NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

এস.এস.সি|গণিত অনু: - ৩.৫: বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ

১.
5% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
Ο ক) 
1102.50 টাকা
Ο খ) 
102.50 টাকা
Ο গ) 
1350 টাকা
Ο ঘ) 
350 টাকা

  সঠিক উত্তর: (খ)

২.
একটি ছাগল 450 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয় তাহলে ছাগলের ক্রয়মূল্য কত টাকা?
Ο ক) 
250 টাকা
Ο খ) 
275 টাকা
Ο গ) 
375 টাকা
Ο ঘ) 
400 টাকা

  সঠিক উত্তর: (গ)

৩.
জন প্রতি দেয় বা প্রাপ্য q টাকা হলে, n জনের দেয় বা প্রাপ্য টাকা কত হবে?
Ο ক) 
q/a
Ο খ) 
n/q
Ο গ) 
qn
Ο ঘ) 
(qn)2

  সঠিক উত্তর: (গ)

৪.
i. প্রত্যেকে q টাকা করে দিলে, n সংখ্যক লোকে দেয় qn টাকা
ii. প্রতি ঘন্টায় গতিবেগ v হলে, t সময়ে অতিক্রান্ত দূরত্ব v/t
iii. সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

৫.
মূলধন p টাকা, নির্দিষ্ট সময় n, মুনাফার হার r হলে, সরল মুনাফা 1 = কত?
Ο ক) 
Pnr
Ο খ) 
p2nr
Ο গ) 
p/nr
Ο ঘ) 
(Pr)n

  সঠিক উত্তর: (ঘ)

৬.
মিষ্টির উপর ভ্যাটের পরিমাণ x%। কোনো ব্যক্তি 2300 টাকার মিষ্টি কিনলে তাকে ভ্যাট কত দিতে হবে?
Ο ক) 
23 টাকা
Ο খ) 
230 টাকা
Ο গ) 
32x টাকা
Ο ঘ) 
2300x টাকা

  সঠিক উত্তর: (গ)

৭.
3600 টাকায় ক্রয় করে কোন দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে?
Ο ক) 
5000 টাকা
Ο খ) 
5400 টাকা
Ο গ) 
5020 টাকা
Ο ঘ) 
5040 টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৮.
বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি মুনাফা 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
Ο ক) 
1102.5 টাকা
Ο খ) 
102.5 টাকা
Ο গ) 
1350 টাকা
Ο ঘ) 
350 টাকা

  সঠিক উত্তর: (খ)

৯.
একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?
Ο ক) 
36 টাকা
Ο খ) 
48 টাকা
Ο গ) 
60 টাকা
Ο ঘ) 
72 টাকা

  সঠিক উত্তর: (খ)

১০.
একটি বইয়ের মূল্য 40 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বইটির প্রকৃত মূল্য কত টাকা?
Ο ক) 
40
Ο খ) 
45
Ο গ) 
50
Ο ঘ) 
55

  সঠিক উত্তর: (গ)

১১.
10% হার মুনাফায় 300 টাকার 4 বছরের সরল মুনাফা কত টাকা?
Ο ক) 
1.2
Ο খ) 
120
Ο গ) 
1200
Ο ঘ) 
12

  সঠিক উত্তর: (খ)

১২.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 20x টাকার 10%=2x টাকা
ii. স্রোতের অনুকূলে নৌকার বেগ=স্রোতের বেগ+নৌকার বেগ
iii. স্রোতের প্রতিকূলে নৌকার বেগ=স্রোতের বেগ-নৌকার বেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩.
x টাকার x% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে, x এর মান নিচের কোনটি?
Ο ক) 
20 টাকা
Ο খ) 
25 টাকা
Ο গ) 
100 টাকা
Ο ঘ) 
15 টাকা

  সঠিক উত্তর: (খ)

১৪.
একটি কলমের ক্রয়মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয়মূল্য কত হবে?
Ο ক) 
15 টাকা
Ο খ) 
১৬ টাকা
Ο গ) 
১২ টাকা
Ο ঘ) 
১৮ টাকা

  সঠিক উত্তর: (গ)

১৫.
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে কোন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়?
Ο ক) 
p
Ο খ) 
r
Ο গ) 
q
Ο ঘ) 
c

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় যেতে পারে 10 কি. মি.। স্রোতের বেগ ঘন্টায় 3 কি. মি. হলে, নৌকার বেগ কত?
Ο ক) 
5
Ο খ) 
7
Ο গ) 
8
Ο ঘ) 
9

  সঠিক উত্তর: (গ)

১৭.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. একজনকে q টাকা দিলে x জনকে দিতে হবে qx টাকা
ii. উর্মি একদিনে q কাজ করলে d দিনে করবে� dq পরিমাণ কাজ
iii. q% লাভে a টাকার মোবাইলের বিক্রয়মূল্য a(1+q/100) টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৮.
i. ‍ab = (a+b/2)2 - (a-b/2)2
ii. a3 - a +6 এর একটি উৎপাদক a -2
iii. একক সময়ে একক মূলধনের মুনাফা x টাকা হলে এবং y টাকা বিনিয়োগে m সময়ান্তে সবৃদ্ধি মূল B হলে, B =Y (1 +x)m
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
i ও iii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (গ)

১৯.
টেলিফোন বিলের পরিমাণ 500 টাকা এবং ভ্যাট 15% হলে, টেলিফোনের মোট বিলের পরিমাণ কত?
Ο ক) 
540 টাকা
Ο খ) 
550 টাকা
Ο গ) 
650 টাকা
Ο ঘ) 
575 টাকা

  সঠিক উত্তর: (ঘ)

২০.
সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা=কত?
Ο ক) 
P(I+nr)
Ο খ) 
P(I-nr)
Ο গ) 
Pnr
Ο ঘ) 
P(I+nr)n

  সঠিক উত্তর: (গ)

২১.
সোনিয়া একটি কাজ x দিনে করতে পারে। রিতা সে কাজ y দিনে করত পারে। 1 দিনে কাজটির কত অংশ করতে পারবে?
Ο ক) 
1/x
Ο খ) 
1/y
Ο গ) 
1/y-1/y
Ο ঘ) 
1/y+1/y

  সঠিক উত্তর: (ঘ)

২২.
বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত?
Ο ক) 
200 টাকা
Ο খ) 
150 টাকা
Ο গ) 
250 টাকা
Ο ঘ) 
300 টাকা

  সঠিক উত্তর: (খ)

২৩.
y টাকার y% হার সরল মুনাফার 4 বছরের মুনাফা y টাকা হলে y=কত?
Ο ক) 
10
Ο খ) 
25
Ο গ) 
15
Ο ঘ) 
40

  সঠিক উত্তর: (খ)

২৪.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফয় কত টাকা 15 বছর সবৃদ্ধিমূল 1040 টাকা হবে?
Ο ক) 
500 টাকা
Ο খ) 
650 টাকা
Ο গ) 
750 টাকা
Ο ঘ) 
840 টাকা

  সঠিক উত্তর: (খ)

২৫.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. লাভ বা ক্ষতির হার সাধারণত ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়
ii. y% ক্ষতিতে x টাকার দ্রব্যের বিক্রয় মূল্য =(y-xy/100) টাকা
iii. 5%� হার মুনাফায় 400 টাকার 5 বছরের মুনাফা 100 টাকা�
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৬.
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 5% হার মুনাফায় 700 টাকার 4 বছরের সরল মুনাফা 140 টাকা
ii. বোনের বেতন ভাইয়ের বেতন অপেক্ষা x% কম এবং ভাইয়ের বেতন b টাকা হলে বোনের বেতন b(1-x%) টাকা
iii. মিষ্টির উপর ভ্যাট 15% হলে x টাকার মিষ্টি বিক্রয় করলে ভ্যাট দিতে হবে 0.15x টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৭.
6(1/4%) হার সরল মুনাফায় কোন মূলধন সুদে-মূলে দ্বিগুণ হবে কত বছরে?
Ο ক) 
5 বছর
Ο খ) 
12 বছর
Ο গ) 
6 বছর
Ο ঘ) 
16 বছর

  সঠিক উত্তর: (ঘ)

২৮.
i. 5% হার মুনাফায় 800 টাকার 10 বছরের মুনাফা 400 টাকা
ii. 5% হার মুনাফায় 1000 টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা 102.50 টাকা
iii. 4% হার মুনাফায় 500 টাকার 5 বছরের মুনাফা 104 টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
একক সময়ে একক মূলধনের মুনাফা r টাকা হলে p টাকা বিনিয়োগে n সময়ান্তে মুনাফা I ও সবৃদ্ধি মূলধন A হবে যেখানে,
i. সরল মুনাফার ক্ষেত্রে I = Pnr টাকা
ii. সরল মুনাফার ক্ষেত্রে A = P + 1 = p(1 +nr) টাকা
iii. চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে A = P(1 + r)n টাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
টেলিফোনের কলের সংখ্যা 173, প্রতি কলের মূল্য 1.70 টাকা। তার ভাড়া 140 টাকা এবং ভ্যাট 15%
৩০.
তার ভাড়া ও কলের মূল্য বাবদ কত টাকা দিতে হয়?
Ο ক) 
313 টাকা
Ο খ) 
174.70 টাকা
Ο গ) 
434.10 টাকা
Ο ঘ) 
294.10 টাকা

  সঠিক উত্তর: (গ)

৩১.
ভ্যাটের পরিমাণ কত?
Ο ক) 
25 টাকা
Ο খ) 
25.5 টাকা
Ο গ) 
55.12 টাকা
Ο ঘ) 
65.12 টাকা

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
মোট টেলিফোন বিলের পরিমাণ কত?
Ο ক) 
434.10 টাকা
Ο খ) 
499.22 টাকা
Ο গ) 
599.22 টাকা
Ο ঘ) 
368.98 টাকা

  সঠিক উত্তর: (খ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...