২০১. |
মধ্যমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? |
Ο ক) |
কাঁচামাল ক্রয় |
Ο খ) |
যন্ত্রপাতি ক্রয় |
Ο গ) |
যন্ত্রপাতি মেরামত |
Ο ঘ) |
সুদ |
সঠিক উত্তর: (গ)
২০২. |
ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে- i গ্রামীণ ব্যাংক ii যুব উন্নয়ন ব্যাংক iii সমবায় ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
iও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
২০৩. |
স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে কী ধরনের ব্যাংক ঋণ প্রধান উৎস হিসেবে কাজ করে? |
Ο ক) |
সুদসহ |
Ο খ) |
সুদবিহীন |
Ο গ) |
জামানতবিহীন |
Ο ঘ) |
জামানতসহ |
সঠিক উত্তর: (গ)
২০৪. |
তহবিল সংগ্রহের ব্যবস্থাপনা ও বন্টনকে কী বলে? |
Ο ক) |
অর্থায়ন |
Ο খ) |
আবন্টন |
Ο গ) |
মূলধন |
Ο ঘ) |
মুনাফা |
সঠিক উত্তর: (ক)
২০৫. |
কোন ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদি উৎস হতে বেশি? |
Ο ক) |
নগদ ঋণ |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
বাণিজ্যিক পত্র |
Ο ঘ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
সঠিক উত্তর:
২০৬. |
ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থায়ন পরিকল্পনা করতে পারে।কারণ,এতে- i সুদের হার স্থির থাকে ii সুদের হার পূর্ব নির্ধারিত থাকে iii সুদের হার পরিবর্তন হতে থাকে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০৭. |
“মনিরা”ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করেন এমন এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে। কিসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে? |
Ο ক) |
প্রত্যয়পত্র |
Ο খ) |
বন্ড বিক্রয় |
Ο গ) |
বাণিজ্যিক পত্র |
Ο ঘ) |
স্টক বিক্রয় |
সঠিক উত্তর: (গ)
২০৮. |
তহবিল সংগ্রহের উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা প্রয়োজন- i তহবিল সংগ্রহের খরচ ii প্রতিষ্ঠানের প্রকৃতি iii তহবিলে প্রয়োজনের ধরন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২০৯. |
অর্থায়নের কোন উৎসটি সকল ধরণের সংগঠনের জন্যে প্রযোজ্য? |
Ο ক) |
আবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চয় |
Ο গ) |
শেয়ার ইস্যু |
Ο ঘ) |
বন্ধক |
সঠিক উত্তর: (ক)
২১০. |
অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্ ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? |
Ο ক) |
মূলধন |
Ο খ) |
মুনাফা |
Ο গ) |
ব্যয় |
Ο ঘ) |
কমিশন |
সঠিক উত্তর: (ক)
২১১. |
বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে অর্থায়নের উৎস নয়- i ডিবেঞ্চার ii ঋণ iii লিজিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১২. |
নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
লভ্যাংশ |
Ο খ) |
বহিস্থ তহবিল |
Ο গ) |
ঋণ তহবিল |
Ο ঘ) |
অবন্টিত মুনাফা |
সঠিক উত্তর: (ঘ)
২১৩. |
বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক অথবা ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়- i নির্দিষ্ট সুদের হারে ii নির্দিষ্ট মেয়াদে iii স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৪. |
লিজ নেওয়ার জন্যে লিজিং কোম্পানিকে কোনটি পরিশোধ করতে হয়? |
Ο ক) |
ভাড়া |
Ο খ) |
সুদ |
Ο গ) |
কর |
Ο ঘ) |
মুনাফা |
সঠিক উত্তর: (ক)
২১৫. |
মূলধনভিত্তিক অভ্যন্তরীণ উৎসের উদাহরণ হলো- i অবন্টিত মুনাফা ii শেয়ার iii মালিকের মূলধন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২১৬. |
মধ্যমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ঘ)
২১৭. |
মালিকের অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
শেয়ার |
Ο ঘ) |
লিজিং |
সঠিক উত্তর: (গ)
২১৮. |
মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসসমূহ হলো- i লভ্যাংশ সমতাকরণ তহবিল ii অবন্টিত মুনাফা তহবিল iii সঞ্চিত তহবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২১৯. |
বহিস্থ তহবিল ভিত্তিতে সাধারণত কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
২২০. |
কোন তহবিল অর্থসংস্থানের প্রধান উৎস হিসেবে কাজ করে? |
Ο ক) |
বহিস্থ |
Ο খ) |
লভ্যাংশ |
Ο গ) |
অবন্টিত |
Ο ঘ) |
সঞ্চিত |
সঠিক উত্তর: (ক)
২২১. |
যারা শেয়ার বা ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে না তারা কোন ধরনের ঋণে ব্যবসায় করে? |
Ο ক) |
স্বল্পমেয়াদি ঋন |
Ο খ) |
মধ্যমেয়াদি ঋণ |
Ο গ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
Ο ঘ) |
ব্যবসয়া ঋণ |
সঠিক উত্তর: (খ)
২২২. |
কোন হিসাবের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো হিসাবের অতিরিক্ত অর্থ উত্তোলন করতে সক্ষম হয়? |
Ο ক) |
স্থায়ী হিসাব |
Ο খ) |
সঞ্চয়ী হিসাব |
Ο গ) |
চলতি হিসাব |
Ο ঘ) |
বিমা সঞ্চয়ী হিসাব |
সঠিক উত্তর: (গ)
২২৩. |
উৎপাদনের উপকরণ হলো- i ভূমি ii শ্রম iii মূলধন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৪. |
যেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরছে কোন ধরণের ঋণ ব্যবহার করতে পারে? |
Ο ক) |
চাহিবামাত্র প্রদেয় ঋণ |
Ο খ) |
দীর্ঘমেয়াদি উৎস |
Ο গ) |
মধ্যমেয়াদি ঋণ |
Ο ঘ) |
প্রদত্ত ঋণ |
সঠিক উত্তর: (ক)
২২৫. |
মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? |
Ο ক) |
ক্ষুদ্র ঋণ |
Ο খ) |
বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান |
Ο গ) |
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ |
Ο ঘ) |
প্রাপ্য বিল বাট্টাকরণ |
সঠিক উত্তর: (খ)
২২৬. |
কোনটির সঠিক মিশ্রণ সৃষ্টি অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? |
Ο ক) |
মূলধনের |
Ο খ) |
আয়-ব্যয়ের |
Ο গ) |
কাঁচামালের |
Ο ঘ) |
তহবিল উৎসের |
সঠিক উত্তর: (ঘ)
২২৭. |
সেলিমকে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহে বিবেচনা করতে হবে- i তহবিল উৎসের খরচ ii তহবিল উৎসের ঝুঁকি iii অর্থায়নের প্রয়োজনের ধরন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২২৮. |
মি. আজিজ তার প্রাইভেট কোম্পানির মূলধন সংগ্রহের� জন্য শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এক্ষেত্রে তাকে কোথায় শেয়ার বিক্রয় করতে হবে? |
Ο ক) |
শেয়ার বাজারে |
Ο খ) |
নির্ধারিত মালিকদের মধ্যে |
Ο গ) |
বাণিজ্যিক ব্যাংকে |
Ο ঘ) |
জনসাধারণের মধ্যে |
সঠিক উত্তর: (খ)
২২৯. |
নিচের কোনটি মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস? |
Ο ক) |
সঞ্চিত তহবিল |
Ο খ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο গ) |
শেয়ার |
Ο ঘ) |
অবন্টিত মুনাফা |
সঠিক উত্তর: (গ)
২৩০. |
বড় অঙ্কের ঋণ ছোট খন্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহকে কী বলে? |
Ο ক) |
বাণিজ্যিকপত্র |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
ঋণপত্র |
Ο ঘ) |
বন্ড |
সঠিক উত্তর: (গ)
২৩১. |
মালিক তার সঞ্চিত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে কী বলে? |
Ο ক) |
অভ্যন্তরীণ তহবিল |
Ο খ) |
স্বল্পমেয়াদি তহবিল |
Ο গ) |
মধ্যমেয়াদি তহবিল |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি তহবিল |
সঠিক উত্তর: (ক)
২৩২. |
ঋণমুক্ত স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস হলো – i বাকিতে পণ্য ক্রয় ii বকেয়া মজুরি iii ব্যাংক ওভার ড্রাফট নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৩৩. |
পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত? |
Ο ক) |
৫০ জন |
Ο খ) |
৮০ জন |
Ο গ) |
৯০ জন |
Ο ঘ) |
শেয়ার দ্বারা সীমাবদ্ধ |
সঠিক উত্তর: (ঘ)
২৩৪. |
রাজীব তার চালের ব্যবসয়ের জন্যে রুপা ব্যাংক হতে ঋণ নিয়োছে,যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই রাজীব ঋণ পরিশোধে বাধ্য থাকবে। রাজীবের গুহীত ঋণটি কী নামে পরিচিত? |
Ο ক) |
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ |
Ο খ) |
চাহিবামাত্র প্রদেয় ঋণ |
Ο গ) |
নগদ ঋণ |
Ο ঘ) |
মধ্যমেয়াদি ব্যাংক ঋণ |
সঠিক উত্তর: (খ)
২৩৫. |
জনাব সুমন নারায়নগঞ্জে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৮ বছরের মেয়াদে জনতা ব্যাংক হতে ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরনের ঋণ গ্রহণ করেছেন? |
Ο ক) |
জমাতিরিক্ত ঋণ |
Ο খ) |
মধ্যমেয়দি অর্থসংস্থান |
Ο গ) |
দীর্ঘমেয়াদি অর্থসংস্থান |
Ο ঘ) |
ব্যবসায় অর্থসংস্থান |
সঠিক উত্তর: (গ)
২৩৬. |
জনাব মেজবাহের স্টেশনারি দোকান থেকে ২০১২ সালে মোট মুনাফ হয়ছে ১ লক্ষ টাকা। এ থেকে মেজবাহ নিট মুনাফা পাবেন- i কর বাদ দিলে ii আমদানি শুল্ক বাদ দিলে iii তহবিল উৎসের খরচ বাদ দিলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৩৭. |
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনের পূর্বে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাক্কলন করাকে কী বলে? |
Ο ক) |
মূলধন বাজেটিং |
Ο খ) |
ঘাটতি বাজেটিং |
Ο গ) |
উদ্ধৃত্ত বাজেটিং |
Ο ঘ) |
সুষম বাজেটিং |
সঠিক উত্তর: (ক)
২৩৮. |
নিচের কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
মূলধন |
সঠিক উত্তর: (গ)
২৩৯. |
কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি হতে কী পায়? |
Ο ক) |
বেতন |
Ο খ) |
বোনাস |
Ο গ) |
লভ্যাংশ |
Ο ঘ) |
কমিশন |
সঠিক উত্তর: (গ)
২৪০. |
অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্দ ব্যবসায়ে যে তহবিল বিনিয়েঅগ করে তাকে কী বলে? |
Ο ক) |
শেয়ার |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
বিনিয়োগ |
Ο ঘ) |
মূলধন |
সঠিক উত্তর: (ঘ)
২৪১. |
আমাদের দেশের এনজিওগুলো তহাবিল প্রদান ছাড়াও কারবারি প্রতিষ্ঠানকে সাহায্য করে- i পরামর্শ প্রদান করে ii প্রশিক্ষণ দান করে iii দ্ক্ষতা বৃদ্ধিতে সহায়কা করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
২৪২. |
স্বল্পমেয়াদি উৎস বলতে কত সময়কে বোঝানো হয়েছে? |
Ο ক) |
এক বছর |
Ο খ) |
এক বছরের কম সময় |
Ο গ) |
এক বছরের বেশি সময় |
Ο ঘ) |
ছয় মাস |
সঠিক উত্তর: (খ)
২৪৩. |
জামসেদ তার ফ্যাশন হাউজের জন্যে ঋতু ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে ১ লক্ষ টাকা এক বছরের জন্যে ঋণ নেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জামসেদ ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী? |
Ο ক) |
ব্যাংক সময় বাড়াবে |
Ο খ) |
ব্যাংক জমি বিক্রি করে দিবে |
Ο গ) |
ব্যাংক ঋণ মওকুফ করবে |
Ο ঘ) |
ব্যাংক ৫০% ছাড় দিবে |
সঠিক উত্তর: (খ)
২৪৪. |
মজুদ পণ্যের মাধ্যমে অর্থসংস্থানের ক্ষেত্রে মজুদ পণ্যের ওপর কার নিয়ন্ত্রণ থাকে? |
Ο ক) |
ঋণগ্রহীতার |
Ο খ) |
বিমা কোম্পানির |
Ο গ) |
ব্যাংকের |
Ο ঘ) |
ঋণদাতার |
সঠিক উত্তর: (ঘ)
২৪৫. |
ব্যবসায় প্রতিষ্ঠান কীসের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে? |
Ο ক) |
শেয়ার বাজারের মাধ্যমে |
Ο খ) |
ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে |
Ο গ) |
সেবা প্রদানের মাধমে |
Ο ঘ) |
মজুত মাল বন্দকীকরণের মাধ্যমে |
সঠিক উত্তর: (গ)
২৪৬. |
মধ্যমেয়াদি তহবিলের উৎসসমূহ হলো- i বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ ii বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান iii মূলধন বাজারের প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৪৭. |
ব্যবসায় মুনাফা না হলেও কাদের দেনা সর্বাগ্রে পরিশোধ করতে হয়? |
Ο ক) |
শেয়ারহোল্ডারদের |
Ο খ) |
ডিবেঞ্চার হোল্ডারদের |
Ο গ) |
পাওনাদারদের |
Ο ঘ) |
অংশীদারদের |
সঠিক উত্তর: (খ)
২৪৮. |
স্থায়ী মূলধন ক্রয়ের জন্য কীভাবে তহবিল সংগ্রহ করা উচিত? |
Ο ক) |
বন্ডে অর্থ বিনিয়োগ করে |
Ο খ) |
ডিবেঞ্চার ক্রয় করে |
Ο গ) |
লভ্যাংশবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করে |
Ο ঘ) |
শেয়ার বিক্রি করে |
সঠিক উত্তর: (ঘ)
২৪৯. |
পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? |
Ο ক) |
শেয়ার বিক্রয় |
Ο খ) |
ঋণপত্র বিক্রয় |
Ο গ) |
মালিকের নিজস্ব তহবিল |
Ο ঘ) |
জমি বিক্রয়ক্রত অর্থ |
সঠিক উত্তর: (ক)
২৫০. |
‘E’ ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি নিজস্ব সুনাম পুঁজি করে এমন এটি দলিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দেয়া হবে। কীসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে? |
Ο ক) |
প্রত্যয়পত্র |
Ο খ) |
বাণিজ্যিকপত্র |
Ο গ) |
বন্ড বিক্রয় |
Ο ঘ) |
স্টক বিক্রয় |
সঠিক উত্তর: (খ)
২৫১. |
শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কাজ করে কোনটি? |
Ο ক) |
প্রাইজবন্ড |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
বাণিজ্যিক পত্র |
Ο ঘ) |
আসবাবপত্র |
সঠিক উত্তর: (গ)
২৫২. |
স্বল্পমেয়াদ বলতে কী বোঝায়- |
Ο ক) |
এক মাসের কম সময় |
Ο খ) |
এক বছরের কম সময় |
Ο গ) |
এক যুগের কম সময় |
Ο ঘ) |
এক সপ্তাহের কম সময় |
সঠিক উত্তর: (খ)
২৫৩. |
কোন তহবিল ব্যবহার করে ব্যবসায়ের চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি তহবিল |
Ο খ) |
মধ্যমেয়াদি তহবিল |
Ο গ) |
দীর্ঘমেয়াদি তহবিল |
Ο ঘ) |
চলতি তহবিল |
সঠিক উত্তর: (খ)
২৫৪. |
ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের দুটি ভিন্ন ভিন্ন কী থাকে? |
Ο ক) |
হিসাব |
Ο খ) |
পুঁজি |
Ο গ) |
উৎস |
Ο ঘ) |
খতিয়ান |
সঠিক উত্তর: (খ)
২৫৫. |
কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার� করা যায়? |
Ο ক) |
পণ্য বিক্রয়লব্ধ অর্থ |
Ο খ) |
বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণ |
Ο গ) |
বাকিতে কাঁচামাল ক্রয় |
Ο ঘ) |
শেয়ার ও ঋণপত্র বিক্রয় |
সঠিক উত্তর: (ঘ)
২৫৬. |
ব্যবসায়ের মৌলিক উপকরণ কী? |
Ο ক) |
পুঁজি |
Ο খ) |
পরিবহন |
Ο গ) |
বাজার |
Ο ঘ) |
পরিকল্পনা |
সঠিক উত্তর: (ক)
২৫৭. |
ইরফান তার নার্সারি ব্যবসায়ের জন্যে জনতা ব্যাংক হতে ৪ বছরের জন্যে ২০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন? |
Ο ক) |
মুনাফা থেকে অর্থসংস্থান |
Ο খ) |
অভ্যন্তরীণ অর্থসংস্থান |
Ο গ) |
স্বল্পমেয়াদি অর্থসংস্থান |
Ο ঘ) |
মধ্যমেয়াদি অর্থসংস্থান |
সঠিক উত্তর: (ঘ)
২৫৮. |
তহবিল সংগ্রহের জনপ্রিয় উৎস কোনটি? |
Ο ক) |
বিনিময় বিল বাট্টাকরণ |
Ο খ) |
প্রাপ্য বিল বাট্টাকরণ |
Ο গ) |
ব্যাংক ঋণ |
Ο ঘ) |
মালিকের মূলধন |
সঠিক উত্তর: (গ)
২৫৯. |
মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? |
Ο ক) |
সঞ্চিতি তহবিল |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
মালিকের মূলধন |
Ο ঘ) |
ঋণপত্র |
সঠিক উত্তর: (গ)
২৬০. |
ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে মধ্যমেয়াদি অর্থায়নের উৎস হতে পারে- i বাংলাদেশ ব্যাংক ii বাণিজ্যিক ব্যাংক iii মাইডাস নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৬১. |
দীর্ঘমেয়াদি তহবিলের উৎসগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো- i এর মাধ্যমে সংগৃহীত তহবিলের আকার বড় হয় ii এ তহবিল স্থায়ী সম্পত্তি অর্জনে ব্যবহৃত হয় iii এ তহবিল দৈনন্দিন ব্যবসায় পরিচালনায় ব্যবহৃত করে থাকে- নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৬২. |
স্বল্পমেয়াদি অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
অবন্টিত মুনাফা |
Ο গ) |
সঞ্চিতি তহবিল |
Ο ঘ) |
অবচয় তহবিল |
সঠিক উত্তর: (ক)
২৬৩. |
পণ্য ক্রয়বিক্রয়ের মাধ্যমে কোন বিলের সৃষ্টি হয়? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
|
Ο গ) |
প্রদেয় বিল বিনিময় বিল |
Ο ঘ) |
বাট্টাকরণ বিল |
সঠিক উত্তর: (গ)
২৬৪. |
উক্ত লিজকৃত সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির নিকট বহাল থেকে কেন? |
Ο ক) |
একমালিকানা ব্যবসায়কে সুবিধা প্রদানে |
Ο খ) |
আইন দ্বরা স্বীকৃত বলে |
Ο গ) |
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস বলে |
Ο ঘ) |
ভাড়া গ্রহণের মাধমে শুধুমাত্র ব্যবহারের অনুমতি দেয় বলে |
সঠিক উত্তর: (ঘ)
২৬৫. |
দীর্ঘমেয়াদ ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংব বিচারবিশ্লেষণ করে- i প্রতিষ্ঠানের সুনাম ii প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমান iii প্রতিষ্ঠানের অতীত ঋণ গ্রহণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৬৬. |
মোট মুনাপ থেকে তহবিল বাবদ ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? |
Ο ক) |
মোট মুনাফা |
Ο খ) |
নিট মুনাফা |
Ο গ) |
মোট ক্ষতি |
Ο ঘ) |
নিট ক্ষতি |
সঠিক উত্তর: (খ)
২৬৭. |
দীর্ঘমেয়াদি ঋণ শেয়ার ইস্যু শুধূ কিসের জন্য প্রযোজ্য? |
Ο ক) |
একমালিকানা |
Ο খ) |
অংশীদারি |
Ο গ) |
কোম্পানি |
Ο ঘ) |
সমবায় |
সঠিক উত্তর: (গ)
২৬৮. |
ব্যবসায়ীরা কোন পরিস্থিতির জন্য ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীওত অগ্রিম গ্রহণ করতে পারেন? |
Ο ক) |
স্থায়ী ব্যয় নির্বাহের জন্য |
Ο খ) |
দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য |
Ο গ) |
আয় বৃদ্ধি জন্য |
Ο ঘ) |
সম্পত্তি ক্রয়ের জন্য |
সঠিক উত্তর: (খ)
২৬৯. |
নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
মূলধনী বাজারের প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
২৭০. |
নিজস্ব সঞ্চয়, ব্যবসায়ের মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে- i একমালিকানা ব্যবসায় ii অংশীদারি ব্যবসায় iii যৌথ মূলধনি সংগঠন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭১. |
ব্যবসায় প্রতিষ্ঠান সেবার বিনিময়ে কী উপার্জন করে? |
Ο ক) |
অর্থ |
Ο খ) |
সুনাম |
Ο গ) |
পণ্য |
Ο ঘ) |
ঋণ |
সঠিক উত্তর: (ক)
২৭২. |
বিভিন্ন রকম প্রতিষ্ঠান বিভিন্ন রকম উৎস হতে তহবিল সংগ্রহ করে;এর কারণ- i গঠনগত ভিন্নতা ii প্রকৃতিগত ভিন্নতা iii উদ্দেশ্যগত ভিন্নতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭৩. |
ব্যবসায়ীর সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে স্থায়ী বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করে। কারণ- i এ অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করা যায় ii এ অর্থের জন্যে কোনো সুদ দিতে হয় না iii কারও নিকট জবাবদিহি করতে হয় না নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৭৪. |
মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়? |
Ο ক) |
অভ্যন্তরীণ তহবিল |
Ο খ) |
বহিস্থ তহবিল |
Ο গ) |
পারিবারিক তহবিল |
Ο ঘ) |
বৈদেশিক তহবিল |
সঠিক উত্তর: (ক)
২৭৫. |
২ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়- � i মূলধন যোগানের ব্যয় ii মূলধনের গুরুত্ব ও লক্ষ্য iii বিভিন্ন ধরনের উপকারিতা নিচের কোনটি সঠিক? � |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২৭৬. |
প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে কী হিসেবে কাজ করে? |
Ο ক) |
জামানত |
Ο খ) |
ঋণ |
Ο গ) |
তহবিল |
Ο ঘ) |
উৎস |
সঠিক উত্তর: (ক)
২৭৭. |
নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়? |
Ο ক) |
বাণিজ্যিকপত্র |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
বন্ড |
Ο ঘ) |
মিউচ্যুয়াল ফান্ড |
সঠিক উত্তর: (ক)
২৭৮. |
‘PDX’ ব্যাংক হতে জহির ৬ মাসের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্টেশনারি দোকান শুরু করেছে। জহিরের গৃহীত ঋণের সুদের হারের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি? |
Ο ক) |
অপেক্ষাকৃত কম হবে |
Ο খ) |
তুলনামূলকভাবে বেশি হবে |
Ο গ) |
সরকার কর্তৃক নির্ধারিত হবে |
Ο ঘ) |
জহিরের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে |
সঠিক উত্তর: (খ)
২৭৯. |
অর্থায়নের উৎস প্রধাণত কয় প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (ক)
২৮০. |
সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে কী পেয়ে থাকে? |
Ο ক) |
সুদ |
Ο খ) |
লভ্যাংশ |
Ο গ) |
বোনাস |
Ο ঘ) |
উপহাযল |
সঠিক উত্তর: (খ)
২৮১. |
অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য- i একমালিকানা ব্যবসায় ii প্রাইভেট লিমিটেড কোম্পানিতে iii পাবলিক লিমিটেড কোম্পানিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
iiও iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮২. |
শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে- i রাষ্ট্রীয় ব্যবনায় সংগঠ ii পাবলিক লিমিটেড কোম্পানি iii প্রাইভেট লিমিটেড কোম্পানি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
iও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
২৮৩. |
এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবীলকে কী বলা হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি অর্থায়ন |
Ο খ) |
মধ্যমেয়াদি অর্থায়ন |
Ο গ) |
দীর্বঘমেয়াদি অর্থায়ন |
Ο ঘ) |
দীর্ঘস্থায়ী অর্থায়ন |
সঠিক উত্তর: (খ)
২৮৪. |
�অর্থায়নের কোন উৎসটি সব ধরনের ব্যবসায় সংগঠনের জন্যে প্রযোজ্য? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
সঞ্চয় |
Ο গ) |
শেয়ার ইস্যু |
Ο ঘ) |
বন্ধক |
সঠিক উত্তর: (ক)
২৮৫. |
ব্যাংক ঋণের বৈশিষ্ট্য হলো- i নির্দিষ্ট মেয়াদ ii নির্দিষ্ট সুদের হার iii নিয়মিত কিস্তি পরিশোধ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
২৮৬. |
জামানতযোগ্য স্থায়ী সম্পত্তির অভাব থাকে কোন ধরনের প্রতিষ্ঠানে? |
Ο ক) |
নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানে |
Ο খ) |
পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে |
Ο গ) |
একমালিকানা ব্যবসায়ে |
Ο ঘ) |
অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে |
সঠিক উত্তর: (ক)
২৮৭. |
স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে কোনটি প্রধান উৎস? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
প্রদেয় বিল |
Ο ঘ) |
জামানতবিহীন ব্যাংক ঋণ |
সঠিক উত্তর: (ঘ)
২৮৮. |
�উৎপাদনের উপকরণ কয়টি? |
Ο ক) |
দুইটি |
Ο খ) |
চারটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
পাঁচটি |
সঠিক উত্তর: (খ)
২৮৯. |
কোনটি স্থায়ী বিনিয়োগের উদাহরণ? |
Ο ক) |
কারখানা শ্রমিকের মজুরি প্রদান |
Ο খ) |
কারখানা নির্মাণ |
Ο গ) |
কারখানার বিদ্যুৎ বিল প্রদান |
Ο ঘ) |
কারখানার ভাড়া প্রদান |
সঠিক উত্তর: (খ)
২৯০. |
প্রাপ্য বিল বাট্টাকরণের মেয়াদ কত মাস পর্জন্ত? |
Ο ক) |
২ মাস |
Ο খ) |
৩ মাস |
Ο গ) |
৪ মাস |
Ο ঘ) |
৫ মাস |
সঠিক উত্তর: (খ)
২৯১. |
লিজ গ্রহণ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্যে উত্তম? |
Ο ক) |
বড় কোম্পানি |
Ο খ) |
যাদের পুঁজির পরিমাণ বেশি |
Ο গ) |
নতুন অথবা ছোট প্রতিষ্ঠান |
Ο ঘ) |
পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (গ)
২৯২. |
�ব্যবসায় প্রতিষ্ঠানে তহবিলের ভিন্ন ভিন্ন কী থাকে? |
Ο ক) |
হিসাব |
Ο খ) |
পুঁজি |
Ο গ) |
উৎস খতিয়ান |
Ο ঘ) |
খতিয়ান |
সঠিক উত্তর: (গ)
২৯৩. |
৪ ৫৯. প্রতিষ্ঠানের নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন? |
Ο ক) |
পাবলিক লিমিটেড কোম্পানি |
Ο খ) |
প্রাইভেট লিমিটেড কোম্পানি |
Ο গ) |
সমবায় সমিতি |
Ο ঘ) |
অংশীদারি ব্যবসায় |
সঠিক উত্তর: (খ)
২৯৪. |
৬২. বিক্রেতার কাছে ক্রয়বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল? প্রাপ্য বিল প্রদেয় বিল বিনিময় বিল মেয়াদি বিল |
Ο ক) |
|
Ο খ) |
|
Ο গ) |
|
Ο ঘ) |
সঠিক উত্তর:
২৯৫. |
বড় ব্যবসায় প্রতিষ্ঠনগুলো অর্থসংস্থান করে- i শেয়ার বিক্রয়ের মাধ্যমে ii প্রাইজবন্ড বিক্রয়ের মাধ্যমে iii ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৯৬. |
নিচের কোনটি বহিস্থ তহবিলের প্রকারভেদের অর্তর্ভুক্ত নয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
মধ্যমেয়াদি |
Ο গ) |
দীর্ঘমেয়াদি |
Ο ঘ) |
স্বল্পদীর্ঘমেয়াদি |
সঠিক উত্তর: (ঘ)
২৯৭. |
মধ্যমেয়াদি অর্থায়নের সর্বনিম্ন সময়কাল কত? |
Ο ক) |
৬ মাস |
Ο খ) |
১ মাস |
Ο গ) |
৫ মাস |
Ο ঘ) |
৬ মাস |
সঠিক উত্তর: (খ)
২৯৮. |
পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস কোনটি? |
Ο ক) |
সম্পত্তি বিক্রয় |
Ο খ) |
সম্পত্তি বন্ধক |
Ο গ) |
ঋণ গ্রহণ |
Ο ঘ) |
শেয়ার বিক্রয় |
সঠিক উত্তর: (ঘ)
২৯৯. |
নিচের কোনটি নির্দিষ্ট কাজের জন্য ঋণ হিসেবে বিবেচিত হয়? |
Ο ক) |
ঋণরেখা |
Ο খ) |
ঘূর্ণায়মান ঋণ |
Ο গ) |
লেনদেন ঋণ |
Ο ঘ) |
মজুত পণ্য |
সঠিক উত্তর: (গ)
৩০০. |
দীর্ঘমেয়াদি ঋণ নেয়া হয় কেন? |
Ο ক) |
স্থায়ী বিনিয়োগের জন্যে |
Ο খ) |
চলতি খরচ মিটানোর জন্যে |
Ο গ) |
ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে |
Ο ঘ) |
কাঁচামাল ক্রয়ের জন্যে |
সঠিক উত্তর: (ক)
৩০১. |
দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত? |
Ο ক) |
৫ বছর থেকে ঊর্ধ্বে |
Ο খ) |
৫ বছর |
Ο গ) |
৬ বছর থেকে ঊর্ধ্বে |
Ο ঘ) |
৬ বছর |
সঠিক উত্তর: (ক)
৩০২. |
মি. রায়হান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন পরিচালনার জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন? |
Ο ক) |
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ |
Ο খ) |
বিমা প্রতিষ্ঠান |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
নিজস্ব তহবিল |
সঠিক উত্তর: (ক)
৩০৩. |
যেকোনা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়- i মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর ii সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর iii মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i,ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩০৪. |
Walton নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। Walton প্রতিষ্ঠানের ধরন কোনটি? |
Ο ক) |
একমালিকানা ব্যবসায় |
Ο খ) |
অংশীদারি ব্যবসায় |
Ο গ) |
কোম্পানি সংগঠ |
Ο ঘ) |
সমবায় সমিতি |
সঠিক উত্তর: (গ)
৩০৫. |
কাঁচামাল ক্রয়ের জন্যে কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? |
Ο ক) |
বাকিতে ক্রয় |
Ο খ) |
নগদ ক্রয় |
Ο গ) |
দেশীয় পন্য ক্রয় |
Ο ঘ) |
বাকিতে বিক্রয় |
সঠিক উত্তর: (ক)
৩০৬. |
মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? |
Ο ক) |
ক্ষুদ্র ঋণ |
Ο খ) |
বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান |
Ο গ) |
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ |
Ο ঘ) |
প্রাপ্য বিল বাট্টাকরণ |
সঠিক উত্তর: (খ)
৩০৭. |
জনাব আসলাম তার প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্যে ফ্রন্ট ব্যাংক হতে ৬ বছরের
জন্যে ১ কোটি টাকার ঋণের আবেদন করেছেন । এর প্রেক্ষিতে ফ্রন্ট ব্যাংক জনাব
আসলামের সম্পর্কে নানান তথ্য অনুসন্ধান করতে লাগলো। ফ্রন্ট ব্যাংক যেসব
বিয়য় বিশ্লেষণ করবে- i জনাব আসলামের সুনাম ii তার প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা iii তার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩০৮. |
শেয়ারের বিকল্প বলা হয় কাকে? |
Ο ক) |
বাণিজ্যিকপত্রকে |
Ο খ) |
ঋণপত্রকে |
Ο গ) |
বিনিময় বিলকে |
Ο ঘ) |
চেককে |
সঠিক উত্তর: (খ)
৩০৯. |
কোনটির সাথে� কোম্পানির সুনাম জড়িত? |
Ο ক) |
লভ্যাংশ প্রদান |
Ο খ) |
পণ্য বাজারজাতকণ |
Ο গ) |
পণ্যের বিজ্ঞাপন |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ |
সঠিক উত্তর: (ক)
৩১০. |
তহবিল সংগ্রহের জন্য ব্যাংকের কাছে বিক্রয় করা যায়- i ঋণপত্র ii ডিবেঞ্চার iii বন্ড নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১১. |
নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলে উৎস? |
Ο ক) |
ঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
লিজিং |
Ο ঘ) |
বেসরকারি প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
৩১২. |
একমালিকানা ব্যবসায়ের উৎপাদনে ব্যবহৃত ভূমি, শ্রম ও মূলধন কোন ধরনের তহবিল? |
Ο ক) |
মালিকানাভিত্তিক |
Ο খ) |
স্বল্পমেয়াদভিত্তিক |
Ο গ) |
মুনাফাভিত্তিক |
Ο ঘ) |
মধ্যমেয়াদভিত্তিক |
সঠিক উত্তর: (ক)
৩১৩. |
দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয়- i ভূমি ক্রয় ii দালান-কোঠা ক্রয় iii যন্ত্রপাতি ক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩১৪. |
ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক |
Ο খ) |
সরকারি সংস্থা |
Ο গ) |
স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান |
Ο ঘ) |
এনজিও প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ঘ)
৩১৫. |
তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী? |
Ο ক) |
বিনিয়োগের সুষ্ঠ ব্যবহার |
Ο খ) |
তারল্য অর্জন |
Ο গ) |
সুষ্ঠু ব্যবস্থাপনা |
Ο ঘ) |
মুনাফ অর্জন |
সঠিক উত্তর: (ঘ)
৩১৬. |
ঋণদাতা কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলা হয়? |
Ο ক) |
অভ্যন্তরীণ তহবিল উৎস |
Ο খ) |
বহি:স্থ তহবিল উৎস |
Ο গ) |
আন্তর্জাতিক তহবিল উৎস |
Ο ঘ) |
পারিবারিক তহবিল উৎস |
সঠিক উত্তর: (খ)
৩১৭. |
ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কীভাবে পরিশোধ করতে হয়? |
Ο ক) |
চুক্তি মোতাবেক |
Ο খ) |
কিস্তিতে |
Ο গ) |
একবারে |
Ο ঘ) |
সুদসহ আসল একসঙ্গে |
সঠিক উত্তর: (ক)
৩১৮. |
কীসের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকের জণ্যে ঝুঁকিপূর্ণ? |
Ο ক) |
আমানত |
Ο খ) |
জামানত |
Ο গ) |
সম্পদ |
Ο ঘ) |
দায় |
সঠিক উত্তর: (খ)
৩১৯. |
শেয়ার ও ঋণপত্রে বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে- i কোহিনূর কেমিক্যালস ii স্কয়ার টেক্সটাইলস iii সিঙ্গার বাংলাদেশ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
iও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩২০. |
নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডরদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? |
Ο ক) |
মোট মুনাফা |
Ο খ) |
মোট আয় |
Ο গ) |
অপ্রত্যাশিত বিনিয়োগ |
Ο ঘ) |
অবন্টিত মুনাফা |
সঠিক উত্তর: (ঘ)
৩২১. |
মেয়াদের ভিত্তিতে বহিস্ত তহবিলকে কয়ভাগে ভাগ করা যায়? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
৩২২. |
বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার? |
Ο ক) |
২ |
Ο খ) |
৩ |
Ο গ) |
৪ |
Ο ঘ) |
৫ |
সঠিক উত্তর: (খ)
৩২৩. |
প্রাপ্য বিল কোন ব্যাংকে ভাঙানো হয়? i কেন্দ্রীয় ব্যাংক ii বাণিজ্যিক ব্যাংক iii বেসরকারি ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও ii |
সঠিক উত্তর: (খ)
৩২৪. |
ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে? |
Ο ক) |
শেয়ার ক্রয় করে |
Ο খ) |
ঋণপত্র বিক্রয় করে |
Ο গ) |
প্রাপ্য বিল বাট্টা করে |
Ο ঘ) |
টাকা হুন্ডি করে |
সঠিক উত্তর: (ক)
৩২৫. |
বেশির ভাগ ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে? |
Ο ক) |
নিজস্ব সঞ্চয় থেকে |
Ο খ) |
আত্মীয়-স্বজন থেকে |
Ο গ) |
শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু করে |
Ο ঘ) |
ঋণ নিয়ে |
সঠিক উত্তর: (গ)
৩২৬. |
২ মাস পর অর্থ পাবে বিনিময় বিলে এ স্বীকৃতির মাধ্যমে ‘X’ ট্রেডার্স সম্প্রতি ‘Y’ ট্রেডার্সের কাছে ১০ লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। ২ মাস পর অর্থ পরিশোধের সময় ‘Y’ ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
চালান রশিদ |
Ο ঘ) |
নগদ ঋণ |
সঠিক উত্তর: (খ)
৩২৭. |
কোনটির লভ্যাংশ করযোগ্য? |
Ο ক) |
জীবন বিমার |
Ο খ) |
ঋণপত্রের |
Ο গ) |
শেয়ারের |
Ο ঘ) |
অনুদানের |
সঠিক উত্তর: (গ)
৩২৮. |
১১৮. অর্থায়ন বলতে বোঝায়- i তহবিল সংগ্রহ ii তহবিলের ব্যবস্থাপনা iii ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠ বণ্টন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩২৯. |
উৎপাদনে ব্যবহার করা হয়- i আসবাবপত্র ii শ্রম iii মূলধন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৩০. |
পুঁজির সঙ্কট এড়ানোর জন্যে বড় ব্যবসায় প্রতিষ্ঠানকর্তৃক গৃহীত পদক্ষেপ হলো- i মেশিনারীপ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে����� ii বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে iii আইনসম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩১. |
অভ্যন্তরীন তহবিল উৎসকে দুভাবে ভাগ করা যায়।একটি মালিকানাভিত্তিক অপরটি- |
Ο ক) |
মূলধনভিত্তিক |
Ο খ) |
ঋণভিত্তিক |
Ο গ) |
মুনাফাভিত্তিক |
Ο ঘ) |
সুনামভিত্তিক |
সঠিক উত্তর: (গ)
৩৩২. |
দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? |
Ο ক) |
দুই |
Ο খ) |
তিন |
Ο গ) |
চার |
Ο ঘ) |
পাঁচ |
সঠিক উত্তর: (খ)
৩৩৩. |
কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়? |
Ο ক) |
পণ্য বিক্রয়লব্ধ অর্থ |
Ο খ) |
নিজস্ব তহবিল |
Ο গ) |
বাকিতে কাঁচামাল ক্রয় |
Ο ঘ) |
শেয়ার ও ঋণপত্র বিক্রয় |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৪. |
�অপেক্ষাকৃত ব্যয়বহুল অর্থায়ন হলো- i স্বল্পমেয়াদি ii মধ্যমেয়াদি iii দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৩৫. |
মি. মামুন নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিণি দৈনন্দিন কার্জ পরিচালনার জন্যে কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
দীর্ঘমেয়াদি |
Ο গ) |
মধ্যমেয়াদি |
Ο ঘ) |
নিজস্ব তহবিল |
সঠিক উত্তর: (ক)
৩৩৬. |
তহবিলের উৎস হিসেবে শেয়ার ইস্যু করা হয়- i মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ে ii জমি ক্রয়ে iii ব্যাংক� জমাতিরিক্ত ইত্তোলন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৭. |
সুবীর একটি মুদি দোকান খুলতে আগ্রহী। প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্যে সে
বিভিন্ন জনের কাছে পরামর্শ চাইছে। সুবীরের ব্যবসায়টির জন্যে তহবিল সংগ্রহের
উৎস হতে পারে- i নিজস্ব সঞ্চয় ii আত্মীয়-স্বজন হতে গৃহীত ঋণ iii বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৩৮. |
পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস হল- i ঋণপত্র ii নিজস্ব মূলধন iii শেয়ার বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
iii |
Ο ঘ) |
i ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৩৯. |
জামানতবিতীন ব্যাংক ঋণ কোন ধরণের অর্থায়নের প্রধান করা যায়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
মধ্যমেয়াদি |
Ο গ) |
দীর্ঘমেয়াদি |
Ο ঘ) |
স্থায়ীমেয়াদি |
সঠিক উত্তর: (ক)
৩৪০. |
ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা হয় কেন? |
Ο ক) |
স্থায়ী খরচ নির্বাহের জণ্যে |
Ο খ) |
দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে |
Ο গ) |
স্থায়ী সম্পদ অর্জানের জন্যে |
Ο ঘ) |
নতুন খাতে বিনিয়োগের জন্যে |
সঠিক উত্তর: (খ)
৩৪১. |
ব্যবসায় প্রতিষ্ঠান কিসের মাধ্যমে অর্থ উপার্জন করে? |
Ο ক) |
পণ্যদ্রব্য ও সেবার |
Ο খ) |
সুনামের |
Ο গ) |
ঋণের |
Ο ঘ) |
ক+গ |
সঠিক উত্তর: (ক)
৩৪২. |
স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো- i বাণিজ্যিক পত্র ii গ্রাম্য মহাজন iii ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৪৩. |
মোট মুনাফা হতে নিট মুনাফা পাওয়া যায়- i ব্যয় বাদ দিলে ii কর বাদ দিলে iii কর যোগ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর:
৩৪৪. |
কোন কারবারি সংগঠনের উদ্যোক্তর সদস্য সংখ্যা ঊর্ধ্বে শেয়ার দ্বারা সীমাবদ্ধ? |
Ο ক) |
প্রাইভেট লিমিটেড কোম্পানির |
Ο খ) |
পাবলিক লিমিটেড কোম্পানির |
Ο গ) |
অংশীদারি ব্যবসায়ের |
Ο ঘ) |
একমালিকানা ব্যবসায়ের |
সঠিক উত্তর: (খ)
৩৪৫. |
সাধারণত বছরে কত বার কোম্পানি লভ্যাংশ ঘোষনা করে? |
Ο ক) |
এক |
Ο খ) |
দুই |
Ο গ) |
তিন |
Ο ঘ) |
চার |
সঠিক উত্তর: (ক)
৩৪৬. |
এফছান একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে- i গ্রাহকদের কাছে থেকে সংগৃহীত অনুদান ii ঋণদাতা প্রতিষ্ঠান iii মালকপক্ষ বা নিজস্ব তহবিল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৪৭. |
স্বল্পমেয়াদি উৎস হতে অর্থসংস্থানের খরচ হতে পারে- i সর্বোচ্চ ii মাঝামাঝি iii সর্বনিম্ন নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৪৮. |
প্রাইভেট লিমিটেড কোম্পানি- i শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করে না ii জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায় iii নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৪৯. |
যৌথমূলধনি কোম্পানির প্রকৃত মালিক কারা? |
Ο ক) |
শেয়ারহোল্ডাররা |
Ο খ) |
পরিচালকরা |
Ο গ) |
ব্যবস্থাপকজগণ |
Ο ঘ) |
কর্মচারীবৃন্দ |
সঠিক উত্তর: (ক)
৩৫০. |
নিচের কোনটি বেসরকারি প্রতিষ্ঠান নয়? |
Ο ক) |
মাইডাস |
Ο খ) |
বাংলাদেশ ব্যাংক |
Ο গ) |
ব্র্যাক |
Ο ঘ) |
গ্রামীণ ব্যাংক |
সঠিক উত্তর: (খ)
৩৫১. |
পাবলিক লিমিটেড কোম্পনির মুনাফা লভ্যাংশ হিসেবে কাদের মধ্যে বন্টিত হয়? |
Ο ক) |
জনগণের |
Ο খ) |
শেয়ারহোল্ডারদের |
Ο গ) |
অংশীদারিদের |
Ο ঘ) |
সদস্যদের |
সঠিক উত্তর:
৩৫২. |
বহিস্থ তহবিল উৎস বলা হয় কোন পক্ষের প্রদত্ত তহবিলকে? |
Ο ক) |
মালিকপক্ষ |
Ο খ) |
শেয়ারহোল্ডারগণ |
Ο গ) |
ঋষদাতা |
Ο ঘ) |
শ্রমিকপক্ষ |
সঠিক উত্তর: (গ)
৩৫৩. |
ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে অর্থসংস্থান করা হয়- i ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে ii বাকিতে মালামাল ক্রয় করে iii ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৫৪. |
বহিস্থ তহবিল হিসেবে স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? |
Ο ক) |
প্রাপ্য বিল বাট্টকরণ |
Ο খ) |
ক্রেতা হতে অগ্রিম গ্রহণ |
Ο গ) |
মজুত মালের বন্ধকীকরণ |
Ο ঘ) |
গ্রাম্য মহাজন |
সঠিক উত্তর: (ক)
৩৫৫. |
শাওন ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করলেন তিনি কীভাবে কর প্রদান করবেন? |
Ο ক) |
মোট লাভ থেকে ঋণের সুদ বাদ দিয়ে |
Ο খ) |
নিট লাভ থেকে ঋণের সুদ বাদ দিয়ে |
Ο গ) |
নিট ক্ষতি থেকে ঋণের সুদ বাদ দিয়ে |
Ο ঘ) |
মোট ক্ষতি থেকে ঋণের সুদ বাদ দিয়ে |
সঠিক উত্তর: (ক)
৩৫৬. |
বহিস্থ তহবিল সংগ্রহের দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি? |
Ο ক) |
স্বল্পমেয়াদি |
Ο খ) |
দীর্ঘমেয়াদি |
Ο গ) |
মধ্যমেয়াদি |
Ο ঘ) |
বাকিতে বিক্রয় |
সঠিক উত্তর: (ক)
৩৫৭. |
কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? |
Ο ক) |
মালিকের মূলধন |
Ο খ) |
আন্তর্জাতিক তহবিল |
Ο গ) |
বাণিজ্যিক পত্র |
Ο ঘ) |
প্রাপ্য বিল বাট্টকরণ |
সঠিক উত্তর: (খ)
৩৫৮. |
ব্যবসায়ীরা স্থায়ী বিনিয়োগের জন্য নিজস্ব সঞ্চয় হতে অর্থ সংগ্রহের চেষ্টা করে, এর যৌক্তিক কারণ কী? |
Ο ক) |
অধিক ব্যবহার করা যায় বলে |
Ο খ) |
যেকোনো মেয়াদে ব্যবহার করা যায় বলে |
Ο গ) |
অর্থ ফেরত দিতে হয় না বলে |
Ο ঘ) |
ব্যবসায়িক নিয়ম বলে |
সঠিক উত্তর: (খ)
৩৫৯. |
লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে কে? |
Ο ক) |
লিজগ্রহীতা |
Ο খ) |
লিজিং কোম্পানি |
Ο গ) |
লিজের মধ্যস্থতাকারী |
Ο ঘ) |
লিজ অনুমোদনকারী |
সঠিক উত্তর: (খ)
৩৬০. |
� শেয়ার বিক্রয়ের মাধক্যমে সংগৃহীত তহবিল কী হিসেবে বিবেচেত হয়? |
Ο ক) |
মালিকের মূলধন |
Ο খ) |
মালিকের তহবিল |
Ο গ) |
পাওয়ানাদারের তহবিল |
Ο ঘ) |
মালিকের পাওনা |
সঠিক উত্তর: (খ)
৩৬১. |
দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- i ঋণ ii ঋণপত্র iii লিজিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
iও ii |
Ο খ) |
iও iii |
Ο গ) |
iiও iii |
Ο ঘ) |
i,iiও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬২. |
ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তনীণ অর্থসংস্থান প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় কীরূপ হয়? |
Ο ক) |
সামঞ্জস্যপূর্ণ |
Ο খ) |
অপেক্ষাকৃত বেশি |
Ο গ) |
দীর্ঘকালব্যাপী |
Ο ঘ) |
অপেক্ষাক্রত কম |
সঠিক উত্তর: (ঘ)
৩৬৩. |
প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যসংখ্যা কত? |
Ο ক) |
সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ |
Ο খ) |
সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ ৫০ |
Ο গ) |
সর্বনিম্ন ৮ এবং সর্বোচ্চ ৩০ |
Ο ঘ) |
সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ৮০ |
সঠিক উত্তর: (ক)
৩৬৪. |
নিজাম সম্প্রতি আজিজ মার্কেটে একটি ফ্যাশন চালু করেছে । সে কিছুদিন পরপরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। নিজামের অর্থসংস্থানের জন্যে সুবিধাজনক উৎস কোনটি? |
Ο ক) |
নিজস্ব তহবিল |
Ο খ) |
স্বল্পমেয়াদি উৎস |
Ο গ) |
মধ্যমেয়াদি উৎস |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি উৎস |
সঠিক উত্তর: (খ)
৩৬৫. |
কোন অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি সবচাইতে দ্রুততম ও সরল প্রক্রিয়া? |
Ο ক) |
দীর্ঘমেয়াদি |
Ο খ) |
মধ্যমেয়াদি |
Ο গ) |
স্বল্পমেয়াদি |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (গ)
৩৬৬. |
নিচের কোনটি স্বত:স্ফূর্ত অর্থায়ন উৎস? |
Ο ক) |
ব্যবসায় ঋণ |
Ο খ) |
প্রাপ্য বিল |
Ο গ) |
মজুদ পণ্য |
Ο ঘ) |
গুদাম রশিদ |
সঠিক উত্তর: (ক)
৩৬৭. |
মালিকানাভিত্তিক অভ্যন্তরীন উৎসের উদাহরণ i মালিকের মূলধন ii সঞ্চিতি তহবিল iii শেয়ার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৬৮. |
স্থায়ী বিনিয়োগের জন্যে কোন ধরনের ঋণ নেওয়া হয়? |
Ο ক) |
স্বল্পমেয়াদি ঋণ |
Ο খ) |
মধ্যমেয়াদি ঋণ |
Ο গ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
Ο ঘ) |
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন |
সঠিক উত্তর: (গ)
৩৬৯. |
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
জমাতিরিক্ত উত্তোলন |
Ο গ) |
স্বল্পমেয়াদি ঋণ |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ঘ)
৩৭০. |
প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? |
Ο ক) |
২ থেকে ১০ জন |
Ο খ) |
২ থেকে ২০ জন |
Ο গ) |
৭ থেকে ২০ জন |
Ο ঘ) |
২ থেকে ৫০ জন |
সঠিক উত্তর: (ঘ)
৩৭১. |
ক্ষুদ্র ঋণ প্রদান করে- i গ্রামীণ ব্যাংক ii যুব উন্নয়ন ব্যাংক iii সমবায় ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৭২. |
কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস? |
Ο ক) |
ক্ষুদ্রঋণ |
Ο খ) |
ঋণপত্র |
Ο গ) |
বাণিজ্যিক পত্র |
Ο ঘ) |
গ্রাম্য মহাজন |
সঠিক উত্তর: (খ)
৩৭৩. |
M কোম্পানি প্রতি বছর তাদের মুনাফার একটি নির্দিষ্ট অংশ শেয়ারহোল্ডাদের লভ্যাংশ হিসেবে প্রদান করে। কোম্পানিটি কেন এ অর্থ জমা না করে শেয়ারহোল্ডাদের মধ্যে বন্টন করে? |
Ο ক) |
লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত হওয়ায় |
Ο খ) |
লভ্যাংশ দিলে শেয়ারের ব্যবহার বৃদ্ধি পায় বলে |
Ο গ) |
লভ্যাংশ দিলে সহজেই উদ্দেশ্য অর্জন হওয়ায় |
Ο ঘ) |
লভ্যাংশ দিলে সরকারের সাহযোগিতা পাওয়ায় |
সঠিক উত্তর: (ক)
৩৭৪. |
দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় কেন? |
Ο ক) |
স্থায়ী বিনিয়োগের জন্যে |
Ο খ) |
চলতি খরচ মিটানোর জন্যে |
Ο গ) |
দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে |
Ο ঘ) |
কাঁচামাল ক্রয়ের জন্য |
সঠিক উত্তর: (ক)
৩৭৫. |
বহিস্থ তহবিলের বড় অসবিধা কোনটি? |
Ο ক) |
বেশি হারে সুদ দিতে হয় |
Ο খ) |
সরকারকে বেশি কর দিতে হয় |
Ο গ) |
দুদ প্রদান করা বাধ্যতামূলক |
Ο ঘ) |
তহবিল সংগ্রহ করা কঠিন |
সঠিক উত্তর: (গ)
৩৭৬. |
মালিকপক্ষ প্রদত্ত তহবিলকে কোন ধরনের তহবিল উৎস বলা হয়? |
Ο ক) |
অভ্যন্তরীণ |
Ο খ) |
বাহ্যিক |
Ο গ) |
মধ্যস্থ |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (ক)
৩৭৭. |
লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়- i অনেক আবেদন পড়লে ii কম আবেদন পড়লে iii শেয়ারের সংখ্যা কম হলে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৭৮. |
কোনটি ব্যবসায়ের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস? |
Ο ক) |
ব্যবসায়ের অব্যবহৃত মুনাফা |
Ο খ) |
ব্যবসায়ের অব্যবহৃত মূলধন |
Ο গ) |
ব্যবসায়ের অব্যবহৃত মনিহারি |
Ο ঘ) |
ব্যবসায়ের অনাদায়ী পাওনা |
সঠিক উত্তর: (ক)
৩৭৯. |
ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে সাধারণত- i গ্রামীণ ব্যাংক ii যুব উন্নয়ন ব্যাংক iii সমবায় ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৮০. |
ভিন্ন কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতি কীরুপ? |
Ο ক) |
ভিন্ন |
Ο খ) |
একই |
Ο গ) |
কিছু্টা ভিন্ন |
Ο ঘ) |
সীমাবদ্ধ |
সঠিক উত্তর: (ক)
৩৮১. |
কোন কারবারের ক্ষেত্রে সাধারণত নিজস্ব সঞ্চয়, ব্যবসায় মুনাফার মাধ্যমে তহবিল সংগ্রহ করা যায়? i একমালিকানা ii অংশীদারি iii সমবায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i |
Ο খ) |
ii |
Ο গ) |
i ও ii |
Ο ঘ) |
ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮২. |
ব্যবসায়ীরা সাধারনত স্থায়ী বিনিয়োগের জন্য কোথা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেন কী? |
Ο ক) |
শেয়ার বিক্রয় থেকে |
Ο খ) |
ব্যাংক ঋণ হতে |
Ο গ) |
নিজস্ব সঞ্চয় হতে |
Ο ঘ) |
ব্যবসায় ঋণ হতে |
সঠিক উত্তর: (ক)
৩৮৩. |
কোনটি অন্যগুলো থেকে আলাদা? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
জমাতিরিক্ত উত্তোলন |
Ο গ) |
স্বল্পমেয়াদি ঋণ |
Ο ঘ) |
দীর্ঘমেয়াদি ঋণ |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৪. |
�ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্জয় মোকাবিলার জন্যে কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়? |
Ο ক) |
নগদ তহবিল |
Ο খ) |
ভবিষ্যৎ তহবিল |
Ο গ) |
ব্যাংক তহবিল |
Ο ঘ) |
সঞ্চিতি তহবিল |
সঠিক উত্তর: (ঘ)
৩৮৫. |
বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য- i চলতি মূলধন ii স্থায়ী মূলধন iii স্থায়ী সম্পত্তি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮৬. |
অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য হয়- i একমালিকানা ব্যবসায় ii প্রাইভেট লিমিটেড কোম্পানিতে iii পাবলিক লিমিটেড কোম্পানিতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৩৮৭. |
লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে কে? |
Ο ক) |
লিজিং কোম্পানি |
Ο খ) |
ব্যবহারকারী কোম্পানি |
Ο গ) |
বেসরকারি প্রতিষ্ঠান |
Ο ঘ) |
দয়িত্বে অবস্থানরত প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (ক)
৩৮৮. |
কোনো সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে? |
Ο ক) |
লিজিং কোম্পানি |
Ο খ) |
লিজগ্রহীতা |
Ο গ) |
লিজের ম্যধস্থতাকারী |
Ο ঘ) |
লিজ অনুমোদনকারী |
সঠিক উত্তর: (ক)
৩৮৯. |
মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থ আদান-প্রদান অনুসরণ করা হয়- i দীর্ঘ সময় প্রক্রিয়া ii অধিক ব্যয় প্রক্রিয় iii কম ব্যয় প্রক্রিয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৯০. |
নিচের কোনটি খরচবিহীন অর্থায়ন হতে পারে? |
Ο ক) |
বাণিজ্যিক কাগজ |
Ο খ) |
ব্যবসায় ঋণ |
Ο গ) |
প্রাপ্য বিল |
Ο ঘ) |
মজুত পণ্য |
সঠিক উত্তর: (খ)
৩৯১. |
সাহেদ তার চালের ব্যবসায়ের জন্যে রূপা ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই সাহেদ ঋণ পরিশোধে বাধ্য থাকবে। সাহেদের গৃহীত ঋণটি কী নামে পরিচিত? |
Ο ক) |
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ |
Ο খ) |
চাহিবামাত্র প্রদেয় ঋণ |
Ο গ) |
নগদ ঋণ |
Ο ঘ) |
মধ্যমেয়াদি ব্যাংক ঋণ |
সঠিক উত্তর: (খ)
৩৯২. |
কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পায় কে? |
Ο ক) |
কোম্পানির শেয়ারহোল্ডাররা |
Ο খ) |
বিনিয়োগকারীরা |
Ο গ) |
ঋণপত্রের মালিকরা |
Ο ঘ) |
কোম্পানির কর্মচারীরা |
সঠিক উত্তর: (ক)
৩৯৩. |
কোনটি বহিস্থ তহবিলের উৎস? |
Ο ক) |
মুনাফাভিত্তিক উৎস |
Ο খ) |
মালিকানাভিত্তিক উৎস |
Ο গ) |
স্বল্পমেয়াদি উৎস |
Ο ঘ) |
মূলধনভিত্তিক উৎস |
সঠিক উত্তর: (গ)
৩৯৪. |
ব্যবসায় শুরু ও পরিচালনার জন্য অর্থায়নের উৎস নির্বাচন গুরুত্বপূর্ণ- i সঞ্চিতি তহবিল ব্যবহারের সময় বৃদ্ধির জন্য ii ভিন্ন ভিন্ন তহবিলের উৎসের খরছের ভিন্নতার জন্য iii বিভিন্ন মেয়াদের তহবিলের সুবিধা-অসুবিধার ভিন্নতার জন্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
ii ও iii |
Ο গ) |
i ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৩৯৫. |
বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে- i মাইডাস ii ব্র্যাক iii বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৩৯৬. |
বিক্রেতার নিকট বিনিময় বিল কোন নামে অভিহিত হয়? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
প্রদেয় বিল |
Ο গ) |
চালান |
Ο ঘ) |
ক্রেডিট নোট |
সঠিক উত্তর: (ক)
৩৯৭. |
কাঁচামাল ক্রয়ের জন্য কী ব্যবহার করা উচিত? |
Ο ক) |
বাকিতে ক্রয়ের সুযোগ |
Ο খ) |
মালিকানাভিত্তিক ব্যবসায়ের সুযোগ |
Ο গ) |
নগদে ক্রয়ের সুযোগ |
Ο ঘ) |
মুনাফাভিত্তিক উৎসের সুযোগ |
সঠিক উত্তর: (ক)
৩৯৮. |
যৌথমূলধনি কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয় কোনটি? |
Ο ক) |
নিজস্ব অর্থ |
Ο খ) |
ব্যাংকের ঋণ |
Ο গ) |
শেয়অর বিক্রয়ের অর্থ |
Ο ঘ) |
বিশেষায়িত প্রতিষ্ঠানের ঋণ |
সঠিক উত্তর: (গ)
৩৯৯. |
ব্যাংক চাওয়া মাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে? |
Ο ক) |
চাহিবামাত্র প্রদেয় ঋণ |
Ο খ) |
ব্যাংক ড্রাফট |
Ο গ) |
ওভার ড্রাফট |
Ο ঘ) |
পে-অর্ডার |
সঠিক উত্তর: (ক)
৪০০. |
কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য? |
Ο ক) |
মালিকের |
Ο খ) |
ঋণপত্র হোল্ডারদের |
Ο গ) |
শেয়ারহোল্ডারদের |
Ο ঘ) |
ব্যবসায়ীদের |
সঠিক উত্তর:
৪০১. |
বিক্রেতা সাময়িক সময়ের জন্যে অর্থসংস্থান করতে পারে- i ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করে ii মজুদ মাল বন্ধকীকরণ করে iii গ্রাম্য মহাজনের নিকট হতে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪০২. |
থলিয়ারা গ্রামের ব্যবসায়ীরা চড়া সুদের বিনিময়ে ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়। থলিয়ারা গ্রামের ব্যবসায়ীরা কোন ধরণের উৎস হতে অর্থায়ন করে? |
Ο ক) |
প্রাতিষ্ঠানিক উৎস |
Ο খ) |
অপ্রাতিষ্ঠান উৎস |
Ο গ) |
অভ্যন্তরীণ উৎস |
Ο ঘ) |
আর্থিক প্রতিষ্ঠান |
সঠিক উত্তর: (খ)
৪০৩. |
বিক্রেতার কাছে বিনিময় বিল কী? |
Ο ক) |
ডিবেঞ্চার |
Ο খ) |
বন্ড |
Ο গ) |
প্রাপ্য বিল |
Ο ঘ) |
প্রদেয় বিল |
সঠিক উত্তর: (গ)
৪০৪. |
বহিস্থ তহবিলের উৎস হলো- i সঞ্চিতি তহবিল ii বাণিজ্যিক পত্র iii ব্যাংক ঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৪০৫. |
তহবিল উৎসের খরচ ন্যূনতম হওয়া অত্যাবশ্যক কেন? |
Ο ক) |
সম্পদের পরিমাণ সর্বোচ্চকরণে |
Ο খ) |
মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে |
Ο গ) |
মূলধনের পরিমাণ সর্বোচ্চকরণে |
Ο ঘ) |
আয়ের পরিমাণ সর্বোচ্চকরণে |
সঠিক উত্তর: (ক)
৪০৬. |
অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কোনটি? |
Ο ক) |
বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ |
Ο খ) |
বিশেষায়িত প্রতিষ্ঠানের ঋণ |
Ο গ) |
মজুদ মালের বন্ধকীকরণ |
Ο ঘ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
সঠিক উত্তর: (গ)
৪০৭. |
ব্যবসায় সম্প্রসারণ করার জন্য অবন্টিত মুনাফা আলাদা করে তহবিলে রাখাকে কী বলা হয়? |
Ο ক) |
অবন্টিত মুনাফা |
Ο খ) |
লভ্যাংশ সমতাকরণ তহবিল |
Ο গ) |
সঞ্চিতি তহবিল |
Ο ঘ) |
অভ্যন্তরীণ তহবিল |
সঠিক উত্তর: (গ)
৪০৮. |
কবির একটি উৎপাদনমুখী কারখানা স্থাপন করতে চান।তিনি একসাথে প্রচুর অর্থ বিনিয়োগের ঝুঁকি হতে রক্ষা পেতে পারেন- i মূল্যবান মেশিনারীজ ক্রয় না করে লিজ গ্রহণ করে ii বাকিতে পণ্য ক্রয় করে iii বিল্ডিং অথবা জমি ক্রয় না করে ভাড়া নিয়ে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৪০৯. |
রুপকথা পাবলিকেশন্স বই বিক্রির মন্দাবস্থার জন্যে কর্মীদের বেতন দিতে পারছে না। সমস্যাটি সমাধানের জন্যে রুপকথা পাবলিকেশন্সের অর্থায়নের উৎস হতে পারে- i ব্যাংক জমাতিরিক্ত ইত্তোলন ii প্রাপ্য বিল জামানত প্রদান iii শেয়ার বিক্রয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৪১০. |
ঋণের মাধ্যমে বাহ্যক অর্থায়ক করা হলে ঋণের সুদ কোথা থেকে প্রদান করা হবে? |
Ο ক) |
নিট লাভ থেকে |
Ο খ) |
নিট ক্ষতি থেকে |
Ο গ) |
মোট লাভ থেকে |
Ο ঘ) |
মোট ক্ষতি থেকে |
সঠিক উত্তর: (গ)
৪১১. |
ঋণের ক্ষেত্রে কী পরিশোধ করা বাধ্যতামূলক? |
Ο ক) |
কিস্তি |
Ο খ) |
অর্থ |
Ο গ) |
পণ্যৎ |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (ক)
৪১২. |
অর্জিত মুনাফা হতে কী বাদ দিয়ে তহবিলের উৎস নির্ধারণ করা হয়? |
Ο ক) |
উত্তোলনের সুদ |
Ο খ) |
মূলধনের সুদ` |
Ο গ) |
প্রাপ্য বিল |
Ο ঘ) |
ঋণের সুদ |
সঠিক উত্তর: (ঘ)
৪১৩. |
প্রাতিষ্ঠানিক তহবিলের উৎসসমূহ হলো- i প্রাপ্য বিল বাট্টাকরণ ii স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ iii প্রদেয় বিল ও ক্ষুদ্রঋণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১৪. |
কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি? |
Ο ক) |
ঋণপত্র |
Ο খ) |
শেয়ার |
Ο গ) |
মালিকের মূলধন |
Ο ঘ) |
লিজিং |
সঠিক উত্তর: (ঘ)
৪১৫. |
বিনিময় বিলে ২ মাস পর অর্থ পাবে এ স্বীকৃতির মাধ্যমে ‘ X ’ ট্রেডার্স সম্প্রতি ‘ Y ’ ট্রেডার্সের কাছে ১ লক্ষ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। ২ মাস পর অর্থ পরিশোধের সময় ‘ Y ’ ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে? |
Ο ক) |
প্রাপ্য বিল |
Ο খ) |
চালান রশিদ |
Ο গ) |
প্রদেয় বিল |
Ο ঘ) |
প্রদেয় বিল |
সঠিক উত্তর: (গ)
৪১৬. |
বহিস্থ তহবিলের উৎসহতে পারে- i স্বল্পমেয়াদি ii মধ্যমেয়াদি iii দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i, ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪১৭. |
বাকিতে পণ্য ক্রয়ের কোন খরচ নেই? |
Ο ক) |
মূলধনি খরচ |
Ο খ) |
বকেয়া খরচ |
Ο গ) |
মুনাফা খরচ |
Ο ঘ) |
অগ্রিম খরচ |
সঠিক উত্তর: (ক)
৪১৮. |
শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? |
Ο ক) |
অতি ক্ষুদ্র |
Ο খ) |
ক্ষুদ্র |
Ο গ) |
মাঝারি |
Ο ঘ) |
বড় |
সঠিক উত্তর: (ঘ)
৪১৯. |
কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে কী পেয়ে থাকেন? |
Ο ক) |
সুদ |
Ο খ) |
ঋণ |
Ο গ) |
লভ্যাংশ |
Ο ঘ) |
বেতন |
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * কালাম উদ্যোগী হয়ে পাঁচ বন্ধু মিলে সিরাজগঞ্জ-ঢাকা যাত্রীবাহী বাস সার্ভিস চালু করেছে। তার এ বাস সার্ভিসের নাম দিয়েছেন ‘ফাইভ স্টার পরিবহন।’ তারা তাদের ফাইভ স্টার পরিবহনকে ১৯৯৪ সালের কোম্পানি আইনে নিবন্ধক করে নেন। |
৪২০. |
ফাইভ স্টার পরিবহনের পাঁচ জন মালিক হওয়ার সুবিধা কী? |
Ο ক) |
অীধিক চাহিদা থাকে |
Ο খ) |
অধিক জুঁজি সংগ্রহ করা যায় |
Ο গ) |
দ্রুত সিদ্ধান্ত গ্রহন করা যায় |
Ο ঘ) |
অধিক মুনাফা পাওয়া যায় |
সঠিক উত্তর: (খ)
৪২১. |
কালাম ও তার বন্ধুদের স্থাপিত ব্যবসায়টি কোন ধরনের কোম্পানি? |
Ο ক) |
অংশীদারি ব্যবসায় |
Ο খ) |
পারলিক লি. কোম্পানি |
Ο গ) |
প্রাইভেট লি. কোম্পানি |
Ο ঘ) |
সমবায় ব্যবসায় |
সঠিক উত্তর: (গ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন