NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || পদার্থ বিজ্ঞান অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া


এস.এস.সি    ||    পদার্থ বিজ্ঞান
অধ্যায় - ১২: তড়িতের চৌম্বক ক্রিয়া


১.
বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি কীসের দ্বারা যুক্ত থাকে?
Ο ক) 
আর্মেচার
Ο খ) 
তড়িৎ উৎস
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

২.
জেনারেটর কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৩.
আবিষ্ট তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় –
i. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে
ii. চুম্বককে বা তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে
iii. তার কুন্ডলীর পাক বা পেচের সংখ্যা বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪.
জেনারেটরের প্রকারভেদগুলো হচ্ছে –
i. এসি জেনারেটর
ii. ডিসি জেনারেটর
iii. মাল্টি জেনারেটর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫.
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তড়িচ্চালক শক্তি সৃষ্টি করতে পারে এটি সর্বপ্রথম দেখান কে?
Ο ক) 
জোসেফ হেনরি
Ο খ) 
নিউটন
Ο গ) 
মাইকেল ফ্যারাডে
Ο ঘ) 
লেঞ্জ

  সঠিক উত্তর: (গ)

৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কার্বন ব্রাশ বিভক্ত বলয় ও তড়িৎ উৎসের মধ্যে সম্পর্ক স্থাপন করে
ii. ঘূর্ণন গতির জড়তার কারণে তড়িৎ প্রবাহ না হলেও ঘূর্ণন অব্যাহত থাকে
iii. তড়িৎ প্রবাহ কমালে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আর্মেচার চুম্বকায়িত হয়
ii. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধিতে আর্মেচারের ভূমিকা রয়েছে
iii. আর্মেচারের মেরুকে কাছাকাছি এনে গুণনকে বৃদ্ধি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮.
ট্রান্সফর্মার নিচে কোনটির রূপান্তর করে?
Ο ক) 
ক্ষমতা
Ο খ) 
ভোল্টেজ
Ο গ) 
তড়িৎ প্রবাহ
Ο ঘ) 
ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ

  সঠিক উত্তর: (ঘ)

৯.
তড়িৎ মোটরে অবিরত ঘূর্নন বিদ্যমান থাকার কারণ –
i. গতি জড়তা
ii. তাড়িত চৌম্বক বল
iii. U-আকৃতির চুম্বক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০.
তড়িৎ প্রবাহ না হলেও ঘূর্ণন অব্যাহত থাকে কেন?
Ο ক) 
ঘূর্ণন বলের কারণে
Ο খ) 
ঘূর্ণন গতির জড়তার কারণে
Ο গ) 
পৃষ্ঠটানের কারণে
Ο ঘ) 
আকর্ষণ বলের কারণে

  সঠিক উত্তর: (খ)

১১.
ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় দ্বিতীয় কুন্ডলীতে ব্যবহৃত হয় –
i. ব্যাটারী
ii. পরিবর্তনশীল রোধ
iii. টেপাচাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
নিচের কোন বিজ্ঞানী আমেরিকার নাগরিক?
Ο ক) 
জগদীশচন্দ্র বসু
Ο খ) 
এইচ.এস.ই. লেঞ্জ
Ο গ) 
চন্দ্রশেখর রমন
Ο ঘ) 
জোসেফ হেনরী

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
কাছাকাছি বা ঘনসন্নিবিষ্ট অনেকগুলো পেঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুন্ডলী আমাদেরকে বুঝিয়ে দেয় –
i. ট্রান্সফর্মার
ii. ট্রানজিস্টর
iii. সলিনয়েড
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪.
ট্রান্সফর্মারের কুন্ডলীদ্বয়ের শক্তি এদের পাক সংখ্যার –
Ο ক) 
ব্যস্তানুপাতিক
Ο খ) 
সমানুপাতিক
Ο গ) 
বর্গমূলের ব্যস্তানুপাতিক
Ο ঘ) 
বর্গের সমানুপাতিক

  সঠিক উত্তর: (খ)

১৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে
ii. জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে
iii. জেনারেটর সাধারণত দুই প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে?
Ο ক) 
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া
Ο খ) 
তাড়িতচৌম্বক আবেশ
Ο গ) 
পারস্পরিক আবেশ
Ο ঘ) 
স্ব-আবেশ

  সঠিক উত্তর: (খ)

১৭.
তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোনটি চুম্বকায়িত হয়?
Ο ক) 
আর্মেচার
Ο খ) 
ব্রাশ
Ο গ) 
কম্যুটেটর
Ο ঘ) 
বিভক্ত বলয়

  সঠিক উত্তর: (ক)

১৮.
তাড়িতচৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে কয়টি পরীক্ষা করেছিলেন?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (খ)

১৯.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মাইকেল ফ্যারাডে ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন
ii. জোসেফ হেনরি অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ছিলেন
iii. এইচ.এফ.ই লেঞ্জ রাশিয়ার বিজ্ঞানী ছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

২০.
কম্যুটেটর কি দ্বারা তৈরি?
Ο ক) 
তামা
Ο খ) 
লোহা
Ο গ) 
ইস্পাত
Ο ঘ) 
পিতল

  সঠিক উত্তর: (ক)

২১.
কোনো চুম্বককে পরিবর্তী বৈদ্যুতিক প্রবাহ (AC) দ্বারা সংযুক্ত করলে কী হয়?
Ο ক) 
চুম্বকত্ব নষ্ট হয়
Ο খ) 
চুম্বকত্ব বৃদ্ধি পায়
Ο গ) 
মেরুতে শক্তি বৃদ্ধি পায়
Ο ঘ) 
মেরুতে শক্তি হ্রাস পায়

  সঠিক উত্তর: (ক)

২২.
তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে কোনটি তৈরি করা হয়?
Ο ক) 
মোটর
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
ট্রান্সফরমার
Ο ঘ) 
সলিনয়েড

  সঠিক উত্তর: (ক)

২৩.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ বাড়ালে মোটরের ক্ষমতা কমবে
ii. কয়েলের দৈর্ঘ্য বাড়ালে মোটরের দ্রুতি বাড়বে
iii. কয়েলের পেঁচ সংখ্যা বেশি হলে মোটরের ক্ষমতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
মোটরকে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে চলতে সহায়তা করে কোনটি?
Ο ক) 
ব্রাশ
Ο খ) 
আর্মেচার
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
কম্যুটেটর

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
ইস্পাতের ভারী জিনিস উঠানাম করার ক্রেন তৈরিতে কী ব্যবহার করা হয়?
Ο ক) 
দন্ডচুম্বক
Ο খ) 
টাংস্টেন ধাতু
Ο গ) 
ডায়নামো
Ο ঘ) 
তাড়িত চৌম্বক

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত তামার আয়তাকার কুন্ডলীকে কী বলে?
Ο ক) 
কম্যুটেটর
Ο খ) 
ট্রান্সফর্মার
Ο গ) 
জেনারেটর
Ο ঘ) 
আর্মেচার

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
কখন গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না?
Ο ক) 
কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হ্রাস করলে
Ο খ) 
কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে
Ο গ) 
চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে
Ο ঘ) 
তড়িৎ প্রবাহ চালনা করলে

  সঠিক উত্তর: (গ)

২৮.
যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে কী বলে?
Ο ক) 
ট্রান্সফর্মার
Ο খ) 
বৈদ্যুতিক মোটর
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
ডায়নামো

  সঠিক উত্তর: (ক)

২৯.
তাড়িতচৌম্বক আবেশ পরীক্ষায় কুন্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য এর দুই প্রান্তের সাথে কি যুক্ত করা যায়?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
মাল্টিমিটার
Ο গ) 
গ্যালভানোমিটার
Ο ঘ) 
ভোল্টমিটার

  সঠিক উত্তর: (গ)

৩০.
ফ্যারাডের কোন পরীক্ষায় কুন্ডলীর সাথে গ্যালভানোমিটারকে সংযোগ দেওয়ার সময় তারের প্রান্তের অপরিবাহী আবরণ খুলে ফেলতে হয়?
Ο ক) 
২য়
Ο খ) 
১ম
Ο গ) 
৩য়
Ο ঘ) 
৫ম

  সঠিক উত্তর: (খ)

৩১.
কোনো চুম্বকের নিকট কোনো তার কুন্ডলীকে আনা নেয়া করলে কুন্ডলীতে তড়িৎপ্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) 
তাড়িত আবেশ
Ο খ) 
চৌম্বক আবেশ
Ο গ) 
তাড়িত চৌম্বক আবেশ
Ο ঘ) 
চৌম্বক ক্রিয়া

  সঠিক উত্তর: (গ)

৩২.
অধিক বিভবের অল্প তড়িত প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে –
i. অবরোহী ট্রান্সফর্মার
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
iii. উচ্চ ধাপী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩৩.
ওয়েরস্টেডের পরীক্ষায় ব্যবহৃত কম্পাসটি কোন দিকে মুখ করে থাকে?
Ο ক) 
উপর-নিচ
Ο খ) 
পূর্ব-দক্ষিণ
Ο গ) 
উত্তর-দক্ষিণ
Ο ঘ) 
পূর্ব-পশ্চিম

  সঠিক উত্তর: (গ)

৩৪.
অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে কোনটি?
Ο ক) 
অবরোহী ট্রান্সফর্মার
Ο খ) 
স্টেপ ডাউন ট্রান্সফর্মার
Ο গ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) 
নিম্নধাপী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (গ)

৩৫.
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কী বলে?
Ο ক) 
মোটর
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
ট্রান্সফর্মার
Ο ঘ) 
সলিনয়েড

  সঠিক উত্তর: (খ)

৩৬.
তড়িৎ প্রবাহবাহী তারের সৃষ্ট চৌম্বকক্ষেত্রে বলরেখার সাথে তারের অবস্থান –
i. লম্ব বরাবর
ii. সমান্তরালে
iii. 900 কোণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ প্রবাহ এর চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে
ii. প্রবাহের দিক পরিবর্তন করলে কম্পাস কাঁটাটি বিপরীতমুখী হয়
iii. তড়িতের চুম্বক ক্রিয়া আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. এসি জেনারেটর অধিক ব্যবহৃত হয়
ii. এসি জেনারেটরের ক্ষেত্রে চুম্বক ব্যবহার করা হয়
iii. এসি জেনাটেরে ব্যবহৃত আর্মেচার সমদ্রুতিতে ঘুরানো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
রেডিওতে কী ধরনের ট্রান্সফর্মার ব্যবহৃত হয়?
Ο ক) 
আরোহী
Ο খ) 
স্টেপ আপ
Ο গ) 
অবরোহী
Ο ঘ) 
উচ্চধাপী

  সঠিক উত্তর: (গ)

৪০.
মাইকেল ফ্যারাডে তাড়িতচৌম্বক আবেশ এর দ্বিতীয় পরীক্ষার জন্য কিসের কুন্ডলী নিতে হয়?
Ο ক) 
লোহার তারের
Ο খ) 
পিতলের তারের
Ο গ) 
তামার তারের
Ο ঘ) 
অ্যালুমিনিয়াম তারের

  সঠিক উত্তর: (গ)

৪১.
সলিনয়েডের ভিতর একটি লোহার দন্ড ঢুকালে কী ঘটবে?
Ο ক) 
লোহার দন্ডটি ভারী হবে
Ο খ) 
লোহার দন্ডটি ওজনে হালকা হবে
Ο গ) 
লোহার দন্ডটির তাপমাত্রা বৃদ্ধি পাবে
Ο ঘ) 
লোহার দন্ডটি চুম্বকে পরিণত হবে

  সঠিক উত্তর: (ঘ)

৪২.
একটি ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10 V এবং প্রবাহ 1.5 A। মুখ্য কুন্ডলীর প্রবাহ 3 A হলে মুখ্য কুন্ডলীর ভোল্টেজ কত?
Ο ক) 
5 V
Ο খ) 
10 V
Ο গ) 
15 V
Ο ঘ) 
20 V

  সঠিক উত্তর: (ক)

৪৩.
নিচের কোনটিতে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়?
Ο ক) 
মোটর সাইকেল
Ο খ) 
বৈদ্যুতিক বাতি
Ο গ) 
বৈদ্যুতিক ঘন্টা
Ο ঘ) 
উড়োজাহাজ

  সঠিক উত্তর: (গ)

৪৪.
তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত?
Ο ক) 
ডায়নামো
Ο খ) 
ট্রানজিস্টর
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
ভোল্টমিটার

  সঠিক উত্তর: (ক)

৪৫.
বিজ্ঞানী ফ্যারাডে কোন দেশের নাগরিক ছিলেন?
Ο ক) 
ইংল্যান্ড
Ο খ) 
জাপান
Ο গ) 
ফ্রান্স
Ο ঘ) 
অস্ট্রেলিয়া

  সঠিক উত্তর: (ক)

৪৬.
উচ্চধাপী ট্রান্সফর্মার কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) 
টেলিভিশন চালাতে
Ο খ) 
দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য
Ο গ) 
ভিসিআর এবং ভিসিপি চালাতে
Ο ঘ) 
সকল ক্ষেত্রে

  সঠিক উত্তর: (খ)

৪৭.
নিচের কোনটি একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎপ্রবাহ চালাতে পারে?
Ο ক) 
তড়িৎক্ষেত্র
Ο খ) 
পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র
Ο গ) 
ভোল্টমিটার
Ο ঘ) 
আপেক্ষিক রোধ

  সঠিক উত্তর: (খ)

৪৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে
ii. শক্তিশালী চুম্বকের দুই প্রান্তের মধ্যে তড়িৎবাহী তার রাখলে তা উপর দিকে লাফিয়ে ওঠে
iii. বলরেখাগুলোগুলো পরস্পরকে টান টান রাখতে চায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 10 এবং গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 75। মুখ্য কুন্ডলীর তড়িৎ প্রবাহ 5 A হলে গৌণ কুন্ডলীর তড়িৎ প্রবাহ কত?
Ο ক) 
0.78 A
Ο খ) 
0.73 A
Ο গ) 
0.67 A
Ο ঘ) 
0.62 A

  সঠিক উত্তর: (গ)

৫০.
অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে কোনটি?
Ο ক) 
অবরোহী ট্রান্সফর্মার
Ο খ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο গ) 
স্টেপ আপ ট্রান্সফর্মার
Ο ঘ) 
উচ্চ ধাপী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (ক)

৫১.
সলিনয়েডে তড়িৎপ্রবাহের অভিমুখ পাল্টালে –
i. মেরুদ্বয় পাল্টে যায়
ii. সলিনয়েড ঘুরতে থাকে
iii. বলরেখাগুলোর দিক স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫২.
বিক্ষেপের হার নির্ভর করে –
Ο ক) 
কুন্ডলীদ্বয়ের দূরত্ব পরিবর্তনের সময়ের উপর
Ο খ) 
কুন্ডলীদ্বয়ের ওজনের পার্থক্যের উপর
Ο গ) 
কুন্ডলীদ্বয়ের ভরের উপর
Ο ঘ) 
কুন্ডলীদ্বয়ের পাকসংখ্যার উপর

  সঠিক উত্তর: (ক)

৫৩.
সলিনয়েডের ভিতর লোহার দন্ড প্রবেশ করালে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের চেয়ে –
Ο ক) 
কম
Ο খ) 
বেশি
Ο গ) 
সমান
Ο ঘ) 
শূন্য

  সঠিক উত্তর: (খ)

৫৪.
জেনারেটরে কোনটি পাওয়া যায়?
Ο ক) 
তাপশক্তি থেকে তড়িৎশক্তি
Ο খ) 
তাপশক্তি থেকে যান্ত্রিকশক্তি
Ο গ) 
তড়িৎশক্তি থেকে যান্ত্রিকশক্তি
Ο ঘ) 
যান্ত্রিকশক্তি থেকে তড়িৎশক্তি

  সঠিক উত্তর: (ঘ)

৫৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কম্যুটেটরের বিভক্ত বলয়টি কয়েলের সাথে ঘুরে
ii. বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি তড়িৎ উৎসের সাথে যুক্ত
iii. কম্যুটেটরের প্রত্যেক অর্ধাংশ কয়েলের সাথে যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৬.
কখন গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা দেয়?
Ο ক) 
মুখ্যকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
Ο খ) 
গৌণকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
Ο গ) 
তড়িৎ প্রবাহ বন্ধ করলে
Ο ঘ) 
তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন করলে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. চুম্বক ও কুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে
ii. গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না
iii. আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৮.
কাঁচা লোহার মজ্জার উপর অন্তরীত তামার তার জড়িয়ে আমরা তৈরি করতে পারি –
i. কম্যুটেটর ও ব্রাশ
ii. ডায়নামো ও ক্ষেত্রচুম্বক
iii. আর্মেচার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৯.
তাড়িত চৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন –
i. মাইকেল ফ্যারাডে
ii. জোসেফ হেনরি
iii. এইচ.এফ.ই লেঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হতে তড়িচ্চালক বল সৃষ্টির ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিলেন?
Ο ক) 
গ্যালিলিও
Ο খ) 
নিউটন
Ο গ) 
ফ্যারাডে
Ο ঘ) 
ওহম

  সঠিক উত্তর: (গ)

৬১.
বাসাবাড়ি, কলকারখানা, অফিস-আদালতে পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
জেনারেটর
Ο খ) 
তড়িৎ মোটর
Ο গ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) 
অবরোহী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (ঘ)

৬২.
যে কুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে তাকে বলা হয় –
Ο ক) 
মুখ্যকুন্ডলী
Ο খ) 
গ্যালভানোমিটার সংযুক্ত কুন্ডলী
Ο গ) 
দ্বিতীয় কুন্ডলী
Ο ঘ) 
উৎস কুন্ডলী

  সঠিক উত্তর: (ক)

৬৩.
আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয় কোথায়?
Ο ক) 
রোলিং মিল
Ο খ) 
রেডিও
Ο গ) 
ওয়াকম্যান
Ο ঘ) 
ভিসিপি

  সঠিক উত্তর: (ক)

৬৪.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সলিনয়েডের ভিতর লোহার দন্ড প্রবেশ করালে তা চুম্বকে পরিণত হয়
ii. তড়িৎ প্রবাহ বন্ধ করার পরও লোহার দন্ডে চুম্বকত্ব থাকে�
iii. প্রবাহের দিক বিপরীত করা হলে চুম্বকের মেরু বিপরীত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৫.
তাড়িত চৌম্বক আবেশ পরীক্ষায় ব্যবহৃত গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ –
i. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় পরস্পর বিপরীত দিকে হয়
ii. চুম্বক প্রবেশ ও বের করানোর সময় সমমুখী হয়
iii. কুন্ডলীতে চুম্বক থেকে সরিয়ে নিলে বিপরীত দিকে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য কী ব্যবহৃত হয়?
Ο ক) 
ডায়নামো
Ο খ) 
জেনারেটর
Ο গ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) 
অবরোহী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (গ)

৬৭.
চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎপ্রবাহ সৃষ্টির পরীক্ষার সাফল্য লাভ করেন –
i. ইংল্যান্ডের মাইকেল ফ্যারাডে
ii. আমেরিকার জোসেফ হেনরি
iii. রাশিয়ার এইচ.এফ.ই. লেঞ্জ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.
কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কীভাবে বাড়ানো যায়?
Ο ক) 
তারটিতে কুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে
Ο খ) 
তড়িৎ প্রবাহের হ্রাস করে
Ο গ) 
রোধের মান বৃদ্ধি করে
Ο ঘ) 
কুন্ডলীতে পাকসংখ্যা হ্রাস করে

  সঠিক উত্তর: (ক)

৬৯.
বলরেখাগুলো তারের উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে কেন?
Ο ক) 
তারা পরস্পর বিকর্ষণ করে
Ο খ) 
তারা পরস্পরকে আকর্ষণ করে
Ο গ) 
তারা পরস্পরকে টান টান রাখতে চায়
Ο ঘ) 
তারা ওজনে হালকা হয়ে যায়

  সঠিক উত্তর: (গ)

৭০.
ফ্যারাডের পরীক্ষায় একটি দন্ড চুম্বকের দক্ষিণ মেরুকে দ্রুত চোঙের ভিতর ঢুকালে কী ঘটে?
Ο ক) 
ভোল্টমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে
Ο খ) 
গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে না
Ο গ) 
গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ ঘটে
Ο ঘ) 
কুন্ডলী দিয়ে তড়িৎ প্রবাহ চলে না

  সঠিক উত্তর: (গ)

৭১.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. স্টেপ আপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ns > np
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে ns < np
iii. ক্ষমতার অপচয় না হলে মুখ্যকুন্ডলীতে প্রযুক্ত সকল ক্ষমতা গৌণকুন্ডলীতে প্রযুক্ত সকল ক্ষমতা গৌণকুন্ডলীতে সরবরাহ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২.
বৈদ্যুতিক মোটরের ক্ষমতা বৃদ্ধি করা যায় –
i. তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
ii. কয়েলের প্রস্থ বাড়িয়ে
iii. লুপের পাক সংখ্যা বাড়িয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় তামার তারের প্রথম কুন্ডলীতে শুধুমাত্র নিচের কোনটি সংযুক্ত করতে হবে?
Ο ক) 
একটি গ্যালভানোমিটার
Ο খ) 
একটি অ্যামিটার
Ο গ) 
একটি ভোল্টমিটার
Ο ঘ) 
একটি পটেনশিওমিটার

  সঠিক উত্তর: (ক)

৭৪.
কোন প্র্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয় –
i. কোনো তারকুন্ডলীর ভিতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে
ii. কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলী ঘুরালে
iii. কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭৫.
বিভক্ত বলয়টি তড়িৎ উৎসের সাথে কী দ্বারা যুক্ত থাকে?
Ο ক) 
আর্মেচার
Ο খ) 
ইস্পাত
Ο গ) 
ব্রাশ
Ο ঘ) 
অ্যালুমিনিয়াম

  সঠিক উত্তর: (গ)

৭৬.
আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায় কীভাবে?
Ο ক) 
চুম্বককে পাতলা করে
Ο খ) 
চুম্বককে ভারী করে
Ο গ) 
চুম্বকের মেরু পরিবর্তন করে
Ο ঘ) 
চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধি করে

  সঠিক উত্তর: (গ)

৭৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ইংরেজী U অক্ষরের মতো বাকালে তাড়িতচুম্বক প্রাবল্য বৃদ্ধি পায়
ii. টেলিফোনের ইয়ারপিসে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়
iii. চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করতে তাড়িতচুম্বক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
বিজ্ঞানী ফ্যারাডে তার কোন পরীক্ষাটির জন্য কার্ড বোর্ডের চোঙ ব্যবহার করেন?
Ο ক) 
১ম
Ο খ) 
৩য়
Ο গ) 
২য়
Ο ঘ) 
৪র্থ

  সঠিক উত্তর: (ক)

৭৯.
ট্রান্সফর্মার রূপান্তর করতে পারে –
i. চৌম্বক ক্ষেত্রকে
ii. ভোল্টেজকে
iii. তড়িৎ প্রবাহকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮০.
নিচের কোন বিজ্ঞানী দেখান যে, একটি পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্র তড়িচ্চালকশক্তি সৃষ্টি করতে পারে?
Ο ক) 
আলবার্ট আইনস্টাইন
Ο খ) 
আর্কিমিডিস
Ο গ) 
মাইকেল ফ্যারাডে
Ο ঘ) 
জোসেফ হেনরী

  সঠিক উত্তর: (গ)

৮১.
শক্তিশালী চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্টি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বক ক্ষেত্রে কি ঘটে?
Ο ক) 
আকর্ষণ
Ο খ) 
বিকর্ষণ
Ο গ) 
ক্রিয়া-প্রতিক্রিয়া
Ο ঘ) 
ঘর্ষণ

  সঠিক উত্তর: (গ)

৮২.
একটি গতিশীল চুম্বকের সাহায্যে একটি সংবদ্ধ বর্তনীতে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন করা হয় তাকে কি বলে?
Ο ক) 
আবেশী প্রবাহ
Ο খ) 
আবিষ্ট প্রবাহ
Ο গ) 
আবেশী ভোল্টেজ
Ο ঘ) 
আবিষ্ট ভোল্টেজ

  সঠিক উত্তর: (খ)

৮৩.
নিচের কোনটি ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ উভয়কে রূপান্তরিত করতে পারে?
Ο ক) 
মোটর
Ο খ) 
ট্রান্সফর্মার
Ο গ) 
মুখ্যকুন্ডলী
Ο ঘ) 
আর্মেচার

  সঠিক উত্তর: (খ)

৮৪.
এইচ.এফ.ই. লেঞ্জ কোন দেশের অধিবাসী?
Ο ক) 
আমেরিকা
Ο খ) 
রাশিয়া
Ο গ) 
গ্রীস
Ο ঘ) 
ইতালী

  সঠিক উত্তর: (খ)

৮৫.
চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানো যায় –
i. কয়েলের লুপের সংখ্যা বৃদ্ধি করে
ii. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
iii. অধিক সংখ্যক পেঁচবিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎবাহী তারকে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করা হয়
ii. পেঁচানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হবে
iii. তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র দেখতে দন্ড চুম্বকের মত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
নিচের কোনটির কার্যপ্রণালিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
Ο ক) 
ট্রানজিস্টর
Ο খ) 
ডায়নামো
Ο গ) 
অ্যাম্পপ্লিফায়ার
Ο ঘ) 
ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
সলিনয়েডের মাধ্যমে লোহার দন্ড চুম্বকে পরিণত হওয়াকে কী বলে?
Ο ক) 
কৃত্রিম চুম্বক
Ο খ) 
প্রাকৃতিক চুম্বক
Ο গ) 
তড়িৎ চুম্বক
Ο ঘ) 
কাঁচা লোহা

  সঠিক উত্তর: (গ)

৮৯.
কুন্ডলীর তারের প্রান্তে কীসের আবরণ থাকে?
Ο ক) 
পরিবাহীর
Ο খ) 
অর্ধ পরিবাহীর
Ο গ) 
অপরিবাহীর
Ο ঘ) 
কুপরিবাহীর

  সঠিক উত্তর: (গ)

৯০.
চৌম্বকক্ষেত্রের বলরেখা প্রকৃতপক্ষে কী ধরনের রেখা?
Ο ক) 
বৃত্তাকার রেখা
Ο খ) 
কাল্পনিক রেখা
Ο গ) 
সরলরেখা
Ο ঘ) 
উপবৃত্তাকার রেখা

  সঠিক উত্তর: (খ)

৯১.
পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কী বলে?
Ο ক) 
তাড়িতচৌম্বক বলে
Ο খ) 
তাড়িতচৌম্বক ক্ষেত্র
Ο গ) 
তাড়িতচৌম্বক আবেশ
Ο ঘ) 
তাড়িতচৌম্বক প্রাবল্য

  সঠিক উত্তর: (গ)

৯২.
বিভক্ত বলয়ের দুই অর্ধেকের মধ্যকার ফাঁক কার্বন ব্রাশের বিপরীতে থাকলে কী ঘটে?
Ο ক) 
তড়িৎ প্রবাহ বেশি হয়
Ο খ) 
তড়িৎ প্রবাহ কম হয়
Ο গ) 
তড়িৎ প্রবাহ হয় না
Ο ঘ) 
রোধকের মান কমে যায়

  সঠিক উত্তর: (গ)

৯৩.
একটি ট্রান্সফর্মার স্টেপ ডাউন হবে যখন –
Ο ক) 
I< Is
Ο খ) 
I> Is
Ο গ) 
I= Is
Ο ঘ) 
I³+Is

  সঠিক উত্তর: (খ)

৯৪.
নিম্নের কোন বিজ্ঞানী রাশিয়ার?
Ο ক) 
জোসেফ হেনরি
Ο খ) 
এইচ.এফ.ই. লেঞ্জ
Ο গ) 
মাইকেল ফ্যারাডে
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

৯৫.
তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় –
i. বৈদ্যুতিক ঘন্টায়
ii. ক্রেন তৈরিতে
iii. বিল্ডিং নির্মাণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৬.
নিচের কোনগুলো ট্রান্সফর্মারের প্রকারভেদের সাথে সম্পর্কযুক্ত বলে তুমি মনে কর?
i. ns > np ট্রান্সফর্মারটি উচ্চধাপী
ii. ns < np ট্রান্সফর্মারটি নিম্নধাপী
iii. ns�= np ট্রান্সফর্মারটি সাম্যবস্থায় স্থির
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৭.
নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. ট্রান্সফর্মার ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ রূপান্তর করে
ii. দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়
iii. রেডিও, টেলিভিশন, ভিসিআর – এ অবরোহী ট্রান্সফর্মার ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় গ্যালভানোমিটার সংযুক্ত থাকে –
Ο ক) 
প্রথম কুন্ডলীতে
Ο খ) 
দ্বিতীয় কুন্ডলীতে
Ο গ) 
উভয় কুন্ডলীতে
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ক)

৯৯.
তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়?
Ο ক) 
জেনারেটর
Ο খ) 
ট্রানজিস্টর
Ο গ) 
ট্রান্সফর্মার
Ο ঘ) 
অ্যাম্পিফায়ার

  সঠিক উত্তর: (গ)

১০০.
টেপরেকর্ডারে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
আরোহী ট্রান্সফর্মার
Ο খ) 
স্টেপডাউন ট্রান্সফর্মার
Ο গ) 
ডায়নামো
Ο ঘ) 
স্টেপআপ ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (খ)

১০১.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কয়েলের প্রত্যেকটি তার কম্যুটেটরের সাথে যুক্ত থাকে
ii. কম্যুটেটর নরম লোহার উপর তারের শত শত পেঁচ দিয়ে তৈরি
iii. কম্যুটেটর মোটরকে নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে চলতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০২.
একটি লম্বা তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের সময় এর চারপাশে একটি দুর্বল চৌম্বকক্ষেত্র উৎপন্ন হলে –
i. উৎপন্ন চৌম্বক বলরেখাগুলো বৃত্তাকার হয়
ii. তড়িৎপ্রবাহ যতক্ষণ থাকে উৎপন্ন চৌম্বকক্ষেত্রও ততক্ষণ থাকে
iii. তারের নিকটবর্তী এলাকায় চৌম্বকক্ষেত্রের চৌম্বক প্রাবল্য কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৩.
সলিনয়েডের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে কী ঘটে?
i. মেরুদ্বয় পাল্টে যায়
ii. উপমেরুর সৃষ্টি হয়
iii. বলরেখার অভিমুখ বিপরীত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৪.
ট্রান্সফর্মারের প্রকারভেদ হচ্ছে –
i. স্টেপ আপ ট্রান্সফর্মার
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
iii. আরোহী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
চৌম্বকক্ষেত্রের ক্ষেত্রে বলা যায় –
i. উত্তর-দক্ষিণ বরাবর যে স্থান পর্যন্ত চুম্বকের প্রভাব অনুভূত হয় তাই হলো চৌম্বকক্ষেত্র
ii. চারপাশের যে স্থান পর্যন্ত এর প্রভাব অনুভূত হয় তাই হলো চৌম্বকক্ষেত্র
iii. দূরত্ব যত বেশি হয় চুম্বকের চৌম্বকক্ষেত্র তত দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৬.
বৈদ্যুতিক মোটরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা হয় –
i. ক্ষমতা কমানোর জন্য
ii. দ্রুতি বাড়ানোর জন্য
iii. ক্ষমতা বাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৭.
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে পাকসংখ্যা 15, তড়িৎ প্রবাহ 5 A; গৌণ কুন্ডলীর পাকসংখ্যা 90 হলে এর প্রবাহ কত?
Ο ক) 
6 A
Ο খ) 
1/
Ο গ) 
6/5 A
Ο ঘ) 
5/6 A

  সঠিক উত্তর: (ঘ)

১০৮.
ট্রান্সফর্মার কত প্রকার?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১০৯.
নিচের কোনটিতে তড়িৎ মোটর ব্যবহৃত হয়?
Ο ক) 
দরজা
Ο খ) 
ফ্রিজ
Ο গ) 
টেলিভিশন
Ο ঘ) 
পাম্প

  সঠিক উত্তর: (ঘ)

১১০.
ডায়নামোর সাহায্যে কি করা হয়?
Ο ক) 
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়
Ο খ) 
তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়
Ο গ) 
পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তরিত করা হয়
Ο ঘ) 
তড়িৎ শক্তির পরিমাপ করা হয়

  সঠিক উত্তর: (ক)

১১১.
গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যায় যখন –
i. চুম্বক ও কুন্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকে
ii. চুম্বক ও কুন্ডলী একই বেগে গতিশীল হয়�
iii. চুম্বক ও কুন্ডলী অসম বেগে চলে�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২.
একটি ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা যথাক্রমে 400 ও 100 এর মুখ্য কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি 110 Volt গৌণ কুন্ডলীর তড়িচ্চালক শক্তি কত হবে?
Ο ক) 
110 Volt
Ο খ) 
220 Volt
Ο গ) 
440 Volt
Ο ঘ) 
880 Volt

  সঠিক উত্তর: (গ)

১১৩.
চুম্বকের মেরু পরিবর্তন করলে কি ঘটে?
Ο ক) 
আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কমে যায়
Ο খ) 
আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়
Ο গ) 
চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

১১৪.
মাইকেল ফ্যারাডে কত সালে তার পরীক্ষালব্ধ ফলাফল প্রকাশ করেন?
Ο ক) 
১৮২১
Ο খ) 
১৮৩১
Ο গ) 
১৮৪১
Ο ঘ) 
১৮৫১

  সঠিক উত্তর: (খ)

১১৫.
ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটি –
i. তড়িৎ রূপান্তরক
ii. রোধ রূপান্তরক
iii. বিভব রূপান্তরক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তাড়িত চৌম্বক আবেশ সম্পর্কে পরীক্ষালব্ধ ফলাফল সর্বপ্রথম প্রকাশ করেন মাইকেল ফ্যারাডে
ii. ফ্যারাডে সর্বপ্রথম ১৮৩১ সালে তার ফলাফল প্রকাশ করেন
iii. তাড়িত চৌম্বক আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে দুইটি পরীক্ষা করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৭.
চৌম্বক ক্ষেত্রকে কীভাবে ঘনীভূত করা যায়?
Ο ক) 
বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে
Ο খ) 
অপরিবাহী তার পেঁচিয়ে
Ο গ) 
পরিবাহী তার পেঁচিয়ে
Ο ঘ) 
সবগুলি

  সঠিক উত্তর: (গ)

১১৮.
ভিসিপিতে ব্যবহার করা হয় –
i. স্টেপ ডাউন ট্রান্সফর্মার
ii. অবরোহী ট্রান্সফর্মার
iii. আরোহী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১১৯.
ভিসিপিতে ব্যবহার করা হয় –
Ο ক) 
স্টেপ ডাউন ট্রান্সফর্মার
Ο খ) 
স্টেপ আপ ট্রান্সফর্মার
Ο গ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) 
উচ্চ ধাপী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (ক)

১২০.
ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহ পরস্পরের –
Ο ক) 
সমানুপাতিক
Ο খ) 
বর্গের সমানুপাতিক
Ο গ) 
ব্যস্তানুপাতিক
Ο ঘ) 
বর্গের ব্যস্তানুপাতিক

  সঠিক উত্তর: (গ)

১২১.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মুখ্যকুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে
ii. গৌণ কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে
iii. গৌণ কুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২২.
নিম্নের কোন যন্ত্রটি গঠনের সময় একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর নেওয়া হয়?
Ο ক) 
ট্রান্সফর্মার
Ο খ) 
মোটর
Ο গ) 
অ্যামিটার
Ο ঘ) 
থার্মোমিটার

  সঠিক উত্তর: (ক)

১২৩.
কুন্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কতবার পরিবর্তিত হয়?
Ο ক) 
একবার
Ο খ) 
দুইবার
Ο গ) 
তিনবার
Ο ঘ) 
চারবার

  সঠিক উত্তর: (ক)

১২৪.
কোনো চোঙের উপর অন্তরীত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎপ্রবাহ চালালে চৌম্বকক্ষেত্রের কী ঘটবে?
Ο ক) 
ঘনীভূত ও দুর্বল হবে
Ο খ) 
ঘনীভূত ও শক্তিশালী হবে
Ο গ) 
কম ঘনীভূত ও দুর্বল হবে
Ο ঘ) 
কম ঘনীভূত কিন্তু শক্তিশালী হবে

  সঠিক উত্তর: (খ)

১২৫.
বৈদ্যুতিক মোটরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হয় কেন?
Ο ক) 
মোটরের দ্রুতি কমানোর জন্য
Ο খ) 
মোটরের ক্ষমতা কমানোর জন্য
Ο গ) 
মোটরের দ্রুতি বাড়ানোর জন্য
Ο ঘ) 
মোটরের ওজন বৃদ্ধির জন্য

  সঠিক উত্তর: (গ)

১২৬.
এসি জেনারেটরে ঘূর্ণনরত আর্মেচার নিচের কোনটিকে ছেদ করে?
Ο ক) 
কম্যুটেটর
Ο খ) 
চৌম্বক ক্ষেত্রের বলরেখা
Ο গ) 
ব্রাশ
Ο ঘ) 
কয়েল

  সঠিক উত্তর: (খ)

১২৭.
এসি জেনারেটরের সাথে ডিসি জেনারেটরের বৈসাদৃশ্য কোনটি?
Ο ক) 
প্রথমটিতে সমপ্রবাহ হয় কিন্তু দ্বিতীয়টিতে পরিবর্তী প্রবাহ হয়
Ο খ) 
প্রথমটিতে পরিবর্তী প্রবাহ হয় কিন্তু দ্বিতীয়টিতে সমপ্রবাহ হয়
Ο গ) 
প্রথমটিতে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে দিক অপরিবর্তিত হয় কিন্তু দ্বিতীয়টিতে তড়িৎপ্রবাহের ক্ষেত্রে দিক পরিবর্তিত হয়
Ο ঘ) 
প্রথমটির ব্যবহার কম প্রচলিত কিন্তু দ্বিতীয়টির ব্যবহার অধিক প্রচলিত

  সঠিক উত্তর: (খ)

১২৮.
এসি জেনারেটর বা ডায়নামোর ক্ষেত্রে প্রযোজ্য –
i. ডি.সি. ডায়নামোর চেয়ে এসি ডায়নামো অধিক ব্যবহৃত হয়
ii. এসি ডায়নামো চারটি প্রধান অংশের সমন্বয়ে গঠিত
iii. ক্ষেত্র চুম্বক, আর্মেচার, স্লিপ রিং, ব্রাশ প্রভৃতি এসি ডায়নামোর প্রধান অংশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
জেনারেটরে আয়তাকার কুন্ডলীর দুই প্রান্ত কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
আর্মেচার
Ο খ) 
কম্যুটেটর
Ο গ) 
ব্রাশ
Ο ঘ) 
স্লিপরিং

  সঠিক উত্তর: (ঘ)

১৩০.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ঘূর্ণনরত আর্মেচার চৌম্বকক্ষেত্রের বলরেখাকে ছেদ করে
ii. তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়
iii. বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩১.
তড়িৎ প্রবাহ তার চারদিকে কী সৃষ্টি করে?
Ο ক) 
চৌম্বক ক্ষেত্র
Ο খ) 
চাপ
Ο গ) 
বল
Ο ঘ) 
প্রাবল্য

  সঠিক উত্তর: (ক)

১৩২.
ফ্যারাডের ২য় পরীক্ষায় তামার তারের কয়টি কুন্ডলী ব্যবহৃত হয়?
Ο ক) 
দুইটি
Ο খ) 
একটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
কোনটির কার্যপ্রণালিতে তাড়িতচৌম্বক আবেশকে ব্যবহার করা হয়?
Ο ক) 
ট্রানজিস্টর
Ο খ) 
মোটর
Ο গ) 
অ্যামপ্লিফায়ার
Ο ঘ) 
ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (ঘ)

১৩৪.
কোনো তড়িৎবাহী বর্তনীর নিকট অন্য একটি তার কুন্ডলী এনে তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যাবে –
i. তড়িৎবাহী বর্তনীতে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করে
ii. তড়িৎবাহী বর্তনীতে তার কুন্ডলীর সামনে পিছনে আন্দোলিত করে
iii. তার কুন্ডলীকে স্থির তড়িৎবাহী বর্তনীর নিকটে সামনে এনে পেছনে আন্দোলিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
আবিষ্ট তড়িত প্রবাহের মান কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
চৌম্বক ক্ষেত্রের আকার
Ο খ) 
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য
Ο গ) 
চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব
Ο ঘ) 
মোটরের আকার

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
নিচের কোন বিজ্ঞানীর কোন পরীক্ষায় তারের দ্বিতীয় কুন্ডলীতে একটি তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত করতে হয়?
Ο ক) 
নিউটনের ২য়
Ο খ) 
জোসেফ হেনরির ২য়
Ο গ) 
লেঞ্জ এর ২য়
Ο ঘ) 
মাইকেল ফ্যারাডের ২য়

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
একটি ট্রান্সফর্মারের গৌণ ও মুখ্য কয়েলের পাকসংখ্যার অনুপাত 1:5 হলে, এর –
i. গৌণ ও মুখ্য কয়েলের বিভবের অনুপাত 1:5
ii. গৌন ও মুখ্য কয়েলের প্রবাহের অনুপাত 1:5
iii. এটি একটি নিম্নধাপী ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৩৮.
আরোহী ট্রান্সফর্মারের ক্ষেত্রে –
i. মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা > গৌণকুন্ডলীর পাকসংখ্যা
ii. মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা < গৌণকুন্ডলীর পাকসংখ্যা
iii. গৌণকুন্ডলীর পাকসংখ্যা > মুখ্যকুন্ডলীর পাকসংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৯.
তড়িৎ মোটরে কয়েলগুলোকে সাজানো হয় –
Ο ক) 
কেন্দ্রীয় অক্ষের চারদিকে
Ο খ) 
পরিধির চারদিকে
Ο গ) 
কেন্দ্রীয় অক্ষের উপর ও নিচে
Ο ঘ) 
কেন্দ্রীয় অক্ষের ডানে ও বামে

  সঠিক উত্তর: (ক)

১৪০.
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5V এবং প্রবাহ 3 A. গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10V হলে গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 
0.15 A
Ο খ) 
15 A
Ο গ) 
1.5 A
Ο ঘ) 
1.6 A

  সঠিক উত্তর: (গ)

১৪১.
কয়েলের প্রত্যেকটি তার কীসের সাথে যুক্ত থাকে?
Ο ক) 
ব্রাশ
Ο খ) 
আর্মেচার
Ο গ) 
কম্যুটেটর
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (গ)

১৪২.
চুম্বক মেরু দুটিকে কাছাকাছি আনলে কী ঘটবে?
Ο ক) 
চুম্বকত্ব হারাবে
Ο খ) 
প্রাবল্য বৃদ্ধি পাবে
Ο গ) 
প্রাবল্য হ্রাস পাবে
Ο ঘ) 
মেরুত্ব হ্রাস পাবে

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
যে কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে তাকে বলা হয় –
Ο ক) 
মুখ্যকুন্ডলী
Ο খ) 
গ্যালভানোমিটার সংযুক্ত কুন্ডলী
Ο গ) 
দ্বিতীয় কুন্ডলী
Ο ঘ) 
গৌণকুন্ডলী

  সঠিক উত্তর: (ঘ)

১৪৪.
যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?
Ο ক) 
যান্ত্রিক মোটর
Ο খ) 
মোটর
Ο গ) 
তড়িৎ মোটর
Ο ঘ) 
তড়িৎ শক্তি

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
তাড়িত চৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন কোন বিজ্ঞানী?
Ο ক) 
নিউটন
Ο খ) 
মাইকেল ফ্যারাডে
Ο গ) 
গ্যালিলিও
Ο ঘ) 
আইনস্টাইন

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
তড়িৎ মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করা হয় –
i. ক্ষমতা বৃদ্ধি করার জন্য
ii. মসৃণতা বৃদ্ধি করার জন্য
iii. মসৃণতা কমানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৭.
তাড়িতচৌম্বক আবেশের আবিষ্কর্তা কে?
Ο ক) 
ওয়েরস্টেড
Ο খ) 
জোসেফ হেনরী
Ο গ) 
মাইকেল ফ্যারাডে
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
তড়িৎ মোটরে লুপকে ঘুর্ণায়মান রাখার জন্য কি ব্যবহার করা হয়?
Ο ক) 
ট্রান্সফর্মার
Ο খ) 
আর্মেচার
Ο গ) 
কম্যুটেটর
Ο ঘ) 
জেনারেটর

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় কয়টি কুন্ডলী ব্যবহার করা হয়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১৫০.
কোনো তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে যদি –
i. চুম্বককে তার কুন্ডলীর কাছে নাড়াচাড়া করলে
ii. গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না
iii. আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫১.
নিচের কোন ক্ষেত্রে তাড়িতচুম্বকের প্রাবল্যে বৃদ্ধি পাবে?
Ο ক) 
তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে
Ο খ) 
তড়িৎ প্রবাহ হ্রাস করলে
Ο গ) 
সলিনয়েডের প্যাচের সংখ্যা কমালে
Ο ঘ) 
মেরু দুটিকে পরস্পর থেকে দূরে সরালে

  সঠিক উত্তর: (ক)

১৫২.
কোনো তড়িৎবাহী তারের ক্ষেত্রে –
i. নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে
ii. চুম্বকের চুম্বকত্ব ও এর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে
iii. তড়িৎ প্রবাহিত না হলেও চুম্বকত্ব বিদ্যমান থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) 
ns>np
Ο খ) 
nsp
Ο গ) 
nps
Ο ঘ) 
ns=np

  সঠিক উত্তর: (খ)

১৫৪.
তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বকক্ষেত্র কোনটির মতো?
Ο ক) 
U – আকৃতির চুম্বক
Ο খ) 
দন্ড চুম্বক
Ο গ) 
তড়িৎবাহী যোজ্যতার
Ο ঘ) 
স্বতন্ত্র চুম্বক মেরু

  সঠিক উত্তর: (খ)

১৫৫.
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 30, ভোল্টেজ 210 V, এর গৌণ কুন্ডলীর ভোল্টেজ 700V হলে পাক সংখ্যা ক
Ο ক) 
30
Ο খ) 
200
Ο গ) 
100
Ο ঘ) 
300

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন ওয়েরস্টেড
ii. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন ওয়েরস্টেড
iii. মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন নিউটন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৫৭.
কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করলে কম্পাস কাঁটার কী ঘটে?
Ο ক) 
স্থির থাকে
Ο খ) 
ডান দিকে সরে যায়
Ο গ) 
বাম দিকে সরে যায়
Ο ঘ) 
উল্টো দিকে সরে যায়

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
এসি জেনারেটরে ব্যবহৃত হয় –
i. আর্মেচার কাঁচা লোহা নির্মিত
ii. ব্রাশ কার্বন নির্মিত
iii. ব্রাশের সাথে বর্হিবর্তনীর রোধ যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫৯.
ফ্যারাডের তাড়িত চৌম্বক আবেশের দ্বিতীয় পরীক্ষায় –
i. তামার তারের কুন্ডলী ব্যবহৃত হয়
ii. একটি কুন্ডলী ব্যবহৃত হয়
iii. বদ্ধ কুন্ডলী ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬০.
কয়েলের সাথে নিচের কোনটি ঘুরে?
Ο ক) 
বিভক্ত বলয়
Ο খ) 
ব্রাশ
Ο গ) 
আর্মেচার
Ο ঘ) 
জেনারেটর

  সঠিক উত্তর: (ক)

১৬১.
ডায়নামোর সাহায্যে কি করা হয়?
Ο ক) 
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়
Ο খ) 
তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়
Ο গ) 
পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে রূপান্তর করা হয়
Ο ঘ) 
তড়িৎ শক্তির পরিমাপ করা হয়

  সঠিক উত্তর: (ক)

১৬২.
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5V এবং প্রাবহ 4A। গৌণ কুন্ডলীর ভোল্টেজ 10V হলে, গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 
0.5A
Ο খ) 
1.5A
Ο গ) 
2A
Ο ঘ) 
2.5A

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
তড়িৎ চুম্বকের প্রাবল্য বাড়ানো যায় –
i. তড়িৎ প্রবাহ বাড়িয়ে
ii. সলিনয়েডের পেচের সংখ্যা বাড়িয়ে
iii. মেরু দুটিকে কাছাকাছি এনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
বর্তনীর রোধ কোনটির সাথে যুক্ত থাকে?
Ο ক) 
আর্মেচার
Ο খ) 
ব্রাশ
Ο গ) 
কম্যুটেটর
Ο ঘ) 
স্লিপলিং

  সঠিক উত্তর: (খ)

১৬৫.
গৌণ কুন্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে –
Ο ক) 
স্টেপ ডাউন ট্রান্সফর্মারের
Ο খ) 
অবরোহী ট্রান্সফর্মারের
Ο গ) 
নিম্নধাপী ট্রান্সফর্মারের
Ο ঘ) 
আরোহী ট্রান্সফর্মারের

  সঠিক উত্তর: (ঘ)

১৬৬.
চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে কোনটি ঘুরানো হয়?
Ο ক) 
কম্যুটেটর
Ο খ) 
স্লিপ রিং
Ο গ) 
আর্মেচার
Ο ঘ) 
ব্রাশ

  সঠিক উত্তর: (গ)

১৬৭.
টেলিফোনের ইয়ারপিসে ব্যবহৃত হয় –
Ο ক) 
দন্ড চুম্বক
Ο খ) 
তাড়িতচুম্বক
Ο গ) 
লোহার তার
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (খ)

১৬৮.
গ্যালভানোমিটারের বিক্ষেপ দ্বারা বর্তনীতে কিসের অস্তিত্ব বুঝা যায়?
Ο ক) 
রোধ
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
তড়িৎপ্রবাহ
Ο ঘ) 
চাপ

  সঠিক উত্তর: (গ)

১৬৯.
গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় –
i. তড়িৎ প্রবাহ বন্ধ করার সময়
ii. কুন্ডলীদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করলে
iii. মুখ্যকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৭০.
তড়িৎ মোটরে কয়েলের দৈর্ঘ্য বাড়ালে কী ঘটবে?
Ο ক) 
মোটরের ক্ষমতা কমবে
Ο খ) 
মোটরের দ্রুতি কমবে
Ο গ) 
চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়বে
Ο ঘ) 
চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কমবে

  সঠিক উত্তর: (গ)

১৭১.
কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় কোনটি?
Ο ক) 
তড়িচ্চালক বল
Ο খ) 
তাড়িতচৌম্বক প্রাবল্য
Ο গ) 
তাড়িতচৌম্বক আবেশ
Ο ঘ) 
তাড়িতচৌম্বক ক্ষেত্র

  সঠিক উত্তর: (গ)

১৭২.
অবিচ্ছিন্ন তড়িৎপ্রবাহ না থাকা সত্ত্বেও কোনটি কম্যুটেটর অবিরাম ঘূর্ণনের সৃষ্টি করে?
Ο ক) 
চুম্বকবল
Ο খ) 
গতিজড়তা
Ο গ) 
তড়িৎবল
Ο ঘ) 
অভিকর্ষ

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
ফ্যারাডের প্রথম পরীক্ষায় কুন্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য কুন্ডলীর দুই প্রান্তে কী যুক্ত করা হয়?
Ο ক) 
দুটি গ্যালভানোমিটার
Ο খ) 
একটি ভোল্টমিটার
Ο গ) 
একটি অ্যামিটার
Ο ঘ) 
একটি গ্যালভানোমিটার

  সঠিক উত্তর: (ঘ)

১৭৪.
নিচের কোন উদাহরণটিতে তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি পাওয়া যাচ্ছে?
Ο ক) 
বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন
Ο খ) 
তাড়িতচুম্বক এর সাহায্যে ভারী জিনিসপত্র উত্তোলন
Ο গ) 
তাড়িতচুম্বক তৈরি করা
Ο ঘ) 
বৈদ্যুতিক জেনারেটর থেকে তড়িৎ শক্তি প্রাপ্তি

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে?
Ο ক) 
তড়িৎবাহী তার
Ο খ) 
গ্যালভানোমিটার
Ο গ) 
মাল্টিমিটার
Ο ঘ) 
তড়িৎ নিরপেক্ষ তার

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
অধিক দূরত্বে তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় কেন?
i. তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায়
ii. তাপশক্তি উৎপাদনে তড়িতের অপচয় কম হয়
iii. প্রেরক তার অধিক তড়িৎ বহন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
চোখের ভিতর লোহার গুঁড়া ঢুকলে তা বের করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
পানি
Ο খ) 
গ্যাস
Ο গ) 
তাড়িতচুম্বক
Ο ঘ) 
ফোটন বার

  সঠিক উত্তর: (গ)

১৭৮.
পাওয়ার স্টেশন হতে পাওযার সাপ্লাইতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
তড়িৎ মোটর
Ο খ) 
ডায়নামো
Ο গ) 
আরোহী ট্রান্সফর্মার
Ο ঘ) 
অবরোহী ট্রান্সফর্মার

  সঠিক উত্তর: (গ)

১৭৯.
তড়িৎ মোটরের কোনটিকে ঘূর্ণায়মান রাখার জন্য কম্যুটেটর নামক একটি কৌশল ব্যবহার করা হয়?
Ο ক) 
ব্রাশ
Ο খ) 
লুপ
Ο গ) 
আর্মেচার
Ο ঘ) 
ব্রাশ ও আর্মেচার

  সঠিক উত্তর: (খ)

১৮০.
মুখ্যকুন্ডলীর চেয়ে গৌণকুন্ডলীর পাকসংখ্যা কম থাকে –
i. অবরোহী ট্রান্সফর্মারে
ii. স্টেপ ডাউন ট্রান্সফর্মারে
iii. নিম্নধাপী ট্রান্সফর্মারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮১.
মুখ্যকুন্ডলীর তড়িৎ প্রবাহ ক্রমাগত পরিবর্তন করলে কী ঘটবে?
Ο ক) 
কুন্ডলী নষ্ট হয়ে যাবে
Ο খ) 
গ্যালভানোমিটার বন্ধ হবে
Ο গ) 
গ্যালাভানোমিটার বিক্ষেপ দিবে
Ο ঘ) 
তড়িচ্চালক শক্তি কমে যাবে

  সঠিক উত্তর: (গ)

১৮২.
সলিনয়েডের ভিতর প্রবাহিত তড়িৎ প্রাবাহের বিপরীত করলে কী ঘটবে?
Ο ক) 
চুম্বকত্ব হ্রাস পাবে
Ο খ) 
চুম্বকত্ব বৃদ্ধি পাবে
Ο গ) 
চুম্বকের মেরু বিপরীত হবে
Ο ঘ) 
উপমেরু সৃষ্টি হবে

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
বৈদ্যুতিক মোটরে অতিরিক্ত উপাংশ যোগ করতে হয় কেন?
Ο ক) 
ক্ষমতা কমানোর জন্য
Ο খ) 
মসৃণতা কমানোর জন্য
Ο গ) 
মসৃণতা বাড়ানোর জন্য
Ο ঘ) 
দ্রুতি কমানোর জন্য

  সঠিক উত্তর: (গ)

১৮৪.
ফ্যারাডের কোন পরীক্ষার কোন কুন্ডলীতে তড়িৎপ্রবাহ চালালে গৌণ কুন্ডলীর গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে?
Ο ক) 
১ম পরীক্ষার মুখ্য
Ο খ) 
২য় পরীক্ষার গৌণ
Ο গ) 
১ম পরীক্ষার গৌণ
Ο ঘ) 
২য় পরীক্ষার মুখ্য

  সঠিক উত্তর: (ঘ)

১৮৫.
“তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র বিজড়িত” – এটি কে আবিষ্কার করেন?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
ওয়েরস্টেড
Ο গ) 
সাইমন ওহম
Ο ঘ) 
আলেসান্দ্রো ভোল্টা

  সঠিক উত্তর: (খ)

১৮৬.
আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ভর করে –
i. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর
ii. চৌম্বকক্ষেত্রের আকারের উপর
iii. ঘূর্ণন বেগের উপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৭.
ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় একটি তড়িচ্চালক শক্তির উৎসরূপে সংযুক্ত করতে হয় –
i. একটি ব্যাটারি
ii. একটি পরিবর্তনশীল রোধ
iii. একটি টেপা চাবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. তড়িৎ মোটরে একাধিক কয়েল ব্যবহার করা হয়
ii. কয়েলগুলো কেন্দ্রীয় অক্ষের চারদিকে সাজানো থাকে
iii. কয়েলগুলো বৃত্তাকার সাজানো থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৯.
জেনারেটরে ব্যবহৃত কম্যুটেটরের কাজের সাথে নিচের কোনটির মিল আছে?
Ο ক) 
পর্যাবৃত্ত প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করা
Ο খ) 
বহিঃবর্তনীতে তড়িৎ প্রবাহ প্রেরণ করা
Ο গ) 
ক্ষেত্র চুম্বকটিকে শক্তিশালী করা
Ο ঘ) 
তড়িচ্চালক শক্তি আবিষ্ট করা

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
আমেরিকার কোন বিজ্ঞানী তাড়িতচৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন?
Ο ক) 
মাইকেল ফ্যারাডে
Ο খ) 
জোসেফ হেনরি
Ο গ) 
এইচ.এফ.ই. লেঞ্জ
Ο ঘ) 
নিউটন

  সঠিক উত্তর: (খ)

১৯১.
নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. যে অঞ্চলে চৌম্বক বলরেখা ক্রিয়াশীল তাই চৌম্বক ক্ষেত্র
ii. বলরেখাগুলো ঘড়ির কাঁটার দিকাভিমুখী
iii. চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ডানহাতি নিয়ম মেনে চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
Ο ক) 
কুলম্ব
Ο খ) 
ওয়েরস্টেড
Ο গ) 
সাইমন ওহম
Ο ঘ) 
আলসান্দ্রো ভোল্টা

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
লোহার দন্ড কখন শক্তিশালী চুম্বকে পরিণত হয়?
Ο ক) 
তড়িৎ প্রবাহ চলাকালীন সময়ে
Ο খ) 
তড়িৎ প্রবাহ বন্ধ করলে
Ο গ) 
তড়িৎ প্রবাহ হ্রাস করলে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৯৪.
মুক্ত অবস্থায় তড়িৎবাহী তার কোন দিকে লাফিয়ে উঠে?
Ο ক) 
উপরের দিকে
Ο খ) 
নিচের দিকে
Ο গ) 
ডান দিকে
Ο ঘ) 
বাম দিকে

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
কোনটি নরম লোহার উপর তারের শত শত পেঁচ দিয়ে তৈরি?
Ο ক) 
কম্যুটের
Ο খ) 
ব্রাশ
Ο গ) 
আর্মেচার
Ο ঘ) 
কয়েল

  সঠিক উত্তর: (গ)

১৯৬.
কোনটি বৈদ্যুতিক মোটরের অংশ নয়?
Ο ক) 
ক্ষেত্র চুম্বক
Ο খ) 
আর্মেচার
Ο গ) 
পিস্টন
Ο ঘ) 
ব্রাশ

  সঠিক উত্তর: (গ)

১৯৭.
অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে –
i. অবরোহী ট্রান্সফর্মার
ii. আরোহী ট্রান্সফর্মার
iii. স্টেপ আপ ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
ii ও iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৯৮.
সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?
Ο ক) 
যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে
Ο খ) 
যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে
Ο গ) 
যে প্রান্তে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়
Ο ঘ) 
যে প্রান্তে তড়িৎ বিভব বেশি থাকে

  সঠিক উত্তর: (খ)

১৯৯.
কোনো সোজা খাড়া তারের দরুন সৃষ্ট চৌম্বক বলরেখাগুলোর আকৃতি কীরূপ হয়?
Ο ক) 
একটি দন্ড চুম্বকের বলরেখার ন্যায়
Ο খ) 
তারটিকে ঘিরে কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত
Ο গ) 
তারটির সমান্তরাল কতগুলো সরলরেখা
Ο ঘ) 
তারটিকে ঘিরে কতগুলো সমকেন্দ্রিক বর্গ

  সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 5A এবং প্রবাহ 3 A। গৌণ কুন্ডলীর ভোল্টেজ� 10 V।�
২০০.
গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
Ο ক) 
1 A
Ο খ) 
1.5 A
Ο গ) 
2 A
Ο ঘ) 
2.5 A

  সঠিক উত্তর: (খ)

২০১.
উল্লিখিত ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটি সত্য?
i. ট্রান্সফর্মারটি উচ্চধাপী
ii. ট্রান্সফর্মারটি নিম্নধাপী
iii. ট্রান্সফর্মারটি রেডিওতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন