘ) |
৭ বছর |
সঠিক উত্তর: (খ)
৯. |
বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন মাসে? |
Ο ক) |
আগস্ট মাসে |
Ο খ) |
সেপ্টেম্বর মাসে |
Ο গ) |
অক্টোবর মাসে |
Ο ঘ) |
নভেম্বর মাসে |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
সরকারকে জাহাহের কীসের সঙ্গে তুলনা করা যায়? |
Ο ক) |
মাস্তুল |
Ο খ) |
রাডার |
Ο গ) |
ইঞ্জিন |
Ο ঘ) |
বডি |
সঠিক উত্তর: (গ)
১১. |
কারা বাঙালি নামে পরিচিত হবে না? |
Ο ক) |
মুসলমানরা |
Ο খ) |
হিন্দুরা |
Ο গ) |
বৌদ্ধরা |
Ο ঘ) |
ক্ষুদ্র নৃগোষ্ঠী |
সঠিক উত্তর: (ঘ)
১২. |
বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা কীভাবে প্রয়োগ করে? |
Ο ক) |
ভোট প্রধানের মাধ্যমে |
Ο খ) |
রাজনৈতিক দলকে সমর্ধন দিয়ে |
Ο গ) |
প্রধানমন্ত্রীননির্বাচন করে |
Ο ঘ) |
শাসনক্ষমতা প্রয়োগ করে |
সঠিক উত্তর: (ক)
১৩. |
পৃথিবীর অধিকাংশ দেশেই কোন ধরনের সরকার রয়েছে? |
Ο ক) |
একনায়কতন্ত্র |
Ο খ) |
রাজতন্ত্র |
Ο গ) |
গণতন্ত্র |
Ο ঘ) |
স্বৈরতন্ত্র |
সঠিক উত্তর: (গ)
১৪. |
একই ধরনের যা বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে- i. ভাষা ii. সাহিত্য iii. সংস্কৃতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
স্পিকারের অবর্তমানে কে সংসদ পরিচালনা করেন? |
Ο ক) |
সরকারি দলের হুইপ |
Ο খ) |
বোধী দলের হুইপ |
Ο গ) |
প্রধানমন্ত্রী |
Ο ঘ) |
ডেপুটি স্পিকার |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
কোন নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়? |
Ο ক) |
সরকারী |
Ο খ) |
বেসরকারী |
Ο গ) |
সংবিধানের |
Ο ঘ) |
আিইনজীবীদের |
সঠিক উত্তর: (গ)
১৭. |
রাষ্ট্র পরিচালনার সকল কাজ যার মাধ্যমে সম্পাদিত হয়- |
Ο ক) |
প্রধানমন্ত্রী |
Ο খ) |
সরকার |
Ο গ) |
রাষ্ট্রপতি |
Ο ঘ) |
মন্ত্রিপরিষদ |
সঠিক উত্তর: (খ)
১৮. |
রাষ্ট্রের শাসনসংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব কোন বিভাগের? |
Ο ক) |
আইন বিভাগ |
Ο খ) |
বিচার বিভাগ |
Ο গ) |
আইন সভা |
Ο ঘ) |
শাসনবিভাগ |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
সরকারের বিভাগ হলো- i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. বিচার বিভাগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
কে চরম শাস্তি বা মৃত্যুদন্ড মওকুফ করতে পারেন? |
Ο ক) |
প্রধানমন্ত্রী |
Ο খ) |
প্রধান বিচারপতি |
Ο গ) |
আইনমন্ত্রী |
Ο ঘ) |
রাষ্ট্রপতি |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
বাংলাদেশের সংবিধানে কয় কক্ষবিশিষ্ট আইন সভার ব্যবস্থা রাখা হয়েছে? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (ক)
২২. |
সরকারের কয়কটি অঙ্গ থাকার কারণ কী? |
Ο ক) |
ক্ষমতা বন্টনের সুবিধা |
Ο খ) |
বিভিন্নমূখী কাজ পরিচালনা |
Ο গ) |
বিকেন্দ্রীকরণ করা |
Ο ঘ) |
সহযোগিতা সৃষ্টি |
সঠিক উত্তর: (খ)
২৩. |
সংবিধান রাষ্ট্র পরিচালনার কী? |
Ο ক) |
হাতিয়ার |
Ο খ) |
দলিল |
Ο গ) |
বই |
Ο ঘ) |
গ্রন্থ |
সঠিক উত্তর: (খ)
২৪. |
আমাদের আইনসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত? |
Ο ক) |
২৫০ জন |
Ο খ) |
২৭৫ জন |
Ο গ) |
৩০০ জন |
Ο ঘ) |
৩৩০ জন |
সঠিক উত্তর: (গ)
২৫. |
জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে? |
Ο ক) |
বাংলাদেশি |
Ο খ) |
বাঙালি |
Ο গ) |
ইসলামী |
Ο ঘ) |
আর্য |
সঠিক উত্তর: (খ)
২৬. |
রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? |
Ο ক) |
সামাজিক |
Ο খ) |
রাজনৈতিক |
Ο গ) |
সরকারি |
Ο ঘ) |
বেসরকারি |
সঠিক উত্তর: (খ)
২৭. |
জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়? |
Ο ক) |
নিমতন্ত্র |
Ο খ) |
প্রজাতন্ত্র |
Ο গ) |
গণতন্ত্র |
Ο ঘ) |
একনায়কতন্ত্র |
সঠিক উত্তর: (খ)
২৮. |
রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি? |
Ο ক) |
সার্বভৌমত্ব |
Ο খ) |
সরকার |
Ο গ) |
ভূখন্ড |
Ο ঘ) |
রাজনৈতিক দল |
সঠিক উত্তর: (খ)
২৯. |
কোন দেশের সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়? |
Ο ক) |
ইতালি |
Ο খ) |
যুক্তরাষ্ট্র |
Ο গ) |
যুক্তরাজ্য |
Ο ঘ) |
কানাডা |
সঠিক উত্তর: (খ)
৩০. |
সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (গ)
৩১. |
সরকার রাষ্ট্রের একটি কততম উপাদান? |
Ο ক) |
১ম |
Ο খ) |
২য় |
Ο গ) |
৩য় |
Ο ঘ) |
৪র্থ |
সঠিক উত্তর: (গ)
৩২. |
বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্ত হলো- i. মৌলিক অধিকার ii. সমাজতন্ত্র iii. ধর্মনিরপেক্ষতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে- i. যুক্তরাষ্ট্রীয় সরকার ii. গণতান্ত্রিক রাষ্ট্র iii. মন্ত্রিপরিষদ শাসিত সরকার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
রাষ্ট্রের উপাদান কোনটি? |
Ο ক) |
মন্ত্রণালয় |
Ο খ) |
সচিবালয় |
Ο গ) |
প্রধানমন্ত্রীর কার্যালয় |
Ο ঘ) |
সরকার |
সঠিক উত্তর: (ঘ)
৩৫. |
জাতীয় সংসদ বলতে কী বোঝায়? |
Ο ক) |
আইন বিভাগ |
Ο খ) |
বিচার বিভাগ |
Ο গ) |
শাসন বিভাগ |
Ο ঘ) |
শিক্ষা বিভাগ |
সঠিক উত্তর: (ক)
৩৬. |
১৯৭২ সারের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়? |
Ο ক) |
মার্চ |
Ο খ) |
আগস্ট |
Ο গ) |
এপ্রিল |
Ο ঘ) |
নভেম্বর |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
বাংলাদেশের জনমতকে প্রকাশ করে সরকারের কোন বিভাগ? |
Ο ক) |
শাসন বিভাগ |
Ο খ) |
আইন বিভাগ |
Ο গ) |
বিচার বিভাগ |
Ο ঘ) |
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
বাংলাদেশের আইন বিভাগ কোন দায়িত্বটি পালন করে? |
Ο ক) |
আইন প্রণয়ন ও সংস্কার |
Ο খ) |
শাস্তি ও বিধান ও ন্যায় প্রতিষ্ঠা |
Ο গ) |
ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ |
Ο ঘ) |
শান্তি-শৃঙ্খলা রক্ষা |
সঠিক উত্তর: (ক)
৩৯. |
পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হলো- i. জাতীয়তাবাদ ii. একনায়কতন্ত্র iii. সমাজতন্ত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৪০. |
রাষ্ট্রের মূল চালিকা শক্তি? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
জনগণ |
Ο গ) |
আইন বিভাগ |
Ο ঘ) |
শাসন বিভাগ |
সঠিক উত্তর: (ক)
৪১. |
কোন উপাদানটি রাষ্ট্রের চালিকাশক্তি? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
জনসমষ্টি |
Ο গ) |
সাবৃভৌমত্ব |
Ο ঘ) |
নির্দিষ্ট ভূখন্ড |
সঠিক উত্তর: (ক)
৪২. |
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যসমূহের ক্ষমতা বন্টনের করা হয়? |
Ο ক) |
এককেন্দ্রিক |
Ο খ) |
যুক্তরাষ্ট্রীয় |
Ο গ) |
প্রজাতান্ত্রিক |
Ο ঘ) |
কানাডাগণতান্ত্রিক |
সঠিক উত্তর: (খ)
৪৩. |
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি নীতি নির্ধারাণ করা হয়েছে? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
তিনটি |
Ο গ) |
চারটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
সংবিধান রচনা কমিটি কয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে? |
Ο ক) |
চার |
Ο খ) |
ছয় |
Ο গ) |
আট |
Ο ঘ) |
নয় |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত? |
Ο ক) |
সংসদ সদস্যদের |
Ο খ) |
আইনজীবীদের |
Ο গ) |
বিচারপতিদের |
Ο ঘ) |
আইন প্রয়োগকারীদের |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচলনার মূলনীতি কয়টি? |
Ο ক) |
৩টি |
Ο খ) |
৪টি |
Ο গ) |
৫টি |
Ο ঘ) |
৭টি |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
ঐক্যবদ্ধ ও সংকরবদ্ধ সংগ্রাম করে বাঙালি অর্জন করেছে- i. অর্থনৈতিক মুক্তি ii. সার্বভৌমত্ব iii. স্বাধীনতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
বাংলাদেশে কেমন সরকার বর্তমান রয়েছে? |
Ο ক) |
এককেন্দ্রিক |
Ο খ) |
রাষ্ট্রপতিশাসিত |
Ο গ) |
মন্ত্রিপরিষদশাসিত |
Ο ঘ) |
একনায়কতান্ত্রিক |
সঠিক উত্তর: (গ)
৫০. |
গণতন্ত্রের কয়টি অঙ্গ? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (ক)
৫১. |
কার্যকরী অর্থে যে সকলকে নিয়ে শাসন বিভাগ গঠিত- i. রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রদান ii. মন্ত্রিপরিষদ iii. সচিবালয়ের কর্মকর্তারা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে- i. সরকারের গঠন ii. নাগরিক অধিকার iii. সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো- i. দেশটিতে কোনো প্রদেশ নেই ii. রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান রয়েছে iii. জনগণ রাষ্ট্রের মালিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে নিম্নের কোনটি? |
Ο ক) |
একই ভাষা |
Ο খ) |
সমনৃতাত্ত্বিক বৈশিষ্ট্য |
Ο গ) |
ভৌগোলিক অবস্থা |
Ο ঘ) |
নাতিশীতোষ্ণ জলবায়ু |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
শাসন বিভাগ বলতে বোঝয়ায়- i. রাষ্ট্রপ্রধান ii. আদালত iii. মন্ত্রিপরিষদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? |
Ο ক) |
১১ |
Ο খ) |
১৩ |
Ο গ) |
১৫ |
Ο ঘ) |
১৮ |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের ওপর ভিত্তি করে গণতান্ত্রি সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
স্পিকারের কাজে সহায়তা করেন? |
Ο ক) |
সহকারী স্পিকার |
Ο খ) |
সাংসদ |
Ο গ) |
ডেপুটি স্পিকার |
Ο ঘ) |
মন্ত্রিসভার সদস্য |
সঠিক উত্তর: (গ)
৫৯. |
ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (ক)
৬০. |
সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
৬১. |
বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য- |
Ο ক) |
একজন শাসক |
Ο খ) |
মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা |
Ο গ) |
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র |
Ο ঘ) |
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা |
সঠিক উত্তর: (খ)
৬২. |
বাংলাদেশের আইনসভার নাম কী? |
Ο ক) |
জাতীয় সংসদ |
Ο খ) |
সুপ্রিমকোর্ট |
Ο গ) |
সচিবালয় |
Ο ঘ) |
হাইকোর্ট |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
এক ব্যক্তির বা এক দলের শাসন কোন ধরনের সরকারের বৈমিষ্ট্য? |
Ο ক) |
একনায়কতন্ত্র |
Ο খ) |
রাজতন্ত্র |
Ο গ) |
গণতন্ত্র |
Ο ঘ) |
অভিজাততন্ত্র |
সঠিক উত্তর: (ক)
৬৪. |
সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি? |
Ο ক) |
১২ |
Ο খ) |
১৩ |
Ο গ) |
১৪ |
Ο ঘ) |
১৫ |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি? |
