NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

এস.এস.সি || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৬: ডেটাবেজ এর ব্যবহার




এস.এস.সি    ||    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় - ৬: ডেটাবেজ এর ব্যবহার


১.
পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কোনটি গঠিত হয়?
Ο ক) 
ফিল্ড
Ο খ) 
ফোল্ডার
Ο গ) 
হেডিং
Ο ঘ) 
রেকর্ড

  সঠিক উত্তর: (ঘ)

২.
রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয়?
Ο ক) 
Print
Ο খ) 
Print preview
Ο গ) 
View
Ο ঘ) 
Design Views

  সঠিক উত্তর: (খ)

৩.
সাধারণত তথ্য বিতরনে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
কুয়েরি
Ο খ) 
মডিউল
Ο গ) 
রিপোর্ট
Ο ঘ) 
রেকর্ড

  সঠিক উত্তর: (গ)

৪.
বর্তমানে ডেটাবেজের আওতায় থাকতে পারে-
i. মডিউল
ii. কুয়েরি
iii. ডিবেজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫.
কুয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে-
i. সক্রিয় অবস্থায় মুদ্রণ করতে হয়
ii. ফাইলের উপর ডাবল ক্লিক করলে
iii. রিপোর্ট আকারে সংরক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬.
দুই বা ততোধিক ডেটাটেবিলের মধ্যে -
i. ডেটাবেজ তৈরি করা যায়
ii. ডেটা আদান প্রদান করা যায়
iii. রিলেশন তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭.
ডেটাবেজ কোথায় ব্যবহার করা হয়?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
ক্যালকুলেটর
Ο গ) 
ঘড়িতে
Ο ঘ) 
ফ্যাক্স

  সঠিক উত্তর: (গ)

৮.
ডেটাবেজে ব্যবহৃত ফাইল হলো-
i. রিপোর্ট
ii. মাইক্রো
iii. ফক্সবেইজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯.
ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়?
Ο ক) 
রেকর্ড
Ο খ) 
টেবিল
Ο গ) 
ম্যাক্রো
Ο ঘ) 
ইনডেক্স

  সঠিক উত্তর: (ঘ)

১০.
ডেটাবেজকে কী বলা হয়?
Ο ক) 
শব্দ ভান্ডার
Ο খ) 
বাক্য ভান্ডার
Ο গ) 
তথ্য ভান্ডার
Ο ঘ) 
চিত্র ভান্ডার

  সঠিক উত্তর: (গ)

১১.
ডেটাবেজে ব্যবহৃত ফাইল হলো-
i. ডেটা টেবিল
ii. কুয়েরী
iii. ফর্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১২.
কোনটি সংগৃহীত উপাত্তের ভান্ডার?
Ο ক) 
এক্সেল
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
 ওয়ার্ড
Ο ঘ) 
ফটোশপ

  সঠিক উত্তর: (খ)

১৩.
মাইক্রোসফট এক্সিস এর সাহায্যে সহজেই -
i. মেইলিং লেবেল তৈরি করা যায়
ii. একাধিক ডেটাটেবিলের মধ্যে সম্পর্কে স্থাপনা করা যায়
iii. হিসাব নিকাশ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪.
ডেটাবেজ ব্যবহারের সুবিধা হলো-
i. তথ্য সংরক্ষণ করা যায়
ii. তথ্য নিয়ন্ত্রণ করা যায়
iii. তথ্য দ্রুত খুঁজে বের করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫.
তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়-
Ο ক) 
কুয়েরিতে
Ο খ) 
টেবিলে
Ο গ) 
Design View তে
Ο ঘ) 
রিপোর্টে

  সঠিক উত্তর: (ঘ)

১৬.
কিসের ভিত্তিতে ডেটাবেজকে বর্ণানুক্রমিকভাবে বিন্যাস্ত করা যায়?
Ο ক) 
ফিল্ড
Ο খ) 
রো
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
সেল

  সঠিক উত্তর:

১৭.
ডেটাবেজ এর কাজের জন্য কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে?
Ο ক) 
মজিলা ফায়ারফক্স
Ο খ) 
মাইক্রোসফট ওয়ার্ড
Ο গ) 
মাইক্রোসফট অফিস এক্সেস
Ο ঘ) 
ক্রোম

  সঠিক উত্তর: (গ)

১৮.
টেবিলের সবগুলো ফিল্ড অন্তর্ভুক্ত করতে কোনটি ক্লিক করতে হবে?
Ο ক) 
Add
Ο খ) 
Remove
Ο গ) 
Insert
Ο ঘ) 
Cancel

  সঠিক উত্তর: (ক)

১৯.
ডেটাবেজের ম্যাক্রো ব্যবহার করার ফলে-
i. একই কাজ বার বার করার প্রয়োজন হয় না
ii. মূল ফাইলের কোনো রূপ পরিবর্তন হয় না
iii. সময়ের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২০.
বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি?
Ο ক) 
ডেটাবেজ
Ο খ) 
ম্যাক্রো
Ο গ) 
ফর্ম
Ο ঘ) 
ওয়ার্কবুক

  সঠিক উত্তর: (ক)

২১.
একটি ডেটা টেবিল এর সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্টার থাকতে পারে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

২২.
ফিল্ডের আকার কত বড় হবে তা নির্ধারণ করতে হয় কোন অংশে?
Ο ক) 
ফিল্ড প্রোপার্টিজ
Ο খ) 
ফিল্ড সাইজ
Ο গ) 
ফিল্ড
Ο ঘ) 
রেকর্ড

  সঠিক উত্তর: (খ)

২৩.
তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়-
i. ফাইন্ড এন্ড রিপ্লেস
ii. সটিং
iii. কুয়েরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

২৪.
গ্রিড লাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হয়?
Ο ক) 
Color -ড্রপ ডাউন
Ο খ) 
Width -ড্রপ ডাউন
Ο গ) 
Style -ড্রপ ডাউন
Ο ঘ) 
Show table

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
রিপোর্ট অর্থ কী?
Ο ক) 
তথ্য
Ο খ) 
বিন্যাস
Ο গ) 
প্রতিবেদন
Ο ঘ) 
সাজানো

  সঠিক উত্তর: (গ)

২৬.
রিপোর্ট লম্বালম্বিভাবে প্রিন্ট করতে হলে কোন আইকনে ক্লিক করতে হবে?
Ο ক) 
Portait
Ο খ) 
Preview
Ο গ) 
Landscape
Ο ঘ) 
Layout

  সঠিক উত্তর: (ক)

২৭.
শর্ত আরোপ করার পর কোনটিতে ক্লিক করলে শর্তানুযায়ী রেকর্ড প্রদর্শিত হবে?
Ο ক) 
Ok
Ο খ) 
Run
Ο গ) 
Apply
Ο ঘ) 
Undo

  সঠিক উত্তর: (খ)

২৮.
ডেটাবেজে কোন কিছু সেভ করার জন্য কীবোর্ড কমান্ড কী?
Ο ক) 
Ctrl+Shift
Ο খ) 
Ctrl+Enter
Ο গ) 
Crtl+Tab
Ο ঘ) 
Ctrl+S

  সঠিক উত্তর: (খ)

২৯.
ডেটাবেজের কোন উইন্ডোতে data entry করতে হয়
Ο ক) 
Worksheet
Ο খ) 
Designe View
Ο গ) 
Datasheet View
Ο ঘ) 
Final Data

  সঠিক উত্তর: (গ)

৩০.
বিদ্যালয়ের ডেটাবেজে একজন শিক্ষার্থীর সংখ্যানুক্রমিক ডেটা হল-
i. শিক্ষার্থীর রোল
ii. শিক্ষার্থীর বয়স
iii. শিক্ষার্থীর জন্ম তারিখ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩১.
ড্রপ ডাউন তীরে ক্লিক করলে যে প্রকারের ডেটার তালিকা দেখা যাবে-
i. Currency
ii. Number
iii. Date/Type
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩২.
DBMS এর পূর্ণরূপ কী?
Ο ক) 
Datebase Management Source
Ο খ) 
Databit Management System
Ο গ) 
Databyte Management System
Ο ঘ) 
Datebase Management Syatem

  সঠিক উত্তর: (ঘ)

৩৩.
ডেটাবেজে অবরোহী পদ্ধতি হচ্ছে
i. ছোট ক্রম থেকে বড় ক্রমের দিকে যাওয়া
ii. বড় ক্রম থেকে ছোট ক্রমের দিকে যাওয়া
iii. ছোট ক্রম ও বড় ক্রমের সংমিশ্রণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৩৪.
বিপুল পরিমান তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
ডেটাবেজ সফটওয়্যার
Ο খ) 
স্প্রেডশিট সফটওয়্যার
Ο গ) 
প্রেজেন্টেশন সফটওয়্যার
Ο ঘ) 
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

  সঠিক উত্তর: (ক)

৩৫.
ডেটাবেজ টেবিল নতুন ফিল্ড যোগ করার জন্য কী করতে হবে?
Ο ক) 
File আইকনে ক্লিক করতে হবে
Ο খ) 
View আইকনে ক্লিক করতে হবে
Ο গ) 
Tab বোতামে প্রেস করতে হবে
Ο ঘ) 
Open বোতামে ক্লিক করতে হবে

  সঠিক উত্তর: (খ)

৩৬.
কিসের উপর ভিত্তি করে ডেটাবেজে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়?
Ο ক) 
রেকর্ড
Ο খ) 
টেবিল
Ο গ) 
সেল
Ο ঘ) 
ফিল্ড

  সঠিক উত্তর: (ঘ)

৩৭.
কোনটি গাণিতিক ফিল্ড?
Ο ক) 
Number
Ο খ) 
Currencey
Ο গ) 
Date/Time
Ο ঘ) 
Number

  সঠিক উত্তর: (ক)

৩৮.
ডেটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকন ক্লিক করতে হবে?
Ο ক) 
Fine আইকোন
Ο খ) 
Replace আইকোন
Ο গ) 
Search আইকোন
Ο ঘ) 
Filter আইকোন

  সঠিক উত্তর: (ঘ)

৩৯.
ডেটাবেজ ফাইল তৈরির পর প্রাথমিকাভাবে কোন কাজটি করতে হয়?
Ο ক) 
কুয়েরি করা
Ο খ) 
সংরক্ষণ
Ο গ) 
ফর্ম তৈরি
Ο ঘ) 
রিলেশন তৈরি

  সঠিক উত্তর: (খ)

৪০.
ডেটাবেজের প্রত্যেকটি কলামের কী থাকে?
Ο ক) 
শিরোনাম
Ο খ) 
ফাইল
Ο গ) 
ফোল্ডার
Ο ঘ) 
নথি

  সঠিক উত্তর: (ক)

৪১.
কেনটি ডেটাবেজ প্রোগ্রাম?
Ο ক) 
মডিউল
Ο খ) 
ম্যাক্রো
Ο গ) 
ফক্সপ্রো
Ο ঘ) 
ডিবেজ

  সঠিক উত্তর: (ক)

৪২.
উপরোক্ত ৯০০ জন শ্রমিককে এন্ট্রি করার সময় কোনটি প্রয়োজন?
Ο ক) 
ইনডক্স
Ο খ) 
কুয়েরি
Ο গ) 
ইনপুট ভেলিডেশন
Ο ঘ) 
ম্যাক্রো

  সঠিক উত্তর: (গ)

৪৩.
সব সময় ফাইল বন্ধ করার আগে কী করতে হয়?
Ο ক) 
এডিট
Ο খ) 
কারেকশন
Ο গ) 
সেভ
Ο ঘ) 
চেক

  সঠিক উত্তর: (গ)

৪৪.
ডেটাবেজে দুই বা ততোধিক টেবিল নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে -
i. রিলেশন তৈরি করা যায়
ii. ডেটা আদান প্রদান করা যায়
iii. রিপোর্ট তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৫.
কোনটি Datebase ফাইলের এক্সটেশন?
Ο ক) 
XLS
Ο খ) 
DOCX
Ο গ) 
DBASE
Ο ঘ) 
AI

  সঠিক উত্তর: (গ)

৪৬.
ডেটাবেজে একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী গঠিত হয়?
Ο ক) 
সেল
Ο খ) 
ফিল্ড
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
রেকর্ড

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
মডিউল ফাইল নিচের কোন প্রোগ্রামে পাওয়া যায়?
Ο ক) 
ওয়ার্ড প্রসেসর
Ο খ) 
এক্সেল
Ο গ) 
ফটোশপ
Ο ঘ) 
ডেটাবেজ

  সঠিক উত্তর: (ঘ)

৪৮.
কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয়?
Ο ক) 
Field
Ο খ) 
Record
Ο গ) 
Data Table
Ο ঘ) 
Table View

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
এখানে কোনটি� অবরোহী বিন্যাস্ত সজ্জিত?
Ο ক) 
Age
Ο খ) 
Number
Ο গ) 
Roll
Ο ঘ) 
Code

  সঠিক উত্তর: (গ)

৫০.
ডেটাবেজ টেবিলের ডাটাকে বিন্যাস্ত করা যায়-
i. কলামের মাধ্যমে
ii. বর্ণনাক্রমিকভাবে
iii. সংখ্যানুক্রমিকভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫১.
ডেটাবেজে শর্তের ভিত্তিতে বিন্যাস করা রেকর্ড বিন্যাস পূর্ব অবস্থায় ফিরে যাবে কোনটির ব্যবহারে?
Ο ক) 
Remove Filter
Ο খ) 
Filter by selection
Ο গ) 
Apply Filter
Ο ঘ) 
Toggle Filter

  সঠিক উত্তর: (ক)

৫২.
কোন ডেটাটেবিলের ফিল্ড যদি সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ ১১৫০০ টাকা বেতন এন্ট্রি করা হয় তবে ইনপুট ভেলিডেশনে কোন শর্তটি জুড়ে দিতে হবে?
Ο ক) 
=>200 and <= 11500
Ο খ) 
>=2000 and>= 11500
Ο গ) 
>=2000 and <=11500
Ο ঘ) 
<=2000 and<=11500

  সঠিক উত্তর: (গ)

৫৩.
Microsoft Offie Access খুলতে হলে-
i. Start বোতামে ক্লিক করতে হয়
ii. All Progarams এ যেতে হয়
iii. Microsoft Office যেতে হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৪.
বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
ডেটাবেজ সফটওয়্যর
Ο খ) 
স্প্রেডশিট সফটওয়্যার
Ο গ) 
প্রেজেন্টশন সফটওয়্যার
Ο ঘ) 
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

  সঠিক উত্তর: (ক)

৫৫.
বানান সংশোধনের জন্য -
i. বানানের ঘরে ইনসার্সন পয়েন্টার রাখতে হবে
ii. সাধারণ নিয়মে সংশোধন করতে হয়
iii. একটি বানান শুদ্ধ করলে সকল বানান শুদ্ধ হবে
নিচের কোনটি স0ঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৫৬.
রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ?
Ο ক) 
Create
Ο খ) 
Home
Ο গ) 
File
Ο ঘ) 
Design

  সঠিক উত্তর: (ক)

৫৭.
কোন ডাটার সাহায্যে গাণিতিক কাজ করা যায় না?
Ο ক) 
তারিখ
Ο খ) 
সময়
Ο গ) 
বর্ণভিত্তিক
Ο ঘ) 
নম্বর

  সঠিক উত্তর: (গ)

৫৮.
রিবনের Run আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) 
Create
Ο খ) 
Datasheet View
Ο গ) 
Home
Ο ঘ) 
Design

  সঠিক উত্তর: (ঘ)

৫৯.
একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে কোনটির মাধ্যমে Single Action এ রূপান্তর করা যায়?
Ο ক) 
ইনডেক্স
Ο খ) 
ম্যাক্রো
Ο গ) 
লিংক
Ο ঘ) 
রিপোর্ট

  সঠিক উত্তর: (খ)

৬০.
ডেটাবেজে Dose not Equal অপশনটি কোন আইকনে থাকে?
Ο ক) 
Edit
Ο খ) 
Selection
Ο গ) 
Design
Ο ঘ) 
Filter

  সঠিক উত্তর: (খ)

৬১.
কুয়েরি ফিল্ড ধারকে টেবিলের সবগুলো হেডিং অন্তভুক্ত করতে Showtable ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে?
Ο ক) 
Add
Ο খ) 
plus
Ο গ) 
Cancel
Ο ঘ) 
Ok

  সঠিক উত্তর: (ক)

৬২.
৩০ থেকে ৬০ বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে Between Numbers বক্সের Smallest ঘরে কত টাইপ করতে হবে?
Ο ক) 
৩০
Ο খ) 
৬০
Ο গ) 
৯০
Ο ঘ) 
১৮০০

  সঠিক উত্তর: (ক)

৬৩.
Creiteria সারির ঘরে টাইপকরা নামগুলোর পাশে স্বয়ংক্রিয়ভাবে কি যুক্ত হয়?
Ο ক) 
কোলন চিহ্ন
Ο খ) 
কমা চিহ্ন
Ο গ) 
সেমিকোলন চিহ্ন
Ο ঘ) 
উদ্ধৃতি চিহ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.
ফিল্ড উইন্ডোতে কি টাইপ করা হয়?
Ο ক) 
Text
Ο খ) 
Currency
Ο গ) 
SL. No
Ο ঘ) 
Data Type

  সঠিক উত্তর: (গ)

৬৫.
ডেটাবেজের কোন উইন্ডোতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যাবে?
Ο ক) 
File Window
Ο খ) 
Tools Window
Ο গ) 
Page Layout Window
Ο ঘ) 
Design View Window

  সঠিক উত্তর: (ঘ)

৬৬.
ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা হয়-
i. কুয়েরি
ii. রিপোর্ট
iii. মেইলিং লেবেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৬৭.
বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে কোনটির ব্যবহার সুবিধাজনক?
Ο ক) 
ফাইল
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
ম্যাক্রো
Ο ঘ) 
এক্সেল

  সঠিক উত্তর: (খ)

৬৮.
ডেটাবেজের অন্তর্গত রিপোর্ট সংযোজন করা যায়-
i. গ্রাফ
ii. ছবি
iii. শব্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৯.
Home menu Assending আইকনে Click করলে ডেটাসমূহ কীভাবে বিন্যাস্ত হবে?
Ο ক) 
বড় থেকে ছোট ক্রমের দিকে
Ο খ) 
1..........10..............50 অনুসারে
Ο গ) 
ছোট থেকে বড় ক্রমের দিকে
Ο ঘ) 
Even থেকে Odd নাম্বারের দিকে

  সঠিক উত্তর: (গ)

৭০.
ডেটাবেজ ফাইলের নাম দেওয়ার জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়?
Ο ক) 
Blank Database
Ο খ) 
All Program
Ο গ) 
File Name
Ο ঘ) 
Mircrosoft Office

  সঠিক উত্তর: (গ)

৭১.
ইনপু্ট ভেলিডেশন দেয়ার পর শর্তের বাইরে কোন ডেটা দিলে-
i. এন্ট্রি হবে না
ii. এন্ট্রি হবে
iii. ভুলবার্তা প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৭২.
তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত কোনটি?
Ο ক) 
From
Ο খ) 
Table
Ο গ) 
Query
Ο ঘ) 
Report

  সঠিক উত্তর: (ঘ)

৭৩.
ডেটাবেজ হচ্ছে-
i. প্রতিবেদন
ii. সংগৃহীত উপাত্তের ভান্ডার
iii. অসংখ্য উপাত্তের� সুসজ্জিত তালিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৭৪.
একটি ডেটাকে অন্য ডেটা দ্বারা প্রতিস্থাপন করাকে কী বলে?
Ο ক) 
Replace
Ο খ) 
Refresh
Ο গ) 
Find
Ο ঘ) 
Rewrite

  সঠিক উত্তর: (ক)

৭৫.
পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কী গঠিত হয়?
Ο ক) 
সারি
Ο খ) 
সেল
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
ফিল্ড

  সঠিক উত্তর: (ক)

৭৬.
গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য টুলবক্সের কোন ড্রপডাউনে ক্লিক করতে হবে?
Ο ক) 
Width
Ο খ) 
Palate
Ο গ) 
Style
Ο ঘ) 
Gridlines

  সঠিক উত্তর: (গ)

৭৭.
Find আইকন ডেটাবেজের কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) 
View
Ο খ) 
Home
Ο গ) 
Tools
Ο ঘ) 
Insert

  সঠিক উত্তর: (খ)

৭৮.
ডেটাবেজ মূলত কী?
Ο ক) 
তথ্য
Ο খ) 
উপাত্ত
Ο গ) 
ওয়ার্ড প্রসেসিং
Ο ঘ) 
অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা

  সঠিক উত্তর: (ঘ)

৭৯.
ইনডেক্স ফাইল মূল ডেটা ফাইলের কীরূপে পরিবর্তন করে?
Ο ক) 
আংশিক পরিবর্তন করে
Ο খ) 
সম্পূর্ণ নতুন ফাইল তৈরি করে
Ο গ) 
কোনোরূপ পরিবর্তন করে না
Ο ঘ) 
সম্পূর্ণরূপে পরিবর্তন করে

  সঠিক উত্তর: (গ)

৮০.
গাণিতিক কাজ করা যায়-
i. নম্বর ডেটার মাধ্যম
ii. বর্ণভিত্তিক ডেটার সাহায্যে
iii. তারিখ/সময় ডেটার সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৮১.
ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যাক্রমিকভাবে বিন্যাস্ত করা যায়-
i. ফিল্ডের ভিত্তিতে
ii. কলামের ভিত্তিতে
iii. রেকর্ড এর ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮২.
নিচের কোনটি মাইক্রোসফট এক্সেসের প্রোগ্রামিং ফাইল ?
Ο ক) 
Module
Ο খ) 
Table
Ο গ) 
Macro
Ο ঘ) 
Query

  সঠিক উত্তর: (ক)

৮৩.
ডেটা এন্ট্রির ক্ষেত্রে ফন্টের আকার-
i. শুরুতেই নির্ধারণ করতে হয়
ii. যে কোন সময় নির্ধারণ করা যায়
iii. শুরুতে নির্ধারণ করা ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৪.
কুয়েরি� পদ্ধতিতে তথ্য আহরনে-
i. Create মেনুর ব্যবহার করা হয়
ii. ফিল্ডসমূহকে কুয়েরিতে অন্তভুক্ত করা হয়
iii. সিলেক্টশন আইকনের ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮৫.
ডেটাবেজ হলো-
i. উপাত্তের সুসজ্জিত এলাকা
ii. একটি সফটওয়্যার
iii. দ্রুত এবং অনায়াসে উপাত্ত শনাক্ত করার পদ্ধতি বিশেষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬.
ডেটাবেজের মাধ্যমে করা যায়-
i. তথ্য সংরক্ষন
ii. তথ্য নিয়ন্ত্রণ
iii. তথ্য ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৭.
ডেটাবেজে নামভিত্তিক তথ্য অনুসন্ধান করতে find what এডিট বারে-
i. পদবী টাইপ করা যেতে পারে
ii. নাম টাইপ করা যেতে পারে
iii. নামের অংশবিশেষ টাইপ করা যেতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮.
নিচের কোনটি অবরোহী পদ্ধতী?
Ο ক) 
A,B,C...............Z
Ο খ) 
100, 99.............1
Ο গ) 
1, 2 .............7, 5
Ο ঘ) 
D, C ................A

  সঠিক উত্তর: (খ)

৮৯.
ডেটা এন্ট্রির শুরুতে কোনটি নির্ধারণ করে নেয়া যেতে পারে?
Ο ক) 
ফন্ট
Ο খ) 
ডেটা টাইপ
Ο গ) 
ফিল্ড
Ο ঘ) 
ফিল্ড সাইজ

  সঠিক উত্তর: (ক)

৯০.
কিসের মাধ্যমে ডেটাবেজে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়?
Ο ক) 
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
Ο খ) 
টেবিল
Ο গ) 
সারি
Ο ঘ) 
সি প্রোগ্রাম

  সঠিক উত্তর: (খ)

৯১.
ডেটাবেজে ডেটার বিন্যাস দুটি উপায়ে করা যায়। তা হলো-
i. রেকর্ড বিন্যাস
ii. অবরোহী বিন্যাস
iii. আরোহী বিন্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৯২.
ডেটাবেজ টেবিল তৈরি করতে হলে-
i. Design Veiw অপশনে যেতে হবে
ii. ডেটা টাইপ নির্ধারণ করতে হবে
iii. ফর্মস ডিজাইন করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৩.
ম্যাক্রো তৈরি করা হলে-
i. সকল কাজে Single Action এ রূপান্তরিত হয়
ii. সময়ের সাশ্রয় হয়
iii. মাইক্রোসফট কর্পোরেশনের একটি পণ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৯৪.
যাদের বয়স ৩০-৬০ তাদের রেকর্ড প্রদর্শনের জন্য -
i. Between Numbers ডায়ালগ বক্স আনতে হবে
ii. ডায়ালগ বক্সের Smallest ঘরে ৩০ বসাতে হবে
iii. ডায়লগ বক্সের Largest ঘরে ৬০ বসাতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৫.
ডেটাবেজ থেকে তথ্য খোঁজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) 
ইনডেক্স
Ο খ) 
কোয়েরী
Ο গ) 
মডিউল
Ο ঘ) 
ম্যাক্রো

  সঠিক উত্তর: (ক)

৯৬.
কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
Ο ক) 
এমএস ওয়ার্ড
Ο খ) 
লিনাক্স
Ο গ) 
এমএসএক্সেস
Ο ঘ) 
ওয়ার্ড প্রসেসর

  সঠিক উত্তর: (গ)

৯৭.
Home মেনুর কোন আইকোন ক্লিক করলে Find and Replace আসবে?
Ο ক) 
New
Ο খ) 
Open
Ο গ) 
Find
Ο ঘ) 
More Option

  সঠিক উত্তর: (গ)

৯৮.
ফক্সবেইজ কী?
Ο ক) 
ম্যালওয়্যার
Ο খ) 
একটি ডেটাবেজ প্রোগ্রাম
Ο গ) 
অথরওয়্যার
Ο ঘ) 
অপারেটিং সিস্টেম

  সঠিক উত্তর: (খ)

৯৯.
ডেটাবেজ ফিল্ড কী?
Ο ক) 
খেলার মাঠ
Ο খ) 
কলাম
Ο গ) 
সেল
Ο ঘ) 
কলামের শিরোনাম

  সঠিক উত্তর: (ঘ)

১০০.
বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য কোন বোতামে মাউস ক্লিক করতে হবে?
Ο ক) 
Open
Ο খ) 
View
Ο গ) 
New
Ο ঘ) 
Design View

  সঠিক উত্তর: (ক)

১০১.
ক্রমিক নম্বর, বয়স প্রভূতি ফিল্ডের ডাটা বিন্যাস্তকরণকে কী বলে?
Ο ক) 
অবরোহী বিন্যাস
Ο খ) 
আরোহী বিন্যাস
Ο গ) 
সংখ্যানুক্রমিক বিন্যাস
Ο ঘ) 
বর্ণানুক্রমিক বিন্যাস

  সঠিক উত্তর: (গ)

১০২.
গ্রিডলাইন যুক্ত করা যায়-
i. রেকর্ডগুলোর উপরে
ii. রেকর্ডগুলোর পাশে
iii. রেকর্ডগুলোর নিচে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৩.
এক্সেস ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহৃর করা হয়?
Ο ক) 
Field Size
Ο খ) 
Design View
Ο গ) 
Data Sheet View
Ο ঘ) 
Data Field View

  সঠিক উত্তর: (গ)

১০৪.
সংখ্যানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস্ত হয়-
i. জন্মতারিখ ফিল্ডের ডেটা
ii. বয়স ফিল্ডের ডাটা
iii. পরীক্ষার নম্বরের ফিল্ডের ডেটা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০৫.
সর্বশেষ নাম দেখার পর পর্দায় কী প্রদর্শিত হবে?
Ο ক) 
ফিনিশ
Ο খ) 
টেবিল
Ο গ) 
বার্তা
Ο ঘ) 
হোম মেনু

  সঠিক উত্তর: (গ)

১০৬.
ডেটাবেজে ডিলিট আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) 
View
Ο খ) 
Edit
Ο গ) 
Home
Ο ঘ) 
Insert

  সঠিক উত্তর: (গ)

১০৭.
এক্সেস ডেটাবেজে অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য-
i. ডেটাশিট মেনুর রিবনে ডিলিট আইকন ক্লিক করতে হবে
ii. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে
iii. ফিল্ডটি সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১০৮.
নিচের কোনটি ডেটাটেবিলের সকল ফিল্ড এবং রেকর্ডকে সাবসেট হিসেবে প্রদর্শন করে?
Ο ক) 
Query
Ο খ) 
Chart
Ο গ) 
Table
Ο ঘ) 
Form

  সঠিক উত্তর: (ক)

১০৯.
মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় ডেটাবেজ সফটওয়ারের নাম কী?
Ο ক) 
এক্সেস
Ο খ) 
ফক্সবেইজ
Ο গ) 
প্যারাডক্স
Ο ঘ) 
ফক্সপ্রো

  সঠিক উত্তর: (ক)

১১০.
বিন্যাস ভুল হলে কোন কমান্ড দিতে হবে?
Ο ক) 
Save as
Ο খ) 
Replace
Ο গ) 
Undo
Ο ঘ) 
Create

  সঠিক উত্তর: (গ)

১১১.
মাইক্রোসফট এক্সেল কোন ধরনের প্রোগ্রাম?
Ο ক) 
ডেটাবেজ
Ο খ) 
এক্সেল
Ο গ) 
ওয়ার্ডপ্রসেসর
Ο ঘ) 
অপারেটিং সিস্টেম

  সঠিক উত্তর: (ক)

১১২.
ডেটাবেজে তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকোন ক্লিক করতে হবে?
Ο ক) 
Fine আইকোন
Ο খ) 
Replace আইকোন
Ο গ) 
Search আইকোন
Ο ঘ) 
Find What আইকোন

  সঠিক উত্তর: (ক)

১১৩.
Field Name ঘরে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে কার্সর কোন ঘরে চলে যাবে?
Ο ক) 
Field Size ঘরে
Ο খ) 
Data Size ঘরে
Ο গ) 
Data Type ঘরে
Ο ঘ) 
Description ঘরে

  সঠিক উত্তর: (গ)

১১৪.
এক ফিল্ডে ডাটা টাইপ করা হয়ে গেলে কোন কী চাপলে কার্সর পরবর্তী ফিল্ডে যায়?
Ο ক) 
Backspace
Ο খ) 
Delete
Ο গ) 
Shift
Ο ঘ) 
Tab

  সঠিক উত্তর: (ঘ)

১১৫.
বিভিন্ন ধরনে ডেটাবেজ প্রোগ্রাম রয়েছে। যেমন-
i. ফক্সপ্রো
ii. পাইথন
iii. প্যারাডক্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১১৬.
রিবনে কোনটি ক্লিক কররে একটি শূন্য ফিল্ড যুক্ত হবে?
Ο ক) 
Insert Colums
Ο খ) 
Insert Images
Ο গ) 
Insert Rows
Ο ঘ) 
Inser text

  সঠিক উত্তর: (গ)

১১৭.
ডেটাবেজ বলা হয়-
Ο ক) 
তথ্যভান্ডার
Ο খ) 
অথরওয়্যার
Ο গ) 
হিসাব নিকাশের সফওয়্যার
Ο ঘ) 
ডিজাইনিং সফটওয়্যার

  সঠিক উত্তর: (ক)

১১৮.
এক ফিল্ড থেকে পরবর্তী ফিল্ডে কার্সর সরানোর কীবোর্ড বোতাম কোনটি?
Ο ক) 
Tab
Ο খ) 
Space
Ο গ) 
Shift
Ο ঘ) 
Enter

  সঠিক উত্তর: (ক)

১১৯.
ডেটাটেবিলে ডেটাসমূহকে সাজিয়ে প্রদর্শন করাকে কী বলে?
Ο ক) 
Query
Ο খ) 
Sorting
Ο গ) 
Relation
Ο ঘ) 
Macro

  সঠিক উত্তর: (খ)

১২০.
রিপোর্টে� পৃষ্ঠার মার্জিন ঠিক করার জন্য কোন আইকোন ক্লিক করতে হয়?
Ο ক) 
Size
Ο খ) 
Portrait
Ο গ) 
Margins
Ο ঘ) 
Landscape

  সঠিক উত্তর: (গ)

১২১.
ওরাকল কী ধরনের প্রোগ্রাম?
Ο ক) 
এক্সেল
Ο খ) 
গ্রাফিক্স
Ο গ) 
ওয়েব
Ο ঘ) 
ডেটাবেজ

  সঠিক উত্তর: (ঘ)

১২২.
Database Design view কমান্ড কোন আইকোনের অন্তর্ভুক্ত?
Ο ক) 
View
Ο খ) 
Tools
Ο গ) 
Design
Ο ঘ) 
Edit

  সঠিক উত্তর: (ক)

১২৩.
শর্তযুক্ত বিন্যাস কার্যকর রাখার জন্য কোনটি ক্লিক করতে হয়?
Ο ক) 
Remove Filter
Ο খ) 
Apply Filter
Ο গ) 
Number Filter
Ο ঘ) 
Between

  সঠিক উত্তর: (খ)

১২৪.
ডেটাবেজে সংরক্ষিত তথ্যগুলো-
i. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত
ii. বিভিন্ন নামে সংরক্ষণ করা হয়
iii. বিভিন্ন নথিতে সংরক্ষন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৫.
একা বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে?
Ο ক) 
সেল
Ο খ) 
রেকর্ড
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
ডেটাবেজ

  সঠিক উত্তর: (ঘ)

১২৬.
ডেটাবেজে একটি ফাইল আপডেট করলে স্বয়ংক্রিয়ভাবে সব ফাইল আপডেট হবার কারণ-
i. ফাইলসমূহের মধ্যে লিংক তৈরি করা
ii. ফাইলসমূহের মধ্যে ইনডেক্স করা
iii. রেকর্ডসমূহের মধ্যে সটিং করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১২৭.
ডেটাবেজে ব্যবহৃত ext, Date/Time ইত্যাদি কী?
Ο ক) 
Date Type
Ο খ) 
Date length
Ο গ) 
Date Field Size
Ο ঘ) 
Data Format

  সঠিক উত্তর: (ক)

১২৮.
ডেটাবেজ প্রোগ্রামে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপডেট করা যায়-
i. রিপলেস অল কমান্ড ব্যবহার করে
ii. কীবোর্ড ব্যবহার করে
iii. লিঙ্ক ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১২৯.
নিচের কোনটি একটি যৌথ ক্রিয়া?
Ο ক) 
New
Ο খ) 
Field and record
Ο গ) 
Fine and Replace
Ο ঘ) 
Fine Next

  সঠিক উত্তর: (গ)

১৩০.
ডেটাটেবিলের ডাটার ফন্ট বৈশিষ্ট্য নির্ধারণ করা যেতে পারে-

i. টেবিল তৈরির পর
ii. টেবিলের ফিল্ড ডেটা টািইপ নির্ধারণের পর
iii. টেবিল তৈরির পূর্বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩১.
ডেটাবেজে ফিল্ড বাতিল হওয়ার পর তা কীভাবে পুনরুদ্ধার করা যায়?
Ο ক) 
Undo ব্যবহার করে
Ο খ) 
পুনরুদ্ধার করা যায় না
Ο গ) 
Restore ব্যবহার করে
Ο ঘ) 
Recycle bin ব্যবহার করে

  সঠিক উত্তর: (খ)

১৩২.
একবার হয়ে গেলে আর Undo করা যায় না কোনটিতে?
Ο ক) 
ফাইল-কাট
Ο খ) 
ফাইল-কপি
Ο গ) 
ফিল্ড-বাতিল
Ο ঘ) 
ফিল্ড-কপি

  সঠিক উত্তর: (গ)

১৩৩.
ফাইল সংরক্ষণ করার জন্য কোন আইকনে ক্লিক করহে হয়?
Ο ক) 
External Data
Ο খ) 
Folder
Ο গ) 
Create
Ο ঘ) 
Cancel

  সঠিক উত্তর: (খ)

১৩৪.
এক্সেস ডেটাবেজে কোন ঘরের বানান সংশোধনের জন্য-
i. ঘরটি সিলেক্ট করতে হবে
ii. ঘরটিতে ট্যাব বোতাম চাপতে হবে
iii. ঘরটিতে সাধারণ নিয়মে টাইপ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
সংগৃহীত উপাত্তের সুসজ্জিত তালিকাকে কী বলে?
Ο ক) 
ডেটা
Ο খ) 
গ্রাফ
Ο গ) 
ডেটাবেজ
Ο ঘ) 
প্রোগ্রাম

  সঠিক উত্তর: (গ)

১৩৬.
রানা প্লাজার ডেটাবেজের ডেটাটেবিল থেকে কোনটির মাধ্যমে মৃত ব্যক্তিদের তথ্য সরবরাহ করা যাবে?
Ο ক) 
কুয়েরি
Ο খ) 
ফর্ম
Ο গ) 
রিপোর্ট
Ο ঘ) 
মডিউল

  সঠিক উত্তর: (গ)

১৩৭.
রেকর্ড বলা হয়-
Ο ক) 
প্রতিটি কলামকে
Ο খ) 
প্রতিটি সারিকে
Ο গ) 
প্রতিটি সেলকে
Ο ঘ) 
প্রতিটি ফিল্ডকে

  সঠিক উত্তর: (খ)

১৩৮.
কুয়েরি ব্যবহারে প্রাপ্ত সুবিধাসমূহ হলো-
i. তথ্য প্রদর্শন
ii. তথ্য আহরণ
iii. তথ্য পাঠানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৯.
কীসের মাধ্যমে বিপুল পরিমান তথ্য থেকে কাঙ্খিত তথ্য দ্রুত খুঁজে বের করা যায়?
Ο ক) 
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
ডাটা

  সঠিক উত্তর: (খ)

১৪০.
রিপোর্ট প্রিন্ট করার জন্য -
i. প্রিন্ট প্রিভিউ তে রিপোর্টটির মুদ্রিত অবস্থা দেখতে হবে
ii. কম্পিউটারের সাথে প্রিন্টার থাকতে হবে
iii. রিপোর্টটি সংরক্ষন করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪১.
ডেটাবেজ রেকর্ড বাতিল করার জন্য -
i. কলামটি সিলেক্ট করতে হবে
ii. সারিটি সিলেক্ট করতে হবে
iii. ডিলিট কমান্ডের ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১৪২.
Data Type ঘরের ড্রপ ডাউন তীরে ক্লিক কররে ডেটার যে ধরনে তালিকা দেখা যাবে-
i. Text
ii. Number
iii. Date/Time
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৪৩.
কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ ও বিতরণ করা হয়?
Ο ক) 
কুয়েরি
Ο খ) 
রিপোর্ট
Ο গ) 
মডিউল
Ο ঘ) 
ম্যাক্রো

  সঠিক উত্তর: (খ)

১৪৪.
ডেটাবেজে কুয়েরি উইন্ডো কয়টি অংশে বিভক্ত?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (খ)

১৪৫.
নাম ফিল্ডের ডেটা টাইপ কোনটি হবে?
Ο ক) 
Tetx
Ο খ) 
Currrency
Ο গ) 
Number
Ο ঘ) 
Date/Time

  সঠিক উত্তর: (ক)

১৪৬.
ডেটাবেজের একই কাজ বারবার করার ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য কী করা হয়?
Ο ক) 
রেকর্ড তৈরি কার হয়
Ο খ) 
টেবিল তৈরি করা হয়
Ο গ) 
ইনপুট ডেলিডেশন হয়
Ο ঘ) 
ম্যাক্রো তৈরি করা হয়

  সঠিক উত্তর: (খ)

১৪৭.
কোনটি সরাসরি মু্দ্রণে নেয়া যায়?
Ο ক) 
ম্যাক্রো
Ο খ) 
টেবিল
Ο গ) 
কুয়েরি
Ο ঘ) 
রিপোর্ট

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
রিপোর্ট লেখা যায়-
i. বাংলায়
ii. ইংরেজী ভাষায়
iii. জাপানি ভাষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৯.
ডেটাবেজ এর মাধ্যমে -
i. সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করা যায়
ii. সংরক্ষিত উপাত্ত পুনরুদ্ধার করা যায়
iii. প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৫০.
মাইক্রোসফট এক্সেল কী ধরনের প্রোগ্রাম?
Ο ক) 
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
Ο খ) 
স্প্রেডশিট প্রোগ্রাম
Ο গ) 
ডেটাবেজ ফাইল
Ο ঘ) 
ডেটাবেজ প্রোগ্রাম

  সঠিক উত্তর: (গ)

১৫১.
কোনটি বিভিন্ন প্রকার ও বিপুল পরিমান তথ্য সংরক্ষন করে?
Ο ক) 
ওয়ার্ড প্রসেসর
Ο খ) 
ব্রাউজার
Ο গ) 
ডেটাবেজ
Ο ঘ) 
সার্চ ইঞ্জিন

  সঠিক উত্তর: (গ)

১৫২.
কুয়েরি ফাইল কোথায় থাকে?
Ο ক) 
ডেটাবেজে
Ο খ) 
রিপোর্টে
Ο গ) 
টেবিল
Ο ঘ) 
পাওয়ার পয়েন্টে

  সঠিক উত্তর: (ক)

নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও:
শায়লা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি ডেটাবেজ তৈরি করবে যেখানে ফিল্ডগুলো হবে যথাক্রমে Name, Address, Roll No, Date of Birth ।
১৫৩.
শায়লা ডেটাবেজের সর্বশেষ ফিল্ডটি পূরণে কোন ডেটা টাইপ সিলেক্ট করবে?
Ο ক) 
Text
Ο খ) 
Number
Ο গ) 
Memo
Ο ঘ) 
Date/Time

  সঠিক উত্তর: (ঘ)

১৫৪.
শায়লা তার ডেটাবেজে যে ডেটা টাইপসমূহ ব্যবহার করতে পারবে-
i. Text
ii. Currency
iii. Number
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪টি মন্তব্য:

  1. তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে

    উত্তরমুছুন
  2. সত্যি আপনার উদ্দেশ্য অনেক সৎ । এগিয়ে যান স্যার আমরা আপনার সাথে আছি। আপনি চাইলে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে হয় জেনে নিতে পারেন

    উত্তরমুছুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...