NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

অধ্যায় - ১২ : সমতলীয় ভেক্টর

১.
টান কী রাশি?
Ο ক) 
যৌগিক রাশি
Ο খ) 
ভেক্টর রাশি
Ο গ) 
ভেক্টর রাশি
Ο ঘ) 
মৌলিক রাশি
     সঠিক উত্তর: (খ)
২.
কোনো ত্রিভুজের শীর্ষত্রয়ের অবস্থান ভেক্টর যথাক্রমে a, bc হলে, তাদের মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে?
Ο ক) 
1/3(a + b + c)
Ο খ) 
1
Ο গ) 
2
Ο ঘ) 
3
     সঠিক উত্তর: (ক)
৩.
সামান্তরিক বিধি প্রযোজ্য হয় না দুইটি ভেক্টরের কোন সম্পর্কের ক্ষেত্রে?
Ο ক) 
দিক সমান
Ο খ) 
সমান্তরাল
Ο গ) 
বিপরীতমুখী
Ο ঘ) 
মান সমান
     সঠিক উত্তর: (খ)
৪.
ভেক্টর পদ্ধতিগতভাবে প্রথম প্রচলন শুরু করেন কোন বিজ্ঞানী?
Ο ক) 
রোওয়ান হ্যামিলটন
Ο খ) 
নিউটন
Ο গ) 
গিবস
Ο ঘ) 
এরিস্টোটল
     সঠিক উত্তর: (ক)
৫.
দিক নির্ভরতা অনুসারে রাশিকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) 
পাঁচ
Ο খ) 
তিন
Ο গ) 
দুিই
Ο ঘ) 
চার
     সঠিক উত্তর: (গ)
৬.
ABCD সামান্তরিকের AC এভং BD কর্ণদ্বয়ের ছেদবিন্দু O. তাহলে নিম্নের কোনটি সঠিক?
Ο ক) 
AO = OC এবং BO = OD
Ο খ) 
 AO = OD এবং  BO = OC
Ο গ) 
AO = OB এবং CO = 0D
Ο ঘ) 
AD = BO
     সঠিক উত্তর: (ক)
৭.
চাপ একটি-
Ο ক) 
স্কেলার রাশি
Ο খ) 
ভেক্টর রাশি
Ο গ) 
লব্ধ রাশি
Ο ঘ) 
মৌলিক রাশি
     সঠিক উত্তর: (খ)
৮.
u, y ভেক্টরের জন্য u + v = v +u প্রকাশ করে
i. যোজন বিধি
ii.� বিয়োজন বিধি
iii. গুণন বিধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
শুধু i
Ο খ) 
শুধু ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ক)
৯.
2 টাকা, 3 cm, 5 ইত্যাদি কোন জাতীয় রাশি?
Ο ক) 
একক রাশি
Ο খ) 
যৌগিক রাশি
Ο গ) 
স্কেলার রাশি
Ο ঘ) 
মৌলিক রাশি
     সঠিক উত্তর: (গ)
১০.
m ও n ধনাত্মক হলে, (m + n)u ভেক্টরটির মান কত হয়?
Ο ক) 
m + n
Ο খ) 
mn |u|
Ο গ) 
|m + n||u|
Ο ঘ) 
|m + n|u
     সঠিক উত্তর: (গ)
১১.
m, n দুইটি স্কেলার রাশি এবং u, v দুইটি ভেক্টর হলে নিচের কোনটি ভেক্টরের বন্টনসূত্র অনুসরণ করে?
Ο ক) 
(m + n)u = mu + nu
Ο খ) 
m+nu
Ο গ) 
m(u +  v)
Ο ঘ) 
(u + v)m = mu + mv
     সঠিক উত্তর: (ক)
১২.
দৈর্ঘ্য একটি-।
Ο ক) 
স্কেলার রাশি
Ο খ) 
ভেক্টর রাশি
Ο গ) 
লব্ধ রাশি
Ο ঘ) 
মৌলিক রাশি
     সঠিক উত্তর: (ক)
১৩.
m, n দুইটি ঋণাত্মক স্কেলার ও u একটি ভেক্টর হলে-
i. (m + n)u এর মান |m + n| |u|.
ii. (m + n)u এর দিক হবে, u এর বিপরীত দিকে।
iii. (m + n)u এর দৈর্ঘ্য হবে 0.
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
১৪.
m ও n উভয়ই ঋণাত্মক হলে, (m + n) vv ভেক্টরের দিকের সম্পর্ক কী?
Ο ক) 
পরস্পর লম্ব
Ο খ) 
বিপরীত
Ο গ) 
একই দিক
Ο ঘ) 
সমান্তরাল ও একই দিক
     সঠিক উত্তর: (খ)
১৫.
u, v, w এর জন্য (u + v ) + w = u + (v + w) প্রকাশ করে
i. যোজন বিধি
ii. বিয়োজন বিধি
iii. সহ যোজন বিধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (গ)
১৬.
সমজাতীয় এবং সমমানের দুইটি ভেক্টরের দিক যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে এদের একটিকে অপরটির কোন ভেক্টর বলে?
Ο ক) 
বিপরীত
Ο খ) 
শূন্য ভেক্টর
Ο গ) 
সমান
Ο ঘ) 
অবস্থান
     সঠিক উত্তর: (ক)
১৭.
স্কেলার রাশির উদাহরণ-
i. দৈর্ঘ্য ও ভর।
ii. দ্রুতি ও সময়।
iii. আয়তন ও তাপমাত্রা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
১৮.
নিচের রাশিগুলোর মধ্যে কোনটি স্কেলার রাশি?
Ο ক) 
বেগ
Ο খ) 
সরণ
Ο গ) 
তাপমাত্রা
Ο ঘ) 
তড়িৎ প্লাবল্য
     সঠিক উত্তর: (গ)
১৯.
u এর বিপরীত ভেক্টর v হবে যদি-
i. |v| = |u|
ii. v এর ধারক রেখা u এর ধারক রেখার সঙ্গে অভিন্ন বা সমান্তরাল হয়
iii. u এর দিক v এর দিকের বিপরীত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
২০.
কোনো ভেক্টর মুলবিন্দুর সাপেক্ষে D, E ও F বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a, bc । F বিন্দুতে DE রেখাংশ 7 : 3 অনুপাতে বহির্বিভক্ত হলে, c = কত?
Ο ক) 
7b - 3a/4
Ο খ) 
3a - 7b
Ο গ) 
0
Ο ঘ) 
1
     সঠিক উত্তর: (ক)
২১.
নিচের কোনটি স্কেলার রাশি?
Ο ক) 
সরণ
Ο খ) 
ত্বরণ
Ο গ) 
দৈর্ঘ্য
Ο ঘ) 
ওজন
     সঠিক উত্তর: (গ)
২২.
নিচের কোনটি ভেক্টর রাশি?
Ο ক) 
আয়তন
Ο খ) 
দৈর্ঘ্য
Ο গ) 
সময়
Ο ঘ) 
সরণ
     সঠিক উত্তর: (ঘ)
২৩.
u, v এবং u + v দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব যখন-
i. u এর আদিবিন্দু, v এর প্রান্ত বিন্দু যোগ করা যাবে।
ii. u + v এর আদি বিন্দু ও অন্তবিন্দু যথাক্রমে v এর আদিবিন্দু এবং u এর প্রান্তবিন্দু হবে।
iii. uv সমান্তরাল।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
২৪.
স্কেলার রাশির-
i. কেবলমাত্র মান আছে।
ii. কেবলমাত্র দিক আছে।
iii. মান আছে কিন্তু দিক নাই।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (খ)
২৫.
u = v এবং� v = w সম্পর্ক দুটি দ্বারা কোন সম্পর্কটি তৈরি করা যায়?
Ο ক) 
v = - u
Ο খ) 
w = -v
Ο গ) 
u = v + w
Ο ঘ) 
u = w
     সঠিক উত্তর: (ঘ)
২৬.
“বাঁশটি ৫ মিটার লম্বা”- কথাটিতে কোন রাশির প্রকাশ হয়েছে?
Ο ক) 
স্কেলার
Ο খ) 
সদিক
Ο গ) 
ভেক্টর
Ο ঘ) 
দিক
     সঠিক উত্তর: (ক)
২৭.
পদার্থের আকর্ষণ ও বিকর্ষন কোন ধরনের রাশি?
Ο ক) 
ভেক্টর
Ο খ) 
স্কেলার
Ο গ) 
মৌলিক
Ο ঘ) 
যৌগিক
     সঠিক উত্তর: (ক)
২৮.
যে সকল রাশিকে কেবলমাত্র এককসহ পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে বোঝানো যায় ঐ রাশির নাম কি?
Ο ক) 
নির্দিক
Ο খ) 
দিক
Ο গ) 
ভেক্টর
Ο ঘ) 
সদিক
     সঠিক উত্তর: (ক)
২৯.
দুইটি ভেক্টর পরস্পর সমান এবং তাদের দৈর্ঘ্য সমান, ধারক রেখা একই বা সমান্তরাল এবং দিক একই তবে, তাকে কী বলে?
Ο ক) 
সমান্তরাল ভেক্টর
Ο খ) 
সমান ভেক্টর
Ο গ) 
সদৃশ ভেক্টর
Ο ঘ) 
একক ভেক্টর
     সঠিক উত্তর: (খ)
৩০.
AEFB চতুর্ভুজ ভেক্টর যোগের কোন বিধি মেনে চলে?
Ο ক) 
ত্রিভুজবিধি
Ο খ) 
রম্বসবিধি
Ο গ) 
সামান্তরিকবিধি
Ο ঘ) 
বর্গবিধি
     সঠিক উত্তর: (গ)
৩১.
কোনটি ভেক্টর রাশি?
Ο ক) 
সেকেন্ড
Ο খ) 
মিটার
Ο গ) 
ঘন্টা
Ο ঘ) 
মিটার/সেকেন্ড
     সঠিক উত্তর: (ঘ)
৩২.
কোন রেখাংশের এক প্রান্তকে কী বলে?
Ο ক) 
আদি বিন্দু
Ο খ) 
প্রান্তবিন্দু
Ο গ) 
অন্তবিন্দু
Ο ঘ) 
নির্দেশক
     সঠিক উত্তর: (ক)
৩৩.
m, n দুইটি স্কেলার এবং u, v দুইটি ভেক্টর হলে, নিচের কোনটি ভেক্টরের বন্টন সূত্র অনুসরণ করে?
Ο ক) 
(m + n) u = mu + nu
Ο খ) 
(m + n) u
Ο গ) 
m(u + v)
Ο ঘ) 
(u + v)m
     সঠিক উত্তর: (ক)
৩৪.
একটি ভেক্টর u অপর একটি ভেক্টর v এর সমান হলে-
i. u এর দৈর্ঘ্য সমান v এর দৈর্ঘ্য।
ii. u এবং v সমান্তরাল ভেক্টর‌।
iii. u এর দিক v এর দিকের সঙ্গে একমুখী।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
৩৫.
তিনটি ভেক্টর কীরূপ হলে ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
অসমান্তরাল
Ο গ) 
মান একই
Ο ঘ) 
ধারক একই
     সঠিক উত্তর: (খ)
৩৬.
কোনো ভেক্টর যে অসীম সরলরেখার অংশ সেটি কী রেখা?
Ο ক) 
ধারক
Ο খ) 

Ο গ) 
সরলরেখা
Ο ঘ) 
বক্ররেখা
     সঠিক উত্তর: (ক)
৩৭.
v এর অন্তবিন্দু, w এর আদিবিন্দু হলে, ভেক্টরদ্বয় কি হলে ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব?
Ο ক) 
সমান্তরাল
Ο খ) 
অসমান্তরাল
Ο গ) 
মান একই
Ο ঘ) 
ধারক একই
     সঠিক উত্তর: (খ)
৩৮.
u + (-u) = কী?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
|u|
Ο ঘ) 
u
     সঠিক উত্তর: (ক)
৩৯.
ভেক্টর রাশির অপর নাম কী?
Ο ক) 
অদিক রাশি
Ο খ) 
 নির্দিক রাশি
Ο গ) 
সদিক রাশি
Ο ঘ) 
স্কেলার রাশি
     সঠিক উত্তর: (গ)
৪০.
নিচের কোনটি অদিক রাশি?
Ο ক) 
আয়তন
Ο খ) 
বল
Ο গ) 
ওজন
Ο ঘ) 
সরণ
     সঠিক উত্তর: (ক)
৪১.
p ধনাত্মক ও q ঋণাত্মক স্কেলার হলে (p + q)v ভেক্টরটির মান কত?
Ο ক) 
|p + q| |v|
Ο খ) 
1
Ο গ) 
2
Ο ঘ) 
3
     সঠিক উত্তর: (ক)
৪২.
কোন ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে ঐ ভেক্টরের কী বলা হয়?
Ο ক) 
ধারক রেখা
Ο খ) 
আদিরেখা
Ο গ) 
শুধু ধারক
Ο ঘ) 
ক ও গ
     সঠিক উত্তর: (ঘ)
৪৩.
শূন্য ভেক্টরের-
i. দিক নির্ণয় করা যায়
ii. পরমান শূন্য
iii. ধারক রেখা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (গ)
৪৪.
দুইটি ভেক্টর সমান্তরাল হলে-
i. এদের যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি প্রযোজ্য
ii. এদের যোগের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য
iii. এদের দৈর্ঘ্য সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (খ)
৪৫.
u একটি ভেক্টর, m ∈ R হলে, mu এর দিক u এর দিকে হবে যদি-
Ο ক) 
m < 0
Ο খ) 
m > 0
Ο গ) 
m = 0
Ο ঘ) 
m ≠ 0
     সঠিক উত্তর: (খ)
৪৬.
সময় কী ধরনের রাশি?
Ο ক) 
ভেক্টর
Ο খ) 
স্কেলার
Ο গ) 
মৌলিক
Ο ঘ) 
যৌগিক
     সঠিক উত্তর: (খ)
৪৭.
যে রাশিকে পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার পরিমাণ ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি রাশি বলা হয়?
Ο ক) 
ধারক রাশি
Ο খ) 
অদিক রাশি
Ο গ) 
স্কেলার রাশি
Ο ঘ) 
ভেক্টর রাশি
     সঠিক উত্তর: (ঘ)
৪৮.
a + 5b = 0 হলে a ও� b ভেক্টরদ্বয় কীরূপ?
Ο ক) 
লম্ব
Ο খ) 
সমান
Ο গ) 
সমান্তরাল ও দিক একই
Ο ঘ) 
সমান্তরাল ও বিপরীতমুখী
     সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
A, B ও C বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a, bc
৪৯.
= কত?
Ο ক) 
b - a
Ο খ) 
a + b
Ο গ) 
b + a
Ο ঘ) 
1/2(b - a)
     সঠিক উত্তর: (ক)
৫০.
যদি C বিন্দু AB এর মধ্যবিন্দু হয়, তাহলে-
Ο ক) 
(a - b)
Ο খ) 
(b -a)
Ο গ) 
c = 1/2(a + b)
Ο ঘ) 
c = (a + b)
     সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

EFT-2024 Information EIIN-118818

    EFT-2024 Information EIIN-118818