Ο ক) |
৩০টি |
Ο খ) |
৩৫টি |
Ο গ) |
৪৫টি |
Ο ঘ) |
৫০টি |
সঠিক উত্তর: (ঘ)
৬৬. |
চেয়ারম্যানসহ কত জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত? |
Ο ক) |
২১ জন |
Ο খ) |
৩২ জন |
Ο গ) |
৪৩ জন |
Ο ঘ) |
৫৩ জন |
সঠিক উত্তর: (ক)
৬৭. |
বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম কী? |
Ο ক) |
হাইকোর্ট |
Ο খ) |
সুপ্রিমকোর্ট |
Ο গ) |
কালেক্টরেট |
Ο ঘ) |
জাতীয় সংসদ |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? |
Ο ক) |
সোনারগাঁও |
Ο খ) |
আগারগা৭ও |
Ο গ) |
শাহবাগ |
Ο ঘ) |
বকশী বাজার |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
বাংলাদেশের নাগরিকের জাতীয়তা হিসেবে কী পরিচয় হবে? |
Ο ক) |
বাঙালি |
Ο খ) |
ইসলাম |
Ο গ) |
বাংলাদেশি |
Ο ঘ) |
পাঞ্জাবি |
সঠিক উত্তর: (গ)
৭০. |
ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই ভাগে |
Ο খ) |
তিন ভাগে |
Ο গ) |
চার বাগে |
Ο ঘ) |
পাঁচ ভাগে |
সঠিক উত্তর: (ক)
৭১. |
রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে? |
Ο ক) |
সরকারের |
Ο খ) |
সংবিধানের |
Ο গ) |
সমাজের |
Ο ঘ) |
জনগণের |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বিচার বিভাগ সংবিধান সংক্রান্ত যে সকল কাজ করে তা হলো- i. সংবিধান প্রণয়ন ii. সংবিধানের ব্যাখ্যা iii. সংবিধান রক্ষা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
২ ভাগে |
Ο খ) |
৩ ভাগে |
Ο গ) |
৪ ভাগে |
Ο ঘ) |
৮ ভাগে |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
একক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে কোন ধরনের সরকারে? |
Ο ক) |
এককেন্দ্রিক সরকারে |
Ο খ) |
যুক্তরাষ্ট্রীয় সরকারে |
Ο গ) |
প্রেজাতন্ত্রে |
Ο ঘ) |
একদলীয় সরকারে |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
বাংলাদেশের সংবিধান কয়ভাগে বিভক্ত? |
Ο ক) |
১১ ভাগে |
Ο খ) |
১২ ভাগে |
Ο গ) |
১৩ ভাগে |
Ο ঘ) |
১৪ ভাগে |
সঠিক উত্তর: (ক)
৭৬. |
নিম্নদিক থেকে গ্রামাঞ্চলের কততম স্তর ইউনিয়ন পরিষদ? |
Ο ক) |
প্রথম |
Ο খ) |
দ্বিতীয় |
Ο গ) |
তৃতীয় |
Ο ঘ) |
চতুর্থ |
সঠিক উত্তর: (খ)
৭৭. |
বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী? |
Ο ক) |
কালেক্টরেট |
Ο খ) |
জজ আদালত |
Ο গ) |
হাইকোর্ট |
Ο ঘ) |
সুপ্রিমকোর্ট |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
বিচার বিভাগের কাজ হলো- i. আইন তৈরি করা ii. দুষ্টের দমন করা iii. অপরাধীর শাস্তি প্রদান করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (ক)
৮০. |
রাষ্ট্র একটি কী ধরনের প্রতিষ্ঠান? |
Ο ক) |
সামাজিক |
Ο খ) |
অর্থিনৈতিক |
Ο গ) |
সেবামূলক |
Ο ঘ) |
রাজনৈতিক |
সঠিক উত্তর: (ঘ)
৮১. |
কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন? |
Ο ক) |
প্রধানমন্ত্রী |
Ο খ) |
মন্ত্রিপরিষদ |
Ο গ) |
রাষ্ট্রপতি |
Ο ঘ) |
আইনমন্ত্রী |
সঠিক উত্তর: (গ)
৮২. |
কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়? |
Ο ক) |
সংবিধান |
Ο খ) |
প্রচলিত প্রথা |
Ο গ) |
সংসদীয় বৈঠক |
Ο ঘ) |
সংষদ নেতার রুলিং |
সঠিক উত্তর: (ক)
৮৩. |
একনায়কতন্ত্র বলতে কী বোঝায়? |
Ο ক) |
রাষ্ট্রপতির শাসন |
Ο খ) |
এক ব্যক্তির শাসন |
Ο গ) |
দু ব্যক্তির শাসন |
Ο ঘ) |
কৌশলগত শাসন |
সঠিক উত্তর: (খ)
৮৪. |
বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত? |
