NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি


এস.এস.সি    ||    পদার্থ বিজ্ঞান
অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি


১.
30 kg ভরের বস্তুতে বল প্রয়োগে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করায় বস্তুটি 20 m দূরে সরে গেল। কৃতকাজ কত?
Ο ক) 
3000J
Ο খ) 
9000J
Ο গ) 
8000J
Ο ঘ) 
6000J

  সঠিক উত্তর: (ঘ)

২.
নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অসুবিধা হচ্ছে –
i. জ্বালানীর বর্জ্য অতিমাত্রায় তেজস্ক্রিয়
ii. চুল্লীতে উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি হয়
iii. বিদ্যুৎ উৎপাদনে গ্রীন হাউজ গ্যাস বেশি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩.
একটি বস্তুকে সুতায় বেঁধে ঘুরালে কাজ হবে –
i. ধনাত্মক
ii. অভিকর্ষ বলের দ্বারা
iii. শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪.
পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলা হয়?
Ο ক) 
তাপ বিদ্যুৎ
Ο খ) 
গ্যাস বিদ্যুৎ
Ο গ) 
স্থির বিদ্যুৎ
Ο ঘ) 
জল বিদ্যুৎ

  সঠিক উত্তর: (ঘ)

৫.
কাজের পরিমাণ নির্ভর করে –
i. প্রযুক্ত বলের উপর
ii. সরণের উপর
iii. দূরত্বের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও iii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬.
প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কী?
Ο ক) 
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ
Ο খ) 
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ
Ο গ) 
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

৭.
কিসের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পে শক্তি ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়?
Ο ক) 
চাকা
Ο খ) 
রিং
Ο গ) 
টার্বাইন
Ο ঘ) 
ব্যাটারি

  সঠিক উত্তর: (গ)

৮.
কোন স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে –
Ο ক) 
দ্রুতি সৃষ্টি করা
Ο খ) 
বেগ সৃষ্টি করা
Ο গ) 
ত্বরণ সৃষ্টি করা
Ο ঘ) 
স্পন্দন সৃষ্টি করা

  সঠিক উত্তর: (গ)

৯.
1 Js-1 সমান কত?
Ο ক) 
1KJ
Ο খ) 
1W
Ο গ) 
Wm-1
Ο ঘ) 
JS-1

  সঠিক উত্তর: (খ)

১০.
কিসের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়?
Ο ক) 
লেন্স
Ο খ) 
দর্পণ
Ο গ) 
উপরের দুটিই
Ο ঘ) 
উপরের একটিও নয়

  সঠিক উত্তর: (গ)

১১.
শক্তির উৎসগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত কয়লা, যা –
i. একটি জৈব পদার্থ
ii. পোড়ালে সরাসরি তাপ পাওয়া যায়
iii. তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
নিচের কোন রাশি দুটির একক অভিন্ন?
Ο ক) 
তাপ, তাপমাত্রা
Ο খ) 
কাজ, শক্তি
Ο গ) 
কাজ, ক্ষমতা
Ο ঘ) 
শক্তি, ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

১৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিভবশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. গতিশক্তি বস্তুর বেগের উপর নির্ভর করে
iii. বিভবশক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪.
যেসকল জায়গায় ম্যাগমা উপরের দিকে উঠে ও নিচে নামে তাদেরকে বলা হয় –
Ο ক) 
ম্যাগমা স্পট
Ο খ) 
লঘু স্পট
Ο গ) 
গুরু স্পট
Ο ঘ) 
হট স্পট

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে –
Ο ক) 
কাজ কম হবে
Ο খ) 
কাজ বেশি হবে
Ο গ) 
কাজের পরিমাণ স্থির থাকবে
Ο ঘ) 
বস্তুর ভর বাড়বে

  সঠিক উত্তর: (খ)

১৬.
এসিড বৃষ্টিতে কেমন এসিড থাকে?
Ο ক) 
শক্তিশালী এসিড
Ο খ) 
খুব দুর্বল এসিড
Ο গ) 
স্বাভাবিক এসিড
Ο ঘ) 
খুব শক্তিশালী এসিড

  সঠিক উত্তর: (খ)

১৭.
পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
পাকা রাস্তায় দেওয়া পিচ
Ο খ) 
কৃত্রিম বস্ত্র
Ο গ) 
প্রসাধনী
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কীরূপ কাজ করতে হয়?
Ο ক) 
বলের দিকে
Ο খ) 
বলের বিপরীতে
Ο গ) 
ধনাত্মক
Ο ঘ) 
বলের লম্বদিকে

  সঠিক উত্তর: (খ)

১৯.
একটি সরল দোলকের ববের ভর 1.0 kg। একে সাম্যাবস্থান হতে 5m উঁচু কোনো বিন্দু হতে ছেড়ে দেওয়া হলে –
i. ছাড়ার পূর্ব মুহূর্তে ববের বিভব শক্তি 9.8J
ii. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের বেগ হবে 9.9 ms-1
iii. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের গতিশক্তি সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০.
ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিযার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
তড়িৎশক্তি
Ο খ) 
রাসায়নিক শক্তি
Ο গ) 
শব্দ শক্তি
Ο ঘ) 
যান্ত্রিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

২১.
কীভাবে কাজের একক পাওয়া যায়?
Ο ক) 
বলের একককে ত্বরণের একক দিয়ে গুণ করে
Ο খ) 
বলের একককে সরণের একক দিয়ে ভাগ করে
Ο গ) 
ক্ষমতার একককে সময়ের একক দিয়ে গুণ করে
Ο ঘ) 
ক্ষমতার একককে সময়ের একক দিয়ে ভাগ করে

  সঠিক উত্তর: (গ)

২২.
আমরা যে সঙ্গীত শুনি তাতে কোন শক্তি থাকে?
Ο ক) 
তাপ শক্তি
Ο খ) 
আলো শক্তি
Ο গ) 
শব্দ শক্তি
Ο ঘ) 
বিদ্যুৎ শক্তি

  সঠিক উত্তর: (গ)

২৩.
কাজের একক কোনটি?
Ο ক) 
জুল
Ο খ) 
নিউটন
Ο গ) 
কেলভিন
Ο ঘ) 
ওয়াট

  সঠিক উত্তর: (ক)

২৪.
পেট্রো ও অলিয়াম শব্দ দুটি মিলে নিচের কোন শব্দটি হয়েছে?
Ο ক) 
পেট্রোল
Ο খ) 
পেট্রোনিয়া
Ο গ) 
পেট্রোলিয়াম
Ο ঘ) 
পেট্রোয়াম

  সঠিক উত্তর: (গ)

২৫.
কোনটি কাজের একক?
Ο ক) 
জুল-মিটার
Ο খ) 
নিউটন-(মিটার)
Ο গ) 
নিউটন-মিটার
Ο ঘ) 
নিউটন/মিটার

  সঠিক উত্তর: (গ)

২৬.
এ বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও মহাবিশ্বে সে পরিমাণ শক্তি আছে। এটাই শক্তির –
i. অবিনশ্বরতা
ii. নিত্যতা
iii. সংরক্ষণশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
পেট্রোলিয়াম কোন ভাষার শব্দ –
Ο ক) 
ইংরেজী
Ο খ) 
জাপানি
Ο গ) 
ল্যাটিন
Ο ঘ) 
বাংলা

  সঠিক উত্তর: (গ)

২৮.
সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায় –
i. পানির সাহায্যে
ii. লেন্সের সাহায্যে
iii. দর্পণের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯.
বাতি জ্বলতে থাকলে শক্তির রূপান্তর কীরূপ হয়?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
Ο খ) 
তাপ শক্তি আলোক শক্তিতে
Ο গ) 
বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে
Ο ঘ) 
বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে

  সঠিক উত্তর: (গ)

৩০.
একটি স্প্রিংকে তার দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে ছেড়ে দিলে এটি সংকোচন-প্রসারণের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর আন্দোলিত হওয়ার সময় স্প্রিংটির –
i. বিভবশক্তি থাকবে
ii. গতিশক্তি থাকবে
iii. যান্ত্রিক শক্তি থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
বাষ্পীয় ইঞ্জিন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
যান্ত্রিক শক্তি তাপশক্তিতে
Ο খ) 
তাপশক্তি আলোক শক্তিতে
Ο গ) 
তাপশক্তি যান্ত্রিক শক্তিতে
Ο ঘ) 
আলোক শক্তি শব্দ শক্তিতে

  সঠিক উত্তর: (গ)

৩২.
শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় –
i. শক্তির সৃষ্টি বা নিবাশ নেই। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
ii. অনাবয়নযোগ্য শক্তি দ্রুত নি:শেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে
iii. শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর –
i. গতিশক্তি বৃদ্ধি পায়
ii. বিভবশক্তি বৃদ্ধি পায়
iii. বিভবশক্তি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
E=mc2 সূত্রটিতে –
i. E রূপান্তরিত শক্তি
ii. m শক্তিতে রূপান্তরিত ভর
iii. c আলোর বেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫.
জোয়ার-ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ?
Ο ক) 
ইংল্যান্ড
Ο খ) 
যুক্তরাষ্ট্র
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
রাশিয়া

  সঠিক উত্তর: (গ)

৩৬.
কর্মদক্ষতার প্রতীক কোনটি?
Ο ক) 
η
Ο খ) 
β
Ο গ) 
γ
Ο ঘ) 
α

  সঠিক উত্তর: (ক)

৩৭.
কয়লা কি ধরনের পদার্থ?
Ο ক) 
অজৈব পদার্থ
Ο খ) 
জৈব পদার্থ
Ο গ) 
অজৈব ও জৈব উভয়ই
Ο ঘ) 
উপরের একটিও না

  সঠিক উত্তর: (খ)

৩৮.
কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় –
Ο ক) 
যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিতে হবে
Ο খ) 
যন্ত্রে সর্বদা 100 J শক্তি দিতে হবে
Ο গ) 
যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিলে তা লভ্য কার্যকর শক্তি 100 J
Ο ঘ) 
যন্ত্রে 100 J শক্তি দিলে লভ্য শক্তি 90 J

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়?
Ο ক) 
শব্দ শক্তিতে
Ο খ) 
তাপশক্তিতে
Ο গ) 
যান্ত্রিক শক্তি
Ο ঘ) 
আলোক শক্তিতে

  সঠিক উত্তর: (গ)

৪০.
একটি বস্তুর ভর 6 kg। একে ভূ-পৃষ্ঠ থেকে 20 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে –
Ο ক) 
1179 J
Ο খ) 
1176 J
Ο গ) 
1167 J
Ο ঘ) 
1117 J

