এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি |
১. |
বেসরকারি মালিকানাধীন দেশীয় বাণিজ্যিক ব্যাংক হলো- i. ইস্টার্ণ ব্যাংক ii. ওয়ান ব্যাংক iii. ট্রাস্ট ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i, ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
২. |
বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো- i. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ii. দেশের সকল অঞ্চলের উন্নয়ন করা iii. সমাজের দারিদ্র্য দূরীকরণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩. |
বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী? |
Ο ক) |
মূলধন গঠন |
Ο খ) |
বিনিময়ের মাধ্যম |
Ο গ) |
কর্মসংস্থান সৃষ্টি |
Ο ঘ) |
মুনাফা অর্জন |
সঠিক উত্তর: (ঘ)
৪. |
বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে? |
Ο ক) |
কমিশন |
Ο খ) |
বাট্টা |
Ο গ) |
চার্জ |
Ο ঘ) |
সুদ |
সঠিক উত্তর: (ঘ)
৫. |
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ? |
Ο ক) |
আমানত সংগ্রহ |
Ο খ) |
অর্থ স্থানান্তর |
Ο গ) |
বিল বাট্টাকরণ |
Ο ঘ) |
চেকের অর্থ সংগ্রহ |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কী? |
Ο ক) |
মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণ দান |
Ο খ) |
আমানত গ্রহণ ও ঋণপ্রদান |
Ο গ) |
চেক,ড্রাফ্ট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়বিক্রয় |
Ο ঘ) |
হুন্ডি বাট্টাকরণ ও বিনিময় বিলের ঋণদান |
সঠিক উত্তর: (খ)
৭. |
গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে? |
Ο ক) |
তারল্য |
Ο খ) |
সেবা |
Ο গ) |
স্বচ্ছতা |
Ο ঘ) |
সুনাম |
সঠিক উত্তর: (ক)
৮. |
ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে সহায়ক হলো- i. প্রয়োজনীয় মূলধন গঠন করা ii. মূলধন ব্যবহারের চেষ্টা চালানো iii. মুদ্রাস্ফীতি হ্রাস করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৯. |
প্রত্যয়পত্র কী? |
Ο ক) |
মূল্য পরিশোধের অসামর্থ্য |
Ο খ) |
মূল্য পরিশোধের নিশ্চয়তা |
Ο গ) |
রপ্তানি প্রতিকূলতা |
Ο ঘ) |
আমদানি নির্ভরতা |
সঠিক উত্তর: (খ)
১০. |
কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে? |
Ο ক) |
সমবায় ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
মার্চেন্ট ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১১. |
চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে - i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয় ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায় iii. অর্থ স্থানান্তর কার্য সহজ হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১২. |
বানিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার অন্যতম একটি হাতিয়ার হল- |
Ο ক) |
চাহিবামাত্র ও স্বল্পমেয়াদি নোটিশে দেয় ঋণ |
Ο খ) |
ব্যাংক নিশ্চয়তা সনদ |
Ο গ) |
তথ্য সরবরাহ ও উপদেশ প্রদান |
Ο ঘ) |
কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি |
সঠিক উত্তর: (ক)
১৩. |
বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী? |
Ο ক) |
মুনাফা অর্জন |
Ο খ) |
জনকল্যাণ |
Ο গ) |
মূলধন গঠন |
Ο ঘ) |
নিরাপত্তা |
সঠিক উত্তর: (খ)
১৪. |
কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে? |
Ο ক) |
সমবায় ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
মার্চেন্ট ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১৫. |
বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে -সুদে আমানত গ্রহণ করে। |
Ο ক) |
৮% হার |
Ο খ) |
অধিক হার |
Ο গ) |
১০% হার |
Ο ঘ) |
স্বল্প হার |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১৭. |
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী? |
Ο ক) |
অর্থনৈতিক স্থিতিশীলতা |
Ο খ) |
সঞ্চয় প্রবণতা সৃষ্টি |
Ο গ) |
নিরাপত্তা প্রদান |
Ο ঘ) |
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন |
সঠিক উত্তর: (গ)
১৮. |
নিজস্ব তহবিলের প্রধান উৎস হল- |
Ο ক) |
সঞ্চিতি তহবিল |
Ο খ) |
সাধারণ রিজার্ড |
Ο গ) |
ব্যাংক দলিলের মাধ্যমে সংগৃহীত ঋণ |
Ο ঘ) |
বিধিবদ্ধ রিজার্ভ |
সঠিক উত্তর: (ক)
১৯. |
বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে- i. আমানত গ্রহণ ও মূলধন গঠন ii. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ iii. শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০. |
কোন সেবার মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান সামগ্রী জমা রাখে? |
Ο ক) |
ডিপিএস |
Ο খ) |
ই-ব্যাংকিং |
Ο গ) |
সঞ্চয়পত্র |
Ο ঘ) |
লকার |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে- |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
২২. |
কোনটি দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? |
Ο ক) |
সঞ্চয় |
Ο খ) |
আমানত |
Ο গ) |
ঋণ আমানত |
Ο ঘ) |
বৈদেশিক বিনিময় |
সঠিক উত্তর: (খ)
২৩. |
বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে? |
Ο ক) |
মক্কেলদের ঋণদানের মাধ্যমে |
Ο খ) |
ইস্যুকৃত চেক, ব্যাংক ড্রাফ্ট ইত্যাদি ভাঙ্গিয়ে |
Ο গ) |
প্রাপ্যবিল মেয়াদপূর্তির পূর্বে ভাঙ্গিয়ে |
Ο ঘ) |
আমানতকারীর কাছ থেকে ব্যাংক চার্জ গ্রহণ করে |
সঠিক উত্তর: (গ)
২৪. |
ট্রাভেলার্স চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়? |
Ο ক) |
চার্জ |
Ο খ) |
কমিশন |
Ο গ) |
সুদ |
Ο ঘ) |
বাট্ট |
সঠিক উত্তর: (খ)
২৫. |
দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে- i. ক্ষুদ্র ব্যবসায়ীদের ii. উৎপাদনকারীদের iii. উদ্যোক্তাদের নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬. |
বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুদ্রা প্রচলন করে? |
Ο ক) |
প্রত্যক্ষভাবে |
Ο খ) |
পরোক্ষভাবে |
Ο গ) |
বিশেষ পদ্ধতিতে |
Ο ঘ) |
নিয়ম মেনে |
সঠিক উত্তর: (খ)
২৭. |
বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো- i. নিরীক্ষকের ভির ii. বিজ্ঞাপন iii. বিমা প্রিমিয়াম নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮. |
বাণিজ্যিক ব্যাংক কিসের সনদ প্রদান করে থাকে? |
Ο ক) |
আর্থিক স্বচ্ছলতার সনদ |
Ο খ) |
ব্যাংক হিসাব খোলার সনদ |
Ο গ) |
উচ্চ শিক্ষার সনদ |
Ο ঘ) |
নাগরিক সনদ |
সঠিক উত্তর: (ক)
২৯. |
বাণিজ্যি ব্যাংক আয় করে থাকে- i. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে ii. শেয়ার ক্রয়-বিক্রয় করে iii. প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৩০. |
কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? |
Ο ক) |
ঋণদান |
Ο খ) |
মুদ্রার মান নিয়ন্ত্রণ |
Ο গ) |
বিলের বাট্টাকরণ |
Ο ঘ) |
মূলধন গঠন |
সঠিক উত্তর: (খ)
৩১. |
বাণিজ্যিক ব্যাংককে অনেকে কী নামে অভিহিত করেছেন? |
Ο ক) |
Mother of modern bank |
Ο খ) |
Father of modern bank |
Ο গ) |
Mother of new bank |
Ο ঘ) |
Father of new bank |
সঠিক উত্তর: (ক)
৩২. |
বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে কীভাবে? |
Ο ক) |
প্রত্যক্ষভাবে |
Ο খ) |
পরোক্ষভাবে |
Ο গ) |
সমানুপাতিক হারে |
Ο ঘ) |
প্রগতিশীল হারে |
সঠিক উত্তর: (খ)
৩৩. |
ব্যাংক প্রচুর আয় করে থাকে কিসের মাধ্যমে? i. ব্যাংক ড্রাফট ii. ট্যাভেলারস চেক iii. বিনিময় বিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরণের খরচ? |
Ο ক) |
পরিবহন খরচ |
Ο খ) |
যোগাযোগ খরচ |
Ο গ) |
অফিস খরচ |
Ο ঘ) |
প্রত্যক্ষ মজুরি খরচ |
সঠিক উত্তর: (খ)
৩৫. |
বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কোনটি? |
Ο ক) |
ঋণ নিয়ন্ত্রণ |
Ο খ) |
সঞ্চয় প্রবণতা সৃষ্টি |
Ο গ) |
মূলধন গঠন |
Ο ঘ) |
জনকল্যাণ |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের-বলা হয়। |
Ο ক) |
কৌশল |
Ο খ) |
হাতিয়ার |
Ο গ) |
আত্মরক্ষার হাতিয়ার |
Ο ঘ) |
আত্মরক্ষার রক্ষাকবচ |
সঠিক উত্তর: (ঘ)
৩৭. |
ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো- i. বিনিয়োগের মাধ্যমে ঋণ সৃষ্টি ii. ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি iii. আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৩৮. |
ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিবর্তিত রূপকে কী বলে? |
Ο ক) |
বিনিয়োগ |
Ο খ) |
ঋণ |
Ο গ) |
মুনাফা |
Ο ঘ) |
ব্যবসায়ী |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর সহজ পদ্ধতি কী? |
Ο ক) |
বিনিময় বিল |
Ο খ) |
চেক |
Ο গ) |
হুন্ডি |
Ο ঘ) |
ব্যাংক ড্রাফট |
সঠিক উত্তর: (ঘ)
৪০. |
বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ সমূহ হলো- i. প্রত্যয়পত্র ইস্যু করা ii. বিনিময় বিলে স্বীকৃতি দেয়া iii. বিনিময়ের হার নির্ধারণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১. |
‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে? |
Ο ক) |
সুদ |
Ο খ) |
বিনিময় |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
সার্ভিস চার্জ |
সঠিক উত্তর:
৪২. |
ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে? |
Ο ক) |
কমিশনের |
Ο খ) |
কিস্তির |
Ο গ) |
বিনিময়ের |
Ο ঘ) |
বাট্টার |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদনা করে থাকে- i. চলতি হিসাবে ii. সঞ্চয়ী হিসাবে iii. স্থায়ী হিসাবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৪৪. |
বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কোন ধরনের প্রবণতা সৃষ্টি করে? |
Ο ক) |
খরচের প্রবণতা |
Ο খ) |
আমদানির প্রবণতা |
Ο গ) |
আয়ের প্রবণতা |
Ο ঘ) |
সঞ্চয়ের প্রবণতা |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
ব্যাংকের শাখা কোথায় বিস্তৃত? |
Ο ক) |
বিভিন্ন এলাকায় |
Ο খ) |
বিভিন্ন অঞ্চলে |
Ο গ) |
বিভিন্ন দেশে |
Ο ঘ) |
দেশের বাইরে |
সঠিক উত্তর: (ক)
৪৬. |
বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে- i. বৈদেশিক বাণিজ্যে ii. লেনদেন নিষ্পত্তিতে iii. অছি হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৭. |
ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কোন মেয়াদে ঋণ প্রদান করে? |
Ο ক) |
স্বল্প |
Ο খ) |
মধ্য |
Ο গ) |
দীর্ঘ |
Ο ঘ) |
অনির্দিষ্ট |
সঠিক উত্তর: (গ)
৪৮. |
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়নমূলক কাজ? |
Ο ক) |
অর্থনৈতিক |
Ο খ) |
সামাজিক |
Ο গ) |
রাবনৈতিক |
Ο ঘ) |
ব্যক্তিক |
সঠিক উত্তর: (ক)
৪৯. |
ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে কেন? |
Ο ক) |
মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে |
Ο খ) |
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে |
Ο গ) |
দেশের বাহিরে অর্থ স্থানান্তর করতে |
Ο ঘ) |
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে |
সঠিক উত্তর: (ক)
৫০. |
ঋণলগ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক কোন কাজে সাহায্য করে? |
Ο ক) |
উৎপাদনমুখী কাজে |
Ο খ) |
সেবামূলক কাজে |
Ο গ) |
বিনিময়মূলক কাজে |
Ο ঘ) |
মূলধন গঠনমূলক কাজে |
সঠিক উত্তর: (ক)
৫১. |
বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত কোনটি? |
Ο ক) |
জনগণের সঞ্চিত অর্থ |
Ο খ) |
অনুমোদিত মূলধন |
Ο গ) |
পরিশোধিত মূলধন |
Ο ঘ) |
শেয়ার বিক্রয়লব্ধ অর্থ |
সঠিক উত্তর: (ক)
৫২. |
বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি কোনটি? |
Ο ক) |
শিল্পোন্নয়ন |
Ο খ) |
অর্থ স্থানান্তর |
Ο গ) |
মূূলধন বিনিয়োগ |
Ο ঘ) |
নোট ইস্যু |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে? |
Ο ক) |
কমিশন |
Ο খ) |
বাট্টা |
Ο গ) |
চার্জ |
Ο ঘ) |
সুদ |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে হলো- i. সিকউরিটি বিক্রয় ii. ঋণপত্র বিক্রয় iii. শেয়ার ক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
অ-তালিকাভুক্ত ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৫৬. |
বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করে- i. আমানত গ্রহণ করে ii. ঋণদান কার্যক্রম সম্পাদন করে iii. সঞ্চয়প্রবণতা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫৭. |
অর্থসম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে কী করা হয়? |
Ο ক) |
সীমিত আকারে উন্নত |
Ο খ) |
ব্যাপক ভিত্তিতে উন্নত |
Ο গ) |
বৈষম্যের ভিত্তিতে উন্নত |
Ο ঘ) |
সমান তালে উন্নত |
সঠিক উত্তর: (ঘ)
৫৮. |
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের অক্ষ্যে বিনিয়োগ করে থাকে- i. সরকারি সিকিউরিটিতে ii. শেয়ারে iii. ঋণপত্রে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসোব গ্রহণ করে কোনটি? |
Ο ক) |
চেক |
Ο খ) |
বিনিময় বিল |
Ο গ) |
সঞ্চিত অর্থ |
Ο ঘ) |
ট্রেজারি চালান |
সঠিক উত্তর: (গ)
৬০. |
বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? |
Ο ক) |
প্রকল্পভিত্তিক |
Ο খ) |
বিনিয়োগভিত্তিক |
Ο গ) |
মুনাফাভিত্তিক |
Ο ঘ) |
জনকল্যাণভিত্তিক |
সঠিক উত্তর: (গ)
৬১. |
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি? |
Ο ক) |
৭ টি |
Ο খ) |
৫ টি |
Ο গ) |
৪ টি |
Ο ঘ) |
৩ টি |
সঠিক উত্তর: (গ)
৬২. |
মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক? |
Ο ক) |
শাখা ব্যাংক |
Ο খ) |
ইসলামিক ব্যাংক |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο ঘ) |
বাণিজ্যিক ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৬৩. |
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো হলো- i. আমানত ii. ধার গ্রহণ iii. সংরক্ষিত তহবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
ব্যাংক মক্কেলের পক্ষ ভাঙ্গিয়ে থাকে কী? i. বিনিময় বিল ii. প্রত্যপত্র iii. পরিবহন বিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
বর্তমান বিশেষায়নের যুগে বাণিজ্যিক ব্যাংককে সফলতা অর্জনের জন্য কোন নীতি অনুসরণ করতে হয়? |
Ο ক) |
প্রযুক্তিগত উন্নয়নের নীতি |
Ο খ) |
বিশেষায়নের নীতি |
Ο গ) |
দক্ষ ব্যবস্থাপনার নীতি |
Ο ঘ) |
সময়ানুবর্তিতার নীতি |
সঠিক উত্তর: (খ)
৬৬. |
বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে? i. শেয়ার ii. ঋণপত্র iii. সরকালি সিকউরিটি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
বাণিজ্যিক ব্যাংকের সেবাকে কয় ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
৫ ভাগে |
Ο খ) |
৪ ভাগে |
Ο গ) |
৩ ভাগে |
Ο ঘ) |
২ ভাগে |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর কী প্রদান করে? |
Ο ক) |
কমিশন |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
বাট্টা |
Ο ঘ) |
সুদ |
সঠিক উত্তর: (ঘ)
৬৯. |
ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এটি বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের তহবিলে উৎস? |
Ο ক) |
পরিশোধিত মূলধন |
Ο খ) |
সংরক্ষিত তহবিল |
Ο গ) |
আমানত |
Ο ঘ) |
ঋণ সঞ্চিতি |
সঠিক উত্তর: (খ)
৭০. |
ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে তার অধিকতর হারে ঋণ গ্রহীতাদের নিকট থেকে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়? |
Ο ক) |
ঋণ-মঞ্জুরকৃত আয় |
Ο খ) |
কার্য পরিচালনাগত আয় |
Ο গ) |
কমিশন হিসেবে আয় |
Ο ঘ) |
শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে আয় |
সঠিক উত্তর: (খ)
৭১. |
নিরীক্ষকের বিল কী? |
Ο ক) |
ব্যাংকের আয় |
Ο খ) |
ব্যাংকের ব্যয় |
Ο গ) |
ব্যাংকের মূলধন |
Ο ঘ) |
ব্যাংকের সুনাম |
সঠিক উত্তর: (খ)
৭২. |
বাণিজ্যিক ব্যাংকের মূলধনের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি? |
Ο ক) |
পরিশোধিত মূলধন |
Ο খ) |
ধার গ্রহণ |
Ο গ) |
আমানত |
Ο ঘ) |
সংরক্ষিত তহবিল |
সঠিক উত্তর: (গ)
৭৩. |
কোনটি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার মূল উৎস? |
Ο ক) |
কমিশন |
Ο খ) |
চার্জ |
Ο গ) |
সুদ |
Ο ঘ) |
মুদ্রা বিনিময় |
সঠিক উত্তর: (গ)
৭৪. |
আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা কোন কাজে তৎপর থাকে? |
Ο ক) |
অধিক সেবা প্রদানে |
Ο খ) |
অধিক মুনাফা অর্জনে |
Ο গ) |
মূলধন গঠনে |
Ο ঘ) |
সঞ্চ সংগ্রহে |
সঠিক উত্তর: (ঘ)
৭৫. |
বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে- i. ব্যবসায় প্রতিষ্ঠানে ii. বৈদেশিক অর্থনীতিতে iii. সরকারকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে- i. বৈদেশিক বাণিজ্যে ii. লেনদেন নিষ্পত্তিতে iii. অছি হিসেবে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক- i. প্রচারকার্যে ব্যয় করে ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের ওপর মুনাফা দেয় iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৮. |
ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে কোন ধরনের কাজে সহায়তা করে? |
Ο ক) |
সেবামূলক |
Ο খ) |
উৎপাদানমূলক |
Ο গ) |
পরিকল্পনামূলক |
Ο ঘ) |
কেনা-বেচামূলক |
সঠিক উত্তর: (খ)
৭৯. |
ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি? |
Ο ক) |
সঞ্চয় সংগ্রহ |
Ο খ) |
মুদ্রা সরবরাহ |
Ο গ) |
মুনাফা অর্জন |
Ο ঘ) |
মুলধন গঠন |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
বাণিজ্যিকজ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে? |
Ο ক) |
শেয়ার |
Ο খ) |
বিনিময় বিল |
Ο গ) |
প্রত্যয়পত্র |
Ο ঘ) |
অছি |
সঠিক উত্তর: (গ)
৮১. |
নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
আয়ের খাত |
Ο খ) |
খরচের খাত |
Ο গ) |
তহবিলের খাত |
Ο ঘ) |
পরিকল্পনার খাত |
সঠিক উত্তর: (খ)
৮২. |
বিল বাট্টাকরণ করে কে প্রচুর মুনাফা অর্জন করে? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বিনিময় ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
ব্যাংক কর্তৃক নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থকে কী বলে? |
Ο ক) |
ব্যাংকের তহবিল |
Ο খ) |
ব্যাংকের আমানত |
Ο গ) |
নগদ তহবিল |
Ο ঘ) |
নিজস্ব ও ঋণকৃত তহবিল |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে? i. শেয়ার ii. ঋণপত্র iii. শেয়ার ক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
অছি হিসেবে নাবালক ব্যক্তির সম্পত্তি অথবা মৃত ব্যক্তির সম্পত্তির জিম্মাদার কোন ব্যাংক? |
Ο ক) |
কর্মসংস্থান ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৮৬. |
বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি? |
Ο ক) |
নোট ইস্যু করা |
Ο খ) |
উৎপাদনমূলক |
Ο গ) |
পরিকল্পনামূলক |
Ο ঘ) |
কেনা-বেচামূলক |
সঠিক উত্তর: (খ)
৮৭. |
কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক? |
Ο ক) |
সরকারি ব্যাংক |
Ο খ) |
শাখা ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
বিনিময় ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৮৮. |
বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম বহির্ভূত কোনটি? |
Ο ক) |
ক্রেডিট কার্ডে |
Ο খ) |
পে-অর্ডার |
Ο গ) |
হুন্ডি |
Ο ঘ) |
ব্যাংক ড্রাফট |
সঠিক উত্তর: (গ)
৮৯. |
টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের করচ? |
Ο ক) |
পরিবহন করচ |
Ο খ) |
যোগাযোগ খরচ |
Ο গ) |
অফিস খরচ |
Ο ঘ) |
প্রত্যক্ষ মজুরি খরচ |
সঠিক উত্তর: (খ)
৯০. |
মি. লিটন তার কোম্পানির দেখাশোনার ভার তিতাস ব্যাংক লি.-কে অর্পণ করেন। কিছুদিন পর মি. লিটনের মৃত্যু হয়। তিতাস ব্যাংক ঐ সম্পত্তি তার পুত্র ও স্ত্রীরমধ্যে ভাগ করে দেন। তিতাস ব্যাংকটি কোন কাজটির সাথে জড়িত? |
Ο ক) |
সেবামূলক |
Ο খ) |
প্রতিনিধি হিসেবে |
Ο গ) |
অছি হিসেবে |
Ο ঘ) |
অবলেখক হিসেবে |
সঠিক উত্তর: (গ)
৯১. |
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্রাংকব প্রদত্ত ধারের ওপর কী প্রদান করে থাকে? |
Ο ক) |
বাট্টা |
Ο খ) |
সুদ |
Ο গ) |
সম্পত্তি |
Ο ঘ) |
শেয়ার |
সঠিক উত্তর: (খ)
৯২. |
বাণিজ্যিক ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান? |
Ο ক) |
উদ্দেশ্যভিত্তিক |
Ο খ) |
মূলধনভিত্তিক |
Ο গ) |
মুনাফাভিত্তিক |
Ο ঘ) |
ঋণভিত্তিক |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
গৃহনির্মাণ ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন ব্যাংকের কোন ধরনের কাজ? |
Ο ক) |
অর্থনৈতিক |
Ο খ) |
সামাজিক |
Ο গ) |
পারিবারিক |
Ο ঘ) |
সাম্প্রদায়িক |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো- i. ব্যাংক ড্রাফট ii. প্রত্যয়পত্র iii. ক্রেডিট কার্ড নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
বাণিজ্যিক ব্যাংকের যোগাযোগ খাতের খরচ কোনটি? |
Ο ক) |
সুইফ্ট |
Ο খ) |
বিজ্ঞাপন |
Ο গ) |
প্রশিক্ষণ |
Ο ঘ) |
নিরীক্ষকের বিল |
সঠিক উত্তর: (ক)
৯৬. |
বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে- i. সার্ভিস চার্জ ii. কমিশন iii. সুদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি কী করে? |
Ο ক) |
মূলধন বিনিয়োগ |
Ο খ) |
পণ্য বাজারজাতকরণ |
Ο গ) |
তথ্য সরবরাহ |
Ο ঘ) |
নোট ইস্যু |
সঠিক উত্তর: (ক)
৯৮. |
ঋণ আমানতের বৈশিষ্ট্য হলো- i. প্রতিটি ব্যবসায়ই আমানত সৃষ্টি করে ii. প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে iii. প্রতিটি আমানত ঋণ সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii |
সঠিক উত্তর: (খ)
৯৯. |
ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কী? |
Ο ক) |
ঋণ প্রদান |
Ο খ) |
সুদ গ্রহণ |
Ο গ) |
ঋণ আমানত সৃষ্টি |
Ο ঘ) |
মূলধন গঠন |
সঠিক উত্তর: (ক)
১০০. |
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী? |
Ο ক) |
নিরাপত্তা |
Ο খ) |
অর্থনৈতিক স্থিতিশীলতা |
Ο গ) |
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন |
Ο ঘ) |
মূলধন গঠন |
সঠিক উত্তর: (গ)
১০১. |
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কোনটি? |
Ο ক) |
সঞ্ঝয় প্রবণতা সৃষ্টি |
Ο খ) |
বিনিময়ের মাধ্যম সৃষ্টি |
Ο গ) |
মূলধন গঠন করা |
Ο ঘ) |
জনকল্যাণ করা |
সঠিক উত্তর: (গ)
১০২. |
ব্যাংক বলতে সাধারণত আমরা কোন ব্যাংককে বুঝি? |
Ο ক) |
রাষ্ট্রায়ত্ব ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
১০৩. |
মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি- i. মূলধন ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ড অচল হয়ে পড়ে ii. শিল্প ও ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে iii. জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অলস সঞ্চয়গুলোকে একত্রিত করে জনগণকে সঞ্চয় ও বিনিয়োগ উৎসাহিত উৎসাহিত করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১০৪. |
বাণিজ্যিক ব্যাংকের সকল প্রকার কাজ কোন উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়? |
Ο ক) |
সঞ্চয় সংগ্রহ |
Ο খ) |
মুনাফা অর্জন |
Ο গ) |
মূলধন গঠন |
Ο ঘ) |
অর্থের নিরাপত্তা বিধান |
সঠিক উত্তর: (খ)
১০৫. |
যে ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে তাকে কী বলে? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
সমবায় ব্যাংক |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
গ্রামীণ ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১০৬. |
ব্যাংক ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করে কীভাবে? |
Ο ক) |
দ্রব্যের বিনিময়ে |
Ο খ) |
বিভিন্ন মেয়াদে |
Ο গ) |
প্রাইজবন্ডের বিনিময়ে |
Ο ঘ) |
চেক ইস্যুর মাধ্যমে |
সঠিক উত্তর: (খ)
১০৭. |
ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কোন শর্তটি উপস্থিত থাকা একান্ত প্রয়োজন? |
Ο ক) |
ব্যাংকিং সুবিধা জনগনের দোরগোড় পর্যন্ত পৌঁছানো |
Ο খ) |
তলবি ঋুণ ও স্বল্পমেয়াদি ঋণ মঞ্জুর |
Ο গ) |
বিনিময় বিল বাট্টাকরণ |
Ο ঘ) |
কেন্দ্রীয় ব্যাংকের ঋণদান নীতি |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
‘নিরীক্ষা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
সংগঠনভিত্তিক ব্যাংক |
Ο ঘ) |
বিশেষায়িত ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
১০৯. |
সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কোনটিকে বুঝি? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
শিল্প ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
১১০. |
মিসেস শিপন ভাতশালা ব্যাংকে মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখেন। মিসেস শিপন বিনিময়ে নীল ব্যাংককে কী প্রদান করেন? |
Ο ক) |
সার্ভিস চার্জ |
Ο খ) |
কমিশন |
Ο গ) |
সুদ |
Ο ঘ) |
বাট্টা |
সঠিক উত্তর: (ক)
১১১. |
বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের জন্য কোন ধরনের উন্নত প্রযুক্তির সেবা প্রদান করে? |
Ο ক) |
অনলাইন এবং ATM বুথ ও কার্ড ব্যাংকিং |
Ο খ) |
হোম ব্যাংকিং |
Ο গ) |
কম্পিউটারাইজড ব্যাংকিং |
Ο ঘ) |
লকার সুবিধা |
সঠিক উত্তর: (ক)
১১২. |
বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে- i. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে ii. শেয়ার ক্রয়-বিক্রয় করে iii. প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১১৩. |
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে- i. ট্রাভেলার চেক হতে ii. প্রত্যয়পত্র হতে iii. ব্যাংক ড্রাফট হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১১৪. |
ক্রেডিট কার্ডের উদাহরণ হল- i. VISA,BIMA ii. VANIK,NIKE iii. VANIK,MASTER CARD নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (গ)
১১৫. |
বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি- i. তারল্য নীতি ii. সেবা প্রদান iii. নিরাপত্তা বিধান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৬. |
বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলের অর্থ স্থানান্তর করে? |
Ο ক) |
কমিশনের |
Ο খ) |
সুদের |
Ο গ) |
চার্জের |
Ο ঘ) |
করের |
সঠিক উত্তর: (ক)
১১৭. |
নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকে কী হিসেবে ব্যবহৃত হয়? |
Ο ক) |
খরচের খাত |
Ο খ) |
তহবিলের উৎস |
Ο গ) |
আয়ের উৎস |
Ο ঘ) |
রক্ষাকবচ |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
কোন ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে? |
Ο ক) |
ইসলামি ব্যাংক |
Ο খ) |
রাষ্ট্রায়ত্ত ব্যাংক |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο ঘ) |
বাণিজ্যিক ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিবর্তিত রূপকে কী বলে? |
Ο ক) |
বিনিয়োগ |
Ο খ) |
ঋণ |
Ο গ) |
মুনাফা |
Ο ঘ) |
ব্যবসায়ী |
সঠিক উত্তর: (খ)
১২০. |
বাণিজ্যিক ব্যাং পরিবর্তন করে- i. দেশি মুদ্রা ii. বিনিময় মুদ্রা iii. বৈদেশিক মুদ্রা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১২১. |
মি. আকরামের বিভিন্ন ব্যাংকে চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাব খোলা আছে। মি. আকরাম কোনো সুদ পাবেন না কোন হিসাবটিতে? |
Ο ক) |
স্থায়ী |
Ο খ) |
সঞ্চয়ী |
Ο গ) |
চলতি |
Ο ঘ) |
মুদারাবা হিসাব |
সঠিক উত্তর: (গ)
১২২. |
বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কী সৃষ্টি করে? |
Ο ক) |
শিল্পের উন্নয়ন |
Ο খ) |
সঞ্চয় প্রবণতা |
Ο গ) |
ঋণ ণিয়ন্ত্রণ |
Ο ঘ) |
বিনিময়ের মাধ্যম |
সঠিক উত্তর: (খ)
১২৩. |
সংরক্ষিত তহবিল কী ? |
Ο ক) |
ঋণপত্র বিক্রয় করে তহবিল সংগ্রহ |
Ο খ) |
ভবিষ্যতের জন্যে সঞ্চিত মুনাফার একটি অংশ |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক হতে তহবিল সংগ্রহ |
Ο ঘ) |
বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ |
সঠিক উত্তর: (খ)
১২৪. |
বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিল ভাঙিয়ে থাকে কার পক্ষে? |
Ο ক) |
সরকারের |
Ο খ) |
মক্কেলের |
Ο গ) |
ব্যবস্থাপকের |
Ο ঘ) |
প্রতিনিধির |
সঠিক উত্তর: (খ)
১২৫. |
কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ? |
Ο ক) |
