NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

অধ্যায় - ১৩ : ঘন জ্যামিতি

১.
4096 ঘন সে. মি. আয়তনের একটি গোলক 8টি ঘনকের আয়তনের সমান হলে, প্রতিটি ঘনকের ধার কত সে. মি.?
Ο ক) 
5
Ο খ) 
6
Ο গ) 
8
Ο ঘ) 
10
     সঠিক উত্তর: (গ)
২.
ঘন জ্যামিতি কোন ধরণের জ্যামিতি?
Ο ক) 
শূণ্য মাত্রিক
Ο খ) 
দ্বিমাত্রিক
Ο গ) 
ত্রিমাত্রিক
Ο ঘ) 
চতুর্মাত্রিক
     সঠিক উত্তর: (গ)
৩.
দুইটি সরলরেখা নৈকতলীয় হবে যদি-
i. রেখাদ্বয় সমান্তরাল হয়।
ii. রেখাদ্বয় একই তলের উপর অবস্থান করে।
iii. তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
iii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (খ)
৪.
দুই অর্ধগোলক ও একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের সমন্বয়ে গঠিত যৌগিক ঘনবস্তুকে কী বলা হয়?
Ο ক) 
বেলন
Ο খ) 
প্রিজম
Ο গ) 
পিরামিড
Ο ঘ) 
ক্যাপসুল
     সঠিক উত্তর: (ঘ)
৫.
কয়টি ঘনবস্তুর সমন্বয়ে ক্যাপসূল গঠিত হয়?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
4
     সঠিক উত্তর: (খ)
৬.
কোন বিন্দু থেকে কোন সমতলের উপর অঙ্কিত লম্বরেখার পাদবিন্দুকে কী বলা হয়?
Ο ক) 
লম্ব
Ο খ) 
অনুভূমিক তল
Ο গ) 
অভিক্ষেপ
Ο ঘ) 
নৈকতল
     সঠিক উত্তর: (গ)
৭.
একটি পঞ্চভুজার প্রিজমের ভূমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে. মি. হলে-
i. প্রিজমটি 5টি সমবাহু ত্রিভুজ দ্বারা গঠিত।
ii. প্রিজমটি সুষম হয়।
iii. প্রিজমটি ভূমির ক্ষেত্রফল 45.124 বর্গ সে. মি.।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
৮.
কোনো আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো যথাক্রমে 12 একক, 9 একক ও 6 একক হলে ইহার কর্ণের দৈর্ঘ্য কত?
Ο ক) 
16.16
Ο খ) 
16.61
Ο গ) 
61.16
Ο ঘ) 
61.61
     সঠিক উত্তর: (ক)
৯.
একটি অর্ধগোলকের ব্যাসার্ধ ৬ সে.মি.। এর উচ্চতা কত?
Ο ক) 
3 সে. মি.
Ο খ) 
6 সে. মি.
Ο গ) 
4 সে. মি.
Ο ঘ) 
5 সে. মি.
     সঠিক উত্তর: (খ)
১০.
গণিত শাস্ত্রের কোন শাখায় ঘনবস্তু সম্পর্কে আলোচনা করা হয়?
Ο ক) 
ত্রিকোণমিতি
Ο খ) 
ঘন জ্যামিতি
Ο গ) 
জ্যামিতি
Ο ঘ) 
স্থিতিবিদ্যা
     সঠিক উত্তর: (খ)
১১.
একটি ক্যাপাসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 15 সে. মি. ও সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সে. মি. হলে সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত?
Ο ক) 
12 সে. মি.
Ο খ) 
9 সে. মি.
Ο গ) 
6 সে. মি.
Ο ঘ) 
3 সে. মি.
     সঠিক উত্তর: (খ)
১২.
সুষম চতুস্থলক কয়টি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত?
Ο ক) 
২টি
Ο খ) 
৩টি
Ο গ) 
৪টি
Ο ঘ) 
৫টি
     সঠিক উত্তর: (গ)
১৩.
3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
Ο ক) 

Ο খ) 
18π
Ο গ) 
27π
Ο ঘ) 
36π
     সঠিক উত্তর: (ঘ)
১৪.
প্রিজমটির আয়তন কত?
Ο ক) 
288 ঘন সে. মি.
Ο খ) 
576 ঘন সে. মি.
Ο গ) 
720 ঘন সে. মি.
Ο ঘ) 
960 ঘন সে. মি.
     সঠিক উত্তর: (ক)
১৫.
ক্যাপসুল-
i. দুইটি যৌগিক ঘনবস্তুর সমন্বয়ে গঠিত।
ii. দুইটি অর্ধগোলক ও একটি সিলিন্ডারের সমন্বয়ে গঠিত।
iii. এ অর্ধগোলকের ব্যাস = সিলিন্ডারের ব্যাসার্ধ।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
১৬.
নিচের কোনটি এক মাত্রিক?
Ο ক) 
বিন্দু
Ο খ) 
তল
Ο গ) 
রেখা
Ο ঘ) 
ঘনবস্তু
     সঠিক উত্তর: (গ)
১৭.
আয়তাকার ঘনবস্তু কী ধরনের প্রিজম?
Ο ক) 
ত্রিভুজাকার প্রিজম
Ο খ) 
তীর্যক প্রিজম
Ο গ) 
বিষম প্রিজম
Ο ঘ) 
সুষম প্রিজম
     সঠিক উত্তর: (গ)
১৮.
একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল 6 বর্গ সে. মি এবং উচ্চতা 8 সে. মি. হলে প্রিজমটির আয়তন কত ঘন সে. মি.?
Ο ক) 
24
Ο খ) 
48
Ο গ) 
12
Ο ঘ) 
72
     সঠিক উত্তর: (খ)
১৯.
সামন্তরিক ঘনবস্তু কয়টি সামন্তরিক নিয়ে গঠিত?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৫টি
Ο ঘ) 
৬টি
     সঠিক উত্তর: (ঘ)
২০.
একটি সরলরেখায় কয়টি সমতল অঙ্কন করা যায়?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
3
Ο ঘ) 
অসংখ্য
     সঠিক উত্তর: (ঘ)
২১.
একটি ইটের ধার সংখ্যা তার পৃষ্ঠতল সংখ্যার কত গুণ?
Ο ক) 
2
Ο খ) 
3
Ο গ) 
4
Ο ঘ) 
5
     সঠিক উত্তর: (ক)
২২.
একটি ইটের কয়টি ধার আছে?
Ο ক) 
২টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
১২টি
     সঠিক উত্তর: (ঘ)
২৩.
বিন্দুর নিচের কোনটি আছে?
Ο ক) 
দৈর্ঘ্য
Ο খ) 
প্রস্থ
Ο গ) 
উচ্চতা
Ο ঘ) 
অবস্থান
     সঠিক উত্তর: (ঘ)
২৪.
একটি ক্যাপসুলের দৈর্ঘ্য 16 সে. মি. এবং সিলিন্ডার আকৃতি অংশের ব্যাসার্ধ 4 সে. মি. হলে সিলিন্ডার আকৃতি অংশের দৈর্ঘ্র কত সে. মি.?
Ο ক) 
8
Ο খ) 
12
Ο গ) 
24
Ο ঘ) 
32
     সঠিক উত্তর: (ক)
২৫.
একটি ক্যাপসুলের দৈর্ঘ্য 15 সে. মি.। এর দুই প্রান্তের অর্ধগোলাকৃতি অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 36π হলে এর সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ কত?
Ο ক) 
2 সে. মি.
Ο খ) 
3 সে. মি.
Ο গ) 
4 সে. মি.
Ο ঘ) 
5 সে. মি.
     সঠিক উত্তর: (খ)
২৬.
সুষম চতুস্তলক-
i. এক ধরনের পিরামিডীয়।
ii. এর 4টি ধার ও 6টি কৌণিক বিন্দু আছে।
iii. এর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভরকেন্দ্রে পতিত হয়।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (খ)
২৭.
আয়তাকার ঘনবস্তুতে কয়টি ধার থাকে?
Ο ক) 
২টি
Ο খ) 
৪টি
Ο গ) 
৮টি
Ο ঘ) 
১২টি
     সঠিক উত্তর: (ঘ)
২৮.
নৈকতলীয় চতুর্ভুজের বিপরীত বাহুগুলো-।
Ο ক) 
সমতলীয়
Ο খ) 
বক্রতলীয়
Ο গ) 
আনুভূমিক
Ο ঘ) 
নৈকতলীয়
     সঠিক উত্তর: (ঘ)
২৯.
যদি কোনো সরলরেখা EF এর দুইটি সাধারণ বিন্দু যেকোনো তল XY এর মধ্যে অবস্থিত হয় তাহলে সরলরেখাটির কত অংশ XY তলের মধ্যে থাকবে?
Ο ক) 
এক-চতুর্থাশ
Ο খ) 
এক-তৃতীয়াংশ
Ο গ) 
অর্ধেক
Ο ঘ) 
সম্পূর্ণ অংশ
     সঠিক উত্তর: (ঘ)
৩০.
পিরামিডের শীর্ষবিন্দু ও ভূমির যেকোনো কৌণিক বিন্দুর সংযোজক রেখাকে কী বলে?
Ο ক) 
ধার
Ο খ) 
লম্ব
Ο গ) 
অতিভুজ
Ο ঘ) 
পার্শ্বতল
     সঠিক উত্তর: (ক)
৩১.
একটি সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা 12 সে. মি. ও ভূমির ব্যাসার্ধ 10 সে. মি. বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
Ο ক) 
409.73
Ο খ) 
490.37
Ο গ) 
490.73
Ο ঘ) 
491.73
     সঠিক উত্তর: (গ)
৩২.
আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলগুলোর আকৃতি কেমন?
Ο ক) 
আয়তাকার
Ο খ) 
বর্গাকার
Ο গ) 
রম্বসাকার
Ο ঘ) 
ষড়ভুজাকার
     সঠিক উত্তর: (ক)
৩৩.
সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্যের কিছুটা স্থান দখল করে থাকলে তাকে কি বলে?
Ο ক) 
ঘনক
Ο খ) 
কোণক
Ο গ) 
গোলক
Ο ঘ) 
ঘনবস্তু
     সঠিক উত্তর: (ঘ)
৩৪.
দুইটি তলের মধ্যে যদি কোনো সাধারণ রেখা না থাকে, তবে তলদ্বয়কে কী বলে?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
লম্ব
Ο গ) 
নৈকতলীয়
Ο ঘ) 
উলম্ব
     সঠিক উত্তর: (ক)
৩৫.
নিচের কোনটি দ্বিমাত্রিক?
Ο ক) 
ফুটবল
Ο খ) 
ইট
Ο গ) 
রেখাংশ
Ο ঘ) 
বইয়ের পৃষ্ঠা
     সঠিক উত্তর: (ঘ)
৩৬.
খাড়া প্রিজমের পার্শ্বতলগুলোর আকৃতি কেমন?
Ο ক) 
বর্গাকার
Ο খ) 
আয়তাকার
Ο গ) 
ত্রিভুজাকার
Ο ঘ) 
রম্বসাকার
     সঠিক উত্তর: (খ)
৩৭.
ঘনকের ধার 3 একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ একক?
Ο ক) 
a
Ο খ) 
12
Ο গ) 
36
Ο ঘ) 
54
     সঠিক উত্তর: (ঘ)
৩৮.
জ্যামিতিকভাবে নিম্নের কোনটি সমতলের উদাহরণ?
Ο ক) 
মসৃণ টেবিলের উপরিতল
Ο খ) 
ফুটবলের উপরিতল
Ο গ) 
ছাতার উপরিভাগ
Ο ঘ) 
গোলকের পৃৃষ্ঠতল
     সঠিক উত্তর: (ক)
৩৯.
দুইটি সরলরেখা নৈকতলীয় হলে তারা-।
Ο ক) 
লম্ব হবে
Ο খ) 
সমান্তরাল হবে
Ο গ) 
সমান্তরাল হবে না
Ο ঘ) 
কোনো সাধারণ বিন্দুতে মিলিত হবে?
     সঠিক উত্তর: (গ)
৪০.
কোনো ঘনকের একটি বাহু a হলে ঘনকের কর্ণ কোনটি?
Ο ক) 
2a
Ο খ) 
6a
Ο গ) 
3a
Ο ঘ) 
a√3
     সঠিক উত্তর: (গ)
৪১.
সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্যের কিছুটা স্তান দখলকারী বস্তুকে কী বলে?
Ο ক) 
প্রিজম
Ο খ) 
পিরামিড
Ο গ) 
ঘনবস্তু
Ο ঘ) 
কোণক
     সঠিক উত্তর: (গ)
৪২.
একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল 6 বর্গ সে. মি. এবং উচ্চতা 8 সে. মিক. হলে, প্রিজমটির আয়তন কত ঘন সে. মি.।
Ο ক) 
24
Ο খ) 
48
Ο গ) 
12
Ο ঘ) 
72
     সঠিক উত্তর: (খ)
৪৩.
খাড়া প্রিজমের পার্শ্বতলগুলোর আকৃতি কেমন?
Ο ক) 
বর্গাকার
Ο খ) 
আয়তাকার
Ο গ) 
ত্রিভুজাকার
Ο ঘ) 
রম্বসাকার
     সঠিক উত্তর: (খ)
৪৪.
একটি পঞ্চভুজাকার খাড়া সুষম প্রিজম সুষম প্রিজম হবে নিচের কোন শর্তের আলোকে?
Ο ক) 
পার্শ্বতল আয়তকার হলে
Ο খ) 
পার্শ্বতল পঞ্চভুজাকার হলে
Ο গ) 
পঞ্চভুজটি সুষম হলে
Ο ঘ) 
পঞ্চভুজের চারটি বাহু পার্শ্বতলের সমান হলে
     সঠিক উত্তর: (গ)
৪৫.
দুইটি সমতল লম্ব হলে তাদের মধ্যবর্তী দ্বিগুণ কোণ-।
Ο ক) 
সূক্ষ্মকোণ
Ο খ) 
স্থূলকোণ
Ο গ) 
সমকোণ
Ο ঘ) 
সরলকোণ
     সঠিক উত্তর: (গ)
৪৬.
ঘনকের ধার 3 একক হলে কর্ণের দৈর্ঘ্য নিচের কোনটি নির্দেশ করে?
Ο ক) 
3√3
Ο খ) 
10
Ο গ) 
12
Ο ঘ) 
54
     সঠিক উত্তর: (ক)
৪৭.
বহিঃস্থ কোনো বিন্দু থেকে কোনো সমতলের উপর অঙ্কিত সরলরেখা সমূহের মধ্যে লম্বের দৈর্ঘ্য-।
Ο ক) 
বৃহত্তম
Ο খ) 
ক্ষুদ্রতম
Ο গ) 
সমান
Ο ঘ) 
সমান নয়
     সঠিক উত্তর: (খ)
৪৮.
সমবৃত্তভূমিক এবং একই উচ্চতাবিশিষ্ট একটি কোণক ও একটি সিলিন্ডারের আয়তনের অনুপাত নিচের কোনটি?
Ο ক) 
1 : 3
Ο খ) 
1 : 2
Ο গ) 
2 : 3
Ο ঘ) 
3 : 1
     সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6 সে. মি., 8 সে. মি. ও 10 সে. মি. এবং উচ্চতা 12 সে. মি.।
৪৯.
প্রিজমটির ভূমির ক্ষেত্রফল কত?
Ο ক) 
12 বর্গ সে. মি.
Ο খ) 
24 বর্গ সে. মি.
Ο গ) 
30 বর্গ সে. মি.
Ο ঘ) 
40 বর্গ সে. মি.
     সঠিক উত্তর: (খ)
৫০.
প্রিজমটির আয়তন কত?
Ο ক) 
288 ঘন সে. মি.
Ο খ) 
576 ঘন সে. মি.
Ο গ) 
720 ঘন সে. মি.
Ο ঘ) 
960 ঘন সে. মি.
     সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...