  সঠিক উত্তর: (খ)

৪১.
70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 J হলে তার বেগ কত হবে?
Ο ক) 
-18 ms-1
Ο খ) 
18 ms-1
Ο গ) 
6 ms-1
Ο ঘ) 
-6 ms-1

  সঠিক উত্তর: (গ)

৪২.
1260 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 6 ms-1 হলে তার ভর কত?
Ο ক) 
50 kg
Ο খ) 
60 kg
Ο গ) 
70 kg
Ο ঘ) 
120 kg

  সঠিক উত্তর: (গ)

৪৩.
বলের দ্বারা কাজের উদাহরণ হচ্ছে –
i. গাছ থেকে ফল মাটিতে পড়া
ii. ছাদ থেকে এক ঢিল নিচে পড়া
iii. রকেটের উৎক্ষেপণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে –
Ο ক) 
অজৈব যৌগ
Ο খ) 
বায়োমাস
Ο গ) 
বায়োগ্যাস
Ο ঘ) 
মিথেন

  সঠিক উত্তর: (খ)

৪৫.
নিচের কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না –
Ο ক) 
শিক্ষক ক্লাসে হেঁটে হেঁটে পড়াচ্ছেন
Ο খ) 
শিলা চারটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে
Ο গ) 
শিলা একটি ভারী ব্যাগকে সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছে
Ο ঘ) 
রিয়াজ একটি ক্রিকেট বল ছুঁড়ছে

  সঠিক উত্তর: (খ)

৪৬.
এক সেকেন্ডে এক জুল কাজ হলে তা কিসের সমান?
Ο ক) 
এক ওয়াট
Ο খ) 
এক কিলোওয়াট
Ο গ) 
এক ক্যালরি
Ο ঘ) 
এক ভোল্ট

  সঠিক উত্তর: (ক)

৪৭.
শক্তির মাত্রা কোনটি?
Ο ক) 
MLT1
Ο খ) 
MLT-2
Ο গ) 
ML2T-2
Ο ঘ) 
ML2T-3

  সঠিক উত্তর: (গ)

৪৮.
বিভব শক্তি নির্ভর করে বস্তুর –
Ο ক) 
উচ্চতার উপর
Ο খ) 
আকারের উপর
Ο গ) 
আয়তনের উপর
Ο ঘ) 
তাপমাত্রার উপর

  সঠিক উত্তর: (ক)

৪৯.
কয়লা দিয়ে চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রধান সমস্যা হচ্ছে –
Ο ক) 
ফসফরাসের ধোঁয়া নির্গমন করে
Ο খ) 
সালফারের ধোঁয়া নির্গমন করে
Ο গ) 
হাইড্রোজেন সালফাইডের ধোঁয়া নির্গমন করে
Ο ঘ) 
কয়লার দাম বেশি

  সঠিক উত্তর: (খ)

৫০.
নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস?
Ο ক) 
বায়ুশক্তি
Ο খ) 
সৌরশক্তি
Ο গ) 
বায়োগ্যাস
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
নিচের কোনটি কয়লা থেকে পাওয়া যায় না?
Ο ক) 
সালফিউরিক এসিড
Ο খ) 
বেনজিন
Ο গ) 
অ্যামোনিয়া
Ο ঘ) 
টলুইন

  সঠিক উত্তর: (ক)

৫২.
নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. শক্তির এবং কাজের মাত্রা ও একক অভিন্ন
ii. [E]=[ML2T-2]
iii. [W]=[ML-2T2]
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎকোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
ii. আমরা নতুন কোন শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না
iii. প্রায় প্রত্যেক প্রাকৃতিক ঘটনাই শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
কোনটির সাহায্যে বায়ু থেকে তড়িৎ পাওয়া যায়?
Ο ক) 
জেনারেটর
Ο খ) 
মোটর
Ο গ) 
বায়ুকল
Ο ঘ) 
থার্মোমিটার

  সঠিক উত্তর: (গ)

৫৫.
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে কী ঘটে?
Ο ক) 
পেশী শক্তির উপর নির্ভরতা বাড়ে
Ο খ) 
পেশী শক্তির উপর নির্ভরতা কমে
Ο গ) 
অর্থনৈতিক অবনতি ঘটে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৫৬.
ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে কি বলে?
Ο ক) 
সিগমা
Ο খ) 
ম্যাগনেটাইট
Ο গ) 
ম্যাগমা
Ο ঘ) 
পাই

  সঠিক উত্তর: (গ)

৫৭.
বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
গতি
Ο খ) 
বাষ্প
Ο গ) 
জ্বালানি
Ο ঘ) 
পারমাণবিক শক্তি

  সঠিক উত্তর: (গ)

৫৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য শক্তি প্রয়োজন -
ii. শক্তির প্রধান উৎস সূর্য
iii. বর্তমান সভ্যতা শক্তির উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
Ο ক) 
জ্বালানী হিসেবে
Ο খ) 
সার কারখানায়
Ο গ) 
বিদ্যুৎ উৎপাদন করতে
Ο ঘ) 
উপরের সব কয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে কী উৎপাদন করা হয়?
Ο ক) 
তাপ
Ο খ) 
চৌম্বক
Ο গ) 
বিদ্যুৎ
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (গ)

৬১.
বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত?
Ο ক) 
২ : ২
Ο খ) 
২ : ১
Ο গ) 
১ : ২
Ο ঘ) 
১ : ১

  সঠিক উত্তর: (গ)

৬২.
একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
Ο ক) 
গতি শক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
তাপশক্তি
Ο ঘ) 
রাসায়নিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

৬৩.
জীবাশ্ম জ্বালানি হচ্ছে –
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
নয়ন দশটি ইট এবং কবির পাঁচটি ইট নিয়ে পাঁচতলায় উঠল। কে বেশি কাজ করল?
Ο ক) 
নয়ন
Ο খ) 
কবির
Ο গ) 
দুজনেই সমান কাজ করেছে
Ο ঘ) 
কোনো কাজ হয় নি

  সঠিক উত্তর: (ক)

৬৫.
বল ও শক্তির মাত্রা যথাক্রমে কোনটি?
Ο ক) 
LT-2 এবং MLT2
Ο খ) 
MLT-2 এবং ML2T-2
Ο গ) 
LT-2 এবং ML2T-2
Ο ঘ) 
MLT-2 এবং ML-2T-3

  সঠিক উত্তর: (খ)

৬৬.
কীসের প্রভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু নিচে ফিরে আসে?
Ο ক) 
পৃষ্ঠটান
Ο খ) 
চৌম্বক বল
Ο গ) 
বস্তুর বেগ
Ο ঘ) 
অভিকর্ষ বল

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
আধুনিক সভ্যতার ধারক হচ্ছে –
Ο ক) 
জীবাশ্ম জ্বালানি
Ο খ) 
সাহিত্য
Ο গ) 
যানবাহন
Ο ঘ) 
ক্ষেপণাস্ত্র

  সঠিক উত্তর: (ক)

৬৮.
কোনো যন্ত্রের 20% শক্তি নষ্ট হলে কর্মদক্ষতা কত হবে?
Ο ক) 
80%
Ο খ) 
20%
Ο গ) 
100%
Ο ঘ) 
10%

  সঠিক উত্তর: (ক)

৬৯.
বলের একককে দূরত্বের একক নিয়ে গুণ করলে কি পাওয়া যায় –
Ο ক) 
চাপের একক
Ο খ) 
বেগের একক
Ο গ) 
ত্বরণের একক
Ο ঘ) 
কাজের একক

  সঠিক উত্তর: (ঘ)

৭০.
নিচের কোন শক্তি ব্যবহার করলে বিপদের সম্ভাবনা কম থাকে?
Ο ক) 
কয়লা
Ο খ) 
তেল
Ο গ) 
সৌরশক্তি
Ο ঘ) 
প্রাকৃতিক গ্যাস

  সঠিক উত্তর:

৭১.
বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে পাওয়া যায়?
Ο ক) 
পাথর
Ο খ) 
খনিজ তেল
Ο গ) 
শুঁটকি
Ο ঘ) 
বরফ

  সঠিক উত্তর: (খ)

৭২.
বায়োমাস থেকে সহজে উৎপাদন করা যায় –
Ο ক) 
মিথেন
Ο খ) 
বিউটেন
Ο গ) 
বায়োগ্যাস
Ο ঘ) 
খনিজ তেল

  সঠিক উত্তর: (গ)

৭৩.
বায়ু শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা যায়?
Ο ক) 
তাপশক্তি
Ο খ) 
বিদ্যুৎ শক্তি
Ο গ) 
বিভব শক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (খ)

৭৪.
সুর বা স্বরসংগীতে কী থাকে?
Ο ক) 
শব্দশক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
স্থিতিশক্তি
Ο ঘ) 
গতিশক্তি

  সঠিক উত্তর: (ক)

৭৫.
কোনো বস্তুর আকার পরিবর্তন করা যায় কীভাবে?
Ο ক) 
স্থান পরিবর্তন করে
Ο খ) 
বল প্রয়োগ করে
Ο গ) 
ঝুলিয়ে রেখে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৭৬.
কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ?
Ο ক) 
বস্তুর বেগের সমানুপাতিক
Ο খ) 
ভরের সমানুপাতিক
Ο গ) 
ভরের ব্যস্তানুপাতিক
Ο ঘ) 
ভরের বর্গের সমানুপাতিক

  সঠিক উত্তর: (খ)

৭৭.
নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস –
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
খনিজ তেল
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
পানি

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
পানি যখন পাহাড় পর্বতের উপরে থাকে তখন তাতে কোনটি সঞ্চিত থাকে?
Ο ক) 
বিভব শক্তি
Ο খ) 
রাসায়নিক শক্তি
Ο গ) 
গতিশক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (ক)

৭৯.
পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়?
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
নিউক্লিয় শক্তি
Ο গ) 
পারমাণবিক শক্তি
Ο ঘ) 
আণবিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

৮০.
70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত?
Ο ক) 
7 ms-1
Ο খ) 
8 ms-1
Ο গ) 
7 cms-1
Ο ঘ) 
7x10-1 ms-1

  সঠিক উত্তর: (ক)

৮১.
অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে –
Ο ক) 
সৌরশক্তি
Ο খ) 
বায়োগ্যাস
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
বায়ুশক্তি

  সঠিক উত্তর: (গ)

৮২.
গতিশক্তি সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) 
গতিশক্তি = ১/২ x ভর x বেগ
Ο খ) 
গতিশক্তি = ২ x ভর x (বেগ)
Ο গ) 
গতিশক্তি = ১/২ x ভর x (বেগ)
Ο ঘ) 
গতিশক্তি = সঞ্চিত শক্তি

  সঠিক উত্তর: (গ)

৮৩.
৩৭৬। অলিয়াম শব্দের অর্থ কী?
Ο ক) 
পাথর
Ο খ) 
ইট
Ο গ) 
তেল
Ο ঘ) 
গ্যাস

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পেট্রো অর্থ পাথর
ii. অলিয়াম অর্থ তেল
iii. পেট্রো ও অলিয়াম মিলে পেট্রোলিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
কর্মদক্ষতার একক কী?
Ο ক) 
জুল
Ο খ) 
ওয়াট
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
নেই

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ছাদ থেকে নিচে লাফ দেওয়া
ii. কুয়া থেকে পানি তোলা
iii. ঊর্ধ্বগামী বিমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৭.
ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে –
i. কিছু পরিমাণ শক্তি চিরতরে হারিয়ে যায় বা নতুন করে পাওয়া যায়
ii. ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে শক্তির অপচয় ঘটে
iii. যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৮.
বস্তুর উপস্থিত বিভব শক্তিকে ব্যবহার করতে হলে কী করতে হবে?
Ο ক) 
তাপ প্রয়োগ করতে হবে
Ο খ) 
ভর কমাতে হবে
Ο গ) 
ঐ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হবে
Ο ঘ) 
ভর বাড়াতে হবে

  সঠিক উত্তর: (গ)

৮৯.
বিজ্ঞানের ভাষায় কাজের অর্থ ও দৈনন্দিন জীবনে কাজের অর্থ –
Ο ক) 
একই
Ο খ) 
পরস্পরের উপর নির্ভরশীল
Ο গ) 
ভিন্ন
Ο ঘ) 
পরস্পরের সমানুপাতিক

  সঠিক উত্তর: (গ)

৯০.
একটি বস্তুকে সূতায় বেঁধে উল্লম্বভাবে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজ কত?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
ধনাত্মক অথবা ঋণাত্মক

  সঠিক উত্তর: (গ)

৯১.
নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
তেল
Ο গ) 
সৌরশক্তি
Ο ঘ) 
প্রাকৃতিক গ্যাস

  সঠিক উত্তর: (গ)

৯২.
নিচের কোনটি বলের বিরুদ্ধে কাজ?
Ο ক) 
সিঁড়ি বেয়ে নিচে নামা
Ο খ) 
ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু
Ο গ) 
ঊর্ধ্বগামী বিমান
Ο ঘ) 
ছাদ থেকে লাভ দিয়ে নিচে নামা

  সঠিক উত্তর: (গ)

৯৩.
সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
Ο ক) 
সৌর রশ্মি
Ο খ) 
সৌরকোষ
Ο গ) 
সৌর শক্তি
Ο ঘ) 
সৌর বছর

  সঠিক উত্তর: (গ)

৯৪.
শক্তির রূপগুলো হচ্ছে –
i. চৌম্বক শক্তি
ii. নিউক্লিয় শক্তি
iii. সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
কোনটি সহসা নি:শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
সৌরশক্তি
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
খনিজ তেল

  সঠিক উত্তর: (খ)

৯৬.
নিচের কোনটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
প্রাকৃতিক গ্যাস
Ο গ) 
বায়োগ্যাস
Ο ঘ) 
সব কয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 
25x104J
Ο খ) 
2.5x104J
Ο গ) 
25x103J
Ο ঘ) 
2.5x103J

  সঠিক উত্তর: (খ)

৯৮.
কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
Ο ক) 
ক্ষমতা
Ο খ) 
শক্তি
Ο গ) 
বল
Ο ঘ) 
চাপ

  সঠিক উত্তর: (ক)

৯৯.
বস্তুর গতিশক্তি বৃদ্ধি করা যায় –
i. উচ্চতা বৃদ্ধির মাধ্যমে
ii. বেগ বৃদ্ধির মাধ্যমে
iii. ভর বৃদ্ধির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০০.
কলমের খালি মুখে ফুঁ দিলে কি ঘটে?
Ο ক) 
যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) 
শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) 
স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) 
বায়ু শব্দ শক্তির সৃষ্টি করে

  সঠিক উত্তর: (ক)

১০১.
কয়লা থেকে উৎপাদিত হয় –
i. আলকাতরা
ii. বেঞ্জিন
iii. টলুইন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
বৈদ্যুতিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে –
i. বৈদ্যুতিক পাখা
ii. বৈদ্যুতিক বাতি
iii. বৈদ্যুতিক হিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৩.
নিচের কোনটিতে গতিশক্তি থাকে?
Ο ক) 
স্থির ঘড়িতে
Ο খ) 
ঊর্ধ্বগামী ফুটবলে
Ο গ) 
উঁচু বিল্ডিংয়ে
Ο ঘ) 
স্রোতহীন পানিতে

  সঠিক উত্তর: (খ)

১০৪.
পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন কোনটি গতিশক্তিতে পরিণত হয়?
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
নিউক্লিয় শক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (খ)

১০৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়
ii. বায়ুর সাহায্যে কুয়া থেকে পানি তোলা যায়
iii. বায়ুকল দ্বারা তড়িৎকে বায়ুতে পরিণত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
কোন বস্তুর উপর কোন বল ক্রিয়া করে যদি বস্তুটির সরণ ঘটায় তাহলে তাকে কি বলে?
Ο ক) 
বেগ
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
কাজ
Ο ঘ) 
ক্ষমতা

  সঠিক উত্তর: (গ)

১০৭.
কোনো বস্তুকে উপরের দিকে তুরলে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
Ο ক) 
পেশী বল
Ο খ) 
চৌম্বক বল
Ο গ) 
অভিকর্ষজ বল
Ο ঘ) 
পৃষ্ঠটান

  সঠিক উত্তর: (গ)

১০৮.
নিচের কোনটি সৌরশক্তির উদাহরণ?
Ο ক) 
সোলার ওয়াটার হিটার
Ο খ) 
সোলার কুকার
Ο গ) 
প্রেসার কুকার
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে
Ο খ) 
বিদ্যুৎ শক্তি গতি শক্তিতে
Ο গ) 
তাপশক্তি আলোক শক্তিতে
Ο ঘ) 
তাপশক্তি গতি শক্তিতে

  সঠিক উত্তর: (ক)

১১০.
নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. কাজের মাত্রা সমীকরণ [W]=[ML2T-2]
ii. কাজের একক জুল
iii. কাজ = বল x সরণের উপাংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১১.
নিচের কোথায় পারমাণবিক বিপর্যয় ঘটেছিল?
Ο ক) 
চেরনোবিল
Ο খ) 
ফুকুশিমা
Ο গ) 
ফ্লোরিডা
Ο ঘ) 
চেরনোবিল ও ফুকুশিমা

  সঠিক উত্তর: (ঘ)

১১২.
শক্তির বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
Ο ক) 
বায়োমাস
Ο খ) 
বায়োগ্যাস
Ο গ) 
বায়ু
Ο ঘ) 
বায়ুচাপ

  সঠিক উত্তর: (ক)

১১৩.
জীবনযাত্রার মানোন্নয়নের সাথে মানুষের কোনটি চাহিদা বাড়ছে?
Ο ক) 
শক্তি
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
জামাকাপড়
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১১৪.
হারিকেনের চিমনিতে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
বিদ্যুৎ
Ο খ) 
তাপ
Ο গ) 
শব্দ
Ο ঘ) 
চুম্বক

  সঠিক উত্তর: (খ)

১১৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে
ii. হট-স্পটের সংস্পর্শে ভূ-গর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়
iii. ভূ-অভ্যন্তরের শীলাখন্ডকে গলাতে বাইরে থেকে তাপ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৬.
বিভব শক্তি –
i. তাপমাত্রার উপর নির্ভর করে
ii. ভরের উপর নির্ভর করে
iii. ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতার উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১৭.
জল বিদ্যুৎ প্রকল্পের টারবাইনে কিসের সমন্বয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়?
Ο ক) 
যান্ত্রিক শক্তি ও চৌম্বকশক্তির সমন্বয়ে
Ο খ) 
গতিশক্তি ও বিভবশক্তির সমন্বয়ে
Ο গ) 
বিভবশক্তি ও যান্ত্রিক শক্তির সমন্বয়ে
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১১৮.
1J =?
Ο ক) 
1Nkg
Ο খ) 
1Nb
Ο গ) 
1Nc
Ο ঘ) 
1Nm

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
ফটো-ভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
শব্দ শক্তি
Ο গ) 
গতি শক্তি
Ο ঘ) 
তড়িৎ শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
আমাদের ব্যবহৃত সকল শক্তি কোনো না কোনোভাবে কোথা থেকে আসে?
Ο ক) 
চাঁদ
Ο খ) 
জীবাশ্ম
Ο গ) 
সূর্য
Ο ঘ) 
তারা

  সঠিক উত্তর: (গ)

১২১.
অনবায়নযোগ্য শক্তি হচ্ছে –
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধা হচ্ছে –
i. এ শক্তি সহজে শেষ হয় না
ii. এ শক্তির প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়
iii. পরিবেশ দূষিত করে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৩.
পরমাণুর জোড়া লাগা ও ভাঙার সময় কোন শক্তি নির্গত হয়?
Ο ক) 
আলোক শক্তি
Ο খ) 
চুম্বক শক্তি
Ο গ) 
নিউক্লিয় শক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (গ)

১২৪.
জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?
Ο ক) 
গতি শক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
রাসায়নিক শক্তি
Ο ঘ) 
গতি ও বিভব শক্তি

  সঠিক উত্তর: (খ)

১২৫.
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
Ο ক) 
শক্তি
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
দক্ষতা
Ο ঘ) 
বিভব শক্তি

  সঠিক উত্তর: (ক)

১২৬.
10 kg ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভবশক্তি 2450J হবে?
Ο ক) 
24.5 m
Ο খ) 
25 m
Ο গ) 
15 m
Ο ঘ) 
20 m

  সঠিক উত্তর: (খ)

১২৭.
নিউক্লিয় বিক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয় –
Ο ক) 
পদার্থের মোট ভর
Ο খ) 
পদার্থের মোট ভরের অর্ধেক
Ο গ) 
পদার্থের মোট ভরের ক্ষুদ্র ভগ্নাংশ
Ο ঘ) 
পদার্থের মোট ভরের এক চতুর্থাংশ

  সঠিক উত্তর: (গ)

১২৮.
5 kg ভরের একটি গাড়ি 100 ms-1 বেগে চলতে থাকলে এর গতি শক্তি কত হবে?
Ο ক) 
526.5 J
Ο খ) 
562.5 J
Ο গ) 
735 J
Ο ঘ) 
753 J

  সঠিক উত্তর: (খ)

১২৯.
ধনাত্মক কাজ কোনটি?
Ο ক) 
মেঝে থেকে ডাস্টার উঠানো
Ο খ) 
গাছ থেকে আম পড়া
Ο গ) 
ঊর্ধ্বগামী রকেট
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৩০.
তড়িৎ মোটরে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο খ) 
তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
Ο গ) 
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
Ο ঘ) 
তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

১৩১.
প্রদত্ত শক্তি =?
Ο ক) 
লভ্য কার্যকর শক্তি
Ο খ) 
অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο গ) 
লভ্য কার্যকর শক্তি + অন্যভাবে ব্যয়িত শক্তি
Ο ঘ) 
একটিও নয়

  সঠিক উত্তর: (গ)

১৩২.
কোন তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
Ο ক) 
ডায়নামো
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
তড়িৎ মোটর
Ο ঘ) 
রূপান্তরক

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে কী বলে?
Ο ক) 
এক ফ্যারাডে
Ο খ) 
এক নিউটন
Ο গ) 
এক প্যাসকেল
Ο ঘ) 
এক জুল

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
কোনটি চালাতে হলে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
Ο ক) 
বৈদ্যুতিক যন্ত্র
Ο খ) 
টিউবওয়েল
Ο গ) 
মোটর সাইকেল
Ο ঘ) 
বিমান

  সঠিক উত্তর: (ক)

১৩৫.
20 kg ভরের একটি বস্তু 100 m দূরত্ব অতিক্রম করলে কাজ কত হবে?
Ο ক) 
19600 J
Ο খ) 
960 J
Ο গ) 
2960 J
Ο ঘ) 
2000 J

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
1 kg ভরের একটি পাখি ভূ-পৃষ্ঠ থেকে 10 m উপর দিয়ে 10 ms-1 বেগে উড়ে যাচ্ছে। এ অবস্থায় পাখিটির বিভব শক্তি কত?
Ο ক) 
10 J
Ο খ) 
98 J
Ο গ) 
50 J
Ο ঘ) 
980 J

  সঠিক উত্তর: (খ)

১৩৭.
বর্তমান সভ্যতা কীসের উপর নির্ভরশীল?
Ο ক) 
সাহিত্য
Ο খ) 
যন্ত্র
Ο গ) 
সংস্কৃতি
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
কাজের মাত্রা সমীকরণ কোনটি?
Ο ক) 
[ML2T-1]
Ο খ) 
[MLT-2]
Ο গ) 
[ML2T-3]
Ο ঘ) 
[ML2T-2]

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
কার্বন ও হাইড্রোজেন দ্বারা নিচের কোনটি গঠিত –
Ο ক) 
কয়লা
Ο খ) 
খনিজ তেল
Ο গ) 
বায়োম্যাস
Ο ঘ) 
জলবিদ্যুৎ

  সঠিক উত্তর: (গ)

১৪০.
শক্তির ক্ষেত্রে প্রযোজ্য –
i. দিক নেই
ii. একক জুল
iii. কৃতকাজের সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪১.
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
Ο ক) 
মিথেন (CH4)
Ο খ) 
ইথেন (C2H6)
Ο গ) 
বিউটেন (C4H10)
Ο ঘ) 
উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৪২.
একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 x106J তাপশক্তি সরবরাহ করায় 2.64 x106J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?
Ο ক) 
33%
Ο খ) 
66%
Ο গ) 
38%
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
একটি বস্তু উচ্চ স্থান থেকে ভূমিতে আঘাত করার মুহূর্তে –
i. বস্তুর বিভবশক্তি শূন্য হয়ে যায়
ii. বস্তুর গতিশক্তি শূন্য হয়ে যায়
iii. বিভবশক্তি সর্বাধিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৪.
বায়ু শক্তি উৎপন্ন করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) 
নিউক্লিয় শক্তি
Ο খ) 
বায়ু শক্তি
Ο গ) 
বিভব শক্তি
Ο ঘ) 
জ্বালানি

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
কোনটি বিভবশক্তির পরিমাপ?
Ο ক) 
ভর x উচ্চতা
Ο খ) 
ওজন x উচ্চতা
Ο গ) 
ভর x ত্বরণ
Ο ঘ) 
ভর x অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
কোনো বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে বলতে আমরা বুঝি –
i. বস্তুটি অন্য কিছুর উপর বল প্রয়োগ করতে পারে
ii. বস্তুটি অন্য কিছুর উপর কাজ সম্পাদন করতে পারে
iii. বস্তুটির ভর কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
ML2T-3 মাত্রাটি হলো –
i. একক সময়ে কৃত কাজের
ii. ক্ষমতার
iii. একক সময়ে ব্যয়িত শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৮.
নিউক্লীয় ফিশন বিক্রিযায় কী ঘটে?
Ο ক) 
দুটি পরমাণু জোড়া লাগে
Ο খ) 
ইলেকট্রন নিউক্লিয়াসকে আঘাত করে
Ο গ) 
ইলেকট্রন প্রোটনকে আঘাত করে
Ο ঘ) 
নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
পৃথিবী পৃষ্ঠে বায়ু প্রবাহিত হয় কেন?
Ο ক) 
চাপের কারণে
Ο খ) 
তাপমাত্রার পার্থক্যের কারণে
Ο গ) 
বায়ুর ভরের কারণে
Ο ঘ) 
পৃথিবীর আকৃতির কারণে

  সঠিক উত্তর: (খ)

১৫০.
শক্তির উৎসগুলোর মধ্যে কোনটির পরিচিতি সবচেয়ে বেশি?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
কয়লা
Ο গ) 
খনিজ তেল
Ο ঘ) 
চৌম্বক

  সঠিক উত্তর: (খ)

১৫১.
কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে –
Ο ক) 
শক্তি
Ο খ) 
গতি শক্তি
Ο গ) 
স্থিতি শক্তি
Ο ঘ) 
ক্ষমতা

  সঠিক উত্তর: (খ)

১৫২.
শক্তির অতি পরিচিত উৎস হলো –
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৩.
ফিশন বিক্রিযায় এক টন ইউরেনিয়াম হতে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ানো শক্তির সমান?
Ο ক) 
দশ লক্ষ
Ο খ) 
পাঁচ লক্ষ
Ο গ) 
দুই লক্ষ
Ο ঘ) 
এক লক্ষ

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় –
i. শিল্প কারখানায়
ii. রান্নার কাজে
iii. বিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
একটি বস্তু সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তা বস্তুর –
Ο ক) 
ভর
Ο খ) 
ওজন
Ο গ) 
চাপ
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৬.
বিজ্ঞানে ক্ষমতা শব্দটি সংশ্লিষ্ট –
i. মোটরের সাথে
ii. পাম্পের সাথে
iii. ইঞ্জিনের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৭.
বল ও সরণের গুণফলকে কী বলে?
Ο ক) 
শক্তি
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
ত্বরণ
Ο ঘ) 
কাজ

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে তাপশক্তি
ii. যান্ত্রিক শক্তির জন্য আমরা চলাচল করতে পারি
iii. আমরা শক্তির প্রায় নয়টি রূপ দেখতে পাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
ভর ও বেগের উপর
Ο খ) 
বেগ ও বলের উপর
Ο গ) 
ভর ও বলের উপর
Ο ঘ) 
ভরবেগ ও বলের ওপর

  সঠিক উত্তর: (ক)

১৬০.
গাছের পাতা ও কান্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে রূপান্তরিত হয়?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
প্রাকৃতিক গ্যাস

  সঠিক উত্তর: (গ)

১৬১.
সঞ্চয়ক কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে
Ο খ) 
তাপ শক্তি আলোক শক্তিতে
Ο গ) 
যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে
Ο ঘ) 
রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে

  সঠিক উত্তর: (ক)

১৬২.
কোনো বস্তুর গতিশক্তি চারগুণ হবে যদি –
i. ভর চারগুণ করা হয়
ii. বেগ দ্বিগুণ করা হয়
iii. ভর দ্বিগুণ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
200 MW=?
Ο ক) 
2.0 x 108 J/s
Ο খ) 
200 x 108 J/s
Ο গ) 
200 x 10-6 J/s
Ο ঘ) 
2 x 106 J/s

  সঠিক উত্তর: (ক)

১৬৪.
কোনো ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
i. শক্তি
ii. ক্ষমতা
iii. শক্তির রূপান্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় –
Ο ক) 
ভূ-পৃষ্ঠে
Ο খ) 
ভূ-গর্ভে
Ο গ) 
মহাকাশে
Ο ঘ) 
সমুদ্রে

  সঠিক উত্তর: (খ)

১৬৬.
1 Nm =� কত?
Ο ক) 
1 kW
Ο খ) 
1 kg
Ο গ) 
1 ms-2
Ο ঘ) 
1 J

  সঠিক উত্তর: (ঘ)

১৬৭.
জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কীসের সাথে সরাসরি যুক্ত?
Ο ক) 
চাকার সাথে
Ο খ) 
ইঞ্জিনের সাথে
Ο গ) 
তড়িৎ জেনারেটরের সাথে
Ο ঘ) 
ট্রান্সফর্মারের সাথে

  সঠিক উত্তর: (গ)

১৬৮.
কোন দেশে জোয়ার-ভাটায় শক্তির সাহায্যে তড়িৎ শক্তি প্রকল্প সফলতার সাথে কাজ করছে?
Ο ক) 
বাংলাদেশে
Ο খ) 
থাইল্যান্ডে
Ο গ) 
ফ্রান্সে
Ο ঘ) 
কেনিয়ায়

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
ফিশন বিক্রিয়া –
i. একটি শৃঙ্খল বিক্রিয়া
ii. মুহূর্তেই কোটি কোটি বিক্রিয়া সংগঠিত হয়
iii. বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
ML2T-2 এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
এটি শুধু কাজের মাত্রা
Ο খ) 
এটি শুধু শক্তির মাত্রা
Ο গ) 
এটি কাজ ও শক্তি উভয়ের মাত্রা
Ο ঘ) 
এটি কাজ ও ক্ষমতা উভয়ের মাত্রা

  সঠিক উত্তর: (গ)

১৭১.
একরূপের নির্দিষ্ট পরিমাণ শক্তি অন্যরূপে রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ কোনটি থেকে পাওয়া যাবে?
Ο ক) 
তাপমাত্রা
Ο খ) 
চাপ
Ο গ) 
শক্তির নিত্যতা
Ο ঘ) 
আর্দ্রতা

  সঠিক উত্তর: (গ)

১৭২.
কাজের উদাহরণ হচ্ছে –
i. বলদের মাঠে লাঙল টানা
ii. বইকে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নেওয়া
iii. কোনো দেওয়ালকে জোরে ঠেলা মারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৩.
কয়লা থেকে নিচের কোনটি পাওয়া যায়?
Ο ক) 
কোল গ্যাস
Ο খ) 
আলকাতরা
Ο গ) 
বেনজিন
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
আমরা চলাফেরা করতে পারি কোন শক্তির জন্য?
Ο ক) 
তাপ শক্তি
Ο খ) 
আলোক শক্তি
Ο গ) 
যান্ত্রিক শক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
Ο ক) 
শক্তি
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
শক্তির রূপান্তর
Ο ঘ) 
বল

  সঠিক উত্তর: (খ)

১৭৬.
কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সালফারের ধোঁয়া নির্গমন করে যা –
i. খুবই তীব্র
ii. এসিড বৃষ্টির সৃষ্টি করে
iii. প্রাচীন পাথুরে খোঁদাই করা কাজ নষ্ট করতে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭৭.
গতি শক্তি নয় হলে বস্তুর বেগ কত হবে?
Ο ক) 
2 গুণ
Ο খ) 
3 গুণ
Ο গ) 
4 গুণ
Ο ঘ) 
5 গুণ

  সঠিক উত্তর: (খ)

১৭৮.
কোনো বল দ্বারা বস্তুর উপর কৃতকাজ শূন্য হয় যদি বল –
i. সর্বদা সরণের লম্ব বরাবর ক্রিয়া করে
ii. প্রয়োগ না করলেও বস্তুর সরণ হয়
iii. প্রয়োগ করলেও বস্তুর সরণ না হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৯.
একটি বৃত্তাকার পথে একজন লোক এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলো। এক্ষেত্রে কোনটি ঘটে?
Ο ক) 
কাজ ধনাত্মক হয়
Ο খ) 
কাজ ঋণাত্মক হয়
Ο গ) 
কাজ শূন্য হয়
Ο ঘ) 
কাজ ধনাত্মক ও ঋনাত্মক উভয় হয়

  সঠিক উত্তর: (গ)

১৮০.
কোন বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য কোনটির প্রয়োজন?
Ο ক) 
ত্বরণ
Ο খ) 
মন্দন
Ο গ) 
বল
Ο ঘ) 
কাজ

  সঠিক উত্তর: (গ)

১৮১.
নিচের কোনটি প্রায় সব শক্তির মূল উৎস –
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
খনিজ তেল
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
সূর্য

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
কলকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ শক্তির বিল কোন এককে পরিশোধ করা হয়?
Ο ক) 
 kW
Ο খ) 
W
Ο গ) 
MW
Ο ঘ) 
μW

  সঠিক উত্তর: (ক)

১৮৩.
বাল্বের ফিলামেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পাওয়া যায় –
i. বিদ্যুৎ শক্তি
ii. তাপ শক্তি
iii. আলোক শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে ডাস্টারটি কীসের প্রভাবে নিচের দিকে পড়বে?
Ο ক) 
অভিকর্ষ বলের
Ο খ) 
সান্দ্র বলের
Ο গ) 
নিউক্লিয় বলের
Ο ঘ) 
তাড়িত চৌম্বক বল

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর -
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. হাতে হাত ঘষলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
ii. বাষ্পীয় ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় �
iii. বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৬.
বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কোন শক্তি পাই?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি
Ο খ) 
নিউক্লিয় শক্তি
Ο গ) 
চৌম্বক শক্তি
Ο ঘ) 
আলোক শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

১৮৭.
স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে?
Ο ক) 
গতিশক্তি
Ο খ) 
বিভবশক্তি
Ο গ) 
বল
Ο ঘ) 
কাজ

  সঠিক উত্তর: (খ)

১৮৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. অনবায়নযোগ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে
ii. নবায়নযোগ্য শক্তি কখনো শেষ হয় না
iii. সৌরশক্তি অনবায়নযোগ্য শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৮৯.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বায়োগ্যাস হচ্ছে জৈব যৌগ
ii. বায়োমাস সালোকসংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়
iii. বায়োমাস এক ধরনের সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
কোনটি পেট্রোলিয়াম কূপ থেকেও পাওয়া যায়?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
কয়লা
Ο গ) 
খনিজ তেল
Ο ঘ) 
সোডিয়াম ধাতু

  সঠিক উত্তর: (ক)

১৯১.
জগৎ গতিশীল কেন?
Ο ক) 
কাজের জন্য
Ο খ) 
বেগের জন্য
Ο গ) 
ত্বরণের জন্য
Ο ঘ) 
শক্তির জন্য

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. তড়িৎ কোষ থেকে আমরা রাসায়নিক শক্তি পাই�
ii. পরমাণুর ভাঙা-গড়ার সময় নিউক্লিয় শক্তি নির্গত হয়
iii. কোনো বস্তুকে স্থানান্তরিত করতে পেশী শক্তির প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. আদিমকালে মানুষ পেশী শক্তির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল
ii. যন্ত্রশক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়
iii. বাষ্পশক্তি উৎপন্ন করার জন্য জ্বালানি প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
1 অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
Ο ক) 
764 W
Ο খ) 
746 W
Ο গ) 
646 W
Ο ঘ) 
664 W

  সঠিক উত্তর: (খ)

১৯৫.
জলবিদ্যুৎ প্রকল্পে টার্বাইনের ঘূর্ণন থেকে সমন্বয় ঘটে –
i. বিদ্যুৎ শক্তির
ii. যান্ত্রিক শক্তির
iii. চৌম্বক শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৬.
নিউক্লিয় বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?
Ο ক) 
রেডিয়াম
Ο খ) 
পোলনিয়াম
Ο গ) 
ইউরোনিয়াম
Ο ঘ) 
ক্যান্ডিয়াম

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ –
Ο ক) 
পরিবর্তনশীল
Ο খ) 
নির্দিষ্ট
Ο গ) 
দিন দিন বাড়ছে
Ο ঘ) 
দিন দিন কমছে

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
নিচের কোন ক্ষেত্রে পেশী শক্তির প্রয়োজন?
Ο ক) 
পানি গরম করতে
Ο খ) 
টেলিভিশন চালাতে
Ο গ) 
গান বাজাতে
Ο ঘ) 
কোনো বস্তুকে সরাতে

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
5 kg ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে 30m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে?� G= 9.8 ms-2
Ο ক) 
1470 J
Ο খ) 
1740 J
Ο গ) 
1047 J
Ο ঘ) 
1070 J

  সঠিক উত্তর: (ক)

২০০.
ক্ষমতার মাত্রা সমীকরণ কী?
Ο ক) 
[MLT-2]
Ο খ) 
[MLT-3]
Ο গ) 
[ML2T-3]
Ο ঘ) 
[ML2T-2]

  সঠিক উত্তর: (গ)

২০১.
6 kg ভরের বস্তুর উপর 10 N বল প্রয়োগ করায় বলের দিকে বস্তুর সরণ 6 m হলে কৃত কাজের পরিমাণ কত?
Ο ক) 
36 জুল
Ο খ) 
360 জুল
Ο গ) 
60 জুল
Ο ঘ) 
90 জুল

  সঠিক উত্তর: (গ)

২০২.
বলের বিরুদ্ধে কাজের উদাহরণ হচ্ছে –
i. ব্রীজ থেকে নদীতে লাফ দেওয়া
ii. দড়ি বেয়ে পাহাড়ে ওঠা
iii. সিঁড়ি বেয়ে উপরে ওঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৩.
বায়োগ্যাসরূপে গাছপালার বিভিন্ন অংশে জমা থাকে কোন শক্তি?
Ο ক) 
চুম্বক শক্তি
Ο খ) 
যান্ত্রিক শক্তি
Ο গ) 
সৌর শক্তি
Ο ঘ) 
পারমাণবিক শক্তি

  সঠিক উত্তর: (গ)

২০৪.
শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে –
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
গতি শক্তি
Ο গ) 
শব্দ শক্তি
Ο ঘ) 
যান্ত্রিক শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

২০৫.
10 g ভরের একটি আম মাটি থেকে 6 m উঁচুতে একটি গাছে ঝুলছিল। ঢিল মেরে আমটিকে গাছ থেকে মাটিতে আনা হলো। আমটি যখন মাটি থেকে 3 m উঁচুতে ছিল তখন আমটির গতি শক্তি ছিল –
i. 0.294J
ii. বিভব শক্তির সমান
iii. 0.294 kg m2s-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৬.
কোনটি সঠিক?
Ο ক) 
1MW=10W
Ο খ) 
1MW=10W
Ο গ) 
1MW=10W
Ο ঘ) 
1MW=10W

  সঠিক উত্তর: (ঘ)

২০৭.
ক্ষমতা –
i. একটি স্কেলার রাশি
ii. একক ওয়াট
iii. মাত্রা ML2T-3
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. কর্মদক্ষতাকে η দ্বারা প্রকাশ করা হয়
ii. η= লভ্য কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি x 100%
iii. কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০৯.
ইঞ্জিনের যে পরিমাণ শক্তি প্রদত্ত হয় সে পরিমাণ শক্তি ইঞ্জিন থেকে পাওয়া যায় না কেন?
Ο ক) 
ঘর্ষণের জন্য
Ο খ) 
শক্তির জন্য
Ο গ) 
কেন্দ্রমুখী বলের জন্য
Ο ঘ) 
ক ও গ

  সঠিক উত্তর: (ক)

২১০.
নিচের কোনটি থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়?
Ο ক) 
হিটার
Ο খ) 
সোলার কুকার
Ο গ) 
সৌরকোষ
Ο ঘ) 
সৌর বাল্ব

  সঠিক উত্তর:

২১১.
কোন বস্তুতে বেগ দেওয়ার জন্য কৃতকাজই বস্তুর –
Ο ক) 
বিভব শক্তি
Ο খ) 
রাসায়নিক শক্তি
Ο গ) 
গতি শক্তি
Ο ঘ) 
যান্ত্রিক শক্তি

  সঠিক উত্তর: (গ)

২১২.
বলের মাত্রাকে সরণের মাত্রা দিয়ে গুণ করলে কিসের মাত্রা পাওয়া যায়?
Ο ক) 
ভরের
Ο খ) 
ত্বরণের
Ο গ) 
বেগের
Ο ঘ) 
কাজের

  সঠিক উত্তর: (ঘ)

২১৩.
নিচের সূত্রটি লক্ষ কর-
i. কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
ii. বল = কাজ/বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
iii. অতিক্রান্ত দূরত্ব = বল x কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৪.
নিউক্লিয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায় –
Ο ক) 
নিষ্ক্রিয়
Ο খ) 
তেজস্ক্রিয়
Ο গ) 
ক ও খ উভয়ই
Ο ঘ) 
একটিও নয়

  সঠিক উত্তর: (খ)

২১৫.
শক্তির অভিনশ্বরতা বা সংরক্ষণশীলতা নীতি অনুসারে –
i. বিশ্বের সামগ্রিক শক্তি ভান্ডারে শক্তির তারতম্য ঘটে
ii. শক্তির সৃষ্টি বা বিনাশ নেই
iii. মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৬.
ভূ-গর্ভস্থ পানি কিসের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়?
Ο ক) 
মাটি
Ο খ) 
বায়ু
Ο গ) 
হট স্পট
Ο ঘ) 
ম্যাগমা

  সঠিক উত্তর: (গ)

২১৭.
200 Mev = ?
Ο ক) 
3.6x106J
Ο খ) 
3.2x1011J
Ο গ) 
3.6x10-6J
Ο ঘ) 
3.2x10-11J

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
কৃত্রিম বস্ত্র হচ্ছে
i. ক্যাশমিলন
ii. টেরিলিন
iii. পলিয়েস্টার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৯.
এ মহাবিশ্বে নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি?
Ο ক) 
ছয়টি
Ο খ) 
দশটি
Ο গ) 
আটটি
Ο ঘ) 
নয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২২০.
বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই?
Ο ক) 
খাদ্য
Ο খ) 
আলো
Ο গ) 
গাড়ি
Ο ঘ) 
ভর

  সঠিক উত্তর: (ক)

২২১.
সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে কী তৈরি হয়?
Ο ক) 
প্রিজম
Ο খ) 
লেন্স
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

২২২.
একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে, নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এল। এক্ষেত্রে কৃতজাক হবে –
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
কোনো কাজ হবে না

  সঠিক উত্তর: (গ)

২২৩.
প্রাকৃতিক গ্যাস সৃষ্টির কারণ পৃথিবীর অভ্যন্তরের প্রচন্ড –
i. তাপ
ii. ভর
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
 i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৪.
50 kg ভরের একটি বস্তু 150 m উঁচু দালানের ছাদে উঠানো হলে –
i. বস্তুটির ওজন 490 N
ii. কৃতকাজ হবে 7.35 x104J
iii. বলের বিরুদ্ধে কাজ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৫.
ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
Ο ক) 
বিভব শক্তি
Ο খ) 
গতি শক্তি
Ο গ) 
যান্ত্রিক শক্তি
Ο ঘ) 
রাসায়নিক শক্তি

  সঠিক উত্তর: (ক)

২২৬.
কোনো ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাতকে 20s এ 10m উঁচুতে তোলা হল। এক্ষেত্রে –
i. ক্রেন দ্বারা কৃতকাজ ধনাত্মক
ii. ক্রেনের ক্ষমতা 3.92kW
iii. ইস্পাতের বিভবশক্তির পরিবর্তন 78.4kJ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২২৭.
নিচের কোনটি কৃত্রিম বস্ত্র?
Ο ক) 
টেরিলিন
Ο খ) 
পলিয়েস্টার
Ο গ) 
ক্যাশমিলন
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
50 kg ভরের একটি বস্তু 15 সেকেন্ডে 7.5 m উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে?
Ο ক) 
45 W
Ο খ) 
145 W
Ο গ) 
245 W
Ο ঘ) 
345 W

  সঠিক উত্তর: (গ)

২২৯.
নিচের কোনটি শক্তির একক?
Ο ক) 
1 km
Ο খ) 
1 ms-2
Ο গ) 
1 Nm
Ο ঘ) 
1 Watt

  সঠিক উত্তর: (গ)

২৩০.
আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
Ο ক) 
জলাদিয়ায়
Ο খ) 
কক্সবাজার
Ο গ) 
সীতাকুন্ড
Ο ঘ) 
কাপ্তাই

  সঠিক উত্তর: (ঘ)

২৩১.
কোন বস্তুর অবস্থান বা গতির জন্য তার মধ্যে যে শক্তি চিহ্নিত থাকে তাকে কি বলে?
Ο ক) 
যান্ত্রিক শক্তি
Ο খ) 
রাসায়নিক শক্তি
Ο গ) 
শব্দ শক্তি
Ο ঘ) 
আলোক শক্তি

  সঠিক উত্তর: (ক)

২৩২.
মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?
Ο ক) 
তড়িৎ বল
Ο খ) 
নিউক্লিও বল
Ο গ) 
অভিকর্ষ বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (গ)

২৩৩.
কোনটি গতি শক্তি?
Ο ক) 
1/2 mv2
Ο খ) 
mgh
Ο গ) 
1/2 mgh
Ο ঘ) 
mv2

  সঠিক উত্তর: (ক)

২৩৪.
হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে
Ο খ) 
যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে
Ο গ) 
বিভবশক্তি গতি শক্তিতে
Ο ঘ) 
যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে

  সঠিক উত্তর: (খ)

২৩৫.
প্রতি সেকেন্ডে আলো কত মিটার দূরত্ব অতিক্রম করে?
Ο ক) 
3x107m
Ο খ) 
3x109m
Ο গ) 
3x108m
Ο ঘ) 
3x1010m

  সঠিক উত্তর: (গ)

২৩৬.
নিচের বিবরণগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না
ii. গতি শক্তি, EK = 1/2 mv2
iii. বিভব শক্তি, EP=mgh
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৭.
m ভরের একটি বস্তুকে 20 m, 30 m ও 40 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
Ο ক) 
20m
Ο খ) 
30 m
Ο গ) 
40 m
Ο ঘ) 
50 m

  সঠিক উত্তর: (ঘ)

২৩৮.
পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় –
i. টেরিলিন
ii. টলুইন
iii. ক্যাশমিলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৯.
ক্ষমতার একক কি?
Ο ক) 
Jm
Ο খ) 
J/m
Ο গ) 
J/s
Ο ঘ) 
Js

  সঠিক উত্তর: (গ)

২৪০.
নিচের তথ্যগুলো লক্ষ করো –
i. কাজের কোন দিক নেই
ii. কাজের মাত্রা হবে বলের মাত্রা ও সরণের মাত্রার গুণফল
iii. কাজ = ভর x সরণ x সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪১.
শক্তি –
i. জ্বালানির মধ্যে সঞ্চিত থাকে
ii. কাজ করার সামর্থ্য বুঝায়
iii. এর কোনো দিক নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪২.
সৌরশক্তির সাহায্যে চালানো যায় –
i. পকেট ক্যালকুলেটর
ii. ইলেকট্রনিক ঘড়ি
iii. পকেট রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
বায়োমাস হচ্ছে –
i. জ্বালানি কাঠ
ii. ধানের তুষ
iii. পশু-পাখির মল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৪.
যখন কোন স্প্রিংকে সংকুচিত করা হয়, তখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে?
Ο ক) 
গতিশক্তি
Ο খ) 
বিভবশক্তি
Ο গ) 
তাপশক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (খ)

২৪৫.
বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়?
Ο ক) 
শূন্য হয়
Ο খ) 
অসীম হয়
Ο গ) 
বলের সমান
Ο ঘ) 
পরিমাপ করা যায় না

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
পানি গরম করতে হলে কোন শক্তির প্রয়োজন?
Ο ক) 
আলোক শক্তি
Ο খ) 
শব্দ শক্তি
Ο গ) 
তাপ শক্তি
Ο ঘ) 
শক্তির প্রয়োজন হয় না

  সঠিক উত্তর: (গ)

২৪৭.
নিচের কোনটি বহুদিনের সঞ্চিত সৌরশক্তি?
Ο ক) 
বায়ু
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

২৪৮.
যেসব জৈব পদার্থকে শক্তিকে রূপান্তরিক করা যায় তাদেরকে কি বলে?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
কয়লা
Ο গ) 
বায়োম্যাস
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (গ)

২৪৯.
ঢিল ছুঁড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে?
Ο ক) 
বিভব শক্তি
Ο খ) 
গতি শক্তি
Ο গ) 
রাসায়নিক শক্তি
Ο ঘ) 
তাপশক্তি

  সঠিক উত্তর: (খ)

২৫০.
কৃতকাজ = ?
Ο ক) 
অর্জিত শক্তি
Ο খ) 
ব্যয়িত শক্তি
Ο গ) 
বিভব শক্তি
Ο ঘ) 
গতি শক্তি

  সঠিক উত্তর: (খ)

২৫১.
গতির কারণে কোন শক্তি পাওয়া যায়?
Ο ক) 
বিদ্যুৎ শক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
গতিশক্তি
Ο ঘ) 
শব্দ শক্তি

  সঠিক উত্তর: (গ)

২৫২.
কয়লা দিয়ে কি উৎপাদন করা যায়?
Ο ক) 
খাদ্য
Ο খ) 
বিদ্যুৎ
Ο গ) 
তেল
Ο ঘ) 
বায়োগ্যাস

  সঠিক উত্তর: (খ)

২৫৩.
দুটি ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
তাপশক্তি তেড়িৎ শক্তিতে
Ο খ) 
তড়িৎ শক্তি আলোক শক্তিতে
Ο গ) 
আলোক শক্তি শব্দ শক্তিতে
Ο ঘ) 
শব্দ শক্তি চুম্বক শক্তিতে

  সঠিক উত্তর: (ক)

২৫৪.
একটি ডাস্টার টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে দিলে –
i. এটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে
ii. এটি অভিকর্ষ দ্বারা কাজ করবে
iii. ঋণাত্মক কাজ সম্পাদিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৫.
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রধান সুবিধা কোনটি?
Ο ক) 
সহজলভ্য
Ο খ) 
শেষ হওয়ার আশঙ্কা নেই
Ο গ) 
পরিবেশ দূষিত করে না
Ο ঘ) 
সবসময় পাওয়া যায়

  সঠিক উত্তর: (খ)

২৫৬.
সালফারের ধোঁয়া কী সৃষ্টি করে?
Ο ক) 
কালো মেঘ
Ο খ) 
বৃষ্টি
Ο গ) 
এসিড বৃষ্টি
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি
ii. সূর্য কিরণকে অপসারী করে আগুন জ্বালানো যায়
iii. সৌর চুল্লীতে রান্না করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৫৮.
m ভরের কোন বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠাতে কৃতকাজ কত?
Ο ক) 
1/2 mv2h
Ο খ) 
mvh2
Ο গ) 
2gh
Ο ঘ) 
mgh

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
নিউক্লিয় বিক্রিযায় একটন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লা পোড়ালে পাওয়া যাবে?
Ο ক) 
১০ লক্ষ
Ο খ) 
২০ লক্ষ
Ο গ) 
৪০ লক্ষ
Ο ঘ) 
৮০ লক্ষ

  সঠিক উত্তর: (ক)

২৬০.
আদিমকালে মানুষ সকল কাজে কিসের উপর নির্ভর করত?
Ο ক) 
যান্ত্রিক শক্তি
Ο খ) 
চৌম্বক শক্তি
Ο গ) 
পারমাণবিক শক্তি
Ο ঘ) 
পেশী শক্তি

  সঠিক উত্তর: (ঘ)

২৬১.
সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে –
i. মহাকর্ষ বল
ii. তড়িৎ বল
iii. চৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২.
নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Ο ক) 
সৌর রশ্মি
Ο খ) 
বায়ুশক্তি
Ο গ) 
বায়োগ্যাস
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২৬৩.
70 kg ভরের একটি ব্যক্তি 200 m উঁচু পাহাড়ে আরোহন করলে তিনি কত কাজ করবেন?
Ο ক) 
1.372x105J
Ο খ) 
2.42x103J
Ο গ) 
1.372x104J
Ο ঘ) 
1.1x103J

  সঠিক উত্তর: (ক)

২৬৪.
বিভব শক্তি সমান কোনটি?
Ο ক) 
বস্তুর ভর x উচ্চতা
Ο খ) 
বস্তুর ওজন/উচ্চতা
Ο গ) 
বস্তুর ওজন x উচ্চতা
Ο ঘ) 
উচ্চতা/বস্তুর ওজন

  সঠিক উত্তর: (গ)

২৬৫.
দৈনন্দিন জীবনে ক্ষমতা কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক) 
মোটর
Ο খ) 
ইঞ্জিন
Ο গ) 
বাস্তবায়ন
Ο ঘ) 
পাম্প

  সঠিক উত্তর: (গ)

২৬৬.
স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে –
i. সমস্ত শক্তিই বিভবশক্তি
ii. সমস্ত শক্তিই গতিশক্তি
iii. বিভবশক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি করা যায়
ii. অনবায়নযোগ্য শক্তির উৎস বায়োমাস
iii. বায়োমাস কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৬৮.
নিচের কোনটি বলের দ্বারা কাজ?
Ο ক) 
সিঁড়ি বেয়ে উপরে ওঠা
Ο খ) 
গাছ থেকে আম ভূমিতে পড়া
Ο গ) 
উপরের দিকে ঢিল ছুঁড়ে মারা
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

২৬৯.
শক্তির অতি পরিচিত উৎস হল –
Ο ক) 
কয়লা
Ο খ) 
খনিজ তেল
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২৭০.
শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করার অর্থ হলো –
Ο ক) 
বল
Ο খ) 
বেগ
Ο গ) 
কাজ
Ο ঘ) 
গতিশক্তি

  সঠিক উত্তর: (গ)

২৭১.
নিচের বিবরণগুলো লক্ষ কর –
i. অভির্ষের বিরুদ্ধে বস্তু বিভব শক্তি লাভ করে
ii. অভিকর্ষের দিকে বস্তু বিভব শক্তি লাভ করে
iii. সকল সচল বস্তুই গতি শক্তির অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭২.
কোনটির উপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
Ο ক) 
ভর
Ο খ) 
অভিকর্ষীয় ত্বরণ
Ο গ) 
সময়
Ο ঘ) 
উচ্চতা

  সঠিক উত্তর: (গ)

২৭৩.
কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) 
তড়িৎ কোষ
Ο খ) 
শুষ্ক কোষ
Ο গ) 
ড্যানিয়েল সেল
Ο ঘ) 
সৌরকোষ

  সঠিক উত্তর: (ঘ)

২৭৪.
কর্মদক্ষতা –
i. 100% এর অধিক হতে পারে না
ii. একটি এককবিহীন রাশি
iii. হলো অন্তমুখী ক্ষমতা ও বহিমুর্খী ক্ষমতার অনুপাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৭৫.
বল প্রয়োগ করে কোনো বস্তুর –
i. ভর বাড়ানো যায়
ii. স্থান পরিবর্তন করা যায়
iii. আকার পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৬.
কেরোসিন পাওয়া যায় কোথা থেকে –
Ο ক) 
পেট্রোল
Ο খ) 
ডিজেল
Ο গ) 
পেট্রোলিয়াম
Ο ঘ) 
সয়াবিন

  সঠিক উত্তর: (গ)

২৭৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. মাছ শুকিয়ে শুটকি হয় সৌরশক্তির কারণে
ii. সৌরকোষ থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়
iii. জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮.
বাষ্পীয় ইঞ্জিন চালাতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
বিদ্যুৎ
Ο গ) 
কয়লা
Ο ঘ) 
ব্যাটারি

  সঠিক উত্তর: (গ)

২৭৯.
অলিয়াম শব্দের অর্থ কি?
Ο ক) 
প্রসাধনী
Ο খ) 
সামুদ্রিক মাছ
Ο গ) 
তেল
Ο ঘ) 
পাথর

  সঠিক উত্তর: (গ)

২৮০.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তি ছাড়া কোনো কিছু চলতে পারে না
ii. আমাদের কাজের পরিমাণ নির্ভর করে শক্তির উপর
iii. শক্তির পরিমাণ কম হলে কাজ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮১.
পেট্রোলিয়াম কূপ থেকে পাওয়া –
Ο ক) 
প্রাকৃতিক গ্যাস
Ο খ) 
বিদ্যুৎ
Ο গ) 
টেরিলিন
Ο ঘ) 
প্রসাধনী

  সঠিক উত্তর: (ক)

২৮২.
যে ধরনের শক্তি ব্যবহারে পরিবেশে দূষনের সম্ভাবনা বেশি –
i. সৌর শক্তি
ii. নিউক্লিয় শক্তি
iii. জীবাশ্ম জ্বালানি শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৩.
শক্তি –
i. নয়টি রূপ আছে
ii. আছে বলেই জগৎ গতিশীল
iii. মাত্রা সমীকরণ হচ্ছে ML2T-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪.
কোন শক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হয়?
Ο ক) 
তাপশক্তি
Ο খ) 
পেশীশক্তি
Ο গ) 
যন্ত্র শক্তি
Ο ঘ) 
চৌম্বক শক্তি

  সঠিক উত্তর: (গ)

২৮৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কম
ii. প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ভূ-গর্ভে
iii. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৬.
ML2T-2 কিসের মাত্রা?
Ο ক) 
ক্ষমতা
Ο খ) 
কাজ
Ο গ) 
বল
Ο ঘ) 
ভরবেগ

  সঠিক উত্তর: (ক)

২৮৭.
ইঞ্জিনে যে পরিমাণ শক্তি ঘর্ষণের ফলে অপচয় হয় তা কিসে পরিণত হয়?
Ο ক) 
চাপ
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
তাপ
Ο ঘ) 
চৌম্বকক্ষেত্র

  সঠিক উত্তর: (গ)

২৮৮.
২/৩ টি গরুর গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস দিয়ে কয়জনের পরিবারের রান্না ও বাতি জ্বালানোর কাজ চলবে?
Ο ক) 
২/৩ জন
Ο খ) 
৩/৪ জন
Ο গ) 
৪/৫ জন
Ο ঘ) 
৫/৬ জন

  সঠিক উত্তর: (গ)

২৮৯.
পেট্রো শব্দের অর্থ কি?
Ο ক) 
তেল
Ο খ) 
ইট
Ο গ) 
পাথর
Ο ঘ) 
মুক্তা

  সঠিক উত্তর: (গ)

২৯০.
1000 kg ভরের একটি গাড়ি 15 ms-1 বেগে চলতে থাকলে এর গতি শক্তি কত হবে?
Ο ক) 
5x10 J
Ο খ) 
5x102 J
Ο গ) 
5x103 J
Ο ঘ) 
5x104 J

  সঠিক উত্তর: (ঘ)

২৯১.
বিভবশক্তি কীসের উপর নির্ভর করে?
Ο ক) 
ভর ও উচ্চতা
Ο খ) 
ভর ও বেগ
Ο গ) 
বল ও উচ্চতা
Ο ঘ) 
সবগুলোই

  সঠিক উত্তর: (ক)

২৯২.
তড়িৎ চুম্বকে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
Ο ক) 
রাসায়নিক শক্তি
Ο খ) 
তাপশক্তি
Ο গ) 
চৌম্বক শক্তি
Ο ঘ) 
পারমাণবিক শক্তি

  সঠিক উত্তর: (গ)

২৯৩.
ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
Ο ক) 
তাপ শক্তি
Ο খ) 
প্রদত্ত শক্তি
Ο গ) 
লভ্য কার্যকর শক্তি
Ο ঘ) 
ক ও গ

  সঠিক উত্তর: (গ)

২৯৪.
ছাদে রাখা এক টুকরা স্থির কাঠ কখন ভূমিতে পড়ে –
Ο ক) 
ভর বৃদ্ধি পেলে
Ο খ) 
গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হলে
Ο গ) 
বিভব শক্তি স্থির থাকলে
Ο ঘ) 
বিভব শক্তি গতিশক্তিতে রুপান্তরিত হলে

  সঠিক উত্তর: (ঘ)

২৯৫.
রাসায়নিক শক্তির আধার হচ্ছে -
i. তেল
ii. গ্যাস
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬.
এক ব্যক্তি 1 মিনিটে একটি বাক্স 1 m উচ্চতায় তুলতে পারেন। তাদের ব্যয়িত শক্তি –
i. ভিন্ন
ii. একই
iii. দ্বিতিয় জনের বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৭.
পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে কী প্রবাহিত হয়?
Ο ক) 
তাপ
Ο খ) 
পানি
Ο গ) 
বিদ্যুৎ
Ο ঘ) 
বায়ু

  সঠিক উত্তর: (ঘ)

২৯৮.
যান্ত্রিক শক্তি কয়ভাগে বিভক্ত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২৯৯.
7 kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 15m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে?
Ο ক) 
1029 J
Ο খ) 
1470 J
Ο গ) 
735 J
Ο ঘ) 
570 J

  সঠিক উত্তর: (ক)

৩০০.
নিচের কোনটি আদিক রাশি?
Ο ক) 
বেগ
Ο খ) 
তড়িৎ তীব্রতা
Ο গ) 
বল
Ο ঘ) 
কাজ

  সঠিক উত্তর: (ঘ)

৩০১.
একটি 1.0 HP বৈদ্যুতিক মোটর এবং 1000 W ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়?
Ο ক) 
বৈদ্যুতিক মোটর ইস্ত্রির চেয়ে বেশি শক্তিশালী
Ο খ) 
বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষমতা মোটরের চেয়ে বেশি
Ο গ) 
বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষমতা মোটরের চেয়ে বেশি
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৩০২.
বাতির ফিলামেন্টে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় –
i. শব্দ শক্তিতে
ii. আলোক শক্তিতে
iii. তাপ শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৩.
জলবিদ্যুৎ প্রকল্পে পানির স্রোতের সাহায্যে কি ঘোরানো হয়?
Ο ক) 
চাকা
Ο খ) 
রিং
Ο গ) 
টার্বাইন
Ο ঘ) 
অক্ষ দন্ড

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাকে কি বলে?
Ο ক) 
বলের বিরুদ্ধে কাজ
Ο খ) 
বলের দিকে কাজ
Ο গ) 
বিভব শক্তি
Ο ঘ) 
অভিকর্ষজ ত্বরণ

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
একজন ভারোত্তোলক 50 kg ভারকে উঠানোর জন্য F বল প্রয়োগ করে। এতে ভারটির উল্লম্ব দিকে সরণ হয় Δs = 2.0m। তাহলে –
i. F এর মান 50 N
ii. ভারোত্তোলকের কৃতকাজ 980 J
iii. এই কাজ ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩০৬.
নিচের কোনটি সৌরশক্তির সাহায্যে চালানো যায়?
Ο ক) 
ক্যালকুলেটর
Ο খ) 
পকেট রেডিও
Ο গ) 
ইলেকট্রিক ঘড়ি
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৩০৭.
গতিশক্তি –
i. সমান কৃতকাজ
ii. বেগের উপর নির্ভরশীল
iii. বেশি হয় যখন বস্তুর ভর বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৮.
কোন বস্তুর উপর যখন কাজ করা হয়, তখন কি পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়?
Ο ক) 
কাজের চেয়ে কম
Ο খ) 
কাজের চেয়ে বেশি
Ο গ) 
কাজের সম পরিমাণ
Ο ঘ) 
উপরের একটিও না

  সঠিক উত্তর: (গ)

৩০৯.
নিচের কোন জোড়া রাশির একক অভিন্ন?
Ο ক) 
দ্রুতি ও ত্বরণ
Ο খ) 
তাপ ও তাপমাত্রা
Ο গ) 
কাজ ও শক্তি
Ο ঘ) 
শক্তি ও ক্ষমতা

  সঠিক উত্তর: (গ)

৩১০.
কাজ কী রাশি?
Ο ক) 
দিক
Ο খ) 
ভেক্টর
Ο গ) 
স্কেলার
Ο ঘ) 
মৌলিক

  সঠিক উত্তর: (গ)

৩১১.
নিচের কোনটি নিউক্লিয় বিক্রিয়ায় মোট ভরের একটি ক্ষুদ্র ভগ্নাংশের রূপান্তরিত ফল?
Ο ক) 
শক্তি
Ο খ) 
কাজ
Ο গ) 
ক্ষমতা
Ο ঘ) 
আণবিকত্ব

  সঠিক উত্তর: (ক)

৩১২.
আমাদের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
Ο ক) 
দামী জামা
Ο খ) 
দামী খাবার
Ο গ) 
শক্তি
Ο ঘ) 
ঘরবাড়ি

  সঠিক উত্তর: (গ)

৩১৩.
ভূ-তাপীয় শক্তি থেকে কোন দেশে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
Ο ক) 
বাংলাদেশ
Ο খ) 
যুক্তরাষ্ট্রে
Ο গ) 
জাপান
Ο ঘ) 
নিউজিল্যান্ড

  সঠিক উত্তর: (ঘ)

৩১৪.
নিচের কোনটি থেকে রাসায়নিক সার পাওয়া যায়?
Ο ক) 
কয়লা
Ο খ) 
পেট্রোলিয়াম
Ο গ) 
প্রাকৃতিক গ্যাস
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

৩১৫.
খাদ্য হতে গৃহীত শক্তি আমরা কীভাবে কাজে লাগাই?
Ο ক) 
ওজন বৃদ্ধির মাধ্যমে
Ο খ) 
শক্তি সঞ্চয়ের মাধ্যমে
Ο গ) 
অন্য শক্তিতে রূপান্তরের মাধ্যমে
Ο ঘ) 
ঘুমানোর মাধ্যমে

  সঠিক উত্তর: (গ)

৩১৬.
কয়লা পুড়িয়ে কি পাওয়া যায়?
Ο ক) 
বিদ্যুৎ
Ο খ) 
গ্যাস
Ο গ) 
তেল
Ο ঘ) 
তাপ

  সঠিক উত্তর: (ঘ)

৩১৭.
বায়োমাসের প্রধান উপাদান কী?
Ο ক) 
অক্সিজেন
Ο খ) 
হাইড্রোজেন
Ο গ) 
কার্বন
Ο ঘ) 
কার্বন ও হাইড্রোজেন

  সঠিক উত্তর: (ঘ)

৩১৮.
E=mc2 সূত্রে m কে কী বলা হয়?
Ο ক) 
ভর
Ο খ) 
শক্তিতে রূপান্তরিত ভর
Ο গ) 
আলোর বেগ
Ο ঘ) 
বেগ

  সঠিক উত্তর: (খ)

৩১৯.
পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত হয় কোনটি?
Ο ক) 
পাকা রাস্তার উপর দেওয়া পিচ
Ο খ) 
রেলপথে দেওয়া পাথর
Ο গ) 
সয়াবিন
Ο ঘ) 
কোনটি নয়

  সঠিক উত্তর: (ক)

৩২০.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. শক্তি আছে বলেই জগৎ গতিশীল
ii. শক্তি বেশি হলে জগৎ অচল হয়ে পড়বে
iii. আমরা শব্দ শক্তির জন্য শুনতে পাই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২১.
বায়োমাস গঠিত হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) 
ব্যাপন
Ο খ) 
অভিস্রবন
Ο গ) 
শ্বসন
Ο ঘ) 
সালোকসংশ্লেষণ

  সঠিক উত্তর: (ঘ)

৩২২.
নিউক্লিয় বিক্রিয়ায় পদার্থ কীসে রূপান্তরিত হয়?
Ο ক) 
শক্তিতে
Ο খ) 
পানিতে
Ο গ) 
আয়নে
Ο ঘ) 
নতুন পদার্থে

  সঠিক উত্তর: (ক)

৩২৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. যেকোনো যন্ত্রের কাজ করার জন্য শক্তির প্রয়োজন
ii. আমাদের কাজের পরিমাণ নির্ভর করে শক্তির উপর
iii. শক্তির পরিমাণ কম হলে কাজ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২৪.
কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকের বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কি পরিমাপ করা হয় –
Ο ক) 
কাজ
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
চাপ
Ο ঘ) 
বিভব শক্তি

  সঠিক উত্তর: (ক)

৩২৫.
নবায়নযোগ্য শক্তি হচ্ছে –
i. জোয়ার-ভাটা
ii. বায়োমাস
iii. ভূ-তাপীয় শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৬.
পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় –
i. পাকা রাস্তার পিচ
ii. আলকাতরা
iii. কেরোসিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৭.
প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?
Ο ক) 
গতিশক্তি
Ο খ) 
বিভব শক্তি
Ο গ) 
গতিশক্তি ও বিভব শক্তি
Ο ঘ) 
কোন শক্তি নেই

  সঠিক উত্তর: (গ)

৩২৮.
কাপ্তাই পানি-বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎশক্তির মূল উৎস কী?
Ο ক) 
পানির গতিশক্তি
Ο খ) 
পানির বিভবশক্তি
Ο গ) 
যান্ত্রিক শক্তি
Ο ঘ) 
রাসায়নিক শক্তি

  সঠিক উত্তর: (খ)

৩২৯.
ভরকে শক্তিতে রূপান্তরের সমীকরণ কোনটি?
Ο ক) 
E=m2c
Ο খ) 
E=mc
Ο গ) 
E=m2c2
Ο ঘ) 
E=mc2

  সঠিক উত্তর: (ঘ)

৩৩০.
বর্তমান সভ্যতায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কোনটি?
Ο ক) 
বাষ্প
Ο খ) 
চৌম্বক
Ο গ) 
পেট্রোলিয়াম
Ο ঘ) 
সালফার

  সঠিক উত্তর: (গ)

৩৩১.
ক্ষমতা কী ধরনের রাশি?
Ο ক) 
ভেক্টর রাশি
Ο খ) 
মৌলিক রাশি
Ο গ) 
স্কেলার রাশি
Ο ঘ) 
সবগুলোই

  সঠিক উত্তর: (গ)

৩৩২.
নিচের কোনটিতে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে?
Ο ক) 
নিউক্লিয় চুল্লী
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
হিটার
Ο ঘ) 
বৈদ্যুতিক বাতি

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
বাতির ফিলামেন্টে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় –
i. আলোক শক্তিতে
ii. তাপ শক্তিতে
iii. নিউক্লিয় শক্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
60 kmh-1 বেগে গতিশীল একটি গাড়ি দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ব্রেক করলে গাড়িটি থেমে যায়। গাড়ির ভর 500 kg.�
৩৩৪.
থেমে যাবার মুহূর্তে গাড়িটির শক্তির কোন প্রকারের ঘটে?
Ο ক) 
বিভব শক্তি, তাপশক্তিতে রূপান্তরিত হয়
Ο খ) 
বিভব শক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο গ) 
গতি শক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
Ο ঘ) 
গতি শক্তি, বিভব শক্তিতে রূপান্তরিত হয়

  সঠিক উত্তর: (গ)

৩৩৫.
গাড়িটির গতি শক্তি কত?
Ο ক) 
1.37 x 106J
Ο খ) 
9 x 106J
Ο গ) 
6.94 x 104J
Ο ঘ) 
2.5 x 102J

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন