NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১০: স্থিরতড়িৎ (201-432)

২০১.
পৃথিবীর বিভবকে কত ধরা হয়?
Ο ক) 
+1
Ο খ) 
-1
Ο গ) 
0
Ο ঘ) 
α

  সঠিক উত্তর: (গ)

২০২.
কুলম্ব-
i. একটি লব্ধ একক
ii. একটি মৌলিক একক
iii. যার সংজ্ঞা অ্যাম্পিয়ারের সাহায্যে দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০৩.
বলরেখাগুলোর মধ্যবর্তী ফাঁক তড়িৎ তীব্রতার কী নির্দেশ করে?
Ο ক) 
দিক
Ο খ) 
মান
Ο গ) 
মান ও দিক
Ο ঘ) 
মাত্রা

  সঠিক উত্তর: (খ)

২০৪.
A ও B দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলে A বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হলে নিম্নের কোনটি সঠিক?
Ο ক) 
A এর ইলেকট্রন আসক্তি  B এর সমান
Ο খ) 
A এর ইলেকট্রন আসক্তি B এর চেয়ে বেশি
Ο গ) 
A এর ইলেকট্রন আসক্তি B এর চেয়ে কম
Ο ঘ) 
B এর ইলেকট্রন আসক্তি A এর চেয়ে বেশি

  সঠিক উত্তর: (খ)

২০৫.
মানবদেহে বহনযোগ্য প্রোটনের সংখ্যা কয়টি?
Ο ক) 
1027
Ο খ) 
1028
Ο গ) 
1020
Ο ঘ) 
1019

  সঠিক উত্তর: (খ)

২০৬.
মাটিতে কী ধরনের বিভব থাকে?
Ο ক) 
ঋণাত্মক
Ο খ) 
ধনাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
বিপরীতধর্মী

  সঠিক উত্তর: (ক)

২০৭.
অসীম থেকে� 1C ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনবিন্দুতে আনতে কৃতকাজের পরিমাণ 5J হলে, ঐ বিন্দুর বিভব কত হবে?
Ο ক) 
1V
Ο খ) 
5V
Ο গ) 
1/5V
Ο ঘ) 
2V

  সঠিক উত্তর: (খ)

২০৮.
চার্জদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত?
Ο ক) 
7.2×1012N
Ο খ) 
3.8×1012N
Ο গ) 
4.3×1010N
Ο ঘ) 
4×1013N

  সঠিক উত্তর: (ক)

২০৯.
রঙিন ছাপার জন্য কত রকমের কালি ব্যবহার করা হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

২১০.
দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত সূত্র কোন বিজ্ঞানী বিবৃত করেন?
Ο ক) 
ম্যাক্স প্যাঙ্ক
Ο খ) 
কুলম্ব
Ο গ) 
নিউটন
Ο ঘ) 
ম্যাক্সওয়েল

  সঠিক উত্তর: (খ)

২১১.
বিদ্যুৎ লাইনকে� ধাতব খুঁটির সাথে সরাসরি সংযুক্ত করলে কী ঘটবে?
Ο ক) 
খুঁটি ভেঙ্গে যাবে
Ο খ) 
খুঁটির মধ্য দিয়ে
Ο গ) 
খুঁটির স্পর্শ করলে দুর্ঘটনা ঘটবে
Ο ঘ) 
খ ও গ

  সঠিক উত্তর: (ঘ)

২১২.
ক এবং খ দুটি আহিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করছে। কারণ-
i. ক ঋণাত্মক এবং খ ধনাত্মক
ii. ক ঋণাত্মক এবং খ ঋণাত্মক
iii. ক ধনাত্মক এবং খ ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২১৩.
বিমানের আধান বাড়লে বিমান ও ভূপৃষ্ঠের মধ্যে কী ঘটে?
Ο ক) 
দূরত্ব বাড়ে
Ο খ) 
দূরত্ব কমে
Ο গ) 
বিভব পার্থক্য বাড়ে
Ο ঘ) 
বিভব পার্থক্য কমে

  সঠিক উত্তর: (গ)

২১৪.
যে পরিবাহকের সাহায্যে অন্য পরিবাহকে� আবেশ সৃষ্টি করা হয় তাকে বলে?
Ο ক) 
আবেশী আধান
Ο খ) 
মুক্ত আধান
Ο গ) 
বদ্ধ আধান
Ο ঘ) 
আবিষ্ট আধান

  সঠিক উত্তর: (ক)

২১৫.
কোনটির ইলেকট্রন আসক্তি কম?
Ο ক) 
ইবোনাইট
Ο খ) 
পলিথিন
Ο গ) 
ফ্লানেল কাপড়
Ο ঘ) 
সিল্ক

  সঠিক উত্তর: (গ)

২১৬.
তড়িৎ তীব্রতা কোন� প্রকারের রাশি?
Ο ক) 
ভেক্টর
Ο খ) 
স্কেলার
Ο গ) 
মৌলিক
Ο ঘ) 
উপরের কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২১৭.
দুটি অন্তরিত ধাতব পাতকে সমান্তরালে থেকে কি তৈরী করা হয়?
Ο ক) 
সার্কিট
Ο খ) 
তড়িৎকোষ
Ο গ) 
রোধ
Ο ঘ) 
ধারক

  সঠিক উত্তর: (ঘ)

২১৮.
কোনো ধনাত্মকভাবে আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে-
i. বস্তুটি নিস্তড়িত হয়
ii. বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায়
iii. পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২১৯.
একটি 20C আহিত বস্তুতে অপর একটি 70C আহিত বস্তুর থেকে 50cm দূরে রাখলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে?
Ο ক) 
5.04´1013NC-1
Ο খ) 
5.04´1013NC1
Ο গ) 
5.04´1012NC-1
Ο ঘ) 
6.04´1013NC-1

  সঠিক উত্তর: (খ)

২২০.
তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন কাজটি করা হয়?
Ο ক) 
তড়িৎপ্রবাহের মান নির্ণয়
Ο খ) 
আধানের প্রকৃতি নির্ণয়
Ο গ) 
আধানের পরিমাণ নির্ণয়
Ο ঘ) 
তড়িৎপ্রবাহের দিক নির্ণয়

  সঠিক উত্তর: (খ)

২২১.
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর কী বলে?
Ο ক) 
তড়িৎ বিভব
Ο খ) 
তড়িৎ তীব্রতা
Ο গ) 
তড়িৎ বিভবান্তর
Ο ঘ) 
তড়িৎগ্রস্ততা

  সঠিক উত্তর: (খ)

২২২.
নিরপেক্ষ বিন্দু কীরূপ দুটি আধানের মধ্যবর্তী স্থানে তৈরি হয়?
Ο ক) 
অসমান ধনাত্মক আধান
Ο খ) 
সমান ঋণাত্মক আধান
Ο গ) 
সমান ধনাত্মক আধান
Ο ঘ) 
অসমান ঋণাত্মক  আধান

  সঠিক উত্তর: (গ)

২২৩.
আদানদ্বয় যথাক্রমে q1 ও q2, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হলে-
i. Fα1/q1q2
ii. Fαq1q2
iii. Fα1/d2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৪.
তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব পাতগুলোর ফাঁকার পরিমাণ হ্রাস পায় কেন?
Ο ক) 
ঋণাত্মক আধানগ্রস্ত হলে
Ο খ) 
ধনাত্মক আধানগ্রস্ত হলে
Ο গ) 
আধানের পরিমাণ বেশি হলে
Ο ঘ) 
আধান নিরপেক্ষ হয় বলে

  সঠিক উত্তর: (ক)

২২৫.
কোনটি দিক� ব্যাখ্যা করার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
Ο ক) 
তড়িৎ ক্ষেত্র
Ο খ) 
তড়িৎ বল
Ο গ) 
তড়িৎ তীব্রতা
Ο ঘ) 
তড়িৎ বিভব

  সঠিক উত্তর: (গ)

২২৬.
মেঘ কোন আধানে আহিত হয়?`
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋনাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

২২৭.
কোন বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে, যখন বস্তু-
i. আহিত হয়
ii. তড়িৎগ্রস্ত হয়
iii. বস্তুতে তড়িতের উৎপত্তি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২২৮.
তড়িৎ বলরেখার-
i. বাস্তব অস্তিত্ব আছে
ii. বাস্তব অস্তিত্ব নেই
iii. কাল্পনিক রেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২২৯.
ঋণাত্মকভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে তা নিস্তড়িত হয়, কারণ-
i. ভূমি থেকে ইলেকট্রন বস্তুতে প্রবাহিত হয়
ii. বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়
iii. বস্তুটির বিভব শূন্য হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩০.
তড়িৎ বলরেখার অবতারণা করেন কে?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
নিউটন
Ο গ) 
মাইকেল ফ্যারাডে
Ο ঘ) 
আইনস্টাইন

  সঠিক উত্তর: (গ)

২৩১.
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের পরিমাণ কী হবে?
Ο ক) 
দ্বিগুণ হবে
Ο খ) 
এক-চতুর্থাংশ হবে
Ο গ) 
চারগুণ হবে
Ο ঘ) 
অর্ধেক হবে

  সঠিক উত্তর: (গ)

২৩২.
যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে� চলাচল করতে পারে তাদেরকে কী বলে?
Ο ক) 
পরিবাহক
Ο খ) 
অন্তরক
Ο গ) 
অপরিবাহক
Ο ঘ) 
কুপরিবাহক

  সঠিক উত্তর: (ক)

২৩৩.
A ও B দুটি আধানের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হলে-
i. A ধনাত্মক, B ঋণাত্মক
ii. A ও B ধনাত্মক
iii. A ও B এর মান সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩৪.
পরমাণু তড়িৎগ্রস্ত হয় যখন-
i. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে
ii. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হলে
iii. ইলেকট্রন সংখ্যা বামে গেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৩৫.
নিচের তথ্যগুলি ভালভাবে লক্ষ্য করো:
i. মানবদেহে প্রায় সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে
ii. ইলেকট্রন ও প্রোটনের একটি মৌলিক ধর্ম হচ্ছে ভর
iii. আহিত বস্তু পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৩৬.
বিভবের একক কোনটি?
i. volt
ii. JC-1
iii. A
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৩৭.
পরমাণুকে চার্জগ্রস্ত বলা হবে না কখন?
Ο ক) 
ইলেকট্রন প্রোটনের চেয়ে বেশি
Ο খ) 
ইলেকট্রন প্রোটনের চেয়ে কম হলে
Ο গ) 
ইলেকট্রন ও প্রোটন সমান হলে
Ο ঘ) 
পরমাণুকে ভাঙ্গলে

  সঠিক উত্তর: (গ)

২৩৮.
তড়িৎ আধানের একক কোনটি?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
অ্যাম্পিয়ার
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (ক)

২৩৯.
F=Cq1q2/d2 সমীকরণটিতে C কী?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
চার্জ
Ο গ) 
ধ্রুবক
Ο ঘ) 
আধান

  সঠিক উত্তর: (গ)

২৪০.
একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কী ঘটবে?
Ο ক) 
কাচদণ্ড থেকে ইলেকট্রন রেশমে যাবে
Ο খ) 
রেশম থেকে ইলেকট্রন কাচদণ্ডে যাবে
Ο গ) 
ইলেকট্রনের কোনো আদান-প্রদান হবে না
Ο ঘ) 
রেশম ও কাচদণ্ড উভয়ই ঋণাত্মক আধানে আহিত হবে

  সঠিক উত্তর: (ক)

২৪১.
পৃষ্ঠার কোন অংশ আলো প্রতিফলিত করে?
Ο ক) 
সাদা অংশ
Ο খ) 
ছাপানো অংশ
Ο গ) 
অন্ধকার অংশ
Ο ঘ) 
তাপীয় অংশ

  সঠিক উত্তর: (ক)

২৪২.
তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয়-
i. একই জাতীয় আধান প্রাপ্ত হয়
ii. পরস্পরকে বিকর্ষণ করে
iii. পরস্পর থেকে দূরে সরে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৩.
তামার পাত ইলেকট্রন দান করে কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
চার্জহীন
Ο ঘ) 
উভয় চার্জযুক্ত

  সঠিক উত্তর: (ক)

২৪৪.
কাচদণ্ডকে� সিল্ক দ্বারা ঘর্ষণ করলে-
i. সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয়
ii. কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয়
iii. চার্জিত কাচদণ্ড শোলাবলকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৪৫.
সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়?
i. HNO3
ii. H2SO4
iii. HCI
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৪৬.
বিক্ষেপনের বিস্ফোরণ ঠেকাতে-
i. বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি থাকে
ii. বিমানের অবতলের সাথে সাথে জ্বালানি ভরতে হবে
iii. বিমান অবতরনের সাথে সাথে পরিবাহক দ্বারা ভূ-সংযোজিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৭.
স্থির তড়িতের কারণে-
i. টিভির পর্দায় ময়লা জমে
ii. প্যারাসুট ব্যবহার করে নেমে আসা সম্ভব হয়
iii. সরাসরি সংযুক্ত ধাতব খুঁটি তড়িৎ স্পৃষ্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪৮.
পাতগুলোর ভোল্টেজ নিয়ন্ত্রণ করে কে?
Ο ক) 
তাপমাত্রা
Ο খ) 
কালির কণা
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
বিদ্যুৎ

  সঠিক উত্তর: (গ)

২৪৯.
সরল ধারকের ক্ষেত্রে-
i. সমান্তরাল পাত দুটিকে ব্যাটারীর দুই প্রান্তর সাথে যুক্ত করা হয়
ii. পাত দুটির মধ্যবর্তী স্থানে অর্ধপরিবাহী রাখা হয়
iii. পাতগুলোতে জমাকৃত আধান ব্যাটারির বিভবের উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৫০.
নিচের কোনটি পরস্পরের উপর বল প্রয়োগ করে?
Ο ক) 
আহিত বস্তু
Ο খ) 
অনাহিত বস্তু
Ο গ) 
তড়িৎ নিরপেক্ষ বস্তু
Ο ঘ) 
চার্জহীন বস্তু

  সঠিক উত্তর: (ক)

২৫১.
পরিধেয় কাপড় আহিত হওয়ার কারণ কী?
Ο ক) 
ময়লা
Ο খ) 
ঘর্ষণ
Ο গ) 
আলো
Ο ঘ) 
তাপ

  সঠিক উত্তর: (খ)

২৫২.
ড্রামের কোন অংশ আলো প্রতিফলিত করে?
Ο ক) 
অন্ধকার অংশ
Ο খ) 
আলোকিত অংশ
Ο গ) 
উচ্চ তাপীয় অংশ
Ο ঘ) 
তাপীয় অংশ

  সঠিক উত্তর: (ক)

২৫৩.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
ii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
iii. আধান যত� বেশি হবে পাতদ্বয়ের ফাঁক স্থির থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৫৪.
ফটোকপিয়ার মেশিনে নিচের কোন অংশ থেকে আলো প্রতিফলিত করে?
Ο ক) 
অন্ধকার অংশ
Ο খ) 
ছাপানো অংশ
Ο গ) 
সাদা অংশ
Ο ঘ) 
কোনটি নয়

  সঠিক উত্তর: (গ)

২৫৫.
তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডের নিচে কী থাকে?
Ο ক) 
গোলক
Ο খ) 
দণ্ড
Ο গ) 
খণ্ড
Ο ঘ) 
পাত

  সঠিক উত্তর: (ঘ)

২৫৬.
অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে কী বলে?
Ο ক) 
তড়িৎ ক্ষেত্র
Ο খ) 
তড়িৎ তীব্রতা
Ο গ) 
তড়িৎ বিভব
Ο ঘ) 
তড়িৎ ধনাত্মকতা

  সঠিক উত্তর: (গ)

২৫৭.
পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কোনটি থাকে?
Ο ক) 
প্রোটন
Ο খ) 
ইলেকট্রন
Ο গ) 
নিউট্রন
Ο ঘ) 
পজিট্রন

  সঠিক উত্তর: (খ)

২৫৮.
ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কী ঘটবে?
Ο ক) 
বিভব বাড়বে
Ο খ) 
বিভব হ্রাস পাবে
Ο গ) 
তড়িৎগ্রস্ত হবে
Ο ঘ) 
নিস্তড়িত হবে

  সঠিক উত্তর: (ঘ)

২৫৯.
ফটোকপিয়ার মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রিভূত হয়?
Ο ক) 
ড্রামের
Ο খ) 
টোনার
Ο গ) 
কাচের
Ο ঘ) 
পাউডার কালি

  সঠিক উত্তর: (ক)

২৬০.
বিভব পার্থক্য VA-VB হলে আধান কোন দিকে যাবে?
Ο ক) 
A থেকে B এর দিকে
Ο খ) 
B থেকে A এর দিকে
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
কোনোদিকে যাবে না

  সঠিক উত্তর: (খ)

২৬১.
প্রয়োজনীয় দলিল বা কাগজপত্রের একাধিক অবিকল কপির জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
প্রিন্টার
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
ফটোকপিয়ার
Ο ঘ) 
ফ্যাক্স

  সঠিক উত্তর: (গ)

২৬২.
কোন তড়িৎ ক্ষেত্রে 5C এর আহিত বস্তু স্থাপন করলে,তড়িৎ তীব্রতা যদি 40NC-1 হয় তাহলে, সেটি কত বল অনুভব করবে?
Ο ক) 
10N
Ο খ) 
20N
Ο গ) 
100N
Ο ঘ) 
200N

  সঠিক উত্তর: (ঘ)

২৬৩.
তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে-
i. তড়িৎক্ষরণ হয়
ii. অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়
iii. বৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৬৪.
নিচের কোনটি কুলম্বের ধ্রুবক?
Ο ক) 
C=9 ×109Nm2C-2
Ο খ) 
C=9 ×108Nm2C-2
Ο গ) 
C=9 ×106Nm2C-2
Ο ঘ) 
C=8.854 ×10-12Nm2C-2

  সঠিক উত্তর: (ক)

২৬৫.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. তড়িৎ ক্ষেত্রে কোন একক ধনাত্মক আধান স্থাপনের ফলে প্রাপ্ত বলই তড়িৎ তীব্রতা
ii. তড়িৎ তীব্রতার মান ও দিক উভয়ই আছে
iii. তড়িৎ তীব্রতার একক NC-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৬৬.
ইঙ্ক জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (ক)

২৬৭.
দুটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে পরস্পরের নিকটে আনতে কোনদিকে কাজ করতে হয়?
Ο ক) 
বিকর্ষণ বলের দিকে
Ο খ) 
আকর্ষণ বলের দিকে
Ο গ) 
বিকর্ষণ বলের বিরুদ্ধে
Ο ঘ) 
আকর্ষণ বলের বিরুদ্ধে

  সঠিক উত্তর: (গ)

২৬৮.
ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশল কোনটি?
Ο ক) 
ধারক
Ο খ) 
তড়িৎকোষ
Ο গ) 
রোধক
Ο ঘ) 
অ্যামিটার

  সঠিক উত্তর: (ক)

২৬৯.
কাচদণ্ডের সাথে রেশমি কাপড়ের ঘর্ষণের ফলে-
i. কাচদণ্ড ও রেশমি কাপড় উভয়ই ধনাত্মক আধানে আহিত হবে
ii. রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হবে
iii. কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৭০.
বৃষ্টির সময় লোহার তৈরী পুলের নিচে দাঁড়ানোর চেয়ে বৃষ্টিতে ভেজা ভাল কেন?
Ο ক) 
পুল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
Ο খ) 
ধুলাবালি পড়তে পারে
Ο গ) 
তড়িৎগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে
Ο ঘ) 
পানির ঢল নামতে পারে

  সঠিক উত্তর: (গ)

২৭১.
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) 
দ্বিগুণ হবে
Ο খ) 
এক-চতুর্থাংশ হবে
Ο গ) 
চার গুণ হবে
Ο ঘ) 
অর্ধেক হবে

  সঠিক উত্তর: (খ)

২৭২.
কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এর বলের কী পরিবর্তন ঘটবে?
Ο ক) 
দ্বিগুণ বাড়বে
Ο খ) 
দ্বিগুণ কমবে
Ο গ) 
চারগুণ বাড়বে
Ο ঘ) 
চারগুণ কমবে

  সঠিক উত্তর: (ঘ)

২৭৩.
দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের সম্পর্ক কী?
Ο ক) 
গুণফলের সমানুপাতিক
Ο খ) 
ভাগফলের ব্যস্তানুপাতিক
Ο গ) 
গুণফলের সমানুপাতিক
Ο ঘ) 
ভাগফলের সমানুপাতিক

  সঠিক উত্তর: (গ)

২৭৪.
টেলিভিশনের পর্দা ও কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কারণ-
i. এরা স্থির তড়িতে আহিত হয়
ii. আধানগুলো ধুলা বালিকে আকর্ষণ করে
iii. আধানগুলো ধুলোবালিকে বিকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৫.
ফটোকপিয়ারের ভিতরে ঘূর্ণায়মান ড্রাম কীভাবে থাকে?
Ο ক) 
আলোতে
Ο খ) 
পানিতে
Ο গ) 
অন্ধকারে
Ο ঘ) 
এসিডে

  সঠিক উত্তর: (গ)

২৭৬.
দুটি আধানের মধ্যকার তড়িৎ বল নিচের কোনটির উপর নির্ভর করে না?
i. আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর
ii. আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর
iii. আধান দুটির ভরের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৭৭.
কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
Ο ক) 
তাপমাত্রা
Ο খ) 
চাপ
Ο গ) 
স্থির তড়িৎ
Ο ঘ) 
চল তড়িৎ

  সঠিক উত্তর: (গ)

২৭৮.
তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার দিক কোনটি?
Ο ক) 
বলরেখার সাথে অংকিত স্পর্শক বরাবর
Ο খ) 
১ম আধানের দিকে
Ο গ) 
২য় আধানের দিকে
Ο ঘ) 
বলরেখার বিপরীত দিকে

  সঠিক উত্তর: (ক)

২৭৯.
ঘর্ষণে সকল পদার্থ তড়িৎগ্রস্ত হয় না কেন?
Ο ক) 
মুক্ত ইলেকট্রন থাকে বলে
Ο খ) 
মুক্ত ইলেকট্রন থাকে না বলে
Ο গ) 
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা একই থাকে বলে
Ο ঘ) 
ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে

  সঠিক উত্তর: (খ)

২৮০.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. পৃথিবীর বিভবকে শূন্য বিভব ধরা হয়
ii. মাটিতে ঋণাত্মক আধান থাকে
iii. পৃথিবীতে কিছু পরিমাণ আধান যোগ করলে তা তড়িৎগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৮১.
কোনটির বাস্তব অস্তিত্ব নেই?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
নিউক্লিয়াস
Ο ঘ) 
তড়িৎ বলরেখা

  সঠিক উত্তর: (ঘ)

২৮২.
ঋনাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
Ο ক) 
প্রোটনের আধিক্য
Ο খ) 
নিউট্রনের আধিক্য
Ο গ) 
ইলেকট্রনের আধিক্য
Ο ঘ) 
ইলেকট্রনের ঘাটতি

  সঠিক উত্তর: (গ)

২৮৩.
তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ তীব্রতার ব্যাখ্যা করা যায়-
i. পরিমাপ
ii. ভর
iii. দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৪.
প্লাস্টিক চিরুনির সাথে চুলের ঘর্ষণের ফলে-
i. চুল ধনাত্মক আধানে আহিত হবে
ii. চুল ঋণাত্মক আধানে আহিত হবে
iii. প্লাস্টিক� চিরুনি ঋণাত্মক আধানে আহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৮৫.
কোন বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে সেটি কি আধানযুক্ত হবে?
Ο ক) 
ঋণাত্মক
Ο খ) 
ধনাত্মক
Ο গ) 
আধান নিরপেক্ষ
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (খ)

২৮৬.
পরমাণুতে অবস্থিত ইলেকট্রন-
i. নিউক্লিয়াসের থাকে
ii. নিউক্লিয়াসের বাইরে থাকে
iii. পরমাণুর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২৮৭.
তড়িৎ বিক্ষণ যন্ত্রের চার্জ ধনাত্মক হলে পরীক্ষাধীন বস্তুর জন্য স্বর্ণপাত ফাকা হলে চার্জের প্রকৃতি কেমন?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

২৮৮.
স্প্রে গানের সুচালো প্রান্তটি কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
বিদ্যুৎ
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
বৈদ্যুতিক হিটার
Ο ঘ) 
ট্রানজিস্টর

  সঠিক উত্তর: (খ)

২৮৯.
একটি কাঠের টুকরাকে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের মধ্যে ফাঁক-
i. থেকেই যাবে
ii. হ্রাস পাবে
iii. অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৯০.
5 কুলম্বের আধান থেকে 0.5m দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 
1.8×10-11NC-1
Ο খ) 
1.8×1011NC-1
Ο গ) 
1.8×10-11NC
Ο ঘ) 
1.8×10-11C

  সঠিক উত্তর: (খ)

২৯১.
ধারক বেশি পরিমাণে ব্যবহৃত হয়-
i. রেডিওতে
ii. টেলিভিশনে
iii. রেকর্ড প্লেয়ারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯২.
1028 টি ইলেকট্রন ও সমসংখ্যক প্রোটন 10m দূরত্বে পরস্পরকে কত বলে আকর্ষণ করে?
Ο ক) 
1027N
Ο খ) 
1026N
Ο গ) 
1028N
Ο ঘ) 
1025N

  সঠিক উত্তর: (ক)

২৯৩.
তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে কী ঘটে?
Ο ক) 
তড়িৎক্ষরণ
Ο খ) 
অগ্নিস্ফুলিঙ্গ
Ο গ) 
বিদ্যুৎচমক
Ο ঘ) 
সবগুলি

  সঠিক উত্তর: (ঘ)

২৯৪.
‘স্থির তড়িৎ’ নামকরণের কারণ কী?
Ο ক) 
যেখানে উৎপন্ন হয় সেখানে স্থির থাকে
Ο খ) 
উৎপন্ন হওয়ার পর বৃদ্ধি পায়
Ο গ) 
চিরুনি আধান প্রাপ্ত হয়
Ο ঘ) 
চিরুণীর ত্বরণ বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ক)

২৯৫.
মাটিতে কী ধরনের আধান থাকে?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
বিপরীতার্থক

  সঠিক উত্তর: (খ)

২৯৬.
প্রত্যেক পদার্থই থাকে-
i. ইলেকট্রন
ii. নিউট্রন
iii. প্রোটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯৭.
পৃথিবী বিভবশূন্য। কারণ-
Ο ক) 
পৃথিবী ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার
Ο খ) 
পৃথিবী ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
Ο গ) 
পৃথিবী ঋণাত্মক আধানশূন্য
Ο ঘ) 
পৃথিবী ধনাত্মক ও ঋণাত্মক আধান শূন্য

  সঠিক উত্তর: (ক)

২৯৮.
কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
Ο ক) 
N-1m2C2
Ο খ) 
Nm2C2
Ο গ) 
N-1m-2C-2
Ο ঘ) 
Nm2C-2

  সঠিক উত্তর: (ঘ)

২৯৯.
তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত কোনটি তড়িৎ তীব্রতার দিক নির্দেশ করে?
Ο ক) 
লম্ব
Ο খ) 
স্পর্শক
Ο গ) 
সমান্তরাল রেখা
Ο ঘ) 
ছেদক

  সঠিক উত্তর: (খ)

৩০০.
তড়িৎক্ষেত্রের যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট সেসব এলাকায় তড়িৎ তড়িৎ তীব্রতার মান-
i. বেশি
ii. কম
iii. অপরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩০১.
কালির কণাগুলো কোন পথে চলে?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ক)

৩০২.
অপারেশন থিয়েটার থাকা ব্যক্তিদের পরিবাহক রাবারের জুতা ও গ্লাভস পরতে হয় কেন?
Ο ক) 
আলো থেকে দূরে থাকার জন্য
Ο খ) 
ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার জন্য
Ο গ) 
ভূ-সংযুক্ত থাকার জন্য
Ο ঘ) 
তাপমাত্রা হ্রাসের জন্য

  সঠিক উত্তর: (গ)

৩০৩.
কাজের একক কী?
Ο ক) 
ভোল্ট
Ο খ) 
কুলম্ব
Ο গ) 
জুল
Ο ঘ) 
অ্যাম্পিয়ার

  সঠিক উত্তর: (গ)

৩০৪.
দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) 
চারগুণ হবে
Ο খ) 
দ্বিগুণ হবে
Ο গ) 
অর্ধেক হবে
Ο ঘ) 
একক-চতুর্থাংশ হবে

  সঠিক উত্তর: (ক)

৩০৫.
কোনটি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা?
Ο ক) 
আধান
Ο খ) 
ওজন
Ο গ) 
বিভব
Ο ঘ) 
তীব্রতা

  সঠিক উত্তর: (গ)

৩০৬.
তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কি ধরনের আধান স্থাপন করলে সেটি থেকে প্রাপ্ত বলকে তড়িৎ তীব্রতা বলা যাবে?
Ο ক) 
একক ধনাত্মক
Ο খ) 
একক ঋণাত্মক
Ο গ) 
একক চার্জবিহীন
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (ক)

৩০৭.
একটি গোটা পরমাণু কিরূপ তড়িৎ ধর্ম দেখায়?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
কোনো তড়িৎ ধর্ম দেখায় না

  সঠিক উত্তর: (গ)

৩০৮.
20 C ও 50 C চার্জের দুটি বস্তুকে 2m দূরত্বে রাখা হলো এদের মধ্যবর্তী বলের মান কত?
Ο ক) 
2.25´1011 N
Ο খ) 
2.25´1012 N
Ο গ) 
22.5´109 N
Ο ঘ) 
1000 N

  সঠিক উত্তর: (খ)

৩০৯.
দূরত্ব দ্বিগুণ� করা হলে আকর্ষণ বলের মান কত?
Ο ক) 
7.2×1012N
Ο খ) 
3.8×1012N
Ο গ) 
1.8×1012N
Ο ঘ) 
2.8×1012N

  সঠিক উত্তর: (গ)

৩১০.
আধানের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যার কী ঘটবে?
Ο ক) 
বাড়ে
Ο খ) 
স্থির থাকে
Ο গ) 
কমে
Ο ঘ) 
সর্বনিম্ন হবে

  সঠিক উত্তর: (ক)

৩১১.
পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
Ο ক) 
ফোটন
Ο খ) 
পরমাণু
Ο গ) 
ইলেকট্রন
Ο ঘ) 
মেসন

  সঠিক উত্তর: (খ)

৩১২.
দুটি পাত সংযুক্ত ব্যাটারীর কোন দন্ড থেকে ইলেকট্রন প্রবাহিত হয়?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
ধনাত্মক ও ঋণাত্মক
Ο ঘ) 
নিরপেক্ষ আধান

  সঠিক উত্তর: (খ)

৩১৩.
একটি e- আধান কত?
Ο ক) 
1.7´10-19 C
Ο খ) 
1.5´10-19 C
Ο গ) 
1.6´10-19 C
Ο ঘ) 
1.8´10-19 C

  সঠিক উত্তর: (গ)

৩১৪.
পৃথিবীর বিভব শূন্য কারণ-
i. পৃথিবী আধানের বিশাল ভান্ডার
ii. পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩১৫.
কোন বস্তু থেকে 10C ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 20 J কাজ সম্পন্ন হয় তবে ঐ বিন্দুতে বিভব কত?
Ο ক) 
0.2 V
Ο খ) 
0.1 V
Ο গ) 
1 V
Ο ঘ) 
2 V

  সঠিক উত্তর: (ঘ)

৩১৬.
বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটি সরাসরি সংযুক্ত থাকলে-
i. খুঁটির মধ্য দিয়ে আধান ভূমিতে চলে যাবে
ii. খুঁটি তড়িৎ গ্রস্ত হবে
iii. খুঁটিতে বেশি চাপ অনুভূত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১৭.
আহিত বস্তুটি যদি 15N বল লাভ করে তাহলে তড়িৎ তীব্রতা কত হবে?
Ο ক) 
15 NC-1
Ο খ) 
2 NC-1
Ο গ) 
1 NC-1
Ο ঘ) 
30 NC-1

  সঠিক উত্তর: (গ)

৩১৮.
তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষার জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
ঋনাত্মক বা ধনাত্মক
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (গ)

৩১৯.
শূন্যস্থানে 1/4p�0 বা C এর মান কত?
Ο ক) 
9´109Nm2c-2
Ο খ) 
9´109Nmc-2
Ο গ) 
9´109N2mc-2
Ο ঘ) 
9´1011Nm2c-2

  সঠিক উত্তর: (ক)

৩২০.
আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে তা নির্ভর করে-
i. গোলকদ্বয়ের আধানের পরিমানের ওপর
ii. গোলকদ্বয়ের আধানের আকৃতির ওপর
iii. গোলকদ্বয়ের বিভবের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩২১.
তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়?
Ο ক) 
অনাহিত বস্তুকে আহিত
Ο খ) 
আহিত বস্তুকে অনাহিত
Ο গ) 
আহিত বস্তুর চার্জ হ্রাস করা
Ο ঘ) 
আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা

  সঠিক উত্তর: (ক)

৩২২.
বিভব-
i. আধানহীন পরিবাহকের শূন্য
ii. পৃথিবীর শূন্য
iii. ধনাত্মক আধানে আহিত পরিবাহকের ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২৩.
স্থির তড়িৎ বল F, আধান q তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E এর মধ্যে সম্পর্ক কী?
Ο ক) 
E=qF
Ο খ) 
F=E/q
Ο গ) 
F=qE
Ο ঘ) 
E=q/F

  সঠিক উত্তর: (গ)

৩২৪.
বিভবের ক্ষেত্রে-
i. ধনাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ধনাত্মক
ii. ঋণাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ঋণাত্মক
iii. আধানহীন পরিবাহকের বিভব শূন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩২৫.
5 কুলম্বের আধান থেকে 0.5 m দূরবতী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 
1.8´10-11NC-1
Ο খ) 
1.8´1011NC-1
Ο গ) 
1.8´10-11NC
Ο ঘ) 
1.8´10-11C

  সঠিক উত্তর: (খ)

৩২৬.
নিচের কোনটি কাল্পনিক?
Ο ক) 
তড়িৎ বল
Ο খ) 
তড়িৎ বলরেখা
Ο গ) 
তড়িৎ প্রাবল্য
Ο ঘ) 
তড়িৎ বিভব

  সঠিক উত্তর: (খ)

৩২৭.
ধনাত্মক আধানে আহিত-
i. Na+
ii. Cl-
iii. Ca2+
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩২৮.
পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৩২৯.
রঙের ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে কোনটি?
Ο ক) 
স্প্রে ব্রাশ
Ο খ) 
স্প্রে গান
Ο গ) 
রং মিস্ত্রি
Ο ঘ) 
তড়িৎ বল

  সঠিক উত্তর: (খ)

৩৩০.
স্বাভাবিকভাবে একটি পরমাণুতে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ পায় না কেন?
Ο ক) 
পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বলে
Ο খ) 
পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকে বলে
Ο গ) 
পরমাণুতে কোনো আধান থাকে না বলে
Ο ঘ) 
পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে বলে

  সঠিক উত্তর: (ক)

৩৩১.
তড়িৎ বিভব-
i. আধানের প্রবাহ নিয়ন্ত্রণ করে
ii. ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে
iii. হচ্ছে আহিত পরিবাহকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩২.
দুটি বস্তুকে তাপীয়ভাবে সংযুক্ত করলে কী ঘটে?
Ο ক) 
তাপ স্থির থাকে
Ο খ) 
তাপের পরিমাণ সর্বোচ্চ হবে
Ο গ) 
তাপের আধান প্রদান ঘটে
Ο ঘ) 
তাপের পরিমাণ সর্বনিম্ন হবে

  সঠিক উত্তর: (গ)

৩৩৩.
1C মানের দুট আধান পরস্পরকে 9�109N বলে আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
Ο ক) 
9´109m
Ο খ) 
1m
Ο গ) 
9m
Ο ঘ) 
109m

  সঠিক উত্তর: (খ)

৩৩৪.
1NC-1 তড়িৎ তীব্রতার কোনো� বিন্দুতে স্থাপিত কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল ঐ বিন্দুর তীব্রতা এবং স্থাপিত আধানের-
Ο ক) 
10 C
Ο খ) 
1 C
Ο গ) 
5 C
Ο ঘ) 
20 C

  সঠিক উত্তর: (ক)

৩৩৫.
একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
Ο ক) 
উভয়ই ধনাত্মক আধানে
Ο খ) 
উভয়ই ঋণাত্মক আধানে
Ο গ) 
রেশম  ধনাত্মক এবং কাচদন্ড ঋণাত্মক আধানে
Ο ঘ) 
রেশম ঋণাত্মক এবং কাচদন্ড ধনাত্মক আধানে

  সঠিক উত্তর: (ঘ)

৩৩৬.
বলরেখার সংখ্যার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ?
Ο ক) 
ব্যস্তানুপাতিক
Ο খ) 
বর্গের ব্যস্তানুপাতিক
Ο গ) 
সমানুপাতিক
Ο ঘ) 
সমান

  সঠিক উত্তর: (গ)

৩৩৭.
ট্যাংকারে জ্বালানী ভরার আগে কি করা উচিত?
Ο ক) 
ভূমি থেকে বিচ্ছিন্ন
Ο খ) 
ভূমির সাথে সংযোগ
Ο গ) 
ট্যাংকারের ভর কমানো
Ο ঘ) 
ট্যাংকারের ওজন বৃদ্ধি

  সঠিক উত্তর: (খ)

৩৩৮.
30C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 
16.88×1011NC-1
Ο খ) 
1.69×1010NC-1
Ο গ) 
1688NC-1
Ο ঘ) 
16.88×1011N

  সঠিক উত্তর: (ক)

৩৩৯.
ইল্ক-জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
কোনোটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৩৪০.
একটি বস্তুকে আহিত বা তড়িৎ গ্রস্ত করার উপায়-
i. অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
ii. একটি আহিত বস্তুকে বস্তুটির সংস্পর্শে আনলে
iii. একটি আহিত বস্তুকে বস্তুটির কাছাকাছি নিয়ে এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪১.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বায়ুর সংকোচন ও প্রসারণের ফলে মেঘ গর্জন সৃষ্টি হয়
ii. তড়িৎ ক্ষরণের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ পৃথিবীতে আসার নাম বজ্রপাত
iii. বজ্রপাতরে সময় শ্রুত শব্দের নাম বজ্রনাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৪২.

তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান
পরীক্ষণীয় বস্তুর আধান
+
+
+
-
+ or -
অনাস্থিত বস্তু
তিনটি তথ্য বিবৃত করা হলো-
i. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
ii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক হ্রাস পায়
iii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৪৩.
দুটি ধনাত্মক আধানে আহিত বস্তু পরস্পরের উপর কি বলে প্রয়োগ করে?
Ο ক) 
সৌর বল
Ο খ) 
তড়িৎ বল
Ο গ) 
ঘর্ষণ বল
Ο ঘ) 
মহাকর্ষ বল

  সঠিক উত্তর: (খ)

৩৪৪.
নিউক্লিয়াসে কয়টি কণিকা থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

৩৪৫.
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50 V বলতে বুঝায়-
i. 1 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 50 J
ii. 50 C ধনাত্মক আধান ঐ� বিন্দুতে আনতে কৃত কাজ 1 J
iii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 2500 J
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪৬.
5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
Ο ক) 
1.8´10-11NC-1
Ο খ) 
1.8´1011NC-1
Ο গ) 
1.8´1011NC
Ο ঘ) 
1.8´1011C

  সঠিক উত্তর: (খ)

৩৪৭.
ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে-
i. ইবোনাইট দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়
ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৪৮.
কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয় কেন?
Ο ক) 
সিল্ক হালকা বলে
Ο খ) 
সিল্কের পারমানবিক ভর কম বলে
Ο গ) 
সিল্কের ইলেকট্রন আসক্তি কম বলে
Ο ঘ) 
সিল্কের ইলেকট্রন আসক্তি বেশী বলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৪৯.
যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) 
আবিষ্ট আধান
Ο খ) 
অবশিষ্ট আধান
Ο গ) 
আবেশী আধান
Ο ঘ) 
বিভব

  সঠিক উত্তর: (গ)

৩৫০.
মেঘের গর্জনে প্রচন্ড শব্দ হয় কেন?
Ο ক) 
মেঘের কম্পনের  ফলে
Ο খ) 
মেঘে মেঘে ঘর্ষনে উৎপন্ন আয়নের দরূন
Ο গ) 
বায়ুস্তরের অতিদ্রুত সংকোচন প্রসারণের ফলে
Ο ঘ) 
মেঘ বিশানাকৃতির ফলে

  সঠিক উত্তর: (ঘ)

৩৫১.
দুটি আধানযুক্ত ধাতব গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে-
i. বাম গোলক থেকে কিছু আধান ডান গোলকে যেতে পারে
ii. ডান গোলক থেকে কিছু আধান বাম গোলকে যেতে পারে
iii. আধান যেমন ছিল তেমনি থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫২.
সমস্ত প্রক্রিয়াটির ক্ষেত্রে বলা যায়-
i. কাপড়ে ইলেক্ট্রন ঘাটতি ঘটেছে
ii. স্কেল ও দেওয়ালের আকর্ষণের কারণ বিপরীত আধান
iii. দেওয়াল থেকে ইলেকট্রন স্কেলে এসেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৫৩.
স্থির তড়িতের বিপদ হতে পারে-
i. কাপড় পাল্টানোর সময় শক খাওয়া
ii. বজ্রপাত আক্রান্ত হওয়া
iii. বিমানে জ্বালানি ভরতে গেলে বিস্ফোরণ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫৪.
তড়িৎ ক্ষেত্রের রয়েছে-
i. তীব্রতা
ii. রোধ
iii. বিভব
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৫৫.
দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন সূত্র দ্বারা নির্ণয় সম্ভব?
Ο ক) 
নিউটনের সূত্র
Ο খ) 
কুলম্বের সূত্র
Ο গ) 
আইনস্টাইনের সূত্র
Ο ঘ) 
লেনজের সূত্র

  সঠিক উত্তর: (খ)

৩৫৬.
কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুব রাশি C এর একক কোনটি?
Ο ক) 
N-1m2C2
Ο খ) 
Nm2C-2
Ο গ) 
N-1mC2
Ο ঘ) 
Nm2C2

  সঠিক উত্তর: (খ)

৩৫৭.
তড়িৎ বল কোন ধরনের বল?
Ο ক) 
যৌগিক বল
Ο খ) 
মিত্র বল
Ο গ) 
মৌলিক বল
Ο ঘ) 
লব্ধ বল

  সঠিক উত্তর: (গ)

৩৫৮.
যে ধাতব পাতটি রং করতে হবে তাকে কীসের সাথে সংযুক্ত করতে হবে?
Ο ক) 
বিদ্যুৎ লাইন
Ο খ) 
তাপীয় বস্তু
Ο গ) 
ভূমি
Ο ঘ) 
রাবার

  সঠিক উত্তর: (গ)

৩৫৯.
আহিত বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বলরেখার প্রকৃতি-
i. অভিন্ন হয়
ii. ভিন্ন হয়
iii. অনুরূপ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৬০.
নিচের কোনটির সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
তড়িৎবীক্ষণ যন্ত্র
Ο ঘ) 
মাল্টিমিটার

  সঠিক উত্তর: (গ)

৩৬১.
তড়িৎ তীব্রতার একক কোনটি?
Ο ক) 
N
Ο খ) 
NM
Ο গ) 
NM-1
Ο ঘ) 
NC-1

  সঠিক উত্তর: (ঘ)

৩৬২.
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) 
Fα1/d
Ο খ) 
Fα1/d2
Ο গ) 
Fαd
Ο ঘ) 
FαÖd

  সঠিক উত্তর: (খ)

৩৬৩.
তড়িৎ তীব্রতার অপর নাম কী?
Ο ক) 
দুর্বলতা
Ο খ) 
ক্ষমতা
Ο গ) 
ওজন
Ο ঘ) 
সবলতা

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৪.
কোন তড়িৎক্ষেত্রে 30 কুলম্বের একটি চার্জ স্থাপন করলে তা 15 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 20 কুলম্বের একটি আধান স্থাপন করলে বলের মান কত হবে?
Ο ক) 
10 N
Ο খ) 
15 N
Ο গ) 
40 N
Ο ঘ) 
1.5 N

  সঠিক উত্তর: (ক)

৩৬৫.
একটি বস্তুকে আহিত বা তড়িৎগ্রস্ত করার উপায় কোনটি?
Ο ক) 
অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
Ο খ) 
ঋণাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
Ο গ) 
ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
Ο ঘ) 
তড়িৎবীক্ষণ যন্ত্রে প্রবেশ করানো

  সঠিক উত্তর: (গ)

৩৬৬.
কোন বস্তু থেকে 20 C ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনলে ঐ বিন্দুর বিভব 2 ভোল্ট হলে সম্পন্ন কাজ কত হবে?
Ο ক) 
10 J
Ο খ) 
20 J
Ο গ) 
30 J
Ο ঘ) 
40 J

  সঠিক উত্তর: (ঘ)

৩৬৭.
A ও B দুটি আধানের নিরপেক্ষ বিন্দু A এর নিকটবর্তী হলে-
i. A ও B আধানদ্বয় ধনাত্মক
ii. A আধান ক্ষুদ্রতর, B আধান বৃহ্ত্তর
iii. B আধান ক্ষুদ্রতম, A আধান বৃহত্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৬৮.
ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-
i. বেলুনে সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে
ii. দেয়ালে আষ্টি ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে
iii. দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৬৯.
কোথায় কোন আধান স্থাপন করলে সেটি কোন বল লাভ করে না-
Ο ক) 
মেরু বিন্দু
Ο খ) 
লঘু বিন্দু
Ο গ) 
নিরপেক্ষ বিন্দু
Ο ঘ) 
স্থির বিন্দু

  সঠিক উত্তর: (গ)

৩৭০.
নিচের কোন রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রে আধানের গতির দিক নির্ধারিত হয়?
Ο ক) 
তড়িৎ শক্তি
Ο খ) 
তড়িৎ ক্ষমতা
Ο গ) 
তড়িৎ বিভব
Ο ঘ) 
তড়িৎ ক্ষেত্র

  সঠিক উত্তর: (গ)

৩৭১.
দুটি আহিত পরিবাহকের মধ্যে আধানের প্রবাহ নির্ভর করে-
i. আধানের পরিমাণের ওপর
ii. পরিবাহক দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পরিবাহক দুটির বিভবের ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭২.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
ii. বৃষ্টিতে ভেজার চেয়ে ছাতার নিচে থাকা ভালো
iii. বজ্র নিরোধক দন্ডের উপরিভাগ সূচালো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৩.
নিচের তথ্যগুলো লক্ষ্য করি:
i. A প্রান্তের আধানকে আবেশী আধান বলা হয়
ii. B প্রান্তকে পরিবাহী তার দ্বারা ভূসংযোজিত করলে তার আধান বৃষ্টি পায়
iii. C প্রান্তের আধানকে আবিষ্ট আধান বলা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৭৪.
সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে কাচ দণ্ড কোন আধানে আহিত হবে?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋনাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
নিউট্রাল

  সঠিক উত্তর: (ক)

৩৭৫.
কোনটি তড়িৎ তীব্রতার একক?
Ο ক) 
N-1C
Ο খ) 
NC
Ο গ) 
NC-1
Ο ঘ) 
N-1C-1

  সঠিক উত্তর: (গ)

৩৭৬.
ধনাত্মক আধান চলে-
i. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
ii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
iii. ঋণাত্মক আধানের বিপরীত দিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭৭.
ধারকে কীরূপে শক্তি সঞ্চয় করা হয়?
Ο ক) 
আয়ন
Ο খ) 
আধান
Ο গ) 
অণু
Ο ঘ) 
পরমাণু

  সঠিক উত্তর: (খ)

৩৭৮.
ঋণাত্মকভাবে আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের-
i. ধনাত্মক আধান বস্তুর দিকে আসতে নিজেই সম্পন্ন করে
ii. তড়িৎক্ষেত্রের সকল বিন্দুর বিভব� ঋণাত্মক
iii. এ ক্ষেত্রের যে কোন বিন্দুর বিভব ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৭৯.
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের মান হবে-
i. দ্বিগুণ
ii. এক-চতুর্থাংশ
iii. চারগুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৮০.
আধানের পরিমাণ হ্রাস পেলে বলের কি পরিবর্তন হবে?
Ο ক) 
বল বৃদ্ধি পাবে
Ο খ) 
বল স্থির থাকবে
Ο গ) 
বল হ্রাস পাবে
Ο ঘ) 
বল সর্বোচ্চ হবে

  সঠিক উত্তর: (গ)

৩৮১.
পরিবাহকের দুই প্রান্তে বিভব অন্তর বজায় রাখতে হলে কিসের যোগান দিতে হবে?
Ο ক) 
শক্তির
Ο খ) 
বিদ্যুতের
Ο গ) 
ইলেকট্রনের
Ο ঘ) 
পেট্রোলের

  সঠিক উত্তর: (ক)

৩৮২.
পরমাণুর নিউক্লিয়াসে কোনটি আসে?
Ο ক) 
প্রোটন
Ο খ) 
ইলেকট্রন
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
রোধ

  সঠিক উত্তর: (ক)

৩৮৩.
পেট্রোলবাহী ট্রাকে-
i. অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে
ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি রয়েছে
iii. ধাতব শিকল ঝুলানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৪.
তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট দন্ডের-
i. মোট চার্জ পরিবর্তন হয়
ii. মোট চার্জ পরিবর্তন হয় না
iii. দুই প্রান্তে দুই ধরনের চার্জে চার্জিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৫.
দুটি বিপরীত আধানে� আহিত বস্তু পরস্পরকে কী করে?
Ο ক) 
বিকর্ষণ
Ο খ) 
আকর্ষণ
Ο গ) 
দূরে সরে যায়
Ο ঘ) 
ক ও গ

  সঠিক উত্তর: (খ)

৩৮৬.
ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান-
i. গাছের নিচে
ii. ছাতার নিচে
iii. তড়িৎ পরিবাহী ধাতুর কাছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৭.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি
ii. মাটিতে স্পর্শ করলে বিমানের আধান ভূমিতে চলে যায়
iii. বিমানে জ্বালানি ভরার সময় কিছু আধান ভূমিতে চলে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮৮.
কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান-
i. বস্তুদ্বয়ের আকারের উপর নির্ভরশীল
ii. বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল
iii. শূন্যস্থানের জন্য 9�109Nm2C-2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮৯.
তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব পাতগুলো বেশি ফাঁকা থাকে কেন?
Ο ক) 
আধানের পরিমাণ বেশি হয় বলে
Ο খ) 
আধানের পরিমাণ কম হয় বলে
Ο গ) 
ধনাত্মক আধানগ্রস্ত হয় বলে
Ο ঘ) 
আধান নিরপেক্ষ হয় বলে

  সঠিক উত্তর: (ক)

৩৯০.
বজ্রনাদ কী?
Ο ক) 
শব্দ
Ο খ) 
আলো
Ο গ) 
তাপ
Ο ঘ) 
আয়ন

  সঠিক উত্তর: (ক)

৩৯১.
দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিবর্ষণ বলের কোন রেখা বরাবর ক্রিয়া করে?
Ο ক) 
দুটি আধান যে তলে অবস্থিত সে তল বরাবর
Ο খ) 
আধানদ্বয়ের তলের লম্ব বরাবর
Ο গ) 
আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর
Ο ঘ) 
আধানদ্বয়ের সংযোজক বলের কর্ণ বরাবর

  সঠিক উত্তর: (গ)

৩৯২.
তড়িৎ বিভবের একক কোনটি?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
নিউটন/কুলম্ব
Ο গ) 
ভোল্ট
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (গ)

৩৯৩.
তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়-
i. অস্তিত্ব
ii. পরিমাণ
iii. প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৯৪.
কুলম্ব কীসের একক?
Ο ক) 
রোধ
Ο খ) 
আধান
Ο গ) 
বিভব অন্তর
Ο ঘ) 
তড়িৎ বিভব

  সঠিক উত্তর: (খ)

৩৯৫.
আধান নিরপেক্ষ কণা কোনটি?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
নিউট্রন
Ο ঘ) 
আলফা কণা

  সঠিক উত্তর: (গ)

৩৯৬.
প্রত্যেক পদার্থ যে সব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাদের কী বলে?
Ο ক) 
ইলেকট্রন
Ο খ) 
প্রোটন
Ο গ) 
পরমাণু
Ο ঘ) 
নিউট্রিনো

  সঠিক উত্তর: (গ)

৩৯৭.
তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণের ক্ষেত্রে একটি কাচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদন্ডে কোন আধানের উদ্ভব হয়?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ক)

৩৯৮.
তড়িৎবীক্ষণ যন্ত্রে আধানের পরিমাণ বৃদ্ধি পেলে ফাঁক-
Ο ক) 
বৃদ্ধি পাবে
Ο খ) 
হ্রাস পাবে
Ο গ) 
স্থির থাকবে
Ο ঘ) 
সর্বনিম্ন হবে

  সঠিক উত্তর: (ক)

৩৯৯.
অপারেশন থিয়েটারের ডাক্তারদের থাকা উচি-
i. আধানমুক্ত
ii. পরিবাহী জুতা পারে
iii. রাবারের গ্লাভস পরে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০০.
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে কী বলে?
Ο ক) 
তড়িৎ আবেশ
Ο খ) 
তড়িৎ বিভব
Ο গ) 
তড়িৎবীক্ষণ যন্ত্র
Ο ঘ) 
ভোল্টমিটার

  সঠিক উত্তর: (গ)

৪০১.
দুটি সমান ও বিপরীত জাতীয় আধানের ক্ষেত্রে বলরেখার কী ঘটবে?
Ο ক) 
ঋণাত্মক আধান থেকে বের হয়
Ο খ) 
ধনাত্মক আধান থেকে বের হয়
Ο গ) 
দূরে সরে যায়
Ο ঘ) 
ধনাত্মক আধানে প্রবেশ করে

  সঠিক উত্তর: (খ)

৪০২.
অন্তরক পদার্থ নিচের কোনটি?
Ο ক) 
তামা
Ο খ) 
রূপা
Ο গ) 
কাচ
Ο ঘ) 
অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (গ)

৪০৩.
বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?
Ο ক) 
রড
Ο খ) 
বজ্র নিরোধক দন্ড
Ο গ) 
সিমেন্ট
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

৪০৪.
ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড কী আধানে আহিত হয়?
Ο ক) 
ধানাত্মক
Ο খ) 
ঋনাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
ধনাত্মক ও ঋণাত্মক

  সঠিক উত্তর: (খ)

৪০৫.
সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
নিরপেক্ষ
Ο ঘ) 
নিউট্রাল

  সঠিক উত্তর: (খ)

৪০৬.
নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
i. V=JC-1
ii. J=VC
iii. V=J/C
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪০৭.
একই পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা-
Ο ক) 
বিভিন্ন
Ο খ) 
ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
Ο গ) 
ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
Ο ঘ) 
সমান

  সঠিক উত্তর: (ঘ)

৪০৮.
তড়িৎ বিভবের একক কী?
Ο ক) 
JC-1
Ο খ) 
CJ-1
Ο গ) 
NC-1
Ο ঘ) 
JC

  সঠিক উত্তর: (ক)

৪০৯.
তাপীয়ভাবে সংযুক্ত দুটি বস্তুর তাপের প্রবাহ নির্ভর� করে-
i. বস্তুর ভর
ii. তাপের পরিমাণ
iii. তাপমাত্রার উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪১০.
q1=q2=1c ও d=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F এর মান কত?
Ο ক) 
9×109N
Ο খ) 
1N
Ο গ) 
100N
Ο ঘ) 
200N

  সঠিক উত্তর: (ক)

৪১১.
দুটি আধানের গুণফল তিনগুণ হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) 
এক-তৃতীয়াংশ হবে
Ο খ) 
অর্ধেক হবে
Ο গ) 
দ্বিগুণ হবে
Ο ঘ) 
তিনগুণ হবে

  সঠিক উত্তর: (ঘ)

৪১২.
নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
i. কাচদন্ড ও সিল্কের ঘর্ষণে কাচদন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
ii. সিল্কে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
iii. ইবোনাইট দন্ড ও ফ্লানেলের ঘর্ষণে ইবোনাইট দন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪১৩.
সরল ধারক তৈরির ক্ষেত্রে দুটি অন্তরিত ধাতব পাতকে রাখা হয় পরস্পরের-
i. লম্বভাবে
ii. সমান্তরালভাবে
iii. তীর্যকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১৪.
বিদ্যুৎচমকের সময় বায়ুমন্ডলের কী ঘটে?
Ο ক) 
সংকুচিত হয়
Ο খ) 
প্রসারিত হয়
Ο গ) 
শীতল হয়
Ο ঘ) 
গরম হয়

  সঠিক উত্তর: (খ)

৪১৫.
সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
i. দূরত্ব অর্ধেক
ii. দূরত্ব দ্বিগুণ
iii. আধান দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪১৬.
বজ্রপাতের সময়-
i. দুটি তড়িতাহিত মেঘ কাছাকাছি এলে বিরাট অগ্নিস্ফলিংগ হয়
ii. সৃষ্ট তড়িৎ তড়িৎক্ষরনের মাধ্যমে পৃথিবীতে চলে আসে
iii. বজ্রনাদে প্রচন্ড শব্দ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪১৭.
ঋণাত্মক ভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে-
i. বস্তুটি নিস্তরিত হয়
ii. বস্তু হতে ইলেকট্রন ভূমিতে চলে আসে
iii. ভূমি হতে ইলেক্ট্রন বস্তুতে আসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪১৮.
সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1m দূরত্বে থেকে পরস্পর পরস্পরের উপর যদি 9�109N বলে বিকর্ষণ করে তবে আধান দুটির প্রত্যেকের আধানের পরিমাণ কত?
Ο ক) 
1 কুলম্ব
Ο খ) 
9´109 কুলম্ব
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
2 কুলম্ব

  সঠিক উত্তর: (ক)

৪১৯.
তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
ভোল্ট
Ο গ) 
ওহম
Ο ঘ) 
নিউটন/কুলম্ব

  সঠিক উত্তর: (ঘ)

৪২০.
আমরা কাপড় পাল্টানোর সময় বৈদ্যুতিক শক্ অনুভব করি কেন?
Ο ক) 
পরিধেয় কাপড় তড়িৎ সুপরিবাহক বলে
Ο খ) 
পরিধেয় কাপড় অন্তরক বলে
Ο গ) 
ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় অনাহিত হয় বলে
Ο ঘ) 
ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় আহিত হয় বলে

  সঠিক উত্তর: (ঘ)

৪২১.
স্প্রে গান�� থেকে কোনটি নির্গত হয়?
Ο ক) 
নিরপেক্ষ কণা
Ο খ) 
আহিত কণা
Ο গ) 
অনাহিত কণা
Ο ঘ) 
চার্জহীন কণা

  সঠিক উত্তর: (খ)

৪২২.
ফটোকপিয়ারে থাকে-
i. ঘূর্ণায়মান ড্রাম
ii. কার্বনের পাউডার বালি
iii. হালকা সোনার দণ্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪২৩.
নিরপেক্ষ স্থানকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) 
Ο
Ο খ) 
Φ
Ο গ) 
χ
Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৪২৪.
পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কত ধরনের কণা থাকে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৪২৫.
কোন দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হল এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
Ο ক) 
দ্বিগুণ হবে
Ο খ) 
এক চতুর্থাংশ হবে
Ο গ) 
চারগুণ হবে
Ο ঘ) 
অর্ধেক হবে

  সঠিক উত্তর: (খ)

৪২৬.
দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তনের ক্ষেত্রে এদের মধ্যবর্তী বলের মান-
i. দূরত্ব বৃদ্ধিতে হ্রাস পাবে
ii. দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পাবে
iii. অর্ধেক দূরত্বের জন্য চারগুণ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪২৭.
টোনার কী?
Ο ক) 
তরল কালি
Ο খ) 
কালির টুকরা
Ο গ) 
পাউডার কালি
Ο ঘ) 
কালির বক্স

  সঠিক উত্তর: (গ)

৪২৮.
নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
i. F=Cq1q2/d
ii. C=Fq1q2/d2
iii. C=Fd/q1q2
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪২৯.
একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?
Ο ক) 
3600
Ο খ) 
2700
Ο গ) 
1800
Ο ঘ) 
900

  সঠিক উত্তর: (ঘ)

৪৩০.
কোন বিন্দুর বিভব ধনাত্মক হলে-
i. ধনাত্মক আধান ঐ বিন্দুর দিকে আসলে শক্তি লাভ করে
ii. ঐ বিন্দুর দিকে ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হয়
iii. ধনাত্মক ও ঐ বিন্দুর মধ্যে বিকর্ষন বল কাজ করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড়ো নিচের ৩টি প্রশ্নের� উত্তর দাও:
ক্ষুদে বিজ্ঞানী ফারজানা ময়লাযুক্ত একটি প্লাস্টিকের স্কেলকে কাপড় দিয়ে পরিষ্কার করে টেবিলের উপর রাখলে। ঘরের দেওয়াল স্কেলের কাছাকাছি থাকায় স্কেলটি দেওয়ালের সাথে লেগে গেল। সে খুবই বিস্মিত হল।
৪৩১.
প্লাস্টিকের স্কেলটি কী ধরনের চার্জে চার্জিত হয়েছে?
Ο ক) 
ধনাত্মক
Ο খ) 
ঋণাত্মক
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
নিরপেক্ষ

  সঠিক উত্তর: (খ)

৪৩২.
স্কেল ও দেয়ালের মধ্যে সংঘটিত প্রক্রিয়াটি কী?
Ο ক) 
তড়িৎবীক্ষণ
Ο খ) 
তড়িৎক্ষরণ
Ο গ) 
তড়িৎ আবেশ
Ο ঘ) 
নিস্তরিতকরণ

  সঠিক উত্তর: (গ)

1 টি মন্তব্য:

  1. আমার একটি প্রশ্ন আছে,"দুইটি চার্জিত বস্তুর ভরের গুণফল দ্বিগুণ করলে এবং মধ্যেবতী দূরত্ব দ্বিগুণ করলে বলের কীরূপ পরিবর্তন হব?"এর উত্তর ব্যাখ্যাসহ দিলে খুব উপকৃত হতাম

    উত্তরমুছুন