ঋণ নিয়ন্ত্রণ |
Ο খ) |
ঋণ দান |
Ο গ) |
মুদ্রার মান নিয়ন্ত্রণ |
Ο ঘ) |
মুদ্রার প্রচালন |
সঠিক উত্তর: (খ)
১২৬. |
ব্যাংকে অর্থ জমা রাখার প্রধান কারণ কোনটি? |
Ο ক) |
মুনাফা অর্জন |
Ο খ) |
সুদ গ্রহণ |
Ο গ) |
নিরাপত্তা |
Ο ঘ) |
ব্যক্তি স্বার্থ |
সঠিক উত্তর: (গ)
১২৭. |
বাণিজ্যি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল- i. ব্যাংক আজ্ঞাপত্র ii. প্রত্যয়পত্র iii. ট্রেজারি চালান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১২৮. |
জনগণ ব্যাংকের নিকট মূল্যবান সামগ্রী জমা রাখে কেন? |
Ο ক) |
বৃদ্ধির লক্ষ্যে |
Ο খ) |
জামানতের লক্ষ্যে |
Ο গ) |
নিরাপত্তার লক্ষ্যে |
Ο ঘ) |
বিনিময়ের লক্ষ্যে |
সঠিক উত্তর: (গ)
১২৯. |
কীসের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ সেবা প্রদান করে? |
Ο ক) |
সুদ |
Ο খ) |
মুদ্রা |
Ο গ) |
বাট্টা |
Ο ঘ) |
কমিশন |
সঠিক উত্তর: (ঘ)
১৩০. |
কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়? |
Ο ক) |
সমবায় ব্যাংক |
Ο খ) |
কৃষি ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
বাণিজ্যিক ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৩১. |
বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে কোনটির মাধ্যমে? |
Ο ক) |
প্রত্যয়পত্রের মাধ্যমে |
Ο খ) |
প্রাইজবন্ডের মাধ্যমে |
Ο গ) |
শেয়ার ইস্যুর মাধ্যমে |
Ο ঘ) |
ব্যাংক ড্রাফটের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
১৩২. |
ব্যাংক কখন ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টাকরণের ব্যবস্থা করে? |
Ο ক) |
মেয়াদপূর্তির পরে |
Ο খ) |
মেয়াদপূর্তির পূর্বে |
Ο গ) |
হিসাবের শুরুতে |
Ο ঘ) |
হিসাবের শেষে |
সঠিক উত্তর: (খ)
১৩৩. |
বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কীরুপ হওয়া আবশ্যক? |
Ο ক) |
বিনিময়ের মূল্যে পরিমাপযোগ্য |
Ο খ) |
সেবার মূল্যে পরিমাপযোগ্য |
Ο গ) |
যেকোনো মূল্যে পরিমাপযোগ্য |
Ο ঘ) |
অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য |
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. |
ট্রাভেলারস� চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়? |
Ο ক) |
চার্জ |
Ο খ) |
কমিশন |
Ο গ) |
সুদ |
Ο ঘ) |
বাট্টা |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেনকারী প্রতিষ্ঠানকে কী বলে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
এনজিও |
Ο ঘ) |
সমবায় সমিতি |
সঠিক উত্তর: (ক)
১৩৬. |
ব্যাংক বিনিময়ের মাধ্যমে কী করে? |
Ο ক) |
অর্থ স্থানান্তর |
Ο খ) |
মূল্য পরিমাপ |
Ο গ) |
সঞ্চয় বৃদ্ধি |
Ο ঘ) |
তথ্য সরবরাহ |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হল- |
Ο ক) |
নিরাপত্তা |
Ο খ) |
কর্মসংস্থান সৃষ্টি |
Ο গ) |
জনকল্যাণ |
Ο ঘ) |
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন |
সঠিক উত্তর: (খ)
১৩৮. |
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? i. চেক প্রদান ii. ক্রেডিট কার্ড প্রদান iii. পে-অর্ডার প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. |
ব্যাংকের প্রধান কাজ কী? i. সঞ্চীয় আমানত গ্রহণ করা ii. চলতি আমানত গ্রহণ করা iii. স্থায়ী আমানত গ্রহণ করা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪০. |
কোন হিসাবে সুদ ব্যতীত অন্য কোনো সুবিধা দেওয়া হয়? |
Ο ক) |
স্থায়ী আমানত |
Ο খ) |
চলতি আমানত |
Ο গ) |
স্থায়ী ও চলতি আমানত |
Ο ঘ) |
সঞ্চয়ী ও চলতি আমানতে |
সঠিক উত্তর: (খ)
১৪১. |
সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের কী? |
Ο ক) |
উদ্দেশ্য |
Ο খ) |
লক্ষ্য |
Ο গ) |
কার্যক্রম |
Ο ঘ) |
বাধ্যবাধকতা |
সঠিক উত্তর: (ক)
১৪২. |
বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়? |
Ο ক) |
আমানত নিয়ন্ত্রণের |
Ο খ) |
কর্মসংস্থানের |
Ο গ) |
ঋণ নিয়ন্ত্রণের |
Ο ঘ) |
মুনাফা অর্জনের |
সঠিক উত্তর: (খ)
১৪৩. |
উল্কা ব্যাংকটি একটি আদর্শ ব্যাংক। ব্যাংকাটি বিহিত মুদ্রা সৃষ্টি করতে
পারে না কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। উল্কা ব্যাংকটি বিনিময়ের
মাধ্যম সৃষ্টির জন্যে প্রচলন করে- i. চেক ii. ব্যাংক ড্রাফট iii. প্রত্যয়পত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. |
কোন ব্যাংক পরের অর্থে ব্যবসায় করে? |
Ο ক) |
বিশেষায়িত ব্যাংক |
Ο খ) |
সমবায় ব্যাংক |
Ο গ) |
কৃষি ব্যাংক |
Ο ঘ) |
বাণিজ্যিক ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৪৫. |
মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য- |
Ο ক) |
গ্রাহকদের বিভিন্নমুখী সেবা দান |
Ο খ) |
মূলধন গঠন |
Ο গ) |
মুদ্রা সরবরাহ |
Ο ঘ) |
শাখা ব্যাংকিং ব্যবস্থা |
সঠিক উত্তর: (ক)
১৪৬. |
চেক,হুন্ডি,বিনিময় বিল ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে ব্যবহার করে থাকে? |
Ο ক) |
বিনিময়ের মাধ্যম হিসেবে |
Ο খ) |
ঋণ আমানত সৃষ্টিতে |
Ο গ) |
মূলধন গঠনে |
Ο ঘ) |
সঞ্চয় প্রবণতা সৃষ্টিতে |
সঠিক উত্তর: (ক)
১৪৭. |
বাণিজ্যিক ব্যাংক হিসেবে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য হলেও ইসলামি ব্যাংকের আরও কিছু উদ্দেশ্য রয়েছে। তন্মধ্যে অন্যতম হল- |
Ο ক) |
বিনিয়োগ ও ঋণ সুদমুক্ত |
Ο খ) |
শরীয়তের অনুশাসন প্রতিষ্ঠা |
Ο গ) |
সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু |
Ο ঘ) |
ন্যায়বিচার, ইনসাফ ও আদল প্রতিষ্ঠা |
সঠিক উত্তর: (গ)
১৪৮. |
প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়? |
Ο ক) |
আমদানিকারক |
Ο খ) |
সরকার |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο ঘ) |
রপ্তানিকারক |
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. |
কোন ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ এবং ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান করে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
কৃষি ব্যাংক |
Ο ঘ) |
সমবায় ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? |
Ο ক) |
পরোক্ষ |
Ο খ) |
পরিকল্পিত |
Ο গ) |
নির্দিষ্ট |
Ο ঘ) |
প্রত্যক্ষ |
সঠিক উত্তর: (ক)
১৫১. |
বাণিজ্যিক ব্যাংক কোন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
অন্যান্য ব্যাংক |
Ο গ) |
আর্থিক সংস্থা |
Ο ঘ) |
কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
ব্যাংকের প্রধান কাজ কোনটি? |
Ο ক) |
জনগণের অর্থ বিভিন্ন হিসাবে জমা রাখা |
Ο খ) |
দেশীয় মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা |
Ο গ) |
জনগণের অর্থের নিরাপত্তা বিধান করা |
Ο ঘ) |
মক্কেলদের ব্যবসায়িক পরামর্শ দেওয়া |
সঠিক উত্তর: (ক)
১৫৩. |
বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করে? |
Ο ক) |
গ্রাহকের নিকট |
Ο খ) |
ব্যাংকারের নিকট |
Ο গ) |
ব্যবস্থাপকের নিকট |
Ο ঘ) |
পরিচালকের নিকট |
সঠিক উত্তর: (ক)
১৫৪. |
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কয়টি? |
Ο ক) |
৮ টি |
Ο খ) |
১০ টি |
Ο গ) |
১২ টি |
Ο ঘ) |
১৩ টি |
সঠিক উত্তর: (ঘ)
১৫৫. |
বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলার কারণ- i. গ্রাহকদের পাশাপাশি থেকে তাদেরকে ব্যাংককিং সুবিধা প্রদান করে ii. কেন্দ্রীয় ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে iii. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৫৬. |
আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য হলো- i. ব্যবসায়িক কার্যসম্পাদন ii. ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন iii. ব্যবসায়িক উপদেশ প্রদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৫৭. |
Letter of Credit ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে? |
Ο ক) |
সার্ভিস চার্জ |
Ο খ) |
বিনিময় |
Ο গ) |
কমিশন |
Ο ঘ) |
সুদ |
সঠিক উত্তর: (গ)
১৫৮. |
বাণিজ্যিক ব্যাংকের কাজ হল- i. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান ii. বিনিময় বিলবাট্টাকরণ iii. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫৯. |
বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়? |
Ο ক) |
মুরুব্বি |
Ο খ) |
মধ্যমণি |
Ο গ) |
চালিকাশক্তি |
Ο ঘ) |
মাদার |
সঠিক উত্তর: (খ)
১৬০. |
কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে? |
Ο ক) |
অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে |
Ο খ) |
সম্পদের সুষম বন্টনের মাধ্যমে |
Ο গ) |
সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে |
Ο ঘ) |
আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে |
সঠিক উত্তর: (ঘ)
১৬১. |
বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলে র অর্থ স্থানান্তর করে ? |
Ο ক) |
কমিশনের |
Ο খ) |
সুদের |
Ο গ) |
চার্জের |
Ο ঘ) |
করের |
সঠিক উত্তর: (ক)
১৬২. |
বাণিজ্যিক ব্যাংকের মূলধন- i. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয় ii. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয় iii. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১৬৩. |
বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ব্যাংকের কী? |
Ο ক) |
নীতি |
Ο খ) |
কার্যক্রম |
Ο গ) |
লক্ষ্য |
Ο ঘ) |
উদ্দেশ্য |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি? |
Ο ক) |
সংরক্ষিত তহবিল |
Ο খ) |
আমানত |
Ο গ) |
ধার গ্রহণ |
Ο ঘ) |
পরিশোধিত মূলধন |
সঠিক উত্তর: (ঘ)
১৬৫. |
ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে কীভাবে? |
Ο ক) |
ব্যাংকের সাথে হিসাব খুলে |
Ο খ) |
ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করিয়ে |
Ο গ) |
গ্রাহকের চেক ইস্যু করে |
Ο ঘ) |
সরকারি হিসাবে অর্থ জমা করে |
সঠিক উত্তর: (ক)
১৬৬. |
বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কীভাবে? |
Ο ক) |
অর্থনীতিতে প্রসার ঘটিয়ে |
Ο খ) |
সম্পদের সুষম বন্টন করে |
Ο গ) |
সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে |
Ο ঘ) |
ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করে |
সঠিক উত্তর: (ক)
১৬৭. |
দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়ে থাকে? |
Ο ক) |
৫ বা ততোধিক বছরের জন্য |
Ο খ) |
৩ বা ততোধিক বছরের জন্য |
Ο গ) |
৮ বছরের জন্য |
Ο ঘ) |
১০ বছরের জন্য |
সঠিক উত্তর: (ক)
১৬৮. |
অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে- i. শিল্পে ii. বাণিজ্যে iii. শিক্ষায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক- i. প্রচার কার্যে ব্যয় করে ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয় iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী? |
Ο ক) |
ঋণ প্রদান |
Ο খ) |
সঞ্চয় বৃদ্ধি |
Ο গ) |
মুনাফা অর্জন |
Ο ঘ) |
সুদ অর্জন |
সঠিক উত্তর: (গ)
১৭১. |
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী? |
Ο ক) |
মুনাফা অর্জন |
Ο খ) |
জনকল্যাণ |
Ο গ) |
বিনিয়োগ বৃদ্ধি |
Ο ঘ) |
মূলধন গঠন |
সঠিক উত্তর: (ঘ)
১৭২. |
বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে- i. চেক ii. হুন্ডি iii. ট্রেজারি বিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৭৩. |
মূলধন গঠনে সহায়তা করা- |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ |
Ο খ) |
সমবায় ব্যাংকের অন্যতম কাজ |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ |
Ο ঘ) |
আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ |
সঠিক উত্তর: (ক)
১৭৪. |
কীসের মাধ্যমে ব্যাংক আমানত সৃষ্টি করে? |
Ο ক) |
দেনার |
Ο খ) |
পাওনার |
Ο গ) |
সঞ্চয়ের |
Ο ঘ) |
ঋণের |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংকের প্রকল্প হলো- i. হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা ii. মাছের চাষ iii. গরু-মহিষের খামার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৬. |
রুপালী ব্যাংক লি.-এর নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ৪ কোনটি, সঞ্চিতি তহবলি ১০০ কোটি, আমানত ১০০ কোটি এবং ঋণ ৫০ কোটি। এখানে রূপালী ব্যাংক লিমিটেডের তহবিলের প্রধান উৎস কোনটি? |
Ο ক) |
আমানত |
Ο খ) |
সঞ্চিতি তহবিল |
Ο গ) |
পরিশোধিত মূলধন |
Ο ঘ) |
ঋণ |
সঠিক উত্তর: (গ)
১৭৭. |
বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়? |
Ο ক) |
ধার করা অর্থের ধারক |
Ο খ) |
অর্থ আমানত গ্রহণকারী |
Ο গ) |
প্রধান মুনাফা অর্জনকারী |
Ο ঘ) |
প্রধান ঋণদাতা |
সঠিক উত্তর: (ক)
১৭৮. |
বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়? |
Ο ক) |
গঠন |
Ο খ) |
মালিকান |
Ο গ) |
উদ্দেশ্য |
Ο ঘ) |
শাখা |
সঠিক উত্তর: (ক)
১৭৯. |
বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কী? |
Ο ক) |
আয় |
Ο খ) |
খরচ |
Ο গ) |
ভাড়া |
Ο ঘ) |
তহবিল |
সঠিক উত্তর: (খ)
১৮০. |
ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি? |
Ο ক) |
সংরক্ষিত তহবিল |
Ο খ) |
পরিশোধিত মূলধন |
Ο গ) |
আমানত |
Ο ঘ) |
ধার গ্রহণ |
সঠিক উত্তর: (খ)
১৮১. |
আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? |
Ο ক) |
উৎপাদনমূলক |
Ο খ) |
সেবামূলক |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক |
Ο ঘ) |
রক্ষণাবেক্ষণমূলক |
সঠিক উত্তর: (গ)
১৮২. |
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী? |
Ο ক) |
মুনাফা অর্জন |
Ο খ) |
ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ |
Ο গ) |
বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা |
Ο ঘ) |
জনকল্যাণ সাধন |
সঠিক উত্তর: (গ)
১৮৩. |
কোন আয়কে ব্যাংকের কার্য পরিচালনাগত আয় হিসেবে বিবেচনা করা হয়? |
Ο ক) |
অতিরিক্ত সুদের হার |
Ο খ) |
সেবামূলক আয় |
Ο গ) |
প্রতিনিধিত্বমূলক আয় |
Ο ঘ) |
বিনিয়োগের আয় |
সঠিক উত্তর: (ক)
১৮৪. |
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? |
Ο ক) |
লকার ভাড়া |
Ο খ) |
বিমা প্রিমিয়াম |
Ο গ) |
শুল্ক ও কর |
Ο ঘ) |
নিরীক্ষকের বিল |
সঠিক উত্তর: (ক)
১৮৫. |
পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের - i. ঋণকৃত উৎস ii. প্রধান উৎস iii. প্রাথমিক উৎস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৮৬. |
ঋণ প্রদান করা ব্যাংকের একটি- |
Ο ক) |
প্রয়োজনীয় কাজ |
Ο খ) |
অপরিহার্য কাজ |
Ο গ) |
গুরুত্বপূর্ণ কাজ |
Ο ঘ) |
বিশেষ কাজ |
সঠিক উত্তর: (গ)
১৮৭. |
যুগের সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে- i. আধুনিকায়ন ii. শিল্পায়ন iii. বিশেষায়ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৮৮. |
বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় পরিচালনার জন্য সাধারণত কয়টি খাতে ব্যয় করে? |
Ο ক) |
১৫ টি |
Ο খ) |
১৩ টি |
Ο গ) |
৮ টি |
Ο ঘ) |
৭ টি |
সঠিক উত্তর: (খ)
১৮৯. |
কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ? |
Ο ক) |
হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ |
Ο খ) |
ব্যাংকিং বিষয়ে গবেষণা |
Ο গ) |
ঋণনিয়ন্ত্রণ |
Ο ঘ) |
নোট ও মুদ্রা প্রচলন |
সঠিক উত্তর: (ক)
১৯০. |
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? |
Ο ক) |
লকার ভাড়া |
Ο খ) |
বিমা প্রিমিয়াম |
Ο গ) |
শুল্ক ও কর |
Ο ঘ) |
নিরীক্ষকের বিল |
সঠিক উত্তর: (ক)
১৯১. |
বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী? |
Ο ক) |
ঋণের সুদ |
Ο খ) |
বিনিয়োগ |
Ο গ) |
বিল বাট্টাকরণ |
Ο ঘ) |
লকার ভাড়া |
সঠিক উত্তর: (ক)
১৯২. |
বাণিজ্যিক ব্যাংকের খরছের খাত হল- i. কমিশন প্রদান ii. বিজ্ঞাপন খরচ iii. নিরীক্ষকের ফি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
১৯৩. |
বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে- i. ব্যবসায় প্রতিষ্ঠানে ii. বৈদেশিক অর্থনীতিতে iii. সরকারকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
১৯৪. |
জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে কে? |
Ο ক) |
সরকার |
Ο খ) |
ব্যাংক |
Ο গ) |
সচিব |
Ο ঘ) |
ব্যবস্থাপক |
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * DBBL মোট আয়ের ৫০ ভাগ অর্জন করে ঋণ প্রদান করে। পে-অর্ডার, চেক ও প্রত্যয়পত্র ইস্যু করেও এরা আয় করে। এছাড়াও তিতাসের পক্ষে এরা গ্যাস বিল সংগ্রহ করার মাধ্যম আয় করে। |
১৯৫. |
তিতাসের পক্ষে ব্যাংকটি আয়ের জন্য যে কাজ করে তাকে কী বলে? |
Ο ক) |
প্রতিনিধিত্ব |
Ο খ) |
অংশীদারিত্ব |
Ο গ) |
সমন্বয়কারী |
Ο ঘ) |
সহযোগী |
সঠিক উত্তর: (ক)
১৯৬. |
DBBL তিতাসের পক্ষে কীসের বিনিময়ে কাজ করে? |
Ο ক) |
সুদ |
Ο খ) |
বাট্টা |
Ο গ) |
চার্জ |
Ο ঘ) |
কমিশন |
সঠিক উত্তর: (ঘ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন