এস.এস.সি ||
ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় - ১৩: কেন্দ্রীয় ব্যাংক |
১. |
নেতার মতো দেশের ব্যাংকিং রাজত্ব শাসন করে কোন ব্যাংক? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
আন্তর্জাতিক অর্থ তহবিল |
Ο ঘ) |
এশিয়ান উন্নয়ন ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
২. |
আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? |
Ο ক) |
রিজার্ভ ব্যাংক অব আমেরিকা |
Ο খ) |
রিকস ব্যাংক অব আমেরিকা |
Ο গ) |
ফেডারেল রিজার্ভ সিস্টেম |
Ο ঘ) |
মারফেজ ব্যাংকাসী |
সঠিক উত্তর: (গ)
৩. |
কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এ ঋণ নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি কোনটি? |
Ο ক) |
নৈতিক প্ররোচনা |
Ο খ) |
সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান |
Ο গ) |
বিশ্ব ব্যাংকের পরামর্শ গ্রহণ |
Ο ঘ) |
অধীনস্থ ব্যাংকসমূহের মতামত গ্রহণ |
সঠিক উত্তর: (ক)
৪. |
অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয় কেন? |
Ο ক) |
পণ্যের বাহিদা বৃদ্ধির জন্য |
Ο খ) |
পণ্যের চাহিদা হ্রাসের জন্য |
Ο গ) |
মূল্যস্তরের অস্থিতিশীলতার জন্য |
Ο ঘ) |
চাহিদা ভারসাম্যহীনতার জন্য |
সঠিক উত্তর: (গ)
৫. |
তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কোনটি সৃষ্টি হয়? |
Ο ক) |
খদ্দের সম্পর্ক |
Ο খ) |
নির্দেশক সম্পর্ক |
Ο গ) |
নক্ষীতা সম্পর্ক |
Ο ঘ) |
চলমান সম্পর্ক |
সঠিক উত্তর: (খ)
৬. |
বাংলাদেশ ব্যাংক সাধারণত কোন ব্যাংককে নিকাশঘর ব্যবস্থার নিষ্পত্তিকারক হিসেবে দায়িত্ব থাকে? |
Ο ক) |
জনতা ব্যাংক |
Ο খ) |
সোনালী ব্যাংক |
Ο গ) |
অতালিকাভুক্ত ব্যাংক |
Ο ঘ) |
কৃষি ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৭. |
কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সহজ বিনিময় মাধ্যম? |
Ο ক) |
হুন্ডি |
Ο খ) |
চেক |
Ο গ) |
প্রত্যয়পত্র |
Ο ঘ) |
চালান |
সঠিক উত্তর: (ক)
৮. |
কেন্দ্রীয় ব্যাংক কী জাতীয় প্রতিষ্ঠান? |
Ο ক) |
মুনাফাভোগী |
Ο খ) |
অমুনাফাভোগী |
Ο গ) |
সেবামূলক |
Ο ঘ) |
স্বায়ত্তশাসিত |
সঠিক উত্তর: (খ)
৯. |
কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার কীরূপ বিনিময় হার সৃষ্টিকরে? |
Ο ক) |
সম্মানজনক |
Ο খ) |
সুবিধাজন |
Ο গ) |
সাময়িক |
Ο ঘ) |
সংকোচনমূলক |
সঠিক উত্তর: (ক)
১০. |
ব্যাংক অব ইংল্যান্ড প্রতিষ্ঠার পেছনে কার ভূমিকা ছিল মুখ্য? i. ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম প্যাটারসন ii. ইতালি থেকে প্রত্যায়গত কয়েকজন ইহুদি ব্যবসায়ী iii. কয়েকজন আমেরিকান ব্যবসায়ী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১. |
কেন্দ্রীয় ব্যাংক কোন পদ্ধতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রন করে? i. ব্যাংক হার নীতি ii. জমার হার পরিবর্তন iii. নৈতিক প্ররোচনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
১২. |
কেন্দ্রীয় ব্যাংক সরকারকে- i.স্বল্পমেয়াদি ঋণ দেয় ii. মধ্যমেয়াদি ঋণ দেয় iii. দীর্ঘমেয়াদি ঋণ দেয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৩. |
বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বর প্রতীক- |
Ο ক) |
সোনালী ব্যাংক লি. |
Ο খ) |
গ্রামীণ ব্যাংক লি. |
Ο গ) |
ব্র্যাক ব্যাংক লি. |
Ο ঘ) |
বাংলাদেশ ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
১৪. |
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে রয়েছে- i. সাধারণ� কার্যাবলি ও সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলি ii. অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলি iii. উন্নয়নমূলক কার্যাবলি ও অন্যান্য কার্যাবলি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫. |
বাণিজ্যি ও কেন্দ্রীয় ব্যাংকসমূহের মধ্যে কার্যবিবরণীর মাধ্যমে কোনটি গড়ে ওঠে? |
Ο ক) |
বন্ধুত্ব |
Ο খ) |
সেতুবন্ধন |
Ο গ) |
নির্ভরশীলতা |
Ο ঘ) |
ব্যবসায় |
সঠিক উত্তর: (খ)
১৬. |
তিনটি প্রধান বিভাগের মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত হয়। বিভাগগুলো হল- i. ইস্যু, ব্যাংকিং ও কৃষি ঋণ ii. ইস্যু, ব্যাংকিং ও শিল্প ঋণ iii. ইস্যু, ব্যাংকিং ও বৈদেশিক ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
iii |
Ο খ) |
ii |
Ο গ) |
i |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (গ)
১৭. |
কারা কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার কাজ করে? |
Ο ক) |
ব্যাংকের সিন্ডিকেট সদস্যবৃন্দ |
Ο খ) |
অর্থনীতিবিদদের সংগঠন |
Ο গ) |
অর্থমন্ত্রণালেয়ে গঠিত কমিটি |
Ο ঘ) |
ব্যবস্থাপনা পর্ষদ |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
কোন ব্যাংক অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে জন্ম লাভ করে? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
একক ব্যাংক |
Ο ঘ) |
আন্তর্জাতিক ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
১৯. |
কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হল- i. অর্থনৈতিক উন্নয়ন ii. তহবিল সংরক্ষণ iii. মুদ্রার মান নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
২০. |
বাংলাদেশে ব্যাংকে গভর্নরের পরবর্তী পদমর্যাদায় কার অবস্থান? |
Ο ক) |
নির্বাহী পরিচালক |
Ο খ) |
অর্থনৈতিক উপদেষ্টা |
Ο গ) |
মহাব্যবস্থাপক |
Ο ঘ) |
ডেপুটি গভর্নর |
সঠিক উত্তর: (ঘ)
২১. |
বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোকে আইন-শৃঙ্খলে আবদ্ধ রাখে কোনটি? |
Ο ক) |
বাংলাদেশে ব্যাংক |
Ο খ) |
সোনালী ব্যাংক |
Ο গ) |
সাংগঠনিক ব্যাংক |
Ο ঘ) |
ইসলামি ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
২২. |
কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য হচ্ছে- i. মদ্রাবাজারকে সুসংগঠিত করা ii. দ্রব্যমূল্য হ্রাস করা iii. নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩. |
কেন্দ্রীয় ব্যাংক কাদের সাথে সরকারের সম্পর্কে স্থাপন করে? i. সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংকের উর্ধ্বতন কর্তা iii. অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪. |
দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট কোনটি? |
Ο ক) |
গ্রামীণ ব্যাংক |
Ο খ) |
একক ব্যাংক |
Ο গ) |
বৈদেশিক ব্যাংক |
Ο ঘ) |
কেন্দ্রীয় ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
২৫. |
কেন্দ্রীয় ব্যাংখ বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে কেন? |
Ο ক) |
মূলধন সরবরাহের উদ্দেশ্যে |
Ο খ) |
ব্যবসায়িক উদ্দেশ্য |
Ο গ) |
দেশের কল্যাণের উদ্দেশ্য |
Ο ঘ) |
আন্তর্জাতিক উদ্দেশ্যে |
সঠিক উত্তর: (ক)
২৬. |
ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক কোনটি? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
কেন্দ্র্রীয় ব্যাংকের গভর্নর |
Ο গ) |
সরকার |
Ο ঘ) |
বিদেশি সংস্থা |
সঠিক উত্তর: (ক)
২৭. |
কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে |
Ο খ) |
পরিচালনা পর্ষদের মাধ্যমে |
Ο গ) |
ব্যাংকের মূলধনের মাধ্যমে |
Ο ঘ) |
ঋণ প্রদানের মাধ্যমে |
সঠিক উত্তর: (ক)
২৮. |
প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমেকেন্দ্রীয় ব্যাংক কোন কাজটি সম্পাদন করে? |
Ο ক) |
সম্পদের সুষম বন্টন |
Ο খ) |
মূলধন গঠন |
Ο গ) |
ঋণদান কর্মসূচি বাস্তবায়ন |
Ο ঘ) |
অর্থনৈতিক উন্নয়ন |
সঠিক উত্তর: (ক)
২৯. |
কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন উৎস হিসেবে কাজ করে? |
Ο ক) |
ঋণের উৎস |
Ο খ) |
তহবিলের উৎস |
Ο গ) |
সঞ্চয়ের উৎস |
Ο ঘ) |
বিনিয়োগের উৎস |
সঠিক উত্তর: (ক)
৩০. |
কোনটির কর্তৃক থেকে দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? |
Ο ক) |
রাষ্ট্রের |
Ο খ) |
জনগণের |
Ο গ) |
ব্যাংকের |
Ο ঘ) |
সমাজের |
সঠিক উত্তর: (ক)
৩১. |
সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী ব্যাংক কোনটি? |
Ο ক) |
সমবায় ব্যাংক |
Ο খ) |
কৃষি ব্যাংক |
Ο গ) |
শিল্প ব্যাংক |
Ο ঘ) |
কেন্দ্রীয় ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পিত লক্ষ্য কোনটি? |
Ο ক) |
ব্যাংক হার বৃদ্ধি করা |
Ο খ) |
নির্বাহী পরিষদ গঠন করা |
Ο গ) |
নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা |
Ο ঘ) |
সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা |
সঠিক উত্তর: (ঘ)
৩৩. |
কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে- i. তারল্য ii. বিধিবদ্ধ রিজভি iii. ঋণদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৩৪. |
অর্থবাজারকে স্থিতিশীল করা হয় কীভাবে? |
Ο ক) |
ঋণ নিয়ন্ত্রণ করে |
Ο খ) |
মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে |
Ο গ) |
জনকল্যাণমূলক কাজ করে |
Ο ঘ) |
মূলধন গঠনে সাহায্য করে |
সঠিক উত্তর: (ক)
৩৫. |
কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল- i. নোট ও মুদ্রার প্রচলন ii. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ iii. হিসাব সংরক্ষণ ও জমা রাখা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি নিচের কোনটি? |
Ο ক) |
জমার হার পরিবর্তন নীতি |
Ο খ) |
ঋণের বরাদ্দকরণ নীতি |
Ο গ) |
ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ |
Ο ঘ) |
জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
কোনটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত হয়? |
Ο ক) |
পরিচালনা পর্ষদ |
Ο খ) |
প্রতিনিধি পর্ষদ |
Ο গ) |
উচ্চ প্রতিনিধি পর্ষদ |
Ο ঘ) |
অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
‘Lender of the last resort' বলা হয় কাকে? |
Ο ক) |
সোনালী ব্যাংক |
Ο খ) |
বশ্বি ব্যাংক |
Ο গ) |
বাংলাদেশ ব্যাংক |
Ο ঘ) |
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৩৯. |
কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক ঋণ পদ্ধতির মধ্য রয়েছে- i. ব্যাংক হার নীতি ii. ঋণের বরাদ্দকরণ নীতি iii. খোলাবাজার নীতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪০. |
বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য- i. আমদানিকে দেশের অর্থনীতির অনূকূলে রাখতে ii. রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে iii. শেয়ারবাজারকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪১. |
কেন্দ্রীয় ব্যাংক যে সকল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে তা হলো- i. ব্যাংক হার নীতি ii. জমার হার পরিবর্তন iii. নৈতিক প্ররোচনা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪২. |
মুদ্রাবাজার কোন ব্যাংকের ইচ্ছা ও গতিতে চলে? |
Ο ক) |
বাংলাদেশ ব্যাংক |
Ο খ) |
সোনালী ব্যাংক |
Ο গ) |
জনতা ব্যাংক |
Ο ঘ) |
রুপালী ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
৪৩. |
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দাুয়িত্ব পালন করেন? |
Ο ক) |
ডেপুটি গভর্নর |
Ο খ) |
নির্বাহী পরিচালক |
Ο গ) |
অর্থনৈতিক উপদেষ্টা |
Ο ঘ) |
গভর্নর |
সঠিক উত্তর: (ঘ)
৪৪. |
কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে? i. চেক ii. মুদ্রা ও বিল iii. হুন্ডি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৪৫. |
বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডকে বিভাগত্তিক ভাগ করা যায়- i. প্রশাসনিক বিভাগ ii.নোট ইস্যু বিভাগ iii. বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৬. |
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের কী? |
Ο ক) |
অভিভাবক |
Ο খ) |
হিসাবরক্ষক |
Ο গ) |
ব্যবস্থাপক |
Ο ঘ) |
গভর্নর |
সঠিক উত্তর: (ক)
৪৭. |
কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
গোষ্ঠী উন্নয়ন ব্যাংক |
Ο গ) |
কৃষি ব্যাংক |
Ο ঘ) |
বাংলাদেশ ব্যাংক |
সঠিক উত্তর: (ঘ)
৪৮. |
বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো রাষ্ট্রের বা সরকারের মালিকানায় থাকা উচিত- i. কেন্দ্রীয়ভাবে দেশের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য ii. নোট ও মুদ্রা প্রচলনের একক নীতি ও মান রক্ষার জন্য iii. মুনাফা অর্জন করার জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
iii |
Ο খ) |
i |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪৯. |
কোন ব্যাংক নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করে? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
কৃষি ব্যাংক |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο ঘ) |
ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৫০. |
কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়? |
Ο ক) |
ব্যাংক গ্রাহক |
Ο খ) |
ব্যাংকার-মক্কেল |
Ο গ) |
মক্কেলে-ব্যাংকার |
Ο ঘ) |
ব্যাংকার-ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৫১. |
মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে কোন ব্যাংক? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
সরকারি ব্যাংক |
Ο গ) |
বেরকারি ব্যাংক |
Ο ঘ) |
গ্রামীণ ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
৫২. |
বাংলাদেশ ব্যাংক-এর পূর্ব নাম কী? |
Ο ক) |
পূর্ববঙ্গ ব্যাংক |
Ο খ) |
স্টেট ব্যাংক অব পাকিস্তান |
Ο গ) |
মুসলিম কমার্শিয়াল ব্যাংক লি. |
Ο ঘ) |
পাকিস্তান ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৫৩. |
কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কোন ধরনের মালিকানায় থাকে? |
Ο ক) |
বেসরকারি |
Ο খ) |
সরকারি |
Ο গ) |
আন্তর্জাতিক |
Ο ঘ) |
ব্যক্তিগত |
সঠিক উত্তর: (খ)
৫৪. |
সবুর গ্রামের অবহেলিত শ্রেণির দরিদ্র চাষী স্বপ্নীল। ব্যাংক যে সকল
তদারকির মাধ্যমে এ শ্রেণিকে অর্থনৈতিক মুক্তি প্রদান করে তা হলো- i. পল্লি ঋণ প্রকল্প ii. বিশেষ ঋণ প্রকল্প iii. বাণিজ্যিক ঋণ প্রকল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৫৫. |
সরল ব্যাংকের ব্যাংকার কোন ব্যাংক? |
Ο ক) |
শিল্প ব্যাংক |
Ο খ) |
সরকারি ব্যাংক |
Ο গ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο ঘ) |
স্বায়ত্ত শাসিত ব্যাংক |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কোনটি দূরীকরণ সম্ভব? |
Ο ক) |
দক্ষতা |
Ο খ) |
বেকারত্ব |
Ο গ) |
সৃজনশীলতা |
Ο ঘ) |
বিলাসিতা |
সঠিক উত্তর: (খ)
৫৭. |
কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার স্থিতিশীলতা সংরক্ষণের চেষ্টা চালায় কীভাবে? |
Ο ক) |
তারল্য রক্ষা ব্যবস্থার মাধ্যমে |
Ο খ) |
দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে |
Ο গ) |
বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের মাধ্যমে |
Ο ঘ) |
সমাজ গঠনে দেশীয় মুদ্রার ওপর উদ্বুদ্ধ করে |
সঠিক উত্তর: (গ)
৫৮. |
একটি দেশের মুদ্রার বিনিময় হার কীসের ওপর নির্ভরশীল? |
Ο ক) |
বৈদেশিক মুদ্রার রিজার্ভ |
Ο খ) |
বৈদেশিক মুদ্রার সংরক্ষণ |
Ο গ) |
দেশীয় মুদ্রার রিজার্ভ |
Ο ঘ) |
দেশীয় মুদ্রার সংরক্ষণ |
সঠিক উত্তর: (ক)
৫৯. |
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা পাওয়া যায়- i. বাজারে ব্যাংক ঋণের পরিনমাণ কাতম্য মাত্রায় বজায় রাখা ii. বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ iii. তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী ক্ষেত্র নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬০. |
ব্যাংক হার বৃদ্ধির কুফল কী? |
Ο ক) |
রপ্তানি বৃদ্ধি |
Ο খ) |
আমদানি হ্রাস |
Ο গ) |
উৎপাদন হ্রাস |
Ο ঘ) |
দ্রব্যমূল্য হ্রাস |
সঠিক উত্তর: (গ)
৬১. |
সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা্ কেন্দ্রীয় ব্যাংকের কী? |
Ο ক) |
উদ্দেশ্য |
Ο খ) |
বৈশিষ্ট্য |
Ο গ) |
কার্যক্রম |
Ο ঘ) |
লক্ষ্য |
সঠিক উত্তর: (ঘ)
৬২. |
কোন ব্যাংক সরকারি ঋণের তদারক করে? |
Ο ক) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο গ) |
বিশেষায়িত ব্যাংক |
Ο ঘ) |
বৈদেশিক ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
৬৩. |
বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি? |
Ο ক) |
স্বায়ত্তশাসিত ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
খুচরা ব্যাংক |
Ο ঘ) |
গ্রামীণ ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৬৪. |
সরকার কখন কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে? |
Ο ক) |
আর্থিক সংকটের সময় |
Ο খ) |
বাজেট তৈরির সময় |
Ο গ) |
নির্বাচনের সময় |
Ο ঘ) |
সংসদের অধিবেশন শুরুর সময় |
সঠিক উত্তর: (ক)
৬৫. |
বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক কোনটি বাস্তবায়ন করে? |
Ο ক) |
আন্তর্জতিক চুক্তি স্বাক্ষর |
Ο খ) |
সম্পদ বাস্তবায়ন চুক্তি |
Ο গ) |
রাজনৈতিক উদ্দেশ্য |
Ο ঘ) |
সরকারের নীতি |
সঠিক উত্তর: (ঘ)
৬৬. |
বাংলাদেশ ব্যাংকের বিভাগের মধ্যে রয়েছে- i. গবেষণা বিভাগ ii. জনসংযোগ ও প্রকাশনা বিভাগ iii. নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
বাংলাদেশ ব্যাংকের কোন কর্মকান্ড বিভিন্ন দিক নির্দেশনায় ভূমিকা রাখে? |
Ο ক) |
প্রচারমূলক |
Ο খ) |
গবেষণামূলক |
Ο গ) |
অর্থনীতিমূলক |
Ο ঘ) |
সেবামূলক |
সঠিক উত্তর: (খ)
৬৮. |
‘হিসাব সংরক্ষণ’ কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোকে আইন-শৃঙ্খলে আবদ্ধ রাখে কোনটি? |
Ο ক) |
বাংলাদেশ ব্যাংক |
Ο খ) |
সোনালী ব্যাংক |
Ο গ) |
সাংগঠনিরক ব্যাংক |
Ο ঘ) |
ইসলামি ব্যাংক |
সঠিক উত্তর: (ক)
৬৯. |
কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকেই পালন করে আসছে- i. মূলধন গঠন ii. মুদ্রা প্রচলন iii. ঋণ নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (গ)
৭০. |
নতুন ব্যাংক প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের করণীয় হলো- i. ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদান ii. ব্যাংকে অর্থ প্রদান iii. ব্যাংককে তালিকাভুক্তকরণের কাজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭১. |
কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোন ধরনের হিসাব সংরক্ষণ করে? |
Ο ক) |
আয়-ব্যায় হিসাব |
Ο খ) |
সম্পত্তিবাচক হিসাব |
Ο গ) |
দেনার হিসাব |
Ο ঘ) |
পাওনার হিসাব |
সঠিক উত্তর: (ক)
৭২. |
‘Handle Govt. Transaction’ কথাটি কোন ব্যাংকের জন্যে প্রযোজ্য? |
Ο ক) |
সঞ্চয়ী ব্যাংক |
Ο খ) |
কেন্দ্রীয় ব্যাংক |
Ο গ) |
বন্ধকী ব্যাংক |
Ο ঘ) |
সরকারি ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৭৩. |
সপ্তদশ শতাব্দীতে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের প্রয়োজন হয় কেন? |
Ο ক) |
ব্যাংকের বাবির্ভাব হওয়ায় |
Ο খ) |
সরকার গঠন হওয়ায় |
Ο গ) |
মুদ্রার আবির্ভাব হওয়ায় |
Ο ঘ) |
জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি হওয়ায় |
সঠিক উত্তর: (ক)
৭৪. |
ঊনবিংশ শতকে� শিল্প বিপ্লবের ফলে ব্যবসায়ের জগতে রাতারাতি যে উন্নয়ন
ত্বরান্বিত হয় তার সাথে তাল মিলিয়ে েইউরোপ ও অন্যান্য দেশে কেন্দ্রীয়
ব্যাংক প্রতিষ্ঠিত হয়। i. যৌথমালিকানায় ii. সরকারি মালিকানায় iii. একক মালিকানায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (ক)
৭৫. |
তুরস্ক ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? i. সেন্ট্রাল ব্যাংক অব ইজিপ্ট ii. মারফেজ ব্যাংককাসী iii. ব্যাংক মারকাজী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
ii |
Ο ঘ) |
iii |
সঠিক উত্তর: (খ)
৭৬. |
কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্য কোনটি? |
Ο ক) |
হিসাব নিরীক্ষণ |
Ο খ) |
উপদেষ্টা ও প্রতিনিধিত্ব করা |
Ο গ) |
রিপোর্ট তৈরি ও প্রকাশনা |
Ο ঘ) |
মুদ্রামান সংরক্ষণ |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
কেন্দ্রী ব্যাংক রাষ্ট্রী মালিকানায় থাকা উচিত কেননা - i. আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ii. জাতীয় অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণ iii. বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ঢাকা ক্লাবে বাণিজ্যিক ব্যাংকের এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার বক্তৃতায় বলেন, কেন্দ্রীয় ব্যাংক জাতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরূপ, যা দেশের সকল অর্থনৈতিক কার্যাবলিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। গাছের শাখা যেমন কান্ডের সাহায্যে ছাড়া পরিস্ফুটিত ও পল্লবিত হতে পারে না, তেমনি দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় সাহায্য ছাড়া প্রগতির পথে অগ্রসর� হতে পারে না। |
৭৮. |
কেন্দ্রীয় ব্যাংককে জতীয় অর্থনীতির স্নায়ুকেন্দ্রস্বরুপ বলার কারণ কী? i. মুদ্রার সঠিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ii. সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন ও পণ্যমূল্য স্থিতিশীল রাখা iii. মুদ্রার মান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৯. |
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? |
Ο ক) |
৩ |
Ο খ) |
৪ |
Ο গ) |
৫ |
Ο ঘ) |
৬ |
সঠিক উত্তর: (ক)
৮০. |
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? |
Ο ক) |
মুদ্রার ব্যবস্থাপনা |
Ο খ) |
অর্থনীতিকে সচল ও সক্ষম রাখা |
Ο গ) |
ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন |
Ο ঘ) |
বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ |
সঠিক উত্তর: (খ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন