NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

অধ্যায় - ৩ : জ্যামিতি

অধ্যায় - ৩ : জ্যামিতি
১. ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলে?
Ο ক)  পাদবিন্দু Ο খ)  পরিকেন্দ্র Ο গ)  লম্ববিন্দু Ο ঘ)  ভরকেন্দ্র
     সঠিক উত্তর: (ঘ)
২. ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র ও লম্ববিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
Ο ক)  0 Ο খ)  1 Ο গ)  10 Ο ঘ)  81
     সঠিক উত্তর: (ক)
৩. পিথাগোরাসের জন্ম কোথায়?
Ο ক)  ফ্রান্সে Ο খ)  বৃটেনে Ο গ)  ইরাক Ο ঘ)  গ্রিসে
     সঠিক উত্তর: (ঘ)
৪. সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহুদ্বয়ের লম্ব অভিক্ষেপের মান কত?
Ο ক)  0 Ο খ)  1 Ο গ)  2 Ο ঘ)  1/2
     সঠিক উত্তর: (ক)
৫. দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?
Ο ক)  সমান Ο খ)  সমানুপাতিক Ο গ)  অসমান Ο ঘ)  ব্যস্তানুপাতিক
     সঠিক উত্তর: (খ)
৬. দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণ গুলোর মধ্যে সম্পর্ক হবে-
Ο ক)  একটি ছোট Ο খ)  দুইটি বড় Ο গ)  অসমান Ο ঘ)  সমান
     সঠিক উত্তর: (ঘ)
৭. ΔABC এর পরিবৃত্তের ব্যাসার্ধ R এবং AD | BC হলে কোন উপপাদ্য অনুসারে AB. AC = 2R.AD?
Ο ক)  পিথাগোরাসের উপপাদ্য Ο খ)  ব্রহ্মগুপ্তের উপপাদ্য Ο গ)  এ্যাপোলোনিয়াসের উপপাদ্য Ο ঘ)  টলেমির উপপাদ্য
     সঠিক উত্তর: (খ)
৮. আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
Ο ক)  80 বর্গ একক Ο খ)  40 বর্গ একক Ο গ)  20√5 বর্গ একক Ο ঘ)  0 বর্গ একক
     সঠিক উত্তর: (গ)
৯. ΔABC ≅ ΔDEF হলে ∠C = 3x - 40 এবং ∠F = 2x - 10 হলে, x এর মান কত ডিগ্রি?
Ο ক)  15 Ο খ)  25 Ο গ)  30 Ο ঘ)  50
     সঠিক উত্তর: (গ)
১০. একটি ত্রিভুজের নববিন্দুবৃত্তের ক্ষেত্রফল 25π ঐ ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
Ο ক)  25π Ο খ)  50π Ο গ)  100π Ο ঘ)  625π
     সঠিক উত্তর: (গ)
১১. সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণদ্বয়ের অনুপাত কত?
Ο ক)  2:1 Ο খ)  3: 2 Ο গ)  3:1 Ο ঘ)  1:1
     সঠিক উত্তর: (ঘ)
১২. BC = 2r cm এবং ∠ABC = 300 হলে, AC এর দৈর্ঘ্য কত?
Ο ক)  r/2 cm Ο খ)  r.cm Ο গ)  3r/2 cm Ο ঘ)  2r cm
     সঠিক উত্তর: (খ)
১৩. কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 একক হলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত একক?
Ο ক)  6√2 Ο খ)  1 Ο গ)  2 Ο ঘ)  3
     সঠিক উত্তর: (ক)
১৪. ত্রিভুজের তিনশীর্ষ বিন্দুগামী বৃত্তকে কী বলা হয়?
Ο ক)  শীর্ষবৃত্ত Ο খ)  পরিবৃত্ত Ο গ)  অন্তঃবৃত্ত Ο ঘ)  বহিঃবৃত্ত
     সঠিক উত্তর: (খ)
১৫. ΔABC-এর AD মধ্যমা BC বাহুকে সমদ্বিখন্ডিত করলে নিচের কোনটি এ্যাপোলিনিয়াসের উপপাদ্য?
Ο ক)  0 Ο খ)  AB2 + AC2 = 2(AD2 + BD2) Ο গ)  1 Ο ঘ)  AB2 + AC2 = AD2 + BD2
     সঠিক উত্তর: (খ)
১৬. 700-এর সম্পূরক কোণের অর্ধেকের মান কত?
Ο ক)  1100 Ο খ)  550 Ο গ)  200 Ο ঘ)  100
     সঠিক উত্তর: (খ)
১৭. ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস R হলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ-
Ο ক)  R Ο খ)  R/2 Ο গ)  R/4 Ο ঘ)  2R
     সঠিক উত্তর: (গ)
১৮. এ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের - ও - এর সম্পর্ক নির্ণয় করা হয়।
Ο ক)  লম্ব, ভূমি Ο খ)  ভূমি, কোণ Ο গ)  বাহু, মধ্যমা Ο ঘ)  উপরের সবগুলো
     সঠিক উত্তর: (গ)
১৯. নববিন্দু বৃত্তের ক্ষেত্রে-
i. নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যসার্ধের অর্ধেকের সমান
ii. লম্ববিন্দু পরিকেন্দ্রের সংযোজক রেখার উপর বৃত্তের কেন্দ্র অবস্থিত
iii. সর্বমোট নয়টি বিন্দু এই বৃত্তের ওপর অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i Ο খ)  ii Ο গ)  iii Ο ঘ)  i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
২০. দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রেফল কী হবে?
Ο ক)  ব্যস্তানুপাতিক Ο খ)  সমানুপাতিক Ο গ)  সমান Ο ঘ)  অসমান
     সঠিক উত্তর: (খ)
২১. নব বিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের-
Ο ক)  সমান Ο খ)  অর্ধেক Ο গ)  দ্বিগুণ Ο ঘ)  তিনগুণ
     সঠিক উত্তর: (খ)
২২. নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের-
Ο ক)  পরি ব্যাসার্ধের সমান Ο খ)  পরি ব্যাসার্ধের অর্ধেক Ο গ)  পরি ব্যাসার্ধের দ্বিগুণ Ο ঘ)  পরি ব্যাসার্ধ থেকে ছোট
     সঠিক উত্তর: (খ)
২৩. i. ভরকেন্দ্রে প্রত্যেক মধ্যমা 2 : অনুপাতে বিভক্ত হয়ে
ii. ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে লম্ববিন্দু বলে
iii. এ্যাপোলোনিয়াসের উপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i Ο খ)  ii Ο গ)  i ও iii Ο ঘ)  iii
     সঠিক উত্তর: (গ)
২৪. ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু....
Ο ক)  সমরেখ Ο খ)  সমবিন্দু Ο গ)  সমান্তরাল Ο ঘ)  সমতল
     সঠিক উত্তর: (ক)
২৫. দুইটি ত্রিভুজ পরস্পর সদৃশ হলে ত্রিভুজ দুইটি কী হবে?
Ο ক)  সমান Ο খ)  সদৃশকোণী Ο গ)  অসদৃশকোনী Ο ঘ)  সমকোণী
     সঠিক উত্তর: (খ)
২৬. ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
Ο ক)  ভরকেন্দ্র Ο খ)  পরিকেন্দ্র Ο গ)  অন্তঃকেন্দ্র Ο ঘ)  লম্ববিন্দু
     সঠিক উত্তর: (ঘ)
২৭. সমবাহু ত্রিভুজের যেকোনো বাহুর বহিঃস্থ কোণ কত হবে?
Ο ক)  300 Ο খ)  600 Ο গ)  900 Ο ঘ)  1200
     সঠিক উত্তর: (ঘ)
২৮. ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
Ο ক)  3:1 Ο খ)  2:1 Ο গ)  3:2 Ο ঘ)  1:3
     সঠিক উত্তর: (খ)
২৯. দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের-
Ο ক)  অনুরুপ বাহুগুলো সমানুপাতিক Ο খ)  অনুরূপ কোণগুলো সমানুপাতিক Ο গ)  অনুরূপ বাহুগুলো সমান Ο ঘ)  অনুরূপ কোণগুলো বাহুর সমান
     সঠিক উত্তর: (ক)
৩০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 8 একক ও 6 একক হলে, অতিভুজের দৈর্ঘ্য কত একক?
Ο ক)  10 Ο খ)  36 Ο গ)  64 Ο ঘ)  100
     সঠিক উত্তর: (ক)
৩১. DEF ত্রিভুজের DE = DF = 6 সে. মি. ও EF = 6√2 হলে, ∠E = কত?
Ο ক)  900 Ο খ)  450 Ο গ)  600 Ο ঘ)  300
     সঠিক উত্তর: (খ)
৩২. কোন বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কোনটি?
Ο ক)  বিন্দু Ο খ)  শুন্য Ο গ)  1 একক Ο ঘ)  সরলরেখা
     সঠিক উত্তর: (খ)
৩৩. ΔABC-এ AB = 5 সে. মি. AC = 6 সে. মি. এবং BC = 8 সে. মি. হলে, BC বাহুর মধ্যমা AD কত সে. মি.?
Ο ক)  3.81 Ο খ)  4 Ο গ)  4.5 Ο ঘ)  25
     সঠিক উত্তর: (ক)
৩৪. ΔABC-এর AC2 = AB2 + BC2 + AB.BC হলে ∠B = কত ডিগ্রি?
Ο ক)  30 Ο খ)  60 Ο গ)  90 Ο ঘ)  120
     সঠিক উত্তর: (ঘ)
৩৫. কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দু হতে অঙ্কিত লম্বের পাদবিন্দুকে ঐ বিন্দুর কী বলে?
Ο ক)  লম্ব Ο খ)  অভিক্ষেপ Ο গ)  লম্ব অভিক্ষেপ Ο ঘ)  মধ্যমা
     সঠিক উত্তর: (গ)
৩৬. ΔABC এর বাহুত্রয় যথাক্রমে 3, 3.5 ও 4 সে. মি. হলে, মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত বর্গ সে. মি.?
Ο ক)  6.98 Ο খ)  27.94 Ο গ)  83.81 Ο ঘ)  111.76
     সঠিক উত্তর: (খ)
৩৭. একটি ত্রিভুজের পরিব্যাসার্ধ 7 সে. মি. ঐ ত্রিভুজের নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ কত সে. মি.?
Ο ক)  3.5 Ο খ)  7 Ο গ)  14 Ο ঘ)  49
     সঠিক উত্তর: (ক)
৩৮. ABC ত্রিভুজের মধ্যমা AD = 5 সে. মি. এবং BC = 6 সে. মি. হলে, AB2 + AC2 = কত সে. মি.?
Ο ক)  34 Ο খ)  68 Ο গ)  78 Ο ঘ)  112
     সঠিক উত্তর: (খ)
৩৯. Δ ‍ABC এ AD, BE, CF তিনটি মধ্যমা G বিন্দুতে মিলিত হলে নিচের কোনটি সঠিক?
Ο ক)  3GA = 2GD Ο খ)  2GA = 3GD Ο গ)  2AD = GA Ο ঘ)  3GA = 2AD
     সঠিক উত্তর: (ঘ)
৪০. ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
Ο ক)  ভরকেন্দ্র Ο খ)  পরিকেন্দ্র Ο গ)  আন্ত:কেন্দ্র Ο ঘ)  লম্ববিন্দু
     সঠিক উত্তর: (ঘ)
৪১. ত্রিভুজের মধ্যমাত্রয়কত অনুপাতে বিভক্ত হয়?
Ο ক)  2:1 Ο খ)  3:1 Ο গ)  3:2 Ο ঘ)  2:3
     সঠিক উত্তর: (ক)
৪২. একটি ত্রিভুজের পরিব্যাসার্ধ 7 সে. মি. ঐ ত্রিভুজের নববিন্দুবৃত্তের ব্যাসার্ধ কত সে. মি.?
Ο ক)  3.5 Ο খ)  7 Ο গ)  14 Ο ঘ)  49
     সঠিক উত্তর: (ক)
৪৩. দুইটি বহুভুজের কোণগুলো সমান হলে-
i. বহুভুজদ্বয় সদৃশকোণী
ii. বহুভুজদ্বয় সদৃশ অথবা অসদৃশ
iii. বহুভুজদ্বয় সর্বদা সর্বসম
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii Ο খ)  i Ο গ)  ii Ο ঘ)  iii
     সঠিক উত্তর: (ক)
৪৪. i. দুইটি চিত্র সর্বসম হলে সেগুলো সদৃশ
ii. সর্বসমতা সদৃশতার বিশেষ রূপ
iii. দুইটি চিত্র সদৃশ হলেই তারা সর্বসম
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii Ο খ)  i Ο গ)  ii Ο ঘ)  iii
     সঠিক উত্তর: (ক)
৪৫. একটি সমকোনী ত্রিভুজের লম্ব 5 মি. ও ভূমি 12 মি. হলে অতিভূজ কত হবে?
Ο ক)  10 মি. Ο খ)  8 মি. Ο গ)  6 মি. Ο ঘ)  13 মি.
     সঠিক উত্তর: (ঘ)
৪৬. সূক্ষ্মকোণী ত্রিভুজের পাদত্রিভুজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Ο ক)  লম্ববিন্দুই অন্তঃকেন্দ্র Ο খ)  লম্ববিন্দুই বহিঃকেন্দ্র Ο গ)  লম্ববিন্দুই পরিকেন্দ্র Ο ঘ)  লম্ববিন্দুই ভরকেন্দ্র
     সঠিক উত্তর: (ঘ)
৪৭. ত্রিভুজের পরিকেন্দ্রও, ভরকেন্দ্র ও লম্ব বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
Ο ক)  0 Ο খ)  1 Ο গ)  10 Ο ঘ)  অনির্ণেয়
     সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
7, 8 ও r সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহি:স্পর্শ করেছে। তাদের কেন্দ্রসমূহ যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তার পরিসীমা 42 সে. মি.।
৪৮. r = কত সে. মি.?
Ο ক)  1 Ο খ)  4 Ο গ)  6 Ο ঘ)  9
     সঠিক উত্তর: (গ)
৪৯. উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
Ο ক)  36 Ο খ)  48 Ο গ)  84 Ο ঘ)  96
     সঠিক উত্তর: (গ)
৫০. ΔABC এর ক্ষেত্রে,
i. ∠C স্থূলকোণ হলে, AB2 > AC2 + BC2
ii. ∠C সমকোণ হলে AB2 = AC2 + BC2
iii. ∠C সূক্ষ্মকোণ হলে, AB2 < AC2 + BC2
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i Ο খ)  ii Ο গ)  iii Ο ঘ)  i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ) 

Collected From: http://www.online-dhaka.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...