Ο ক) |
সাভার |
Ο খ) |
আগারগাঁও |
Ο গ) |
ধানমন্ডি |
Ο ঘ) |
সোনারগাঁও |
সঠিক উত্তর: (খ)
৮৫. |
দেশের জেলার সংখ্যা কত? |
Ο ক) |
৬১টি |
Ο খ) |
৬২টি |
Ο গ) |
৬৩টি |
Ο ঘ) |
৬৪টি |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
পাঁচ |
Ο ঘ) |
ছয় |
সঠিক উত্তর: (ক)
৮৭. |
নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদের জন্য যা করে- i. কৃষিজমির ব্যবস্থা ii. আইন প্রণয়ন iii. আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
সরকার ব্যতীত রাষ্ট্রের উপাদান হচ্ছে- i. নির্দিষ্ট ভূখন্ড ii. রাজনৈতিক দল iii. সার্বভৌমত্ব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৮৯. |
কোনটি সকল ক্ষমতার মূল উৎস? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
রাজনৈতিক দল |
Ο গ) |
জনগণ |
Ο ঘ) |
বিরোধী দল |
সঠিক উত্তর: (গ)
৯০. |
বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ- i. জনগণই সকল ক্ষমতার উৎস ii. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত iii. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৯১. |
বাংলাদেশের পরিচয় হলো- i. পরাধীন দেশ ii. সার্বভোম দেশ iii. স্বাধীন দেশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৯২. |
শাসন বিভাগের প্রধান কে? |
Ο ক) |
প্রধানমন্ত্রী |
Ο খ) |
রাষ্ট্রপতি |
Ο গ) |
সংস্থাপন সচিব |
Ο ঘ) |
মন্ত্রিপরিষদ সচিব |
সঠিক উত্তর: (খ)
৯৩. |
যুগে যুগে পরিবর্তন ও পরিবর্তন ঘটেছে সরকারের- i. কার্যাবলির ii. ধরনের iii. ধারণার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৯৪. |
বাংলাদেশ সরকারের আইন বিভাগের অপর নাম কী? |
Ο ক) |
সচিবালয় |
Ο খ) |
মন্ত্রণালয় |
Ο গ) |
জাতীয় সংসদ |
Ο ঘ) |
জেলা পরিষদ |
সঠিক উত্তর: (গ)
৯৫. |
জাতীয় সংসদে ক’জন স্পিকার থাকেন? |
Ο ক) |
১ জন |
Ο খ) |
২ জন |
Ο গ) |
৩ জন |
Ο ঘ) |
৪ জন |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুইটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন কে? |
Ο ক) |
রাষ্ট্রপতি |
Ο খ) |
স্পিকার |
Ο গ) |
প্রধানমন্ত্রী |
Ο ঘ) |
প্রধান বিচারপতি |
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: আলপনা আপনকে বলল, প্রত্যেক রাষ্ট্রের একটি নিজস্ব দলিল থাকে। আর এটিই হলো রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি। একটি বিল্ডিং অথবা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয় তেমনি একটি দলিল অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত। সরকার ও জনগণের সার্বিক দিক এতে লিপিবদ্ধ হয়। |
৯৮. |
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের দলিলকে কী বলা হয়? |
Ο ক) |
ম্যনিফেস্টো |
Ο খ) |
সংবিধান |
Ο গ) |
আইনগ্রন্থ |
Ο ঘ) |
ধর্মীয় গ্রন্থ |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
রাষ্ট্রের ক্ষেত্রে উক্ত দলিলের কাজ হলো- i. নাগরিকের অধিকার ও কর্তব্য নিশ্চিত করা ii. স্বাধীনতা রক্ষা করা iii. সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বণ্টন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১০০. |
এ দলিলের তাৎপর্য হলো- i. পরিবর্তনশীল বিষয় ii. রাষ্ট্রভেদে প্রকৃতি পরিবর্তন হয় iii. অপরিবর্তনশীল বিষয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i |
সঠিক উত্তর: (ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন