NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

জে.এস.সি || বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৩য়


জে.এস.সি    ||    বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায় : ৩য়


১.
কী কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
Ο ক) 
তাঁত
Ο খ) 
মসলিন
Ο গ) 
খাসা
Ο ঘ) 
এলাচি

  সঠিক উত্তর: (খ)

২.
কোন গান গ্রামের হিন্দু ও মুসলমান সকলেই গেয়ে থাকে?
Ο ক) 
বাউল ও ভাটিয়ালি গান
Ο খ) 
কীর্তন গান
Ο গ) 
জারিসারি গান
Ο ঘ) 
পালা গান

  সঠিক উত্তর: (ক)

৩.
বাংলাদেশে সংস্কৃতি চর্চায় কাজ রয়েছে-
i. গণগ্রন্থাগার
ii. বাফা
iii. ছায়ানট
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii


  সঠিক উত্তর: (খ)

৪.
বাংলা একাডেমিকে জাতির মনদের প্রতীক বলা হয় কেন?
Ο ক) 
ভাষা আন্দোলনের সাথে জড়িত বলে
Ο খ) 
চারুকলার পৃষ্ঠপোষকতা করে বলে
Ο গ) 
বাংলা ভাষা ও সাহিত্যে উৎকর্ষের জন্য কাজ করেছে বলে
Ο ঘ) 
শিশুদের প্রতিভা বিকাশে কাজ করেছে বলে

  সঠিক উত্তর: (গ)

৫.
বাংলা প্রথম সাহিত্যকর্মের নাম কী?
Ο ক) 
মহাভারত
Ο খ) 
রামায়ণ
Ο গ) 
চর্যাপদ
Ο ঘ) 
সীতার বনবাস

  সঠিক উত্তর: (গ)

৬.
সৃষ্টিশীল কিছু কাজ দ্বারা পরিচয় পাওয়া যায় একটি জাতির-
i. চিন্তাশক্তির
ii. সৃজনশীল প্রতিভার
iii. সাংস্কৃতিক বৈশিষ্ট্যের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৭.
বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কোন জেলায় অবস্থিত?
Ο ক) 
ঢাকা
Ο খ) 
কুমিল্লা
Ο গ) 
রাজশাহী
Ο ঘ) 
খুলনা

  সঠিক উত্তর: (গ)

৮.
শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়?
Ο ক) 
সারমর্ম
Ο খ) 
ভাবার্থ
Ο গ) 
ধর্মকথা
Ο ঘ) 
নীতিকথা

  সঠিক উত্তর: (খ)

৯.
আমাদের চিত্রকলায় কাকে পথিকৃৎ বলা হয়?
Ο ক) 
কামরুল হাসান
Ο খ) 
জয়নুল আবেদিন
Ο গ) 
িএস. এম. সুলতান
Ο ঘ) 
সফিউদ্দীন আহমদ

  সঠিক উত্তর: (খ)

১০.
লোকগানের ‘যুবরাজ’ কাকে বলা হয়?
Ο ক) 
শাহ্‌ আব্দুল করিম
Ο খ) 
ফকির লালন শাহ
Ο গ) 
আব্বাস উদ্দিন আহমদ
Ο ঘ) 
আবদুল আলীম

  সঠিক উত্তর: (ঘ)

১১.
নিচের যে বিষয়গুলোকে সংস্কৃতির অংশ বলা যাবে তা হলো-
i. গীতবাদ্য
ii. বিদেশি ভাষা
iii. পোশাক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১২.
বাংলায় নতুন নতুন গান সৃষ্টি হয়েছে-
i. কৃষকদের দ্বারা
ii. মাঝিদের দ্বারা
iii. আধ্যাত্মিক সাধকের দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
কার অন্নদামঙ্গলে সেকালে বাংলার সমাজ চিত্র পাওয়া যায়?
Ο ক) 
মুকুন্দরামের
Ο খ) 
ভারতচন্দ্রের
Ο গ) 
বিজয়গুপ্তের
Ο ঘ) 
ঘনরামের

  সঠিক উত্তর: (খ)

১৪.
ঋতু নভোথিয়েটারে গিয়ে অনেক মজা করেছে। তার দেখা এই প্রতিষ্ঠানটি বাঙালির-
i. মননচর্চার প্রতীক
ii. শিল্পচর্চার প্রতীক
iii. সৃজনশীলতার প্রতীক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

১৫.
লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
Ο ক) 
আব্বাস উদ্দিন আহমদ
Ο খ) 
শাহ আব্দুল করিম
Ο গ) 
ফকির লালন শাহ
Ο ঘ) 
আব্দুল আলীম

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
সাবরীনা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে। তার গানে কার প্রভাব বিদ্যমান?
Ο ক) 
‘বুলবুর চৌধুরী
Ο খ) 
আলমগীর কবির
Ο গ) 
ওস্তাদ আলাউদ্দিন খাঁ
Ο ঘ) 
কালী মির্জা

  সঠিক উত্তর: (গ)

১৭.
সৃষ্টিশীল সাংস্কৃতিক বৈশিষ্ট্য ঐতিহ্য বলতে কোনটিকে বুঝায়?
Ο ক) 
সাহিত্যকলা
Ο খ) 
শিল্পকলা
Ο গ) 
দৃশ্যশিল্প
Ο ঘ) 
নাট্যকলা

  সঠিক উত্তর: (খ)

১৮.
বরেণ্য ব্যক্তিদের অবদানভিত্তিক উপাধি হলো-
i. জয়নুল আবেদীন চিত্রশীল্পী
ii. আলাউদ্দিন খাঁ উচ্চাঙ্গ সংগীত
iii. আল মাহমুদ কন্ঠশিল্পী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

১৯.
ড. মুহম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য অবদান হলো-
i. চর্যাপদের কাল নির্ণয়
ii. আঞ্চলিক ভাষার অভিধান
iii. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০.
কারা চর্যাপদ লিখেছেন?
Ο ক) 
বৌদ্ধ সাধকরা
Ο খ) 
হিন্দু পুরোহিতরা
Ο গ) 
মুসলমানরা
Ο ঘ) 
খ্রিষ্টান পাদ্রিরা

  সঠিক উত্তর: (ক)

২১.
বাংলা একাডেমীর ক্ষেত্রে বলা যায়-
i. জাতির মননের প্রতীক
ii. ভাষার উন্নতি বিধানে নিয়োজিত
iii. চারুকলার উন্নতি বিধানে নিয়োজিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২২.
বাংলাদেশে শিশুদের মনন বিকাশে বেসরকারি পর্যায়ে কাজ করে-
i. কচিকাঁচার আসর
ii. শিশু একাডেমী
iii. খেলাঘর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

২৩.
বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের?
Ο ক) 
তাঁতশিল্প
Ο খ) 
শঙ্খশিল্প
Ο গ) 
কাঁসার শিল্প
Ο ঘ) 
কারুশিল্প

  সঠিক উত্তর: (ক)

২৪.
চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন?
Ο ক) 
লুইপা ও কাহ্নপা
Ο খ) 
হরপ্রসাদ শাস্ত্রী ও চন্ডীদাস
Ο গ) 
বিদ্যাপতি ও জ্ঞান দাস
Ο ঘ) 
গোবিন্দ দাস ও চন্ডীদাস

  সঠিক উত্তর: (ক)

২৫.
কোন আমলে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয়?
Ο ক) 
পাল আমলে
Ο খ) 
সেন আমলে
Ο গ) 
মুঘল আমলে
Ο ঘ) 
ইংরেজ আমলে

  সঠিক উত্তর: (ঘ)

২৬.
চর্চাপদের সাথে সংগতিপূর্ণ বাক্য-
i. এক হাজার বছর আগে
ii. দেড় হাজার বছর আগে
iii. বৌদ্ধ সাধকরা লিখেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

২৭.
বাংলার আঞ্চলিক লোকগানের উদাহরণ হলো-
i. মুর্শিদি
ii. গম্ভীরা
iii. বাউল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৮.
আমরা আমাদের জাতীয় সঙ্গীত কোন গানের সুরে গাই?
Ο ক) 
বাউল গান
Ο খ) 
মুর্শিদি গান
Ο গ) 
লালনের গান
Ο ঘ) 
হাসন রাজার গান

  সঠিক উত্তর: (ক)

২৯.
বাঙালির প্রথম যে সাহ্যিতকর্মের সন্ধান পাওয়া যায় তা কী নামে পরিচিত?
Ο ক) 
চর্যাপদ
Ο খ) 
বৈষ্ণব পদাবলি
Ο গ) 
পুঁথি সাহিত্য
Ο ঘ) 
পদ্মাবতী

  সঠিক উত্তর: (ক)

৩০.
কান্তজীর মন্দির কোথায়?
Ο ক) 
দিনাজপুরে
Ο খ) 
মাদারীপুরে
Ο গ) 
কুষ্টিয়ায়
Ο ঘ) 
কুমিল্লায়

  সঠিক উত্তর: (ক)

৩১.
দুকূল ছিল-
i. খুব মিহি
ii. মসৃণ
iii. একটু চিকন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৩২.
কে চর্যাপদ আবিষ্কার করেন?
Ο ক) 
পন্ডিত হরপ্রসাদ শাস্ত্র
Ο খ) 
চন্ডীদাস
Ο গ) 
লুই পা
Ο ঘ) 
কাহ্ন পা

  সঠিক উত্তর: (ক)

৩৩.
সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, তা নিয়ে গবেষণা ও তা প্রদর্শনের জন্য রয়েছে-
i. শিশু একাডেমী
ii. আহসান মঞ্জিল
iii. জাতীয় জাদুঘর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৩৪.
বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি কোন জাতি?
Ο ক) 
প্রাচীন জাতি
Ο খ) 
মধ্যযুগীয় জাতি
Ο গ) 
আধুনিক জাতি
Ο ঘ) 
অত্যাদুনিক জাতি

  সঠিক উত্তর: (ক)

৩৫.
সারাদেশে শিশু কিশোরদের জন্য কাজ করছে-
i. খেলাঘর
ii. ছায়ানট
iii. কচি কাঁচার আসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৩৬.
শাব্দিক অর্থ ছাড়াও চর্যাপদের কী বুঝতে হয়?
Ο ক) 
সারমর্ম
Ο খ) 
ভাবার্থ
Ο গ) 
ধর্মকথা
Ο ঘ) 
 নীতিকথা

  সঠিক উত্তর: (খ)

৩৭.
এফ আর খান কীসের জন্যে বিখ্যাত?
Ο ক) 
স্থাপত্যকলায়
Ο খ) 
সংগীতে
Ο গ) 
চিত্রকলায়
Ο ঘ) 
কারুশিল্পে

  সঠিক উত্তর: (ক)

৩৮.
আমাদের দেশের মাটি কীরূপ?
Ο ক) 
পলিমাটি
Ο খ) 
বেল মাটি
Ο গ) 
এঁটেল মাটি
Ο ঘ) 
দো-আঁশ মাটি

  সঠিক উত্তর: (ক)

৩৯.
আলাওলের রচনা কোনটি?
Ο ক) 
পদ্মাবতী
Ο খ) 
জঙ্গনামা
Ο গ) 
অন্নদামঙ্গল
Ο ঘ) 
চন্ডীমঙ্গল

  সঠিক উত্তর: (ক)

৪০.
মুগা জাতীয় সিল্ক কী নামে পরিচিত ছিল?
Ο ক) 
দুকূল
Ο খ) 
ক্ষৌম
Ο গ) 
কার্পাস
Ο ঘ) 
পত্রোর্ণ

  সঠিক উত্তর: (ঘ)

৪১.
ভাস্কর্যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল এক প্রতিভার নাম কী?
Ο ক) 
এফ. আর খান
Ο খ) 
নভেরা আহমেদ
Ο গ) 
আয়াত আলী খান
Ο ঘ) 
মিমুক মুনীর

  সঠিক উত্তর: (খ)

৪২.
যে গান হিন্দু-মুসলামান সকলেই গেয়ে থাকে সেগুলো হলো-
i. বাউল
ii. কীর্তন
iii. ভাটিয়ালি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৩.
বাংরার যে সকল জিনিসে ইরানি প্রভাব লক্ষ করা যায় তা হলো-
i. মসজিদ
ii. তৈজসপত্র
iii. দ্প্তর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৪৪.
প্রাচীনকালে বাংলার কোন কাপড়ের বেশ সুনাম ছিল?
Ο ক) 
কার্পাস
Ο খ) 
পত্রোর্ণ
Ο গ) 
ক্ষৌম
Ο ঘ) 
দুকূল

  সঠিক উত্তর: (ঘ)

৪৫.
যাদের অবদানে আমাদের কাব্য সাহিত্য উজ্জ্বল-
i. জসীমউদ্দীন
ii. শামসুর রাহমান
iii. শওকত আলী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৪৬.
বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উম্মোচন করেছিলেন কে?
Ο ক) 
শওকত ওসমান
Ο খ) 
আয়াত আলী খান
Ο গ) 
বুলবুল চৌধুরী
Ο ঘ) 
নভেরা আহমেদ

  সঠিক উত্তর: (গ)

৪৭.
পোড়ামাটির শিল্পের ক্ষেত্রে বলতে পারি-
i. মাটির ফলক পুড়িয়ে বানানো
ii. অপর নাম টেরাকোটা
iii. কান্তজীর মন্দির দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
কাজী নজরুল ইসলাম মাত্র কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে প্রায় কতগুলো গান লিখেছেন?
Ο ক) 
এক হাজার
Ο খ) 
তিন হাজার
Ο গ) 
পাঁচ হাজার
Ο ঘ) 
ছয় হাজার

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
মুর্শিদি, পালাগান, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি ধরনের গান?
Ο ক) 
উচ্চাঙ্গ সংগীত
Ο খ) 
আধুনিক সংগীত
Ο গ) 
আঞ্চলিক লোকগান
Ο ঘ) 
রবীন্দ্র সংগীত

  সঠিক উত্তর: (গ)

৫০.
শিল্পকলায় ফুটে ওঠে-
i. জাতির চিন্তামীলতা
ii. জাতির ভাবধারা
iii. জাতির সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
পত্রোর্ণ নামে এন্ডি বামুগা জাতীয় সিল্ক তৈরি হতো কোথায়?
Ο ক) 
মগধ ও পুন্ডে
Ο খ) 
পুন্ড ও সমতটে
Ο গ) 
সমতট ও হরিকেলে
Ο ঘ) 
হরিকেল ও মগধে

  সঠিক উত্তর: (ক)

৫২.
বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন কে?
Ο ক) 
এনামুল হক
Ο খ) 
ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο গ) 
কাজী নজরুল ইসলাম
Ο ঘ) 
আব্দুল হক

  সঠিক উত্তর: (খ)

৫৩.
স্থাপত্যকলায় গগনচুম্বী ভবন নির্মাণ পদ্ধতির প্রবর্তক, বিশ্বের বহু বিখ্যাত ভবন ও স্থাপনার নকশাকার-
i. নভেরা আহমেদ
ii. এফ. আর. খান
iii. লুই পাস্তুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৫৪.
সাধারণ মানুষ গানের মাধ্যমে কীসের সাধনা করে?
Ο ক) 
শিল্পের
Ο খ) 
অর্থের
Ο গ) 
আধ্যাত্মিক
Ο ঘ) 
সাহিত্যের

  সঠিক উত্তর: (গ)

৫৫.
সাধারণত কোন গানের আসরটি শহরাঞ্চলে বসত?
Ο ক) 
খেউড়
Ο খ) 
গম্ভীরা
Ο গ) 
মুর্শিদি
Ο ঘ) 
ভাওয়াইয়া

  সঠিক উত্তর: (ক)

৫৬.
বাঙালি মুসলমান সমাজে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন কে?
Ο ক) 
তারেক মাসুদ
Ο খ) 
আবদুস সালাম
Ο গ) 
বুলবুল চৌদুরী
Ο ঘ) 
আল মাহমুদ

  সঠিক উত্তর: (গ)

৫৭.
কোন আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি তুরানি প্রভাব পড়তে শুরু করে?
Ο ক) 
পাল আমল
Ο খ) 
মুঘল আমল
Ο গ) 
সুলতানি আমল
Ο ঘ) 
সেন আমল

  সঠিক উত্তর: (গ)

৫৮.
মাহমুদ জানে মানুষের পাঁচটি ইন্দ্রিয়। লুই পা তার ইন্দ্রিয়গুলোকে কী বলেছেন?
Ο ক) 
খুঁটি
Ο খ) 
স্তম্ভ
Ο গ) 
ডাল
Ο ঘ) 
শক্তি

  সঠিক উত্তর: (গ)

৫৯.
প্রাচীনকালে বাংলা কোন কাপড়ের বেশ সুনাম ছিল?
Ο ক) 
কার্পাস
Ο খ) 
পত্রোর্ণ
Ο গ) 
ক্ষৌম
Ο ঘ) 
দুকূল

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
আমাদের জাতীয় সংগীতের সুর কোন ধরনের গানের সুর থেকে নেওয়া হয়েছে?
Ο ক) 
গম্ভীরা
Ο খ) 
বাউল
Ο গ) 
মুর্শিদী
Ο ঘ) 
ভাটিয়ালি

  সঠিক উত্তর: (খ)

৬১.
বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে আসছে?
Ο ক) 
শিল্পকলা একাডেমী
Ο খ) 
জাতীয় জাদুঘর
Ο গ) 
বাংলা একাডেমী
Ο ঘ) 
বুলবুল ললিতকলা একাডেমী

  সঠিক উত্তর: (গ)

৬২.
বাংলাদেশের প্রত্যেক জেলা শহরে শাখা রয়েছে-
i. বাংলা একাডেমী
ii. শিশু একাডেমী
iii. শিল্পকলা একাডেমী
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৩.
কে আঞ্চলিক ভাষাল অভিদান সংখলন করেছেন?
Ο ক) 
ড. মুহম্মদ এনামুল হক
Ο খ) 
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Ο গ) 
ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο ঘ) 
আবদুল করিম

  সঠিক উত্তর: (গ)

৬৪.
বাংলায় কীর্তন গান রচিত হতো কিসের কাহিনী অবলম্বণে?
Ο ক) 
টুনাটুনির
Ο খ) 
রাধা ও শ্রীকৃষ্ণ
Ο গ) 
আলাল-দুলাল
Ο ঘ) 
ইউসুফ-জুলেখা

  সঠিক উত্তর: (খ)

৬৫.
বাংলাদেশ শিল্পকলা একাডেমী কাজ করে যাচ্ছে-
i. সংগীতের উন্নতির জন্যে
ii. সাহিত্যের উন্নতির জন্যে
iii. নৃত্যের উন্নতির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
হাসন রাজার গান শ্রোতাদের উদ্দীপ্ত করে-
i. ভক্তিরসে
ii. ভালোবাসায়
iii. ভাবরসে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৬৭.
আমাদের জাতীয় সংগীতের সুর মূর্ছনা কীভাবে সৃষ্টি হয়েছে?
Ο ক) 
রবীন্দ্রনাথের হাতে
Ο খ) 
জাতীয়ভাবে
Ο গ) 
আন্দোলনের মাধ্যমে
Ο ঘ) 
বাউল সুরে

  সঠিক উত্তর: (ক)

৬৮.
যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন-
i. আব্দুল হক
ii. আহমদ শরীফ
iii. সুভাষ দত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৬৯.
কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
Ο ক) 
হিন্দু সমাজে
Ο খ) 
খ্রিস্টান সমাজে
Ο গ) 
মুসলমান সমাজে
Ο ঘ) 
বৌদ্ধ সমাজে

  সঠিক উত্তর: (গ)

৭০.
চর্যাপদ আবিষ্কার করেন কে?
Ο ক) 
কানাহরি দত্ত
Ο খ) 
বামাই পন্ডিত
Ο গ) 
হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) 
কাহ্নপা

  সঠিক উত্তর: (গ)

৭১.
ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) 
বেসরকারি প্রতিষ্ঠান
Ο খ) 
সরকারি প্রতিষ্ঠান
Ο গ) 
ব্যক্তিগত প্রতিষ্ঠান
Ο ঘ) 
আধা সামরিক প্রতিষ্ঠান

  সঠিক উত্তর: (ক)

৭২.
নিচের কোনটি শিশুদের জন্যে কাজ করে?
Ο ক) 
বাংলা একাডেমী
Ο খ) 
বাফা
Ο গ) 
শিশু একাডেমী
Ο ঘ) 
শিল্পকলা একাডেমী

  সঠিক উত্তর: (গ)

৭৩.
জাতির মননের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে?
Ο ক) 
বাংলা একাডেমি
Ο খ) 
শিল্পকলা একাডেমি
Ο গ) 
ছায়ানট
Ο ঘ) 
বুলবুল ললিতকলা একাডেমি

  সঠিক উত্তর: (ক)

৭৪.
বাংলায় দুকূল কাপড়ের বেশ সুনাম ছিল কোন আমলে?
Ο ক) 
মুগল আমলে
Ο খ) 
সুলতানী আমলে
Ο গ) 
ব্রিটিশ আমলে
Ο ঘ) 
প্রাচীনকালে

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
আলমগীর কবীর জনপ্রিয়তা অর্জন করে-
Ο ক) 
কবি হিসেবে
Ο খ) 
সাহিত্যিক হিসেবে
Ο গ) 
চলচ্চিত্র নির্মাতা হিসেবে
Ο ঘ) 
সঙ্গীত শিল্পী হিসেবে

  সঠিক উত্তর: (গ)

৭৬.
চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন-
i. লুই পা
ii. সারং পা
iii. কাহ্ন পা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৭৭.
নাগরিক সংগীতের বিকাশ ঘটে কোন সংগীতের প্রভাবে?
Ο ক) 
লোকগান
Ο খ) 
হিন্দুস্থানীয় উচ্চাঙ্গ সংগীত
Ο গ) 
কীর্তন
Ο ঘ) 
রবীন্দ্র সংগীত

  সঠিক উত্তর: (খ)

৭৮.
কান্তজির মন্দির কোন বিভাগে অবস্থিত?
Ο ক) 
খুলনা
Ο খ) 
রাজশাহী
Ο গ) 
কুমিল্লা
Ο ঘ) 
রংপুর

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
আমাদের চিত্রকলায় কাকে পথিকৃৎ বলা হয়?
Ο ক) 
কামরুল হাসান
Ο খ) 
জয়নুল আবেদিন
Ο গ) 
এস. এম. সুলতান
Ο ঘ) 
সফিউদ্দিন

  সঠিক উত্তর: (খ)

৮০.
শিল্পকলার অন্তর্ভুক্ত হলো-
i. তৈজসপত্র
ii. চিন্তাশক্তি
iii. সৃজনশীল প্রতিভা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮১.
কোন ক্ষেত্রে মুনীর চৌধুরীর অবদান রয়েছে?
Ο ক) 
নাটক
Ο খ) 
কবিতা
Ο গ) 
উপন্যাস
Ο ঘ) 
গান

  সঠিক উত্তর: (ক)

৮২.
নিদুবাবু কেন বিখ্যাত?
Ο ক) 
লোকগানের জন্য
Ο খ) 
মুর্শিদি গানের জন্য
Ο গ) 
নাগরিক গানের জন্য
Ο ঘ) 
পালাগানের জন্য

  সঠিক উত্তর: (গ)

৮৩.
বেরকারি উদ্যোগে গড়ে ওঠা মনন চর্চা প্রতিষ্ঠান হলো-
i. বোটানিক্যাল গার্ডেন
ii. মুক্তিযুদ্ধ জাদুঘর
iii. বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
মাহফুজ সুলতানি আমলের দৃশ্যশিল্পগুলো ভ্রমণ করেছে। সে দেখেছে-
i. ছোট সোনা মসজিদ
ii. সোমপুর বিহার
iii. নবাব কাটরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৮৫.
দুকূল কাপড়ের বৈশিষ্ট্য হলো-
i. খুব মিহি
ii. মণির মতো মসৃণ
iii. সিল্কের তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৬.
বাংলা একাডেমীকে জাতির মননের প্রতীক বলা হয় কেন?
Ο ক) 
ভাষা আন্দোলনের সাথে জড়িত বলে
Ο খ) 
চারুকলার পৃষ্ঠপোষকতা করে বলে
Ο গ) 
বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের জন্য কাজ করছে বলে
Ο ঘ) 
শিশুদের প্রতিভা বিকাশে কাজ করছে বলে

  সঠিক উত্তর: (গ)

৮৭.
আধুনিক চিত্রকলা চর্চার অগ্রদূত হিসেবে স্মরণীয়-
i. এস এম সুলতান
ii. সফিউদ্দীন আহমদ
iii. এফ আর খান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

৮৮.
যাদের অবদানে আমাদের চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ হয়েছে-
i. জহুর হোসেন চৌধুরী
ii. জহির রায়হান
iii. তারেক মাসুদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৮৯.
গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে আশ্চর্য নিপুণতায় ফুটিয়ে তুলেছেন-
i. সমাজব্যবস্থা
ii. গল্পকাহিনি
iii. ছবি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৯০.
চর্যাপদ লিখেছেন-
Ο ক) 
বৌদ্ধসাধকরা
Ο খ) 
দেবদেবীরা
Ο গ) 
হরপ্রসাদ শাস্ত্রী
Ο ঘ) 
খ্রিস্টান সাধকরা

  সঠিক উত্তর: (ক)

৯১.
বাংলা একাডেমী প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিল-
i. ৫৬-এর সংবিধান
ii. ৫৪-এর নির্বাচনি অঙ্গীকার
iii. ৫২-এর ভাষা আন্দোলনের পটভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

৯২.
সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ করা যায়?
Ο ক) 
সাহিত্য কর্মে
Ο খ) 
স্থাপত্য শিল্পে
Ο গ) 
উচ্চাঙ্গ সংগীত
Ο ঘ) 
তাঁত শিল্পে

  সঠিক উত্তর: (খ)

৯৩.
একসময় ছাঁচ অনুযায়ী মন্দির বানানো হতো কী দিয়ে?
Ο ক) 
বাঁশ দিয়ে
Ο খ) 
মাটির তৈরি ইট দিয়ে
Ο গ) 
পাথর দিয়ে
Ο ঘ) 
কাঠ দিয়ে

  সঠিক উত্তর: (খ)

৯৪.
কোনটি সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
Ο ক) 
পোশাক
Ο খ) 
গীতবাদ্য
Ο গ) 
সৃষ্টিশীল কাজ
Ο ঘ) 
ভাষা-সাহিত্য

  সঠিক উত্তর: (গ)

৯৫.
বাংলা প্রথম সাহিত্যকর্মের নাম কী?
Ο ক) 
মহাভারত
Ο খ) 
রামায়ণ
Ο গ) 
চর্যাপদ
Ο ঘ) 
সীতার বনবাস

  সঠিক উত্তর: (গ)

৯৬.
চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন-
Ο ক) 
লুইপা ও কাহ্নপা
Ο খ) 
হরপ্রসাদ শাস্ত্রী ও চন্ডীদাস
Ο গ) 
বিদ্যাপতি ও জ্ঞানদাস
Ο ঘ) 
গোবিন্দ দাস ও চন্ডীদাস

  সঠিক উত্তর: (ক)

৯৭.
ধর্মমঙ্গল কে লিখেছেন?
Ο ক) 
মুকুন্দরাম
Ο খ) 
বিজয়গুপ্ত
Ο গ) 
কালি দাস
Ο ঘ) 
ঘনরাম

  সঠিক উত্তর: (ঘ)

৯৮.
বাংলাদেশের কোথায় প্রচুর পোড়ামাটির কতাজ রয়েছে?
Ο ক) 
সোমপুর বিহারে
Ο খ) 
কুমিল্লার ময়নামতিতে
Ο গ) 
রংপুরে
Ο ঘ) 
বরিশালে

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
শ্রেষ্ঠ তরু এই শরীল। পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে।
৯৯.
পাঁচটি ডাল বলতে এখানে কী বুঝানো হয়েছে?
Ο ক) 
পঞ্চ ইন্দ্রিয়
Ο খ) 
পাঁচটি গাছের ডাল
Ο গ) 
পাঁচটি খুঁটি
Ο ঘ) 
পাঁচটি আঙুল

  সঠিক উত্তর: (ক)

১০০.
চিত্ত চঞ্চল হয়-
i. বস্তু জগৎকে লক্ষ্য বানালে
ii. বস্তুজগতে ব্যস্ত হয়ে পড়লে
iii. বস্তুজগতে বিপদে পড়লে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...