NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

জে.এস.সি|বাংলা ১ম পত্র পদ্য : একুশের গান


পদ্য : প্রার্থী



১. কোন ধরনের ‍শিশুদের প্রতি কবির অসীম মমতা রয়েছে?
Ο ক)  শিক্ষিত শিশুদের প্রতি
Ο খ)  অবহেলিত শিশুদের প্রতি
Ο গ)  ধনীর দুলালের প্রতি
Ο ঘ)  অবস্থাপন্ন শিশুদের প্রতি

  সঠিক উত্তর: (খ)

২. কোনটিকে সোনার চেয়ে দামি মনে হয়?
Ο ক)  কৃষকের চঞ্চল চোখ
Ο খ)  সকালের এক টুকরো রোদ্দুর
Ο গ)  জলন্ত অগ্নিপিন্ড
Ο ঘ)  গরম কাপর

  সঠিক উত্তর: (খ)

৩. শীতকালের রাতে সূর্যের অনুপস্থিতিতে যারা কষ্ট পায়-
i. বস্ত্রহীন জনগণ
ii. বিলাসী মানুষ
iii. আশ্রয়হীন শীতার্ত মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৪. ‘প্রাথী’ কবিতার কবি কে?
Ο ক)  সুকান্ত ভট্টাচার্য
Ο খ)  শামসুর রাহমান
Ο গ)  কবি আল মাহমুদ
Ο ঘ)  আবদুল গাফ্‌ফার চৌধুরী

  সঠিক উত্তর: (ক)

৫. সাধারণত কৃষক কিসের অপেক্ষায় থাকে?
Ο ক)  বীজতলা তৈরির
Ο খ)  চারা রোপণের
Ο গ)  পানি সেচের
Ο ঘ)  ধান কাটার

  সঠিক উত্তর: (ঘ)

৬. ‘জ্বলন্ত’ অগ্নিপিন্ড’ কথাটির সমার্থক শব্দ হতে পারে কোনটি?
Ο ক)  জ্বলে ছারখার
Ο খ)  অধিক শোকে পাথর
Ο গ)  ক্ষোভের বিস্ফোরণ
Ο ঘ)  লোহা

  সঠিক উত্তর: (ক)

৭. ‘জড়তা’ শব্দের সমার্থক কোনটি?
Ο ক)  স্থূলতা
Ο খ)  তীক্ষ্ণতা
Ο গ)  বিমূর্ততা
Ο ঘ)  আড়ষ্টতা

  সঠিক উত্তর: (ঘ)

৮. ‘গীতিগুচ্ছ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ο ক)  রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ)  কাজী নজরুল ইসলাম
Ο গ)  নিমলেন্দু গুণ
Ο ঘ)  সুকান্ত ভট্টাচার্য

  সঠিক উত্তর: (ঘ)

৯. শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গঠন কোন কবিতার প্রতিপাদ্য বিষয়?
Ο ক)  নারী
Ο খ)  দুই বিঘা জমি
Ο গ)  প্রার্থী
Ο ঘ)  জাগো তবে অরণ্য কন্যারা

  সঠিক উত্তর: (গ)

১০. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত করেন?
Ο ক)  যুবক বয়সে
Ο খ)  বৃদ্ধ বয়সে
Ο গ)  প্রৌঢ় বয়সে
Ο ঘ)  অল্প বয়সে

  সঠিক উত্তর: (ঘ)

১১. কবির বর্ণনা অনুযায়ী হিমশীতল রাতে আমরা শীত আটকাই-
i. খড়কুটো জ্বালিয়ে
ii. কাপড়ে কান ঢেকে
iii. গরম কাপড় পরিধান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

১২. সুকান্ত ভট্টাচার্যকে কীভাবে চিত্রিত করা যায়?
Ο ক)  বিদ্রোহী কবি
Ο খ)  বিপ্লবী কবি
Ο গ)  প্রেমিক কবি
Ο ঘ)  সমাজমনস্ক কবি

  সঠিক উত্তর: (খ)

১৩. আশ্রয়হীণ ও অতিদরিদ্র মানুষ যে ব্যবস্থায় শীত প্রতিরোধের চেষ্টা চালায়-
i. সারারাত খড়কুটো জ্বালিয়ে
ii. রুম হিটারের মাধ্যমে
iii. এক টুকরো কাপড়ে কান ঢেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  iii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৪. ‘প্রার্থী’ কবিতাটি পাঠ করলে অবহেলিত ও বঞ্চিতদের প্রতি শিক্ষার্থীদের-
Ο ক)  মমতা সৃষ্টি হবে
Ο খ)  বৈষম্য সৃষ্টি হবে
Ο গ)  বিদ্বেষ সৃষ্টি হবে
Ο ঘ)  করুণা তৈরি হবে

  সঠিক উত্তর: (ক)

১৫. ‘প্রার্থী’ কবিতায় কবি কোন শব্দে সূর্যকে সম্বোধন করেছেন?
Ο ক)  হে মার্তন্ড
Ο খ)  হে উত্তাপদাতা
Ο গ)  হে অগ্নিপিন্ড
Ο ঘ)  হে সূর্য

  সঠিক উত্তর: (ঘ)

১৬. শীতের দিন গরিবেরা এক টুকরো কাপড়ে কী ঢাকে?
Ο ক)  কান
Ο খ)  হাত
Ο গ)  পায়ের গোড়ালি
Ο ঘ)  চোখ

  সঠিক উত্তর: (ক)

১৭. ‘অগ্নিপিন্ড’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক)  আগুনের চাকা
Ο খ)  আগুনরে কারখানা
Ο গ)  আগুনের গোলা
Ο ঘ)  আগুনের খেলা

  সঠিক উত্তর: (গ)

১৮. ধান কাটার দিন গুলো কৃষকের কাছে কেমন?
Ο ক)  দু:খ-কষ্টের
Ο খ)  ব্যথাময়
Ο গ)  রোমাঞ্চকর
Ο ঘ)  বিয়োগ-ব্যথার

  সঠিক উত্তর: (গ)

১৯. সারারাত খড়কুটো জ্বালিয়ে শীত আটকায় কেন?
i. দরিদ্র বলে
ii. বস্ত্রহীন বলে
iii. শীতার্ত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২০. ‘প্রার্থী’ কবিতার প্রথমে কবি কাকে সম্বোধন করেছেন?
Ο ক)  চন্দ্রকে
Ο খ)  সূর্যকে
Ο গ)  রোদকে
Ο ঘ)  জোছনাকে

  সঠিক উত্তর: (খ)

২১. ‘প্রার্থী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
Ο ক)  ছাড়পত্র
Ο খ)  পূর্বাভাস
Ο গ)  গীতিগুচ্ছ
Ο ঘ)  অভিযান

  সঠিক উত্তর: (ক)

২২. ধানকাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্যে কার চোখ প্রতীক্ষায় থাকে?
Ο ক)  গরুর চোখ
Ο খ)  চাষির চোখ
Ο গ)  কৃষকের চোখ
Ο ঘ)  গৃহিনীর চোখ

  সঠিক উত্তর: (গ)

২৩. ‘রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে’ এই চরণটি ‘প্রার্থী’ কবিতায় ব্যবহৃত হয়েছে-
Ο ক)  এক বার
Ο খ)  দুই বার
Ο গ)  তিন বার
Ο ঘ)  চার বার

  সঠিক উত্তর: (খ)

২৪. ‘প্রার্থী’ কবিতায় কবি কীসের অভাব অনুভব করেছেন?
Ο ক)  সূর্যের
Ο খ)  প্রেরণার
Ο গ)  গরম কাপড়ের
Ο ঘ)  সাহসের

  সঠিক উত্তর: (গ)

২৫. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে?
Ο ক)  বঞ্চনাকাতর
Ο খ)  হতদরিদ্র
Ο গ)  ভবঘুরে
Ο ঘ)  বিত্তবান

  সঠিক উত্তর: (ক)

২৬. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটা মূলথ কীসের প্রতীক?
Ο ক)  ছোট শিশুর প্রতীক
Ο খ)  অপ্রাপ্তবয়স্ক কিশোরের প্রতীক
Ο গ)  লজ্জা-শরমহীন মানুষের পড্রতীক
Ο ঘ)  অবহেলিত, বঞ্চিত শিশুর প্রতীক

  সঠিক উত্তর: (ঘ)

২৭. ‘প্রার্থী’ কবিতায় কবি কেমন রাতের কথা বলেছেন?
Ο ক)  হিমশীতল দুর্গীঘ রাত
Ο খ)  গরমে অতিষ্ঠ রাত
Ο গ)  ক্লান্তিকর সুদীর্ঘ রাত
Ο ঘ)  উষ্ণ আরামদায়ক রাত

  সঠিক উত্তর: (ক)

২৮. ‘অভিযান’ রচনাটি সুকান্ত ভট্টাচার্যের কোন জাতীয় রচনা?
Ο ক)  নাটক
Ο খ)  কাব্য
Ο গ)  গল্পগ্রন্থ
Ο ঘ)  উপন্যাস

  সঠিক উত্তর: (খ)

২৯. স্যাঁতসেঁতে ঘরের জন্য সূর্যের কাছে সুকান্ত ভট্টাচার্যের চাওয়া হলো-
i. উত্তাপ
ii. আলো
iii. অতিবেগুনি রশ্মি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৩০. ‘হিমলীতল’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক)  শীতের মতো ঠান্ডা
Ο খ)  শিশিরের মতো ঠান্ডা
Ο গ)  শিশিরের মতো ভেজা
Ο ঘ)  তুষারের মতো ঠান্ডা

  সঠিক উত্তর: (ঘ)

৩১. ‘প্রার্থী’ কবিতায় ‘আমরা’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক)  বঞ্চিত শিশুদের
Ο খ)  বৃদ্ধদের
Ο গ)  শ্রমিকদের
Ο ঘ)  কিশোরদের

  সঠিক উত্তর: (ক)

৩২. সূকান্তের কবিতায় বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে-
Ο ক)  মানবমুক্তির জয়গান
Ο খ)  নারীমুক্তির কথা
Ο গ)  দূর্নীতিরোধী বক্তব্য
Ο ঘ)  প্রেম-ভালোবাসার জয়গান

  সঠিক উত্তর: (ক)

৩৩. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
Ο ক)  কুঁড়েঘর
Ο খ)  এক টুকরো কাপড়
Ο গ)  জড়তা
Ο ঘ)  ভয়ার্ত

  সঠিক উত্তর: (গ)

৩৪. কবি সুকান্ত কোন পত্রিকার সাথে জড়িত ছিলেন?
Ο ক)  শিখা
Ο খ)  কল্লোল
Ο গ)  স্বাধীনতা
Ο ঘ)  মাহে নও

  সঠিক উত্তর: (গ)

৩৫. ‘প্রার্থী’ কবিতায় কবি সূর্যের কাছ থেকে কী নিতে চান?
Ο ক)  উত্তাপ
Ο খ)  উষ্ণতা
Ο গ)  অবদান
Ο ঘ)  প্রেরণা

  সঠিক উত্তর: (ক)

৩৬. সূর্যের কাছ থেকে উত্তাপ পেয়ে পেয়ে আমরা কী হব?
Ο ক)  শক্তিশালী মানুষ
Ο খ)  স্বৈরাচারী দেবতা
Ο গ)  জ্বলন্ত অগ্নিপিন্ড
Ο ঘ)  মহৎ দেবতা

  সঠিক উত্তর: (গ)

৩৭. তীব্র ও কনকনে শীতে সূর্যের উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে-
i. ব্যাদুর্গত মানুষ
ii. আশ্রয়হীন মানুষ
iii. নিরুপায় শীতার্ত মানুষ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৩৮. সারারাত খড়কুটো জ্বালানো হয় কেন?
Ο ক)  মশা তাড়ানোর জন্য
Ο খ)  আবর্জনা পুড়িয়ে ফেলার জন্য
Ο গ)  শীত আটকানোর জন্য
Ο ঘ)  আলো হওয়ার জন্য

  সঠিক উত্তর: (গ)

৩৯. নিচের কোনটি সঠিক বাবান?
Ο ক)  স্যাঁতসেঁতে
Ο খ)  সেতসেতে
Ο গ)  স্যাঁতস্যাতে
Ο ঘ)  সেঁতস্যাঁতে

  সঠিক উত্তর: (ক)

৪০. ‘প্রার্থী’ কবিতায় কৃষকের ধান কাটার দনিগুলোকে কবি কী বলেছেন?
Ο ক)  প্রতীক্ষার
Ο খ)  উৎসবের
Ο গ)  আনন্দের
Ο ঘ)  রোমাঞ্চের

  সঠিক উত্তর: (ঘ)

৪১. সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন মাসে?
Ο ক)  আগস্ট
Ο খ)  সেপ্টেম্বর
Ο গ)  জানুয়ারি
Ο ঘ)  জুলাই

  সঠিক উত্তর: (ক)

৪২. ষড়ঋতুর দেশ বাংলাদেশে ধান কাটার রোমাঞ্চকর দিনগুলো আসে কোন ঋতুতে?
Ο ক)  শরতে
Ο খ)  হেমন্তে
Ο গ)  শীতে
Ο ঘ)  বসন্তে

  সঠিক উত্তর: (খ)

৪৩. ঘর ছেড়ে এদিক-ওদিক যাওয়া হয় কেন?
Ο ক)  খাবরের জন্য
Ο খ)  পানীয়ের জন্য
Ο গ)  পোশাকের জন্য
Ο ঘ)  রোদের জন্য

  সঠিক উত্তর: (ঘ)

৪৪. ঘর ছেড়ে আমরা এদিক-ওদিকে কেন যাই?
Ο ক)  বৃষ্টির আশায়
Ο খ)  রোদ্দুরের তৃষ্ণায়
Ο গ)  শান্তির আশায়
Ο ঘ)  উত্তাপের আশায়

  সঠিক উত্তর: (খ)

৪৫. শীতের সময়ে গরিবদের ঘর থাকে-
Ο ক)  ঝকঝকে
Ο খ)  স্যাঁতসেঁতে
Ο গ)  চকচকে
Ο ঘ)  তকতকে

  সঠিক উত্তর: (খ)

৪৬. ‘প্রার্থী’ শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন-
Ο ক)  প্রার্থনা করা
Ο খ)  আবদন করা
Ο গ)  প্রার্থনাকারী
Ο ঘ)  নিবেদন জানানো

  সঠিক উত্তর: (গ)

৪৭. সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন?
Ο ক)  উচ্চবিত্ত
Ο খ)  নিম্নবিত্ত
Ο গ)  নিম্ন মধ্যবিত্ত
Ο ঘ)  উচ্চ মধ্যবিত্ত

  সঠিক উত্তর: (গ)

৪৮. কবি সুকান্ত ভট্টার্য কত বছর বয়সে মারা যান?
Ο ক)  ২১
Ο খ)  ২২
Ο গ)  ২৩
Ο ঘ)  ২৫

  সঠিক উত্তর: (ক)

৪৯. ‘প্রার্থী’ কবিতার প্রার্থী হলো-
i. প্রার্থনাকারী
ii. অনুশোচনাকারী
iii. আবেদনকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৫০. ‘প্রার্থী’ কবিতাটির মূল সুর-
i. গরিবদের প্রতি মমত্ব
ii. দনীদের প্রতি বিদ্বেষ
iii. শীতার্তকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৫১. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে?
Ο ক)  জড়তা
Ο খ)  দীনতা
Ο গ)  কুঁড়ে ঘর
Ο ঘ)  এক টুকরো কাপড়

  সঠিক উত্তর: (ক)

৫২. ‘হরতাল’ কী ধরনের রচনা?
Ο ক)  উপন্যাস
Ο খ)  প্রবন্ধ
Ο গ)  ছোটগল্প
Ο ঘ)  কাব্যগ্রন্থ

  সঠিক উত্তর: (ঘ)

৫৩. সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক)  সিন্ধ-হিন্দোল
Ο খ)  ঝরাপালক
Ο গ)  ছাড়পত্র
Ο ঘ)  বলাকা

  সঠিক উত্তর: (গ)

৫৪. জ্বলন্ত অগ্নিপিন্ড কোনটি?
Ο ক)  সূর্য
Ο খ)  চন্দ্র
Ο গ)  গ্রহ
Ο ঘ)  নক্ষত্র

  সঠিক উত্তর: (ক)

৫৫. কবি সুকান্ত ভট্টার্য কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান?
Ο ক)  যক্ষ্মায়
Ο খ)  ম্যালেরিয়ায়
Ο গ)  ডায়রিয়ায়
Ο ঘ)  দুর্ঘটনায়

  সঠিক উত্তর: (ক)

৫৬. সুকান্ত ভট্টাচার্য কেমন পরিবারের সন্তান ছিলেন?
Ο ক)  উচ্চবিত্ত
Ο খ)  নিম্নবিত্ত
Ο গ)  নিম্ন মধ্যবিত্ত
Ο ঘ)  উচ্চ মধ্যবিত্ত

  সঠিক উত্তর: (গ)

৫৭. রূপকথার বালিকা ‘প্রার্থী’ কবিতায় কার সদৃশ্য
Ο ক)  সূর্যের
Ο খ)  কবির
Ο গ)  রাস্তার বস্ত্রহীন ছেলেটির
Ο ঘ)  শোষিত মানুষের

  সঠিক উত্তর: (গ)

৫৮. কিশোর কবি কে?
Ο ক)  রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ)  লালন শাহ
Ο গ)  মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ)  সুকান্ত ভট্টাচার্য

  সঠিক উত্তর: (ঘ)

৫৯. সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের কোন মাসে জন্মগ্রহণ করেন?
Ο ক)  জুন
Ο খ)  জুলাই
Ο গ)  আগস্ট
Ο ঘ)  সেপ্টেম্বর

  সঠিক উত্তর: (গ)

৬০. সকালের এক টুকরো রোদ, এক টুকরো সোনার চেয়েও-
Ο ক)  প্রয়োজনীয়
Ο খ)  বাড়া
Ο গ)  দরকারি
Ο ঘ)  দামি

  সঠিক উত্তর: (ঘ)

৬১. ‘প্রার্থী’ কবিতায় সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন-
Ο ক)  দরিদ্ররা
Ο খ)  আশ্রয়হীন মানুষ
Ο গ)  কবি স্বয়ং
Ο ঘ)  ধনী সম্প্রদায়

  সঠিক উত্তর: (গ)

৬২. রাস্তার ধারের ছেলেটিকে কবি কেমন ছেলে বলে উল্লেখ করেছেন?
Ο ক)  দুষ্টু
Ο খ)  দুরন্ত
Ο গ)  ভদ্রবেশী
Ο ঘ)  উলঙ্গ

  সঠিক উত্তর: (ঘ)

৬৩. ‘অগ্নিপিন্ড’ অর্থ কী?
Ο ক)  আগুনের গোলা
Ο খ)  বীভ’সরূপী
Ο গ)  কালবৈশাখি
Ο ঘ)  কালনাগিনী

  সঠিক উত্তর: (ক)

৬৪. ‘প্রার্থী’ কবিতায় কৃষকের কেমন চোখের পরিচয় পাওয়া যায়?
Ο ক)  চঞ্চল
Ο খ)  বিমর্য
Ο গ)  মলিন
Ο ঘ)  ঘোলাটে

  সঠিক উত্তর: (ক)

৬৫. কবি সূর্যের কাছে প্রার্থনা করেছেন-
i. উত্তাপ
ii. জ্বালানি
iii. আলো
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৬৬. কার প্রতীক্ষায় আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কাটাই?
Ο ক)  সূর্যের
Ο খ)  শীতবস্ত্রের
Ο গ)  ভোরের
Ο ঘ)  আযানের

  সঠিক উত্তর: (ক)

৬৭. সূর্য ইত্তাপ ও আলো দেবে কোথায়?
Ο ক)  স্যাঁতসেঁতে ভিজে ঘরে
Ο খ)  বৃষ্টি ভেজা ঘরে
Ο গ)  শীতের রাতে
Ο ঘ)  জ্যোৎস্না রাতে

  সঠিক উত্তর: (ক)

৬৮. রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য কবি কী দিতে বলেছেন?
Ο ক)  খাবার
Ο খ)  আলো
Ο গ)  কাপড়
Ο ঘ)  উত্তাপ

  সঠিক উত্তর: (ঘ)

৬৯. যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল-
Ο ক)  হাত
Ο খ)  চোখ
Ο গ)  দৃষ্টি
Ο ঘ)  মস্তিষ্ক

  সঠিক উত্তর: (খ)

৭০. ‘প্রার্থী’ কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকেসংকলিত?
Ο ক)  ছাড়পত্র
Ο খ)  পূর্বভাস
Ο গ)  গীতিগুচ্ছ
Ο ঘ)  অভিযান

  সঠিক উত্তর: (ক)

৭১. ‘প্রার্থী’ কবিতা পড়ে বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় ছাত্রছাত্রীরা-
Ο ক)  উল্লসিত হবে
Ο খ)  উৎসাহিত হবে
Ο গ)  সমব্যথী হবে
Ο ঘ)  আনন্দিত হবে

  সঠিক উত্তর: (গ)

৭২. কৃষকের চঞ্চল চোখ ধানকাটার জন্য প্রতীক্ষা করে-
i. নতুন ফসল পাওয়ার আনন্দে
ii. কাজ শেষে বিশ্রামের আশায়
iii. নতুন ফসল রোপণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩. আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস হলো-
Ο ক)  নক্ষত্র
Ο খ)  সূর্য
Ο গ)  চন্দ্র
Ο ঘ)  শুকতারা

  সঠিক উত্তর: (খ)

৭৪. শুনেছি তুমি এক জ্বলন্ত-
Ο ক)  কারখানা
Ο খ)  আগ্নেয়গিরি
Ο গ)  অগ্‌ন্যুৎপাত
Ο ঘ)  অগ্নিপিন্ড

  সঠিক উত্তর: (ঘ)

৭৫. কবি গরম কাপড়ে ঢেকে দিতে পারবেন রাস্তার ছেলেটিকে-
i. সাম্যবাদী সমাজ তৈরি হলে
ii. সবার অধিকার নিশ্চিত হলে
iii. গণতান্ত্রিক সমাজ তৈরি হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৭৬. হিমসশীতল সুদীর্ঘ রাত সূর্যের প্রতীক্ষায় থাকার কারণ হলো-
i. গরম কাপড়ের অভাবে
ii. উষ্ণ রোদের জন্য
iii. অন্ধকার দূরীভূত হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৭৭. ‘প্রার্থী’ কবিতায় ‘হে সূর্য’ কথাটি কতবার ব্যবহৃত হয়েছে?
Ο ক)  দুই বার
Ο খ)  তিন বার
Ο গ)  চার বার
Ο ঘ)  পাঁচ বার

  সঠিক উত্তর: (গ)

৭৮. ‘জ্বলন্ত অগ্নিপিন্ডের সাথে প্রকৃতপক্ষে সাদৃশ্য রয়েছে---
Ο ক)  স্বাবলম্বী জনতা
Ο খ)  অত্যাচারী শোষক
Ο গ)  তেজী জনতা
Ο ঘ)  তৃষ্ণার্ত জনতা

  সঠিক উত্তর: (গ)

৭৯. নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের রচিত কাব্যগ্রন্থ?
Ο ক)  পূর্বাভাস
Ο খ)  রাখালী
Ο গ)  চিত্রা
Ο ঘ)  মায়া কাজল

  সঠিক উত্তর: (ক)

৮০. কষ্টে আমরা শীত আটকাই-
i. খড়কুটো জ্বালিয়ে
ii. কাপড়ে কান ঢেকে
iii. দেশলােই জ্বালিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৮১. কবি সুকান্ত ভট্টাচার্য কেমন সমাজ গড়তে চান?
Ο ক)  শ্রেণিবৈষম্যমূলক সমাজ
Ο খ)  দু:খকষ্টহীন সমাজ
Ο গ)  বিত্তবান মানুষের সমাজ
Ο ঘ)  দরিদ্র মানুষের সমাজ

  সঠিক উত্তর: (খ)

৮২. কবি সুকান্তের জন্ম কোথায় হয়েছিল?
Ο ক)  পিতৃনিবাস
Ο খ)  মাতুলালয়ে
Ο গ)  দাদার বাড়িতে
Ο ঘ)  গ্রামের বাড়িতে

  সঠিক উত্তর: (খ)

৮৩. ‘সারারাত খড়কুটো জ্বালিয়ে শীত আটকায়,’ কারণ-
i. দরিদ্র বলে
ii. বস্ত্রহীন বলে
iii. শীতার্ত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪. কোন বয়সে সুকান্ত নিজেকে শোষিত নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে সম্পৃক্ত করেন?
Ο ক)  যুবক বয়সে
Ο খ)  বৃদ্ধ বয়সে
Ο গ)  প্রৌঢ় বয়সে
Ο ঘ)  অল্প বয়সে

  সঠিক উত্তর: (ঘ)

৮৫. ‘প্রান্তি’ শব্দটির অর্থ কী?
Ο ক)  সময়
Ο খ)  পরিবর্তন
Ο গ)  বিশেষ মুহূর্ত
Ο ঘ)  প্রার্থনা

  সঠিক উত্তর: (খ)

৮৬. ‘প্রাথী’ কবিতাটি পড়ে মমতা সৃষ্টি হবে-
i. অবহেলিতদের প্রতি
ii. বঞ্চিতদের প্রতি
iii. দীন-দরিদ্রের প্রতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
অর্থাভাবে বিনাচিকিৎসায় মারা যায় লিয়াকতের বাবা। সেই থেকে সে প্রচন্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা। আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়ি বরিশালে গড়ে তোলে একটি হাসপাতাল, যাতে কোনো অসাহায়, দু:স্থ মানুষ বিনা চিকি’সায় মারা না যায়।
৮৭. লিয়াকতের কার্যক্রমে ‘প্রার্থী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. মহানুভবতা
ii. মানবতা
iii. মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮. ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপিন্ড হওয়া আর উদ্দীপকে লিয়াকতের শোকগ্রস্ত হওয়অ আসলে-
i. আর্ত-মানবতার কল্যাণ করা
ii. কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া
iii. মানুষ মানুষের জন্য- এসত্যে উদ্বুদ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

পদ্য : একুশের গান



১. কে হেসে চুমো খেয়েছিল?
Ο ক)  দিনের সূর্য
Ο খ)  রাত জাগা চাঁদ
Ο গ)  মা ছেলেকে
Ο ঘ)  সন্তান মাকে

  সঠিক উত্তর: (খ)

২. ‘একুশের গান’ কবিতায় ‘‘আমি কি ভুলিতে পারি” চরণটি কয়বার ব্যবহৃত হয়েছে?
Ο ক)  দুই বার
Ο খ)  তিন বার
Ο গ)  চার বার
Ο ঘ)  পাঁচ বার

  সঠিক উত্তর: (খ)

৩. কবি বাংলার হাটে-মাঠে মানুষের কোন শকিতর জাগরণ কামনা করেছেন?
Ο ক)  সুপ্ত শক্তি
Ο খ)  বাহ্যিক শক্তি
Ο গ)  কায়িক শক্তি
Ο ঘ)  ক্ষাত্র শক্তি

  সঠিক উত্তর: (ক)

৪. ওরা এদেশের প্রাণের দাবিকে কীভাবে রোখে?
Ο ক)  গুলি ছুঁড়ে
Ο খ)  বেয়নেট খুঁচিয়ে
Ο গ)  ছুরি চালিয়ে
Ο ঘ)  আগুন জ্বালিয়ে

  সঠিক উত্তর: (ক)

৫. ‘‘সেই আঁধারের পশুদের মুখ চেনা”-এখানে কাদেরকে পশু বলা হয়েছে?
Ο ক)  দেশীয় রাজাকারদের
Ο খ)  আল-বদরদের
Ο গ)  পাঞ্জাবিদের
Ο ঘ)  পাকিস্তানি সৈন্যদের

  সঠিক উত্তর: (ঘ)

৬. রক্তে রাঙানো বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক)  রক্তের ঋণে আবষ্ট
Ο খ)  মানুষের আত্মোৎসর্গে অর্জিত
Ο গ)  লাল রঙে রঞ্জিত
Ο ঘ)  রক্ত দিয়ে বাঁচানো

  সঠিক উত্তর: (খ)

৭. কিসের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি?
Ο ক)  দারুণ ক্রোধের
Ο খ)  অপমানের
Ο গ)  হিংসার
Ο ঘ)  প্রতিবাদের

  সঠিক উত্তর: (ক)

৮. ‘ওরা গুলি ছোড়ে’- এখানে ‘ওরা’ বলা হয়েছে কাদের?
Ο ক)  তৎকালীন শাসকদের
Ο খ)  পাকিস্তানি সৈন্যদের
Ο গ)  মাতৃভাষা অবজ্ঞাকারীদের
Ο ঘ)  স্বাধীনতা বিরোধীদের

  সঠিক উত্তর: (খ)

৯. কবি শিশু হত্যার বিক্ষোভে কোনটির কম্পন কামনা করেছেন?
Ο ক)  আকাশ
Ο খ)  বাতাস
Ο গ)  মসজিদ
Ο ঘ)  বসুন্ধরা

  সঠিক উত্তর: (ঘ)

১০. কবি কী ভুলতে পাবেন না?
Ο ক)  ভাষা আন্দোলনের তারিখটি
Ο খ)  মুক্তিযুদ্ধ
Ο গ)  গণহত্যা
Ο ঘ)  সামরিক শাসন

  সঠিক উত্তর: (ক)

১১. ‘একুশের গান’ কবিতার বিষয়বস্তু-
Ο ক)  ভাষার প্রতি শ্রদ্ধা
Ο খ)  শহিদদের প্রতি শ্রদ্ধা
Ο গ)  দেশের প্রতি ভালোবাসা
Ο ঘ)  বাঙালির আত্মত্যাগ ও শহিদদের স্মরণ

  সঠিক উত্তর: (ঘ)

১২. জালিমের কারাগার বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক)  লোহার শিকল
Ο খ)  বন্দী অবস্থা
Ο গ)  পাকিস্তানিদের অত্যাচার
Ο ঘ)  অন্যায় শাসন

  সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘অলকনন্দা’ কী?
Ο ক)  ক্রোধর আগুন
Ο খ)  কালবোশেখী ঝড়
Ο গ)  অশ্রুধারা
Ο ঘ)  স্বর্গীয় নদীর ধারা

  সঠিক উত্তর: (ঘ)

১৪. ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ শব্দটি দ্বারা কাদের নির্দেশ করা হয়েছে?
Ο ক)  ভাষাশহিদদের
Ο খ)  বাঙালিদের
Ο গ)  আন্দোলনকারীদের
Ο ঘ)  পাকিস্তানি শোষকদের

  সঠিক উত্তর: (ঘ)

১৫. পাকিস্তানি পশুসৈনিকদের প্রতি চরম ঘৃণা ঝরেছে বাংলার-
i. ভাইয়ের
ii. বোনের
iii. মায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬. ‘লগন’ শব্দের অর্থ কী?
Ο ক)  শেষ সময়
Ο খ)  ঠিক সময়
Ο গ)  দু:সময়
Ο ঘ)  সময়ের স্রোত

  সঠিক উত্তর: (খ)

১৭. পথে পথে কোন ফুল ফোটে?
Ο ক)  অলকনন্দা
Ο খ)  রজনীগন্ধা
Ο গ)  গোলাপ
Ο ঘ)  জবা

  সঠিক উত্তর: (খ)

১৮. ‘একুশের গান’ কবিতায় মানুষের সুপ্ত শক্তির উদ্বোধন কামনা হয়েছে-
i. অরণ্যে
ii. হাটে
iii. মাঠে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

১৯. ‘কালবোশেখিরা’ কিসের প্রতীক?
Ο ক)  ধাবমান কালের
Ο খ)  বৈশাখি ঝড়ের
Ο গ)  বলিষ্ঠ তরুণ সমাজের
Ο ঘ)  ভাষাশহিদের

  সঠিক উত্তর: (গ)

২০. ‘একুশের গান’ কবিতার ওরা কী বিক্রয় করে?
Ο ক)  বোনের ভাগ্য
Ο খ)  দেশের ভাগ্য
Ο গ)  মায়ের ভাগ্য
Ο ঘ)  ভাষার ভাগ্য

  সঠিক উত্তর: (খ)

২১. দিন বদলের ক্রান্তি লগন বলতে কী বোঝ?
Ο ক)  পরিবর্তন
Ο খ)  পরিবর্ধন
Ο গ)  সুন্দর দিন
Ο ঘ)  শেষ দিন

  সঠিক উত্তর: (ক)

২২. ‘ওরা গুলি ছোড়ে’-এখানে ‘ওরা’ বলা হয়েছে কাদের?
Ο ক)  তৎকারীন শাসকদের
Ο খ)  পাকিস্তানি সৈন্যদের
Ο গ)  মাতৃভাষা অবজ্ঞাকারীদের
Ο ঘ)  স্বাধীনতা বিরোধীদের

  সঠিক উত্তর: (খ)

২৩. আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা?
Ο ক)  মুখ
Ο খ)  স্বভাব
Ο গ)  গতিবিধি
Ο ঘ)  কর্মকান্ড

  সঠিক উত্তর: (ক)

২৪. ‘ডানপিটে শওকত’ আবদুল গাফ্‌ফার চৌধুরীর কী জাতীয় রচনা?
Ο ক)  কাব্য
Ο খ)  নাটক
Ο গ)  প্রহসন
Ο ঘ)  শিশুতোষ

  সঠিক উত্তর: (ঘ)

২৫. ‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?
Ο ক)  বর্ষা
Ο খ)  শরৎ
Ο গ)  হেমন্ত
Ο ঘ)  শীত

  সঠিক উত্তর: (ঘ)

২৬. একুশে ফেব্রুয়ারিকে কবি কার রক্তে রাঙানো বলে উল্লেখ করেছেন?
Ο ক)  ভাইয়ের
Ο খ)  বোনের
Ο গ)  মায়ের
Ο ঘ)  বাবার

  সঠিক উত্তর: (ক)

২৭. বাংলাদেশকে কবি কিসের সাথে তুলনা করেছেন?
Ο ক)  সোনা
Ο খ)  রূপা
Ο গ)  তামা
Ο ঘ)  হীরা

  সঠিক উত্তর: (ক)

২৮. কারা মানুষের অন্ন, বস্ত্র, শান্তিকে কেড়ে নিয়েছে?
Ο ক)  চাঁদাবাজরা
Ο খ)  পাকিস্তানিরা
Ο গ)  ব্রিটিশরা
Ο ঘ)  সন্ত্রাসীরা

  সঠিক উত্তর: (খ)

২৯. ‘‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে”-এই চরণের শহিদ শব্দটি কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি
Ο খ)  উর্দু
Ο গ)  ফারসি
Ο ঘ)  ফরাসি

  সঠিক উত্তর: (ক)

৩০. দেশের ভাগ্য ওরা কী করে?
Ο ক)  ছিনিয়ে নেয়
Ο খ)  বিক্রয় করে
Ο গ)  নষ্ট করে
Ο ঘ)  আক্রমণ করে

  সঠিক উত্তর: (খ)

৩১. ‘এমন সময় ঝড় এলো এক’।- এই ‘ঝড়’ কিসের?
Ο ক)  পাকিস্তানিদের আগমন
Ο খ)  কালবৈশাখির ঝড়
Ο গ)  পাকবাহিনীর আক্রমণ
Ο ঘ)  মিছিলে গুলিবর্ষণ

  সঠিক উত্তর: (ঘ)

৩২. ‘তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে-
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও ii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৩৩. ‘বসুন্ধরা’ শব্দের অর্থ কী?
Ο ক)  পৃথিবী
Ο খ)  মাটি
Ο গ)  দেশ
Ο ঘ)  গ্রাম

  সঠিক উত্তর: (ক)

৩৪. প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা।-উদ্ধৃতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা হচ্ছে-
Ο ক)  নারী
Ο খ)  প্রার্থী
Ο গ)  জাগো তবে অরণ্য কন্যারা
Ο ঘ)  একুশের গান

  সঠিক উত্তর: (ঘ)

৩৫. ওরা মানুষের অন্ন-বস্ত্র কী করেছে?
Ο ক)  ফেলে দিয়েছে
Ο খ)  নষ্ট করে
Ο গ)  নষ্ট করে
Ο ঘ)  আক্রমণ করে

  সঠিক উত্তর: (খ)

৩৬. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শত শত মা কী হারিয়েছেন?
Ο ক)  জমিজমা
Ο খ)  সন্তান
Ο গ)  স্বামী
Ο ঘ)  জীবন

  সঠিক উত্তর: (খ)

৩৭. “এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো?” এই ঝড় হলো-
Ο ক)  কালবোশেখীর ঝড়
Ο খ)  বাড়িঘর ভাঙ্গার ঝড়
Ο গ)  ফসল হানির ঝড়
Ο ঘ)  আন্দোলনে বাঙালি হত্যা

  সঠিক উত্তর: (ঘ)

৩৮. কাদেরকে খুন করে মানুষের দাবি রুখতে চায়?
Ο ক)  দেশের ছাত্র
Ο খ)  দেশের ছেলে
Ο গ)  দেশের ভবিষ্যৎ
Ο ঘ)  দেশের মানুষ

  সঠিক উত্তর: (খ)

৩৯. আজো কোথায় বাংলার বীর নর-নারী মরছো?
Ο ক)  দেশের বন্দিশালায়
Ο খ)  জালিমের কারাগারে
Ο গ)  নিজ গৃহে
Ο ঘ)   স্বদেশের মাটিতে

  সঠিক উত্তর: (খ)

৪০. কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক)  বরিশালে
Ο খ)  ঢাকায়
Ο গ)  রাজশাহী
Ο ঘ)  সিলেট

  সঠিক উত্তর: (ক)

৪১. কাদের প্রতি আমাদের চরম ঘৃণা?
Ο ক)  মিথ্যাবাদীদের প্রতি
Ο খ)  পুলিশের  প্রতি
Ο গ)  পাকিস্তানিদের প্রতি
Ο ঘ)  ইংরেজদের প্রতি

  সঠিক উত্তর: (গ)

৪২. ‘নাগিনীরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
Ο ক)  মায়েদের ও বোনদের
Ο খ)  ছাত্রদের
Ο গ)  জনতাকে
Ο ঘ)  শিক্ষকদের

  সঠিক উত্তর: (ক)

৪৩. ‘নাগিনী’ শব্দের অর্থ-
Ο ক)  নগরী
Ο খ)  সাপ
Ο গ)  নতুন
Ο ঘ)  শৃগাল

  সঠিক উত্তর: (খ)

৪৪. কে হেসে চুমু খেয়েছিল?
Ο ক)  দিনের সূর্য
Ο খ)  রাতজাগা চাঁদ
Ο গ)  মা ছেলেকে
Ο ঘ)  সন্তান মাকে

  সঠিক উত্তর: (খ)

৪৫. জালিমের কারাগার বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক)  লোহার শিকল
Ο খ)  বন্দি অবস্থা
Ο গ)  পাকিস্তানিদের অত্যাচার
Ο ঘ)  অন্যায় শাসন

  সঠিক উত্তর: (ঘ)

৪৬. ‘একুশের গান’ কবিতায় কবি যার যার জাগরণ প্রত্যাশা করেছেন-
i. সুপ্ত শক্তির
ii. নাগিনী ও কালবোশেখীর
iii. একুশে ফেব্রুয়ারির
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭. ওরা মানুষের অন্ন-বস্ত্র কী করেছে?
Ο ক)  ফেলে দিয়েছে
Ο খ)  নষ্ট করেছে
Ο গ)  কেড়ে নিয়েছে
Ο ঘ)  পুড়িয়ে দিয়েছে

  সঠিক উত্তর: (গ)

৪৮. ‘ডানপিটে শওকত’ কার লেখা?
Ο ক)  আবদুল গাফ্‌ফার চৌধুরীর
Ο খ)  আল মাহমুদের
Ο গ)  সুফিয়া কামালের
Ο ঘ)  শামসুর রাহমানের

  সঠিক উত্তর: (ক)

৪৯. হঠাৎ কেমন ঝড় এলো বলে কবি উল্লেখ করেছেন?
i. রাক্ষুসে
ii. বুনো
iii. ক্ষ্যাপা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৫০. কবি জাগরণ কামনা করেছেন-
i. একুশে ফেব্রুয়ারির
ii. বীর ছেলে-মেয়েদের
iii. মানুষের সুপ্ত শক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বৈশিষ্ট্য যে স্রোগানে উচ্চকিত হয়েছে-
i. বাঙালি ভাষা চায়
ii. আমাদের দাবি মানতে হবে
iii. রাষ্ট্রভাষা বাংলা চাই
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  ii ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৫২. পাকিস্তানি শাসক-শোষকশ্রেণি বাঙালিদের যা যা কেড়ে নিয়েছিল-
i. অন্ন
ii. বস্ত্র
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩. “দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি?”- এখানে ‘তোরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
Ο ক)  পাঞ্জাবিদের
Ο খ)  বেলুচিদের
Ο গ)  দেশীয় রাজাকারদের
Ο ঘ)  পাকিস্তানিদের

  সঠিক উত্তর: (ঘ)

৫৪. একুশে ফেব্রুয়ারি যাদের অশ্রু দিয়ে গড়া-
i. ছেলেহারা মায়েদের
ii. দেশের শাসকের
iii. স্বজনহারা মানুষের
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  i ও iii
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (খ)

৫৫. বাঙালির ভাষা-আন্দোলনে জনতার পাশাপাশি প্রধান ভূমিকা ছিল-
Ο ক)  শ্রমিকদের
Ο খ)  ছাত্রদের
Ο গ)  কৃষকদের
Ο ঘ)  চিকিৎসকদের

  সঠিক উত্তর: (খ)

৫৬. খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেয়-
Ο ক)  একুশে ফেব্রুয়ারি
Ο খ)  স্বাধীনতা আন্দোলন
Ο গ)  ছাত্র-জনতা
Ο ঘ)  তৎকালীন সরকার

  সঠিক উত্তর: (ক)

৫৭. দেশের সোনার ছেলেদের দাবি কী করে রোখে বলে কবি উল্লেখ করেছেন?
Ο ক)  কুন করে
Ο খ)  শাসন করে
Ο গ)  মারধোর করে
Ο ঘ)  চপেটাঘাত করে

  সঠিক উত্তর: (ক)

৫৮. একুশে ফেব্রুয়ারি ছেলে হারা শত মায়ের কী দিয়ে গড়া?
Ο ক)  রক্ত দিয়ে
Ο খ)  অশ্রু দিয়ে
Ο গ)  ঘৃণা দিয়ে
Ο ঘ)  ক্রোধের আগুন দিয়ে

  সঠিক উত্তর: (খ)

৫৯. আবদুল গাফফার চৌধুরী বর্তমানে কোথায় আছেন?
Ο ক)  স্বদেশে
Ο খ)  ইতালিতে
Ο গ)  প্রবাসে
Ο ঘ)  বরিশালে

  সঠিক উত্তর: (গ)

৬০. শহিদ ভাইয়ের আত্মা মানুষকে কী জাগ্রত করতে বলছে?
Ο ক)  সুপ্ত শক্তি
Ο খ)  মনুষ্যত্ববোধ
Ο গ)  বিবেকবোধ
Ο ঘ)  অলৌকিক শক্তি

  সঠিক উত্তর: (ক)

৬১. আবদুল গাফ্‌ফার চৌধুরী-
i. কথাশিল্পীি ও গীতিকার
ii. প্রাবন্ধিক, কলামিষ্ট
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬২. ‘একুশের গান’ কবিতায় পঙ্‌ক্তি রয়েছে-
Ο ক)  বিশটি
Ο খ)  পাঁচটি
Ο গ)  ত্রিশটি
Ο ঘ)  পঁয়ত্রিশটি

  সঠিক উত্তর: (গ)

৬৩. ‘একুশের গান’ প্রথম কত সালে ছাপা হয়?
Ο ক)  ১৯৫২
Ο খ)  ১৯৫৩
Ο গ)  ১৯৬৯
Ο ঘ)  ১৯৭১

  সঠিক উত্তর: (খ)

৬৪. কোন রচনাটি আবদুল গাফ্‌ফার চৌধুরীর?
Ο ক)  ওরা কদম আলী
Ο খ)  নেমেসিস
Ο গ)  আঁধার কুঠির ছেলেটি
Ο ঘ)  নিমজ্জান

  সঠিক উত্তর: (গ)

৬৫. ‘একুশের গান’ কবিতায় ব্যবহৃত কয়েকটি উপমা হচেছ-
i. নাগিনীরা
ii. খুন-রাঙা
iii. না, না, না, না
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৬৬. আবদুল গাফ্‌ফার চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেন-
Ο ক)  ভাষা আন্দোলনে
Ο খ)  মুক্তিযুদ্ধে
Ο গ)  গণ-অভ্যুত্থানে
Ο ঘ)  ভাষা আনন্দোলও মুক্তিযুদ্ধে

  সঠিক উত্তর: (ঘ)

৬৭. ‘পদাঘাত’ শব্দের অর্থ কোনটি?
Ο ক)  পায়ের আঘাত
Ο খ)  পথে পথে ঘোরা
Ο গ)  পদচিহ্ন
Ο ঘ)  পদধূলি

  সঠিক উত্তর: (ক)

৬৮. ‘একুশের গান’ কবিতায় কবি কাদের জাগতে বলেছেন?
Ο ক)  নাগিনীদের
Ο খ)  রাক্ষসীদের
Ο গ)  ডাইনিদের
Ο ঘ)  সন্ন্যাসীদের

  সঠিক উত্তর: (ক)

৬৯. ‘দিন বদলের ক্রান্তিলগনে তবু তোরা পার পাবি?’-এই বাক্যে ‘ক্রান্তিলগন’ বলতে বোঝানো হয়েছে-
i. পরিবর্তিত সময়ে
ii. শেষ সময়ে
iii. সঠিক সময়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭০. কবি কিসের বিক্ষোভে বসুন্ধরাকে কাঁপিয়ে দিতে বলেছেন?
Ο ক)  নারী হত্যার
Ο খ)  শিশু হত্যার
Ο গ)  গণহত্যার
Ο ঘ)  শাসকেরা

  সঠিক উত্তর: (খ)

৭১. এই বাংলার বুকে রয়েছে ওদের ঘৃণা-
Ο ক)  অংশগ্রহণ
Ο খ)  প্রতিবাদ
Ο গ)  পদাঘাত
Ο ঘ)  প্রতিক্রিয়া

  সঠিক উত্তর: (গ)

৭২. আমাদের মহান একুশে ফেব্রুয়ারি ভোলা যায় না যে কারণে-
i. এটি সোনার দেশের রক্তে-রাঙানো
ii. আমার ভাইয়ের রক্তে রঞ্জিত
iii. ছেলেহারা শত মায়ের অশ্রুগড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৩. সেদিনের ফেব্রুয়ারিতে পথে পথে কোন ফুল ফুটেছিল?
Ο ক)  রক্তজবা
Ο খ)  রজনীগন্ধা
Ο গ)  অলকনন্দা
Ο ঘ)  কামিনী

  সঠিক উত্তর: (খ)

৭৪. আমাদের সোনার ছেলেদের তারা খুন করে কী কারণে?
Ο ক)  অন্যায় করার কারণে
Ο খ)  ন্যায্য দাবি রুখে দিতে
Ο গ)  গণহত্যায় অংশ নেওয়ায়
Ο ঘ)  বিদেশি ভাষায় কথা বলায়

  সঠিক উত্তর: (খ)

৭৫. ‘রক্তে রাঙানো’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক)  রক্ত মেখে রঙিন করা
Ο খ)  বহু মানুষের আত্মোৎসর্গ
Ο গ)  রক্ত দিয়ে মোড়ানো
Ο ঘ)  রক্ত রঙিন রঙে রং করা

  সঠিক উত্তর: (খ)

৭৬. দিন বদলের ক্রান্তি লগনে শত্রুরা পার পাবে না, কারণ-
i. শত্রুরা শক্তিহীন হয়ে পড়েছে
ii. শত্রুদের শাস্তি দেবার সময়ে এসেছে
iii. তরুণ শক্তি জেগে উঠেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৭. ‘একুশের গান’ কবিতাটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে-
i. অধিকার সচেতনা করা
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮. ‘একুশের গান’ কবিতায় ‘ফেব্রুয়ারি’ শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে?
Ο ক)  ১০ বার
Ο খ)  ১১ বার
Ο গ)  ১২ বার
Ο ঘ)  ১৩ বার

  সঠিক উত্তর: (খ)

৭৯. কোন রচনাটি আবদুল গাফ্‌ফার চৌধুরীর?
Ο ক)  ওরা কদম আলী
Ο খ)  নেমেসিস
Ο গ)  আঁধার কুঠির ছেলেটি
Ο ঘ)  নিমজ্জন

  সঠিক উত্তর: (গ)

৮০. আবদুল গাফ্‌ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
Ο ক)  ইংরেজি
Ο খ)  বাংলা
Ο গ)  ইতিহাস
Ο ঘ)  দর্শন

  সঠিক উত্তর: (খ)

৮১. ‘অলকনন্দা’ কী?
Ο ক)  ক্রোধের আগুন
Ο খ)  কালবোশেখী ঝড়
Ο গ)  অশ্রুধারা
Ο ঘ)  স্বর্গীয় নদীর ধারা

  সঠিক উত্তর: (ঘ)

৮২. ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’-কোন সময়?
Ο ক)  বর্ষার রাতে
Ο খ)  জোছনা রাতে
Ο গ)  শীতের শেষে
Ο ঘ)  পড়ন্ত বিকেলে

  সঠিক উত্তর: (গ)

৮৩. ‘একুশের গান’ কবিতাটির উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে-
i. অধিকার সচেতন করা
ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
iii. আত্মপ্রত্যয়ী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৪. ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’-এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
Ο ক)  একাত্তরের মুক্তিযুদ্ধের
Ο খ)  বায়ান্নর ভাষা-আন্দোলনের
Ο গ)  উনসত্তুরের গণঅভ্যূত্থানের
Ο ঘ)  নব্বুইয়ের গণআন্দোলনের

  সঠিক উত্তর: (খ)

৮৫. ‘‘ওরা গুলি ছোড়া’’- এখানে ওরা কারা?
Ο ক)  বাঙালি জনগণ
Ο খ)  রাজাকার বাহিনী
Ο গ)  আল-শামস
Ο ঘ)  পাকিস্তানি সৈনিক

  সঠিক উত্তর: (ঘ)

৮৬. দেশের ভাগ্য বিক্রেতারা কেড়ে নিয়েছে মানুষের-
i. অন্ন
ii. বস্ত্র
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৭. আজো জারিমের কারাগারে কারা মরে?
Ο ক)  বীর নারী-পুরুষ
Ο খ)  দেশের মা-বোন
Ο গ)  গরীবেরা
Ο ঘ)  কাপুরুষেরা

  সঠিক উত্তর: (ক)

৮৮. ‘একুশের গান’ কবিতার ওরা কী বিক্রয় করে?
Ο ক)  দেশের ভাগ্য
Ο খ)  মায়ের ভাগ্য
Ο গ)  বোনের ভাগ্য
Ο ঘ)  ভাষার ভাগ্য

  সঠিক উত্তর: (ক)

৮৯. আবদুল গাফ্‌ফার চৌধুরী পেশায় কী ছিলেন?
Ο ক)  রাজনীতিবিদ
Ο খ)  নাট্যকার
Ο গ)  সাংবাদিক
Ο ঘ)  প্রাবন্ধিক

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আমাদের স্বাধীনতা সংগ্রামের উৎসর্গকৃত নাম।
তার নামে স্থাপনাগুলো মনে করিয় দেয় এদেশ আমাদের। তাঁকে গর্ব আর শ্রদ্ধায় স্মরণ করে প্রজন্ম থেকে প্রজন্ম।
৯০. উদ্দীপকের এ ভাব কোন রচনায় ফুটে উঠেছে?
Ο ক)  প্রার্থী
Ο খ)  একুশের গান
Ο গ)  দেশ
Ο ঘ)  জাগো তবে অরণ্য কন্যারা

  সঠিক উত্তর: (খ)

৯১. ‘একুশের গান’ কবিতাটি কাদের উদ্দেশ্য রচিত?
Ο ক)  মুক্তিযুদ্ধের শহিদদের
Ο খ)  মুক্তিযুদ্ধে লাঞ্ছিত মা-বোনদের
Ο গ)  ভাষা শহিদদের আন্দোলনের
Ο ঘ)  গণঅভ্যুত্থানের শহিদদের

  সঠিক উত্তর: (গ)

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...