NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি


এস.এস.সি    ||    ফিন্যান্স ও ব্যাংকিং
অধ্যায় - ১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি


১.
বেসরকারি মালিকানাধীন দেশীয় বাণিজ্যিক ব্যাংক হলো-
i. ইস্টার্ণ ব্যাংক
ii. ওয়ান ব্যাংক
iii. ট্রাস্ট ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i, ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২.
বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো-
i. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
ii. দেশের সকল অঞ্চলের উন্নয়ন করা
iii. সমাজের দারিদ্র্য দূরীকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩.
বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
Ο ক) 
মূলধন গঠন
Ο খ) 
বিনিময়ের মাধ্যম
Ο গ) 
কর্মসংস্থান সৃষ্টি
Ο ঘ) 
মুনাফা অর্জন

  সঠিক উত্তর: (ঘ)

৪.
বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে?
Ο ক) 
কমিশন
Ο খ) 
বাট্টা
Ο গ) 
চার্জ
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (ঘ)

৫.
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ?
Ο ক) 
আমানত সংগ্রহ
Ο খ) 
অর্থ স্থানান্তর
Ο গ) 
বিল বাট্টাকরণ
Ο ঘ) 
চেকের অর্থ সংগ্রহ

  সঠিক উত্তর: (ঘ)

৬.
বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কী?
Ο ক) 
মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণ দান
Ο খ) 
আমানত গ্রহণ ও ঋণপ্রদান
Ο গ) 
চেক,ড্রাফ্‌ট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়বিক্রয়
Ο ঘ) 
হুন্ডি বাট্টাকরণ ও বিনিময় বিলের ঋণদান

  সঠিক উত্তর: (খ)

৭.
গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে?
Ο ক) 
তারল্য
Ο খ) 
সেবা
Ο গ) 
স্বচ্ছতা
Ο ঘ) 
সুনাম

  সঠিক উত্তর: (ক)

৮.
ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে সহায়ক হলো-
i. প্রয়োজনীয় মূলধন গঠন করা
ii. মূলধন ব্যবহারের চেষ্টা চালানো
iii. মুদ্রাস্ফীতি হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯.
প্রত্যয়পত্র কী?
Ο ক) 
মূল্য  পরিশোধের অসামর্থ্য
Ο খ) 
মূল্য পরিশোধের নিশ্চয়তা
Ο গ) 
রপ্তানি প্রতিকূলতা
Ο ঘ) 
আমদানি নির্ভরতা

  সঠিক উত্তর: (খ)

১০.
কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে?
Ο ক) 
সমবায় ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
মার্চেন্ট ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

১১.
চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে -
i. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
ii. আর্থিক ঝুঁকি হ্রাস পায়
iii. অর্থ স্থানান্তর কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১২.
বানিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার অন্যতম একটি হাতিয়ার হল-
Ο ক) 
চাহিবামাত্র ও স্বল্পমেয়াদি নোটিশে দেয় ঋণ
Ο খ) 
ব্যাংক নিশ্চয়তা সনদ
Ο গ) 
তথ্য সরবরাহ ও উপদেশ প্রদান
Ο ঘ) 
কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রি

  সঠিক উত্তর: (ক)

১৩.
বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী?
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
জনকল্যাণ
Ο গ) 
মূলধন গঠন
Ο ঘ) 
নিরাপত্তা

  সঠিক উত্তর: (খ)

১৪.
কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে?
Ο ক) 
সমবায় ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
মার্চেন্ট ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

১৫.
বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের নিকট থেকে -সুদে আমানত গ্রহণ করে।
Ο ক) 
৮% হার
Ο খ) 
অধিক হার
Ο গ) 
১০% হার
Ο ঘ) 
স্বল্প হার

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
বিশেষায়িত ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

১৭.
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী?
Ο ক) 
অর্থনৈতিক স্থিতিশীলতা
Ο খ) 
সঞ্চয় প্রবণতা সৃষ্টি
Ο গ) 
নিরাপত্তা প্রদান
Ο ঘ) 
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন

  সঠিক উত্তর: (গ)

১৮.
নিজস্ব তহবিলের প্রধান উৎস হল-
Ο ক) 
সঞ্চিতি তহবিল
Ο খ) 
সাধারণ রিজার্ড
Ο গ) 
ব্যাংক দলিলের মাধ্যমে সংগৃহীত ঋণ
Ο ঘ) 
বিধিবদ্ধ রিজার্ভ

  সঠিক উত্তর: (ক)

১৯.
বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে-
i. আমানত গ্রহণ ও মূলধন গঠন
ii. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ
iii. শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কোন সেবার মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান সামগ্রী জমা রাখে?
Ο ক) 
ডিপিএস
Ο খ) 
ই-ব্যাংকিং
Ο গ) 
সঞ্চয়পত্র
Ο ঘ) 
লকার

  সঠিক উত্তর: (ঘ)

২১.
বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে-
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο গ) 
বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (খ)

২২.
কোনটি দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
Ο ক) 
সঞ্চয়
Ο খ) 
আমানত
Ο গ) 
ঋণ আমানত
Ο ঘ) 
বৈদেশিক বিনিময়

  সঠিক উত্তর: (খ)

২৩.
বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে?
Ο ক) 
মক্কেলদের ঋণদানের মাধ্যমে
Ο খ) 
ইস্যুকৃত চেক, ব্যাংক ড্রাফ্‌ট ইত্যাদি ভাঙ্গিয়ে
Ο গ) 
প্রাপ্যবিল মেয়াদপূর্তির পূর্বে ভাঙ্গিয়ে
Ο ঘ) 
আমানতকারীর কাছ থেকে ব্যাংক চার্জ গ্রহণ করে

  সঠিক উত্তর: (গ)

২৪.
ট্রাভেলার্স চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়?
Ο ক) 
চার্জ
Ο খ) 
কমিশন
Ο গ) 
সুদ
Ο ঘ) 
বাট্ট

  সঠিক উত্তর: (খ)

২৫.
দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংক ঋণ সরবরাহ করে-
i. ক্ষুদ্র ব্যবসায়ীদের
ii. উৎপাদনকারীদের
iii. উদ্যোক্তাদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুদ্রা প্রচলন করে?
Ο ক) 
প্রত্যক্ষভাবে
Ο খ) 
পরোক্ষভাবে
Ο গ) 
বিশেষ পদ্ধতিতে
Ο ঘ) 
নিয়ম মেনে

  সঠিক উত্তর: (খ)

২৭.
বাণিজ্যিক ব্যাংকের খরচের খাতগুলো হলো-
i. নিরীক্ষকের ভির
ii. বিজ্ঞাপন
iii. বিমা প্রিমিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
বাণিজ্যিক ব্যাংক কিসের সনদ প্রদান করে থাকে?
Ο ক) 
আর্থিক স্বচ্ছলতার সনদ
Ο খ) 
ব্যাংক হিসাব খোলার সনদ
Ο গ) 
উচ্চ শিক্ষার সনদ
Ο ঘ) 
নাগরিক সনদ

  সঠিক উত্তর: (ক)

২৯.
বাণিজ্যি ব্যাংক আয় করে থাকে-
i. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে
ii. শেয়ার ক্রয়-বিক্রয় করে
iii. প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩০.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
Ο ক) 
ঋণদান
Ο খ) 
মুদ্রার মান নিয়ন্ত্রণ
Ο গ) 
বিলের বাট্টাকরণ
Ο ঘ) 
মূলধন গঠন

  সঠিক উত্তর: (খ)

৩১.
বাণিজ্যিক ব্যাংককে অনেকে কী নামে অভিহিত করেছেন?
Ο ক) 
Mother of modern bank
Ο খ) 
Father of modern bank
Ο গ) 
Mother of new bank
Ο ঘ) 
Father of new bank

  সঠিক উত্তর: (ক)

৩২.
বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে কীভাবে?
Ο ক) 
প্রত্যক্ষভাবে
Ο খ) 
পরোক্ষভাবে
Ο গ) 
সমানুপাতিক হারে
Ο ঘ) 
প্রগতিশীল হারে

  সঠিক উত্তর: (খ)

৩৩.
ব্যাংক প্রচুর আয় করে থাকে কিসের মাধ্যমে?
i. ব্যাংক ড্রাফট
ii. ট্যাভেলারস চেক
iii. বিনিময় বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরণের খরচ?
Ο ক) 
পরিবহন খরচ
Ο খ) 
যোগাযোগ খরচ
Ο গ) 
অফিস খরচ
Ο ঘ) 
প্রত্যক্ষ মজুরি খরচ

  সঠিক উত্তর: (খ)

৩৫.
বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কোনটি?
Ο ক) 
ঋণ নিয়ন্ত্রণ
Ο খ) 
সঞ্চয় প্রবণতা সৃষ্টি
Ο গ) 
মূলধন গঠন
Ο ঘ) 
জনকল্যাণ

  সঠিক উত্তর: (ঘ)

৩৬.
সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের-বলা হয়।
Ο ক) 
কৌশল
Ο খ) 
হাতিয়ার
Ο গ) 
আত্মরক্ষার হাতিয়ার
Ο ঘ) 
আত্মরক্ষার রক্ষাকবচ

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো-
i. বিনিয়োগের মাধ্যমে ঋণ সৃষ্টি
ii. ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি
iii. আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৮.
ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিবর্তিত রূপকে কী বলে?
Ο ক) 
বিনিয়োগ
Ο খ) 
ঋণ
Ο গ) 
মুনাফা
Ο ঘ) 
ব্যবসায়ী

  সঠিক উত্তর: (খ)

৩৯.
এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর সহজ পদ্ধতি কী?
Ο ক) 
বিনিময় বিল
Ο খ) 
চেক
Ο গ) 
হুন্ডি
Ο ঘ) 
ব্যাংক ড্রাফট

  সঠিক উত্তর: (ঘ)

৪০.
বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজ সমূহ হলো-
i. প্রত্যয়পত্র ইস্যু করা
ii. বিনিময় বিলে স্বীকৃতি দেয়া
iii. বিনিময়ের হার নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে?
Ο ক) 
সুদ
Ο খ) 
বিনিময়
Ο গ) 
ঋণপত্র
Ο ঘ) 
সার্ভিস চার্জ

  সঠিক উত্তর:

৪২.
ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে?
Ο ক) 
কমিশনের
Ο খ) 
কিস্তির
Ο গ) 
বিনিময়ের
Ο ঘ) 
বাট্টার

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদনা করে থাকে-
i. চলতি হিসাবে
ii. সঞ্চয়ী হিসাবে
iii. স্থায়ী হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কোন ধরনের প্রবণতা সৃষ্টি করে?
Ο ক) 
খরচের প্রবণতা
Ο খ) 
আমদানির প্রবণতা
Ο গ) 
আয়ের প্রবণতা
Ο ঘ) 
সঞ্চয়ের প্রবণতা

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
ব্যাংকের শাখা কোথায় বিস্তৃত?
Ο ক) 
বিভিন্ন এলাকায়
Ο খ) 
বিভিন্ন অঞ্চলে
Ο গ) 
বিভিন্ন দেশে
Ο ঘ) 
দেশের বাইরে

  সঠিক উত্তর: (ক)

৪৬.
বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে-
i. বৈদেশিক বাণিজ্যে
ii. লেনদেন নিষ্পত্তিতে
iii. অছি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কোন মেয়াদে ঋণ প্রদান করে?
Ο ক) 
স্বল্প
Ο খ) 
মধ্য
Ο গ) 
দীর্ঘ
Ο ঘ) 
অনির্দিষ্ট

  সঠিক উত্তর: (গ)

৪৮.
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়নমূলক কাজ?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
সামাজিক
Ο গ) 
রাবনৈতিক
Ο ঘ) 
ব্যক্তিক

  সঠিক উত্তর: (ক)

৪৯.
ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে কেন?
Ο ক) 
মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে
Ο খ) 
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে
Ο গ) 
দেশের বাহিরে অর্থ স্থানান্তর করতে
Ο ঘ) 
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে

  সঠিক উত্তর: (ক)

৫০.
ঋণলগ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক কোন কাজে সাহায্য করে?
Ο ক) 
উৎপাদনমুখী কাজে
Ο খ) 
সেবামূলক কাজে
Ο গ) 
বিনিময়মূলক কাজে
Ο ঘ) 
মূলধন গঠনমূলক কাজে

  সঠিক উত্তর: (ক)

৫১.
বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত কোনটি?
Ο ক) 
জনগণের সঞ্চিত অর্থ
Ο খ) 
অনুমোদিত মূলধন
Ο গ) 
পরিশোধিত মূলধন
Ο ঘ) 
শেয়ার বিক্রয়লব্ধ অর্থ

  সঠিক উত্তর: (ক)

৫২.
বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি কোনটি?
Ο ক) 
শিল্পোন্নয়ন
Ο খ) 
অর্থ স্থানান্তর
Ο গ) 
মূূলধন বিনিয়োগ
Ο ঘ) 
নোট ইস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে?
Ο ক) 
কমিশন
Ο খ) 
বাট্টা
Ο গ) 
চার্জ
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে হলো-
i. সিকউরিটি বিক্রয়
ii. ঋণপত্র বিক্রয়
iii. শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৫.
সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক?
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) 
অ-তালিকাভুক্ত ব্যাংক

  সঠিক উত্তর: (খ)

৫৬.
বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করে-
i. আমানত গ্রহণ করে
ii. ঋণদান কার্যক্রম সম্পাদন করে
iii. সঞ্চয়প্রবণতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৫৭.
অর্থসম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে কী করা হয়?
Ο ক) 
সীমিত আকারে উন্নত
Ο খ) 
ব্যাপক ভিত্তিতে উন্নত
Ο গ) 
বৈষম্যের ভিত্তিতে উন্নত
Ο ঘ) 
সমান তালে উন্নত

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের অক্ষ্যে বিনিয়োগ করে থাকে-
i. সরকারি সিকিউরিটিতে
ii. শেয়ারে
iii. ঋণপত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসোব গ্রহণ করে কোনটি?
Ο ক) 
চেক
Ο খ) 
বিনিময় বিল
Ο গ) 
সঞ্চিত অর্থ
Ο ঘ) 
ট্রেজারি চালান

  সঠিক উত্তর: (গ)

৬০.
বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?
Ο ক) 
প্রকল্পভিত্তিক
Ο খ) 
বিনিয়োগভিত্তিক
Ο গ) 
মুনাফাভিত্তিক
Ο ঘ) 
জনকল্যাণভিত্তিক

  সঠিক উত্তর: (গ)

৬১.
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কয়টি?
Ο ক) 
৭ টি
Ο খ) 
৫ টি
Ο গ) 
৪ টি
Ο ঘ) 
৩ টি

  সঠিক উত্তর: (গ)

৬২.
মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক?
Ο ক) 
শাখা ব্যাংক
Ο খ) 
ইসলামিক ব্যাংক
Ο গ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) 
বাণিজ্যিক ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

৬৩.
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো হলো-
i. আমানত
ii. ধার গ্রহণ
iii. সংরক্ষিত তহবিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
ব্যাংক মক্কেলের পক্ষ ভাঙ্গিয়ে থাকে কী?
i. বিনিময় বিল
ii. প্রত্যপত্র
iii. পরিবহন বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫.
বর্তমান বিশেষায়নের যুগে বাণিজ্যিক ব্যাংককে সফলতা অর্জনের জন্য কোন নীতি অনুসরণ করতে হয়?
Ο ক) 
প্রযুক্তিগত উন্নয়নের নীতি
Ο খ) 
বিশেষায়নের নীতি
Ο গ) 
দক্ষ ব্যবস্থাপনার নীতি
Ο ঘ) 
সময়ানুবর্তিতার নীতি

  সঠিক উত্তর: (খ)

৬৬.
বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে?
i. শেয়ার
ii. ঋণপত্র
iii. সরকালি সিকউরিটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
বাণিজ্যিক ব্যাংকের সেবাকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
৫ ভাগে
Ο খ) 
৪ ভাগে
Ο গ) 
৩ ভাগে
Ο ঘ) 
২ ভাগে

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর কী প্রদান করে?
Ο ক) 
কমিশন
Ο খ) 
শেয়ার
Ο গ) 
বাট্টা
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এটি বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের তহবিলে উৎস?
Ο ক) 
পরিশোধিত মূলধন
Ο খ) 
সংরক্ষিত তহবিল
Ο গ) 
আমানত
Ο ঘ) 
ঋণ সঞ্চিতি

  সঠিক উত্তর: (খ)

৭০.
ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে তার অধিকতর হারে ঋণ গ্রহীতাদের নিকট থেকে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?
Ο ক) 
ঋণ-মঞ্জুরকৃত আয়
Ο খ) 
কার্য পরিচালনাগত আয়
Ο গ) 
কমিশন হিসেবে আয়
Ο ঘ) 
শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে আয়

  সঠিক উত্তর: (খ)

৭১.
নিরীক্ষকের বিল কী?
Ο ক) 
ব্যাংকের আয়
Ο খ) 
ব্যাংকের ব্যয়
Ο গ) 
ব্যাংকের মূলধন
Ο ঘ) 
ব্যাংকের সুনাম

  সঠিক উত্তর: (খ)

৭২.
বাণিজ্যিক ব্যাংকের মূলধনের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
Ο ক) 
পরিশোধিত মূলধন
Ο খ) 
ধার গ্রহণ
Ο গ) 
আমানত
Ο ঘ) 
সংরক্ষিত তহবিল

  সঠিক উত্তর: (গ)

৭৩.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের মুনাফার মূল উৎস?
Ο ক) 
কমিশন
Ο খ) 
চার্জ
Ο গ) 
সুদ
Ο ঘ) 
মুদ্রা বিনিময়

  সঠিক উত্তর: (গ)

৭৪.
আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা কোন কাজে তৎপর থাকে?
Ο ক) 
অধিক সেবা প্রদানে
Ο খ) 
অধিক মুনাফা অর্জনে
Ο গ) 
মূলধন গঠনে
Ο ঘ) 
সঞ্চ সংগ্রহে

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. বৈদেশিক অর্থনীতিতে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৭৬.
বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে-
i. বৈদেশিক বাণিজ্যে
ii. লেনদেন নিষ্পত্তিতে
iii. অছি হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭.
প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচারকার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের ওপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে কোন ধরনের কাজে সহায়তা করে?
Ο ক) 
সেবামূলক
Ο খ) 
উৎপাদানমূলক
Ο গ) 
পরিকল্পনামূলক
Ο ঘ) 
কেনা-বেচামূলক

  সঠিক উত্তর: (খ)

৭৯.
ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি?
Ο ক) 
সঞ্চয় সংগ্রহ
Ο খ) 
মুদ্রা সরবরাহ
Ο গ) 
মুনাফা অর্জন
Ο ঘ) 
মুলধন গঠন

  সঠিক উত্তর: (ঘ)

৮০.
বাণিজ্যিকজ ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে?
Ο ক) 
শেয়ার
Ο খ) 
বিনিময় বিল
Ο গ) 
প্রত্যয়পত্র
Ο ঘ) 
অছি

  সঠিক উত্তর: (গ)

৮১.
নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) 
আয়ের খাত
Ο খ) 
খরচের খাত
Ο গ) 
তহবিলের খাত
Ο ঘ) 
পরিকল্পনার খাত

  সঠিক উত্তর: (খ)

৮২.
বিল বাট্টাকরণ করে কে প্রচুর মুনাফা অর্জন করে?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
বিনিময় ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

৮৩.
ব্যাংক কর্তৃক নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থকে কী বলে?
Ο ক) 
ব্যাংকের তহবিল
Ο খ) 
ব্যাংকের আমানত
Ο গ) 
নগদ তহবিল
Ο ঘ) 
নিজস্ব ও ঋণকৃত তহবিল

  সঠিক উত্তর: (ক)

৮৪.
বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে?
i. শেয়ার
ii. ঋণপত্র
iii. শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৫.
অছি হিসেবে নাবালক ব্যক্তির সম্পত্তি অথবা মৃত ব্যক্তির সম্পত্তির জিম্মাদার কোন ব্যাংক?
Ο ক) 
কর্মসংস্থান ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

৮৬.
বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
Ο ক) 
নোট ইস্যু করা
Ο খ) 
উৎপাদনমূলক
Ο গ) 
পরিকল্পনামূলক
Ο ঘ) 
কেনা-বেচামূলক

  সঠিক উত্তর: (খ)

৮৭.
কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক?
Ο ক) 
সরকারি ব্যাংক
Ο খ) 
শাখা ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
বিনিময় ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

৮৮.
বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম বহির্ভূত কোনটি?
Ο ক) 
ক্রেডিট কার্ডে
Ο খ) 
পে-অর্ডার
Ο গ) 
হুন্ডি
Ο ঘ) 
ব্যাংক ড্রাফট

  সঠিক উত্তর: (গ)

৮৯.
টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের করচ?
Ο ক) 
পরিবহন করচ
Ο খ) 
যোগাযোগ খরচ
Ο গ) 
অফিস খরচ
Ο ঘ) 
প্রত্যক্ষ মজুরি খরচ

  সঠিক উত্তর: (খ)

৯০.
মি. লিটন তার কোম্পানির দেখাশোনার ভার তিতাস ব্যাংক লি.-কে অর্পণ করেন। কিছুদিন পর মি. লিটনের মৃত্যু হয়। তিতাস ব্যাংক ঐ সম্পত্তি তার পুত্র ও স্ত্রীরমধ্যে ভাগ করে দেন। তিতাস ব্যাংকটি কোন কাজটির সাথে জড়িত?
Ο ক) 
সেবামূলক
Ο খ) 
প্রতিনিধি হিসেবে
Ο গ) 
অছি হিসেবে
Ο ঘ) 
অবলেখক হিসেবে

  সঠিক উত্তর: (গ)

৯১.
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্রাংকব প্রদত্ত ধারের ওপর কী প্রদান করে থাকে?
Ο ক) 
বাট্টা
Ο খ) 
সুদ
Ο গ) 
সম্পত্তি
Ο ঘ) 
শেয়ার

  সঠিক উত্তর: (খ)

৯২.
বাণিজ্যিক ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) 
উদ্দেশ্যভিত্তিক
Ο খ) 
মূলধনভিত্তিক
Ο গ) 
মুনাফাভিত্তিক
Ο ঘ) 
ঋণভিত্তিক

  সঠিক উত্তর: (গ)

৯৩.
গৃহনির্মাণ ও শিক্ষাব্যবস্থার উন্নয়ন ব্যাংকের কোন ধরনের কাজ?
Ο ক) 
অর্থনৈতিক
Ο খ) 
সামাজিক
Ο গ) 
পারিবারিক
Ο ঘ) 
সাম্প্রদায়িক

  সঠিক উত্তর: (ক)

৯৪.
বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো-
i. ব্যাংক ড্রাফট
ii. প্রত্যয়পত্র
iii. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৫.
বাণিজ্যিক ব্যাংকের যোগাযোগ খাতের খরচ কোনটি?
Ο ক) 
সুইফ্‌ট
Ο খ) 
বিজ্ঞাপন
Ο গ) 
প্রশিক্ষণ
Ο ঘ) 
নিরীক্ষকের বিল

  সঠিক উত্তর: (ক)

৯৬.
বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে-
i. সার্ভিস চার্জ
ii. কমিশন
iii. সুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৯৭.
ব্যাংক ঋণ গ্রহণের পাশাপাশি কী করে?
Ο ক) 
মূলধন বিনিয়োগ
Ο খ) 
পণ্য বাজারজাতকরণ
Ο গ) 
তথ্য সরবরাহ
Ο ঘ) 
নোট ইস্যু

  সঠিক উত্তর: (ক)

৯৮.
ঋণ আমানতের বৈশিষ্ট্য হলো-
i. প্রতিটি ব্যবসায়ই আমানত সৃষ্টি করে
ii. প্রতিটি ঋণই আমানত সৃষ্টি করে
iii. প্রতিটি আমানত ঋণ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
iii
Ο ঘ) 
ii

  সঠিক উত্তর: (খ)

৯৯.
ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কী?
Ο ক) 
ঋণ প্রদান
Ο খ) 
সুদ গ্রহণ
Ο গ) 
ঋণ আমানত সৃষ্টি
Ο ঘ) 
মূলধন গঠন

  সঠিক উত্তর: (ক)

১০০.
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
Ο ক) 
নিরাপত্তা
Ο খ) 
অর্থনৈতিক স্থিতিশীলতা
Ο গ) 
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
Ο ঘ) 
মূলধন গঠন

  সঠিক উত্তর: (গ)

১০১.
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কোনটি?
Ο ক) 
সঞ্ঝয় প্রবণতা সৃষ্টি
Ο খ) 
বিনিময়ের মাধ্যম সৃষ্টি
Ο গ) 
মূলধন গঠন করা
Ο ঘ) 
জনকল্যাণ করা

  সঠিক উত্তর: (গ)

১০২.
ব্যাংক বলতে সাধারণত আমরা কোন ব্যাংককে বুঝি?
Ο ক) 
রাষ্ট্রায়ত্ব ব্যাংক
Ο খ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο গ) 
বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (খ)

১০৩.
মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি-
i. মূলধন ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ড অচল হয়ে পড়ে
ii. শিল্প ও ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে
iii. জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অলস সঞ্চয়গুলোকে একত্রিত করে জনগণকে সঞ্চয় ও বিনিয়োগ উৎসাহিত উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১০৪.
বাণিজ্যিক ব্যাংকের সকল প্রকার কাজ কোন উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়?
Ο ক) 
সঞ্চয় সংগ্রহ
Ο খ) 
মুনাফা অর্জন
Ο গ) 
মূলধন গঠন
Ο ঘ) 
অর্থের নিরাপত্তা বিধান

  সঠিক উত্তর: (খ)

১০৫.
যে ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে তাকে কী বলে?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
সমবায় ব্যাংক
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
গ্রামীণ ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

১০৬.
ব্যাংক ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করে কীভাবে?
Ο ক) 
দ্রব্যের বিনিময়ে
Ο খ) 
বিভিন্ন মেয়াদে
Ο গ) 
প্রাইজবন্ডের বিনিময়ে
Ο ঘ) 
চেক ইস্যুর মাধ্যমে

  সঠিক উত্তর: (খ)

১০৭.
ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কোন শর্তটি উপস্থিত থাকা একান্ত প্রয়োজন?
Ο ক) 
ব্যাংকিং সুবিধা জনগনের দোরগোড় পর্যন্ত পৌঁছানো
Ο খ) 
তলবি ঋুণ ও স্বল্পমেয়াদি ঋণ মঞ্জুর
Ο গ) 
বিনিময় বিল বাট্টাকরণ
Ο ঘ) 
কেন্দ্রীয় ব্যাংকের ঋণদান নীতি

  সঠিক উত্তর: (ক)

১০৮.
‘নিরীক্ষা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক?
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
সংগঠনভিত্তিক ব্যাংক
Ο ঘ) 
বিশেষায়িত ব্যাংক

  সঠিক উত্তর: (ক)

১০৯.
সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কোনটিকে বুঝি?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο গ) 
বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) 
শিল্প ব্যাংক

  সঠিক উত্তর: (খ)

১১০.
মিসেস শিপন ভাতশালা ব্যাংকে মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখেন। মিসেস শিপন বিনিময়ে নীল ব্যাংককে কী প্রদান করেন?
Ο ক) 
সার্ভিস চার্জ
Ο খ) 
কমিশন
Ο গ) 
সুদ
Ο ঘ) 
বাট্টা

  সঠিক উত্তর: (ক)

১১১.
বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের জন্য কোন ধরনের উন্নত প্রযুক্তির সেবা প্রদান করে?
Ο ক) 
অনলাইন এবং ATM বুথ ও কার্ড ব্যাংকিং
Ο খ) 
হোম ব্যাংকিং
Ο গ) 
কম্পিউটারাইজড ব্যাংকিং
Ο ঘ) 
লকার সুবিধা

  সঠিক উত্তর: (ক)

১১২.
বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে-
i. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে
ii. শেয়ার ক্রয়-বিক্রয় করে
iii. প্রত্যয়পত্র ক্রয়-বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১১৩.
বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে-
i. ট্রাভেলার চেক হতে
ii. প্রত্যয়পত্র হতে
iii. ব্যাংক ড্রাফট হতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১১৪.
ক্রেডিট কার্ডের উদাহরণ হল-
i. VISA,BIMA
ii. VANIK,NIKE
iii. VANIK,MASTER CARD
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও ii

  সঠিক উত্তর: (গ)

১১৫.
বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি-
i. তারল্য নীতি
ii. সেবা প্রদান
iii. নিরাপত্তা বিধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৬.
বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলের অর্থ স্থানান্তর করে?
Ο ক) 
কমিশনের
Ο খ) 
সুদের
Ο গ) 
চার্জের
Ο ঘ) 
করের

  সঠিক উত্তর: (ক)

১১৭.
নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকে কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক) 
খরচের খাত
Ο খ) 
তহবিলের উৎস
Ο গ) 
আয়ের উৎস
Ο ঘ) 
রক্ষাকবচ

  সঠিক উত্তর: (ক)

১১৮.
কোন ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে?
Ο ক) 
ইসলামি ব্যাংক
Ο খ) 
রাষ্ট্রায়ত্ত ব্যাংক
Ο গ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο ঘ) 
বাণিজ্যিক ব্যাংক

  সঠিক উত্তর: (গ)

১১৯.
ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়োজিত বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিবর্তিত রূপকে কী বলে?
Ο ক) 
বিনিয়োগ
Ο খ) 
ঋণ
Ο গ) 
মুনাফা
Ο ঘ) 
ব্যবসায়ী

  সঠিক উত্তর: (খ)

১২০.
বাণিজ্যিক ব্যাং পরিবর্তন করে-
i. দেশি মুদ্রা
ii. বিনিময় মুদ্রা
iii. বৈদেশিক মুদ্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১২১.
মি. আকরামের বিভিন্ন ব্যাংকে চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাব খোলা আছে। মি. আকরাম কোনো সুদ পাবেন না কোন হিসাবটিতে?
Ο ক) 
স্থায়ী
Ο খ) 
সঞ্চয়ী
Ο গ) 
চলতি
Ο ঘ) 
মুদারাবা হিসাব

  সঠিক উত্তর: (গ)

১২২.
বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কী সৃষ্টি করে?
Ο ক) 
শিল্পের উন্নয়ন
Ο খ) 
সঞ্চয় প্রবণতা
Ο গ) 
ঋণ ণিয়ন্ত্রণ
Ο ঘ) 
বিনিময়ের মাধ্যম

  সঠিক উত্তর: (খ)

১২৩.
সংরক্ষিত তহবিল কী ?
Ο ক) 
ঋণপত্র বিক্রয় করে তহবিল সংগ্রহ
Ο খ) 
ভবিষ্যতের জন্যে সঞ্চিত মুনাফার একটি অংশ
Ο গ) 
কেন্দ্রীয় ব্যাংক হতে তহবিল সংগ্রহ
Ο ঘ) 
বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ

  সঠিক উত্তর: (খ)

১২৪.
বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিল ভাঙিয়ে থাকে কার পক্ষে?
Ο ক) 
সরকারের
Ο খ) 
মক্কেলের
Ο গ) 
ব্যবস্থাপকের
Ο ঘ) 
প্রতিনিধির

  সঠিক উত্তর: (খ)

১২৫.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ?
Ο ক) 
ঋণ নিয়ন্ত্রণ
Ο খ) 
ঋণ দান
Ο গ) 
মুদ্রার মান নিয়ন্ত্রণ
Ο ঘ) 
মুদ্রার প্রচালন

  সঠিক উত্তর: (খ)

১২৬.
ব্যাংকে অর্থ জমা রাখার প্রধান কারণ কোনটি?
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
সুদ গ্রহণ
Ο গ) 
নিরাপত্তা
Ο ঘ) 
ব্যক্তি স্বার্থ

  সঠিক উত্তর: (গ)

১২৭.
বাণিজ্যি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত দলিল-
i. ব্যাংক আজ্ঞাপত্র
ii. প্রত্যয়পত্র
iii. ট্রেজারি চালান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১২৮.
জনগণ ব্যাংকের নিকট মূল্যবান সামগ্রী জমা রাখে কেন?
Ο ক) 
বৃদ্ধির লক্ষ্যে
Ο খ) 
জামানতের লক্ষ্যে
Ο গ) 
নিরাপত্তার লক্ষ্যে
Ο ঘ) 
বিনিময়ের লক্ষ্যে

  সঠিক উত্তর: (গ)

১২৯.
কীসের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ সেবা প্রদান করে?
Ο ক) 
সুদ
Ο খ) 
মুদ্রা
Ο গ) 
বাট্টা
Ο ঘ) 
কমিশন

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়?
Ο ক) 
সমবায় ব্যাংক
Ο খ) 
কৃষি ব্যাংক
Ο গ) 
বিশেষায়িত ব্যাংক
Ο ঘ) 
বাণিজ্যিক ব্যাংক

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে কোনটির মাধ্যমে?
Ο ক) 
প্রত্যয়পত্রের মাধ্যমে
Ο খ) 
প্রাইজবন্ডের মাধ্যমে
Ο গ) 
শেয়ার ইস্যুর মাধ্যমে
Ο ঘ) 
ব্যাংক ড্রাফটের মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

১৩২.
ব্যাংক কখন ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টাকরণের ব্যবস্থা করে?
Ο ক) 
মেয়াদপূর্তির পরে
Ο খ) 
মেয়াদপূর্তির পূর্বে
Ο গ) 
হিসাবের শুরুতে
Ο ঘ) 
হিসাবের শেষে

  সঠিক উত্তর: (খ)

১৩৩.
বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কীরুপ হওয়া আবশ্যক?
Ο ক) 
বিনিময়ের মূল্যে পরিমাপযোগ্য
Ο খ) 
সেবার মূল্যে পরিমাপযোগ্য
Ο গ) 
যেকোনো মূল্যে পরিমাপযোগ্য
Ο ঘ) 
অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
ট্রাভেলারস� চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পায়?
Ο ক) 
চার্জ
Ο খ) 
কমিশন
Ο গ) 
সুদ
Ο ঘ) 
বাট্টা

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেনকার‌ী প্রতিষ্ঠানকে কী বলে?
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
এনজিও
Ο ঘ) 
সমবায় সমিতি

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
ব্যাংক বিনিময়ের মাধ্যমে কী করে?
Ο ক) 
অর্থ স্থানান্তর
Ο খ) 
মূল্য পরিমাপ
Ο গ) 
সঞ্চয় বৃদ্ধি
Ο ঘ) 
তথ্য সরবরাহ

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হল-
Ο ক) 
নিরাপত্তা
Ο খ) 
কর্মসংস্থান সৃষ্টি
Ο গ) 
জনকল্যাণ
Ο ঘ) 
শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
i. চেক প্রদান
ii. ক্রেডিট কার্ড প্রদান
iii. পে-অর্ডার প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
ব্যাংকের প্রধান কাজ কী?
i. সঞ্চীয় আমানত গ্রহণ করা
ii. চলতি আমানত গ্রহণ করা
iii. স্থায়ী আমানত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪০.
কোন হিসাবে সুদ ব্যতীত অন্য কোনো সুবিধা দেওয়া হয়?
Ο ক) 
স্থায়ী আমানত
Ο খ) 
চলতি আমানত
Ο গ) 
স্থায়ী ও চলতি আমানত
Ο ঘ) 
সঞ্চয়ী ও চলতি আমানতে

  সঠিক উত্তর: (খ)

১৪১.
সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের কী?
Ο ক) 
উদ্দেশ্য
Ο খ) 
লক্ষ্য
Ο গ) 
কার্যক্রম
Ο ঘ) 
বাধ্যবাধকতা

  সঠিক উত্তর: (ক)

১৪২.
বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়?
Ο ক) 
আমানত নিয়ন্ত্রণের
Ο খ) 
কর্মসংস্থানের
Ο গ) 
ঋণ নিয়ন্ত্রণের
Ο ঘ) 
মুনাফা অর্জনের

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
উল্কা ব্যাংকটি একটি আদর্শ ব্যাংক। ব্যাংকাটি বিহিত মুদ্রা সৃষ্টি করতে পারে না কিন্তু বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। উল্কা ব্যাংকটি বিনিময়ের মাধ্যম সৃষ্টির জন্যে প্রচলন করে-
i. চেক
ii. ব্যাংক ড্রাফট
iii. প্রত্যয়পত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
কোন ব্যাংক পরের অর্থে ব্যবসায় করে?
Ο ক) 
বিশেষায়িত ব্যাংক
Ο খ) 
সমবায় ব্যাংক
Ο গ) 
কৃষি ব্যাংক
Ο ঘ) 
বাণিজ্যিক ব্যাংক

  সঠিক উত্তর: (ঘ)

১৪৫.
মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য-
Ο ক) 
গ্রাহকদের বিভিন্নমুখী সেবা দান
Ο খ) 
মূলধন গঠন
Ο গ) 
মুদ্রা সরবরাহ
Ο ঘ) 
শাখা ব্যাংকিং ব্যবস্থা

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
চেক,হুন্ডি,বিনিময় বিল ইত্যাদি বাণিজ্যিক ব্যাংক কী হিসেবে ব্যবহার করে থাকে?
Ο ক) 
বিনিময়ের মাধ্যম হিসেবে
Ο খ) 
ঋণ আমানত সৃষ্টিতে
Ο গ) 
মূলধন গঠনে
Ο ঘ) 
সঞ্চয় প্রবণতা সৃষ্টিতে

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
বাণিজ্যিক ব্যাংক হিসেবে মুনাফা অর্জন মূল উদ্দেশ্য হলেও ইসলামি ব্যাংকের আরও কিছু উদ্দেশ্য রয়েছে। তন্মধ্যে অন্যতম হল-
Ο ক) 
বিনিয়োগ ও ঋণ সুদমুক্ত
Ο খ) 
শরীয়তের অনুশাসন প্রতিষ্ঠা
Ο গ) 
সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু
Ο ঘ) 
ন্যায়বিচার, ইনসাফ ও আদল প্রতিষ্ঠা

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
Ο ক) 
আমদানিকারক
Ο খ) 
সরকার
Ο গ) 
বাণিজ্যিক ব্যাংক
Ο ঘ) 
রপ্তানিকারক

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কোন ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ এবং ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান করে?
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংক
Ο খ) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο গ) 
কৃষি ব্যাংক
Ο ঘ) 
সমবায় ব্যাংক

  সঠিক উত্তর: (ক)

১৫০.
জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
Ο ক) 
পরোক্ষ
Ο খ) 
পরিকল্পিত
Ο গ) 
নির্দিষ্ট
Ο ঘ) 
প্রত্যক্ষ

  সঠিক উত্তর: (ক)

১৫১.
বাণিজ্যিক ব্যাংক কোন উৎস থেকে নগদ ঋণ গ্রহণ করে?
Ο ক) 
কেন্দ্রীয় ব্যাংক
Ο খ) 
অন্যান্য ব্যাংক
Ο গ) 
আর্থিক সংস্থা
Ο ঘ) 
কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক বা আর্থিক সংস্থা

  সঠিক উত্তর: (ঘ)

১৫২.
ব্যাংকের প্রধান কাজ কোনটি?
Ο ক) 
জনগণের অর্থ বিভিন্ন হিসাবে জমা রাখা
Ο খ) 
দেশীয় মূলধনের গতিশীলতা বৃদ্ধি করা
Ο গ) 
জনগণের অর্থের নিরাপত্তা বিধান করা
Ο ঘ) 
মক্কেলদের ব্যবসায়িক পরামর্শ দেওয়া

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করে?
Ο ক) 
গ্রাহকের নিকট
Ο খ) 
ব্যাংকারের নিকট
Ο গ) 
ব্যবস্থাপকের নিকট
Ο ঘ) 
পরিচালকের নিকট

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কয়টি?
Ο ক) 
৮ টি
Ο খ) 
১০ টি
Ο গ) 
১২ টি
Ο ঘ) 
১৩ টি

  সঠিক উত্তর: (ঘ)

১৫৫.
বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলার কারণ-
i. গ্রাহকদের পাশাপাশি থেকে তাদেরকে ব্যাংককিং সুবিধা প্রদান করে
ii. কেন্দ্রীয় ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে
iii. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য হলো-
i. ব্যবসায়িক কার্যসম্পাদন
ii. ব্যবসায়িক নীতিমালা প্রণয়ন
iii. ব্যবসায়িক উপদেশ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
Letter of Credit ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
Ο ক) 
সার্ভিস চার্জ
Ο খ) 
বিনিময়
Ο গ) 
কমিশন
Ο ঘ) 
সুদ

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
বাণিজ্যিক ব্যাংকের কাজ হল-
i. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান
ii. বিনিময় বিলবাট্টাকরণ
iii. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়?
Ο ক) 
মুরুব্বি
Ο খ) 
মধ্যমণি
Ο গ) 
চালিকাশক্তি
Ο ঘ) 
মাদার

  সঠিক উত্তর: (খ)

১৬০.
কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে?
Ο ক) 
অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে
Ο খ) 
সম্পদের সুষম বন্টনের মাধ্যমে
Ο গ) 
সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
Ο ঘ) 
আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
বাণিজ্যিক ব্যাংক কীসের বিনিময়ে মক্কেলে র অর্থ স্থানান্তর করে ?
Ο ক) 
কমিশনের
Ο খ) 
সুদের
Ο গ) 
চার্জের
Ο ঘ) 
করের

  সঠিক উত্তর: (ক)

১৬২.
বাণিজ্যিক ব্যাংকের মূলধন-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়
ii. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়
iii. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৬৩.
বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা ব্যাংকের কী?
Ο ক) 
নীতি
Ο খ) 
কার্যক্রম
Ο গ) 
লক্ষ্য
Ο ঘ) 
উদ্দেশ্য

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি?
Ο ক) 
সংরক্ষিত তহবিল
Ο খ) 
আমানত
Ο গ) 
ধার গ্রহণ
Ο ঘ) 
পরিশোধিত মূলধন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৫.
ব্যাংক ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে কীভাবে?
Ο ক) 
ব্যাংকের সাথে হিসাব খুলে
Ο খ) 
ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করিয়ে
Ο গ) 
গ্রাহকের চেক ইস্যু করে
Ο ঘ) 
সরকারি হিসাবে অর্থ জমা করে

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কীভাবে?
Ο ক) 
অর্থনীতিতে প্রসার ঘটিয়ে
Ο খ) 
সম্পদের সুষম বন্টন করে
Ο গ) 
সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে
Ο ঘ) 
ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করে

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়ে থাকে?
Ο ক) 
৫ বা ততোধিক বছরের জন্য
Ο খ) 
৩ বা ততোধিক বছরের জন্য
Ο গ) 
৮ বছরের জন্য
Ο ঘ) 
১০ বছরের জন্য

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভূমিকা রাখে-
i. শিল্পে
ii. বাণিজ্যে
iii. শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচার কার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
Ο ক) 
ঋণ প্রদান
Ο খ) 
সঞ্চয় বৃদ্ধি
Ο গ) 
মুনাফা অর্জন
Ο ঘ) 
সুদ অর্জন

  সঠিক উত্তর: (গ)

১৭১.
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী?
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
জনকল্যাণ
Ο গ) 
বিনিয়োগ বৃদ্ধি
Ο ঘ) 
মূলধন গঠন

  সঠিক উত্তর: (ঘ)

১৭২.
বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে-
i. চেক
ii. হুন্ডি
iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৭৩.
মূলধন গঠনে সহায়তা করা-
Ο ক) 
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ
Ο খ) 
সমবায় ব্যাংকের অন্যতম কাজ
Ο গ) 
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ
Ο ঘ) 
আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম কাজ

  সঠিক উত্তর: (ক)

১৭৪.
কীসের মাধ্যমে ব্যাংক আমানত সৃষ্টি করে?
Ο ক) 
দেনার
Ο খ) 
পাওনার
Ο গ) 
সঞ্চয়ের
Ο ঘ) 
ঋণের

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫.
দারিদ্র্য দূরীকরণে বাণিজ্যিক ব্যাংকের প্রকল্প হলো-
i. হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা
ii. মাছের চাষ
iii. গরু-মহিষের খামার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭৬.
রুপালী ব্যাংক লি.-এর নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ৪ কোনটি, সঞ্চিতি তহবলি ১০০ কোটি, আমানত ১০০ কোটি এবং ঋণ ৫০ কোটি। এখানে রূপালী ব্যাংক লিমিটেডের তহবিলের প্রধান উৎস কোনটি?
Ο ক) 
আমানত
Ο খ) 
সঞ্চিতি তহবিল
Ο গ) 
পরিশোধিত মূলধন
Ο ঘ) 
 ঋণ

  সঠিক উত্তর: (গ)

১৭৭.
বাণিজ্যিক ব্যাংককে কী বলা হয়?
Ο ক) 
ধার করা অর্থের ধারক
Ο খ) 
অর্থ আমানত গ্রহণকারী
Ο গ) 
প্রধান মুনাফা অর্জনকারী
Ο ঘ) 
প্রধান ঋণদাতা

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়?
Ο ক) 
গঠন
Ο খ) 
মালিকান
Ο গ) 
উদ্দেশ্য
Ο ঘ) 
শাখা

  সঠিক উত্তর: (ক)

১৭৯.
বিমা প্রিমিয়াম বাণিজ্যিক ব্যাংকের কী?
Ο ক) 
আয়
Ο খ) 
খরচ
Ο গ) 
ভাড়া
Ο ঘ) 
তহবিল

  সঠিক উত্তর: (খ)

১৮০.
ব্যাংকের তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?
Ο ক) 
সংরক্ষিত তহবিল
Ο খ) 
পরিশোধিত মূলধন
Ο গ) 
আমানত
Ο ঘ) 
ধার গ্রহণ

  সঠিক উত্তর: (খ)

১৮১.
আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
Ο ক) 
উৎপাদনমূলক
Ο খ) 
সেবামূলক
Ο গ) 
প্রতিনিধিত্বমূলক
Ο ঘ) 
রক্ষণাবেক্ষণমূলক

  সঠিক উত্তর: (গ)

১৮২.
বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী?
Ο ক) 
মুনাফা অর্জন
Ο খ) 
ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ
Ο গ) 
বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা
Ο ঘ) 
জনকল্যাণ সাধন

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
কোন আয়কে ব্যাংকের কার্য পরিচালনাগত আয় হিসেবে বিবেচনা করা হয়?
Ο ক) 
অতিরিক্ত সুদের হার
Ο খ) 
সেবামূলক আয়
Ο গ) 
প্রতিনিধিত্বমূলক আয়
Ο ঘ) 
বিনিয়োগের আয়

  সঠিক উত্তর: (ক)

১৮৪.
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) 
লকার ভাড়া
Ο খ) 
বিমা প্রিমিয়াম
Ο গ) 
শুল্ক ও কর
Ο ঘ) 
নিরীক্ষকের বিল

  সঠিক উত্তর: (ক)

১৮৫.
পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের -
i. ঋণকৃত উৎস
ii. প্রধান উৎস
iii. প্রাথমিক উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৮৬.
ঋণ প্রদান করা ব্যাংকের একটি-
Ο ক) 
প্রয়োজনীয় কাজ
Ο খ) 
অপরিহার্য কাজ
Ο গ) 
গুরুত্বপূর্ণ কাজ
Ο ঘ) 
বিশেষ কাজ

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
যুগের সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে-
i. আধুনিকায়ন
ii. শিল্পায়ন
iii. বিশেষায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায় পরিচালনার জন্য সাধারণত কয়টি খাতে ব্যয় করে?
Ο ক) 
১৫ টি
Ο খ) 
১৩ টি
Ο গ) 
৮ টি
Ο ঘ) 
৭ টি

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ?
Ο ক) 
হুন্ডি বা বিনিময় বিল বাট্টাকরণ
Ο খ) 
ব্যাংকিং বিষয়ে গবেষণা
Ο গ) 
ঋণনিয়ন্ত্রণ
Ο ঘ) 
নোট ও মুদ্রা প্রচলন

  সঠিক উত্তর: (ক)

১৯০.
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
Ο ক) 
লকার ভাড়া
Ο খ) 
বিমা প্রিমিয়াম
Ο গ) 
শুল্ক ও কর
Ο ঘ) 
নিরীক্ষকের বিল

  সঠিক উত্তর: (ক)

১৯১.
বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?
Ο ক) 
ঋণের সুদ
Ο খ) 
বিনিয়োগ
Ο গ) 
বিল বাট্টাকরণ
Ο ঘ) 
লকার ভাড়া

  সঠিক উত্তর: (ক)

১৯২.
বাণিজ্যিক ব্যাংকের খরছের খাত হল-
i. কমিশন প্রদান
ii. বিজ্ঞাপন খরচ
iii. নিরীক্ষকের ফি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৯৩.
বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে-
i. ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. বৈদেশিক অর্থনীতিতে
iii. সরকারকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৯৪.
জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে কে?
Ο ক) 
সরকার
Ο খ) 
ব্যাংক
Ο গ) 
সচিব
Ο ঘ) 
ব্যবস্থাপক

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
* DBBL মোট আয়ের ৫০ ভাগ অর্জন করে ঋণ প্রদান করে। পে-অর্ডার, চেক ও প্রত্যয়পত্র ইস্যু করেও এরা আয় করে। এছাড়াও তিতাসের পক্ষে এরা গ্যাস বিল সংগ্রহ করার মাধ্যম আয় করে।
১৯৫.
তিতাসের পক্ষে ব্যাংকটি আয়ের জন্য যে কাজ করে তাকে কী বলে?
Ο ক) 
প্রতিনিধিত্ব
Ο খ) 
অংশীদারিত্ব
Ο গ) 
সমন্বয়কারী
Ο ঘ) 
সহযোগী

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
DBBL তিতাসের পক্ষে কীসের বিনিময়ে কাজ করে?
Ο ক) 
সুদ
Ο খ) 
বাট্টা
Ο গ) 
চার্জ
Ο ঘ) 
কমিশন

  সঠিক উত্তর: (ঘ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...