এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১১: ব্যাংকের আমানত |
১. |
ব্যাংকে চলতি হিসাব খোলার সময় প্রাথমিক জমার পরিমাণ কত টকা? |
Ο ক) |
১০০০ টাকা |
Ο খ) |
৫০০ টাকা |
Ο গ) |
১০০ টাকা |
Ο ঘ) |
৫০ টাক |
সঠিক উত্তর: (ক)
২. |
ব্যাংক হিসাব জনসাধারণের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি কিসে বিরাট অবদান রাখে? |
Ο ক) |
অর্থনৈতিক উন্নয়নে |
Ο খ) |
সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় |
Ο গ) |
মিতব্যয়িতা অর্জনে |
Ο ঘ) |
জাতীয় মূলধন গঠনে |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
বৈদেশিক মুদ্রা হিসাবের গ্রাহক? |
Ο ক) |
বৈদেশিক মুদ্রা অর্জনকারী |
Ο খ) |
বিশেষায়িত প্রতিষ্ঠানসমূহ |
Ο গ) |
কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ |
Ο ঘ) |
অভ্যন্তরীণ সকল ব্যবসায়ী |
সঠিক উত্তর: (ক)
৪. |
চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়? |
Ο ক) |
২ টি |
Ο খ) |
৩ টি |
Ο গ) |
৪ টি |
Ο ঘ) |
১ টি |
সঠিক উত্তর: (ক)
৫. |
কোম্পানির ব্যাংক হিসাব বন্ধ করার ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়? |
Ο ক) |
নির্দিষ্ট ফরম পূরণ |
Ο খ) |
কোম্পানির অনুমোদিত সভার অনুরোধপত্র |
Ο গ) |
বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র |
Ο ঘ) |
সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রত্যায়নপত্র |
সঠিক উত্তর: (খ)
৬. |
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের - |
Ο ক) |
প্লাস্টিক কার্ড |
Ο খ) |
্ি্ি্িািইালেকট্রনিক প্লাস্টিক কার্ড |
Ο গ) |
ইস্পাত বিশিষ্ট কার্ড |
Ο ঘ) |
কাগজের কার্ড |
সঠিক উত্তর: (খ)
৭. |
ব্যাংক ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
আমানত |
Ο গ) |
শেয়ার |
Ο ঘ) |
সিকিউরিটি |
সঠিক উত্তর: (খ)
৮. |
ফোন ব্যাংকিং -এ কোনটি লক্ষ রাখতে হয়? |
Ο ক) |
সকল উপকরণের সহজলভ্যতা |
Ο খ) |
গ্রাহকের পরিচয় সত্যতা |
Ο গ) |
গ্রাহকের অভিভাবক চিহ্নিতকরণ |
Ο ঘ) |
দক্ষ কর্মী দ্বারা পরিচালনা করা |
সঠিক উত্তর: (খ)
৯. |
সঞ্চয়ী হিসাবের সুবিধা হলো- i. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে ii. মূলধন গঠনে সহায়তা করে iii. স্বল্প ও স্থায়ী আয়ের মানুয়ের জন্যে উপযোগী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
১০. |
যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুকিধা দেয়ং তাকে কী বলে? |
Ο ক) |
স্থায়ী হিসাব |
Ο খ) |
চলতি হিসাব |
Ο গ) |
সঞ্চয়ী হিসাব |
Ο ঘ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
সঠিক উত্তর: (খ)
১১. |
চলতি হিসাব সাধারণত- i. ব্যবসায়গণ পরিচালনা করে ii. বিধি-নিষেধযুক্ত হিসাব পরিচালনা করে iii. জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১২. |
কোম্পানির ক্ষেত্রে কীভাবে হিসাব বন্ধ করতে হয়? |
Ο ক) |
পরিমেল নিয়মাবলির মাধ্যমে |
Ο খ) |
নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত নিবন্ধনপত্রের মাধ্যমে |
Ο গ) |
অনুমোদিত সভার অনুরোধপত্রের মাধ্যমে |
Ο ঘ) |
স্মারকলিপি ব্যবহার করে |
সঠিক উত্তর: (গ)
১৩. |
একজন গ্রাহক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলতে পারে? i. চলতি ii. সঞ্চয়ী iii. স্থায়ী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
FDR কী? |
Ο ক) |
চলতি হিসাবের রসিদ |
Ο খ) |
আমানতকারী হিসাবের রসিদ |
Ο গ) |
সঞ্চয়ী হিসাবের রসিদ |
Ο ঘ) |
স্থায়ী আমানত রসিদ |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
ব্যাংক হিসাব নয়- i. চলতি ও সঞ্চয়ী হিসাব ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব iii. দেশী ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৬. |
ব্যাংকে টাকা জমা� রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন? |
Ο ক) |
অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটায় বলে |
Ο খ) |
ঋণপাবার নিশ্চয়তা থাকে বলে |
Ο গ) |
সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে |
Ο ঘ) |
আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে |
সঠিক উত্তর: (গ)
১৭. |
SMS-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়? |
Ο ক) |
কল সেন্টার |
Ο খ) |
ফোন ব্যাংকিং |
Ο গ) |
SMS ব্যাংকিং |
Ο ঘ) |
ইন্টারনেট ব্যাংকিং |
সঠিক উত্তর: (গ)
১৮. |
এক ধরনের ব্যক্তিগদ ঋণ বলা হয় কাকে? |
Ο ক) |
ডেবিট কার্ডকে |
Ο খ) |
অনলাইন ব্যাংকিংকে |
Ο গ) |
ফোন ব্যাংকিংকে |
Ο ঘ) |
ক্রেডিট কার্ডকে |
সঠিক উত্তর: (ঘ)
১৯. |
কোন ব্যাংকিং সেবায় গ্রাহকের পরিচয় সত্যতা দরকার হয়? |
Ο ক) |
ফোন ব্যাংকিং |
Ο খ) |
SMS ব্যাংকিং |
Ο গ) |
ইন্টারনেট ব্যাংকিং |
Ο ঘ) |
এবি ব্রাঞ্চ ব্যাংকিং |
সঠিক উত্তর: (ক)
২০. |
সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের ব্যাংক কর্তৃক সরবরাহকৃদ একটি ছোট বই হল- |
Ο ক) |
চেক বই |
Ο খ) |
জমার বই |
Ο গ) |
পাস বই |
Ο ঘ) |
ব্যাংক হিসাব বিবরণী বই |
সঠিক উত্তর: (গ)
২১. |
মাসুদ রানা তার কিছু মূলধন ঝুঁকিহীন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তার কী করা উচিত হবে? |
Ο ক) |
শেয়ারে বিনিয়োগ করা |
Ο খ) |
বন্ডে বিনিয়োগ করা |
Ο গ) |
ব্যাংকে বিনিয়োগ করা |
Ο ঘ) |
ডিবেঞ্চারে বিনিয়োগ করা |
সঠিক উত্তর: (গ)
২২. |
ঋণ গ্রহণের ক্ষেত্রে অপেক্ষাকৃত পছন্দনীয় ব্যাংক কোনটি? |
Ο ক) |
যে ব্যাংকের নিয়ম-নীতির পরিমাণ বেশি |
Ο খ) |
যে ব্যাংকের হিসাব ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বেশি |
Ο গ) |
যে ব্যাংকের ঋণ প্রদান নীতি অপেক্ষাকৃত নমনীয় |
Ο ঘ) |
যে ব্যাংক অধিক পরিমাণে ঋণ প্রদান করে |
সঠিক উত্তর: (গ)
২৩. |
সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রের ফরম কার থেকে সংগ্রহ করতে হয়? |
Ο ক) |
ব্যাংক ম্যানেজার |
Ο খ) |
ব্যাংক অফিসার |
Ο গ) |
ব্যাংক সহকারী অফিসার |
Ο ঘ) |
ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যাক্তির |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
ব্যাংক কর্তৃক আমানতকারীকে প্রদত্ত একটি ছোট হিসাবের বই হল- |
Ο ক) |
ব্যাংক পাস বই |
Ο খ) |
চেক বই |
Ο গ) |
জমার বই |
Ο ঘ) |
সঞ্চয় বই |
সঠিক উত্তর: (ক)
২৫. |
চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে মূল পার্থক্য কী? |
Ο ক) |
উদ্দেশ্যগত |
Ο খ) |
ধরনগত |
Ο গ) |
উপযোগিতাগত |
Ο ঘ) |
প্রাথমিক আমানতগত |
সঠিক উত্তর: (ক)
২৬. |
নাজমুল সাহেব শপিং শেষ করে টাকা পরিশোধ করেন ব্যাংক চেকের মাধ্যমে । এখানে ব্যাংক চেক কী হিসেবে ব্যবহৃত হয়েছে? |
Ο ক) |
বিনিময়ের মাধ্যমে |
Ο খ) |
মূল্যের পরিমাপক |
Ο গ) |
মূল্য স্থানান্তরের বাহন |
Ο ঘ) |
তারল্যের মান |
সঠিক উত্তর: (ক)
২৭. |
কোনটির মাধ্যমে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে? |
Ο ক) |
প্রত্যয়পত্র |
Ο খ) |
ব্যাংক হিসাব |
Ο গ) |
চেক |
Ο ঘ) |
ব্যাংক ড্রাফট |
সঠিক উত্তর: (খ)
২৮. |
কী কারণে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে |
Ο ক) |
সুদ প্রদানের জন্যে |
Ο খ) |
ব্যবসায়ীদের লেনদেন বৃদ্ধির জন্যে |
Ο গ) |
ব্যাংকের তহবিল গঠনের জন্যে |
Ο ঘ) |
জনগণের আর্থিক উন্নতির জন্যে |
সঠিক উত্তর: (গ)
২৯. |
জনগণের জন্য সুপ্রচলিত ব্যাংক হিসাব হলো- i. সঞ্চয়ী হিসাব ii. চলতি হিসাব iii. স্থায়ী হিসাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
ন্যূনতম কত টাকা জমা দিয়ে সঞ্চয়ী হিসাব খোলা যায়? |
Ο ক) |
১০০ টাকা |
Ο খ) |
২০০ টাকা |
Ο গ) |
৫০০ বা ১,০০০ টাকা |
Ο ঘ) |
১,০০০ টাকা |
সঠিক উত্তর: (ক)
৩১. |
গ্রাহক মেয়াদি হিসাব খুলে কোন ক্ষেত্রে? |
Ο ক) |
মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে |
Ο খ) |
চলতি হিসাবের ক্ষেত্রে |
Ο গ) |
বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে |
Ο ঘ) |
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে |
সঠিক উত্তর: (ক)
৩২. |
মাহবুব সাহেব রঙ ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনে ব্যাংক হিসাবে অর্থ না থাকা সত্ত্বেও তার বিল পরিশোধ করে দিয়ে আসলো। এটি কী ভাবে সম্ভব হলো? |
Ο ক) |
ক্রেডিট কার্ডের মাধ্যমে |
Ο খ) |
ডেবিট কার্ডের মাধ্যমে |
Ο গ) |
ফোনের মাধ্যমে |
Ο ঘ) |
চেকের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল- i. আমানত গ্রহণ ii. বিনিয়োগ iii. বৈদেশিক বিনিময় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৪. |
গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ব্যাংক কয় ধরনের হিসাব খোলার সুযোগ প্রদান করে থাকে? |
Ο ক) |
নমুনাপত্র সংগ্রহ |
Ο খ) |
চেক বই সংগ্রহ |
Ο গ) |
আবেদনপত্র সংগ্রহ |
Ο ঘ) |
দলিলাদি সংগ্রহ |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
ই-ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাংলাদেশে কেমন? |
Ο ক) |
তেমন উজ্জ্বল নয় |
Ο খ) |
উজ্জ্বল |
Ο গ) |
তেমন সম্ভাবনাময় নয় |
Ο ঘ) |
সম্ভাবনাময় |
সঠিক উত্তর: (খ)
৩৬. |
ব্যাংকে হিসাব খোলার মূল উদ্দেশ্য হল- i. অর্থের নিরাপদ সংরক্ষণ ii. সহজে অর্থ লেনদেন করা iii. মিতব্যয়িতা অর্জন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে? |
Ο ক) |
২ ধরনের |
Ο খ) |
৩ ধরনের |
Ο গ) |
৪ ধরনের |
Ο ঘ) |
৫ ধরনের |
সঠিক উত্তর: (খ)
৩৮. |
কোনো নিরক্ষর ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাইলে তাকে ব্যাংক ম্যানেজারের সম্মুখে কী করতে হয়? |
Ο ক) |
মৌখিক সম্মতি প্রদান করতে হয় |
Ο খ) |
টিপসই দিতে হয় |
Ο গ) |
বৃদ্ধাঙ্গুলির ছাপ হিতে হয় |
Ο ঘ) |
বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ বা টিপসই দিতে হয় |
সঠিক উত্তর: (ঘ)
৩৯. |
স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয়- i. অর্থের ii. ঋণের iii. আমানতের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৪০. |
একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলা ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়? |
Ο ক) |
ট্রেড লাইসেন্স |
Ο খ) |
প্রাথমিক জমা |
Ο গ) |
নিবন্ধনপত্র |
Ο ঘ) |
স্মারকলিপি |
সঠিক উত্তর: (ক)
৪১. |
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতালিকাভুক্তি ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক অধিক প্রগণযোগ্য কেন? |
Ο ক) |
অধিক ঋণ সুবিধা পাওয়ার জন্যে |
Ο খ) |
অধিক নিরাপত্তর জন্যে |
Ο গ) |
সুদ সুবিধা বেশি থাকে বলে |
Ο ঘ) |
ব্যাংক চার্জ কম, সেজন্যে |
সঠিক উত্তর: (খ)
৪২. |
ব্যাংক হিসাব খোলার মাধ্যমে জনগণের মধ্যে কী সৃষ্টি হয়? |
Ο ক) |
সঞ্চয় প্রবণতা |
Ο খ) |
মূলধন গঠন |
Ο গ) |
উৎপাদন বৃদ্ধি |
Ο ঘ) |
কর্মসংস্থান |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
কোন হিসাবে ব্যাংক জমাকারীকে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করতে পারে? |
Ο ক) |
স্থায়ী হিসাব |
Ο খ) |
সঞ্চয়ী হিসাব |
Ο গ) |
চলতি হিসাব |
Ο ঘ) |
পৌন:পুনিক হিসাব |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
স্থায়ী হিসাবে সুদের হারে তারতম্য হয় কী অনুসারে? |
Ο ক) |
টাকার পরিমাণ অনুসারে |
Ο খ) |
জমার মেয়াদ অনুসারে |
Ο গ) |
জমার উদ্দেশ্য অনুসারে |
Ο ঘ) |
বিভিন্ন ব্যাংকভেদে |
সঠিক উত্তর: (খ)
৪৫. |
SMS ব্যাংকিংয়ের মাধ্যমে কোনটি জানা যায়? |
Ο ক) |
হিসাবের স্থিতি |
Ο খ) |
হিসাবের সময়কাল |
Ο গ) |
হিসাবের পাসওয়ার্ড |
Ο ঘ) |
হিসাবের নাম্বার |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
সুমনের ইউনিভাসিটির টাকা জমাদানের জন্যে টাকা উত্তোলন প্রয়োজন। ব্যাংকের অফিস টাইম শেষ হয়ে যাওয়ায়, এখন রবি কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে? |
Ο ক) |
ইন্টারনেটের মাধ্যমে |
Ο খ) |
ধারের সাহায্যে |
Ο গ) |
কাজ করার মাধ্যমে |
Ο ঘ) |
এটিএম বুতের সাহায্যে |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. |
চলতি হিসাব কত প্রকার? |
Ο ক) |
দু প্রকার |
Ο খ) |
তিন প্রকার |
Ο গ) |
চার প্রকার |
Ο ঘ) |
পাঁচ প্রকার |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
পৃথিবীর অন্যান্য দেশ ছাড়াও বাংলাদেশে ই-ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করেছে কারণ- i. এটা দীর্ঘমেয়াদি সেবা কার্যক্রম ii. দীর্ঘমেয়াদি ব্যাংক হিসাব iii. এটা দীর্ঘমেয়াদি আয় সম্পর্কিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
ব্যাংক আমানতকারীকে সাহায্য করে- i. আর্থিক বিভিন্ন বিষয়ে তথ্য লিপিবদ্ধ করে ii. তথ্য সরবরাহ করে iii. পরামর্শ দিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৫০. |
লাভজনক বিনিয়োগ নিশ্চিত করে কোনটি? |
Ο ক) |
ব্যাংক |
Ο খ) |
বিমা |
Ο গ) |
সরকার |
Ο ঘ) |
এনজিও |
সঠিক উত্তর: (ক)
৫১. |
গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি? |
Ο ক) |
৩ টি |
Ο খ) |
৪ টি |
Ο গ) |
৫ টি |
Ο ঘ) |
৬ টি |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে সেবা পাওয়ার সুযোগ থাকে কতক্ষণ? |
Ο ক) |
১০ ঘন্টা |
Ο খ) |
১২ ঘন্টা |
Ο গ) |
১৮ ঘন্টা |
Ο ঘ) |
২৪ ঘন্টা |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
ব্যাংক মক্কেলের হিসাব বন্ধ করে দিতে পারে- i. আদালতের নির্দেশে ii. মক্কেলে দেউলিয়া হলে iii. মক্কেলের মৃত্যু হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
চলতি আমানতের ওপর সুদ- |
Ο ক) |
দেওয়া হয় |
Ο খ) |
দেওয়া হয় না |
Ο গ) |
স্বল্প হারে সুদ দেওয়া হয় |
Ο ঘ) |
উচ্চ হারে সুদ দেওয়া হয় |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
ন্যূনতম কত টাকা জমা দিয়ে চলতি হিসাব খুলতে হয়? |
Ο ক) |
৫০০ টাকা |
Ο খ) |
১০০ টাকা |
Ο গ) |
১,০০০ টাকা |
Ο ঘ) |
৫,০০০ টাকা |
সঠিক উত্তর: (ঘ)
৫৬. |
ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়? |
Ο ক) |
সম্পত্তির |
Ο খ) |
দায়ের |
Ο গ) |
আমানতের |
Ο ঘ) |
মূলধনের |
সঠিক উত্তর: (গ)
৫৭. |
ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য কী? |
Ο ক) |
ঝুঁকিবিহীন লেনদেন |
Ο খ) |
ঋণের সুযোগ |
Ο গ) |
নিরাপদ সংরক্ষণ |
Ο ঘ) |
মিতব্যয়িতা অর্জন |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
সোহেল সাহেব তার কোম্পানির ব্যাংক হিসাব খোলার� সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে তার প্রয়োজন হবে- i. কোম্পানির আয়ের উৎস ii. রপ্তানিকারীরা iii. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৫৯. |
লেনদেন তথা জমাদান� উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায়কে কী বলে? |
Ο ক) |
ব্যাংক পাস বই |
Ο খ) |
ব্যাংক হিসাব বিবরনী |
Ο গ) |
ব্যাংক হিসাব |
Ο ঘ) |
চলতি হিসাব |
সঠিক উত্তর: (গ)
৬০. |
স্থায়ী হিসাবের উদ্দেশ্য হল- |
Ο ক) |
অধিক আয় অর্জন করা |
Ο খ) |
পৌন:পুনিক অর্থসংস্থান করা |
Ο গ) |
অর্থ সঞ্চয় করা |
Ο ঘ) |
স্বল্প পরিমাণে সুদ দেওয়া |
সঠিক উত্তর: (ক)
৬১. |
চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করতে হয়? |
Ο ক) |
পরিচালকের |
Ο খ) |
চেয়ারম্যানের |
Ο গ) |
ব্যবস্থাপকের |
Ο ঘ) |
কর্মকর্তার |
সঠিক উত্তর: (গ)
৬২. |
ইন্টারনেট ব্যাংকিং-এর জন্যে ব্যাংকের সবচেয়ে প্রয়োজনীয় মাধ্যম কোনটি? |
Ο ক) |
নিরাপদ পাস ওয়ার্ড |
Ο খ) |
নিরাপদ কর্মী |
Ο গ) |
নিরাপদ ওয়েবসাইট |
Ο ঘ) |
নিরাপদ ডিরেক্টরি |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যে অভিন্নতা রয়েছে- i. চেক বই সরবরাহে ii. সুদ প্রাপ্তিতে iii. অর্থ উত্তোলনের বাধ্যবাধকতায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৬৪. |
সঞ্চয়ী হিসাব এবং জীবন বিমার সুবিধা একত্রে পাওয়া যায় কোন হিসাবে? |
Ο ক) |
বৈদেশিক মুদ্রা হিসাব |
Ο খ) |
ঋণ আমানতি হিসাব |
Ο গ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
Ο ঘ) |
স্থায়ী হিসাব |
সঠিক উত্তর: (গ)
৬৫. |
ব্যাংক হিসাব বন্ধ করতে হলে গ্রাহককে ফেরত দিতে হয়- i. অব্যবহৃত চেক বই ii. ব্যবহৃত পাসবই iii. পূরণকৃত ফরমের অনুলিপি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (ক)
৬৬. |
যে হিসাব থেকে মেয়াদপূর্তির আগে টাকা তোলা যায় না তাকে কী হিসাব বলে? |
Ο ক) |
স্থায়ী হিসাব |
Ο খ) |
সঞ্চয়ী হিসাব |
Ο গ) |
স্থায়ী হিসাব |
Ο ঘ) |
বৈদেশিক মুদ্রা হিসাব |
সঠিক উত্তর: (খ)
৬৭. |
সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে আসিফ, শফিক, ইতি ব্যাংকে আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্যে ভূমিকা পালন করছে? |
Ο ক) |
সামষ্টিক উন্নতির জন্যে |
Ο খ) |
ব্যষ্টিক অর্থনীতির জন্যে |
Ο গ) |
ব্যাংকের জন্যে |
Ο ঘ) |
গ্রাহকের জন্যে |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
কাদের নিকট চলতি হিসাব খুবই জনপ্রিয়? |
Ο ক) |
ব্যবসায়ীদের |
Ο খ) |
কৃষকদের |
Ο গ) |
চাকরিজীবীর |
Ο ঘ) |
ছাত্রদের |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
এসএমএস-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করতে পারার যুক্তিসঙ্গত কারণ কোনটি? |
Ο ক) |
ফোন কোনম্পানির নির্দেশিত বিষয়ের অন্তর্গত |
Ο খ) |
সাধারণ ব্যাংকিং সেবার অন্তর্গত |
Ο গ) |
ইলেকট্রনিক ব্যাংকিং সেবার অন্তর্গত |
Ο ঘ) |
গ্রাহকদের অত্যাধিক চাহিদার অন্তর্গত |
সঠিক উত্তর: (গ)
৭০. |
সহজে লেনদেনের জন্যে গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে? |
Ο ক) |
ব্যাংকের দক্ষতা |
Ο খ) |
ব্যাংকের কার্যাবলি |
Ο গ) |
ব্যাংকের অবস্থান |
Ο ঘ) |
ব্যাংকের মুনাফা |
সঠিক উত্তর: (ঘ)
৭১. |
ব্যাংক হিসাব খোলায় একটি অন্যতম বিবেচ্য বিষয় কী? |
Ο ক) |
ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতা |
Ο খ) |
ব্যাংকের কর্মচারীদের দক্ষতা |
Ο গ) |
ব্যাংকের লাভজনকতার হার |
Ο ঘ) |
ব্যাংকের বার্ষিক জমার হার |
সঠিক উত্তর: (খ)
৭২. |
কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারে? |
Ο ক) |
শিক্ষা প্রতিষ্ঠান |
Ο খ) |
শিল্প কারখানা |
Ο গ) |
সি / এ ফার্ম |
Ο ঘ) |
ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ক)
৭৩. |
গ্রাহক কখন মেয়াদি হিসাব খুলে থাকেন? |
Ο ক) |
অধিক লেদেনের ক্ষেত্রে |
Ο খ) |
বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে |
Ο গ) |
মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে |
Ο ঘ) |
বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
কোন হিসাব থেকে সপ্তাহে দুইবার টাকা উত্তোলন করা যায়? |
Ο ক) |
চলতি হিসাব |
Ο খ) |
স্থায়ী হিসাব |
Ο গ) |
সঞ্চয়ী হিসাব |
Ο ঘ) |
ডিপোজিট পেনশন স্কিম হিসাব |
সঠিক উত্তর: (গ)
৭৫. |
একমালিকানা ব্যবসায়ের হিসাব খোলার ক্ষেত্রে কোনটি প্রদান করতে হয়? |
Ο ক) |
স্মারকলিপি |
Ο খ) |
প্রাথমিক জমা |
Ο গ) |
নিবন্ধনপত্র |
Ο ঘ) |
ট্রেড লাইসেন্স |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
এসএসএস ব্যাংকিং সেবার মাধমে গ্রাহক কী ধরনের সেবা পেয়ে থাকে? |
Ο ক) |
হিসাবের স্থিতি জানতে পারে |
Ο খ) |
টাকা স্থানান্তর করতে পারে |
Ο গ) |
চেক বইয়ের জন্য অনুরোধ জানাতে পারে |
Ο ঘ) |
ক + গ |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
বৈদেশিক মুদ্রার ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) |
রপ্তানি উন্নয়ন ব্যুরো |
Ο খ) |
ব্যাংক |
Ο গ) |
টিসিবি |
Ο ঘ) |
বিমা |
সঠিক উত্তর: (খ)
৭৮. |
হিসাবের মালিক নিজেই প্রাপক হলে চেকে প্রাপকের স্থানে কোন কথাটি উল্লেখ করতে হয়? |
Ο ক) |
বাহককে |
Ο খ) |
নিজ |
Ο গ) |
স্বয়ং |
Ο ঘ) |
আমিই |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল- i. এটিএম ii. ইন্টারনেট ব্যাংকিং iii. কল সেন্টার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
Fixed Deposit Receipt কী? |
Ο ক) |
চলতি হিসাবের রসিদ |
Ο খ) |
স্থায়ী আমানতের রসিদ |
Ο গ) |
সঞ্চয়ী হিসাবের রসিদ |
Ο ঘ) |
আমানতকারী হিসাবের রসিদ |
সঠিক উত্তর: (খ)
৮১. |
যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে� বলে- i. ব্যাংকার ii. আমানতকারী iii. মক্কেল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৮২. |
স্থায়ী হিসাবে- |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৩. |
যে কোনো হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই কোন কাজ টি করতে হয়? |
Ο ক) |
ট্রেড লাইসেন্স জমা দেওয়া |
Ο খ) |
জাতীয় পরিচয় পত্র জমা দেওয়া |
Ο গ) |
গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ |
Ο ঘ) |
নমিনি সংক্রান্ত তথ্য জমা দেওয়া |
সঠিক উত্তর: (গ)
৮৪. |
ব্যাংক থেকে ঋণের সুবিধা পাওয়ার উপায় কী? |
Ο ক) |
ব্যাংকে পরিচিতি তৈরি করে |
Ο খ) |
ব্যাংকে অধিক জামানত দিয়ে |
Ο গ) |
ব্যাংকে হিসাব খুলে |
Ο ঘ) |
ব্যবসায়ে অধিক মুনাফা দেখিয়ে |
সঠিক উত্তর: (গ)
৮৫. |
ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও করা সম্ভব কীভাবে? |
Ο ক) |
এনি ব্রাঞ্চ ব্যাংকিং - এর মাধ্যমে |
Ο খ) |
কল সেন্টারের মাধ্যমে |
Ο গ) |
ইন্টানেট ব্যাংকিং - এর মাধ্যমে |
Ο ঘ) |
ফোন ব্যাংকিং - এর মাধ্যমে |
সঠিক উত্তর: (ঘ)
৮৬. |
বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি? |
Ο ক) |
ব্যবসায় |
Ο খ) |
শেয়ারবাজার |
Ο গ) |
ব্যাংক |
Ο ঘ) |
বেসরকারি প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রাথমিকভাবে যে বড় অঙ্কের বিনিয়োগ করে তা ব্যাংকে যে সকল মাধ্যম হতে উঠে আসে তা হলো- i. কমিশন ii. সার্ভিস চার্জ iii. ভ্যাট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন কীভাবে সম্পন্ন হয়? |
Ο ক) |
ব্যাংকের মাধ্যমে |
Ο খ) |
ব্যাংক হিসাবের মাধ্যমে |
Ο গ) |
ব্যাংক ম্যানেজারের মাধ্যমে |
Ο ঘ) |
সঞ্চয়ী হিসাবের মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
৮৯. |
ব্যাংকে হিসাব খোলায় আমানতকারীর অন্যতম সুবিধা কোনটি? |
Ο ক) |
ঝুঁকিবিহীন লেনদেন |
Ο খ) |
অায়ের সুযোগ |
Ο গ) |
ঝণের সুযোগ |
Ο ঘ) |
মিতব্যয়িতা অর্জন |
সঠিক উত্তর: (ক)
৯০. |
অধিক মুনাফা অর্জনের জন্য কোন হিসাব উপযোগী? |
Ο ক) |
চলতি |
Ο খ) |
স্থায়ী |
Ο গ) |
সঞ্চয়ী |
Ο ঘ) |
মেয়াদি |
সঠিক উত্তর: (খ)
৯১. |
জীপসি এন্টরপ্রাইজের ব্যবসায়িক পরিসীমা সমগ্র দেশে বিস্তৃত । ব্যবসায়িক সফলতা এবং হিসাব সংক্রান্ত বিষয়ের জন্যে তার প্রতিদিনের ব্যাংকিং লেনদেন জানার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জীপসি এন্টারপ্রাইজ কোন ব্যাংকে হিসাব খুলবে? |
Ο ক) |
একক ব্যাংকে |
Ο খ) |
গ্রুপ ব্যাংকে |
Ο গ) |
শাখা ব্যাংকে |
Ο ঘ) |
চেইন ব্যাংকে |
সঠিক উত্তর: (গ)
৯২. |
সবার নিকট্ অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয় কোন ব্যাংক? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
তালিকাভুক্ত ব্যাংক |
Ο ঘ) |
অতালিকাভুক্ত ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
আমানত |
Ο গ) |
শেয়ার |
Ο ঘ) |
সিকিউরিটি |
সঠিক উত্তর: (খ)
৯৪. |
ব্যাংকের� জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল- i. চলতি ও সঞ্চয়ী হিসাব ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব iii. দেশীয় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯৫. |
কিসের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়? |
Ο ক) |
ব্যাংক হিসাব খোলার |
Ο খ) |
আয়ের |
Ο গ) |
নিরাপত্তার |
Ο ঘ) |
ব্যাংকিং সুবিধা অর্জনের |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
ব্যাংক হিসাব খোলার জন্যে সর্বোত্তম বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
ঋণের সুদ অধিক |
Ο খ) |
আমানতের সুদ কম |
Ο গ) |
ব্যাংক চার্জ সমানুপাতিক |
Ο ঘ) |
স্বল্প চার্জে অধিক সেবা |
সঠিক উত্তর: (ঘ)
৯৭. |
ব্যাংক আমানত উদ্দেশ্যের প্রেক্ষাপট গুলো হলো- i. আমানতকারী ii. ব্যাংক iii. ব্যষ্টিক অর্থনতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯৮. |
RFCD কী? |
Ο ক) |
Reliable Freight Co-operation Depertment. |
Ο খ) |
Resident Foreign Currancy Deposit. |
Ο গ) |
Remitance Foreign Currancy Deposit. |
Ο ঘ) |
Reliable Freight Currancy Depertment. |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
কোন প্রতিষ্ঠানের হিসাব খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের সত্যায়িত প্রতিলিপি প্রদান করতে হয়? |
Ο ক) |
যৌথমূলধনী কোম্পানি |
Ο খ) |
একমালিকানা ও অংশীদারি প্রতিষ্ঠান |
Ο গ) |
একমালিকানা প্রটিষ্ঠান |
Ο ঘ) |
অংশীদারি প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (খ)
১০০. |
কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বেশি বিবেচনায় চলে আসছে? |
Ο ক) |
ঋণের সুবিধা |
Ο খ) |
বিলাসবহুল শাখা |
Ο গ) |
বৈদেশিক বিনিময় |
Ο ঘ) |
ইলেকট্রনিক ব্যাংকিং সেবা |
সঠিক উত্তর: (ঘ)
১০১. |
সীমিত আয়ের জনগণের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হওয়ার যৌক্তিকতা হল- i. সামান্য পরিমাণ টাকা দিয়ে এ হিসাব খোলা যায় এবং যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় ii. বিপদ-আপদে ঋণ পাওয়া যায় iii. বছরে দুবার এ হিসাবের টাকার ওপর সুদ দেওয়া হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১০২. |
ব্যাংকের ১০-৫টা অফিস টাইমের বাইরেও কিসের মাধ্যমে টাকা তোলা যায়? |
Ο ক) |
এসএম এসের মাধ্যমে |
Ο খ) |
এটিএম বুথের মাধ্যমে |
Ο গ) |
ভিসা কার্ডের মাধ্যমে |
Ο ঘ) |
খ + গ |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
ব্যাংক জনগণকে কীভাবে হিসাব সংরক্ষণে আকৃষ্ট করে? |
Ο ক) |
বেশি চার্জে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে |
Ο খ) |
জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধার মাধ্যমে |
Ο গ) |
ব্যাংকের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে |
Ο ঘ) |
অধিক সুদ ধার্য করে |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
পৃথিবীর অন্যান্য দেশ ছাড়াও বাংলাদেশে ই-ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করেছে। কারণ- i. এটি দীর্ঘমেয়াদি সেবা কার্যক্রম ii. এটি দীর্ঘমেয়াদি ব্যাংক হিসাব iii. এটি দীর্ঘমেয়াদি আয় সম্পর্কিত নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
ডিপোজিট পেনশন স্কিমে টাকা জমা রাখা যায়- i. মাসিক ii. বাৎসরিক iii. সাপ্তাহিক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও iii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১০৬. |
ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা হলো- i. ঘরে বসে তহবিল স্থানান্তর করা ii. হিসাবের বিবরণী জানা যায় iii. বিল প্রদান করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১০৭. |
স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে একজন আমানতকারীকে প্রথমে কী নির্ধারণ করতে হয়? |
Ο ক) |
কত মেয়অদের জন্য হিসাব খুলবেন |
Ο খ) |
কত টাকার জন্য হিসাব খুলবেন |
Ο গ) |
কোন ব্যাংকে হিসাব খুলবেন |
Ο ঘ) |
কোন শাখায় হিসাব খুলবেন |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
সঞ্চয়ী ও স্থায়ী� হিসাবের মধ্যে যে মিল রয়েছে তা হলো- i. উভয় ক্ষেত্রেই চেক বই সরবরাহ করা হয় ii. উভয় গ্রাহকই সুদ বা লাভ পায় iii. উভয় ক্ষেত্রেই অর্থ উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১০৯. |
ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন ধরণের প্রতিষ্ঠানকে সভার সিদ্ধান্তের কপি জমা দিতে হয়? |
Ο ক) |
একমালিকানা |
Ο খ) |
কোনম্পানি |
Ο গ) |
অংশীদারি |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (খ)
১১০. |
ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- i. দেশের উৎপাদন বৃদ্ধিতে ii. দেশের জনসংখ্যা বৃদ্ধিতে iii. দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১১১. |
ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন? |
Ο ক) |
অতিরিক্ত অর্থের প্রয়োজন কেটায় বালে |
Ο খ) |
ঋণ পাবার নিশ্চয়তা থাকে বলে |
Ο গ) |
সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে |
Ο ঘ) |
আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে |
সঠিক উত্তর: (গ)
১১২. |
রিলেশনশিপ বেইজড কার্ড হলো- i. প্রচলিত কার্ডের উন্নত রূপ ii. বহুমুখী সার্ভিস সমৃদ্ধ কার্ড iii. ইজি মাইক্রোপ্রসেসর ভিত্তিক কার্ড নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয়- i. অধিক সুদ প্রদানে ii. অধিক বিনিয়োগে iii. অধিক ঋণদানে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৪. |
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে হিসাব খোলে, তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী প্রদান করা হয়? |
Ο ক) |
ব্যাংক পাস বই |
Ο খ) |
জমার বই |
Ο গ) |
ব্যাংক হিসাব বিবরণী |
Ο ঘ) |
স্বাক্ষর কার্ড |
সঠিক উত্তর: (খ)
১১৫. |
আমানত হিসেবে গৃহীত কোন হিসাবের টাকা ব্যাংক বিনিয়োগ করতে পারে? i. চলতি হিসাব ii. স্থায়ী হিসাব iii. সঞ্চয় হিসাব নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
ব্যক্তির নামে কোনো হিসাব খোলার ক্ষেত্রে কী ধরনের কাগজপত্র জমা দিতে হয়? i. আবেদনকারীর সদ্য তোলা এক বা এবাধিব পাসপোর্ট সাইজের ছবি ii. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি iii. পরিচয়দানকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গের ছবি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৭. |
ক্রেডিট কার্ড কী? |
Ο ক) |
একটি আমানতের নাম |
Ο খ) |
ব্যাংকের হিসাবের নাম |
Ο গ) |
গ্রাহকের ব্যক্তিগত ঋণ |
Ο ঘ) |
গ্রাহকের হিসাবের প্রমাণপত্র |
সঠিক উত্তর: (গ)
১১৮. |
আমানতকারী টাকা ছাড়া আর কী ব্যাংকে জমা দিতে পারে? |
Ο ক) |
চেক |
Ο খ) |
বিল |
Ο গ) |
ড্রাফট |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১১৯. |
ব্যাংকে টাকা রাখা কী ধরনের বিনিয়োগ? |
Ο ক) |
ঝুঁকিহীন বিনিয়োগ |
Ο খ) |
ঝুঁকিযুক্ত বিনিয়োগ |
Ο গ) |
কম ঝুঁকিযুক্ত বিনিয়োগ |
Ο ঘ) |
অধিক লাভজনক বিনিয়োগ |
সঠিক উত্তর: (ক)
১২০. |
হিসাব খোলার জন্যে সঠিক ব্যাংক নির্বাচন বিশেষভাবে কীসের ওপর নির্ভরশীল? |
Ο ক) |
ব্যাংকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর |
Ο খ) |
ব্যাংকের প্রকৃতি ও হিসাব গ্রহীতার প্রয়োজনের ওপর |
Ο গ) |
হিসাব গ্রহীতার প্রকৃতি ও প্রয়োজনের ওপর |
Ο ঘ) |
দেশের সরকারের প্রকৃতি ও প্রয়োজনের ওপর |
সঠিক উত্তর: (খ)
১২১. |
স্থায়ী হিসাবে- i. নির্দিষ্ট মেয়াদ থাকে ii. চেক বই ইস্যু হয় iii. সুদ বা লাভের পরিমাণ বেশি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১২২. |
বিমা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায়- i. চলতি হিসাবের ii. সঞ্চয়ী হিসাবের iii. জীবনবিমার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১২৩. |
বাহকের চেক বা হুকুম চেক কাউন্টারে উপস্থাপন করা হলে চেক গ্রহণপূর্বক ব্যাংক কর্মিগণ টোকেন ব্যবহার না করে অনেক ব্যাংক চেকের পাতার সাথে বাড়তি এক ধরনের ছাপানো-ব্যবহার করেন। |
Ο ক) |
ছাপানো কুপন বা Proforma |
Ο খ) |
ছাপানো নমুনা স্বাক্ষর |
Ο গ) |
ছাপানো নমুনা স্বাক্ষরসংবলিত কুপন |
Ο ঘ) |
ছাপানো টোকেন |
সঠিক উত্তর: (ক)
১২৪. |
আধুনিক বিশ্বের তালে তালে অগ্রসর হয়েছে- i. সাধারণ ব্যাংকিং ii. বাংলাদেশ iii. ইলেকট্রনিক ব্যাংকিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
ব্যাংক পাস বই বর্তমানে কী হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
নমুনা স্বাক্ষরযুক্ত কার্ড |
Ο খ) |
ব্যাংক হিসাব বিবরণী |
Ο গ) |
জমা রসিদ বই |
Ο ঘ) |
মাসিক বিবরণী |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ভেবে আষিফ, শফিক , ইতি ব্যাংকে আমানত রাখে। এক্ষেত্রে ব্যাংক হিসাব কার জন্যে ভূমিকা পালন করছে? |
Ο ক) |
সামষ্টিক উন্নতির জন্যে |
Ο খ) |
ব্যষ্টিক অর্থনীতির জন্যে |
Ο গ) |
ব্যাংকের জন্যে |
Ο ঘ) |
গ্রাহকের জন্যে |
সঠিক উত্তর: (খ)
১২৭. |
আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে? |
Ο ক) |
অর্থ যোগ বা ক্রেডিট করে |
Ο খ) |
বিয়োগ বা ডেবিট করে |
Ο গ) |
ডেবিট ক্রেডিট উভয় করে |
Ο ঘ) |
যোগ বা বিয়োগ কোনোটিই করে না |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
যে বিশেষ হিসাব প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের জমাকৃত আমানতি অর্থ গ্রহণ করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং লেনদেন ও দেনাপাওনা হিসাব রংরক্ষণ করে তাকে কী বলে? |
Ο ক) |
ব্যাংক হিসাব |
Ο খ) |
ব্যাংক |
Ο গ) |
ব্যাংক পাস বই |
Ο ঘ) |
সঞ্চয়ী হিসাব |
সঠিক উত্তর: (ক)
১২৯. |
নগদ টাকা ছাড়াও গ্রাহক কিসের মাধ্যমে কেনাকাটা করতে পারে ? |
Ο ক) |
বাকিতে |
Ο খ) |
ক্রেডিট কার্ড দিয়ে |
Ο গ) |
ডেবিট কার্ড দিয়ে |
Ο ঘ) |
চুক্তির বিনিময়ে |
সঠিক উত্তর: (খ)
১৩০. |
রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের সুবিধা নিয়ে থাকে- i. আমদানিকারীরা ii. রপ্তানিকারীরা iii. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১৩১. |
ব্যাংক কখন গ্রাহকের অনু্রোধে হিসাব বন্ধ করতে হয়? |
Ο ক) |
সম্পর্কের অবনতি হলে |
Ο খ) |
ঋণ না থাকলে |
Ο গ) |
চার্জ আদায় না হলে |
Ο ঘ) |
সুদ প্রাপ্তি না থাকলে |
সঠিক উত্তর: (খ)
১৩২. |
বিমা সঞ্চয়ী হিসাবে কোন ধরনের বিমার সুবিধা পাওয়া যায়? |
Ο ক) |
ডাক জীবন বিমা |
Ο খ) |
জীবন বিমা |
Ο গ) |
অগ্নি বিমা |
Ο ঘ) |
নৌ বিমা |
সঠিক উত্তর: (খ)
১৩৩. |
ব্যাংক হিসাবের বিক্ষিপ্ত সঞ্চয় পুঞ্জিভূত করে কোনটি গঠন করা হয়? |
Ο ক) |
রেমিটেল |
Ο খ) |
আমানত |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
ঋণ |
সঠিক উত্তর: (গ)
১৩৪. |
কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা পাওয়া যায়? |
Ο ক) |
সঞ্চয়ী হিসাব |
Ο খ) |
চলতি হিসাব |
Ο গ) |
স্থায়ী হিসাব |
Ο ঘ) |
চলতি ও স্থায়ী হিসাব |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
ব্যাংকের সাফল্য ও কার্যদক্ষতা কোনটির ওপর নির্ভরশূল? |
Ο ক) |
অধিক কর্মী |
Ο খ) |
সুনাম |
Ο গ) |
দক্ষ ব্যবস্থাপনা |
Ο ঘ) |
মুনাফা অর্জন |
সঠিক উত্তর: (গ)
১৩৬. |
প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় যে হিসাবে, তার নাম কী? |
Ο ক) |
ডিপোজিট পেনশন স্কিম হিসাব |
Ο খ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
Ο গ) |
চলতি হিসাব |
Ο ঘ) |
ফরেন কারেন্সী ডিপোজিট হিসাব |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
ব্যাংক পাস বইতে- লেনদেন লিপিবদ্ধ করা হয়? |
Ο ক) |
ঋণ গ্রহণকারীর |
Ο খ) |
মক্কেলের |
Ο গ) |
আমানতকারীর |
Ο ঘ) |
জনগণের |
সঠিক উত্তর: (গ)
১৩৮. |
মি. সামাদ সাহেব নি:সন্তান । তিনি সিদ্ধান্ত নিলেন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রেখে দেবেন। মি. সামাদ সাহেবের জন্যে কোন হিসাব উপযুক্ত হবে? |
Ο ক) |
সঞ্চয়ী হিসাব |
Ο খ) |
স্থায়ী হিসাব |
Ο গ) |
চলতি হিসাব |
Ο ঘ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
সঠিক উত্তর: (খ)
১৩৯. |
হিসাব বন্ধ করার ক্ষেত্রে ব্যাংককে ফেরত দিতে হয়- i. অব্যবহৃত চেক বই ii. জমা বই iii. পাস বই নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
চলতি বা সঞ্চয়ী হিসাবচ খোলার ক্ষেত্রে প্রাথমিক জমা প্রদানের সাথে সাথে ব্যাংক হিসাব খোলা সমাপ্ত হয় । এরপর ব্যাংক কী করে ? |
Ο ক) |
জমা বই ইস্যু করে |
Ο খ) |
গ্রাহকের নামে চেক বই ইস্যু করে |
Ο গ) |
অর্থ উত্তোলনের অনুমোদন প্রদান করে |
Ο ঘ) |
অর্থ জমা রাখার অনুমোদন প্রদান করে |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
সঞ্ঝয়ী হিসাব হতে শহর এলাকায় সাধারণত ২০, ০০০ টাকার অধিক উত্তোলনের জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়? |
Ο ক) |
২ দিন |
Ο খ) |
৫ দিন |
Ο গ) |
৭ দিন |
Ο ঘ) |
১০ দিন‘ |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
কার্ডের বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ঋণ |
Ο খ) |
আন্তর্জাতিকভাবে কার্য ব্যবহার সম্ভব |
Ο গ) |
ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে উত্তোলন সম্ভব |
Ο ঘ) |
এক প্রকার পানি ও অগ্নিরোধক কার্ড |
সঠিক উত্তর: (গ)
১৪৩. |
ব্যাংক ঋণ প্রদান করে- i. চলতি হিসাবের গ্রাহকদের ii. সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের iii. স্থায়ী হিসাবের গ্রাহকদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৪৪. |
সঞ্ঝয়ী হিসাবের ক্ষেত্রে শহর এলাকায় সাধারণত কত টাকার অধিক উত্তোলন জন্য কত দিন পূর্বে� নোটিশ প্রদান করতে হয়? |
Ο ক) |
২০, ০০০ টাকার |
Ο খ) |
১০, ০০০ টাকার |
Ο গ) |
৩০, ০০০ টাকার |
Ο ঘ) |
৫০, ০০০ টাকার |
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. |
ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের প্রয়োজন হয় না- i. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ii. চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি iii. এসএসসি সনদের সত্যায়িত কপি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৪৬. |
গ্রাহকের অনুরোধে কোন অবস্থায় ব্যাংক তার হিসাব বন্ধ করার সিদ্ধান্ত নেয়? |
Ο ক) |
গ্রাহক দেউলিয়া হলে |
Ο খ) |
হিসাবে অধিক ঋণ থাকলে |
Ο গ) |
হিসাবে ঋণ না থাকলে |
Ο ঘ) |
গ্রাহক প্রবাসী হলে |
সঠিক উত্তর: (গ)
১৪৭. |
ব্যাংক নির্বাচনে নির্ভরযোগ্যতা অর্জনে কোনটি জরুরি?ঙ |
Ο ক) |
ব্যাংকের মুনাফা হার |
Ο খ) |
ব্যাংকের প্রতিষ্ঠাকাল |
Ο গ) |
ব্যাংকের সুদ হার |
Ο ঘ) |
ব্যাংকের সুনাম যাচাই করে |
সঠিক উত্তর: (খ)
১৪৮. |
ব্যাংকের প্রধান কাজ হল বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের অর্থ জমা রাখা এবং তাদের উত্থাপিত চেকের অর্থ প্রদান করা। এরূপ লেনদেনের জন্য ব্যাংক তার প্রত্যেক আমানতকারীর নামে কী করে? |
Ο ক) |
যৌথ হিসাব খুলে |
Ο খ) |
হিসাব খুলে |
Ο গ) |
পৃথক পৃথক হিসাব খুলে |
Ο ঘ) |
সুদ প্রদান করে |
সঠিক উত্তর: (গ)
১৪৯. |
ব্যাংক পাস বইয়ের উপরে কী লেখা থাকে? |
Ο ক) |
প্রারম্ভিক জের |
Ο খ) |
গ্রাহকের নাম ও হিসাব নম্বর |
Ο গ) |
হিসাব নম্বর |
Ο ঘ) |
গ্রাহকের নাম |
সঠিক উত্তর: (খ)
১৫০. |
SMS ব্যাংকিং সেবায়� আমাদের প্রয়োজন হয়- i. হিসাবের স্থিতি জানতে ii. চেক বই পাওয়ার অনুরোধ করতে iii. ব্যাংকের বিস্তারিত তথ্য জানতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
কোনটিকে ব্যক্তি ঋণ বলা হয়? |
Ο ক) |
ডেবি কার্ড |
Ο খ) |
ক্রেডিট কার্ড |
Ο গ) |
এটিএম |
Ο ঘ) |
সুইফট |
সঠিক উত্তর: (খ)
১৫২. |
আমানত কোন ব্যব্সায়ের মূল উৎস? |
Ο ক) |
ইলেকট্রনিক |
Ο খ) |
বিমা |
Ο গ) |
সমিতি |
Ο ঘ) |
ব্যাংকিং |
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. |
বর্তমানে ব্যাংক পাস বইয়ের ব্যবহার দ্রুত হ্রাস পাওয়ার কারণ কী? |
Ο ক) |
কম্পিউটার প্রযুক্তির ব্যবহার |
Ο খ) |
আধুনিক পন্থার ব্যবহার |
Ο গ) |
হিসাববিজ্ঞানের আধুনিক ব্যবহার |
Ο ঘ) |
পাস বইয়ের বিকল্প ব্যবহার |
সঠিক উত্তর: (ক)
১৫৪. |
ব্যাংক হিসাবের মালিককে বিভিন্ন পৃষ্ঠা সংবলিত চেক বই প্রদান করে। নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
১০, ১৫ ও ২০ |
Ο খ) |
২০, ২৫ ও ৫০ |
Ο গ) |
১০, ২৫ ও ৫০ |
Ο ঘ) |
১০, ২০ ও ৩০ |
সঠিক উত্তর: (গ)
১৫৫. |
সঞ্চয়ী হিসাব থেকে নিয়মানুযায়ী সপ্তাহে কত বার টাকা উঠানো যায়? |
Ο ক) |
একবার |
Ο খ) |
দুইবার |
Ο গ) |
তিনবার |
Ο ঘ) |
চারবার |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
কোন হিসাব খোলার জন্য পরিচয় প্রদান কারী ব্যক্তির উক্ত শাখায় একাউন্ট থাকতে হয়? |
Ο ক) |
চলতি হিসাব |
Ο খ) |
সঞ্চয়ী ও চলতি হিসাব |
Ο গ) |
সঞ্চয়ী হিসাব |
Ο ঘ) |
স্থায়ী হিসাব |
সঠিক উত্তর: (খ)
১৫৭. |
ব্যাংকের কার্য সামর্থ্যের ধারণা পাওয়া যায় কোনটির মাধ্যমে? |
Ο ক) |
ব্যাংকের শাখা সংখ্যা দেখে |
Ο খ) |
ব্যাংকের কর্মী সংখ্যা অনুসারে |
Ο গ) |
ব্যাংকের মুনাফা বিশ্লেষণ করে |
Ο ঘ) |
ব্যাংকের সুনাম যাচাই করে |
সঠিক উত্তর: (ক)
১৫৮. |
হিসাব খোলার ক্রেত্রে আমানতকারীকে সুবিধাজনক শাখা থেকে কোনটি সংগ্রহ করতে হবে? |
Ο ক) |
দলিল |
Ο খ) |
আবেদনপত্র |
Ο গ) |
নিবন্ধনপত্র |
Ο ঘ) |
অর্থ |
সঠিক উত্তর: (খ)
১৫৯. |
ATM কী? |
Ο ক) |
Auto matic Teller Machine |
Ο খ) |
Auto matied Teller Machine |
Ο গ) |
Auto matic Transfer Machine |
Ο ঘ) |
Auto matid Transfer Machine |
সঠিক উত্তর: (খ)
১৬০. |
গ্রাহকের জন্য ব্যাংক আমানততের উদ্দেশ্য কোনটি? |
Ο ক) |
ঋণের সুবিধা |
Ο খ) |
মূলধন গঠ |
Ο গ) |
বিনিয়োগ |
Ο ঘ) |
বৈদেশিক বিনিময় |
সঠিক উত্তর: (ক)
১৬১. |
ব্যষ্টিক অর্থনীতির জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য হল- i. ii. iii. নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৬২. |
চলতি ও সঞ্চয়ী হিসাব বন্ধ করতে হলে কার বরাবর আবেদন করত হয়? |
Ο ক) |
পরিচালকের |
Ο খ) |
ব্যবস্থাপকের |
Ο গ) |
চেয়ারম্যানের |
Ο ঘ) |
কর্মকর্তার |
সঠিক উত্তর: (খ)
১৬৩. |
ব্যাংক হিসাব কাদের মধ্যে সম্পর্কের ভিত্তিস্বরূপ? |
Ο ক) |
ব্যাংকার ও গ্রাহকের |
Ο খ) |
ব্যাংকার ও ব্যবসায়ীদের |
Ο গ) |
ঋণগ্রহীতা ও ব্যাংকারের |
Ο ঘ) |
আমানতকারী ও ঋণদাতার |
সঠিক উত্তর: (ক)
১৬৪. |
এসএমএস ব্যাংকিং -এর প্রয়োজন হয়- i. হিসাবের স্থিতির জন্যে ii. ব্যাংকিং খবর জানার জন্যে iii. চেক বইয়ের অনুরোধের জন্যে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৬৫. |
ডিপোজিট পেনশন স্কিমে প্রতি মাসে বা সপ্তাহে জমা রাখা যায়- i. ১০০ টাকা ii. ২০০ টাকা iii. ৫০০ টাকা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৬. |
ব্যাংক হিসাবের মাধ্যমে সহজে সম্ভব হয়- i. অর্থ স্থানান্তর করা ii. লেনদেনের নিষ্পত্তি করা iii. খরচের পরিমাণ বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
পাস বইয়ের বিকল্প হিসেবে কী ব্যবহৃতহ হয়? |
Ο ক) |
সূত্র |
Ο খ) |
চেক নম্বর |
Ο গ) |
টাকার পরিমাণ |
Ο ঘ) |
নমিনির নাম |
সঠিক উত্তর: (গ)
১৬৮. |
আমানতকারী উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা ব্যাংকের একটি- |
Ο ক) |
গুরুত্বপূর্ণ কাজ |
Ο খ) |
অন্যতম কাজ |
Ο গ) |
গুরুত্বপূর্ণ উদ্দেশ্য |
Ο ঘ) |
অন্যতম উদ্দেশ্য |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
ব্যাংক হিসাব খোলার মাধ্যমে কে বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় সহযোদিতা লাভ করে? |
Ο ক) |
ব্যাংক |
Ο খ) |
বিনিয়োগকারী |
Ο গ) |
আদিষ্ট |
Ο ঘ) |
ব্যাংক ব্যবস্থাপক |
সঠিক উত্তর: (ক)
১৭০. |
তিন ধরনের ব্যাংক হিসাব ছাড়াও আরও কত ধরনের ব্যাংক হিসাবে প্রচলন আছে? |
Ο ক) |
৪ |
Ο খ) |
৫ |
Ο গ) |
৬ |
Ο ঘ) |
৭ |
সঠিক উত্তর: (গ)
১৭১. |
ব্যাংক হিসাবকে প্রকারভেদ করা হয় মানুষের- i. জীবিকা অনুসারে ii. প্রয়োজন অনুসারে iii. চাহিদা অনুসারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
মিসেস সানু আক্তার একজন গৃহিণী। তার স্বামী ৫ বছর যাবৎ আমেরিকায় থাকেন। তাদের একমাত্র ছেলের বিয়েতে খরচ করার জন্যে মিসেস সানু ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। |
১৭২. |
মিসেস সানুর জন্যে কোন হিসাবটি উপযুক্ত হবে? |
Ο ক) |
সঞ্চয়ী হিসাব |
Ο খ) |
চলতি হিসাব |
Ο গ) |
স্থায়ী হিসাব |
Ο ঘ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
সঠিক উত্তর: (গ)
১৭৩. |
উল্লিখিত হিসাবটিতে সুদের হার কেমন হয়? |
Ο ক) |
দ্বিগুণ হারে |
Ο খ) |
তিন গুণ হারে |
Ο গ) |
সুদ দেওয়া থেকে বিরত থাকে |
Ο ঘ) |
মেয়াদ অনুসারে হ্রাস - বৃদ্ধি ঘটে |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন