NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

২০১. কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ার কারণ হচ্ছে এর-
i. তথ্য জমা করে রাখার ক্ষমতা
ii. কাজ করার ক্ষমতা
iii. ক্লান্তিহীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০২. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্নি নির্গত হয় তা আসলে কী?
Ο ক)  ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
Ο খ)  একটি তড়িৎ নিরপেক্ষ কণা
Ο গ)  এক ধনাত্মক নিউক্লিয়াস
Ο ঘ)  ধনাত্মক প্রোটনে স্রোত

  সঠিক উত্তর: (ক)

২০৩. তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সাহায্যে প্রভাবিত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২০৪. গাইগার মূলার কাউন্টার দ্বারা কোনটির উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক)  আলফা কণা
Ο খ)  গামা রশ্নি
Ο গ)  বিটা কণা
Ο ঘ)  এক্স রশ্নি

  সঠিক উত্তর: (খ)

২০৫. আলফা কণার আধান কত?
Ο ক)  1.6 x1019C
Ο খ)  3.2 x1019C
Ο গ)  3.2x1019C
Ο ঘ)  3.2 x1020C

  সঠিক উত্তর: (খ)

২০৬. কত সালে টেলিভিশন আবিষ্কৃত হয়?
Ο ক)  ১৮১৬
Ο খ)  ১৯৪৬
Ο গ)  ১৯২৬
Ο ঘ)  ১৮৬৪

  সঠিক উত্তর: (গ)

২০৭. নয়েজ বেড়ে গেলে নিচের কোনটি ঘটে?
Ο ক)  সংকেত দূর্বল হয়
Ο খ)  সংকেত সবল হয়
Ο গ)  সংকেত বিকৃত হয়
Ο ঘ)  সংকেত বিবর্ধিত হয়

  সঠিক উত্তর: (গ)

২০৮. একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি গামা রশ্নি প্রয়োগ করা হয়, তা হলে গামা রশ্নি-
i. বেঁকে যাবে
ii. একই পথে যাবে
iii. ক্ষেত্র ভেদ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৯. আলফা রশ্নির-
i. আধান 3.2 x10-19c
ii. একটি He নিউক্লিয়াস
iii. ভর নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২১০. ইলেকট্রনিক হলো-
i. ভ্যাকুয়াম টিউবের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
ii. চিপসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
iii. বিশেষ ধরনের কেলাসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১১. টেলিভিশনের ক্যাথোড-রে টিউবের অপর নাম কী?
Ο ক)  ইলেকট্রন গান
Ο খ)  লেন্স
Ο গ)  গ্রাহক এন্টেনা
Ο ঘ)  পিকচার টিউব

  সঠিক উত্তর: (ঘ)

২১২. নিচের কোনটি রোগের লক্ষণ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক)  কম্পিউটার
Ο খ)  টেলিভিশন
Ο গ)  ফ্যাক্স
Ο ঘ)  ইন্টারনেট

  সঠিক উত্তর: (ক)

২১৩. বিংশ শতকে যোগাযোগের বিপ্লব এনেছে-
i. রেডিও
ii. সেলফোন
iii. ফ্যাক্স মেশিন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২১৪. বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয় কেন?
Ο ক)  কম্পিউটার গণনা করা সহজতর হওয়ায়
Ο খ)  কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায়
Ο গ)  কম্পিউটার বহুমুখী সেবা গ্রহণে সহায়তা করে বলে
Ο ঘ)  কম্পিউটার ভুল সংশোধন করতে পারে বলে

  সঠিক উত্তর: (গ)

২১৫. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয় পর্যবেক্ষণ করেন?
Ο ক)  মাদাম কুরী
Ο খ)  বেকরেল
Ο গ)  পিয়েরী কুরী
Ο ঘ)  রাদারফোর্ড

  সঠিক উত্তর: (খ)

২১৬. নিচের কোনটিতে এনালগ ডেটাকে ডিজিটাল বা ডিজিটাল ডেটাকে এনালগ ডেটাতে রূপান্তর করে?
Ο ক)  মডেম
Ο খ)  মডুলেটর
Ο গ)  ডিমডুলেটর
Ο ঘ)  অ্যাডার

  সঠিক উত্তর: (ক)

২১৭. কোনো অর্ধপরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে-
i. অর্ধপরিবাহী বস্তুতে মিশ্রিত ভেজালের পরিমাণের ওপর
ii. অর্ধপরিবাহী পদার্থের ঘনত্বের ওপর
iii. অর্ধপরিবাহীর তাপমাত্রা ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৮. কোনটি দিক পরবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহের পরিবর্তিত করে?
Ο ক)  ভ্যাকুয়াম টিউব
Ο খ)  রোধ
Ο গ)  টাংস্টেন ধাতু
Ο ঘ)  কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২১৯. স্পীকারের ক্ষেত্রে-
i. তড়িৎ সংকেতকে শব্দে রুপান্তর করে
ii. এতে পেপার লাগানো থাকে
iii. ডায়াফ্রাম বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২২০. বিশুদ্ধ সিলিকন কোনটি হিসেবে আচরণ করে?
Ο ক)  পরিবাহী
Ο খ)  অর্ধপরিবাহী
Ο গ)  উত্তম অন্তরক
Ο ঘ)  সুপরিবাহী

  সঠিক উত্তর: (গ)

২২১. তেজস্ক্রিয় বিকিরণের ফলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা কমে
ii. পারমাণবিক সংখ্যা বাড়ে
iii. ভর সংখ্যা কমে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২২. আইসি চিপসের আবিষ্কার ও বিকাশের ফলস্বরূপ নিচের কোন যন্ত্রটি আবিষ্কৃত হয়?
Ο ক)  টেলিফোন
Ο খ)  মোবাইল
Ο গ)  টেলিভিশন
Ο ঘ)  রেডিও

  সঠিক উত্তর: (খ)

২২৩. গামা রশ্নির দ্রুতি কত?
Ο ক)  3 x108ms-1
Ο খ)  9.11 x108ms-1
Ο গ)  3.9  x108ms-1
Ο ঘ)  3 x108ms-1

  সঠিক উত্তর: (ক)

২২৪. তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী?
Ο ক)  বেকরেল
Ο খ)  রন্টজেন
Ο গ)  নিউটন
Ο ঘ)  কুলম্ব

  সঠিক উত্তর: (ক)

২২৫. কত সালে ফ্যাক্স যাত্রা শুরু করেন?
Ο ক)  ১৯২০
Ο খ)  ১৯৩০
Ο গ)  ১৯৪০
Ο ঘ)  ১৯৫০

  সঠিক উত্তর: (খ)

২২৬. হেনরী বেকরেল কোন দেশের বিজ্ঞনী-
Ο ক)  ফ্রান্স
Ο খ)  বৃটেন
Ο গ)  অস্ট্রেলিয়া
Ο ঘ)  যুক্তরাষ্ট্র

  সঠিক উত্তর: (ক)

২২৭. মানবসৃষ্ট বাহ্যিক প্রভাবগুলো হচ্ছে-
i. চাপ
ii. তাপ
iii. বিদ্যুৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮. মিশ্রিত তরঙ্গকে কি বলে?
Ο ক)  রূপারোপিত তরঙ্গ
Ο খ)  মডুলেশন
Ο গ)  বাহক তরঙ্গ
Ο ঘ)  অডিও সংকেত

  সঠিক উত্তর: (ক)

২২৯. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে-
i. স্বশিখন
ii. মুদ্রণ শিল্প
iii. টিকেট বুকিং
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩০. ফ্যাক্স আবিষ্কার করেন কে?
Ο ক)  লজি বেয়ার্ড
Ο খ)  স্যামুয়েল মোর্স
Ο গ)  আলেকজেন্ডার বেইন
Ο ঘ)  গ্রাহামবেল

  সঠিক উত্তর: (গ)

২৩১. আলফা রশ্নির ধর্ম হলো-
i. এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা কম
ii. এ রশ্নি তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
iii. এ রশ্নি কম বেগে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩২. যে যোগাযোগ সংকেত শুধু মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
Ο ক)  এনালগ সংকেত
Ο খ)  ডিজিটাল সংকেত
Ο গ)  ভিডিও সংকেত
Ο ঘ)  অডিও সংকেত

  সঠিক উত্তর: (খ)

২৩৩. প্রথম টিভি শিল্পী কে?
Ο ক)  লজি বেয়ার্ড
Ο খ)  জেমস বন্ড
Ο গ)  পুতুল
Ο ঘ)  মেরলিন মনরো

  সঠিক উত্তর: (গ)

২৩৪. তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় শক্তিশালী-
i. আলফা রশ্নি
ii. গামা রশ্নি
iii. বিটা রশ্নি
নিচের কোনটি সঠিক?তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় শক্তিশালী-
i. আলফা রশ্নি
ii. গামা রশ্নি
iii. বিটা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৫. নিচের কোনটি বাহক টিউবের পেছনের প্রান্তে কী থাকে?
Ο ক)  পিকচার টিউব
Ο খ)  রেকটিফায়ার
Ο গ)  ইলেক্ট্রন
Ο ঘ)  ইলেক্ট্রন গান

  সঠিক উত্তর: (খ)

২৩৬. কোনটির দ্রুতি শতকরা ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে?
Ο ক)  বিটা কণা
Ο খ)  হিলিয়াম কণা
Ο গ)  আলফা কণা
Ο ঘ)  গামা রশ্নি

  সঠিক উত্তর: (ক)

২৩৭. রেডিও সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক)  স্পীকার
Ο খ)  মাইক্রোফোন
Ο গ)  ডায়োড
Ο ঘ)  রেকটিফায়ার

  সঠিক উত্তর: (খ)

২৩৮. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. চিকিৎসা বিজ্ঞানে�
ii. কৃষিক্ষেত্রে
iii. কাগজ শিল্পে
নিচের কোনটি সঠিক?ii. কৃষিক্ষেত্রে
iii. কাগজ শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৩৯. কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব কখন আবিস্কৃত হয়?
Ο ক)  বিংশ শতাব্দীর শেষে
Ο খ)  বিংশ শতাব্দীর শুরুতে
Ο গ)  বিংশ শতাব্দীর মাঝামাঝিতে
Ο ঘ)  উনিবিংশ শতাব্দীতে

  সঠিক উত্তর: (খ)

২৪০. যেসব পদার্থের পরিবাহিতা অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহীর চেয়ে কম তাদেরকে কী বলে?
Ο ক)  অর্ধঅন্তরক
Ο খ)  অর্ধপরিবাহী
Ο গ)  অপরিসীম
Ο ঘ)  কুপরিবাহী

  সঠিক উত্তর: (খ)

২৪১. সকল নেটওয়ার্কের জননী কোনটি?
Ο ক)  কম্পিউটার
Ο খ)  গুগল
Ο গ)  ইন্টারনেট
Ο ঘ)  ফায়ারফক্স

  সঠিক উত্তর: (গ)

২৪২. স্পীকার আসলে একটি-
i. তাড়িতচৌম্বক যন্ত্র
ii. অ্যাম্পপ্লিফায়ার
iii. ডায়োড
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৪৩. কিসের বিকিরণ থেকে মরণঘাতি ক্যান্সার হতে পারে?
Ο ক)  আলোর বিকিরণ
Ο খ)  তাপের বিকিরণ
Ο গ)  তেজস্ক্রিয় বিকিরণ
Ο ঘ)  ইলেক্ট্রন নিঃসরণ

  সঠিক উত্তর: (গ)

২৪৪. ডিজিটাল সংকেত ব্যবহারের ফলে-
i. ক্রম কানেকশন হয় না
ii. অনেক বেশি সংকেত প্রেরণ করা যায়
iii. এনালগের চেয়ে সর্বমোট খরচ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৫. নিচের বিবরণগুলো পড়:
i. মাইক্রোফোনকে চলতি কথায় মাইক বলে
ii. মাইক্রোফোন তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে
iii. মাইক্রোফোনের মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৬. মাইক্রোফোনের মধ্যে থাকে-
i. একটি চলকুন্ডলী
ii. ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৭. তাপমাত্রা বাড়লে নিচের কোনটির পরিবাহিতা বেড়ে যায়?
Ο ক)  সিলিকন
Ο খ)  লোহা
Ο গ)  রূপা
Ο ঘ)  তামা

  সঠিক উত্তর: (ক)

২৪৮. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
Ο ক)  মাউসটাচপ্যাড
Ο খ)  স্ক্যানার
Ο গ)  মাইক্রোফোন
Ο ঘ)  প্রিন্টার

  সঠিক উত্তর: (ঘ)

২৪৯. ইলেকট্রনিক্সের অবদান হলো-
i. ক্যামেরা
ii. কম্পিউটার
iii. ঘড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫০. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা কত ভাগ?
Ο ক)  ১০০
Ο খ)  ১/১০
Ο গ)  ১০
Ο ঘ)  ১/১০০

  সঠিক উত্তর: (গ)

২৫১. আইসি চিপস আবিস্কৃত হয় কত সালে?
Ο ক)  ১৯৫০
Ο খ)  ১৯৭০
Ο গ)  ১৯৬০
Ο ঘ)  ১৯৪০

  সঠিক উত্তর: (গ)

২৫২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
Ο ক)  রন্টজেন
Ο খ)  মার্কনী
Ο গ)  বেকরেল
Ο ঘ)  হেনরিখ হার্জ

  সঠিক উত্তর: (গ)

২৫৩. ফ্যাক্স মেশিন মূলত একটি-
Ο ক)  প্রিন্টার
Ο খ)  স্ক্যানার
Ο গ)  তড়িৎ আলোকীয় মেশিন
Ο ঘ)  ডাউনলোডার

  সঠিক উত্তর: (গ)

২৫৪. রেডিওতে আমরা শুনতে পাই-
i. আলোচনা বির্তক
ii. পণ্যের বিজ্ঞাপন
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৫. কম্পিউটার প্রয়োগ বেড়ে চলেছে-
i. শিক্ষা ক্ষেত্রে
ii. শিল্প ক্ষেত্রে
iii. চিকিৎসা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫৬. কোনটির ভেদনক্ষমতা আলফা কণার চেয়ে চেশি?
Ο ক)  হিলিয়াম কণা
Ο খ)  বিটা কণা
Ο গ)  রঞ্জন রশ্নি
Ο ঘ)  কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

২৫৭. কোন যন্ত্র ব্যবহারের ফলে মুদ্রণের ব্যায় অস্বাভাবিকভাবে কমে� গেছে?
Ο ক)  প্রিন্টার
Ο খ)  মনিটর
Ο গ)  কম্পিউটার
Ο ঘ)  স্ক্যানার

  সঠিক উত্তর: (গ)

২৫৮. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে কোন মৌলে পরিণত হয়?
Ο ক)  থেরিয়াম
Ο খ)  পোলেনিয়াম
Ο গ)  অ্যাক্টিনিয়াম
Ο ঘ)  সীসা

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯. নিচের কোনটি হলো ‘নেটওর্য়ার্কের নেটওয়ার্ক’?
Ο ক) 
কম্পিউটার
Ο খ)  ফ্যাক্স
Ο গ)  ই-মেইল
Ο ঘ)  ইন্টারনেট

  সঠিক উত্তর: (ঘ)

২৬০. টেলিফোন কোনটি তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে?
Ο ক)  মাইক্রোফোন
Ο খ)  স্পিকার
Ο গ)  রেকটিফায়ার
Ο ঘ)  রেডিও

  সঠিক উত্তর: (খ)

২৬১. কম্পিউটার ভিশন সিলড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ জ্বালা পোড়া করা
ii. চোখ চুলকানো
iii. চোখ লাল হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬২. রঙিন টেলিভিশন ক্যামেরার মৌলিক রং কোনটি?
Ο ক)  হলুদ
Ο খ)  লাল
Ο গ)  কালো
Ο ঘ)  বেগুনি

  সঠিক উত্তর: (খ)

২৬৩. বেতার তরঙ্গের আরেক নাম কী?
Ο ক)  আকাশ তরঙ্গ
Ο খ)  ভূমি তরঙ্গ
Ο গ)  মড্যুলটেড তরঙ্গ
Ο ঘ)  শব্দ তরঙ্গ

  সঠিক উত্তর: (গ)

২৬৪. নিচের কোনটি সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েলে পৌছায়?
Ο ক)  আকাশ তরঙ্গ
Ο খ)  ভূমি তরঙ্গ
Ο গ)  পানি তরঙ্গ
Ο ঘ)  বাহক তরঙ্গ

  সঠিক উত্তর: (খ)

২৬৫. যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের কি হলো?
Ο ক)  গড় আয়ু
Ο খ)  অর্ধায়ু
Ο গ)  পূর্ণ আয়ু
Ο ঘ)  উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (খ)

২৬৬. মাইক্রোফোনে শব্দকে প্রথম ধারণ করে কোনটি?
Ο ক)  চলকুন্ডলী
Ο খ)  ডায়াফ্রোম
Ο গ)  চৌম্বকক্ষেত্র
Ο ঘ)  স্থিরকুন্ডলী

  সঠিক উত্তর: (খ)

২৬৭. ইন্টারনেট বিভিন্ন� দেশের ছোট ছোট কতগুলো নের্টওয়ার্ককে সংযুক্ত করেছে?
Ο ক)  প্রায় ৪০,০০০
Ο খ)  প্রায় ৪০,০০,০০
Ο গ)  প্রায় ৪০,০০,০০০
Ο ঘ)  প্রায় ৪,০০০

  সঠিক উত্তর: (খ)

২৬৮. এনালগ সংকেত হলো-
i. সাইন তরঙ্গ
ii. অডিও ও ভিডিও ভোল্টেজ
iii. নিরবচ্ছিন্ন ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৯. নিচের কোনটি বাহক তরঙ্গ থেকে ভিডিও তড়িৎ সংকেতকে পৃথক করে?
Ο ক)  ডায়াফ্রাম
Ο খ)  রেকটিফায়ার
Ο গ)  চলকুন্ডলী
Ο ঘ)  স্পীকার

  সঠিক উত্তর: (খ)

২৭০. সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম যেমন-
i. উইন্ডোজ ৯৮
ii. উইন্ডোজ ২০০৩
iii. উইন্ডোজ ২০০৭
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭১. কোন বিজ্ঞানীর আবিষ্কারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু করে?
Ο ক)  এডিসনের
Ο খ)  ফ্লোমিং
Ο গ)  মার্কনীর
Ο ঘ)  হেনরী বেকেরেল

  সঠিক উত্তর: (ক)

২৭২. টেলিভিশন সম্প্রচারে ক্যামেরার কাজ কী?
Ο ক)  ছবিকে তড়িৎসংকেতে রূপান্তর করা
Ο খ)  ছবিকে শব্দ তরঙ্গে রূপান্তর করা
Ο গ)  তড়িৎসংকেতকে ছবিতে রুপান্তর করা
Ο ঘ)  শব্দ তরঙ্গকে ছবিতে রুপান্তর করা

  সঠিক উত্তর: (ক)

২৭৩. হেনরী বেকরেল কত সালে তেজস্ক্রিয়তা প্রত্যেক্ষ করেন?
Ο ক)  ১৮৯৬
Ο খ)  ১৯৯৬
Ο গ)  ১৯৬০
Ο ঘ)  ১৯৩০

  সঠিক উত্তর: (ক)

২৭৪. নিচের কোনটি কম্পিউটার দেহ নামে পরিচিতি?
Ο ক)  প্রিন্টার
Ο খ)  স্ক্যানার
Ο গ)  কী-বোর্ড
Ο ঘ)  হার্ডওয়্যার

  সঠিক উত্তর: (ঘ)

২৭৫. নিচের কোনটির দ্রুতি আলোর দ্রুতির সমান?
Ο ক)  আলফা কণা
Ο খ)  বিটা কণা
Ο গ)  গামা রশ্নি
Ο ঘ)  ইলেক্ট্রন

  সঠিক উত্তর: (গ)

২৭৬. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলে কোন স্তর থেকে?
Ο ক)  ট্রপোমন্ডল
Ο খ)  আয়নমন্ডল
Ο গ)  স্ট্রাটোমন্ডল
Ο ঘ)  ওজোনমন্ডল

  সঠিক উত্তর: (খ)

২৭৭. ফ্লোমিং এর আবিস্কারের কত বছর ট্রায়োড নামে আর কয়টি ভ্যাকুয়াম টিউব আবিস্কৃত হয়?
Ο ক)  চার
Ο খ)  তিন
Ο গ)  পাঁচ
Ο ঘ)  দুই

  সঠিক উত্তর: (ঘ)

২৭৮. নিচের কোনটি বাইনারি কোড হিসেবে কাজ করে?
Ο ক)  1 ও 2
Ο খ)  0 ও 5
Ο গ)  0 ও 2
Ο ঘ)  0 ও 1

  সঠিক উত্তর: (ঘ)

২৭৯. রঙিন টেলিভিশনে-
i. পর্দা তিন রকম ফসফর দানা দিয়ে গঠিত
ii. লাল রং সবুজ রংয়ের ফসফর দানাকে আলোকিত করে
iii. পর্দায় বিভিন্ন রংয়ের ছবি ফুটে উঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮০. লাউড স্পীকারের রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক)  শব্দতরঙ্গকে তড়িৎ তরঙ্গে
Ο খ)  বেতার তরঙ্গকে শব্দতরঙ্গে
Ο গ)  শব্দতরঙ্গকে বেতার তরঙ্গে
Ο ঘ)  তড়িৎ তরঙ্গকে শব্দতরঙ্গে

  সঠিক উত্তর: (ঘ)

২৮১. নিম্নের কোনটি সাধারণত এনালগ উপাত্ত প্রেরণ করে?
Ο ক)  ডিজিটাল ঘড়ি
Ο খ)  টিউবওয়েল
Ο গ)  ল্যাপটপ
Ο ঘ)  টিভি

  সঠিক উত্তর: (ঘ)

২৮২. উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তাড়িত চৌম্বক তরঙ্গকে কী বলে?
Ο ক)  অডিও সংকেত
Ο খ)  তরঙ্গদৈর্ঘ্য
Ο গ)  প্লবতা
Ο ঘ)  বাহক তরঙ্গ

  সঠিক উত্তর: (ঘ)

২৮৩. ট্রানজিস্টরের দ্বারা কোন কাজটি সম্পন্ন করা হয়?
Ο ক)  নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা
Ο খ)  উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা
Ο গ)  শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা
Ο ঘ)  দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা

  সঠিক উত্তর: (ঘ)

২৮৪. অর্ধপরিবাহী ডায়োড-
i. দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
ii. একটি p-টাইপ ও একটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
iii. রেকটিফায়ার হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৫. কম্পিউটার ভিশন সিলড্রোম হল-
i. মাথা চুলকানো
ii. চোখ শুষ্ক হওয়া
iii. চোখের পানি শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৬. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য কয়টি পরমাণু বিবেচনা করা হয়?
Ο ক)  একটি
Ο খ)  দুটি
Ο গ)  কয়েকটি
Ο ঘ)  এক গুচ্ছ

  সঠিক উত্তর: (ঘ)

২৮৭. কার্বন ফিলামেন্ট ব্যবহৃত প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
Ο ক)  এডিসন ক্রিয়া
Ο খ)  ফ্লোমিং ক্রিয়া
Ο গ)  ফ্যারাডে ক্রিয়া
Ο ঘ)  কুলম্ব ক্রিয়া

  সঠিক উত্তর: (ক)

২৮৮. আলফা কণা কিসের পর্দায় প্রতি প্রভা সৃষ্টি করে?
Ο ক)  Zns
Ο খ)  ZnCo3
Ο গ)  CaCo3
Ο ঘ)  Nac1

  সঠিক উত্তর: (ক)

২৮৯. নিচের কোনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে হয়ে উঠেছে অপরিহার্য?
Ο ক)  রেডিও
Ο খ)  টেলিফোন
Ο গ)  কম্পিউটার
Ο ঘ)  সাইকেল

  সঠিক উত্তর: (গ)

২৯০. যদি p-টাইপের সাথে n-টাইপ অর্ধপরিবাহী যুক্ত করে� কোনটি পাওয়া যায়?
Ο ক)  ডায়োড
Ο খ)  p-n জংশন
Ο গ)  রেকটিফায়ার
Ο ঘ)  উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

২৯১. রঙিন টেলিভিশন ক্যামরায় তিনটি মৌলিক রঙ এর জন্যে কয়টি পৃথক ইলেকট্রন গান থাকে?
Ο ক)  চারটি
Ο খ)  তিনটি
Ο গ)  দুটি
Ο ঘ)  পাঁচটি

  সঠিক উত্তর: (খ)

২৯২. অর্ধপরিবাহী বলা হয়-
i. শীতল অবস্থায় সুপরিবাহীর মতো কাজ করে
ii. শীতল অবস্থায় অন্তরকের মতো কাজ করে
iii. স্বাভাবিক কক্ষতাপমাত্রায় খুব সামান্য পরিবাহী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯৩. বিটা রশ্নির ধর্ম-
i. এ রশ্নি ঋণাত্মক আধানযুক্ত
ii. এ রশ্নি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
iii. গ্যাস যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৯৪. নিচের কোন� রশ্নিটি একটি হিলিয়াম নিউক্লিয়াস?
Ο ক)  আলফা
Ο খ)  বিটা
Ο গ)  গামা
Ο ঘ)  এক্সরে

  সঠিক উত্তর: (ক)

২৯৫. লাউডস্পীকার থাকে-
i. একটি ছোট কয়েল
ii. বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৬. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে কম?
Ο ক)  আলফা কণা
Ο খ)  বিটা কণা
Ο গ)  গামা রশ্নি
Ο ঘ)  বিটা কণা ও গামা রশ্নি

  সঠিক উত্তর: (ক)

২৯৭. তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
Ο ক)  তামা
Ο খ)  রূপা
Ο গ)  সিলিকন
Ο ঘ)  অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (গ)

২৯৮. ফ্যাক্স হলো ইলেকট্রনিক্স ব্যবস্থা যার মাধ্যমে প্রেরণ করা যায়-
i. ছবি
ii. ডায়াগ্রাম
iii. যেকোনো তথ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৯. ক্লাউড চেম্বার দ্বারা কিসের উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক)  আলফা কণা
Ο খ)  গামা রশ্নি
Ο গ)  বিটা কণা
Ο ঘ)  সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৩০০. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিষ্কার হয়
ii. ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স
iii. মাইক্রোফোনের সাহায্য শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০১. আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ?
Ο ক)  এক
Ο খ)  দুই
Ο গ)  তিন
Ο ঘ)  চার

  সঠিক উত্তর: (ঘ)

৩০২. যারা খুব বেশি শব্দে রেডিও বা টিভি চালান তারা-
i. কানে কম শুনতে পারেন
ii. অবসন্নতার পড়তে পারেন
iii. মাথায় ব্যাথা অনুভব করতে পারেন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৩. তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্নি নির্গত হয়?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  পাঁচ
Ο ঘ)  ছয়

  সঠিক উত্তর: (খ)

৩০৪. নিচের কোনটি হার্ডওয়্যার?
Ο ক)  মজিলা
Ο খ)  উইন্ডোজ-৮
Ο গ)  কীবোর্ড
Ο ঘ)  এ্যাডবি

  সঠিক উত্তর: (গ)

৩০৫. ফ্যাক্সিমিলকে সংক্ষেপে কী বলে?
Ο ক)  ফ্যাক্সি
Ο খ)  ফেক্স
Ο গ)  ফ্যাক্সিল
Ο ঘ)  ফ্যাক্স

  সঠিক উত্তর: (ঘ)

৩০৬. মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. টেলিফোনের ক্ষেত্রে
ii. রেডিও সম্প্রচারের ক্ষেত্রে
iii. টিভির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৭. একটি অর্ধপরিবাহী ডায়োডে কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি-
i. এতে বাইরে থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ না করা হয়
ii. এর p- টাইপ বস্তুর সাথে ব্যাটারীর ঋণাত্মক যুক্ত করা হয়
iii. এর n- টাইপ বস্তুর ব্যাটারীর ধনাত্মক প্রাপ্ত যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩০৮. ১৯৭০ সালে আইসি কোথায় ব্যবহার করা হয়?
Ο ক)  কম্পিউটারে
Ο খ)  পকেট ক্যালকুলেটরে
Ο গ)  টিভিতে
Ο ঘ)  কম্পিউটার ও পকেট ক্যালকুলেটরে

  সঠিক উত্তর: (ঘ)

৩০৯. কোনটিতে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে?
Ο ক)  ফ্যাক্স
Ο খ)  ই-মেইল
Ο গ)  কম্পিউটার
Ο ঘ)  অফিস

  সঠিক উত্তর: (গ)

৩১০. দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে-
i. প্রেরক এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ বক্ররেখা হওয়া উচিত
ii. প্রেরণ এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ সরলরেখা হওয়া উচিত
iii. তরঙ্গ কৃত্রিম উপগ্রহ (বা স্যাটেলাইট)-এর মাধ্যমে রিলে করতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১১. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
Ο ক)  কিডনির ব্লকেজ নির্ণয়ে
Ο খ)  চোখের রোগ নির্ণয়ে
Ο গ)  পাকস্থলীর এসিডিটি নিরাময়ে
Ο ঘ)  মূত্রবর্ধক হিসাবে

  সঠিক উত্তর: (ক)

৩১২. কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কী বলে?
Ο ক)  আউটপুট
Ο খ)  সিপিইউ
Ο গ)  মনিটর
Ο ঘ)  গ্রহণমুখ

  সঠিক উত্তর: (খ)

৩১৩. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. সেনাবাহিনী পরিচালনা করতে কম্পিউটার ব্যবহার করা হয়
ii. বিভিন্ন গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়
iii. কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩১৪. ইন্টারনেটের মাধ্যমে আমরা-
i. ইমেইল পাঠাতে পারি
ii. রোগ সনাক্ত করতে পারি
iii. বাসের টিকেট বুকিং দিতে পারি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৫. কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. টাইপ করার সময় হাত সোজা রেখে
ii. টাইপ করার সময় হাতের আঙুল সমান্তরালে রেখে
iii. সঠিক নিয়মে বসে ও সামনে সোজাভাবে তাকিয়ে থেকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬. নিচের কোনটি অর্ধপরিবাহী নয়?
Ο ক)  লোহা
Ο খ)  সিলিকন
Ο গ)  গ্যালিয়াম
Ο ঘ)  জার্মেনিয়াম

  সঠিক উত্তর: (ক)

৩১৭. কত সালে বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
Ο ক)  ১৮৯৬ সালে
Ο খ)  ১৮৯৫ সালে
Ο গ)  ১৮৯৬ সালে
Ο ঘ)  ১৮৯৮ সালে

  সঠিক উত্তর: (ক)

৩১৮. নিচের কোন রশ্নিটি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
Ο ক)  আলফা রশ্নি
Ο খ)  বিটা রশ্নি
Ο গ)  গামা রশ্নি
Ο ঘ)  সবগুলোই বিক্ষিপ্ত হয়

  সঠিক উত্তর: (গ)

৩১৯. যে সময়ে কোনো পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে কী বলে?
Ο ক)  আয়ু
Ο খ)  গড় আয়ু
Ο গ)  অর্ধায়ু
Ο ঘ)  আয়ুষ্কাল

  সঠিক উত্তর: (গ)

৩২০. তেজস্ক্রিয়তা ব্যবহার হয়-
i. রোগ নির্ণয়ে
ii. উন্নত বীজ তৈরির গবেষণায়
iii. জ্বালানির বর্জ্য পদার্থ নিৎঃশেষ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২১. কম্পিউটারে কাজ করার সময় পর্দাটি চোখ থেকে কত দূরে থাকা উচিত-
Ο ক)  ৫০-৬০ ইঞ্চি
Ο খ)  ২০-৩০ ইঞ্চি
Ο গ)  ২৪-৩৫ ইঞ্চি
Ο ঘ)  ২০-২৪ ইঞ্চি

  সঠিক উত্তর: (ঘ)

৩২২. কোনটি রঙিন টেলিভিশনের ক্যামেরায় মৌলিক রং?
Ο ক)  লাল
Ο খ)  হলুদ
Ο গ)  বেগুনী
Ο ঘ)  কাল

  সঠিক উত্তর: (ক)

৩২৩. যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কী বলা হয়?
Ο ক)  ইনপুট
Ο খ)  সফটওয়্যার
Ο গ)  হার্ডওয়্যার
Ο ঘ)  মাউসটাচপ্যাড

  সঠিক উত্তর: (গ)

৩২৪. রেডিও গ্রাহকযন্ত্রের ক্ষেত্রে-
i. ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েল পৌছায়
ii. আকাশ তরঙ্গ আয়নমন্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে এসে গ্রাহক যন্ত্রের এরিয়েলে ধরা পড়ে
iii. আমরা বাসাবাড়িতে যে রেডিও বা ট্রানজিস্টর সেট ব্যবহার করি তা আসলে গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৫. আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. একটি হিলিয়াম পরমাণু
iii. এর আধান 3.2 x1019C
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
Ο ক)  কী বোর্ড
Ο খ)  প্রিন্টার
Ο গ)  মনিটর
Ο ঘ)  সিপিইউ

  সঠিক উত্তর: (ক)

৩২৭. কীভাবে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়?
Ο ক)  যখন সেটি উত্তপ্ত করা হয়
Ο খ)  যখন তার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
Ο গ)  যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
Ο ঘ)  কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে

  সঠিক উত্তর: (ঘ)

৩২৮. রেডিওতে শব্দকে প্রেরণ করা হয়-
i. শব্দকে তাপে রূপান্তরিত করে
ii. তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে
iii. চৌম্বক তরঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৯. ক্রিং ক্রিং বাজানোর জন্য টেলিফোন সেটে থাকে একটি-
i. রিংগার
ii. ডায়ালিং ব্যবস্থা
iii. চলকুন্ডলী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩০. ভারী মৌল হচ্ছে-
i. অ্যাকটিনিয়াম
ii. থোরিয়াম
iii. পোলোনিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩১. মোবাইল ফোন ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
Ο ক)  টেলিফোন অফিস
Ο খ)  প্রেরন টাওয়ার
Ο গ)  গ্রাহক টাওয়ার
Ο ঘ)  প্রেরক-গ্রাহক টাওয়ার

  সঠিক উত্তর: (গ)

৩৩২. ৮৪. তেজস্ক্রিয় বিকিরণ-
i. নিয়ে যারা কাজ করেন তাদের সর্তক থাকতে হবে
ii. উচ্চ মাত্রায় মরণঘাতি ক্যান্সার হতে পারে
iii. থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৩. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
Ο ক)  রঞ্জন রশ্নি
Ο খ)  বিটা রশ্নি
Ο গ)  আলফা রশ্নি
Ο ঘ)  গামা রশ্নি

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৪. নিচের কোনটিতে মাইক্রোফোন ও স্পীকার থাকে?
Ο ক)  ফ্যাক্স
Ο খ)  মোবাইল
Ο গ)  টেপরেকর্ডার
Ο ঘ)  ই-মেইল

  সঠিক উত্তর: (গ)

৩৩৫. ডিজিটাল সংকেত-
i. ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে
ii. কে পৃথকভাবে চেনা যায়
iii. কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬. কোন বিজ্ঞানী ফ্যাক্স আবিষ্কার করেন?
Ο ক)  লজি বেয়ার্ড
Ο খ)  জগদীশ চন্দ্র বসু
Ο গ)  আলেকজান্ডার বেইন
Ο ঘ)  আলেকজান্ডার গ্রাহাম বেল

  সঠিক উত্তর: (গ)

৩৩৭. কম কম্পাঙ্ক বিশিষ্ট অঙ্গকে উচ্চ কম্পাংক বিশিষ্ট কম্পাঙ্ককে পরিণত করতে তরঙ্গকে কী করা হয়?
Ο ক)  মডুলেশন
Ο খ)  ডিসডুলেশন
Ο গ)  রেকটিফায়ার
Ο ঘ)  ডায়োর্ড

  সঠিক উত্তর: (ক)

৩৩৮. অর্ধপরিবাহী ডায়োড কীভাবে তৈরি হয়?
Ο ক)  দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο খ)  দুটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
Ο গ)  একটি p-টাইপ ও একটি n- টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে
Ο ঘ)  দুটি p-টাইপ বস্তুর মাঝে একটি পাতলা n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে

  সঠিক উত্তর: (গ)

৩৩৯. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর ক্ষেত্রে-
i. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়
ii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর দ্বিগুণ পরিমাণ পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়
iii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪০. যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলা হয়?
Ο ক)  এনালগ
Ο খ)  ডিজিটাল
Ο গ)  অন
Ο ঘ)  অফ

  সঠিক উত্তর: (ক)

৩৪১. হিসাব নিয়ন্ত্রণের কাজে কোনটিকে ব্যবহার করা হয়?
Ο ক)  কম্পিউটার
Ο খ)  ইন্টারনেট
Ο গ)  ফ্যাক্স
Ο ঘ)  টেলিফোন

  সঠিক উত্তর: (ক)

৩৪২. অর্ধপরিবাহী বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আপেক্ষিক রোধ হ্রাস পায়
ii. এটি নিম্ন তাপমাত্রায় অন্তরকরূপে কাজ করে
iii. এটি উচ্চ তাপমাত্রায় পরিবাহকরূপে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৩. বিংশ শতকের বৈপ্লবিক আবিষ্কার কোনটি?
Ο ক)  টেলিফোন
Ο খ)  টেলিগ্রাফ
Ο গ)  অণুবীক্ষণ যন্ত্র
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৪. নিচের কোনটির নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
Ο ক)  আলফা কণা
Ο খ)  বিটা কণা
Ο গ)  ক ও খ উভয়ই
Ο ঘ)  আলফা কণা

  সঠিক উত্তর: (গ)

৩৪৫. আলফা রশ্নির বেগ কত?
Ο ক)  3 x108ms-1
Ο খ)  3 x1010ms-1
Ο গ)  3 x107ms-1
Ο ঘ)  3 x106ms-1

  সঠিক উত্তর: (গ)

৩৪৬. আলফা রশ্নির ভর-
i. হাইড্রোজেন পরমাণুর চার গুণ
ii. বোরন পরমাণুর দ্বিগুণ
iii. হিলিয়াম পরমাণুর সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪৭. নিম্নের কোনটি নিয়ে কাজ করার সময় এডিসনকে একটি জিনিস খুব বিব্রত করেছিল?
Ο ক)  থার্মোমিটার
Ο খ)  দন্ডচুম্বক
Ο গ)  তার
Ο ঘ)  তড়িৎবাতি

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৮. টেলিভিশনের পর্দা কী দ্বারা প্রলেপ দেওয়া হয়?
Ο ক)  মোজাইক
Ο খ)  সিজিয়াম
Ο গ)  ফসফার দানা
Ο ঘ)  সিলভার হ্যালাইড

  সঠিক উত্তর: (গ)

৩৪৯. নিচের কোনটি তড়িৎ সংকেতকে রুপান্তর করে?
Ο ক)  মাইক্রোফোন
Ο খ)  স্পিকার
Ο গ)  ডায়োড
Ο ঘ)  রেকটিফায়ার

  সঠিক উত্তর: (খ)

৩৫০. বিংশ শতকের পর যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫১. কে টেলিফোন আবিষ্কার করেন?
Ο ক)  আলেকজান্ডার ফ্লেমিং
Ο খ)  আলেকজান্ডার গ্রাহাম বেল
Ο গ)  স্যামুয়েল মোর্স
Ο ঘ)  মার্কনি

  সঠিক উত্তর: (খ)

৩৫২. নিচের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে?
Ο ক)  ডায়োড
Ο খ)  রেকটিফায়ার
Ο গ)  ভ্যাকুয়াম টিউব
Ο ঘ)  ট্রানজিস্টর

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৩. তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে-
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. শিল্প কারখানাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪. কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়-
i. উচ্চগতিসম্পন্ন কণার গতি
ii. নিউক্লিয় ঘটনা
iii. পারমাণবিক সংঘর্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৫. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
Ο ক)  oc রশ্নি
Ο খ)  β রশ্নি
Ο গ)  γ রশ্নি
Ο ঘ)  রঞ্জন রশ্নি

  সঠিক উত্তর: (গ)

৩৫৬. কোনটি ঋণাত্মক আধানযুক্ত?
Ο ক)  আলফা রশ্নি
Ο খ)  বিটা রশ্নি
Ο গ)  গামা রশ্নি
Ο ঘ)  রঞ্জন রশ্নি

  সঠিক উত্তর: (খ)

৩৫৭. তেজস্ক্রিয় পদার্থ হতে আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়-
i. অবিরামভাবে
ii. এর ওপর উচ্চ চাপ প্রয়োগ করা হলে
iii. স্বতঃস্ফূর্তভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৫৮. রেডিও আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশের কোন বিজ্ঞানীর অবদান আছে?
Ο ক)  ড. ওয়াজেদ মিয়া
Ο খ)  জগদীশ চন্দ্র বসু
Ο গ)  ড. আবদুল্লাহ আল মুতী
Ο ঘ)  কুদরাত-এ-খুদা

  সঠিক উত্তর: (খ)

৩৫৯. তড়িৎ বর্তনীতে ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?
Ο ক)  রেকটিফায়ার
Ο খ)  অ্যামপ্লিফায়ার
Ο গ)  মোটর
Ο ঘ)  ট্রানজিস্টর

  সঠিক উত্তর: (ক)

৩৬০. নিচের কোনটির সাহায্য বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক)  ফটোগ্রাফিক প্লেট
Ο খ)  ক্লাউড চেম্বার
Ο গ)  স্বর্ণপাত বীক্ষণ যন্ত্র
Ο ঘ)  ক ও ঘ উভয়

  সঠিক উত্তর: (ঘ)

৩৬১. কম্পিউটারের� যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে কী বলা হয়?
Ο ক)  অন্তর্গামী
Ο খ)  বহির্গামী
Ο গ)  নিয়ন্ত্রণ ইউনিট
Ο ঘ)  স্মৃতি ইউনিট

  সঠিক উত্তর: (খ)

৩৬২. আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আনুবীক্ষণিক বর্তনী অঙ্গীভূত করার কৌশলকে কী বলে?
Ο ক)  মাদারবোর্ড
Ο খ)  আইসি
Ο গ)  র‌্যাম
Ο ঘ)  প্রসেসর

  সঠিক উত্তর: (খ)

৩৬৩. এনালগ সংকেতকে পুনর্বিবর্ধন করতে হয় কেন?
Ο ক)  এটির মান বৃদ্ধি পায় বলে
Ο খ)  এটির মান হ্রাস পেতে থাকে বলে
Ο গ)  অডিও সংকেতের কম্পাঙ্ক বেশি হওয়ায়
Ο ঘ)  অতিরিক্তি তড়িৎপ্রবাহ হওয়ার কারণে

  সঠিক উত্তর: (খ)

৩৬৪. এডিসন ক্রিয়ার-
i. তড়িৎপ্রবাহ বেড়ে যায়
ii. প্লেট ও ফিলামেন্টের বিকর্ষণ হয়
iii. তড়িৎ প্রবাহ বন্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৬৫. নিচের বিবরণগুলো লক্ষ করো-
i. বর্তমান যুগ হলো ইলেক্টোড যুগ
ii. ডায়োডে দুটি ইলেক্টোড থাকে
iii. ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৬. টেলিভিশনে চিত্র প্রেরণে কোন বিজ্ঞানী সক্ষম হন?
Ο ক)  হাইনরিখ হার্জ
Ο খ)  মার্কনি
Ο গ)  লী দ্য ফরেস্ট
Ο ঘ)  লজি বেয়ার্ড

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৭. র‌্যাব সদসস্যের অপরাধী শনাক্তরণে ফ্যাক্স মেশিনকে কীভাবে কাজে লাগাতে পারে?
Ο ক)  হাতের আঙুলের ছাপ সংরক্ষণ করে
Ο খ)  অপরাধীর কন্ঠস্বর রেকর্ড করে
Ο গ)  অরাধীর অস্ত্রের ব্যবহার রোধ করে
Ο ঘ)  দ্রুত-ইন্টারপোলে তথ্যের আদান-প্রদান করে

  সঠিক উত্তর: (ক)

৩৬৮. নিচের কোন যন্ত্রটি আইসি চিপসের আবিষ্কার ও বিকাশের ফলস্বরুপ?
Ο ক)  টেলিফোন
Ο খ)  ইন্টারনেট
Ο গ)  সাইকেল
Ο ঘ)  রেডিও

  সঠিক উত্তর: (খ)

৩৬৯. সকল নেটওর্য়াকের জননী কোনটি?
Ο ক)  উইন্ডোজ ৯৮
Ο খ)  কম্পিউটার
Ο গ)  টিভি
Ο ঘ)  ইন্টারনেট

  সঠিক উত্তর: (ঘ)

৩৭০. দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন কম্পিউটারে কাজ করার ফলে সৃষ্ট সমস্যার নাম কী?
Ο ক)  কম্পিউটার ডিসিজ
Ο খ)  কম্পিউটার ভাইরাস
Ο গ)  কম্পিউটার সিনড্রোম
Ο ঘ)  কম্পিউটার ভিশন সিনড্রোম

  সঠিক উত্তর: (ঘ)

৩৭১. কোনটির মাধ্যমে ক্যাশ পেমেন্ট করা যায়?
Ο ক)  মোবাইল
Ο খ)  টেলিফোন
Ο গ)  রেডিও
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (ক)

৩৭২. রেডিয়ামকে তেজস্ক্রিয় মৌল বলা হয় কেন?
Ο ক)  এটি ভেঙে ক্ষুদ্রতর ভরের পরমাণুতে পরিণত হয় বলে
Ο খ)  এটি ভেঙে বৃহত্তর ভরের পরমাণুতে পরিণত হয় বলে
Ο গ)  এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বলে
Ο ঘ)  এটির নিউক্লিয়াস থেকে ভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয় বলে

  সঠিক উত্তর: (ক)

৩৭৩. একটি ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে-
i. যখন উৎসের বিভব p-n সংযোগের চেয়ে বেশি হয়
ii. যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত n-টাইপ এবং ঋণাত্মক প্রান্ত p-টাইপ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করা হয়
iii. যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত p-টাইপ এবং ঋণাত্মক প্রান্ত n-টাইপ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৪. মোবাইলে প্রথম বেতার তরঙ্গ কোথায় যায়?
Ο ক)  মাইক্রোফোনে
Ο খ)  গ্রাহক টাওয়ারে
Ο গ)  স্পিকারে
Ο ঘ)  উপরের সবকয়টিতে

  সঠিক উত্তর: (খ)

৩৭৫. কম্পিউটারকে কী কাজ করতে হবে তা যার মাধ্যমে জানা যায় তাকে কী বলে?
Ο ক)  হার্ডওয়্যার
Ο খ)  সিপিইউ
Ο গ)  আউটপুট
Ο ঘ)  সফটওয়্যার

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৬. নিচের কোন সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়?
Ο ক)  এনালগ
Ο খ)  ডিজিটাল
Ο গ)  ভিডিও
Ο ঘ)  অডিও

  সঠিক উত্তর: (খ)

৩৭৭. আলফা কণা সর্বোচ্চ কত সে.মি. বাতাস ভেদ করতে পারে?
Ο ক)  3 cm
Ο খ)  4 cm
Ο গ)  5 cm
Ο ঘ)  6 cm

  সঠিক উত্তর: (ঘ)

৩৭৮. নিচের কোনটি ব্যাংকিং সিস্টেমে ব্যবহৃত হয়?
Ο ক)  সাইকেল
Ο খ)  ক্ষতিপূরণ
Ο গ)  কম্পিউটার
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (গ)

৩৭৯. কম্পিউটার ব্যবহার দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, কারণ-
i. দ্রুত গতিতে কাজ করে কিন্তু ক্লান্ত হয় না
ii. দীর্ঘক্ষণ একনাগাড়ে কাজ করে কিন্তু নির্ভুল মান দেয়
iii. জটিল সমস্যার সমাধান করে কিন্তু স্বয়ংক্রিয়তা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮০. ডিজিটাল ঘড়িতে কত ক্ষণ পরপর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়?
Ο ক)  6 সেকেন্ড
Ο খ)  60 মিনিট
Ο গ)  60 সেকেন্ড
Ο ঘ)  30 সেকেন্ড

  সঠিক উত্তর: (গ)

৩৮১. তেজস্ক্রিয় মৌল নিগর্মণ করে-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮২. নিচের কোন ক্রমটি টেলিফোনের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক)  কন্ঠস্বর নিঃসৃত শব্দ →তড়িৎসংকেত →শব্দ
Ο খ)  তড়িৎসংকেত →মডুলেশন →শব্দ
Ο গ)  ডিমডুলেশন→শব্দ →তড়িৎসংকেত
Ο ঘ)  তড়িৎসংকেত →ডিমডুলেশন →শব্দ

  সঠিক উত্তর: (ক)

৩৮৩. হার্ডওয়্যার এর ক্ষেত্রে-
i. কম্পিউটারের দেহ বলা যায়
ii. স্পর্শ করা যায় এমন যন্ত্র
iii. ফায়ারফক্স একটি হার্ডওয়্যার ডিভাইস
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮৪. P-n জংশন ডায়োডের অপর নাম কী?
Ο ক)  অর্ধপরিবাহী
Ο খ)  অর্ধপরিবাহী রেকটিফায়ার
Ο গ)  ট্রানজিস্টর
Ο ঘ)  ট্রায়োড

  সঠিক উত্তর: (খ)

৩৮৫. নিচের কোনটির মাধ্যমে নতুন মৌল পাওয়া যায়?
Ο ক)  তেজস্ক্রিয় বিবিকরণ
Ο খ)  ইলেক্ট্রন বর্জন
Ο গ)  ইলেক্ট্রন গ্রহণ
Ο ঘ)  কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৩৮৬. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকলে-
i. বিকলাঙ্গতা হতে পারে
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে
iii. মানসিক বিকারগ্রস্ততা হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৭. কম্পিউটারের প্রাণ কোনটি?
Ο ক)  সফটওয়্যার
Ο খ)  সিপিইউ
Ο গ)  মাউস
Ο ঘ)  কী-বোর্ড

  সঠিক উত্তর: (ক)

৩৮৮. রঙিন টেলিভিশনের ক্যামেরায় কয়টি ইলেকট্রন টিউব থাকে?
Ο ক)  একটি
Ο খ)  দুইটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

৩৮৯. ইলেক্ট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে?
Ο ক)  ১৭৮৩
Ο খ)  ১৮৮৩
Ο গ)  ১৯৮৩
Ο ঘ)  ১৯৮৫

  সঠিক উত্তর: (খ)

৩৯০. ৬১. গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়-
i. ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে
ii. ক্লাউড চেম্বারের সাহায্যে
iii. গাইগার মূলার কাউন্টারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯১. মোবাইল ফোনে করতে পারা যায়-
i. ইন্টারনেট ব্যবহার
ii. মিউজিক ডাউনলোড
iii. ক্যাশ পেমেন্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯২. কম্পিউটার শব্দের অর্থ কী?
Ο ক)  রক্ষক
Ο খ)  গণক
Ο গ)  প্রেরক
Ο ঘ)  দূরদর্শন

  সঠিক উত্তর: (খ)

৩৯৩. n-p-n ট্রানজিস্টরে ‘p’ অংশটি কী?
Ο ক)  নিংসারক
Ο খ)  সংগ্রাহক
Ο গ)  বিবর্ধক
Ο ঘ)  পীঠ

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৪. দীর্ঘ দিন মাত্রারিক্তি তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে?
Ο ক)  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
Ο খ)  রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে
Ο গ)  হজম শক্তি বৃদ্ধি পাবে
Ο ঘ)  স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে

  সঠিক উত্তর: (খ)

৩৯৫. নিচের বিবরণগুলো পড়:
i. এনালগ সংকেত মূলত সাইন ওয়েভ
ii. ডিজিটাল সংকেতে অন ও অফ দুটি অংশ থাকে
iii. অডিও ও ভিডিও ভোল্টেজ হলো এনালগ সংকেত
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯৬. নিচের কোনটি যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে?
Ο ক)  ইন্টারনেট
Ο খ)  বাই সাইকেল
Ο গ)  রেডিও
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (ক)

৩৯৭. অধিক দূরত্বে তথ্য পাঠাতে কোন সংকেত সর্বোত্তম?
Ο ক)  এনালগ সংকেত
Ο খ)  মোর্স সংকেত
Ο গ)  ডিজিটাল সংকেত
Ο ঘ)  তড়িৎ সংকেত

  সঠিক উত্তর: (গ)

৩৯৮. কোন রশ্নির ভর নেই?
Ο ক)  আলফা
Ο খ)  বিটা
Ο গ)  গামা
Ο ঘ)  বেকেরেল

  সঠিক উত্তর: (গ)

৩৯৯. যোগাযোগের জন্য ব্যবহার করা হয় নানান রকম যন্ত্রপাতি যেমন-
i. কর্ডলেস ফোন
ii. ফ্যাক্স মেশিন
iii. ল্যান্ড ফোন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০০. কোনটির সাহায্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে চিঠি পাঠানো ও গ্রহণ করা যায়?
Ο ক)  ইন্টারনেট
Ο খ)  মোবাইল
Ο গ)  ই-মেইল
Ο ঘ)  ফ্যাক্স

  সঠিক উত্তর: (ক)

৪০১. টেলিভিশনে দেখার সাথে জড়িত শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়?
Ο ক)  উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে
Ο খ)  দীর্ঘক্ষণ একনাগাড়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থেকে
Ο গ)  চ্যানেল ঘন ঘন পরিবর্তনের মাধ্যমে টেলিভিশন দেখে
Ο ঘ)  টেলিভিশন দেখার সময় শব্দ শোনা নিয়ন্ত্রিত রেখে

  সঠিক উত্তর: (ঘ)

৪০২. ভ্যাকুয়াম টিউব দ্বারা তৈরি ডায়োড ও ট্রায়োড ব্যবহার অসুবিধা-
i. শক্তির ব্যয় বেশি
ii. নির্ভরযোগ্যতা কম
iii. অধিক তাপ উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৩. কোনটি দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?
Ο ক)  এক্স-এর
Ο খ)  আল্ট্রসোনোগ্রাফি
Ο গ)  তেজস্ক্রিয়তা
Ο ঘ)  ইসিজি

  সঠিক উত্তর: (গ)

৪০৪. রেডিও আবিষ্কারে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন-
i. গুগলিয়েলমো মার্কনি
ii. আইনস্টাইন
iii. জগদীস চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০৫. নিচের কোনটি শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে?
Ο ক)  স্পীকার
Ο খ)  মাইক্রোফোন
Ο গ)  ফ্যাক্স
Ο ঘ)  ইন্টারনেট

  সঠিক উত্তর: (খ)

৪০৬. বেতার তরঙ্গকে কিসের মাধ্যমে বিবর্ধিত করা হয়?
Ο ক)  ডায়োড
Ο খ)  রেকটিফায়ার
Ο গ)  অ্যামপ্লিফায়ার
Ο ঘ)  উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (গ)

৪০৭. রঙিন টেলিভিশন একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের কোন দানাগুলোকে আলোকিত করে?
Ο ক)  সালফার
Ο খ)  সিলিকন
Ο গ)  পটাসিয়াম
Ο ঘ)  ফসফরাস

  সঠিক উত্তর: (ঘ)

৪০৮. কম্পিউটারের কাজ হলো-
i. উপাত্ত প্রকিয়াকরণ
ii. স্বয়ংক্রিয়ভাবে ভুল সংশোধন
iii. উপাত্ত সংশোধন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪০৯. নিচের কোনটি চিকিংসা গবেষনায় ব্যবহৃত হয়?
Ο ক)  কম্পিউটার
Ο খ)  মোবাইল
Ο গ)  টেলিভিশন
Ο ঘ)  টেলিফোন

  সঠিক উত্তর: (ক)

৪১০. টাইপ অর্ধপরিবাহীতে ইলেট্রন সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
Ο ক)  Bi
Ο খ)  P
Ο গ)  B
Ο ঘ)  H

  সঠিক উত্তর: (খ)

৪১১. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি প্রেরকযন্ত্র হিসেবে কাজ করে?
Ο ক)  মাউথপিস
Ο খ)  ইয়ারপিস
Ο গ)  কাটন
Ο ঘ)  ডায়েলিং বোর্ড

  সঠিক উত্তর: (ক)

৪১২. কম্পিউটার আউটপুট ডিভাইস থাকে-
i. মনিটর
ii. স্ক্যানার
iii. স্পীকার
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪১৩. নিচের কোনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক)  কম্পিউটার
Ο খ)  সেলফোন
Ο গ)  ফ্যাক্স
Ο ঘ)  ডায়াগ্রাম

  সঠিক উত্তর: (ক)

৪১৪. কথা বলার সময় মাউথপিসের কোন অংশটি কন্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
Ο ক)  ইয়ার পিস
Ο খ)  চল কুন্ডলী
Ο গ)  ডায়ালিং  ব্যবস্থা
Ο ঘ)  মাইক্রোফোন

  সঠিক উত্তর: (ঘ)

৪১৫. কম্পিউটার করে-
i. তথ্য সংগ্রহ
ii. সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তথ্যকে প্রকিয়াজাত
iii. প্রয়োজনানুযায়ী ফলাফল উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৬. কোনটির মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে?
Ο ক)  মোবাইল
Ο খ)  মাইক্রোফোন
Ο গ)  স্পীকার
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (খ)

৪১৭. ফিলামেন্ট সাপেক্ষে প্লেটে কোনটিকে দেওয়া হলে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে?
Ο ক)  অন্তরক
Ο খ)  ঋণাত্মক বিভব
Ο গ)  ধনাত্মক বিভব
Ο ঘ)  প্রথমে ধনাত্মক পরে ঋণাত্মক বিভব

  সঠিক উত্তর: (গ)

৪১৮. নিচের বিবরণগুলো পড়:
i. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী
ii. হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ
iii. কম্পিউটারের সাহায্য রোগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৯. আইসি কত সালে আবিষ্কার হয়?
Ο ক)  ১৯৬০
Ο খ)  ১৮৬০
Ο গ)  ১৭২০
Ο ঘ)  ১৯৬১

  সঠিক উত্তর: (ক)

৪২০. রেকটিফায়ার কী কাজ করে?
Ο ক)  তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
Ο খ)  ভোল্টেজের বিবর্ধন ঘটায়
Ο গ)  তড়িৎ প্রবাহকে একমুখী করে
Ο ঘ)  তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়

  সঠিক উত্তর: (গ)

৪২১. আলফা রশ্নির ভর হাইড্রোজেন পরমাণুর কত গুন?
Ο ক)  দ্বিগুণ
Ο খ)  চারগুণ
Ο গ)  ছয়গুণ
Ο ঘ)  আটগুণ

  সঠিক উত্তর: (খ)

৪২২. নিচের কোনটি গতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
Ο ক)  ইমেইল
Ο খ)  ইন্টারনেট
Ο গ)  ফ্যাক্স
Ο ঘ)  কম্পিউটার

  সঠিক উত্তর: (ঘ)

৪২৩. অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?
Ο ক)  আধান নিরপেক্ষ কণিকা
Ο খ)  ঋণাত্মক আধানযুক্ত কণিকা
Ο গ)  একটি ইলেকট্রনের অনুপস্থিতে বা ফাঁকা জায়গা
Ο ঘ)  দাতা পরমাণু

  সঠিক উত্তর: (গ)

৪২৪. আইসি কি দিয়ে তৈরি?
Ο ক)  জামের্নিয়াম
Ο খ)  সিলিকন
Ο গ)  আর্সেনিক
Ο ঘ)  এন্টিমনি

  সঠিক উত্তর: (খ)

৪২৫. কম্পিউটার করতে পারে-
i. অবিশ্বাস্য দ্রুত কাজ
ii. সেকেন্ডে হাজার গাণিতিক হিসাব
iii. সেকেন্ডে লক্ষ লক্ষ গাণিতিক হিসাব
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৬. কে ট্রায়োড আবিষ্কার করেন?
Ο ক)  ফ্লোমিং
Ο খ)  দ্য ফরেস্ট
Ο গ)  আইনস্টাইল
Ο ঘ)  আলফা এডিসন

  সঠিক উত্তর: (খ)

৪২৭. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ঔষধ নির্বাচনের ক্ষেত্রে
ii. এক্সরে করার ক্ষেত্রে
iii. হার্ট অপারেশনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪২৮. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি গ্রাহক হিসেবে কাজ করে?
Ο ক)  মাউথপিস
Ο খ)  ইয়ারপিস
Ο গ)  কাটন
Ο ঘ)  ডায়েলিং বোর্ড

  সঠিক উত্তর: (খ)

৪২৯. ট্রানজিস্টর কাজ করে-
i. ব্যারোমিটার হিসাবে
ii. অ্যামপ্লিফায়ার হিসাবে
iii. বিবর্ধক হিসাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪৩০. �কত সালে টেলিফোন আবিষ্কৃত হয়?
Ο ক)  ১৮৭৫ সালে
Ο খ)  ১৮৭৭ সালে
Ο গ)  ১৭৭৫ সালে
Ο ঘ)  ১৭৮০ সালে

  সঠিক উত্তর: (ক)

৪৩১. নিচের কোনটি সফটওয়্যার?
Ο ক)  মাউস
Ο খ)  মনিটর
Ο গ)  উইন্ডোজ-৭
Ο ঘ)  প্রিন্টার

  সঠিক উত্তর: (গ)

৪৩২. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-
i. অন্তরকের
ii. পরিবাহকের
iii. অর্ধপরিবাহকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৩৩. নিচের কোনটি দ্বারা গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়?
Ο ক)  ফটো গ্রাফিক ফিল্ম
Ο খ)  ক্লাউড কাউন্টার
Ο গ)  গাইগার মূলার কাউন্টার
Ο ঘ)  উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৪৩৪. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে
ii. ধাতুর পরিমাণ নির্ণয়ে
iii. লক্ষ লক্ষ বছরের পুরানো জিনিসের বয়স বা কাল নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দইটির উত্তর দাও:
ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্নির বিকিরণ ঘটে। এটিকে তেজস্ক্রিয়তা বলে। এর উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে।
৪৩৫. উপরোক্ত ঘটনা ব্যবহার করে নিচের কোনটি সম্ভব?
Ο ক)  ক্যান্সার কোষ ধ্বংস করা
Ο খ)  ঘূর্ণিঝড় ঠেকানো
Ο গ)  বৈশ্বিক তাপমাত্রা কমানো
Ο ঘ)  জনসংখ্যা নিয়ন্ত্রণ

  সঠিক উত্তর: (ক)

৪৩৬. উদ্দীপকে উল্লিখিত ঘটনার অপকারিতার ক্ষেত্রে-
i. এটি স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে
ii. এটি প্রাণিদেহের ক্ষতি করলেও উদ্ভিদের ক্ষতি করে না
iii. এ ঘটনার ফলে মানুষ মানসিক বিকারগ্রস্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  ii ও iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  i  ii ও iii

  সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...