NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

এস.এস.সি || পদার্থ বিজ্ঞান অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব


এস.এস.সি    ||    পদার্থ বিজ্ঞান
অধ্যায় - ৬: বস্তুর উপর তাপের প্রভাব


১.
পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
Ο ক) 
তাপ
Ο খ) 
চাপ
Ο গ) 
সময়
Ο ঘ) 
তাপমাত্রা ও চাপ

  সঠিক উত্তর: (ক)

২.
ভিন্ন তাপমাত্রার দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকার ফলে-
i. বেশি তাপমাত্রার বস্তুটি তাপ বর্জন ও কম তাপমাত্রার বস্তুটি তাপ গ্রহণ করে
ii. তাপ অধিক তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
iii. তাপ কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে বেশি তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩.
পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) 
আপাত প্রসারণ
Ο খ) 
প্রকৃত প্রসারণ
Ο গ) 
আয়তন প্রসারণ
Ο ঘ) 
ক্ষেত্র প্রসারণ

  সঠিক উত্তর: (ক)

৪.
1m3 আয়তনের কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
Ο ক) 
আয়তন প্রসারণ সহগ
Ο খ) 
ক্ষেত্র প্রসারণ সহগ
Ο গ) 
আয়তন প্রসারণ
Ο ঘ) 
দৈর্ঘ্য প্রসারণ

  সঠিক উত্তর: (ক)

৫.
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে কী বলে?
Ο ক) 
1 কেলভিন
Ο খ) 
1 ক্যালরি
Ο গ) 
1 ফারেনহাইট
Ο ঘ) 
1 সেলসিয়াস

  সঠিক উত্তর: (ক)

৬.
পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে-
i. তরল পদার্থের ঐ অংশের চাপ অপরিবর্তিত থাকবে
ii. তরল পদার্থের সবদিকের চাপ কমে যাবে
iii. তরল পদার্থের সবদিকের চাপ সমানভাবে সঞ্চালিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii

Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭.
ভেজা কাপড় রোদে শুকিয়ে যায় কারণ-
i. বাষ্পীভবনের জন্য
ii. তাপমাত্রার জন্য
iii. স্বত:বাষ্পীভবনের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮.
ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
Ο ক) 

Ο খ) 
32
Ο গ) 
273
Ο ঘ) 
-273

  সঠিক উত্তর: (খ)

৯.
তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) 
গলন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
গলনাঙ্ক
Ο ঘ) 
স্ফুটনাঙ্ক

  সঠিক উত্তর: (খ)

১০.
ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
Ο ক) 
100
Ο খ) 
212
Ο গ) 
373
Ο ঘ) 
32

  সঠিক উত্তর: (খ)

১১.
তাপমাত্রিক ধর্মগুলো হচ্ছে-
i. আয়তন
ii. রোধ
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
কোনটিতে তাপীয় প্রসারণ কম?
Ο ক) 
পানি
Ο খ) 
অক্সিজেন
Ο গ) 
নাইট্রোজেন
Ο ঘ) 
হিলিয়াম

  সঠিক উত্তর: (ক)

১৩.
অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
Ο ক) 
তাপ গ্রহণ
Ο খ) 
তাপ বর্জন
Ο গ) 
তাপমাত্রা গ্রহণ
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (খ)

১৪.
1500g সীসার তাপমাত্রা 700C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
Ο ক) 
13650
Ο খ) 
1300
Ο গ) 
13560
Ο ঘ) 
13500

  সঠিক উত্তর: (ক)

১৫.
গরমের দিনে নতুন মাটির কলসিতে� পানি রাখলে ঐ পানি� ঠান্ডা হয় কেন?
Ο ক) 
কলসির গায়ে ছিদ্র থাকে না বলে
Ο খ) 
কলসির গায়ে ছিদ্র থাকে বলে
Ο গ) 
বাষ্পায়ন সৃষ্টি হয় না বলে
Ο ঘ) 
মাটি থেকে ঠান্ডা শোষণ করতে পারে বলে

  সঠিক উত্তর: (খ)

১৬.
প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে?
Ο ক) 
নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) 
উর্ধ্ব স্থিরাঙ্ক
Ο গ) 
ত্রৈধবিন্দু
Ο ঘ) 
সুপ্ততাপ

  সঠিক উত্তর: (ক)

১৭.
তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কোনটি বৃদ্ধি পায়?
Ο ক) 
দৈর্ঘ্য
Ο খ) 
ক্ষেত্রফল
Ο গ) 
আয়তন
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলে?
Ο ক) 
অ্যামিটার
Ο খ) 
ভোল্টমিটার
Ο গ) 
থার্মোমিটার
Ο ঘ) 
ক্যালরিমিটার

  সঠিক উত্তর: (ঘ)

১৯.
কোন পদার্থটির উপর চাপ বৃদ্ধি করলে এর গলনাঙ্ক বাড়ে?
Ο ক) 
বরফ
Ο খ) 
তামা
Ο গ) 
বিসমাথ
Ο ঘ) 
অ্যান্টিমনি

  সঠিক উত্তর: (খ)

২০.
জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 
4200
Ο খ) 
2100
Ο গ) 
2000
Ο ঘ) 
230

  সঠিক উত্তর: (গ)

২১.
তরলের প্রসারণ বলতে কোনটিকে বুঝায়?
Ο ক) 
তরলের আয়তন প্রসারণকে
Ο খ) 
তরলের ক্ষেত্র প্রসারণকে
Ο গ) 
তরলের দৈর্ঘ্য প্রসারণকে
Ο ঘ) 
তরলের দৈর্ঘ্য প্রসারণ সহগকে

  সঠিক উত্তর: (ক)

২২.
পানির আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 
4200
Ο খ) 
2100
Ο গ) 
2000
Ο ঘ) 
130

  সঠিক উত্তর: (ক)

২৩.
মোম তরলে রূপান্তরের সময়-
i. আয়তন বেড়ে যায়
ii. আয়তন কমে যায়
iii. চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
তাপমাত্রিক ধর্মগুলো হলো-
i. আয়তন
ii. রোধ
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
Ο ক) 
বাষ্পীভবন
Ο খ) 
ঘনীভবন
Ο গ) 
গলন
Ο ঘ) 
পুন:শিলীভবন

  সঠিক উত্তর: (ক)

২৬.
তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে?
Ο ক) 
গলন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
বাষ্পীভবন
Ο ঘ) 
পাতন

  সঠিক উত্তর: (ক)

২৭.
থার্মোমিটারের মধ্যে কোন পদার্থ ব্যবহার করা হয়?
Ο ক) 
তাপমিতিক পদার্থ
Ο খ) 
কুপরিবাহী
Ο গ) 
অর্ধপরিবাহী
Ο ঘ) 
অন্তরক

  সঠিক উত্তর: (ক)

২৮.
সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
Ο ক) 
100
Ο খ) 
0
Ο গ) 
212
Ο ঘ) 
373

  সঠিক উত্তর: (খ)

২৯.
300C তাপমাত্রায় একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
Ο ক) 
11×10-6K-1
Ο খ) 
33.33×10-4K-1
Ο গ) 
3.33×10-4K
Ο ঘ) 
16.7×10-6K-1

  সঠিক উত্তর: (খ)

৩০.
কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলে?
Ο ক) 
দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) 
আয়তন প্রসারণ সহগ
Ο গ) 
আয়তন প্রসারণ
Ο ঘ) 
আয়তন সংকোচন

  সঠিক উত্তর: (গ)

৩১.
তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?
Ο ক) 
বাষ্পায়ন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
উর্ধ্বপাতন
Ο ঘ) 
গলন

  সঠিক উত্তর: (ক)

৩২.
কোনো বস্তুর� আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভর করে?
Ο ক) 
ভর
Ο খ) 
আয়তন
Ο গ) 
উপাদান
Ο ঘ) 
ঘনত্ব

  সঠিক উত্তর: (গ)

৩৩.
দুটি বস্তু A এবং B �কে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান-প্রদান কোন শর্তে হবে?
Ο ক) 
বস্তুদ্বয়ের তাপমাত্রা একই কিন্তু তাপের পরিমাণ ভিন্ন হয়
Ο খ) 
বস্তুদ্বয়ের তাপমাত্রা এবং তাপের পরিমাণ উভয়ই সমান হয়
Ο গ) 
বস্তুদ্বয়ের তাপমাত্রা ভিন্ন অথচ তাপের পরিমাণ সমান বা অসমান
Ο ঘ) 
বস্তুদ্বয় তাপ কুপরিবাহী হয়

  সঠিক উত্তর: (গ)

৩৪.
প্রকৃত প্রসারণকে কী দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) 
Va
Ο খ) 
Vg
Ο গ) 
Vr
Ο ঘ) 
Rr

  সঠিক উত্তর: (গ)

৩৫.
বস্তুর দৈর্ঘ্য প্রসারণ Δi(A)=?
Ο ক) 
0.033m
Ο খ) 
100.033m
Ο গ) 
99.96m
Ο ঘ) 
33×106m

  সঠিক উত্তর: (ক)

৩৬.
একটি� লোহার ও� একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলে কক্ষ তাপমাত্রায় কী ঘটবে?
Ο ক) 
নিচের দিকে বেঁকে যায়
Ο খ) 
সোজা থাকে
Ο গ) 
উপরের দিকে বেঁকে যায়
Ο ঘ) 
অপরিবর্তিত থাকে

  সঠিক উত্তর: (খ)

৩৭.
তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের-
i. তাপের পরিমাপের উপর নির্ভর করে
ii. তাপীয় অবস্থার উপর নির্ভর করে
iii. আয়তন ও আকৃতির উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.
ত্বরণের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
Ο ক) 
হ্রাস পায়
Ο খ) 
বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
Ο গ) 
বন্ধ হয়ে যায়
Ο ঘ) 
বৃদ্ধি পায়

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
1kg �পানির তাপমাত্রা 1K কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
Ο ক) 
0.1kg
Ο খ) 
0.5kg
Ο গ) 
2kg
Ο ঘ) 
10kg

  সঠিক উত্তর: (গ)

৪০.
কীভাবে তাপ প্রবাহিত হয়?
Ο ক) 
উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
Ο খ) 
উষ্ণতর বস্তু থেকে উষ্ণতর বস্তুর দিকে
Ο গ) 
শীতলতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
Ο ঘ) 
উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে

  সঠিক উত্তর: (ক)

৪১.
তাপমাত্রার এস.আই. একক কী?
Ο ক) 
ফারেনহাইট
Ο খ) 
ক্যালরি
Ο গ) 
কেলভিন
Ο ঘ) 
সেলসিয়াস

  সঠিক উত্তর: (গ)

৪২.
দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে?
Ο ক) 
যে পাত্রের তাপমাত্রা বেশি  তার তাপ বেশি
Ο খ) 
যে পাত্রের তাপমাত্রা কম তার তাপ বেশি
Ο গ) 
যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ কম
Ο ঘ) 
উভয় পাত্রের পানির তাপ সমান

  সঠিক উত্তর: (ক)

৪৩.
তাপমাত্রিক ধর্ম হচ্ছে-
i. আয়তন
ii. রোধ
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৪.
পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা-
i. 273K
ii. 373K
iii. 173K
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার কোন স্কেল তৈরি করা হয়?
Ο ক) 
সেলসিয়াস স্কেল
Ο খ) 
ফারেনহাইট স্কেল
Ο গ) 
কেলভিন স্কেল
Ο ঘ) 
উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

৪৬.
তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাংকে চলে আসে তখন কোনটি স্থির থাকে?
Ο ক) 
তাপ
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
গলনাংক
Ο ঘ) 
হিমাংক

  সঠিক উত্তর: (খ)

৪৭.
তাপধারণ ক্ষমতার একক কী?
Ο ক) 
JK-1
Ο খ) 
JS-1
Ο গ) 
J
Ο ঘ) 
J-1

  সঠিক উত্তর: (ক)

৪৮.
আপেক্ষিক তাপ-
i. এর একক হচ্ছে Jkg-1K-1
ii. জলীয় বাষ্পের 2000Jkg-1K-1
iii. তামার 400Jkg-1K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
কোনো বস্তুর তাপমাত্রা 277K হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
Ο ক) 
36.9
Ο খ) 
37.2
Ο গ) 
38.9
Ο ঘ) 
39.2

  সঠিক উত্তর: (ঘ)

৫০.
বায়ুশুন্য স্থানে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 
00C
Ο খ) 
1000C
Ο গ) 
0.00780C
Ο ঘ) 
780C

  সঠিক উত্তর: (গ)

৫১.
কোনো অণু যখন পার্শ্ববর্তী অণুর কাছাকাছি যেতে চায় তখন সেটি কী অণুভব করে?
Ο ক) 
আকর্ষণ
Ο খ) 
বিকর্ষণ
Ο গ) 
প্রথমে বিকর্ষণ পরে আকর্ষণ
Ο ঘ) 
আকর্ষণ-বিকর্ষণ

  সঠিক উত্তর: (খ)

৫২.
গ্লিসারিনের প্রকৃত প্রসারণ সহগ 53�10-5K-1। 00C তাপমাত্রায় 200cm3 �গ্লিসারিনের তাপমাত্রা 300C বাড়ালে এর প্রসারণ কত হবে?
Ο ক) 
3.18cm3
Ο খ) 
4.18cm3
Ο গ) 
5.18cm3
Ο ঘ) 
6.18cm3

  সঠিক উত্তর: (ক)

৫৩.
কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় পদার্থ যে তাপ শোষণ করে তা কোন কাজে লাগে?
Ο ক) 
আন্তঃআণবিক বন্ধন ভাঙ্গতে
Ο খ) 
আন্তঃআণবিক দূরত্ব কমাতে
Ο গ) 
আন্তঃআণবিক শক্তি বাড়াতে
Ο ঘ) 
ঘনীভবন

  সঠিক উত্তর: (গ)

৫৪.
আপেক্ষিক তাপের একক কোনটি?
Ο ক) 
JK-1
Ο খ) 
Jkg-1K-1
Ο গ) 
JkgK-1
Ο ঘ) 
Jk-1kg-2

  সঠিক উত্তর: (খ)

৫৫.
θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠের আদি ক্ষেত্রফল=A1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 করলে শেষ ক্ষেত্রফল =A2 হলে-
i. তাপমাত্রা বৃদ্ধি θ12
ii. তাপমাত্রা বৃদ্ধি θ21
iii. ক্ষেত্রফল বৃদ্ধি= A2-A1
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৫৬.
একটি বস্তুর তাপমাত্রা 1K ও 10K বৃদ্ধি করতে আলাদা আলাদা তাপ প্রয়োগ করা হলে কোনটি ঘটবে?
Ο ক) 
1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 10 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο খ) 
1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 5 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο গ) 
1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে তার চেয়ে 20 গুণ বেশি তাপের প্রয়োজন পড়ে
Ο ঘ) 
1K তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন 10K তাপমাত্রা বৃদ্ধি করতে একই তাপের প্রয়োজন পড়ে

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কোন পাত্রে পানি বেশি ঠাণ্ডা থাকবে?
Ο ক) 
কাচের পাত্রে
Ο খ) 
মাটির কলসিতে
Ο গ) 
পিতলের কলসিতে
Ο ঘ) 
প্লাস্টিকের পাত্রে

  সঠিক উত্তর: (খ)

৫৮.
নিম্নস্থিরাঙ্ককে বলে-
i. হিমাঙ্ক
ii. বরফ বিন্দু
iii. বাষ্প বিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৯.
যেকোনো তাপমাত্রায় তরল পদার্থের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
Ο ক) 
বাষ্পায়ন
Ο খ) 
পুনঃশিলীভবন
Ο গ) 
গলন
Ο ঘ) 
স্ফুটন

  সঠিক উত্তর: (ক)

৬০.
স্ফুটন প্রভাবম্বিত হওয়ার কারণ-
i. তরল পদার্থের প্রকৃতি
ii. তরলের ওপরস্থ চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬১.
কোন কাচের প্রসারণ সহগ কম?
Ο ক) 
ফ্লিন্ট
Ο খ) 
ক্রাউন
Ο গ) 
পাইরেক্স
Ο ঘ) 
সাধারণ

  সঠিক উত্তর: (গ)

৬২.
কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই?
Ο ক) 
লোহা
Ο খ) 
পানি
Ο গ) 
অক্সিজেন
Ο ঘ) 
পারদ

  সঠিক উত্তর: (গ)

৬৩.
প্রমাণ চাপে যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় তাকে কী বলা হয়?
Ο ক) 
বরফ বিন্দু
Ο খ) 
বাষ্প বিন্দু
Ο গ) 
স্ফুটনাংক
Ο ঘ) 
ত্রৈধ বিন্দু

  সঠিক উত্তর: (ক)

৬৪.
কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কী বলে?
Ο ক) 
তরল
Ο খ) 
গলন
Ο গ) 
কঠিন
Ο ঘ) 
স্ফুটন

  সঠিক উত্তর: (খ)

৬৫.
সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থান পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৬.
কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 51�10-6K-1 -
Ο ক) 
17×10-6K-1
Ο খ) 
34×10-6K-1
Ο গ) 
25×10-6K-1
Ο ঘ) 
22×10-6K-1

  সঠিক উত্তর: (ক)

৬৭.
তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. �এটি সাধারণত আয়তন প্রসারণকে বুঝায়
ii. তরল পদার্থের দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ হয়
iii. তরল পদার্থের দুই ধরনের প্রসারণ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬৮.
কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-
i. তাপমাত্রা বৃদ্ধির ফলে
ii. তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়
iii. তখন বস্তুটি প্রসারণ� লাভ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯.
তাপমাত্রা হচ্ছে-
i. বস্তুর উষ্ণতার নির্দেশক
ii. বস্তুর তাপীয় অবস্থা
iii. বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭০.
যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলে স্ফুটন হয়, তাকে ঐ তরলের কী বলে?
Ο ক) 
বাষ্পীভবন
Ο খ) 
বাষ্পায়ন
Ο গ) 
স্ফুটন
Ο ঘ) 
স্ফুটনাঙ্ক

  সঠিক উত্তর: (ঘ)

৭১.
তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) 
তাপ
Ο খ) 
আপেক্ষিক তাপ
Ο গ) 
সুপ্ততাপ
Ο ঘ) 
বিদ্যুৎ

  সঠিক উত্তর: (ক)

৭২.
কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলা হয়?
Ο ক) 
দৈর্ঘ্য প্রসারণ
Ο খ) 
ক্ষেত্র-প্রসারণ
Ο গ) 
আয়তন প্রসারণ
Ο ঘ) 
আপেক্ষিক তাপ

  সঠিক উত্তর: (গ)

৭৩.
OOC তাপমাত্রার নিচের বরফকে তাপ দিলে প্রথমে কোন অবস্থা প্রাপ্ত হবে?
Ο ক) 
00C তাপমাত্রার পানি
Ο খ) 
00C তাপমাত্রার বরফ
Ο গ) 
00C তাপমাত্রার বাষ্প
Ο ঘ) 
0K তাপমাত্রার পানি

  সঠিক উত্তর: (খ)

৭৪.
সেলসিয়াস স্কেলে বরফের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 
1000
Ο খ) 
2120
Ο গ) 
320
Ο ঘ) 
3730

  সঠিক উত্তর: (ক)

৭৫.
পানির আপেক্ষিক তাপ অন্যান্য পদার্থের তুলনায় অনেক বেশি হওয়ার সুবিধাজনক দিক হলো-
i. স্থলভাগের চেয়ে সামুদ্রিক� অঞ্চলের তাপমাত্রা অনেক ধীরে ধীরে হ্রাস বা বৃদ্ধি পায়
ii. গাড়ির ইঞ্চিন ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহৃত হয়
iii. ঋতু পরিবর্তনে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা পরিবর্তনের তুলনায় দ্বীপাঞ্চলের তাপমাত্রার পরিবর্তন অনেক কম হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.
নিম্নের কোনটির উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
গ্যাস
Ο ঘ) 
তরল ও গ্যাস

  সঠিক উত্তর: (খ)

৭৭.
স্বাভাবিক চাপে সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 
1000C
Ο খ) 
2730C
Ο গ) 
00C
Ο ঘ) 
320C

  সঠিক উত্তর: (গ)

৭৮.
বস্তুর তাপধারণ ক্ষমতার মান কিসের জন্য ভিন্নতা দেখায়?
Ο ক) 
বস্তুর উপাদান ও ভরের পরিবর্তনে
Ο খ) 
বস্তুর ভর ও তাপমাত্রার পরিবর্তনে
Ο গ) 
বস্তুর উপাদান ও তাপমাত্রার পরিবর্তনে
Ο ঘ) 
বস্তুর ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তনে

  সঠিক উত্তর: (ক)

৭৯.
নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি-
Ο ক) 
বাষ্পায়ন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
বাষ্পায়ন ও স্ফুটন
Ο ঘ) 
গলন

  সঠিক উত্তর: (গ)

৮০.
কোন বস্তুর ভর m আ. তাপ S এবং তাপ ধারণ ক্ষমতা C হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
Ο ক) 
C=S/m
Ο খ) 
S=m/C
Ο গ) 
S=C/m
Ο ঘ) 
C=S

  সঠিক উত্তর: (গ)

৮১.
পানির স্ফুটনাঙ্ক 373K হলে সেলসিয়াস স্কেলের পাঠ হবে-
i. 00C
ii. 100C
iii. 1000C
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮২.
কেলভিন ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী?
Ο ক) 
F/5=K-273/5
Ο খ) 
F-32/5=K-273/100
Ο গ) 
F-32/9=K-273/5
Ο ঘ) 
F-32/9=K/5

  সঠিক উত্তর: (গ)

৮৩.
দুইটি বস্তুর তাপমাত্রা এক হলে কী ঘটবে?
Ο ক) 
তাপের পরিমাণও একই হবে
Ο খ) 
তাপের পরিমাণ সর্বদা ভিন্ন হবে
Ο গ) 
তাপের পরিমাণ সমান কিংবা ভিন্ন হবে
Ο ঘ) 
বস্তুদ্বয়ের ভর সমান হবে

  সঠিক উত্তর: (গ)

৮৪.
নিচের কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক-
Ο ক) 
C/5=K-273/9
Ο খ) 
F-32/9=K-273/100
Ο গ) 
C/5=F-32/9
Ο ঘ) 
F-32/9=F-212/9

  সঠিক উত্তর: (গ)

৮৫.
পানি কয় অবস্থায় থাকতে পারে?
Ο ক) 
দুই
Ο খ) 
তিন
Ο গ) 
চার
Ο ঘ) 
পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৮৬.
1 ক্যালরি=কত জুল?
Ο ক) 
4.2
Ο খ) 
2.4
Ο গ) 
4.42
Ο ঘ) 
4.24

  সঠিক উত্তর: (ক)

৮৭.
পারদ থার্মোমিটারে-
i. পারদ স্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম
ii. ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়
iii. পারদ তাপমিতিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮৮.
তাপমাত্রার ক্ষেত্রে-
i. সুপ্ততাপ তাপমাত্রার পরিবর্তন ঘটায় না
ii. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273K ধরা হয়
iii. দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 1000C হলে কেলভিন স্কেলের পার্থক্য 100K হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৯.
প্লাটিনামের আপেক্ষিক তাপ 126Jkg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 126J তাপের প্রয়োজন হয়
ii. 1kg প্লাটিনামের তাপমাত্রা 126K বাড়াতে। J তাপের প্রয়োজন হয়
iii. 1gm প্লাটিনামের তাপমাত্রা 1K বাড়াতে 0.03 Cal তাপের প্রয়োজন হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯০.
নিচের বিবরণগুলো লক্ষ্য কর:
i. তাপ এক প্রকার শক্তি
ii. তাপের একক জুল
iii. তাপমাত্রার একক জুল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯১.
নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. আপেক্ষিক তাপের একক
iii. পানির উচ্চ আপেক্ষিক তাপ ইঞ্জিন ঠাণ্ডা রাখতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯২.
পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে?
Ο ক) 
গতিশীল
Ο খ) 
স্থিতিশীল
Ο গ) 
প্রথমে গতিশীল পরে স্থিতিশীল
Ο ঘ) 
গতিশীল ও স্থিতিশীল

  সঠিক উত্তর: (ক)

৯৩.
1m2 ক্ষেত্রফলমবিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলা হয়?
Ο ক) 
আয়তন প্রসারণ-সহগ
Ο খ) 
ক্ষেত্র প্রসারণ-সহগ
Ο গ) 
দৈর্ঘ্য প্রসারণ-সহগ
Ο ঘ) 
স্থির চাপে ক্ষেত্র প্রসারণ-সহগ

  সঠিক উত্তর: (খ)

৯৪.
সেলসিয়াস স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
Ο ক) 
100
Ο খ) 
0
Ο গ) 
212
Ο ঘ) 
373

  সঠিক উত্তর: (ক)

৯৫.
কোন পাত্রের পানির বাষ্পায়ন সম্ভব?
Ο ক) 
কাচ
Ο খ) 
পিতল
Ο গ) 
মাটি
Ο ঘ) 
কাসা

  সঠিক উত্তর: (গ)

৯৬.
বাষ্পায়ন নির্ভর করে-
i. তরলের প্রকৃতি
ii. তরলের উপর চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
00C তাপমাত্রায় 100cm3 গ্লিসারিনের তাপমাত্রা 200C বাড়ালে এর প্রসারণ হয় 1.03cm3 । গ্লিসারিনের প্রকৃত সহগ কত?
Ο ক) 
53×10-5K-1
Ο খ) 
5.3×10-5K-1
Ο গ) 
53×106K-1
Ο ঘ) 
53×105K-1

  সঠিক উত্তর: (ক)

৯৮.
রূপার আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
Ο ক) 
230
Ο খ) 
130
Ο গ) 
330
Ο ঘ) 
400

  সঠিক উত্তর: (ক)

৯৯.
তাপ ধারণ ক্ষমতার একক কী?
Ο ক) 
K-1
Ο খ) 
JK
Ο গ) 
JKg-1K-1
Ο ঘ) 
JK-1

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
সমান ভরের কিছু পদার্থের মধ্যে আপেক্ষিক তাপ বেশি-
i. যাদের তাপধারণ ক্ষমতা বেশি
ii. যাদের তাপধারণ ক্ষমতা ও তাপমাত্রার পার্থক্যের অনুপাত বেশি
iii. যাদের তাপধারণ ক্ষমতা ও ভরের অনুপাত বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০১.
সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 300C হলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত?
Ο ক) 
273K
Ο খ) 
303K
Ο গ) 
300K
Ο ঘ) 
373K

  সঠিক উত্তর: (খ)

১০২.
কোনো বস্তুর আপেক্ষিক তাপ বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে?
Ο ক) 
একক ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο খ) 
বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে
Ο গ) 
একক ভরের বস্তুর আয়তনকে
Ο ঘ) 
বস্তুর আয়তনকে

  সঠিক উত্তর: (ক)

১০৩.
কেলভিন স্কেলের উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 
100
Ο খ) 
273
Ο গ) 
373
Ο ঘ) 
212

  সঠিক উত্তর: (গ)

১০৪.
স্থিতিশক্তি আছে কোন পদার্থের?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
বায়বীয়
Ο ঘ) 
গ্যাসীয়

  সঠিক উত্তর: (ক)

১০৫.
তাপমাত্রার পার্থক্য 10C কত কেলভিন সমান?
Ο ক) 
20C
Ο খ) 
10F
Ο গ) 
1K
Ο ঘ) 
274K

  সঠিক উত্তর: (গ)

১০৬.
বাষ্প থেকে তরল হওয়ার� প্রক্রিয়া কোনটি?
Ο ক) 
বাষ্পায়ন
Ο খ) 
স্ফুটন
Ο গ) 
ঘনীভবন
Ο ঘ) 
উর্ধ্বপাতন

  সঠিক উত্তর: (গ)

১০৭.
গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত-
i. গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে
ii. গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে
iii. গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১০৮.
দুইটি আইসক্রিমকে একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে-
i. চাপ প্রয়োগে গলনাঙ্কের পরিবর্তন
ii. পুনঃশিলীভবন
iii. বাষ্পীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৯.
সুপ্ততাপের মাধ্যমে-
i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়
ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয়
iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১০.
কেলভিন স্কেলে উর্ধ্বস্থিরাঙ্ক কত?
Ο ক) 
273K
Ο খ) 
212K
Ο গ) 
373K
Ο ঘ) 
273.16K

  সঠিক উত্তর: (গ)

১১১.
উর্ধ্বস্থিরাঙ্ককে বলে-
i. শিশিরাঙ্ক
ii. বাষ্পবিন্দু
iii. স্ফুটনাঙ্ক
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১১২.
বাষ্পীভবন কয়টি পদ্ধতিতে হতে পারে-
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি

  সঠিক উত্তর: (ক)

১১৩.
নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. তাপের একক জুল
ii. 1 cal=4.2J
iii. তাপ এক প্রকার শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১৪.
তাপমাত্রিক পদার্থ ব্যবহৃত হয়-
Ο ক) 
ব্যারোমিটারে
Ο খ) 
থার্মোমিটারে
Ο গ) 
ক্যালরিমিটারে
Ο ঘ) 
গ্যালভানোমিটারে

  সঠিক উত্তর: (খ)

১১৫.
নিচের কোনটিতে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) 
ক্লোরিন
Ο খ) 
সোডিয়াম ক্লোরাইড
Ο গ) 
পানি
Ο ঘ) 
লোহা

  সঠিক উত্তর: (ক)

১১৬.
কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
Ο ক) 
0
Ο খ) 
32
Ο গ) 
273
Ο ঘ) 
100

  সঠিক উত্তর: (গ)

১১৭.
তামার আয়তন প্রসারণ সহগ 50.1�10-6K-1 বলতে কী বোঝায়?
Ο ক) 
1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο খ) 
1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K হ্রাস করলে আয়তন 50.1×10-6m3 হ্রাস পাবে
Ο গ) 
1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3 বৃদ্ধি পাবে
Ο ঘ) 
1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1×10-6m3  হ্রাস পাবে

  সঠিক উত্তর: (গ)

১১৮.
সীসার আপেক্ষিক তাপ কত?
Ο ক) 
120Jkg-1K-1
Ο খ) 
130Jkg-1K-1
Ο গ) 
4.2×103Jkg-1K-1
Ο ঘ) 
4.2 Jkg-1K-1

  সঠিক উত্তর: (খ)

১১৯.
কোনো ব্স্তুতে তাপ প্রয়োগ করা হলে বস্তুর কী বেড়ে যাবে?
Ο ক) 
যান্ত্রিকশক্তি
Ο খ) 
চৌম্বকশক্তি
Ο গ) 
গতিশক্তি
Ο ঘ) 
বিভবশক্তি

  সঠিক উত্তর: (গ)

১২০.
বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে বলা হয়-
Ο ক) 
আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) 
আপেক্ষিকক গুরুত্ব
Ο গ) 
ক্যালরি
Ο ঘ) 
আপেক্ষিক তাপ

  সঠিক উত্তর: (ঘ)

১২১.
উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে কি বলে?
Ο ক) 
তাপমাত্রা
Ο খ) 
তাপ
Ο গ) 
অণু
Ο ঘ) 
বিভব শক্তি

  সঠিক উত্তর: (খ)

১২২.
তরলের ক্ষেত্রে দেখা যায়-
i. দুই ধরনের প্রসারণ
ii. আপাত প্রসারণ
iii. প্রকৃত প্রসারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৩.
আপেক্ষিক তাপ ও তাপধারণ ক্ষমতার ক্ষেত্রে বলা� যায়-
i. একই উপাদানের সকল বস্তুর তাপধারণ ক্ষমতা একই
ii. তাপধারণ ক্ষমতা হলো বস্তুর একটি বৈশিষ্ট্য
iii. আপেক্ষিক তাপ হলো বস্তুর উপাদানের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৪.
তরলের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
Ο ক) 
হ্রাস পায়
Ο খ) 
বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
Ο গ) 
বৃদ্ধি পায়
Ο ঘ) 
বন্ধ হয়ে যায়

  সঠিক উত্তর: (গ)

১২৫.
তরলের প্রসারণ বলতে বোঝায়-
i. প্রকৃত প্রসারণকে
ii. আপাত প্রসারণকে
iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
দুই টুকরা বরফ একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-
i. গলনাঙ্কের পরিবর্তন
ii. এর বাষ্পীভবন
iii. পুনঃশিলীভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৭.
200C তাপমাত্রায় একটি রেললাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত টুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 
10.4646cm
Ο খ) 
10.232cm
Ο গ) 
0.4645cm
Ο ঘ) 
0.232cm

  সঠিক উত্তর: (ঘ)

১২৮.
1J = কত?
Ο ক) 
0.31 cal
Ο খ) 
0.41 cal
Ο গ) 
0.42 cal
Ο ঘ) 
0.24 cal

  সঠিক উত্তর: (ঘ)

১২৯.
পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
Ο ক) 
আপাত প্রসারণ
Ο খ) 
প্রকৃত প্রসারণ
Ο গ) 
আয়তন প্রসারণ
Ο ঘ) 
ক্ষেত্র প্রসারণ

  সঠিক উত্তর: (খ)

১৩০.
ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 33�10-6K-1 হলে এর ক্ষেত্রফল প্রসারণ সহগ কত হবে?
Ο ক) 
44×10-6K-1
Ο খ) 
33×10-6K-1
Ο গ) 
22×10-6K-1
Ο ঘ) 
11×10-6K-1

  সঠিক উত্তর: (গ)

১৩১.
1000C তাপমাত্রায় উত্তপ্ত পানিকে আরো তাপ দিলে কী ঘটবে?
Ο ক) 
তাপমাত্রা বৃদ্ধি পাবে
Ο খ) 
তাপমাত্রা হ্রাস পাবে
Ο গ) 
তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
Ο ঘ) 
তাপমাত্রা দ্বিগুণ হবে

  সঠিক উত্তর: (গ)

১৩২.
তাপীয় প্রসারণ-
i. গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি
ii. তরলে গ্যাসীয় পদার্থের চেয়ে কম
iii. কঠিন পদার্থে সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৩.
তাপমাত্রা নির্ণয়ের সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য-
i. �এ স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে 00 ধরা হয়
ii. এ স্কেলে 100টি সমান ভাগে বিভক্ত থাকে
iii. এ স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ককে 2730 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
থার্মোমিটারের মধ্যে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
পারদ
Ο খ) 
গ্যাস
Ο গ) 
পানি
Ο ঘ) 
ক ও খ

  সঠিক উত্তর: (ঘ)

১৩৫.
তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের কিসের ওপর নির্ভর করে?
Ο ক) 
তাপের পরিমাণের ওপর
Ο খ) 
তাপীয় অবস্থার ওপর
Ο গ) 
উপাদানের ওপর
Ο ঘ) 
আয়তন ও আকৃতির ওপর

  সঠিক উত্তর: (খ)

১৩৬.
পানির অবস্থাগুলো হলো-
i. বরফ
ii. পানি
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৭.
যে পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে তাকে কি বলে?
Ο ক) 
তাপমাত্রিক ধর্ম
Ο খ) 
তাপমাত্রিক পদার্থ
Ο গ) 
অপরিবাহী
Ο ঘ) 
পরিবাহী

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে নিচের কোনটি আছে?
Ο ক) 
আকর্ষণ বল
Ο খ) 
বিকর্ষণ বল
Ο গ) 
বিভব শক্তি
Ο ঘ) 
উপরের সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
Ο ক) 
কেলভিন
Ο খ) 
সেলসিয়াস
Ο গ) 
ফারেনহাইট
Ο ঘ) 
সেন্টিগ্রেড

  সঠিক উত্তর:

১৪০.
পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273 ভাগকে কত ধরা হয়?
Ο ক) 
10C
Ο খ) 
1K
Ο গ) 
10F
Ο ঘ) 
10R

  সঠিক উত্তর: (খ)

১৪১.
তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় সেই ধর্মকেই পদার্থের কি বলা হয়?
Ο ক) 
তাপ
Ο খ) 
তাপমাত্রিক ধর্ম
Ο গ) 
স্ফুটনাঙ্ক
Ο ঘ) 
গলনাঙ্ক

  সঠিক উত্তর: (খ)

১৪২.
আপেক্ষিক তাপের ক্ষেত্রে-
i. পানির আপেক্ষিক তাপ 4200JKg-1K-1
ii. তামার আপেক্ষিক তাপ 400JKg-1K-1
iii. আপেক্ষিক তাপ=ভর/তাপধারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৩.
কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির কি প্রসারণ বলে?
Ο ক) 
প্রস্থ
Ο খ) 
দৈর্ঘ্য
Ο গ) 
ক্ষেত্রফল
Ο ঘ) 
আয়তন

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
পদার্থের অণুগুলোর গতি শক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কী বলে?
Ο ক) 
মহাকর্ষ শক্তি
Ο খ) 
অভিকর্ষ শক্তি
Ο গ) 
অভ্যন্তরীণ শক্তি
Ο ঘ) 
আন্তঃআণবিক শক্তি

  সঠিক উত্তর: (গ)

১৪৫.
পদার্থের প্রসারণ সহগগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক সম্পর্ক?
Ο ক) 
a=2B=y
Ο খ) 
6a=3B=2y
Ο গ) 
2a=B=3y
Ο ঘ) 
3a=2B=y

  সঠিক উত্তর: (খ)

১৪৬.
তাপ প্রয়োগ করলে কঠিণ পদার্থের বৃদ্ধি পায়-
i. দৈর্ঘ্য
ii. ক্ষেত্রফল
iii. আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৭.
একটি কাঁচ বোতলকে উত্তপ্ত করা হলে পরিবর্তিত হবে বোতলের-
i. ভর
ii. বাহ্যিক ব্যাস
iii. অভ্যন্তরীণ আয়তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
কোনো বস্তুর তাপমাত্রা Δθ বাড়াতে যদি Q পরিমাণ তাপ লাগে তাহলে 1K তাপমাত্রা বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) 
QΔθ
Ο খ) 
Δθ/Q
Ο গ) 
C/Δθ
Ο ঘ) 
Q/Δθ

  সঠিক উত্তর: (ঘ)

১৪৯.
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই?
Ο ক) 
400C
Ο খ) 
-400C
Ο গ) 
-2730C
Ο ঘ) 
300C

  সঠিক উত্তর: (খ)

১৫০.
দুটি অণুর মধ্যে দূরত্ব বেড়ে গেলে নিচের কোনটি বেড়ে যায়?
Ο ক) 
আকর্ষণ বল
Ο খ) 
বিকর্ষণ বল
Ο গ) 
তাপ
Ο ঘ) 
চাপ

  সঠিক উত্তর: (ক)

১৫১.
নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক?
Ο ক) 
পারদ
Ο খ) 
পানি
Ο গ) 
ন্যাপথালিন
Ο ঘ) 
কেরোসিন

  সঠিক উত্তর: (গ)

১৫২.
শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
Ο ক) 
বায়ু শুষ্ক থাকে
Ο খ) 
বায়ু আর্দ্র থাকে
Ο গ) 
বায়ু ভেজা থাকে
Ο ঘ) 
বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
মাটির আপেক্ষিক তাপ 800JKg-1K-1 বলতে বুঝায়-
i. 1kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 800J তাপের প্রয়োজন
ii. একক ভরের মাটির তাপধারণ ক্ষমতা 800JK-1
iii. 800kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৪.
2kg পানিতে 10C কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
Ο ক) 
0.1kg
Ο খ) 
0.5kg
Ο গ) 
2kg
Ο ঘ) 
10kg

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
তরলের প্রসারণ বলতে কোনটি বোঝায়?
Ο ক) 
দৈর্ঘ্য
Ο খ) 
ক্ষেত্রফল
Ο গ) 
আয়তন
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (গ)

১৫৬.
যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-
i. বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়
ii. বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়
iii. বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫৭.
বৈদ্যুতিক লাইনের তারগুলো ঢিলা রাখা হয় কেন?
Ο ক) 
শীতকালে তারগুলোর প্রসারণ হয় বলে
Ο খ) 
গ্রীষ্মকালে তারগুলোর কম সংকোচন হয় বলে
Ο গ) 
শীতকালে তারগুলোর সংকোচন হয় বলে
Ο ঘ) 
গ্রীষ্মকালে তারগুলোর বেশি সংকোচন হয় বলে

  সঠিক উত্তর: (গ)

১৫৮.
পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কাচের কৈশিক নলের ভিতরে পারদ দৈর্ঘ্যকে কী বলে?
Ο ক) 
ত্রৈধবিন্দু
Ο খ) 
তাপমাত্রিক ধর্ম
Ο গ) 
নিম্নস্থিরাঙ্ক
Ο ঘ) 
চাপমাত্রিক পদার্থ

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
প্রায় সকল পদার্থই-
i. তাপ প্রয়োগে সংকুচিত হয়
ii. তাপ প্রয়োগে প্রাসরিত হয়
iii. তাপ অপসারণে সংকুচিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৬০.
আপেক্ষিক তাপকে কী দ্বারা প্রকাশ করা হয়ে?
Ο ক) 
C
Ο খ) 
Δθ
Ο গ) 
S
Ο ঘ) 
K

  সঠিক উত্তর: (গ)

১৬১.
পূর্বে তাপের একক হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
জুল
Ο খ) 
কেলভিন
Ο গ) 
ক্যালরী
Ο ঘ) 
মোল

  সঠিক উত্তর: (গ)

১৬২.
তরল পদার্থের কোনটি আছে?
Ο ক) 
দৈর্ঘ্য
Ο খ) 
ক্ষেত্রফল
Ο গ) 
আয়তন
Ο ঘ) 
রং

  সঠিক উত্তর: (গ)

১৬৩.
2kg পানিকে 10C গরম করতে কত জুল তাপের প্রয়োজন হয়?
Ο ক) 
2100
Ο খ) 
4200
Ο গ) 
6300
Ο ঘ) 
8400

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
270C তাপমাত্রার 1700Jkg-1K-1 আপেক্ষিক তাপবিশিষ্ট 300g বেনজিনকে 8670J তাপশক্তি প্রদান করলে এর তাপমাত্রা হবে-
i. �440C
ii. 317K
iii. 27K
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
তাপ কোন দিকে প্রবাহিত হয়?
Ο ক) 
উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে
Ο খ) 
শীতল ব্স্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο গ) 
উষ্ণ বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে
Ο ঘ) 
শীতল বস্তু থেকে শীতল বস্তুর দিকে

  সঠিক উত্তর: (ক)

১৬৬.
10kg ভরের পানির তাপমাত্রা 1k বাড়াতে কত তাপের প্রয়োজন?
Ο ক) 
4.2×104J
Ο খ) 
4.2×103J
Ο গ) 
4.2×105J
Ο ঘ) 
4.2×102J

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
নিচের কোনটি এক প্রকার শক্তি?
Ο ক) 
তাপ
Ο খ) 
তাপমাত্রা
Ο গ) 
ক্যালরি
Ο ঘ) 
অর্গান

  সঠিক উত্তর: (ক)

১৬৮.
1m দৈর্ঘ্যের কোনো ইস্পাতের একটি দণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ঐ দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়-
i. 0.000011m
ii. 0.00011m
iii. 0.0011cm
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৬৯.
তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য যে দুটি তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় সে তাপমাত্রা দুটিকে কী বলা হয়?
Ο ক) 
নিম্ন স্থিরাঙ্ক
Ο খ) 
স্থিরাঙ্ক
Ο গ) 
উর্ধ্ব স্থিরাঙ্ক
Ο ঘ) 
সুপ্ততাপ

  সঠিক উত্তর: (খ)

১৭০.
বস্তুর প্রতি একক ভরের তাপধারণ ক্ষমতাকে কী বলা হয়?
Ο ক) 
আপেক্ষিক সুপ্ততাপ
Ο খ) 
ক্যালরি
Ο গ) 
আপেক্ষিক তাপ
Ο ঘ) 
আপেক্ষিক গুরুত্ব

  সঠিক উত্তর: (গ)

১৭১.
চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
Ο ক) 
ঘনীভবন
Ο খ) 
গলন ও ঘনীভবন
Ο গ) 
পুন:শিলীভবন
Ο ঘ) 
বাষ্পীভবন

  সঠিক উত্তর: (গ)

১৭২.
গ্যাসীয় পদার্থের অণুগুলোর-
i. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই
ii. মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল আছে
iii. মধ্যে বিভবশক্তি নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৭৩.
গরম কালে নদী ও পুকুরের পানি কমে যাওয়া, ভেজা কাপড় রোদে দিলে শুকিয়ে যাওয়া ইত্যাদির জন্য কোন নিয়ামকটি আবশ্যক বলে তুমি মনে কর?
i. স্ফুটন
ii. বাষ্পীভবন
iii. স্বতঃবাষ্পী ভবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৭৪.
কোন সম্পর্কটি সঠিক নয়?
Ο ক) 
α=β/2
Ο খ) 
α=γ/3
Ο গ) 
α=γ/2
Ο ঘ) 
2γ=3β=6α

  সঠিক উত্তর: (গ)

১৭৫.
তাপ প্রয়োগে বস্তুর গতিশক্তি কেমন হয়?
Ο ক) 
বাড়ে
Ο খ) 
কমে
Ο গ) 
অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
শূন্য হয়ে যায়

  সঠিক উত্তর: (ক)

১৭৬.
গরম পানির পাত্রে বরফ যোগ করলে কে তাপ গ্রহণ করবে?
Ο ক) 
বরফ
Ο খ) 
পানি
Ο গ) 
পানির পাত্র
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৭৭.
কঠিন পদার্থের প্রসারণের তুলনায় তরলের প্রসারণ বেশি হয় কেন?
Ο ক) 
তরলের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম
Ο খ) 
তরলের অণুগুলোর গতিশক্তি স্বভাবতই বেশি থাকে
Ο গ) 
তরলের সাথে সাথে পাত্রের প্রসারণ হয়
Ο ঘ) 
তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক বলের প্রভাব থাকে না

  সঠিক উত্তর: (ক)

১৭৮.
ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত?
Ο ক) 
2120F
Ο খ) 
1000F
Ο গ) 
3730F
Ο ঘ) 
320F

  সঠিক উত্তর: (ঘ)

১৭৯.
নিচের কোন পদার্থটির তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
Ο ক) 
তামা
Ο খ) 
পানি
Ο গ) 
পারদ
Ο ঘ) 
জলীয় বাষ্প

  সঠিক উত্তর: (ঘ)

১৮০.
তাপীয় প্রসারণ কোন পদার্থের সবচেয়ে বেশি?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
বায়বীয়
Ο ঘ) 
অর্ধ-তরল

  সঠিক উত্তর: (গ)

১৮১.
কোনো তরলের বাষ্পায়ন দ্রুত হবে যদি-
i. বায়ুর প্রবাহ বৃদ্ধি পায়
ii. চাপ হ্রাস পায়
iii. তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮২.
1 Cal = কত?
Ο ক) 
0.24J
Ο খ) 
2.4J
Ο গ) 
4.2J
Ο ঘ) 
0.42J

  সঠিক উত্তর: (গ)

১৮৩.
পানির ত্রৈধ বিন্দু বলতে কোন তাপমাত্রাকে বোঝায়?
Ο ক) 
যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়
Ο খ) 
যে তাপমাত্রায় পানি, বরফ এবং জলীয় বাষ্প রূপে সহাবস্থান করে
Ο গ) 
যে তাপমাত্রায় পানির আয়তন শূন্য হয়ে যায়
Ο ঘ) 
যে তাপমাত্রায় পানি সরাসরি জলীয়  বাষ্পে পরিণত হয়

  সঠিক উত্তর: (খ)

১৮৪.
তাপমাত্রার প্রচলিত স্কেলে বাষ্পবিন্দু হচ্ছে-
i. সেলসিয়াস স্কেলে 1000F
ii. ফারেনহাইট স্কেলে 2120F
iii. কেলভিন স্কেলে 373K
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৮৫.
তরলের উপরে বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার-
Ο ক) 
বেড়ে যায়
Ο খ) 
কমে যায়
Ο গ) 
স্থির থাকে
Ο ঘ) 
সর্বোচ্চ হয়

  সঠিক উত্তর: (খ)

১৮৬.
কোন বস্তুতে তাপীয় শক্তি প্রদান করলে তার অভ্যন্তরীণ শক্তি-
Ο ক) 
বাড়ে
Ο খ) 
কমে
Ο গ) 
অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ক)

১৮৭.
যে তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে তাকে কী বলে?
Ο ক) 
গলন
Ο খ) 
গলনাঙ্ক
Ο গ) 
তাপ
Ο ঘ) 
গলনের সুপ্ততাপ

  সঠিক উত্তর: (ঘ)

১৮৮.
ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক কী?
Ο ক) 
00C
Ο খ) 
00F
Ο গ) 
K
Ο ঘ) 
R

  সঠিক উত্তর: (খ)

১৮৯.
সেলসিয়াস স্কেলে মানবদেহের তাপমাত্রা 36.890C হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
Ο ক) 
89.4
Ο খ) 
98
Ο গ) 
94.8
Ο ঘ) 
98.4

  সঠিক উত্তর: (ঘ)

১৯০.
1/100kg ভরের পানির তাপমাত্রা 1K বাড়াতে কত তাপ লাগবে?
Ο ক) 
4.2J
Ο খ) 
42J
Ο গ) 
420J
Ο ঘ) 
4200J

  সঠিক উত্তর: (খ)

১৯১.
নিচের কোনটি সীসার আপেক্ষিক তাপ?
Ο ক) 
400Jkg-1K-1
Ο খ) 
700Jkg-1K-1
Ο গ) 
2400Jkg-1K-1
Ο ঘ) 
130Jkg-1K-1

  সঠিক উত্তর: (ঘ)

১৯২.
একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম-আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ-
Ο ক) 
একই
Ο খ) 
বিভিন্ন
Ο গ) 
অভিন্ন
Ο ঘ) 
সমান

  সঠিক উত্তর: (খ)

১৯৩.
পানি নিচের কোন অস্থায় থাকতে পারে?
Ο ক) 
কঠিন
Ο খ) 
তরল
Ο গ) 
বায়বীয়
Ο ঘ) 
সবকয়টি

  সঠিক উত্তর: (ঘ)

১৯৪.
গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তন পাত্রে রক্ষিত গ্যাসকে কী বলে?
Ο ক) 
তাপমাত্রিক পদার্থ
Ο খ) 
তাপমাত্রিক পদার্থ
Ο গ) 
উর্ধ্বস্থিরাঙ্ক
Ο ঘ) 
নিম্নস্থিরাঙ্ক

  সঠিক উত্তর: (ক)

১৯৫.
তরলের উপর বায়ু প্রবাহ বেড়ে গেলে বাষ্পায়ন কেমন হয়?
Ο ক) 
বেড়ে যায়
Ο খ) 
কমে যায়
Ο গ) 
স্থির থাকে
Ο ঘ) 
শূন্য হয়

  সঠিক উত্তর: (ক)

১৯৬.
প্রদত্ত তাপমাত্রায় সীসার ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে সঠিক-
i. 57.1�10-6K-1
ii. 5.71�10-5K-1
iii. 57.1�10-7K-1
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৯৭.
তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে থাকে?
Ο ক) 
বাষ্পায়ন দ্রুত হয়
Ο খ) 
বাষ্পায়ন হ্রাস পায়
Ο গ) 
বাষ্পায়ন অপরিবর্তিত থাকে
Ο ঘ) 
বাষ্পায়ন প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়

  সঠিক উত্তর: (ক)

১৯৮.
200C তাপমাত্রা একটি রেল লাইনের দৈর্ঘ্য 10m হলে 400C তাপমাত্রা এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে?
Ο ক) 
10.464cm
Ο খ) 
10.232cm
Ο গ) 
0.464cm
Ο ঘ) 
0.232cm

  সঠিক উত্তর: (ঘ)

১৯৯.
কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়-
i. দৈর্ঘ্য প্রসারণ সহগ
ii. ক্ষেত্র প্রসারণ সহগ
iii. আয়তন প্রসারণ সহগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০০.
বরফের আপেক্ষিক তাপ কত?
Ο ক) 
2100Jkg-1K-1
Ο খ) 
4200Jkg-1K-1
Ο গ) 
2000Jkg-1K-1
Ο ঘ) 
400Jkg-1K-1

  সঠিক উত্তর: (ক)




২টি মন্তব্য:

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...