NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪: আখলাক(1-250)

          এস.এস.সি    ||    ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায় - ৪: আখলাক


১. আমরা সাহায্য করব-
i. গরিবদের
ii. মুসলিমদের
iii. অমুসলিম অভাবগ্রস্তদের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২. “তুমি তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখ না এবং সম্পূর্ণ প্রসারিত ও করো না, তাহলে তুমি তিরস্কৃত ও নি:স্ব হয়ে পড়বে।” -এখানে কিসের কথা বলা হচ্ছে?
Ο ক)  সত্যবাদিতা
Ο খ)  সদ্ব্যবহার
Ο গ)  মানবতা
Ο ঘ)  মিতব্যয়িতা

  সঠিক উত্তর: (ঘ)

৩. “দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম”। হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  বুখারি
Ο খ)  তিরমিযি
Ο গ)  মুসলিম
Ο ঘ)  আবু দাউদ

  সঠিক উত্তর: (খ)

৪. আখলাক কয় প্রকার?
Ο ক)  দু প্রকার
Ο খ)  তিন প্রকার
Ο গ)  চার প্রকার
Ο ঘ)  পাঁচ প্রকার

  সঠিক উত্তর: (ক)

৫. সাধারণত কারো নিকট কোন অর্থ সম্পদ গচ্ছিত রাখাকে কী বলে?
Ο ক)  আমানত
Ο খ)  খিয়ানত
Ο গ)  আদালত
Ο ঘ)  আহদ

  সঠিক উত্তর: (ক)

৬. জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজন-
i. স্বদেশপ্রেম
ii. সুশাসন প্রতিষ্ঠা
iii. সামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii iii

  সঠিক উত্তর: (ঘ)

৭. তাযকিয়াহ শব্দের অর্থ কী?
Ο ক)  আত্মশুদ্ধি
Ο খ)  পবিত্রতা
Ο গ)  নির্মলতা
Ο ঘ)  সরলতা

  সঠিক উত্তর: (ক)

৮. মানবজীবনে ওয়াদা পালনের গুরুত্ব অপরিসীম । কারণ-
i. এটি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে
ii. এটি মুমিন ও দীনদার হিসেবে প্রতিষ্ঠিত করে
iii. সমাজের অন্যায় প্রতিহত করতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৯. ‘ফিতনা হত্যার চেয়েও জঘন্য’ -এ বানীটি কোন সূরার অন্তর্গত?
Ο ক)  সূরা নিসা
Ο খ)  সূরা আলে -ইমরান
Ο গ)  সূরা আল-বাকারা
Ο ঘ)  সূরা ইয়াসিন

  সঠিক উত্তর: (গ)

১০. কোন ‍গুণ ব্যতীত সমস্ত সম্পদ অর্থহীন?
Ο ক)  সুখ
Ο খ)  চালাকি
Ο গ)  সৌন্দর্য
Ο ঘ)  আখলাকে হাসানাহ

  সঠিক উত্তর: (ঘ)

১১. হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর। সুুরা মায়িদার কত নং আয়াত?
Ο ক) 
Ο খ) 
Ο গ) 
Ο ঘ) 

  সঠিক উত্তর: (ঘ)

১২. সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)  নিফাকি
Ο খ)  তাকওয়া
Ο গ)  গিবত
Ο ঘ)  মিথ্যা বলা

  সঠিক উত্তর: (খ)

১৩. ‘আল্লাহর তায়ালার নিকট সেই লোকসকলই অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান।” কোন গ্রন্থ হতে চয়ন করা হয়েছে?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  ইবনে হিব্বান
Ο ঘ)  ইবনে মাজাহ্‌

  সঠিক উত্তর: (গ)

১৪. আল আহ্‌দু এর শাব্দিক অর্থ কী?
Ο ক)  ওয়াদা রক্ষা
Ο খ)  আমানত রক্ষা
Ο গ)  সত্য কথা বলা
Ο ঘ)  ন্যায়পথে চলা

  সঠিক উত্তর: (ক)

১৫. প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ বা প্রমাণ করাকে কী বলে?
Ο ক)  সততা
Ο খ)  শঠতা
Ο গ)  অবাস্তব
Ο ঘ)  মিথ্যা

  সঠিক উত্তর: (ঘ)

১৬. মিথ্যার আরবি প্রতিশব্দ কী?
Ο ক)  সিদক
Ο খ)  কিযব
Ο গ)  হৃদ
Ο ঘ)  ইহসান

  সঠিক উত্তর: (খ)

১৭. আল্লাহর সবচেয়ে মূল্যবান দান কোনটি?
Ο ক)  চরিত্র
Ο খ)  সুন্দর চরিত্র
Ο গ)  ধনসম্পদ
Ο ঘ)  সৌন্দর্য

  সঠিক উত্তর: (খ)

১৮. মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কী?
Ο ক)  আখলাক
Ο খ)  আখলাকে হামিদাহ
Ο গ)  আখলাকে যামিমা
Ο ঘ)  সুন্নাত

  সঠিক উত্তর: (ক)

১৯. “অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ।” কে বলেছেন?
Ο ক)  এডাম স্মিথ
Ο খ)  ডেভিড রিকার্ডো
Ο গ)  হযরত মুহাম্মদ (স)
Ο ঘ)  ইবনে খালদুন

  সঠিক উত্তর: (গ)

২০. নারীদেরকে ঘরের বাইরে যেতে হলে-
i. সংযত ও শালীনভাবে যেতে হবে
ii. অবাধ ও মেলামেশা করা যাবে
iii. ইসলামি� চেতনা মনে থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i iii

  সঠিক উত্তর: (ঘ)

২১. “নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক।” কোন সূরার আয়াত?
Ο ক)  সূরা ইয়াসিন
Ο খ)  সূরা আলাক
Ο গ)  সূরা কলম
Ο ঘ)  সূরা হাশর

  সঠিক উত্তর: (গ)

২২. “মায়ের পদতলে সন্তানের বেহেশত।” কার উক্তি?
Ο ক)  হযরত মুহাম্মদ (স)
Ο খ)  আলী (রা)
Ο গ)  হাসান বসির (রা)
Ο ঘ)  শাফী (রা)

  সঠিক উত্তর: (ক)

২৩. ইমানদার ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কী করেন?
Ο ক)  জমা রাখেন
Ο খ)  বিলাসিতার জন্য ব্যবহার করেন
Ο গ)  আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন
Ο ঘ)  দরিদ্রকে দান করেন

  সঠিক উত্তর: (খ)

২৪. মানবদেহের কোন অঙ্গটি কুলষিত হলে সমগ্র দেহরাজ্যটি কলুষিত হয়ে যায়?
Ο ক)  কালব
Ο খ)  মগজ
Ο গ)  পেট
Ο ঘ)  চক্ষু

  সঠিক উত্তর: (ক)

২৫. হিংসা-বিদ্বেষ কীসের পরিপন্থি?
Ο ক)  ইসলামের
Ο খ)  সত্যবাদিতার
Ο গ)  সাধুতার
Ο ঘ)  শালীনতার

  সঠিক উত্তর: (ক)

২৬. কোন সূরায় মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা স্পষ্টভাবে বলা হয়েছে?
Ο ক)  সূরা ফীল
Ο খ)  সূরা মায়িদাহ
Ο গ)  সূরা আম্বিয়া
Ο ঘ)  সূরা আহযাব

  সঠিক উত্তর: (ঘ)

২৭. যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি-
i. মহৎপ্রাণ
ii. বিশেষ মর্যাদার অধিকারী
iii. সম্পদশালী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

২৮. সৎকর্মশীল জীবনযাপনের মূলকথা কী?
Ο ক)  তাকওয়া
Ο খ)  আদল
Ο গ)  সত্যবাদিতা
Ο ঘ)  সবর

  সঠিক উত্তর: (ক)

২৯. “তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি, যে তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম।”- কার বানী?
Ο ক)  আল্লাহর
Ο খ)  হযরত মুহাম্মদ (স)
Ο গ)  ইমাম বুখারির
Ο ঘ)  লেখকের

  সঠিক উত্তর: (খ)

৩০. মহানবি (স)-এর দুধমাতা কে ছিলেন?
Ο ক)  আমিনা
Ο খ)  সোয়েবা
Ο গ)  হালিমা
Ο ঘ)  হাসিনা

  সঠিক উত্তর: (গ)

৩১. নারীর অধিকার সম্পর্কে পবিত্র কুরআনে কোন সুরা নাযিল করা হয়েছে?
Ο ক)  আলাক
Ο খ)  মায়িদা
Ο গ)  নিসা
Ο ঘ)  হাশর

  সঠিক উত্তর: (গ)

৩২. অঙ্গীকার পূর্ণ করা কীসের দাবি?
Ο ক)  আল্লাহর
Ο খ)  ইমানের
Ο গ)  রাসুলের
Ο ঘ)  ইহসানের

  সঠিক উত্তর: (খ)

৩৩. ঘুষের বিধান কী?
Ο ক)  হালাল
Ο খ)  হারাম
Ο গ)  মুবাহ
Ο ঘ)  মুস্তাহাব

  সঠিক উত্তর: (খ)

৩৪. কার প্রতি আল্লাহ দয়া করেন না?
Ο ক)  যে সৎ কর্ম করে না
Ο খ)  যে দান করে না
Ο গ)  যে খিয়ানত করে না
Ο ঘ)  যে অন্যের ওপর দয়া করে না

  সঠিক উত্তর: (ঘ)

৩৫. ‘তাহারাত’ শব্দের অর্থ কী?
Ο ক)  চাকচিক্য
Ο খ)  পবিত্রতা
Ο গ)  নির্মল
Ο ঘ)  অপবিত্র

  সঠিক উত্তর: (খ)

৩৬. “পবিত্রতা ইমানের অঙ্গ ।” কার বাণী?
Ο ক)  মুহাম্মদ (স)
Ο খ)  আবু বকর (রা)
Ο গ)  আল্লাহর
Ο ঘ)  আবু হানিফা (রা)

  সঠিক উত্তর: (ক)

৩৭. ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তার ঊর্ধ্বে সকলের সাথে ঐক্য, সংহতি, সহযোগিতার মনোভাবকে কী বলে?
Ο ক)  মানবপ্রীতি
Ο খ)  ধর্মনিরপেক্ষতা
Ο গ)  সাম্প্রদায়িক সম্প্রীতি
Ο ঘ)  জাতীয় ঐক্য

  সঠিক উত্তর: (গ)

৩৮. কোনটি আল্লাহর কাছে জঘন্যতম পাপের কাজ?
Ο ক)  পরনিন্দা
Ο খ)  প্রতারণা
Ο গ)  গিবত
Ο ঘ)  হিংসা-বিদ্বেষ

  সঠিক উত্তর: (ঘ)

৩৯. “তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরীচিকা ধরিয়ে দিয়েছে।”- কাদের অন্তরে?
Ο ক)  কাফিরদের
Ο খ)  মুমিনদের
Ο গ)  শিশুদের
Ο ঘ)  আরবদের

  সঠিক উত্তর: (ক)

৪০. মিতব্যয়ী ব্যক্তি কার নিয়ামতের যথাযথ ব্যবহার করে?
Ο ক)  আল্লাহর
Ο খ)  রাসুল (স) এর
Ο গ)  পিতামাতার
Ο ঘ)  নিজের

  সঠিক উত্তর: (ক)

৪১. ‘আখলাক’ শব্দের একবচন কী?
Ο ক)  ইয়াকলুকুন
Ο খ)  ইখ্‌লাকুন
Ο গ)  খুলুকুন
Ο ঘ)  খুল্লকুন

  সঠিক উত্তর: (গ)

৪২. সফলতা কাদের-
Ο ক)  সম্পদশালীদের
Ο খ)  ক্ষমতাশালীদের
Ο গ)  মুত্তাকিদের
Ο ঘ)  রাজনীতিবীদদের

  সঠিক উত্তর: (গ)

৪৩. ‘বিদআত’ মানে কী?
Ο ক)  কুফরি কাজ
Ο খ)  শিরকি কাজ
Ο গ)  মিথ্যা
Ο ঘ)  কুরআন-সুন্নাহর পরিপন্থি কাজ

  সঠিক উত্তর: (ঘ)

৪৪. ভ্রাতৃত্ববোধের অভাবে যা হয়-
i. শান্তি-শৃ্ঙ্খলা বিনষ্ট
ii. জাতির উন্নতি বাধাগ্রস্ত
iii. সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৫. “প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে।” কে বলেছেন?
Ο ক)  আল্লাহ
Ο খ)  মুহাম্মদ (স)
Ο গ)  আবু হানিফা (রা)
Ο ঘ)  হাসান বসরি (রা)

  সঠিক উত্তর: (ক)

৪৬. “নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই”- এটি কোন সূরার আয়াত?
Ο ক)  বাকারা
Ο খ)  নিসা
Ο গ)  তাওবা
Ο ঘ)  হুজরাত

  সঠিক উত্তর: (ঘ)

৪৭. আখলাকে হামিদা কী অনুসারে পরিশুদ্ধ হতে হবে?
Ο ক)  ইবাদত
Ο খ)  সমাজ চরিত্র
Ο গ)  শরিয়ত
Ο ঘ)  মারেফাত

  সঠিক উত্তর: (গ)

৪৮. মানবজীবনের� শ্রেষ্ঠ সম্পদ কী?
Ο ক)  বিদ্যাবুদ্ধি
Ο খ)  ধনসম্পদ
Ο গ)  আখলাক বা সচ্চরিত্র
Ο ঘ)  সুনাম-সুখ্যাতি

  সঠিক উত্তর: (গ)

৪৯. কীসে দারিদ্র্য ডেকে আনে?
Ο ক)  অপব্যয়
Ο খ)  খিয়ানত
Ο গ)  কুফর
Ο ঘ)  শিরক

  সঠিক উত্তর: (খ)

৫০. প্রকৃত স্বদেশপ্রেম প্রমাণিত হয়, দেশের প্রতি-
Ο ক)  কর্তব্য পালনের মাধ্যমে
Ο খ)  কবিতা লেখার মাধ্যমে
Ο গ)  বক্তৃতা করার মাধ্যমে
Ο ঘ)  সংস্কৃতি চর্চার মাধ্যমে

  সঠিক উত্তর: (ক)

৫১. উহুদের যুদ্ধে মুসলিমদের চরম মূল্য দিতে হয়েছিল কেন?
Ο ক)  শৃঙ্খলা ভঙ্গের জন্য
Ο খ)  সৈন্যসংখ্যা কম ছিল বলে
Ο গ)  যোদ্ধারা ঘুমিয়ে ছিল বলে
Ο ঘ)  অস্ত্র ছিল না বলে

  সঠিক উত্তর: (ক)

৫২. কর্মবিমুখতা�� মানুষের মধ্যে সৃষ্টি করে-
Ο ক)  উদ্দীপনা
Ο খ)  অলসতা
Ο গ)  অহংকার
Ο ঘ)  হিংসা

  সঠিক উত্তর: (খ)

৫৩. ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ?
Ο ক)  মুনাফিকের
Ο খ)  কাফিরের
Ο গ)  ফাসিকের
Ο ঘ)  মুশরিকের

  সঠিক উত্তর: (ক)

৫৪. ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায়-
i. পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৫. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে?
Ο ক)  আখলাকে যামীমাহ
Ο খ)  নিন্দনীয় চরিত্র
Ο গ)  আখলাকে হামীদাহ
Ο ঘ)  আখলাক

  সঠিক উত্তর: (গ)

৫৬. দেশের জাতীয় উন্নয়নে অবদান কিসের অন্তর্ভুক্ত?
Ο ক)  রাষ্ট্রীয় কর্তব্যের
Ο খ)  জাতীয় স্বার্থের
Ο গ)  স্বদেশপ্রেমের
Ο ঘ)  নিজ দায়িত্বের

  সঠিক উত্তর: (গ)

৫৭. “আর হিংসুকের অনিষ্ট থেকে (পানাহ চাই) যখন সে হিংসা করে। ” -কোন সূরার অংশ?
Ο ক)  আন নাবা
Ο খ)  মূলক
Ο গ)  আন নাস
Ο ঘ)  আল ফালাক

  সঠিক উত্তর: (ঘ)

৫৮. কালবের সংশোধনকে কী বলা হয়?
Ο ক)  সরলতা
Ο খ)  মিতব্যয়িতা
Ο গ)  আত্মশুদ্ধি
Ο ঘ)  আত্মত্যাগ

  সঠিক উত্তর: (গ)

৫৯. আখলাকে যামিমাহ -এর বিপরীত হচ্ছে-
Ο ক)  আখলাকে হাসানা
Ο খ)  আখলাকে হামিদাহ
Ο গ)  হুসনুল খূলক
Ο ঘ)  উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৬০. ইসলামি শরিয়তে গিবত করা-
Ο ক)  বৈধ
Ο খ)  অবৈধ
Ο গ)  কিছুটা অনুমতি রয়েছে
Ο ঘ)  মাকরুহ

  সঠিক উত্তর: (খ)

৬১. আমানত রক্ষা করা-
i. ইমানের অঙ্গ স্বরূপ
ii. ইমানদারের বৈশিষ্ট্য
iii. আখলাকে হামিদার গুরুত্বপূর্ণ দিক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২. “ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়।” কে বলেছেন?
Ο ক)  আল্লাহ
Ο খ)  মুহাম্মদ (স)
Ο গ)  আগাস্ট কোঁৎ
Ο ঘ)  প্লেটো

  সঠিক উত্তর: (ক)

৬৩. মানুষ খুন-খারাবি করে কেন?
Ο ক)  লোভ-লালসায় পড়ে
Ο খ)  জিঘাংসার বশবর্তী হয়ে
Ο গ)  অভ্যাসের বশে
Ο ঘ)  অপরের অনুরোধে

  সঠিক উত্তর: (খ)

৬৪. তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তুমি-
i. ফরযসহ বেশি করে নফল নামায পড়বে
ii. হারাম বর্জন করবে এবং হালাল গ্রহণ করবে
iii. হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ নিয়ে চিন্তা গবেষণা করবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৫. “নিশ্চয়ই যে ব্যক্তি আত্মাকে পূত:পবিত্র রাখল সেই সফলকাম।” কে বলেছেন?
Ο ক)  আল্লাহ তায়ালা
Ο খ)  হযরত মুহাম্মদ (স)
Ο গ)  হযরত আবু বকর (রা)
Ο ঘ)  ওমর (রা)

  সঠিক উত্তর: (ক)

৬৬. আমাদের নারী সমাজ কিসের নির্দেশ মেনে চললে তাদের মান ইজ্জতের হিফাজত হবে?
Ο ক)  কুরআনের
Ο খ)  হাদিসের
Ο গ)  কুরআন ও হাদিসের
Ο ঘ)  পিতামাতা ও শিক্ষকের

  সঠিক উত্তর: (গ)

৬৭. আমাদের প্রিয়নবিকে কাফিররা কী নামে ডাকত?
Ο ক)  আল-আমিন
Ο খ)  আল-হামিদ
Ο গ)  আল-মান্নান
Ο ঘ)  আল-হাদি

  সঠিক উত্তর: (ক)

৬৮. হিন্দুদের পূজা উৎসবে নাহিল এবং নাজিম বোমা ছোড়ার পরিকল্লনা করে। এটি জানতে পেরে ইমাম সাহেব বললেন, আমরা মুসলমান, এ কাজ আমাদের মানায় না। ইমাম সাহেবের কথা দ্বারা কোনটি প্রকাশ পেয়েছে?
Ο ক)  মহানুভবতা
Ο খ)  সাম্প্রদায়িক সম্প্রীতি
Ο গ)  ইসলামি ভ্রাতৃত্ব
Ο ঘ)  ইসলামি আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

৬৯. ইসলামি জীবন দর্শনে সব সদ্‌গুনের মূল কী?
Ο ক)  তাওহিদ
Ο খ)  তাকওয়া
Ο গ)  আমানত
Ο ঘ)  আকাইদ

  সঠিক উত্তর: (খ)

৭০. “এতো সেদিন, যেদিন সতক্যবাদিদের সত্যবাদিতা তাদের বিশেষ উপকার দান করবে । তাদের জন্য রয়েছে জান্নাত।” আয়াতাংশ কোন সূরার অন্তর্গত?
Ο ক)  ইমরান
Ο খ)  হাশর
Ο গ)  মায়িদা
Ο ঘ)  আর-রাহমান

  সঠিক উত্তর: (গ)

৭১. মানবসেবা বলতে বোঝায়-
i. মানুষের সেবা করা
ii. মানুষের পরিচর্যা করা
iii.মানুষকে সাহায্য-সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭২. দেশের অার্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা কাদের কর্তব্য?
Ο ক)  সাধারণ নাগরিকদের
Ο খ)  সত্যিকার স্বদেশপ্রেমিকদের
Ο গ)  রাজনীতিবিদদের
Ο ঘ)  প্রশাসনিক কর্মকর্তাদের

  সঠিক উত্তর: (খ)

৭৩. “দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” - কার বাণী?
Ο ক)  রাসুলুল্লাহ (স)
Ο খ)  খালিদ বিন ওলিদ (রা)
Ο গ)  উমর (রা)
Ο ঘ)  আলী (রা)

  সঠিক উত্তর: (ক)

৭৪. ‘কিযব’ অর্থ কী?
Ο ক)  সত্য
Ο খ)  মিথ্যা
Ο গ)  চোগলখোরী
Ο ঘ)  পরনিন্দা

  সঠিক উত্তর: (খ)

৭৫. আখলাক বলতে কী বোঝায়?
Ο ক)  সচ্চরিত্র
Ο খ)  দুশ্চরিত্র
Ο গ)  আখলাকে হামীদাহ
Ο ঘ)  সচ্চরিত্র ও দুশ্চরিত্র দুটোই

  সঠিক উত্তর: (ঘ)

৭৬. সামাজে হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, ইভটিজিং ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার কারণ-
Ο ক)  আখলাকে হামিদাহ
Ο খ)  আখলাকে যামিমাহ
Ο গ)  আখলাকে হাসানাহ
Ο ঘ)  আখলাকে হুসনুল খুলক

  সঠিক উত্তর: (খ)

৭৭. ইসলামে প্রতারণার বিধান কী?
Ο ক)  মাকরুহ
Ο খ)  মোবাহ
Ο গ)  হারাম
Ο ঘ)  হালাল

  সঠিক উত্তর: (গ)

৭৮. সর্বোত্তম চরিত্রের অধিকারী কে?
Ο ক)  হযরত আদম (আ)
Ο খ)  হযরত মুহাম্মদ (স)
Ο গ)  আলী (রা)
Ο ঘ)  হযরত জিব্রাইল (আ)

  সঠিক উত্তর: (খ)

৭৯. হিংসা-বিদ্বেষ কিসের পরিপন্থী?
Ο ক)  ইসলামের
Ο খ)  সত্যবাদিতার
Ο গ)  সাধুতার
Ο ঘ)  শালীনতার

  সঠিক উত্তর: (ক)

৮০. সুদখোরকে মনে ঘৃণা করা ইমানের-
Ο ক)  সর্বোচ্চ স্তর
Ο খ)  নিম্নতম স্তর
Ο গ)  মধ্যম স্তর
Ο ঘ)  উচ্চ স্তর

  সঠিক উত্তর: (খ)

৮১. সব ধরনের সদগুণাবলি কার চরিত্রে সন্নিবেশন ঘটেছে?
Ο ক)  হযরত মুহাম্মদ (স)-এর
Ο খ)  জিব্রাইল (আ) -এর
Ο গ)  হযরত আবু বকর (রা)-এর
Ο ঘ)  হযরত আলী (রা)-এর

  সঠিক উত্তর: (ক)

৮২. যে ব্যক্তি আত্মাকে পূতপবিত্র রাখল সে কী লাভ করল?
Ο ক)  মুক্তি
Ο খ)  সওয়াব
Ο গ)  সাফল্য
Ο ঘ)  শান্তি

  সঠিক উত্তর: (ক)

৮৩. “আর যখন তারা ব্যয় করে তখন তার অপচয় করে না এবং কার্পণ্য করে না। বরং তার এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।”- আয়াতে কাদের কথা হয়েছে?
Ο ক)  মুমিনদের
Ο খ)  মুশরিকদের
Ο গ)  মুনাফিকদের
Ο ঘ)  মদিনাবাসীদের

  সঠিক উত্তর: (ক)

৮৪. অশালীন বেশভূষা ও আচার-আচরণ দ্বারা কী সংঘটিত হয়?
Ο ক)  অসৎ কাজ
Ο খ)  বিভিন্ন ধরনের পাপ কাজ
Ο গ)  অবাঞ্ছিত ঘটনা
Ο ঘ)  পারিবারিক কলহ

  সঠিক উত্তর: (খ)

৮৫. ইসলামি পরিভাষায় কারো সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে কী বলে?
Ο ক)  ওয়াদা পালন
Ο খ)  তাকওয়া
Ο গ)  নিফাকি
Ο ঘ)  আদালত

  সঠিক উত্তর: (ক)

৮৬. সম্পূর্ণরূপে পবিত্র হতে কী ব্যবহার করতে হয়?
Ο ক)  ঢিলা কুলুখ
Ο খ)  টিস্যু
Ο গ)  পাথর
Ο ঘ)  পানি

  সঠিক উত্তর: (খ)

৮৭. মানুষের অন্তর কলুষিত হয় কেন?
Ο ক)  পিতামাতার কারনে
Ο খ)  সমাজের কারণে
Ο গ)  নিজের কর্মের কারণে
Ο ঘ)  বন্ধুর কর্ম ফলের কারণে

  সঠিক উত্তর: (গ)

৮৮. গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করার পর তা প্রকৃত মালিকের নিকট যিনি ফিরিয়ে দেন তাকে কী বলা হয়?
Ο ক)  সাদিক
Ο খ)  আদিল
Ο গ)  আমিন
Ο ঘ)  কাযির

  সঠিক উত্তর: (গ)

৮৯. শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য কী?
Ο ক)  ইবাদতে মত্ত থাকা
Ο খ)  জিহাদ করা
Ο গ)  সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা
Ο ঘ)  হারাম বর্জন করা

  সঠিক উত্তর: (গ)

৯০. সকল মুমিন কিসের সদৃশ?
Ο ক)  একটি বৃক্ষের
Ο খ)  একটি দেহের
Ο গ)  একটি যন্ত্রের
Ο ঘ)  একটি আত্মার

  সঠিক উত্তর: (খ)

৯১. ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই ।’- কে বলেছেন?
Ο ক)  আল্লাহ
Ο খ)  মহানবি (স)
Ο গ)  শাফী (রা)
Ο ঘ)  আবু হুরায়রা (রা)

  সঠিক উত্তর: (ক)

৯২. গিবত করা কী ধরনের পাপ?
Ο ক)  ব্যভিচারের সমান
Ο খ)  হত্যার সমান
Ο গ)  মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান
Ο ঘ)  পিতামাতার নাফরমানির সমান

  সঠিক উত্তর: (গ)

৯৩. তাকওয়ার অর্থ কোনটি?
Ο ক)  আল্লাহভীতি
Ο খ)  আত্মশুদ্ধি
Ο গ)  পরহেজগারি
Ο ঘ)  উপরের সবকটি

  সঠিক উত্তর: (ঘ)

৯৪. রাসুল (স)-এর দুধমাতার নাম কী?
Ο ক)  হালিমা
Ο খ)  রহিমা
Ο গ)  মাইসা
Ο ঘ)  আমিনা

  সঠিক উত্তর: (ক)

৯৫. আমাদের আদি মাতার নাম কী
Ο ক)  হযরত মারিয়াম (আ)
Ο খ)  হযরত খাদিজা (রা)
Ο গ)  হযরত আছিয়া (আ)
Ο ঘ)  হযরত হাওয়া (আ)

  সঠিক উত্তর: (ঘ)

৯৬. “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সঠিক কথা বল। ”-কে বলেছেন?
Ο ক)  আল্লাহ তায়ালা
Ο খ)  হযরত মুহাম্মদ (স)
Ο গ)  হযরত আলী (রা)
Ο ঘ)  হযরত উমর (রা)

  সঠিক উত্তর: (ক)

৯৭. “যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই। - কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  সুনানে আহমদ
Ο ঘ)  সুনানে ইবনে মাযা

  সঠিক উত্তর: (গ)

৯৮. প্রতারণা কীসের শামিল?
Ο ক)  পরনিন্দার
Ο খ)  ওয়াদা ভঙ্গের
Ο গ)  মিথ্যাবাদী
Ο ঘ)  ওয়াদাভঙ্গকারী

  সঠিক উত্তর: (খ)

৯৯. ফিতনা ও ফাসাদ কোন ভাষার শব্দ?
Ο ক)  বাংলা
Ο খ)  মান্দারিন
Ο গ)  ফার্সি
Ο ঘ)  আরবি

  সঠিক উত্তর: (ঘ)

১০০. ইসলামে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার বিধান কী?
Ο ক)  হারাম
Ο খ)  মাকরুহ
Ο গ)  মুবাহ
Ο ঘ)  ওয়াজিব

  সঠিক উত্তর: (ক)

১০১. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” কার বাণী?
Ο ক)  এরিস্টটল
Ο খ)  মুহাম্মদ (স)
Ο গ)  আল-ফারাবি
Ο ঘ)  ইবনে খালেদুন

  সঠিক উত্তর: (খ)

১০২. “তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না।” কোন সূরার অংশ?
Ο ক)  আল-বাকারা
Ο খ)  আল-ইমরান
Ο গ)  সূরা মূলক
Ο ঘ)  সূরা মায়িদা

  সঠিক উত্তর: (ক)

১০৩. আখলাকে যামিমাহ-এর বৈশিষ্ট্য হলো-
Ο ক)  মিথ্যা বলা
Ο খ)  প্রতারণা করা
Ο গ)  লোভলালসা
Ο ঘ)  সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১০৪. আমানতের খিয়ানত করা-
Ο ক)  হারাম
Ο খ)  হালাল
Ο গ)  মানদুব
Ο ঘ)  মাকরুহ

  সঠিক উত্তর: (ক)

১০৫. “নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন।” - কার কথা?
Ο ক)  মহানবি (স)-এর
Ο খ)  আবু বকর (রা)-এর
Ο গ)  ফাতেমা (রা)-এর
Ο ঘ)  আল্লাহর

  সঠিক উত্তর: (ঘ)

১০৬. আদম কিসের সৃষ্টি?
Ο ক)  নুরের
Ο খ)  মাটির
Ο গ)  পানির
Ο ঘ)  বাতাসের

  সঠিক উত্তর: (খ)

১০৭. ‘নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে কেশি তাকওয়াবান।” উক্তিটি কার?
Ο ক)  আল্লাহর
Ο খ)  মহানবি (স) এর
Ο গ)  সৎকর্মশীলদের
Ο ঘ)  হযরত আলী (রা) এর

  সঠিক উত্তর: (ক)

১০৮. ইমানের দুর্বলতম স্তর কোনটি?
Ο ক)  খারাপ কাজ প্রতিহত করা
Ο খ)  মুখে খারাপের প্রতিবাদ করা
Ο গ)  মনে মনে শুধু ঘৃণা করা
Ο ঘ)  খারাপ কাজে লিপ্ত হওয়া

  সঠিক উত্তর: (গ)

১০৯. ‘যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’- বাণীটি কার?
Ο ক)  মহানবি হযরত মুহাম্মদ (স)-এর
Ο খ)  হযরত আবু বকর (রা)-এর
Ο গ)  হযরত উমর (রা)-এর
Ο ঘ)  হযরত আলী (রা)-এর

  সঠিক উত্তর: (ক)

১১০. সুদ, ঘুষ ও প্রতারণার মাধ্যমে উপার্জন করা কী?
Ο ক)  শয়তানি কাজ
Ο খ)  বদ কাজ
Ο গ)  অসামাজিক কাজ
Ο ঘ)  অমানবিক কাজ

  সঠিক উত্তর: (ক)

১১১. পরকালীন জীবনে মানুষের কল্যাণের হাতিয়ার কোনটি?
Ο ক)  নফল নামায
Ο খ)  নফল রোযা
Ο গ)  সৎ চরিত্র
Ο ঘ)  অর্থসম্পদ

  সঠিক উত্তর: (গ)

১১২. মুনাফিকের নিদর্শন কী?
Ο ক)  সত্যবাদিতা
Ο খ)  খিয়ানত
Ο গ)  আদালত
Ο ঘ)  আমানত

  সঠিক উত্তর: (খ)

১১৩. ফিতনা-ফাসাদের শরয়ী বিধান কী?
Ο ক)  হালাল
Ο খ)  হারাম
Ο গ)  মুবাহ
Ο ঘ)  বিধান নেই

  সঠিক উত্তর: (খ)

১১৪. মিজান সাহেব জীবনের সকল পাপাচার ও অর্থনৈতিক মোহ ত্যাগ করে নিজেকে খাঁটি মু’মিন হিসেবে তৈরি করতে চান। এক্ষেত্রে সর্বাগ্রে তার প্রয়োজন-
Ο ক)  তাকওয়া অর্জন করা
Ο খ)  আমানত রক্ষা করা
Ο গ)  আদল প্রতিষ্ঠা করা
Ο ঘ)  ওয়াদা পালন করা

  সঠিক উত্তর: (ক)

১১৫. মিজান গরিব হলেও প্রতিশ্রুতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজটি-
i. আহদ
ii. ওয়াদা পালন
iii. সিদক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

১১৬. সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে কী বলে?
Ο ক)  মিথ্যাচার
Ο খ)  কার্পন্য
Ο গ)  মিতব্যয়িতা
Ο ঘ)  অপব্যয়

  সঠিক উত্তর: (গ)

১১৭. একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার -
i. গুনাহ বা সাওয়াব হবে না। কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়
ii. গুনাহ হবে। কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে
iii. সাওয়াব হবে। কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (খ)

১১৮. “আপনার কাপড় পবিত্র রাখুন।” কোন সূরার অংশ?
Ο ক)  আল-মায়িদা
Ο খ)  মূলক
Ο গ)  হাশর
Ο ঘ)  আল-মুদ্দাস্‌সির

  সঠিক উত্তর: (ঘ)

১১৯. খিয়ানতকারী-
i. দারিদ্র্যের মধ্যে পতিত হয়
ii. সচ্ছলতা লাভ করে
iii. বিশ্বাস হারিয়ে ফেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ঘ)

১২০. অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা কী?
Ο ক)  স্থল ব্যয়
Ο খ)  মিতব্যয়
Ο গ)  স্বল্প ব্যয়
Ο ঘ)  অপরিমিত ব্যয়

  সঠিক উত্তর: (খ)

১২১. দুনিয়ার জীবনের যাবতীয় সুখ-শান্তি ও মুক্তি কিসের ওপর নির্ভরশীল?
Ο ক)  নেক আমলের ওপর
Ο খ)  মানবসেবার ওপর
Ο গ)  উত্তম আখলাকের ওপর
Ο ঘ)  পিতামাতার সেবার ওপর

  সঠিক উত্তর: (গ)

১২২. ওয়াদা পালন করলে কে খুশি হন?
Ο ক)  মহানবি (স)
Ο খ)  আল্লাহপাক
Ο গ)  যার সাথে ওয়াদা করা হয়েছে
Ο ঘ)  মাতা-পিতা

  সঠিক উত্তর: (খ)

১২৩. আমরা কাউকে ওয়াদা দিলে তা রক্ষা করার চেষ্টা করব। এর ফলে-
i. আল্লাহ সন্তুষ্ট হবেন
ii. দুনিয়ায় সফলতা আসবে
iii. আখিরাতে সফলতা আসবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৪. সন্তানের ওপর মায়ের অধিকার পিতার চাইতে কতগুণ বেশি?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (খ)

১২৫. মানবচরিত্রের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোনটি?
Ο ক)  সৎ কথা বলা
Ο খ)  আল্লাহকে ভয় করা
Ο গ)  নামায পড়া
Ο ঘ)  ওয়াদা পালন করা

  সঠিক উত্তর: (খ)

১২৬. ইসলামি শরিয়তে গিবত কী?
Ο ক)  হালাল
Ο খ)  বৈধ
Ο গ)  হারাম
Ο ঘ)  জায়েব

  সঠিক উত্তর: (গ)

১২৭. বেশিরভাগ কবর আযাবের কারণ কী?
Ο ক)  প্রস্রাব
Ο খ)  অপরিচ্ছন্ততা
Ο গ)  চুল
Ο ঘ)  দাঁত

  সঠিক উত্তর: (ক)

১২৮. হিংসা-বিদ্বেষ কীসের মূলে কুঠারাঘাত করে?
Ο ক)  সৎকর্মের
Ο খ)  পুণ্যের
Ο গ)  ইমানের
Ο ঘ)  দীনের

  সঠিক উত্তর: (ঘ)

১২৯. বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাকে কী বলে?
Ο ক)  আমানতদারিতা
Ο খ)  সত্যবাদিতা
Ο গ)  শঠতা
Ο ঘ)  বাস্তবতা

  সঠিক উত্তর: (খ)

১৩০. “দুশ্চরিত্র ও দৃঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না” এটি কার বাণী?
Ο ক)  প্রধানমন্ত্রীর
Ο খ)  পীর আউলিয়ার
Ο গ)  আল্লাহ তায়ালার
Ο ঘ)  মহানবি (স) এর

  সঠিক উত্তর: (ঘ)

১৩১. পুণ্য কোন পথে পরিচালিত করে?
Ο ক)  হাশরের পথে
Ο খ)  ন্যায়ের পথে
Ο গ)  আল্লাহর পথে
Ο ঘ)  জান্নাতের পথে

  সঠিক উত্তর: (গ)

১৩২. কোনটি মৌলিক মানবীয় গুণ?
Ο ক)  আখলাকে যামিমাহ
Ο খ)  আখলাকে হামিদাহ
Ο গ)  উত্তম স্বভাব
Ο ঘ)  সৎ স্বভাব

  সঠিক উত্তর: (খ)

১৩৩. মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত্ব-
Ο ক)  যার অন্তরে তাকওয়া আছে
Ο খ)  বিপদগ্রস্ত ব্যক্তি
Ο গ)  যিনি সর্বদা নামায পড়েন
Ο ঘ)  যিনি নিয়মিত রোযা রাখেন

  সঠিক উত্তর: (ক)

১৩৪. সুদ কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি
Ο খ)  ফারসি
Ο গ)  উর্দু
Ο ঘ)  মালয়

  সঠিক উত্তর: (খ)

১৩৫. ‘সায়্যিআহ’ নিচের কোনটির প্রতিশব্দ?
Ο ক)  আখলাক
Ο খ)  যামিমাহ
Ο গ)  হামিদাহ
Ο ঘ)  আল-আমিন

  সঠিক উত্তর: (খ)

১৩৬. সাম্প্রতিককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করছে। মানুষ অশালীন বেশভূষা ও অশালীন আচার-আচরণে অভ্যস্ত হচ্ছে। অতএব, শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার -
i. পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে
ii. কৃৎসিত কামনাকে উত্তেজিত করছে
iii. সামাজিক অনাচার দমন করছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

১৩৭. ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায়-
i. পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
ii. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার ও পবিত্র রাখা
iii. মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i, ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৩৮. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
Ο ক)  আল্লাহভীতি
Ο খ)  মৃত্যুভীতি
Ο গ)  পরকালভীতি
Ο ঘ)  পিতামাতাকে ভয় করা

  সঠিক উত্তর: (ক)

১৩৯. নিচের কোনটি মিথ্যাচারের শামিল?
Ο ক)  গিবত করা
Ο খ)  ফিতনা সৃষ্টি করা
Ο গ)  প্রতারণা করা
Ο ঘ)  ঘুষ নেওয়া

  সঠিক উত্তর: (গ)

১৪০. সুদের আরবি শব্দ কোনটি?
Ο ক)  রিয়া
Ο খ)  রিবা
Ο গ)  হাসাদ
Ο ঘ)  আহদ

  সঠিক উত্তর: (খ)

১৪১. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ জান্নাতে তাকে কী দান করবেন?
Ο ক)  সুস্বাদু ফল
Ο খ)  সিলমোহরকৃত পানীয়
Ο গ)  পোশাক
Ο ঘ)  সুস্বাদু খাবার

  সঠিক উত্তর: (ক)

১৪২. সূরা আল-আহ্‌যাবের কোন আয়াতে মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা বলা হয়েছে?
Ο ক)  ৩৩ ও ৫৯ নং আয়াতে
Ο খ)  ৩৪ ও ৫৯ আয়াতে
Ο গ)  ৩৩ ও ৬০ নং আয়াতে
Ο ঘ)  ৩৩ ও ৮০ নং আয়াতে

  সঠিক উত্তর: (ক)

১৪৩. সমাজে ওয়াদাভঙ্গকারীর সংখ্যা দিন-দিন বাড়ছে । কারণ মানুষ-
i. নীতি-নৈতিকতা হারাতে বসেছে
ii. ইসলামি অনুশাসন থেকে সরে যাচ্ছে
iii. মিথ্যাবাদী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৪৪. আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
Ο ক)  তাকওয়ার
Ο খ)  আখলাকের
Ο গ)  আদলের
Ο ঘ)  আমানতের

  সঠিক উত্তর: (ক)

১৪৫. রাসুল (স) হিজরত করেছিলেন কেন?
Ο ক)  আল্লাহর নির্দেশে
Ο খ)  কাফিরদের ভয়ে
Ο গ)  ব্যবসার জন্য
Ο ঘ)  ইসলাম প্রসারের জন্য

  সঠিক উত্তর: (ক)

১৪৬. কোন জিনিস ছাড়া অন্যসব সম্পদ অর্থহীন?
Ο ক)  আখলাকে হাসানাহ
Ο খ)  সোনাদানা
Ο গ)  ছেলেমেয়ে
Ο ঘ)  পিতামাতা

  সঠিক উত্তর: (ক)

১৪৭. আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?
Ο ক)  খুন করা
Ο খ)  গিবত করা
Ο গ)  হিংসা করা
Ο ঘ)  প্রতারণা করা

  সঠিক উত্তর: (খ)

১৪৮. “তোমরা আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন গ্রন্থ থেকে নেওয়া?
Ο ক)  কুরআন
Ο খ)  বাইবেল
Ο গ)  রিপাবলিক
Ο ঘ)  বুখারি

  সঠিক উত্তর: (ক)

১৪৯. ইসলামি দর্শনে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি কে?
Ο ক)  বেশি তাকওয়াবান
Ο খ)  বেশি দানশীল
Ο গ)  বেশি নামাযি
Ο ঘ)  বেশি রোযা পালনকারী

  সঠিক উত্তর: (ক)

১৫০. আখলাকে হামিদা কী রূপ?
Ο ক)  অকল্যাণকর
Ο খ)  অপরিচ্ছন্ন
Ο গ)  কুসংস্কারাচ্ছন্ন
Ο ঘ)  কল্যাণকর

  সঠিক উত্তর: (ঘ)

১৫১. ধ্বংস কার?
Ο ক)  যে সত্য কথা বলে
Ο খ)  যে ওজনে কম দেয়
Ο গ)  যে প্রতিবাদ করে
Ο ঘ)  যে ‍নি:স্প্রভ থাকে

  সঠিক উত্তর: (খ)

১৫২. মিসওয়াক করা কী?
Ο ক)  ফরজ
Ο খ)  ওয়াজিব
Ο গ)  সুন্নাত
Ο ঘ)  মুস্তাহাব

  সঠিক উত্তর: (গ)

১৫৩. দীনের ব্যাপারে কোনো জরবদস্তি নাই - কে বলেছেন?
Ο ক)  আল্লাহ তায়ালা
Ο খ)  মহানবি (স)
Ο গ)  জিবরাইল (আ)
Ο ঘ)  হযরত উমর (রা)

  সঠিক উত্তর: (ক)

১৫৪. “যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়।” হাদিসখানা কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  মুসনাদে আহমদ
Ο ঘ)  আবু দাউদ

  সঠিক উত্তর: (গ)

১৫৫. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” উক্তিটি কার?
Ο ক)  ইমাম গাজ্জালী (রা)
Ο খ)  আলী (রা) এর
Ο গ)  আল্লাহর
Ο ঘ)  হযরত মুহাম্মদ (স)-এর

  সঠিক উত্তর: (গ)

১৫৬. “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” কার বাণী
Ο ক)  ইসলামি চিন্তাবিদের
Ο খ)  মহানবি (স) এর
Ο গ)  আবু বকর (রা) এর
Ο ঘ)  ইমাম হোসাইন (রা) এর

  সঠিক উত্তর: (খ)

১৫৭. আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কী করেন?
Ο ক)  পরীক্ষা করেন
Ο খ)  সাহায্য করেন
Ο গ)  পুরস্কার ঘোষণা করেন
Ο ঘ)  শান্তি প্রদান করেন

  সঠিক উত্তর: (ক)

১৫৮. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। হাদিসটি কোন প্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  মুসলিম
Ο খ)  আবু দাউদ
Ο গ)  তিরমিযি
Ο ঘ)  বুখারি

  সঠিক উত্তর: (গ)

১৫৯. তাকওয়াপূর্ণ জীবন যাপনের প্রধান বৈশিষ্ট্য -
Ο ক)  দয়া
Ο খ)  সরলতা
Ο গ)  সাহসিকতা
Ο ঘ)  ওয়াদা পালন করা

  সঠিক উত্তর: (ঘ)

১৬০. অন্তর কলুষিত হলে সমস্ত শরীর কলুষিত হয় এ সংক্রান্ত হাদিস কোন গ্রন্থে রয়েছে?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  ইবনে মাযা
Ο ঘ)  বুখারি ও মুসলিম

  সঠিক উত্তর: (ঘ)

১৬১. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কার বাণী?
Ο ক)  আল্লহর
Ο খ)  ইসা (আ) এর
Ο গ)  হযরত মুহাম্মদ (সা) এর
Ο ঘ)  আবু বকর (রা) এর

  সঠিক উত্তর: (ক)

১৬২. “তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ কর।” কোন সূরার আয়াত?
Ο ক)  সূরা নিসা
Ο খ)  সূরা জুমআ
Ο গ)  সূরা নুর
Ο ঘ)  সূরা মূলক

  সঠিক উত্তর: (ক)

১৬৩. “সুসংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের দিকে হিদায়াত করা হয়েছে, তার প্রয়োজনমাফিক জীবনোপকরণ আছে এবং সে এতে তুষ্ট রয়েছে।” -কে বলেছেন?
Ο ক)  আবু হুরায়রা (রা)
Ο খ)  আবু হানিফা (রা)
Ο গ)  মুহাম্মদ (স)
Ο ঘ)  আবুজর গিফারি (রা)

  সঠিক উত্তর: (গ)

১৬৪. “অত:পর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” আয়াতের বিষয়বস্তু কী?
Ο ক)  সালাত
Ο খ)  ইবাদত
Ο গ)  কর্মপরায়ণতা
Ο ঘ)  সত্যবাদিতা

  সঠিক উত্তর: (গ)

১৬৫. দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে নিপতিত হলে অন্য মুসলমানও তার জন্য সমব্যাথী হয়। ইসলামে এর নাম কী?
Ο ক)  সহানুভুতিশীলতা
Ο খ)  ইসলামি ভ্রাতৃত্ব
Ο গ)  মহানুভবতা
Ο ঘ)  ইসলামি আন্দোলন

  সঠিক উত্তর: (খ)

১৬৬. মানুষ কাজ করে কেন?
Ο ক)  জীবনে বড় হওয়ার জন্য
Ο খ)  আল্লাহর নির্দেশ তাই
Ο গ)  রাসুল (স) এর আনুগত্যের জন্য
Ο ঘ)  বাধ্য হয়

  সঠিক উত্তর: (ক)

১৬৭. আল্লাহ কাদের ভালোবাসেন?
Ο ক)  যারা মিথ্যা  বলে
Ο খ)  যারা সুন্দর পোশাক পরিধান করে
Ο গ)  যারা সুগন্ধি ব্যবহার করে
Ο ঘ)  যারা পবিত্র থাকে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮. “অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ ।” - কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  মুসনাদে আহমদ
Ο ঘ)  সুনানে আবু দাউদ

  সঠিক উত্তর: (গ)

১৬৯. সকল সৃষ্টি আল্লাহর কী?
Ο ক)  বন্ধু
Ο খ)  আত্মীয়
Ο গ)  প্রতিবেশী
Ο ঘ)  পরিজন

  সঠিক উত্তর: (ক)

১৭০. নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে- এটি নারীর কোন ধরনের অধিকার?
Ο ক)  সামাজিক
Ο খ)  অর্থনৈতিক
Ο গ)  রাজনৈতিক
Ο ঘ)  ধর্মীয়

  সঠিক উত্তর: (খ)

১৭১. ঘুষ অর্থ কী?
Ο ক)  উৎকোচ গ্রহণ
Ο খ)  সাহায্য নেওয়া
Ο গ)  ঋণ নেওয়া
Ο ঘ)  প্রতিযোগিতা করা

  সঠিক উত্তর: (ক)

১৭২. কে সৎ কর্ম খেয়ে ফেলে?
Ο ক)  আগুন
Ο খ)  মিথ্যা
Ο গ)  প্রতারণা
Ο ঘ)  হিংসা

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩. সচ্চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কী?
Ο ক)  আদল
Ο খ)  ইহ্‌সান
Ο গ)  তাকওয়া
Ο ঘ)  আহদ

  সঠিক উত্তর: (গ)

১৭৪. সুন্দর জীবন ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য দরকার-
Ο ক)  আখলাকে যামিমাহ পরিত্যাগ করা
Ο খ)  আখলাকে হামিদাহ অনুযায়ী জীবন চালানো
Ο গ)  রাসুলের চরিত্রের পূর্ণাঙ্গ অনুসরণ
Ο ঘ)  উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১৭৫. যারা দেশকে ভালোবাসে না তারা কী?
Ο ক)  দেশদ্রোহী
Ο খ)  অকৃৃতজ্ঞ
Ο গ)  দেশের শত্রু
Ο ঘ)  বিশ্বাসঘাতক

  সঠিক উত্তর: (খ)

১৭৬. আল্লাহ হযরত আদম (আ)-কে কী দিয়ে সৃষ্টি করেছেন?
Ο ক)  মাটি
Ο খ)  পানি
Ο গ)  আগুন
Ο ঘ)  বাতাস

  সঠিক উত্তর: (ক)

১৭৭. জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা কিসের অন্তর্ভুক্ত?
Ο ক)  সামাজিক দায়িত্বের
Ο খ)  রাজনৈতিক দায়িত্বের
Ο গ)  হাক্কুল ইবাদের
Ο ঘ)  ব্যক্তিগত দায়িত্বের

  সঠিক উত্তর: (গ)

১৭৮. মধ্যপন্থা অবলম্বন কিসের লক্ষণ?
Ο ক)  কৃপণতা
Ο খ)  মিতব্যয়িতা
Ο গ)  খোদাভীরুতা
Ο ঘ)  বুদ্ধিমত্তা

  সঠিক উত্তর: (খ)

১৭৯. যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কী বলে?
Ο ক)  মুসলিম
Ο খ)  মুমিন
Ο গ)  মুত্তাকি
Ο ঘ)  মুকিম

  সঠিক উত্তর: (গ)

১৮০. গচ্ছিত মাল ফেরত দেওয়ার নির্দেশ কার?
Ο ক)  আল্লাহর
Ο খ)  মহানবি (স) এর
Ο গ)  ফিকহ্‌বিদের
Ο ঘ)  আদালতের

  সঠিক উত্তর: (ক)

১৮১. খিয়ানত শব্দের অর্থ কী?
Ο ক)  ক্ষতি সাধন করা
Ο খ)  ভেঙে ফেলা
Ο গ)  বিশ্বাস ভঙ্গ করা
Ο ঘ)  গচ্ছিত রাখা

  সঠিক উত্তর: (ক)

১৮২. ‘আমর বিল মারূফ’ মানে কী?
Ο ক)  অসৎ কাজের নিষেধ
Ο খ)  সৎকাজের আদেশ
Ο গ)  অসৎ কাজের আদেশ
Ο ঘ)  সৎকাজের আদেশ

  সঠিক উত্তর: (খ)

১৮৩. মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসা কোনটি?
Ο ক)  মাতৃভূমির জন্য ভালোবাসা
Ο খ)  প্রবাসের প্রতি ভালোবাসা
Ο গ)  স্বজনদের প্রতি ভালবাসা
Ο ঘ)  প্রকৃতির প্রতি ভালোবাসা

  সঠিক উত্তর: (ক)

১৮৪. কোন কাজটি দীন ইসলামের মূলে কুঠার ঘাতস্বরূপ?
Ο ক)  দেশোদ্রোহিতা
Ο খ)  পরচর্চা
Ο গ)  হিংসা-বিদ্বেষ
Ο ঘ)  গিবত

  সঠিক উত্তর: (গ)

১৮৫. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কী?
Ο ক)  দানশীলতা
Ο খ)  শালীনতা
Ο গ)  সত্যবাদিতা
Ο ঘ)  সংযম

  সঠিক উত্তর: (খ)

১৮৬. হুসনুল খুলুক অর্থ কী?
Ο ক)  খারাপ চরিত্র
Ο খ)  ভালো চরিত্র
Ο গ)  সুন্দর চরিত্র
Ο ঘ)  নিন্দনীয় চরিত্র

  সঠিক উত্তর: (গ)

১৮৭. সততার পথ অবলম্বন করলে মানুষ-
i. দুনিয়ায় সফল হবে
ii. আখিরাত মুক্তি পাবে
iii. ধ্বংস থেকে রক্ষা পাবে
নিচের কোনটি
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮. আমানতের খিয়ানত করা কার চিহ্ন-
Ο ক)  ফাসিকের
Ο খ)  কাফিরের
Ο গ)  মুনাফিকের
Ο ঘ)  মিথ্যাবাদীর

  সঠিক উত্তর: (গ)

১৮৯. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
Ο ক)  আইনানুগ
Ο খ)  বাধ্যতামূলক
Ο গ)  সহজাত ও স্বভাবজাত
Ο ঘ)  কোনোটিই নয়

  সঠিক উত্তর: (গ)

১৯০. আমানতের বিপরীত কী?
Ο ক)  নিফাক
Ο খ)  হাসাদ
Ο গ)  আমিন
Ο ঘ)  খিয়ানত

  সঠিক উত্তর: (ঘ)

১৯১. ঘূষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর -
Ο ক)  রহমত
Ο খ)  লা’নত
Ο গ)  বরকত
Ο ঘ)  গজব

  সঠিক উত্তর: (খ)

১৯২. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
Ο ক)  সালাত
Ο খ)  সাওম
Ο গ)  উত্তম চরিত্র
Ο ঘ)  যাকাত

  সঠিক উত্তর: (গ)

১৯৩. একজন কর্মকর্ত ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার-
Ο ক)  সাওয়াব হবে, কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে
Ο খ)  কম সাওয়াব হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο গ)  গুনাহ হবে, কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগ্রহীত হয়েছে
Ο ঘ)  গুনাহ অথবা সাওয়াব হবে না, কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়

  সঠিক উত্তর: (গ)

১৯৪. “নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ খায় নি।” কোন প্রন্থের হাদিস?
Ο ক)  বুখারি
Ο খ)  মুসলিম
Ο গ)  ইবনে মাযা
Ο ঘ)  বায়হাকি

  সঠিক উত্তর: (ক)

১৯৫. মহানবি (স) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বার বার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?
Ο ক)  স্ত্রীগণের দিকে
Ο খ)  সন্তানের দিকে
Ο গ)  মক্কার দিকে
Ο ঘ)  তায়েফের দিকে

  সঠিক উত্তর: (গ)

১৯৬. “সুন্দর চরিত্রই পুণ্য’-কার বাণী?
Ο ক)  হযরত মুহাম্মদ (স)
Ο খ)  আল্লাহ তায়ালার
Ο গ)   শাফী (রা) এর
Ο ঘ)  আলী (রা) এর

  সঠিক উত্তর: (ক)

১৯৭. আখলাকে যামীমাহ অর্থ কোনটি?
Ο ক)  সচ্চরিত্র
Ο খ)  দুশ্চরিত্র
Ο গ)  প্রশংসনীয় চরিত্র
Ο ঘ)  ভালো চরিত্র

  সঠিক উত্তর: (খ)

১৯৮. আখলাকে যামিমার পর্যায়ভুক্ত হলো-
i. ওয়াদা পালন
ii. আমানতের খিয়ানত
iii. প্রতার‌ণা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৯৯. দেশকে ভালোবাসার অর্থ হলো-
i. দেশের মানুষকে ভালোবাসা
ii. দেশের স্বাধীনতা রক্ষা করা
iii. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০. “তারা কর্তব্য পালন করে এবং সেদিনের ভয় করে যেদিনের ভয়াবহতা হবে ব্যাপক।” এ আয়াতে কাদের কথা বলা হয়েছে?
Ο ক)  মুমিনদের
Ο খ)  নবিদের
Ο গ)  মুশরিকদের
Ο ঘ)  সুনাগরিকদের

  সঠিক উত্তর: (ক)

২০১. কোনটি ফরযের পরও একটি ফরয?
Ο ক)  হালাল রুজি অন্বেষণ করা
Ο খ)  উত্তম কথা বলা
Ο গ)  রিয়া না দেখানো
Ο ঘ)  অন্যের অনিষ্ট না করা

  সঠিক উত্তর: (ক)

২০২. আল্লাহর কাছে কীসের মূল্য সর্বাধিক?
Ο ক)  তাকওয়ার
Ο খ)  আখলাকের
Ο গ)  আদলের
Ο ঘ)  আমানতের

  সঠিক উত্তর: (ক)

২০৩. ইসলামি নৈতিকতার মূলভিত্তি কী?
Ο ক)  ইমান
Ο খ)  তাকওয়া
Ο গ)  আকিদা
Ο ঘ)  সত্যবাদিতা

  সঠিক উত্তর: (খ)

২০৪. মুমিন ব্যক্তিরা-
i. কর্তব্য পালন করে
ii. আল্লাহর ইবাদত করে
iii. স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

২০৫. সুদ ও ঘুষের ইসলামি বিধান কী?
Ο ক)  হালাল
Ο খ)  হারাম
Ο গ)  মাকরুহ
Ο ঘ)  মুবাহ

  সঠিক উত্তর: (খ)

২০৬. ‘দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের লোক জান্নাতে প্রবেশ করবে না’- কোন হাদিস থেকে সংকলিত?
Ο ক)  আবু দাউদ
Ο খ)  তিরিমিযি
Ο গ)  বুখারি
Ο ঘ)  ইবনে মাজাহ

  সঠিক উত্তর: (ক)

২০৭. মানবসেবা কিসের অন্যতম বিষয়?
Ο ক)  মানবাধিকারের
Ο খ)  সমাজতন্ত্রের
Ο গ)  হাক্কুল্লাহর
Ο ঘ)  আখলাকে হামিদার

  সঠিক উত্তর: (ঘ)

২০৮. পবিত্র থাকা অপরিহার্য কেন?
Ο ক)  ইমানদার হওয়ার জন্য
Ο খ)  সুস্বাস্থের জন্য
Ο গ)  সওয়াব লাভের জন্য
Ο ঘ)  সফল মানুষ হওয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

২০৯. “সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।” -এটি কার বাণী?
Ο ক)  মহানবি (স)-এর
Ο খ)  আল্লাহর
Ο গ)  হযরত উমর (রা) এর
Ο ঘ)  হযরত আলী (রা) এর

  সঠিক উত্তর: (ক)

২১০. তাকওয়াপূর্ণ জীবনযাপনের সম্পূর্ণ পরিপন্থী কী?
Ο ক)  মুনাফেকী
Ο খ)  প্রতারণা করা
Ο গ)  মিথ্যা বলা
Ο ঘ)  সৎ পথে চলা

  সঠিক উত্তর: (খ)

২১১. হাক্কুল ইবাদের অন্যতম দিক কোনটি?
Ο ক)  নামায
Ο খ)  কুরবানি
Ο গ)  মানবসেবা
Ο ঘ)  সাওম

  সঠিক উত্তর: (গ)

২১২. ইসলাম নারীকে অধিকার দিয়েছে-
i. নারী হিসেবে
ii. স্ত্রী হিসেবে
iii. মানুষ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (খ)

২১৩. কিয়ামতের দিন কার নাড়িভুড়ি বের হয়ে আসবে?
Ο ক)  সৎ ব্যক্তির
Ο খ)  মিথ্যাবাদীর
Ο গ)  অসৎ ব্যক্তির
Ο ঘ)  জালিমের

  সঠিক উত্তর: (গ)

২১৪. সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে হয়ে থাকে-
i. হানাহানির সূত্রপাত
ii. গৃহযুদ্ধ
iii. ভ্রাতৃত্ববোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

২১৫. ‘চক্ষু, কর্ণ, হৃদয় সম্পর্কে’-প্রশ্ন করা হবে কোন সূরায় বলা হয়েছে?
Ο ক)  আল কাহ্ফ
Ο খ)  আন -আনআম
Ο গ)  বনি ইসরাইল
Ο ঘ)  আন-নাবা

  সঠিক উত্তর: (গ)

২১৬. গচ্ছিত সম্পদ আত্মসাৎ করাকে কী বলে?
Ο ক)  গিবত
Ο খ)  খিয়ানত
Ο গ)  নিফাক
Ο ঘ)  রিবা

  সঠিক উত্তর: (খ)

২১৭. কিয়ামতের দিন কোন জিনিস মুমিনের পাল্লা বেশি ভারি করবে?
Ο ক)  সালাত
Ο খ)  সাওম
Ο গ)  উত্তম-চরিত্র
Ο ঘ)  যাকাত

  সঠিক উত্তর: (গ)

২১৮. অসাক্ষাতে কারো দোষ বলাকে কী বলে?
Ο ক)  কিযব
Ο খ)  বুহতান
Ο গ)  গিবত
Ο ঘ)  ফিসক

  সঠিক উত্তর: (গ)

২১৯. ইসলামি শরিয়াত মতে কারও অনুপস্থিতিতে তার মিথ্যাচার নিয়ে আলোচনা করাকে কী বলে?
Ο ক)  নিন্দা
Ο খ)  মিথ্যাচার
Ο গ)  গিবত
Ο ঘ)  ফিতনা

  সঠিক উত্তর: (গ)

২২০. মুমিনের সাথে মুমিনের কিসের সম্পর্ক?
Ο ক)  পিতা-পুত্রের
Ο খ)  আত্মীয়তার
Ο গ)  ভ্রাতৃত্বের
Ο ঘ)  বন্ধুত্বের

  সঠিক উত্তর: (গ)

২২১. তোমরা একে অন্যের গিবত করো না। কোন সুরায় বলা হয়েছে?
Ο ক)  হুজুরাতে
Ο খ)  রহমানে
Ο গ)  হাশরে
Ο ঘ)  ইখলাসে

  সঠিক উত্তর: (ক)

২২২. সকল মানুষ কার বংশধর ?
Ο ক)  আদম (আ) এর
Ο খ)  নুহ (আ) এর
Ο গ)  মুসা (আ) এর
Ο ঘ)  মুহাম্মদ (স) এর

  সঠিক উত্তর: (ক)

২২৩. “নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে।” কোন সূরার আয়াত?
Ο ক)  বনী ইসরাইল
Ο খ)  বনী কুরায়জা
Ο গ)  বনী কাইনুনা
Ο ঘ)  সূরা মায়িদা

  সঠিক উত্তর: (ক)

২২৪. দেহ কখন ভালো কাজ করে?
Ο ক)  ভালো খাবার পেলে
Ο খ)  অঙ্গ-প্রত্যঙ্গগুলো সতেজ থাকলে
Ο গ)  দেহের সাথে আত্মার যোগাযোগ হলে
Ο ঘ)  কালব বা আত্মার সৎ নির্দেশ দিলে

  সঠিক উত্তর: (ঘ)

২২৫. “তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী (ধ্বংসকারী) রোগ ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে।” কে বলেছেন?
Ο ক)  আল্লাহ
Ο খ)  রাসুল (স)
Ο গ)  ইমাম বুখারী (রা)
Ο ঘ)  ইমাম আবু হানিফা (রা)

  সঠিক উত্তর: (খ)

২২৬. আল্লাহ খিয়ানতকারীর প্রতি-
Ο ক)  খুশি
Ο খ)  সন্তুষ্ট
Ο গ)  অসন্তুষ্ট
Ο ঘ)  দয়ালু

  সঠিক উত্তর: (গ)

২২৭. কোনটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য?
Ο ক)  সত্যবাদিতা
Ο খ)  উত্তম আখলাক
Ο গ)  তাকওয়া
Ο ঘ)  আদল

  সঠিক উত্তর: (খ)

২২৮. মিথ্যা বলা মহাপাপ কেন?
Ο ক)  এটি সকল পাপের জন্ম দেয় বলে
Ο খ)  এটি পাপ আরও বাড়িয়ে দেয় বলে
Ο গ)  এটি বড় ধরনের অন্যায় বলে
Ο ঘ)  এটি মানুষকে ধ্বংস করে ফেলে

  সঠিক উত্তর: (ক)

২২৯. উত্তম ব্যক্তি কে?
Ο ক)  যে বেশি দান করে
Ο খ)  সত্যবাদী
Ο গ)  সুন্দর চরিত্রের অধিকারী
Ο ঘ)  যাকাত দানকারী

  সঠিক উত্তর: (গ)

২৩০. ইবাদতের পূর্বশর্ত কী?
Ο ক)  ধনবান
Ο খ)  দানশীল
Ο গ)  ইবাদতকারী
Ο ঘ)  পূত:পবিত্র ব্যক্তি

  সঠিক উত্তর: (ঘ)

২৩১. সকল সৃষ্টি আল্লাহর পরিজন । সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে আল্লাহর পরিজনের প্রতি-
Ο ক)  আচরণ করে
Ο খ)  সদাচরণ করে
Ο গ)  খারাপ ব্যবহার করে
Ο ঘ)  ঝগড়া করে

  সঠিক উত্তর: (খ)

২৩২. সমাজের চোখে ও আল্লাহর নিকট কে প্রিয়?
Ο ক)  ধনি ব্যক্তি
Ο খ)  রাজনীতিবিদ
Ο গ)  সচ্চরিত্রবান ব্যক্তি
Ο ঘ)  সমাজসেবী

  সঠিক উত্তর: (গ)

২৩৩. একজন মুত্তাকি ব্যক্তি গোপনেও কোনো অন্যায় করেন না। কারণ-
i. তার মনে খোদাভীতি রয়েছে
ii. তিনি প্রকাশ্যে অন্যায় করতে অভ্যস্ত
iii. তিনি জানেন আল্লাহর দৃষ্টি সর্বত্র রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

২৩৪. “নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে।” কার বাণী?
Ο ক)  আবু হুরায়রা (রা)এর
Ο খ)  আল্লাহর
Ο গ)  মহানবি (স) এর
Ο ঘ)  জনৈক সাহাবির

  সঠিক উত্তর: (খ)

২৩৫. প্রতিশ্রুতি সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন?
Ο ক)  আল্লাহ তায়ালা
Ο খ)  মহানবি (স)
Ο গ)  ইমাম সাহেব
Ο ঘ)  বিচারপতি

  সঠিক উত্তর: (ক)

২৩৬. কে প্রথম নারীর মর্যাদা প্রদান করেছেন?
Ο ক)  গণতন্ত্র
Ο খ)  সমাজতন্ত্র
Ο গ)  রাষ্ট্র
Ο ঘ)  ইসলাম

  সঠিক উত্তর: (ঘ)

২৩৭. মিতব্যয়িতা হলো-
i. প্রয়োজন অনুসারে ব্যয় করা
ii. প্রয়োজনের তুলনায় কম ব্যয় করা
iii. মাল-সম্পদের সুষ্ঠু ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i iii
Ο গ)  i
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

২৩৮. ‘আত্মশুদ্ধির’ আরবি পরিভাষা কী?
i. তাযকিয়াতুন নাফস
ii. তাযকিয়াহ
iii. তাযকিয়াতিল কালব
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (ক)

২৩৯. “তোমরা পৃথিবী বাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে তিনি তোমাদের প্রতি দয়া করবেন।”- কার বাণী?
Ο ক)  আল্লাহর
Ο খ)  হযরত মুহাম্মদ (স) এর
Ο গ)  আবু হুরায়রা (রা) এর
Ο ঘ)  আবুজর গিফারি (রা) এর

  সঠিক উত্তর: (খ)

২৪০. ধর্মীয় কর্তব্য পালনে নারীরা পুরূষের তুলনায় কেমন প্রতিফলন পাবে?
Ο ক)  চারের এক
Ο খ)  তিনের এক
Ο গ)  অর্ধেক
Ο ঘ)  সমান

  সঠিক উত্তর: (ঘ)

২৪১. “যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।” কে বলেছেন?
Ο ক)  হযরত মুহাম্মদ  (স)
Ο খ)  আবু বকর (রা)
Ο গ)  আল্লাহ তায়ালা
Ο ঘ)  জর্জ বুশ

  সঠিক উত্তর: (ক)

২৪২. “যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই”- একথা কোথায় বলা হয়েছে?
Ο ক)  হাদিসে
Ο খ)  তাফসীর ইবনে মাযাহ-এ
Ο গ)  ফিকহুল ইসলামিতে
Ο ঘ)  কুরআনে

  সঠিক উত্তর: (ক)

২৪৩. মিথ্যাবাদীর ওপর আল্লাহ পাক-
Ο ক)  সন্তুষ্ট
Ο খ)  রাজি
Ο গ)  অসন্তুষ্ট
Ο ঘ)  রহমত নাযিল করেন না

  সঠিক উত্তর: (গ)

২৪৪. “দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।” - নবি (স) এর বাণী দ্বারা বোঝায় সীমান্ত পাহারা দেওয়া -
Ο ক)  ইবাদত
Ο খ)  দান
Ο গ)  জিহাদ
Ο ঘ)  হজ

  সঠিক উত্তর: (ক)

২৪৫. পাপাচারী ও অবাধ্য ব্যক্তিকে আল্লাহ তায়ালা
Ο ক)  পছন্দ করেন
Ο খ)  খুব পছন্দ করেন
Ο গ)  মোটামুটি ভালোবাসেন
Ο ঘ)  ভালোবাসেন না

  সঠিক উত্তর: (ঘ)

২৪৬. ‘আখলাকে হামীদাহ্‌’ অর্থ কী?
Ο ক)  খারাপ চরিত্র
Ο খ)  অধিক সওয়াব
Ο গ)  প্রশংসনীয় চরিত্র
Ο ঘ)  পরিষ্কার পরিচ্ছন্নতা

  সঠিক উত্তর: (গ)

২৪৭. “অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমন্ডিত করে।” কার বাণী?
Ο ক)  আল্লাহর
Ο খ)  হযরত মুহাম্মদ (স) এর
Ο গ)  আলী (রা) এর
Ο ঘ)  বুখারি (রা) এর

  সঠিক উত্তর: (খ)

২৪৮. ‘নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ’- উক্তিটি কার?
Ο ক)  মহান আল্লাহর
Ο খ)  মহানবি (স) এর
Ο গ)  হযরত উমরের
Ο ঘ)  সক্রেটিসের

  সঠিক উত্তর: (ক)

২৪৯. “হুব্বুল ওয়াতান” মানে কী?
Ο ক)  প্রকৃতিপ্রেম
Ο খ)  স্বদেশপ্রেম
Ο গ)  পরিচ্ছন্নতা
Ο ঘ)  সরলতা

  সঠিক উত্তর: (খ)

২৫০. “এতো সেদিন, যেদিন সত্যবাদিদের সত্যবাদিতা তাদের বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত ।’’ কার বাণী?
Ο ক)  আল্লাহ তায়ালার
Ο খ)  হযরত মুহাম্মদ (স) এর
Ο গ)  আলী (রা) এর
Ο ঘ)  আবু হারিফা (রা) এর

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...