NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

জে.এস.সি |বাংলা ১ম পত্র আনন্দপাঠ


আনন্দপাঠ : কিশোর কাজি



১. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
Ο ক)  কাজির দরবারে
Ο খ)  ফৌজদারি আদালতে
Ο গ)  খলিফার দরবারে
Ο ঘ)  দেওয়ানি আদালতে

  সঠিক উত্তর: (ক)

২. “কাজেই তাকে হতাশ হয়ে ফিরতে হলো।” এখানে কার কথা বলা হয়েছে?
Ο ক)  নাজিম
Ο খ)  আলী কোজাই
Ο গ)  বালক কাজি
Ο ঘ)  নাজিমের স্ত্রী

  সঠিক উত্তর: (খ)

৩. কার শাসনকালে আলী কোজাই বাগদাদে বাস করত?
Ο ক)  খলিফা আল মামুনের
Ο খ)  খলিফা হারুন-অর-রশীদের
Ο গ)  খলিফা আল মনুসুরের
Ο ঘ)  কলিফা মুতাসসিমের

  সঠিক উত্তর: (খ)

৪. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক)  বাগদাদের
Ο খ)  ইরানের
Ο গ)  বাহরাইনের
Ο ঘ)  সৌদি আরবের

  সঠিক উত্তর: (ক)

৫. ‘কিশোর কাজি’ গল্পে বণিক কে?
Ο ক)  নাজিম
Ο খ)  নিজাম
Ο গ)  আজিম
Ο ঘ)  আলী কোজাই

  সঠিক উত্তর: (ঘ)

৬. আলী কোজাই কত দিন পর ফিরে আসে?
Ο ক)  এক বছর
Ο খ)  দুই বছর
Ο গ)  তিন বছর
Ο ঘ)  চার বছর

  সঠিক উত্তর: (খ)

৭. জলপাই খেতে ইচ্ছে হলো কার?
Ο ক)  আলী কোজাইয়ের
Ο খ)  নাজিমের
Ο গ)  নাজিমের স্ত্রীর
Ο ঘ)  হারুন-অর-রশীদের

  সঠিক উত্তর: (গ)

৮. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক)  সোনার মোহরগুলো নিতে
Ο খ)  জলপাই নিতে
Ο গ)  লোভের বশবর্তী হয়ে
Ο ঘ)  কৌতূহলের বশবর্তী হয়ে

  সঠিক উত্তর: (খ)

৯. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক)  সোনার মোহরগুলো নিতে
Ο খ)  জলপাই নিতে
Ο গ)  কৌতূহলের বশবর্তী হয়ে
Ο ঘ)  লোভের বশবর্তী হয়ে

  সঠিক উত্তর: (খ)

১০. আলী নাজিমের কাছে মোহর ফেরত চাইলে নাজিম-
i. কিছু না জানার ভান করল
ii. বিস্ময়ের ভান করল
iii. মোহর ফিরিয়ে দিতে অসম্মত হলো
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১. বিচক্ষণ বালক কাজির বুদ্ধিদৃপ্ত বিচার পরিচালনায়-
i. নাজিম কারাদন্ড ভোগ করে
ii. নাজিম অপরাধ স্বীকার করে
iii. নাজিম আলীর মোহরগুলো ফিরিয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১২. ‘কিশোর কাজি’ গল্পের মূল উপজীব্য হলো:
i. সততার জয়
ii. কাউকে অবহেলা না করা
iii. সমাজে কেহই তুচ্ছ নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (ক)

১৩. আলী মোহরের অস্তিত্ব প্রমাণ করতে পারল না, কারণ-
i. সত্যিকারে কোনো মোহর ছিল না
ii. মোহর রাখার কোনো সাক্ষী ছিল না
iii. মোহর সরিয়ে ফেলা হয়েছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৪. আলী কোজাই তার সঞ্চিত অর্থগুলো নাজিমের কাছে জমা রেখেছিল-
Ο ক)  খলিফার আদেশে
Ο খ)  বাধ্য হয়ে
Ο গ)  স্বেচ্ছায়
Ο ঘ)  প্রতিবেশীর প্ররোচনায়

  সঠিক উত্তর: (গ)

১৫. নাজিম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৬. নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
Ο ক)  সোনার মোহর
Ο খ)  রূপার গহনা
Ο গ)  সোনার গহনা
Ο ঘ)  রূপার মোহর

  সঠিক উত্তর: (ক)

১৭. আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক)  বন্ধুত্বপূর্ণ
Ο খ)  শত্রুতামূলক
Ο গ)  প্রভু-ভৃতের
Ο ঘ)  ভ্রাতৃত্বের

  সঠিক উত্তর: (ক)

১৮. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক)  স্বল্পতা বুঝাতে
Ο খ)  আধিক্য বুঝাতে
Ο গ)  সোনার চাকচিক্য বুঝাতে
Ο ঘ)  সৌন্দর্য বুঝাতে

  সঠিক উত্তর: (খ)

১৯. ‘‘অন্যথায় তোমায় বন্দি করব।” কে কার উদ্দেশ্যে একথাটি বলেছে?
i. বালক কাজি, কোজাইয়ের
ii. বালক কাজি, নাজিমের
iii. হারুন-অর- রশীদ, নাজিমের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০. আলী কোজাই কোন শহরে বাস করত?
Ο ক)  বাগদাদ
Ο খ)  রিয়াদ
Ο গ)  তেহরান
Ο ঘ)  কায়রো

  সঠিক উত্তর: (ক)

২১. আলী কোজাই অর্থগুলো লুকিয়ে রাখতে কী কিনল?
Ο ক)  হাড়ি
Ο খ)  বাক্স
Ο গ)  কলসি
Ο ঘ)  থলে

  সঠিক উত্তর: (গ)

২২. বিচারালয়ে অনেক মানুষের ভিড় হয়েছিল?
Ο ক)  কিশোর বিচারকের বিচার দেখার জন্য
Ο খ)  খলিফার বিচার দেখার জন্য
Ο গ)  আলী শাস্তি দেখার জন্য
Ο ঘ)  নাজিমের মৃত্যুদন্ড দেখার জন্য

  সঠিক উত্তর: (ক)

২৩. নাজিম কলসিটি উপুড় করে ঢেলে দিল কেন?
Ο ক)  ভেতরে অর্থ লুকানো আছে জেনে
Ο খ)  নিচের ভালো জলপাই থাকবে ভেবে
Ο গ)  কলসিতে পানি ভরতে হবে বলে
Ο ঘ)  কলসিতে অন্য কিছু রাখবে বলে

  সঠিক উত্তর: (খ)

২৪. কাবা শরীফ কোথায় অবস্থিত?
Ο ক)  বাগদাদে
Ο খ)  মদিনায়
Ο গ)  কায়রোতে
Ο ঘ)  মক্কায়

  সঠিক উত্তর: (ঘ)

২৫. যত্নে রাখলে জলপাই বড়জোর কত দিন পর্যন্ত ভালো থাকে?
Ο ক)  দুই মাস
Ο খ)  ছয় মাস
Ο গ)  এক বছর
Ο ঘ)  দুই বছর

  সঠিক উত্তর: (খ)

২৬. বড় হবার পর বালককে খলিফা কীভাবে পুরস্কৃত করলেন?
Ο ক)  ইজর নিয়োগ করে
Ο খ)  কাজির পদ প্রদান করে
Ο গ)  সোনার মোহর দিয়ে
Ο ঘ)  প্রাসাদ দান করে

  সঠিক উত্তর: (খ)

২৭. নাজিম নতুন জলপাই কিনে তা দিয়ে কলসিটি পূর্ণ করল-
i. দোষ গোপন করার জন্য
ii. মোহর আত্মসাৎ করেছে বলে
iii. আলীকে উপহার দেবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  iii
Ο ঘ)  ii

  সঠিক উত্তর: (ক)

২৮. হারুন-অর-রশীদের উপাধি কী ছিল?
Ο ক)  বাদশাহ্‌
Ο খ)  সম্রাট
Ο গ)  রাজা
Ο ঘ)  খলিফা

  সঠিক উত্তর: (ঘ)

২৯. হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছে হলো?
Ο ক)  নাজিমের
Ο খ)  আলী কোজাই-এর
Ο গ)  খলিফা হারুন-অর-রশীদের
Ο ঘ)  বালক কাজির

  সঠিক উত্তর: (খ)

৩০. কখন সোনার টাকার প্রচলন ছিল?
Ο ক)  প্রাচীনকালে
Ο খ)  মধ্যযুগে
Ο গ)  আধুনিক কালে
Ο ঘ)  বর্তমান কালে

  সঠিক উত্তর: (ক)

৩১. রাশি রাশি সোনার মোহর পেয়ে নাজিম কী করল?
Ο ক)  সিন্দুকে রেখে দিল
Ο খ)  বন্ধুকে ফিরিয়ে দিল
Ο গ)  কলসিতে ভরে রাখল
Ο ঘ)  স্ত্রীকে দিয়ে দিল

  সঠিক উত্তর: (ক)

৩২. আলী নাজিমের কাছে কলসিটি আমানত রাখল-
i. উপকারী বলে
ii. বন্ধু বলে
iii. বিশ্বস্ত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৩৩. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
Ο ক)  শাস্তি প্রদানের কৌশল
Ο খ)  বিচার করার কৌশল
Ο গ)  সত্য উদ্‌ঘাটনের কৌশল
Ο ঘ)  রায় দেওয়ার কৌশল

  সঠিক উত্তর: (গ)

৩৪. নাজিম যে জলপাই দিয়ে কলস পূর্ণ করে তা বড়জোর কত দিন আগের?
Ο ক)  এক মাস
Ο খ)  দুই মাস
Ο গ)  ছয় মাস
Ο ঘ)  আট মাস

  সঠিক উত্তর: (ক)

৩৫. পূর্ণিমা শব্দটি-
Ο ক)  সন্ধিজাত
Ο খ)  সমাসবদ্ধ
Ο গ)  প্রত্যয়জাত
Ο ঘ)  উপসর্গজাত

  সঠিক উত্তর: (গ)

৩৬. কাজির দরবার থেকে কোজাইকে হতাশ হয়ে ফিরতে হলো কেন?
Ο ক)  প্রমাণের অভাবে
Ο খ)  কাজির পক্ষপাতের কারণে
Ο গ)  অর্ধেক মোহর পাওয়ার কারণে
Ο ঘ)  কাজির খারাপ আচরণের কারণে

  সঠিক উত্তর: (ক)

৩৭. আলী কোজাইয়ের হজ করার ইচ্ছে হলো-
i. ধর্মীয় অনুভূতি থেকে
ii. প্রতিবেশীদের হজে যেতে দেখে
iii. বন্ধুদের অনুরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৩৮. ‘‘কিন্তু আমি তা ছুঁইনি।” উক্তিটি কার?
Ο ক)  নাজিমের
Ο খ)  আলী কোজাইয়ের
Ο গ)  নাজিমের স্ত্রীর
Ο ঘ)  উজিরের

  সঠিক উত্তর: (ক)

৩৯. বালকেরা আনন্দিত মনে কী করতে রাজি হলো?
Ο ক)  খেলাধুলা করতে
Ο খ)  খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο গ)  খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο ঘ)  ঘুরে বেড়াতে

  সঠিক উত্তর: (খ)

৪০. বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
Ο ক)  জলপাই কেনার জন্য
Ο খ)  জলপাই বিক্রয়ের জন্য
Ο গ)  জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
Ο ঘ)  জলপাই কতদিন ভালো থাকে জানার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৪১. খলিফা হারুন-অর-রশীদ কার সাথে বেড়াতে হয়েছিলেন?
Ο ক)  সেনাপতি
Ο খ)  মন্ত্রী
Ο গ)  উজির
Ο ঘ)  কোটাল

  সঠিক উত্তর: (গ)

৪২. আলী কোজাই পেশায় কী ছিল?
Ο ক)  কাজি
Ο খ)  বণিক
Ο গ)  কৃষক
Ο ঘ)  তাঁতি

  সঠিক উত্তর: (খ)

৪৩. বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা কী করলেন?
Ο ক)  পুরস্কার দিলেন
Ο খ)  তিরস্কার করলেন
Ο গ)  রাজ্য থেকে বের করে দিলেন
Ο ঘ)  প্রশংসা করলেন

  সঠিক উত্তর: (ক)

৪৪. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক)  তিন
Ο খ)  চার
Ο গ)  পাঁচ
Ο ঘ)  ছয়

  সঠিক উত্তর: (ঘ)

৪৫. খলিফা বালক কাজিকে কীভাবে পুুরস্কৃত করলেন?
Ο ক)  সোনার মোহর দিয়ে
Ο খ)  কাজির পদ প্রদান করে
Ο গ)  উজিরের পদ প্রদান করে
Ο ঘ)  সেনাপতির পদ প্রদান করে

  সঠিক উত্তর: (খ)

৪৬. ‘কিশোর কাজি’ গল্পের মূল প্রতিপাদ্য কী?
Ο ক)  খলিফা হারুন-অর-রশীদের মহিমা
Ο খ)  কোজাই-এর মোহর ফিরে পাওয়া
Ο গ)  বালক কাজির বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা
Ο ঘ)  ইসলামের বিচার ব্যবস্থা

  সঠিক উত্তর: (গ)

৪৭. নিরূপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
Ο ক)  কাজির দরবারে
Ο খ)  ফৌজদারি আদালতে
Ο গ)  খলিফার দরবারে
Ο ঘ)  দেওয়ানি আদালতে

  সঠিক উত্তর: (ক)

৪৮. আলী কোজাই বন্ধুর কাছে আমানত রাখা কলসিটি পূর্ণ করল-
i. সোনার মোহর দ্বারা
ii. রুপার মোহর দ্বারা
iii. জলপাই দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯. মক্কায় যাবার সময় আলী কোজাই তার সমস্ত অর্থ কার কাছে রেখে গিয়েছিল?
Ο ক)  নাজিমের কাছে
Ο খ)  নাজিমের স্ত্রীর কাছে
Ο গ)  খলিফার কাছে
Ο ঘ)  নিজের স্ত্রীর কাছে

  সঠিক উত্তর: (ক)

৫০. নাজিম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৫১. আলী কোজাই কত বছর আগে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল?
Ο ক)  এক বছর
Ο খ)  দু বছর
Ο গ)  তিন বছর
Ο ঘ)  পাঁচ বছর

  সঠিক উত্তর: (খ)

৫২. আলী কতদিন আগে কলসীটি নাজিমের কাছে দিয়েছিল?
Ο ক)  প্রায় ৬ মাস আগে
Ο খ)  প্রায় ২ বছর আগে
Ο গ)  প্রায় ১ বছর আগে
Ο ঘ)  প্রায় দেড় বছর আগে

  সঠিক উত্তর: (খ)

৫৩. ‘কী দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়া?’- উক্তিটি কে করেছিল?
Ο ক)  আলী কোজাই
Ο খ)  নাজিম
Ο গ)  নাজিমের স্ত্রী
Ο ঘ)  কিশোর কাজি

  সঠিক উত্তর: (গ)

৫৪. কয়েকজন বালক কীসের আলোতে বসে খেলা করছিল?
Ο ক)  সূর্যের আলো
Ο খ)  বৈদ্যুতিক আলো
Ο গ)  তারার আলো
Ο ঘ)  চাঁদের আলো

  সঠিক উত্তর: (ঘ)

৫৫. কাজি কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি
Ο খ)  ফারসি
Ο গ)  হিন্দি
Ο ঘ)  উর্দু

  সঠিক উত্তর: (ক)

৫৬. জলপাই যত্নে রাখলে কত দিন পর্যন্ত ভালো থাকে?
Ο ক)  দু মাস
Ο খ)  চার মাস
Ο গ)  বড়জোর ছয় মাস
Ο ঘ)  তিন মাস

  সঠিক উত্তর: (গ)

৫৭. ‘আমাদের ঘরেই তো জলপাই আছে’-কথাটি কে বলেছিল?
Ο ক)  আলী কোজাই
Ο খ)  নাজিম
Ο গ)  নাজিমের স্ত্রী
Ο ঘ)  ব্যবসায়ী

  সঠিক উত্তর: (খ)

৫৮. আলী কোজাইয়ের বিশ্বস্ত বন্ধুর নাম কী?
Ο ক)  নিজাম
Ο খ)  হারুন
Ο গ)  নাজিম
Ο ঘ)  রশীদ

  সঠিক উত্তর: (গ)

৫৯. সঞ্চিত অর্থ নিরাপদ আশ্রয়ে রাখতে প্রতিবেশীরা আলীকে পরামর্শ দিল, অর্থগুলো-

i. খলিফা নিকট রাখতে
ii. মাটির নিচে পুঁতে রাখতে
iii. বিশ্বস্ত বন্ধুর কাছে রাখতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৬০. মোহরগুলো ফিরে পাওয়ার জন্য আলী কোজাই-
i. বন্ধুকে অনুরোধ করল
ii. বন্ধুকে ভয় দেখাল
iii. কাজির দরবারে নালিশ করল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬১. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
Ο ক)  শাস্তি প্রদানের কৌশল
Ο খ)  বিচার করার কৌশল
Ο গ)  সত্য উদ্‌ঘাটনের কৌশল
Ο ঘ)  রায় দেওয়ায় কৌশল

  সঠিক উত্তর: (গ)

৬২. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক)  বাগদাদের
Ο খ)  ইরানের
Ο গ)  বাহরাইনের
Ο ঘ)  সৌদি আরবের

  সঠিক উত্তর: (ক)

৬৩. বালকেরা কী করতে আনন্দিত মনে রাজি হলো?
Ο ক)  পুরস্কার গ্রহণ করতে
Ο খ)  খেলাধুলা করতে
Ο গ)  আলী ও নাজিমের বিচার করতে
Ο ঘ)  খলিফা হারুন-অর-রশীদের সাথে সাক্ষাৎ করতে

  সঠিক উত্তর: (গ)

৬৪. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক)  তিন
Ο খ)  চার
Ο গ)  পাঁচ
Ο ঘ)  ছয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৫. যত্নে রাখলে জলপাই বড়জোর কত দিন টাটকা বা ভালো থাকে?
Ο ক)  তিন মাস
Ο খ)  ছয় মাস
Ο গ)  নয় মাস
Ο ঘ)  বারো মাস

  সঠিক উত্তর: (খ)

৬৬. ‘কিশোর কাজি’ গল্পটি কোন কাহিনি অবলম্বনে লেখা হয়েছে?
Ο ক)  শাহনামা
Ο খ)  আরব্য উপন্যাস
Ο গ)  মৈমনসিংহ গীতিকা
Ο ঘ)  রুবািইয়াত-এ ওমর খৈয়াম

  সঠিক উত্তর: (খ)

৬৭. খলিফা বালকের কীসের দায়িত্ব নিলেন?
Ο ক)  হাত খরচের
Ο খ)  চিকিৎসার
Ο গ)  শিক্ষার
Ο ঘ)  খাওয়া পড়ার

  সঠিক উত্তর: (গ)

৬৮. আলী কোজাই মক্কায় যেতে চাইল কেন?
Ο ক)  ব্যবসার কাজে
Ο খ)  ভ্রমণ করতে
Ο গ)  বন্ধুর খোঁজে
Ο ঘ)  হজ করতে

  সঠিক উত্তর: (ঘ)

৬৯. খলিফা হারুন-অর-রশীদ কার সাথে অভ্যাসমতো বেড়াতে বের হতেন?
Ο ক)  সেনাপতির সাথে
Ο খ)  আলী কোজাইয়ের সাথে
Ο গ)  উজিরের সাথে
Ο ঘ)  সভাসদবৃন্দের সাথে

  সঠিক উত্তর: (গ)

৭০. অনেক চিন্তাভাবনা করে আলী কী কিনল?
Ο ক)  জমি
Ο খ)  বাড়ি
Ο গ)  কলসি
Ο ঘ)  জলপাই

  সঠিক উত্তর: (গ)

৭১. বালকেরা আলী-নাজিমের বিচার খেলে কেন?
Ο ক)  দোষীকে চিহ্নিত করার জন্য
Ο খ)  খলিফাকে দেখানোর জন্য
Ο গ)  আনন্দ পাওয়া রজন্য
Ο ঘ)  পূর্ণিমা রাতের আলো উপভোগ করার জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৭২. খলিফা হারুন-অর-রশিদ কার সাথে বেড়াতে বের হয়েছিলেন?
Ο ক)  মন্ত্রির সাথে
Ο খ)  উজিরের সাথে
Ο গ)  কাজির সাথে
Ο ঘ)  সেনাপতির সাথে

  সঠিক উত্তর: (খ)

৭৩. নাজিম আলী কোজাইয়ের ফিরে না আসার ব্যাপারে কী সন্দেহে প্রকাশ করল?
Ο ক)  সে জীবিত আছে কিনা
Ο খ)  সে ফিরে আসতে আগ্রহী কিনা
Ο গ)  সে নিখোঁজ হয়েছে কিনা
Ο ঘ)  সে পথ ভুল করছে কিনা

  সঠিক উত্তর: (ক)

৭৪. দরবারসুদ্ধ সব মানুষ কিশোর কাজির প্রশংসা করে কেন?
Ο ক)  কিশোর কাজির বিচারব্যবস্থা দেখে
Ο খ)  নাজিম মোহর ফেরত দেয় বলে
Ο গ)  নাজিম দোষ স্ত্রীকার করে বলে
Ο ঘ)  আলী খুশি হয় বলে

  সঠিক উত্তর: (ক)

৭৫. কে মিথ্যাবাদী নাজিমের বিচার করেছিল?
Ο ক)  বালক
Ο খ)  খলিফা
Ο গ)  উজির
Ο ঘ)  প্রজারা

  সঠিক উত্তর: (ক)

৭৬. দরবার, নালিশ কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি
Ο খ)  ফারসি
Ο গ)  ফরাসি
Ο ঘ)  হিন্দি

  সঠিক উত্তর: (খ)

৭৭. বন্ধু মোহরগুলো রেখে দেওয়ার মধ্যে নাজিমের যে পরিচয় ফুটে ওঠে-
i. বিশ্বাসভঙ্গকারী
ii. লোভী
iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক)  বাগদাদের
Ο খ)  ইরানের
Ο গ)  বাহরাইনের
Ο ঘ)  সৌদি আরবের

  সঠিক উত্তর: (ক)

৭৯. আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল?
Ο ক)  মোহরের কলসি
Ο খ)  সঞ্চিত সম্পদ
Ο গ)  জলপাইয়ের কলসি
Ο ঘ)  জমির দলিল

  সঠিক উত্তর: (গ)

৮০. জলপাইয়ের কলসিতে মোহর রাখার মাধ্যমে আলী কোজাইয়ের কোন মানসিকতা ধরা পড়ে?
Ο ক)  সত্য গোপনে সুচতুর
Ο খ)  সম্পদের প্রতি উদাসীন
Ο গ)  রক্ষণাবেক্ষণে পারদর্শী
Ο ঘ)  বন্ধুর প্রতি অবিশ্বাসী

  সঠিক উত্তর: (গ)

৮১. বন্ধু কোজাই-এর মোহরগুলো ফিরিয়ে না দিয়ে নাজিম কী করেছে?
Ο ক)  বন্ধুত্বের অমর্যাদা
Ο খ)  আমানতের খেয়ানত
Ο গ)  কপটতা
Ο ঘ)  সঠিক কাজ

  সঠিক উত্তর: (খ)

৮২. ‘বিস্মৃত’ শব্দের অর্থ কী?
Ο ক)  অবাক
Ο খ)  নির্বাক
Ο গ)  বিবর্ণ
Ο ঘ)  বিষাদ

  সঠিক উত্তর: (ক)

৮৩. আলী ও নাজিমের সমস্যার প্রকৃত সমাধান দেয় কে?
Ο ক)  খলিফা
Ο খ)  বালক
Ο গ)  কাজি
Ο ঘ)  পুলিশ

  সঠিক উত্তর: (খ)

৮৪. খলিফা ও উজির বালকের কোন গুণটি দেখে বিস্মিত হলেন?
Ο ক)  আলী কোজাই
Ο খ)  নাজিম
Ο গ)  নাজিমের স্ত্রী
Ο ঘ)  ব্যবসায়ী

  সঠিক উত্তর: (খ)

৮৫. আলীর মোহরগুলো নাজিম কোথায় রেখেছিল?
Ο ক)  মাটির নিচে
Ο খ)  থলেতে
Ο গ)  সিন্ধুকে
Ο ঘ)  বড় কলসিতে

  সঠিক উত্তর: (গ)

৮৬. বিচারালয়ে বহু মানুষের ভিড় হওয়ার কারণ কী?
Ο ক)  মানুষ বিচাকার্য দেখতে পছন্দ করে
Ο খ)  একজন বালক বিচারকার্য পরিচালনা করছেন বলে
Ο গ)  মানুষ আলী কোজাইকে ভালোবাসত বলে
Ο ঘ)  সাক্ষীর জন্য বহু মানুষের প্রয়োজন বলে

  সঠিক উত্তর: (খ)

৮৭. নাজিকম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৮৮. আলী কলসিটি কী দিয়ে পূর্ণ করল?
Ο ক)  জাম
Ο খ)  বড়েই
Ο গ)  লিচু
Ο ঘ)  জলপাই

  সঠিক উত্তর: (ঘ)

৮৯. নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছে হয়েছিল?
Ο ক)  আপেল
Ο খ)  জলপাই
Ο গ)  খেজুর
Ο ঘ)  কাঁঠাল

  সঠিক উত্তর: (খ)

৯০. আলী কোথা থেকে টাকা সঞ্চয় করেছিলেন?
i. পৈতৃক সম্পত্তি থেকে
ii. পরিশ্রম করে
iii. ব্যবসা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৯১. আলী বন্ধুর কাছ থেকে কোন বিষয়টি লুকাল?
Ο ক)  হজে যাওয়ার বিষয়টি
Ο খ)  কলসিতে মোহর রাখার বিষয়টি
Ο গ)  জলপাই রাখার বিষয়টি
Ο ঘ)  মক্কায় যাবার বিষয়টি

  সঠিক উত্তর: (খ)

৯২. ‘জীবিত আছে কিনা কে জানে?”- কার কথা বলা হয়েছে?
Ο ক)  নাজিম
Ο খ)  খলিফা হারুন-অর-রশিদ
Ο গ)  আলী কোজাই
Ο ঘ)  নাজিমের স্ত্রী

  সঠিক উত্তর: (গ)

৯৩. কলসির মুখ খুলে নাজিম কী দেখল?
Ο ক)  সব জলপাই পঁচে গেছে
Ο খ)  কলসির ভেতর কিছুই নেই
Ο গ)  কলসির ভেতর অর্থ রয়েছে
Ο ঘ)  জলপাইয়ে পোকা ধরে গেছে

  সঠিক উত্তর: (ক)

৯৪. আলী কত দিন আগে কলসিটি নাজিমের কাছে দিয়েছিল?
Ο ক)  প্রায় ৬ মাস আগে
Ο খ)  প্রায় ২ বছর আগে
Ο গ)  প্রায় ১ বছর আগে
Ο ঘ)  প্রায় দেড় বছর আগে

  সঠিক উত্তর: (খ)

৯৫. ঘুরতে বেড়িয়ে খলিফা একস্থান কী দেখতে পেলেন?
Ο ক)  কতগুলো বালক মারামারিকরছে
Ο খ)  কতগুলো বালক ছুটোছুটি করছে
Ο গ)  কতগুলো বালক ঝগড়া করছে
Ο ঘ)  কতগুলো বালক খেলা করছে

  সঠিক উত্তর: (ঘ)

৯৬. আলী কোজাই টাকা সঞ্চয় করেছিল-
i. পৈত্রিক সম্পত্তি থেকে
ii. পরিশ্রম করে
iii. ব্যবসা করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৯৭. কলিফা বালকের কিসের দায়িত্ব নিলেন?
Ο ক)  হাতখরচের
Ο খ)  চিকিৎসার
Ο গ)  শিক্ষার
Ο ঘ)  খাওয়া-পরার

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
মুরাদ তার বন্ধু আসাদকে কিছু টাকা ধার দিল। প্রয়োজন পড়ায় মুরাদ টাকাটা ফেরত চাইলে আসাদ টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করল।
৯৮. উদ্দীপকের আসাদের সাথে “কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
Ο ক)  নাজিম
Ο খ)  কাজি
Ο গ)  আলী
Ο ঘ)  হারুন-অর-রশীদ

  সঠিক উত্তর: (ক)

৯৯. আসাদ ও উক্ত চরিত্রের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য উপস্থিত?
i. প্রতারণা
ii. চতুরতা
iii. মিথ্যাবদিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

আনন্দপাঠ : রাজকুমার ও ভিখারির ছেলে



১. রাজকুমারকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছিল কে?
Ο ক)  ফাদার এন্ড্রু
Ο খ)  সৈনিক
Ο গ)  সন্ন্যাসী
Ο ঘ)  টম ক্যান্টি

  সঠিক উত্তর: (খ)

২. টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক)  লন্ডন বিজ্রের কাছে
Ο খ)  ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ)  বস্তির বাইরে
Ο ঘ)  রেলস্টেশনের ভেতরে

  সঠিক উত্তর: (ক)

৩. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক)  উইলিয়াম মেক্সপিয়ার
Ο খ)  ওয়াশিংটন আরভিং
Ο গ)  মার্ক টোয়েন
Ο ঘ)  লেভ তলস্তয়

  সঠিক উত্তর: (গ)

৪. আলমারি, সরাইখানা যথাক্রমে কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি, ফারসি
Ο খ)  ফরাসি, আরবি
Ο গ)  আরবি, হিন্দি
Ο ঘ)  আরবি, ফরাসি

  সঠিক উত্তর: (ক)

৫. সন্ন্যাসী আসল রাজকুমারকে তাঁর কী পরিচয় দিলেন?
Ο ক)  ভিক্ষুক
Ο খ)  চোর
Ο গ)  ডাকাত সর্দার
Ο ঘ)  ফেরেস্তা

  সঠিক উত্তর: (ঘ)

৬. সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন?
Ο ক)  কৃতজ্ঞতার
Ο খ)  অকৃতজ্ঞতার
Ο গ)  বুদ্ধিমত্তার
Ο ঘ)  বোকামির

  সঠিক উত্তর: (ক)

৭. সৈনিককে কয় ঘা বেত লাগানো হলো?
Ο ক)  ১১
Ο খ)  ১২
Ο গ)  ১৩
Ο ঘ)  ১৪

  সঠিক উত্তর: (খ)

৮. ‘‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে নির্দয় প্রকৃতির লোক কারা?
Ο ক)  রাজকুমার ও টম ক্যান্টি
Ο খ)  টম ক্যান্টি ও সৈনিক
Ο গ)  দারোয়ান ও টমের বাবা
Ο ঘ)  ফাদার এন্ড্রু ও টম ক্যান্টি

  সঠিক উত্তর: (গ)

৯. রাজকুমারকে টম-এর বাবার মারধর থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে এলেন?
Ο ক)  টম ক্যান্টি
Ο খ)  ফাদার এন্ড্রু
Ο গ)  টমের মা
Ο ঘ)  সৈনিক

  সঠিক উত্তর: (খ)

১০. বালকের ভাগ্যকে যুবক সৈনিক স্বেচ্ছায় বরণ করে নেওয়ার পর রাজকুমার যা বলেছিল-
i. তুমি সব লোক থেকে মহান
ii. আমি তোমাকে আর্‌ল্‌ খেতাবে ভূষিত করলাম
iii. তোমার কোনো তুলনা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও ii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

১১. রাজকুমার সৈনিককে ক খেতাবে ভূষিত করল?
Ο ক)  নাইট
Ο খ)  ডিউক
Ο গ)  আরল
Ο ঘ)  মাস্টার

  সঠিক উত্তর: (গ)

১২. রাজকুমারকে সাহায্য করেছিল-
i. ফাদার এন্ড্রু
ii. সৈনিক
iii. জন ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৩. অনেক চড়াই উৎরাই পার হয়ে রাজকুমার ও টম ক্যান্টি কী বুঝতে পারল?
Ο ক)  বস্তির জীবন ভালো
Ο খ)  রাজপ্রাসাদের জীবন ভালো
Ο গ)  নিজ নিজ জীবই ভালো
Ο ঘ)  সৈনিকের জীবন ভালো

  সঠিক উত্তর: (গ)

১৪. ক্যান্টি বস্তির লোকদের কাছে কী শিক্ষা নিল?
Ο ক)  চুরি করা
Ο খ)  ভিক্ষা করা
Ο গ)  মারামারি
Ο ঘ)  খেলাধুলা

  সঠিক উত্তর: (খ)

১৫. টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক)  বস্তিতে
Ο খ)  শহরে
Ο গ)  গ্রামে
Ο ঘ)  পাহাড়ে

  সঠিক উত্তর: (ক)

১৬. কয় বছল পর সৈনিকের সাথে তার ভাইয়ের দেখা হলো?
Ο ক)  পায় পাঁচ বছর
Ο খ)  প্রায় ছয় বছর
Ο গ)  প্রায় সাত বছল
Ο ঘ)  প্রয় আট বছর

  সঠিক উত্তর: (গ)

১৭. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক)  রাজা
Ο খ)  যাযাবর
Ο গ)  শিকারি
Ο ঘ)  রাজকুমার

  সঠিক উত্তর: (ঘ)

১৮. ক্যান্টি ফদারের কাছে কোন ভাষা শিখেছিল?
Ο ক)  গ্রিক
Ο খ)  ল্যাটিন
Ο গ)  ফরাসি
Ο ঘ)  জার্মান

  সঠিক উত্তর: (খ)

১৯. রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক)  শোকসভা
Ο খ)  বিক্ষোভ মিছিল
Ο গ)  সমাবেশ
Ο ঘ)  উৎসব মিছিল

  সঠিক উত্তর: (ঘ)

২০. নদীর এপারে কহে ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।
উদ্ধৃতাংশের সাথে কোন চরিত্রের মনোভাবর মিল রয়েছে?
Ο ক)  এডওয়ার্ড
Ο খ)  হাটফোর্ড
Ο গ)  এন্ড্রু
Ο ঘ)  টম ক্যান্টি

  সঠিক উত্তর: (ঘ)

২১. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক)  সন্নাসী
Ο খ)  সন্যাসী
Ο গ)  সন্ন্যাসী
Ο ঘ)  সন্নাসি

  সঠিক উত্তর: (গ)

২২. সৈনিকের নাম কী ছিল?
Ο ক)  মিলস
Ο খ)  টমাস
Ο গ)  ডেভিস
Ο ঘ)  জেমস

  সঠিক উত্তর: (ক)

২৩. নৈসিকটি আসল রাজকুমারকে কোথায় নিয়ে গেল?
Ο ক)  পাজপ্রাসাদে
Ο খ)  বস্তিতে
Ο গ)  লন্ডন ব্রিজে
Ο ঘ)  সরাইখানায়

  সঠিক উত্তর: (ঘ)

২৪. রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
Ο ক)  লর্ড হার্টফোর্ড
Ο খ)  ফাদার এন্ড্রু
Ο গ)  নরফোকের ডিউক
Ο ঘ)  লর্ড চেন্সেলের

  সঠিক উত্তর: (গ)

২৫. রাজকুমার বার বার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক)  দুর্ব্যবহার করায়
Ο খ)  ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ)  মূর্খ হওয়ায়
Ο ঘ)  পাগলামি করায়

  সঠিক উত্তর: (খ)

২৬. টম ক্যান্টি কী হবার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক)  রাজা
Ο খ)  যাযাবর
Ο গ)  শিকারী
Ο ঘ)  রাজকুমার

  সঠিক উত্তর: (ঘ)

২৭. রাজকুমার ও টম কী বদল করল?
Ο ক)  বাঁশি
Ο খ)  পোশাক
Ο গ)  সরাইকানা
Ο ঘ)  বিদ্যালয়

  সঠিক উত্তর: (ক)

২৮. রাজকুমার বারবার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক)  দুর্ব্যবহার করায়
Ο খ)  ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ)  মূর্খ হওয়ায়
Ο ঘ)  পাগলামি করায়

  সঠিক উত্তর: (খ)

২৯. সৈনিকের নাম কী ছিল?
Ο ক)  মিলস
Ο খ)  টমাস
Ο গ)  ডেভিস
Ο ঘ)  জেমস

  সঠিক উত্তর: (ক)

৩০. রাজার পরামর্শদাতা কে ছিলেন?
Ο ক)  ডিউক অব নরফোক
Ο খ)  লর্ড চেন্সেলর
Ο গ)  লর্ড হাটফোর্ড
Ο ঘ)  ফাদর এন্ড্রু

  সঠিক উত্তর: (খ)

৩১. টম সবসময় কীসের স্বপ্নে বিভোর হয়ে থাকত?
Ο ক)  রাজা আর রাজকুমারের
Ο খ)  পরীদের
Ο গ)  পাতালপুরীর
Ο ঘ)  রাজপ্রাসাদের

  সঠিক উত্তর: (ক)

৩২. আপনার জীবন কী সুখের? এখানে যার জীবনের কথা বলা হয়েছে-
i. টম ক্যান্টির
ii. সৈনিকের
iii. রাজকুমারের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৩. হোস্টেলের ছেলেমেরা রাজকুমারকে কী করল?
Ο ক)  মাধর করল
Ο খ)  পুকুরে ছুড়ে ফেলল
Ο গ)  নদীতে ছুড়ে ফেলল
Ο ঘ)  আপ্যায়ন করল

  সঠিক উত্তর: (খ)

৩৪. টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক)  দুইবার
Ο খ)  তিনবার
Ο গ)  চারবার
Ο ঘ)  পাঁচবার

  সঠিক উত্তর: (খ)

৩৫. গভীর রাতে টমের বাবা কিসের খবর পেলেন?
Ο ক)  টম ক্যান্টির পালানোর
Ο খ)  দেশের রাজার মৃত্যুর
Ο গ)  ফাদার এন্ড্রুর অসুস্থতার
Ο ঘ)  রাজকুমারের অভিষেকের

  সঠিক উত্তর: (গ)

৩৬. সৈনিকের বাগদত্তার নাম কী?
Ο ক)  লেডি এডিথ
Ο খ)  লেডি এলিনা
Ο গ)  লেডি এরিনা
Ο ঘ)  লেডি এডেন

  সঠিক উত্তর: (ক)

৩৭. টম কী রকম ছেলে?
Ο ক)  ভ্রমণবিলাসী
Ο খ)  কল্পনাবিলাসী
Ο গ)  দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ)  বিদ্যানুরাগী

  সঠিক উত্তর: (খ)

৩৮. টমকে ল্যাটিন ভাষায় প্রশ্ন করা হয়েছিল কেন?
Ο ক)  ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য
Ο খ)  স্মৃতিশক্তি পরীক্ষার উদ্দেশ্যে
Ο গ)  সত্যিকার পরিচয় পাওয়া জন্য
Ο ঘ)  অন্য ভাষায় দক্ষতা না থাকায়

  সঠিক উত্তর: (গ)

৩৯. রাজকুমার কার কাছে বিদ্যা শিক্ষা নিতে লাগলেন?
Ο ক)  পন্ডিতের
Ο খ)  রাজার
Ο গ)  মন্ত্রীর
Ο ঘ)  যাজকের

  সঠিক উত্তর: (ক)

৪০. ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী করার শিক্ষা নিল?
Ο ক)  যুদ্ধ
Ο খ)  গান
Ο গ)  চুরি
Ο ঘ)  ভিক্ষা

  সঠিক উত্তর: (ঘ)

৪১. টম ক্যান্টির জন্মের পর তার বাবা-মা খুশি হলো না কেন?
Ο ক)  পুত্র সন্তান জন্মের কারণে
Ο খ)  অনেক সন্তান থাকার কারণে
Ο গ)  রাজার ভয়ে
Ο ঘ)  দরিদ্রতার কারণে

  সঠিক উত্তর: (ঘ)

৪২. চোরের আস্তানায় রাজকুমারের সঙ্গী ছেলেটির নাম কী?
Ο ক)  রবিন
Ο খ)  ফ্রাইডে
Ο গ)  হিউগস
Ο ঘ)  ব্যাসানিও

  সঠিক উত্তর: (ক)

৪৩. কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
Ο ক)  টম ক্যান্টি
Ο খ)  ফাদার এন্ড্রু
Ο গ)  জন ক্যান্টি
Ο ঘ)  রাজকুমার এডওয়ার্ড

  সঠিক উত্তর: (ঘ)

৪৪. ‘হেনডেল হল’ কার বাড়ি ছির?
Ο ক)  ডিউকের
Ο খ)  সৈনিকের
Ο গ)  সন্ন্যাসীর
Ο ঘ)  ফাদারের

  সঠিক উত্তর: (খ)

৪৫. টমের মা টমের বেশে থাকা রাজকুমারের আচরণের জন্য কাকে দায়ী করল?
Ο ক)  পড়াশুনাকে
Ο খ)  ঘোরাঘুরিকে
Ο গ)  খেলাধুলাক
Ο ঘ)  নাচ-গানকে

  সঠিক উত্তর: (ক)

৪৬. কোন শতকে টম ক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করে?
Ο ক)  চতুর্দশ
Ο খ)  পঞ্চদশ
Ο গ)  ষোড়শ
Ο ঘ)  সপ্তদশ

  সঠিক উত্তর: (গ)

৪৭. ‘বন্যেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- এই বিষয়টি ফুটে উঠেছে কোন গল্পে?
Ο ক)  রিপভ্যান উইংকেল
Ο খ)  সাড়ে তিন হাত জমি
Ο গ)  মার্চেন্ট অব ভেনিস
Ο ঘ)  রাজকুমার ও ভিখারির ছেলে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮. রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
Ο ক)  খড়ের বিছানায়
Ο খ)  গাছের নিচে
Ο গ)  গোয়াল ঘরে
Ο ঘ)  বাড়ির ছাদে

  সঠিক উত্তর: (ক)

৪৯. কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল এবং নানা আনন্দ উৎসবের আয়োজন হলো?
Ο ক)  টম ক্যান্টির
Ο খ)  জন ক্যান্টির
Ο গ)  এডওয়ার্ডের
Ο ঘ)  লর্ড হার্ডফোর্ডের

  সঠিক উত্তর: (গ)

৫০. টম-এর বাবা রাজকুমারকে ভিক্ষা করাতে রাজি করার জন্য কী করল?
Ο ক)  মারধর করল
Ο খ)  ভয় দেখাল
Ο গ)  গুদাম ঘরে আটকিয়ে রাখল
Ο ঘ)  চাবুক মারল

  সঠিক উত্তর: (গ)

৫১. টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক)  লন্ডন বিজ্রের কাছে
Ο খ)  ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ)  বস্তির বাইরে
Ο ঘ)  রেস্টেশনের ভেতরে

  সঠিক উত্তর: (ক)

৫২. টম হাঁটতে হাঁটতে সুন্দর অট্টালিকার সামনে এসে পড়লে গেটের দারোয়ান তাকে কী করল?
Ο ক)  পদাঘাত করল
Ο খ)  কষে চড় দিল
Ο গ)  সম্মান প্রদর্শন করল
Ο ঘ)  তাড়িয়ে দিল

  সঠিক উত্তর: (ক)

৫৩. ক্যান্টি কার কাছ থেকে কিছু লেখাপড়া শিখেছিল?
Ο ক)  ফাদার এন্ড্রু
Ο খ)  ফাদার চার্লস
Ο গ)  ফাদার উইলিয়াম
Ο ঘ)  ফাদার ডেভিস

  সঠিক উত্তর: (ক)

৫৪. টম ক্যান্টি কোথায় জন্মগ্রহণ করে?
Ο ক)  লন্ডনের এক প্রাসাদে
Ο খ)  লন্ডনের এক বস্তিতে
Ο গ)  লন্ডনের বিখ্যাত হাসপাতালে
Ο ঘ)  লন্ডনের রাজপরিবারে

  সঠিক উত্তর: (খ)

৫৫. রাজকুমারের সঙ্গী ভিক্ষুক ছেলেটির নাম কী?
Ο ক)  মিলস
Ο খ)  হেনরি
Ο গ)  হাটফার্ড
Ο ঘ)  হিউগ্‌স

  সঠিক উত্তর: (ঘ)

৫৬. রাজকুমার যে প্রাসাদে বাস করত তার নামক কী?
Ο ক)  ওয়েস্ট মিনিস্টার প্যালেস
Ο খ)  হোয়াইট হাউস
Ο গ)  বাকিংহাম প্যালেস
Ο ঘ)  গভর্নমেন্ট হাউস

  সঠিক উত্তর: (ক)

৫৭. টম ক্যান্টির বাবার নাম কী?
Ο ক)  ডেভিড ক্যান্টি
Ο খ)  টমাস ক্যান্টি
Ο গ)  জন ক্যান্টি
Ο ঘ)  উইলিয়াম ক্যান্টি

  সঠিক উত্তর: (গ)

৫৮. ছদ্মাবেশী রাজকুমারকে আনন্দিত রাখার জন্য কোথায় নিয়ে যাওয়া হলো?
Ο ক)  রাজ্য ভ্রমণে
Ο খ)  শিকারে
Ο গ)  নৌবিহারে
Ο ঘ)  সমুদ্র ভ্রমণে

  সঠিক উত্তর: (গ)

৫৯. পুলিশ এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক)  হেনডন হলে
Ο খ)  রাজপ্রাসাদে
Ο গ)  জেলখানায়
Ο ঘ)  বস্তিতে

  সঠিক উত্তর: (গ)

৬০. মাথার উপর হাত রেখে ঘুমানো কার অভ্যাস?
Ο ক)  টম ক্যান্টির
Ο খ)  জন ক্যান্টির
Ο গ)  রাজকুমার এডওয়ার্ডের
Ο ঘ)  রাজা এডওয়ার্ড টিউডরের

  সঠিক উত্তর: (ক)

৬১. ষোড়শ শতাব্দীতে একই সময়ে একই দিন জন্গ্রহণ করেন-
i. রাজকুমার এডওয়ার্ড
ii. ফাদার এন্ড্রু
iii. টম ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৬২. টম কী রকম ছেলে?
Ο ক)  ভ্রমণবিলাসী
Ο খ)  কল্পনাবিলাসী
Ο গ)  দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ)  বিদ্যানুরাগী

  সঠিক উত্তর: (খ)

৬৩. হেনডেন কী?
Ο ক)  সৈনিকের নাম
Ο খ)  শহরের নাম
Ο গ)  সৈনিকের বাবার নাম
Ο ঘ)  সৈনিকের বাড়ির নাম

  সঠিক উত্তর: (ঘ)

৬৪. চোরের দলের মাতব্বর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক)  টম ক্যান্টি
Ο খ)  ফুফু দি ফাস্ট
Ο গ)  হিউগস
Ο ঘ)  এডওয়ার্ড

  সঠিক উত্তর: (খ)

৬৫. টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক)  বস্তিতে
Ο খ)  শহরে
Ο গ)  গ্রামে
Ο ঘ)  পাহাড়ে

  সঠিক উত্তর: (ক)

৬৬. টম কী রকম ছেলে?
Ο ক)  ভ্রমণ বিলাসী
Ο খ)  কল্পনাবিলাসী
Ο গ)  বিদ্যানুরাগী
Ο ঘ)  দায়িত্বজ্ঞানহীন

  সঠিক উত্তর: (খ)

৬৭. েএডওয়ার্ড টিউডর কোন দেশের রাজা ছিলেন?
Ο ক)  ভুটান
Ο খ)  ফ্রান্স
Ο গ)  ইংল্যান্ড
Ο ঘ)  নেপাল

  সঠিক উত্তর: (গ)

৬৮. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক)  উইলিয়াম শেকসপিয়র
Ο খ)  ওয়াশিংটন আরভিং
Ο গ)  মার্ক টোয়েন
Ο ঘ)  লেভ তলস্তয়

  সঠিক উত্তর: (গ)

৬৯. চোরের দলের মাতবর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক)  টম ক্যান্টি
Ο খ)  হিউগস
Ο গ)  ফুফু দি ফাস্ট
Ο ঘ)  রাজকুমার এডওয়ার্ড

  সঠিক উত্তর: (গ)

৭০. টমের কীভাবে ঘুমানের অভ্যাস?
Ο ক)  হাত মাথার উপর রেখে
Ο খ)  পায়ের উপর পা রেখে
Ο গ)  ডানদিকে কাত হয়ে
Ο ঘ)  বাঁদিকে কাত হয়ে

  সঠিক উত্তর: (ক)

৭১. রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
Ο ক)  রাজকুমার পরিচয় দেওয়অয়
Ο খ)  বাঁশি বাজাচ্ছিল বলে
Ο গ)  ছেলেমেয়েদের মারতে আসায়
Ο ঘ)  পোশাক বদল করেছিল বলে

  সঠিক উত্তর: (ক)

৭২. রাজকুমার টমের বাবার কাছে নিজেকে কী বলে পরিচয় দিল?
Ο ক)  প্রিন্স অব ওয়াশিংটন
Ο খ)  প্রিন্স অব ব্রালস
Ο গ)  প্রিন্স অব ওয়েলেস
Ο ঘ)  প্রিন্স অব ওয়েলিংটন

  সঠিক উত্তর: (গ)

৭৩. রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক)  মোকসভা
Ο খ)  বিক্ষোভ মিছিল
Ο গ)  সমাবেশ
Ο ঘ)  উৎসব মিছিল

  সঠিক উত্তর: (ঘ)

৭৪. জন ক্যান্টি রাগের মাথায় কাকে এক ঘা বসিয়ে দিল?
Ο ক)  টম ক্যান্টিকে
Ο খ)  রাজকুমার এডওয়ার্ডকে
Ο গ)  ফাদার এন্ড্রুকে
Ο ঘ)  লর্ড হাটফোর্ডকে

  সঠিক উত্তর: (গ)

৭৫. সমবয়সী বন্ধুদের কাছ ক্যান্টি কী হিসেবে পরিচিত হতে চাইত?
Ο ক)  সৈনিক
Ο খ)  গায়ক
Ο গ)  রাজকুমার
Ο ঘ)  শিকারি

  সঠিক উত্তর: (গ)

৭৬. পুলিশ� এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক)  হেনডন হলে
Ο খ)  রাজপ্রাসাদে
Ο গ)  জেলখানায়
Ο ঘ)  বস্তিতে

  সঠিক উত্তর: (গ)

৭৭. ‘‘সেখানকার ছেলেমেয়েরা বেশ মজা পেল।”- এখানে কোন ছেলেমেয়েদের কথা বলা হয়েছে?
Ο ক)  হোস্টেলের
Ο খ)  স্কূলের
Ο গ)  বস্তির
Ο ঘ)  রাজপ্রাসাদের

  সঠিক উত্তর: (ক)

৭৮. রাজকুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?
Ο ক)  বন্ধুত্বের নিদর্শন স্বরূপ
Ο খ)  একের পোশাক অন্যের ভালো লাগায়
Ο গ)  একের জীবন অন্যের ভালো লাগায়
Ο ঘ)  ছদ্মবেশ ধারণ করার জন্য

  সঠিক উত্তর: (গ)

৭৯. টম ক্যান্টির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. সে ছিল কল্পনাবিলাসী
ii. সে কিছুদিন রাজকুমারের মর্যাদা পেয়েছিল
iii.
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৮০. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটিতে কোন শতাব্দীর কথা বলা হয়েছে?
Ο ক)  পঞ্চদশ শতাব্দী
Ο খ)  ষোড়শ শতাব্দী
Ο গ)  সপ্তদশ শতাব্দী
Ο ঘ)  অষ্টাদশ শতাব্দী

  সঠিক উত্তর: (খ)

৮১. চোরের আস্তানায় রাজকুমারকে কী নামকরণ করল?
Ο ক)  রবিন
Ο খ)  ফ্রাইডে
Ο গ)  ফুফু ‍দি ফাস্ট
Ο ঘ)  ব্যাসনিও

  সঠিক উত্তর: (গ)

৮২. পোশাক বদলের পর রাজকুমার ও টম ক্যান্টিকে চিনতে সবার ভূল হলো কেন?
Ο ক)  তাদের চেহারাও বদল হয়ে যায়
Ο খ)  তাদের চেহারা একই রকম ছিল বলে
Ο গ)  তারা অসংলগ্ন আচরণ করছিল বলে
Ο ঘ)  পোশাক দ্বারাই তারা আলাদাভাবে পরিচিত ছিল

  সঠিক উত্তর: (খ)

৮৩. রাজকুমার কাকে তার পাশে বসালেন?
Ο ক)  টম ক্যান্টি
Ο খ)  ফাদার এন্ড্রু
Ο গ)  মিলস হেনডেন
Ο ঘ)  হাটফোর্ড

  সঠিক উত্তর: (গ)

৮৪. রাজকুমারের জন্মে রাজ্যময় আনন্দ কেন?
Ο ক)  রাজার উত্তরসূরির আগমন
Ο খ)  সুন্দর সন্তান
Ο গ)  নতুন সন্তান
Ο ঘ)  প্রথম সন্তান

  সঠিক উত্তর: (ক)

৮৫. টম ক্যান্টি নতুন রাজা হলে তার রাজ্য যেমন হবে বলে ঘোষণা করল-
i. দয়ার
ii. ক্ষমার
iii. রক্তপাতহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬. টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক)  দুইবার
Ο খ)  তিনবার
Ο গ)  চারবার
Ο ঘ)  পাঁচবার

  সঠিক উত্তর: (খ)

৮৭. ক্যান্টির সাথ প্রাসাদের দারোয়ান যা করল-
i. ঘাড়ে পাদাঘাত করল
ii. সরে পড়তে বলল
iii. কশাঘাত করল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৮৮. টম ক্যান্টি ফাদার এন্ড্রুর কাছে কী শিখছিল?
Ο ক)  ইংরেজি
Ο খ)  গ্রিক
Ο গ)  ল্যাটিন
Ο ঘ)  হিব্রু

  সঠিক উত্তর: (গ)

৮৯. ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী শিক্ষা নিল?
Ο ক)  চুরি করা
Ο খ)  ভিক্ষা করা
Ο গ)  মারামারি
Ο ঘ)  খেলাধুলা

  সঠিক উত্তর: (খ)

৯০. রাজকুমারের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তিনি কী করেছিলেন?
Ο ক)  রাজ্য থেকে বের করে দিয়েছিলেন
Ο খ)  ক্ষমা করে দিয়েছিলেন
Ο গ)  পুস্কার দিয়েছেলেন
Ο ঘ)  শাস্তি দিয়েছিলেন

  সঠিক উত্তর: (ঘ)

৯১. বিচারে মিলের কয়দিনের জেল হবার আদেশ দেয়া হলো?
Ο ক)  দুই দিন
Ο খ)  তিন দিন
Ο গ)  চার দিন
Ο ঘ)  পাঁচ দিন

  সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
একদিন নৌ ভ্রমণে নৌকা ডুবে চেয়ারম্যানের ছেলে হারিয়ে গেলে আশ্রয় পায় এক জেলের ঘরে। নি:সন্তান জেলে তাকে লালন-পালন করে পিতৃস্নেহে। সেও জেলের সাথে মাছ ধরতে যায়। অনেক দিন পর ধটনাক্রমে চেয়ারম্যান তার ছেলের সন্ধান পায়। সে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসে।
৯২. চেয়ারম্যানের ছেলের সাথে রাজার ছেলে সাদৃশ্য কোথায়?
Ο ক)  দুজনই অবহেলিত
Ο খ)  দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন
Ο গ)  দুজনই মাছ ধরে
Ο ঘ)  দুজনকেই অভিভাবক চিনতে পারে না

  সঠিক উত্তর: (খ)

৯৩. গল্পের কোন দিকটি উদ্দীপক প্রতিফলিত হয়েছে?
i. নাটকীয়তা
ii. ধনী-দরিদ্রের বৈষম্য
iii. পিতা-পুত্রের ভালোবাসার স্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

 

আনন্দপাঠ : রবিনসন ক্রুশো



১. রবিনসনের মতে, বনের পশু উত্তম কেন?
Ο ক)  শান্ত স্বভাবের হওয়ায়
Ο খ)  কৃতঘ্ন হওয়ায়
Ο গ)  লোভী না হওয়ায়
Ο ঘ)  ভয়শূন্য হওয়ায়

  সঠিক উত্তর: (খ)

২. রবিনসন দ্বীপ ছেড়ে আসার সময় সঙ্গে করে কাকে নিয়ে এল?
Ο ক)  ক্যাপ্টেনকে
Ο খ)  ফ্রাইডেকে
Ο গ)  মেটদেরকে
Ο ঘ)  জলদস্যুদের

  সঠিক উত্তর: (খ)

৩. পর্তুগিজ জাহাজ রবিনসনকে কোন বন্দরের নামিয়ে দিল?
Ο ক)  ইয়ারমাউথ বন্দরে
Ο খ)  পর্তুগিজ বন্দারে
Ο গ)  গিনি উপকূলে
Ο ঘ)  ব্রাজিল বন্দরে

  সঠিক উত্তর: (ঘ)

৪. ব্রাজিলে পৌঁছে রবিনসন কী ধরনের কাজ করতো?
Ο ক)  মাছ ধরত
Ο খ)  কৃষি কাজ করত
Ο গ)  শ্রমিকের কাজ করত
Ο ঘ)  জাহাজ চালাত

  সঠিক উত্তর: (খ)

৫. রবিনসন মুর ছেলের সাথে যা করল-
i. ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিল
ii. গুলি করে মারার হুমকি দিল
iii. পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৬. রবিনসন ক্রুশোর ঝোঁক ছিল-
i. পড়ালেখায়
ii. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো
iii. সমুদ্র যাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭. পর্তুগিজ জাহাজ রবিনসনকে কোন বন্দরে নামিয়ে দিল?
Ο ক)  উয়ারমাউথ বন্দরে
Ο খ)  পর্তুগিজ বন্দরে
Ο গ)  গিনি উপকূলে
Ο ঘ)  ব্রাজিল বন্দরে

  সঠিক উত্তর: (ঘ)

৮. রবিনসন কতজন লোককে আগুনের কুন্ডলী ঘিরে জানাল কেন?
Ο ক)  প্রাণে বাঁচানোর জন্য
Ο খ)  খাবার দেয়ার জন্য
Ο গ)  থাকতে দেয়ার জন্য
Ο ঘ)  জাহাজে নেয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৯. কত বছর পর রবিনসন দেশের মাটিতে পা দিল?
Ο ক)  পঁয়ত্রিশ বছর
Ο খ)  চল্লিশ বছর
Ο গ)  পঁয়তাল্লিশ বছর
Ο ঘ)  পঞ্চাশ বছর

  সঠিক উত্তর: (ক)

১০. পালানোর সময় রবিনসন সমুদ্রে কিসের দেখা পেল?
Ο ক)  পর্তুগিজ জাহাজের
Ο খ)  স্প্যানিশ জাহাজের
Ο গ)  দস্যু জাহাজের
Ο ঘ)  ভারতীয় জাহাজের

  সঠিক উত্তর: (ক)

১১. রবিনসন ঐ দ্বীপের ‘মুকুটহীন রাজা’ বলতে কী বোঝানো হয়েছে?
i. দ্বীপের নির্বাচিত অধিপতি
ii. দ্বীপের মালিক
iii. দ্বীপের একচ্ছত্র অধিপতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (গ)

১২. রবিনসন দ্বীপে পৌছার পর প্রথম রাত কোথায় কাটিয়েছিল?
Ο ক)  গাছের উপর
Ο খ)  মাটির উপর
Ο গ)  পাহাড়ের উপর
Ο ঘ)  মাচার উপর

  সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘পাউন্ড’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক)  যুক্তরাষ্ট্র
Ο খ)  যুক্তরাজ্য
Ο গ)  ফ্রান্স
Ο ঘ)  ইটালি

  সঠিক উত্তর: (খ)

১৪. সর্বশেষ দ্বীপে আসা জাহাজের মানুষের দেখে রবিনসনের মনে হলো তারা-
i. শ্বেতাঙ্গ
ii. ইংরেজ
iii. স্বজাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫. নিঝুপ দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
Ο ক)  ২৪ বছর
Ο খ)  ২৬ বছর
Ο গ)  ২৮ বছর
Ο ঘ)  ৩০ বছর

  সঠিক উত্তর: (গ)

১৬. ‘চাঁই’ বলতে কাকে বুঝানো হয়?
Ο ক)  জাহাজের ক্যাপ্টেন
Ο খ)  খালাসিদের ক্যাপ্টেন
Ο গ)  দুষ্টু দলের ক্যাপ্টেন
Ο ঘ)  জাহাজের মেট

  সঠিক উত্তর: (গ)

১৭. রবিনসন সাগরের তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক)  ৩টি
Ο খ)  ৪টি
Ο গ)  ৫টি
Ο ঘ)  ৬টি

  সঠিক উত্তর: (গ)

১৮. ‘বিধিবাম’ বাগধারাটির অর্থ কী?
Ο ক)  বিধি বাম দিকে আছে
Ο খ)  বিধির অনুগ্রহ
Ο গ)  সৌভাগ্য
Ο ঘ)  দুর্ভাগ্য

  সঠিক উত্তর: (ঘ)

১৯. মুর-জলদস্যুরা রবিনসনকে কী করল?
Ο ক)  ক্রীতদাসরূপে বিক্রি করল
Ο খ)  সাহায্য করল
Ο গ)  পানিতে ফেলে দিল
Ο ঘ)  আঘাত করল

  সঠিক উত্তর: (ক)

২০. রবিনসন সাগরের তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক)  পাঁচটি
Ο খ)  ছয়টি
Ο গ)  সাতটি
Ο ঘ)  আটটি

  সঠিক উত্তর: (ক)

২১. রবিনসন কোন শহরের ছেলে ছিল?
Ο ক)  নিউইয়র্ক
Ο খ)  ইয়র্ক
Ο গ)  উনার্ক
Ο ঘ)  উইয়র্ক

  সঠিক উত্তর: (খ)

২২. রবিনসন ছোট থলেটি খুলে তাতে কী দেখতে পেল?
Ο ক)  মুদ্রা
Ο খ)  সোনা
Ο গ)  রূপা
Ο ঘ)  তূষ

  সঠিক উত্তর: (ঘ)

২৩. ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক)  ওকালতি করুক
Ο খ)  ব্যবসায় করুক
Ο গ)  পর্যটক হোক
Ο ঘ)  নাবিক হোক

  সঠিক উত্তর: (ক)

২৪. রবিনসন বালির উপর কী দেখতে পেল?
Ο ক)  তূষ
Ο খ)  পায়ের ছাপ
Ο গ)  ঝিনুক
Ο ঘ)  মই

  সঠিক উত্তর: (খ)

২৫. রবিন নৌকাটি গভীর সমুদ্রে নিয়ে যায় কেন?
Ο ক)  মাছ দরতে
Ο খ)  মুর ছেলেকে সমুদ্রে ফেলতে
Ο গ)  পালিয়ে যেতে
Ο ঘ)  জাল ফেলতে

  সঠিক উত্তর: (খ)

২৬. শেতাঙ্গরা কীভাবে রবিনসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল?
Ο ক)  অনেক অর্থসম্পদ দিয়ে
Ο খ)  রবিনসনের বশ্যতা স্বীকার করে
Ο গ)  রবিনকে তার দেশে ফিরিয়ে নিয়ে
Ο ঘ)  দ্বীপে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে

  সঠিক উত্তর: (গ)

২৭. রবিনসন ছোট থলেটিতে দেখতে পেল?
Ο ক)  মুদ্রা
Ο খ)  সোনা
Ο গ)  রুপা
Ο ঘ)  তূষ

  সঠিক উত্তর: (ঘ)

২৮. ইয়র্ক থেকে লন্ডনে আসার জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
Ο ক)  গিনি উপকূলে
Ο খ)  ব্রাজিল বন্দরে
Ο গ)  ইয়ারমাউথে
Ο ঘ)  ভেনিসে

  সঠিক উত্তর: (গ)

২৯. রবিনসন ও ফ্রাইডে বর্বরদের হাত থেকে কয়জন লোককে উদ্ধার করল?
Ο ক)  একজন
Ο খ)  দুইজন
Ο গ)  তিনজন
Ο ঘ)  চারজন

  সঠিক উত্তর: (খ)

৩০. রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
Ο ক)  সব কাজ করে দতি বলে
Ο খ)  মাছ ধরতে পারত বলে
Ο গ)  গান গাইতে পারত বলে
Ο ঘ)  ভ্রমণের নেশা ছিল বলে

  সঠিক উত্তর: (খ)

৩১. গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
Ο ক)  স্প্যানিশ জলদস্যু
Ο খ)  ইংরেজ জলদস্যু
Ο গ)  পর্তুগিজ জলদস্যু
Ο ঘ)  মরু জলদস্যু

  সঠিক উত্তর: (ঘ)

৩২. রবিনসন পাহাড়ের গায়ে কী লিখে রেখেছিল?
Ο ক)  দিনলিপি
Ο খ)  বন্ধুদের নাম
Ο গ)  তারিখ
Ο ঘ)  কবিতা

  সঠিক উত্তর: (গ)

৩৩. রবিন শক্ত জংলাগাছের কাঠ দিয়ে কী তৈরি করল?
Ο ক)  টেবিল
Ο খ)  শেলফ
Ο গ)  কোদাল
Ο ঘ)  কুড়াল

  সঠিক উত্তর: (গ)

৩৪. যা দেখে রবিনসন ফ্রােইডের উপর খুবই সন্তুষ্ট ছিল-
Ο ক)  সাহস
Ο খ)  ভক্তি ও ভালোবাসা
Ο গ)  বুদ্ধিমত্তা
Ο ঘ)  দৃঢ়চিত্ততা

  সঠিক উত্তর: (খ)

৩৫. রবিনসন ক্রুশো শেতাঙ্গদের জন্য যা করল-
i. তাদের প্রাণে বাঁচাল
ii. জাহাজ ফিরে পেতে সাহায্য করল
iii. দেশে ফিরে যাওয়ার জন্য অর্থসম্পদ দিল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৩৬. রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
Ο ক)  বালিতে পায়েল ছাপ দেখে
Ο খ)  দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
Ο গ)  জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
Ο ঘ)  সাপের উপদ্রব হওয়ায়

  সঠিক উত্তর: (ক)

৩৭. লন্ডনে আসার পর রবিনসনের কার সাথে পরিচয় হয়?
Ο ক)  জাহাজ-মালিক
Ο খ)  জলদস্যু
Ο গ)  অস্ত্র ব্যবসায়ী
Ο ঘ)  ফল-বিক্রেতা

  সঠিক উত্তর: (ক)

৩৮. রবিনসন কতজন লোককে তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল?
Ο ক)  পাঁচটি
Ο খ)  ছয়টি
Ο গ)  সাতটি
Ο ঘ)  আটটি

  সঠিক উত্তর: (ক)

৩৯. ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
Ο ক)  তেরো
Ο খ)  চৌদ্দ
Ο গ)  পনেরো
Ο ঘ)  ষোলো

  সঠিক উত্তর: (খ)

৪০. গিনি উপকূলে ব্যবসার জন্য রবিনসন টাকার ব্যবস্থা করল কীভাবে?
Ο ক)  আত্মীয়েল কাছ থেকে
Ο খ)  বন্ধুদের কাছ থেকে
Ο গ)  জাহাজ মালিকের কাছ থেকে
Ο ঘ)  মা-বাবার কাছ থেকে

  সঠিক উত্তর: (ক)

৪১. ‘রবিনসন ক্রুশো’ গল্পটি লেখা?
Ο ক)  মার্ক টোয়েন
Ο খ)  লেভ তলস্তয়
Ο গ)  ড্যানিয়েল ডিফো
Ο ঘ)  উইলিয়াম শেক্সপিয়র

  সঠিক উত্তর: (গ)

৪২. ‘রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজা’-এখানে ওরা কারা?
Ο ক)  কুকুর-বেড়াল
Ο খ)  হাঁস-মুরগি
Ο গ)  ময়না-শালিক
Ο ঘ)  গরু-ছাগল

  সঠিক উত্তর: (ক)

৪৩. দ্বীপের পাহাড়ের ওপর উঠে রবিনের মনটা দমে গেল-
i. চারপাশ মানবশূন্য থাকায়
ii. নির্জন দ্বীপে অবস্থান করায়
iii. অন্নের সংস্থান না হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৪৪. জাহাজে কারা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দি করে?
Ο ক)  খালাপসিরা
Ο খ)  জলদস্যুরাা
Ο গ)  পর্তুগিজরা
Ο ঘ)  স্থানীয়রা

  সঠিক উত্তর: (ক)

৪৫. ‘ছুতার’ কাদের বলা হয়?
Ο ক)  কাঠমিস্ত্রি
Ο খ)  রাজমিস্ত্রি
Ο গ)  মুচি
Ο ঘ)  কুমোর

  সঠিক উত্তর: (ক)

৪৬. ‘পাউন্ড’ কোন দেশের মুদ্রা?
Ο ক)  ব্রিটেন
Ο খ)  আমেরিকা
Ο গ)  ব্রাজিল
Ο ঘ)  ফ্রান্স

  সঠিক উত্তর: (ক)

৪৭. রবিনসন ফ্রািইডের উপর খুবই সন্তুষ্ট ছিল কেন?
Ο ক)  ফ্রাইডের কাজ দেখে
Ο খ)  বুদ্ধিমত্তা দেখে
Ο গ)  সাহস দেখে
Ο ঘ)  ভক্তি ও ভালোবাসা দেখে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮. রবিনসন মনে করে যে মানুষের সাধারণ স্বভাবে হলো-
i. উপকারীর অপকার করা
ii. উপকারীর উপকার ভূলে যাওয়া
iii. কৃতঘ্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৯. খাড়া পাহাড় থাকায় রবিনসনের যে সুবিধা হলো-
i. রোদ থেকে রক্ষা পেল
ii. বন্য জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা পেল
iii. নিরাপত্তা বৃদ্ধি পেল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৫০. নিঝুম দ্বীপে কাটানো সাতাশ বছরে রবিনসন কয়জন সঙ্গী পেয়েছিল?
Ο ক)  দুইজন
Ο খ)  তিনজন
Ο গ)  চারজন
Ο ঘ)  পাঁচজন

  সঠিক উত্তর: (খ)

৫১. দ্বীপবাসী রবিনসনের জীবনে কিছু মজার ঘটনা ঘটনা ঘটেছিল-
i. ধান ও যবের চাষ করা
ii. ফ্রাইডেকে উদ্ধার করা
iii. দিন ও তারিখের হিসাব রাখতে পারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৫২. রবিনসনের ঝোঁক ছিল কীসে?
Ο ক)  খেলাধুলায়
Ο খ)  লেখাপড়ায়
Ο গ)  মাছ ধরার
Ο ঘ)  দেশে বিদেশে ঘুরে বেড়ানোয়

  সঠিক উত্তর: (ঘ)

৫৩. রবিনসন বালির উপরে কী দেখতে পেল?
Ο ক)  তুষ
Ο খ)  ঝিনুক
Ο গ)  মই
Ο ঘ)  পায়ের ছাপ

  সঠিক উত্তর: (ঘ)

৫৪. বর্বরদের হাতে বন্দি থাকা ফ্রাইডের স্বজাতীয় লোকটি আসলে কে?
Ο ক)  ফ্রাইডের বাবা
Ο খ)  ফ্রাইডের বন্ধু
Ο গ)  ফ্রাইডের ভাই
Ο ঘ)  ফ্রাইডের চাচা

  সঠিক উত্তর: (ক)

৫৫. ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক)  ওকালতি করুক
Ο খ)  ব্যবসায় করুক
Ο গ)  পর্যটক হউক
Ο ঘ)  নাবিক হউক

  সঠিক উত্তর: (ক)

৫৬. ‘রবিনসন ক্রুশো’ গল্পে নিম্নোক্ত শব্দগুলো পাওয়া যায়-
i. ডাঙ্গা, আশ্চর্য
ii. প্রকান্ড, প্রহার
iii. কুন্ডলী, অসাবধান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও ii

  সঠিক উত্তর: (খ)

৫৭. প্রায় কয় বছর পরে রবিনসন মনিবের কাছ থেকে পালানোর সুযোগ পেল?
Ο ক)  এক বছর
Ο খ)  দুই বছর
Ο গ)  তিন বছর
Ο ঘ)  চার বছর

  সঠিক উত্তর: (খ)

৫৮. রবিনসন যে ব্যবসা করতে গিনি উপকূলে গেল-
i. প্লাস্টিকের খেলনা
ii. পুঁতির মালা
iii. ফুলের মালা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৫৯. দ্বীপে বসবাসকালে রবিনসন নিচের কোন আসবাবপত্রগুলো তৈরি করেছিল-
i. চেয়ার, টেবিল, কুড়াল
ii. কোদাল, শেলফ, তাওয়া
iii. মাড়াই করা যন্ত্র, বাক্স, লাঙল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৬০. ফ্রাইডে কে ছিল?
Ο ক)  রবিনসনের ভৃত্য
Ο খ)  রবিনসনের বন্ধু
Ο গ)  মুর ভদ্রলোক
Ο ঘ)  পর্তুগিজ ভদ্রলোক

  সঠিক উত্তর: (ক)

৬১. ‘মনিহারি’ কী ধরনের মালামাল?
Ο ক)  নিত্যপ্রয়োজনীয় মালামাল
Ο খ)  খাদ্যদ্রব্য
Ο গ)  শৌখিন মালামাল
Ο ঘ)  পোশাক পরিচ্ছদ

  সঠিক উত্তর: (গ)

৬২. মনিহারি কী ধরনের মালামাল?
Ο ক)  নিত্যপ্রয়োজনীয় মালামাল
Ο খ)  খাদ্যদ্রব্য
Ο গ)  শৌখিন মালামাল
Ο ঘ)  পোশাক পরিচ্ছদ

  সঠিক উত্তর: (ক)

৬৩. দ্বীপবাসী রবিনসনের জীবনে সঙ্গীসাথি হিসেবে জুটেছিল-
i. কিছু কুকুর ও বিড়াল
ii. ফ্রািইডে
iii. ফ্রাইডের বাবা ও স্প্যানিশ খালাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৪. ফ্রাইডেকে রবিনসন যে দিন উদ্ধার করেছিল সেদিন কী বার ছিল?
Ο ক)  বৃহস্পতিবার
Ο খ)  শুক্রবার
Ο গ)  শনিবার
Ο ঘ)  সোমবার

  সঠিক উত্তর: (খ)

৬৫. ছোটবেলা থেকেই রবিনসন কেমন ছিলেন?
Ο ক)  স্থির
Ο খ)  অস্থির
Ο গ)  শান্ত
Ο ঘ)  বদরাগী

  সঠিক উত্তর: (খ)

৬৬. দূরের জিনিস কাছে দেখার যন্ত্রকে কী বলে?
Ο ক)  অণুবীক্ষণ
Ο খ)  দূরবীন
Ο গ)  মাইক্রোস্কোপ
Ο ঘ)  টেলিভিশন

  সঠিক উত্তর: (গ)

৬৭. ব্রাজিলের স্থানীয় লোকেরা রবিনকে কী পরামর্শ দিল?
Ο ক)  বাড়িতে ফিরে যেতে
Ο খ)  গিনিতে যেয়ে ব্যবসা করতে
Ο গ)  ব্রাজিলেই বসবাবস করতে
Ο ঘ)  কাউকে বিয়ে করতে

  সঠিক উত্তর: (খ)

৬৮. রবিনসনের ঝোঁক ছিল কীসে?
Ο ক)  খেলাধূলায়
Ο খ)  লেখাপড়ায়
Ο গ)  মাছ ধরায়
Ο ঘ)  দেশে-বিদেশে ঘুরে বেড়ানোয়

  সঠিক উত্তর: (ঘ)

৬৯. সামুদ্রিক ঝড়ের কবলে পড়ার পর রবিনের যা হলো-
i. নৌকায় করে কূলে পৌছেল
ii. ভেসে উঠল
iii. সাঁতার কেটে কূলে পৌঁছল
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৭০. উপকারীর অপকার করে যে’- এক কথায় তাকে কী বলা হয়?
Ο ক)  অবিমৃষ্যকারী
Ο খ)  কৃতজ্ঞ
Ο গ)  কৃতঘ্ন
Ο ঘ)  কৃতদার

  সঠিক উত্তর: (গ)

৭১. রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিলেন?
Ο ক)  ২৮
Ο খ)  ৩০
Ο গ)  ২৭
Ο ঘ)  ৩৫

  সঠিক উত্তর: (ঘ)

৭২. রবিনসন দ্বীপোর মধ্যে রাত কাটানোর জন্য কী তৈরি করল?
Ο ক)  ঘর
Ο খ)  মাচা
Ο গ)  বিছানা
Ο ঘ)  তাবু

  সঠিক উত্তর: (খ)

৭৩. রবিনসন রুটি সেঁকবার তাওয়া তৈরি করল কী দিয়ে?
Ο ক)  তামা
Ο খ)  কাঠ
Ο গ)  নরম মাটি
Ο ঘ)  ইস্পাত

  সঠিক উত্তর: (গ)

৭৪. নিম্নোক্ত শব্দগুলো ‘রবিনসন ক্রুশো’ গল্পে পাওয়া যায়-
i. পরিষ্কার, আবিষ্কার
ii. ঈশ্বর, কোদাল
iii. অর্ধমৃত, ডেটকার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৫. রবিনসনের সেই নিঝুম দ্বীপে মোট কয়বার মানুষের আগমন হয়েছিল?
Ο ক)  একবার
Ο খ)  দুইবার
Ο গ)  তিনবার
Ο ঘ)  চারবার

  সঠিক উত্তর: (গ)

৭৬. রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী দৈরি করল?
Ο ক)  পোশাক
Ο খ)  জুতা
Ο গ)  বিছানা
Ο ঘ)  পতাকা

  সঠিক উত্তর: (ক)

৭৭. রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
Ο ক)  বাসানিও
Ο খ)  ফ্রাইডে
Ο গ)  লরেঞ্জো
Ο ঘ)  পাখোম

  সঠিক উত্তর: (খ)

৭৮. রবিনসন ফ্রাইডের প্রতি খুবই মুগ্ধ ছিল-
i. ভক্তির কারণে
ii. ভালোবাসার কারণে
iii. বিশ্বাসের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৯. রবিনসন ক্রুশোর ঝোঁপ ছিল-
i. পড়ালেখার
ii. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো
iii. সমুদ্র যাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৮০. ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
Ο ক)  ওকালতি করুক
Ο খ)  ব্যবসা করুক
Ο গ)  পর্যটক হউক
Ο ঘ)  নাবিক হউক

  সঠিক উত্তর: (ক)

৮১. রবিনসন কী দিয়ে রুটি সেঁকবার তাওয়া তৈরি করল?
Ο ক)  লোহা দিয়ে
Ο খ)  কাঠ দিয়ে
Ο গ)  মাটি দিয়ে
Ο ঘ)  পাথর দিয়ে

  সঠিক উত্তর: (গ)

৮২. দ্বীপে রবিনসনের সবচেয়ে বেশি অভাব হয়েছিল কীসের?
Ο ক)  খাবারের
Ο খ)  সঙ্গীসাথির
Ο গ)  ভালো পানির
Ο ঘ)  বস্ত্রের

  সঠিক উত্তর: (ঘ)

৮৩. মানুষকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে কোনটি?
Ο ক)  ইচ্ছাশক্তি
Ο খ)  প্রকৃতিপ্রেম
Ο গ)  সৌন্দর্যচেতনা
Ο ঘ)  সাহিত্রিক মনোভাব

  সঠিক উত্তর: (ক)

৮৪. ব্রাজিলে যেয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল রবিন?
Ο ক)  ব্যবসা করে
Ο খ)  চাকরি করে
Ο গ)  চাষাবাদ করে
Ο ঘ)  পশ-পালন করে

  সঠিক উত্তর: (গ)

৮৫. রবিনসন জাহাজডুবির মানুষজনকে দ্বীপে আনার ব্যবস্থা করতে শর্ত দিল কেন?
Ο ক)  রবিনসনের বশত্যতা স্বীকার করতে
Ο খ)  রবিনের কাজে সহযোগিতা করতে
Ο গ)  দ্বীপে শস্য ফলাতে
Ο ঘ)  উপকূলে জাহাজ চালাতে

  সঠিক উত্তর: (ক)

৮৬. ৫ পাউন্ডের জিনিস রবিনসন কত পাউন্ডে বিক্রি করল?
Ο ক)  ১৫
Ο খ)  ২০
Ο গ)  ২৫
Ο ঘ)  ৩০

  সঠিক উত্তর: (খ)

৮৭. বিপদাপন্ন লোকটি রবিনসনকে কৃতজ্ঞতা জানাল কেন?
Ο ক)  প্রাণে বাঁচানের জন্য
Ο খ)  কাবার দেয়ার জন্য
Ο গ)  থাকতে দেয়ার জন্য
Ο ঘ)  জাহাজে নেয়ার জন্য

  সঠিক উত্তর: (ক)

৮৮. কত বছর পর রবিনসন দেশের মাটিতে পা দিল?
Ο ক)  পঁয়ত্রিশ বছর
Ο খ)  চল্লিশ বছর
Ο গ)  পঁয়তাল্লিশ বছর
Ο ঘ)  পঞ্চশা বছর

  সঠিক উত্তর: (ক)

৮৯. রবিনসন ফ্রাইডের উপর খুবই সন্তুষ্ট ছিল কেন?
Ο ক)  সাহস দেখে
Ο খ)  শক্তি দেখে
Ο গ)  ভক্তি ও ভালোবাসা দেখে
Ο ঘ)  বুদ্ধিমত্তা দেখে

  সঠিক উত্তর: (গ)

৯০. রবিনসন বেলাভূমিতে হাঁটার সময় হঠাৎ কী চোখে পড়ল?
Ο ক)  একখানি বড় জাহাজ
Ο খ)  কতগুলো নৌকা
Ο গ)  কতগুলো অদ্ভুত লোক
Ο ঘ)  প্রকান্ড এক পায়ের ছাপ

  সঠিক উত্তর: (ঘ)

৯১. রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
Ο ক)  ডাকাতের
Ο খ)  বর্বর লোকদের
Ο গ)  ঝড়ের
Ο ঘ)  হিংস্র জন্তুর

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
এবারে রবিনসনের ভাবনা- এগুলো মাড়াই করবে কীভাবে? তাছাড়া চাই যাঁতাকল আর রুটি সেঁকবার জন্য তাওয়া। যাই হোক, বুদিঊধমান রবিন শক্ত কাঠ দিয়ে যাঁতা তৈরি করল তাওয়া।
৯২. এগুলো মাড়াই করবে কীভাবে?-এগুলো কী?
Ο ক)  গম ও যব
Ο খ)  ধান ও গম
Ο গ)  ধান ও যব
Ο ঘ)  যব ও ভুট্টা

  সঠিক উত্তর: (গ)

৯৩. যাঁতাকল দিয়ে কী করা হয়?
Ο ক)  মাড়াইয়ের কাজ
Ο খ)  ধান ভাঙার কাজ
Ο গ)  ডাল ভাঙার কাজ
Ο ঘ)  চাষাবাদের কাজ

  সঠিক উত্তর: (ক)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...