NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

এস.এস.সি || তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স




এস.এস.সি    ||    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় - ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স


১.
কোনটি মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়?
Ο ক) 
ইঙ্গিত
Ο খ) 
মিডিয়া
Ο গ) 
ছবি
Ο ঘ) 
মাল্টিমিডিয়া

  সঠিক উত্তর: (ঘ)

২.
একটি অবজেক্টের ভেতরে অংশকে কী বলা হয়?
Ο ক) 
স্ট্রোক
Ο খ) 
প্যালেট
Ο গ) 
সাইজ
Ο ঘ) 
ফিল

  সঠিক উত্তর: (খ)

৩.
ভিডিও মূলত কী?
Ο ক) 
সিগনাল
Ο খ) 
গ্রাফিক্স
Ο গ) 
শিক্ষার মাধ্যম
Ο ঘ) 
অডিওর পরিবর্তিত রূপ

  সঠিক উত্তর: (খ)

৪.
পাওয়ারপয়েন্ট কীবোর্ডের F5 বোতাম চাপ দিলে স্লাইডের কী পরিবর্তন সূচিত হয়?
Ο ক) 
স্লাইড বন্ধ হয়ে যাবে
Ο খ) 
স্লাইড সম্পাদনার অংশে ফিরে আসবে
Ο গ) 
স্লাইড থাম্বনেইল আকারে দেখাবে
Ο ঘ) 
স্লাইডটি প্রদর্শিত হবে

  সঠিক উত্তর: (ঘ)

৫.
Opacity পরিবর্তন করা যায়-
i. ড্রাগের মাধ্যমে
ii. স্ক্রল আপডাউনের মাধ্যমে
iii. সরাসরি পরিমান সূচক সংখ্যা টাইপ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৬.
লেয়ারগুলো একত্রীভূত করে নিলে কোন সুবিধা পাওয়া যায়?
Ο ক) 
ফাইলের আকার ছোট হয়
Ο খ) 
ফাইলের আকার বড় হয়
Ο গ) 
কম্পিউটারের স্পিড বাড়ে
Ο ঘ) 
ফটোশপ দ্রুত ওপেন হয়

  সঠিক উত্তর: (ক)

৭.
পাওয়ারপয়েন্ট ফাইলকে কী বলা হয়?
Ο ক) 
স্লাইড
Ο খ) 
লেআউট
Ο গ) 
প্রেজেনেটশন
Ο ঘ) 
এনিমেশন

  সঠিক উত্তর: (গ)

৮.
কোন সালে সিনেমা আবিস্কৃত হয়?
Ο ক) 
১৮৬৫
Ο খ) 
১৮৭৫
Ο গ) 
১৮৮৫
Ο ঘ) 
১৮৯৫

  সঠিক উত্তর: (ঘ)

৯.
প্রকাশ মাধ্যম বা মিডিয়া হলো-
i. লেখা
ii. শব্দ
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১০.
ফটোশপে ডায়লগ বক্সের Background contents অংশে ড্রপ ডাউন মেনু থাকে Transparent সিলেক্ট করলে ক্যানভাস বা Background এর রং কীরূপে হবে?
Ο ক) 
সাদা
Ο খ) 
বাদামী
Ο গ) 
স্বচ্ছ
Ο ঘ) 
ধূসর

  সঠিক উত্তর: (গ)

১১.
অপশন বার এ ফেদার ঘরে ০ থেকে কত পর্যন্ত বিভিন্ন পরিমাপসূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায়।
Ο ক) 
১০০
Ο খ) 
১৫০
Ο গ) 
২০০
Ο ঘ) 
২৫০

  সঠিক উত্তর: (ঘ)

১২.
ফটোশপে সর্বোচ্চ কয়টি লেয়ার যু্ক্ত করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 
১০
Ο ঘ) 
যেকোনো সংখ্যক

  সঠিক উত্তর: (ঘ)

১৩.
ইলাস্ট্রেটরে Color mode অংশে কয়টি অপশন পাওয়া যাবে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৪.
রঙে পূরণ হওয়া সিলেকশনটি-
i. ভাসমান থাকবে
ii. প্রয়োজন হলে ড্রাগ করে অন্য স্থানে সরিয়ে স্থাপন করা যাবে
iii. ডিলিট করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫.
কয়টি লেয়ারের ছবি একসাথে সম্পাদনা করা যায়?
Ο ক) 
২টি
Ο খ) 
একাধিক
Ο গ) 
একটি মাত্র
Ο ঘ) 
তিনটি

  সঠিক উত্তর: (গ)

১৬.
RGB মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (গ)

১৭.
স্ট্রোক পদ্ধতিতে -
i. শুধু তুলির রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
ii. ব্যাকগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
iii. ফরগ্রাউন্ড এর রঙ দিয়ে বর্ডার তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

১৮.
ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কতভাবে লেখালেখির কাজ করা যায়?
Ο ক) 
দুইভাবে
Ο খ) 
তিন ভাবে
Ο গ) 
চারভাবে
Ο ঘ) 
পাঁচ ভাগে

  সঠিক উত্তর: (খ)

১৯.
পাওয়ার পয়েন্ট স্লাইডে মুভি ফাইলটি সংযোজন করার সময় কোনটি সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুভিটিও চালু হয়ে যাবে?
Ο ক) 
Automatically
Ο খ) 
When clicked
Ο গ) 
Manually
Ο ঘ) 
Initially

  সঠিক উত্তর: (ক)

২০.
হেলানো ছবি ক্রপ করার শেষ ধাপে এন্টার বোতামে চাপ দিলে ছবিটা কীভাবে স্থাপিত হবে?
Ο ক) 
450 কোনে
Ο খ) 
300 কোনে
Ο গ) 
সোজাভাবে
Ο ঘ) 
লম্বভাবে

  সঠিক উত্তর: (গ)

২১.
ফিদার ঘরে বিভিন্ন পরিমানসূরচক সংখ্যা টাইপ করার পর কীবোর্ডের কোন বাতামে চেপে ফেদার বৈশিষ্ট্যকে কার্যকর করে নিতে হবে
Ο ক) 
Shift
Ο খ) 
Insert
Ο গ) 
Enter
Ο ঘ) 
End

  সঠিক উত্তর: (গ)

২২.
সিলেকশন ভাসমান থাকা অবস্থায় সিলেকশনের কোথায় ক্লিক করে অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে?
Ο ক) 
ডানপাশে
Ο খ) 
বামপাশে
Ο গ) 
উপরে
Ο ঘ) 
মধ্যে

  সঠিক উত্তর: (খ)

২৩.
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
Ο ক) 
মাইক্রোসফট ওয়ার্ড
Ο খ) 
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
Ο গ) 
মাইক্রোসফট এক্সেল
Ο ঘ) 
মাইক্রোসফট অ্যাকসেস

  সঠিক উত্তর: (খ)

২৪.
টেক্সট বক্সে ট্রানজিশন প্রয়োগের জন্য-
i. দ্বিতীয় স্লাইডটি খোলা রাখতে হবে
ii. প্রথম টেক্সট বক্সটি সিলেক্ট করতে হবে
iii. Animation মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৫.
ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও রঙ, টেক্সার এবং ছবি ব্যবহার করার জন্য প্যালেটের নিচের দিকে কোনটি সিলেক্ট করতে হবে?
Ο ক) 
Format Background
Ο খ) 
From Background
Ο গ) 
Style Background
Ο ঘ) 
Design Background

  সঠিক উত্তর: (ক)

২৬.
Edit মেনুর কোন কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স পাওয়া যায়?
Ο ক) 
Fill
Ο খ) 
Delete
Ο গ) 
Change
Ο ঘ) 
Sync

  সঠিক উত্তর: (ক)

২৭.
লেয়ার বার এর ডান দিকে কিসের আইকন রয়েছে?
Ο ক) 
তালা
Ο খ) 
পাখি
Ο গ) 
ফুল
Ο ঘ) 
রেডিও

  সঠিক উত্তর: (ক)

২৮.
বর্তমান ভিডিও সম্প্রচার করা হয়-
i. অ্যানালগ মাধ্যমে
ii. ডিজিটাল মাধ্যমে
iii. সাউন্ড ওয়েব হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

২৯.
পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি-
i. প্রোগ্রাম
ii.সফটওয়্যার
iii. অ্যাপ্লিকেশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩০.
কাট, কপি, পেষ্ট কমান্ড কার্যকর করতে হয় কোনো অবজেক্ট বা ইমেজ-
i. সম্পূর্নভাবে সিলেক্ট করে
ii. নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে
iii. ডিসিলেক্ট করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৩১.
সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে কোন কমান্ড ব্যবহার করলে?
Ο ক) 
Flatter Image
Ο খ) 
Distort command
Ο গ) 
Magre Down
Ο ঘ) 
Merge Visible

  সঠিক উত্তর: (ক)

৩২.
কোন কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়?
Ο ক) 
এন্টার
Ο খ) 
স্ট্রোক
Ο গ) 
ওপাসিটি
Ο ঘ) 
মার্কি

  সঠিক উত্তর: (খ)

৩৩.
চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?
Ο ক) 
ডানদিকে
Ο খ) 
নিউ লেয়ার আইকনের পাশের
Ο গ) 
বাম দিকে
Ο ঘ) 
নিচের দিকে

  সঠিক উত্তর: (গ)

৩৪.
পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয়?
Ο ক) 
প্রেজেন্টেশন
Ο খ) 
প্রোগ্রাম
Ο গ) 
স্লাইড
Ο ঘ) 
লেআউট

  সঠিক উত্তর: (ক)

৩৫.
Slide Show অপশনটি কোন মেনুর অন্তর্ভূক্ত?
Ο ক) 
Home
Ο খ) 
Edit
Ο গ) 
View
Ο ঘ) 
File

  সঠিক উত্তর: (গ)

৩৬.
তথ্য উপস্থাপনে কোন সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়?
Ο ক) 
পাওয়ারপয়েন্ট
Ο খ) 
এক্সেল
Ο গ) 
ওয়ার্ড
Ο ঘ) 
এডোবি প্রিমিয়ার

  সঠিক উত্তর: (ক)

৩৭.
সিলেকশন টুলের মধ্যে মার্কি টুল দিয়ে -
i. ড্রাগ করা যায়
ii. চতুষ্কোন ও বৃত্তাকার সিলেকশন করা যায়
iii. অবজেক্ট তৈরির কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৩৮.
মাউস পয়েন্টার সিলেকশনের ভিতরে নিয়ে গেলে মাউস পয়েন্টারে নিচের দিকে ছোট একটি আয়তাকার আইকন দেখা যাবে। এ অবস্থায় কী করলে ভাসমান সিলেকশনটিকে ড্রাগ করলে যেকোনো স্থানে সরিয়ে নেয়া যাব?
Ο ক) 
মাউসে আঙ্গুলের চাপ রাখলে
Ο খ) 
মাউসে ডাবল ক্লিক করলে
Ο গ) 
ডাউন স্কুল করলে
Ο ঘ) 
আপ স্ক্রুল স করলে

  সঠিক উত্তর: (ক)

৩৯.
কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায়?
Ο ক) 
অথর
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
ফটোশপ বা প্রিমিয়ার
Ο ঘ) 
পাওয়ারপয়েন্ট

  সঠিক উত্তর: (খ)

৪০.
টুলবক্সের একেবারে উপরের অংশে কয়টি মুভ টুল রয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

৪১.
Text লেয়ার লেখার কাজ করার জন্য-
i. টুল বার থেকে টাইপ টুল সিলেক্ট করে ক্যানভাসের উপর ক্লিক করতে হবে
ii. ক্লিক করার সঙ্গে সঙ্গে লেয়ার প্যালেট নতুন লেয়ার যুক্ত করহে হবে
iii. নতুন লেয়ারটি অস্বচ্ছ হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৪২.
লেয়ার প্যালেটের উপরে ডানদিকে অপাসিটি টেক্সট বক্সে default হিসেবে কত বিদ্যমান থাকে?
Ο ক) 
২৫%
Ο খ) 
৫০%
Ο গ) 
৭৫%
Ο ঘ) 
১০০%

  সঠিক উত্তর: (ঘ)

৪৩.
মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এর প্রথম স্লাইড পর্দার মূল অংশের বক্সের মধ্যে-
i. Click to add title লেখা থাকে
ii. Click to add Subtitle লেখা থাকে
iii. Click to add image লেখা থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৪৪.
প্রেজেন্টশন তৈরির কাজগুলো প্রত্যাশিতভাবে হচেছ কি-না তা Presention তৈরির কোন পর্যায়ে নিশ্চিত হওয়া যেতে পারে?
Ο ক) 
Presentation শেষ হওয়ার পর
Ο খ) 
যেকোনো পর্যায়ে
Ο গ) 
শুরুর দিকে
Ο ঘ) 
মাঝামাঝি পর্যায়ে

  সঠিক উত্তর: (খ)

৪৫.
পাওয়ারপেয়েন্ট কোনো একটি ছবিকে-
i. মনিটর পর্দার সাথে 450 কোনে স্থাপন করা যায়
ii. রিসাইজ বক্সে ক্লিক ও ড্রাগ করে ছবির আকারে ছোট বড় করা যায়
iii. ড্রাগ করে যে অবস্থানে প্রয়োজন সরিয়ে স্থাপন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৪৬.
Adobe Photoshop খুলতে হলে-
i. Start মেনুর All Programs কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করতে হবে
ii. ফ্লাইআউট মেনু তালিকা থেকে ফ্লাইআউট মেনু আসবে
iii. সর্বশেষ ফ্লাইআউট মেনুর তালিকা থেকে এডোবি ফটোশপ নামের উপর ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.
হেলানো ছবি ক্রপ করার পদ্ধতি কয়টি রঙের সলিড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
তিনটি
Ο ঘ) 
চারটি

  সঠিক উত্তর: (ক)

৪৮.
Animation এর নিচে Custom Animation নামে একটি কমান্ড যুক্ত হওয়ার পর Custom Animation এর উপর ক্লিক করলে Customs Animation নামে একটি কী আসবে?
Ο ক) 
টুলবক্স
Ο খ) 
টেক্সট বক্স
Ο গ) 
ইমেজ বক্স
Ο ঘ) 
প্যালেট

  সঠিক উত্তর: (ঘ)

৪৯.
আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি?
Ο ক) 
মাল্টিমিডিয়া
Ο খ) 
ইন্টারনেট
Ο গ) 
প্রিন্ট্রিংমিডিয়া
Ο ঘ) 
ইলেকট্রনিক মিডিয়া

  সঠিক উত্তর: (ক)

৫০.
কোন বোতামে চেপে রেখে স্থানান্তরিত করলে অবজেক্টটি কাট হয়ে স্থান্তরিত হবে?
Ο ক) 
ALT
Ο খ) 
Shift
Ο গ) 
Ctrl
Ο ঘ) 
Tab

  সঠিক উত্তর: (গ)

৫১.
ইলাস্ট্রেটরে কোন টুলটি একই অবস্থানে থাকে না?
Ο ক) 
এলিপস
Ο খ) 
পলিগন
Ο গ) 
পেন্সিল
Ο ঘ) 
স্টার

  সঠিক উত্তর: (গ)

৫২.
বর্তমানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. বিজ্ঞাপনে
ii. সাইনবোর্ড ও এনিমেশনে
iii. প্রকাশনায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.
Photoshop এ সম্পাদানের প্রায় প্রতিটি পর্যায় কোনটির মাধ্যমে কাজ করতে হয়?
Ο ক) 
Layer
Ο খ) 
Lasso
Ο গ) 
Marquee
Ο ঘ) 
Stroke

  সঠিক উত্তর: (ক)

৫৪.
গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের প্যালেটের কোনো রঙ বা গ্রেডিয়েন্ট পছন্দ হলে কোনটি ক্লিক করতে হবে?
Ο ক) 
watch
Ο খ) 
swatch
Ο গ) 
wizard
Ο ঘ) 
switch

  সঠিক উত্তর: (খ)

৫৫.
সাধারণত কোন স্লাইড এ ভিডিও যুক্ত করা হয়?
Ο ক) 
শুরুর Slide এ
Ο খ) 
ছবির Slide এ
Ο গ) 
শেষ Slide এ
Ο ঘ) 
শব্দ যুক্ত Slide এ

  সঠিক উত্তর: (ক)

৫৬.
ব্যাকগ্রাউন্ড কোন রঙের হলে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড হবে?
Ο ক) 
সাদা
Ο খ) 
বাদামী
Ο গ) 
ধূসর
Ο ঘ) 
কোনটিই নয়

  সঠিক উত্তর: (ঘ)

৫৭.
নিম্নের কোনটি মাল্টিমিডিয়া?
Ο ক) 
টেলিভিশন
Ο খ) 
সিনেমা
Ο গ) 
ওয়েবপেজ
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.
মার্কি টুল মোট কয়টি?
Ο ক) 
দুইটি
Ο খ) 
চারটি
Ο গ) 
ছয়টি
Ο ঘ) 
আটটি

  সঠিক উত্তর: (খ)

৫৯.
কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. অফিস আদালতে
ii. পেশাদারি মুদ্রণে
iii. বিল প্রসেসিং এ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬০.
কোন শতাব্দীর শেষদিকে মাল্টিমিয়িার উদ্ভব ঘটে?
Ο ক) 
ষোড়শ
Ο খ) 
ঊনবিংশ
Ο গ) 
বিংশ
Ο ঘ) 
সপ্তদশ

  সঠিক উত্তর: (খ)

৬১.
ইলাস্ট্রেটর ব্যবহার করে কোন কাজটি করা সুবধাজনক নয়?
Ο ক) 
ছবি আঁকা
Ο খ) 
ছবি সম্পাদনা করা
Ο গ) 
নক্সা প্রণয়ন করা
Ο ঘ) 
ডিজাইন তৈরি করা

  সঠিক উত্তর: (খ)

৬২.
ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
Ο ক) 
স্টিভ জবস
Ο খ) 
জন ওয়ারনক
Ο গ) 
মার্ক জুকারবার্গ
Ο ঘ) 
ম্যাক্সওয়েবার

  সঠিক উত্তর: (খ)

৬৩.
প্রেজেন্টশনের মাঝামাঝি কোন অবস্থানে থাকা অবস্থায় এই স্লাইড থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কীবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
Ο ক) 
শিফট বোতামে চেপে রেখে F5 বোতামে
Ο খ) 
F5 বোতামে
Ο গ) 
Tab বোতাম
Ο ঘ) 
বামমুখী কীবোর্ড তীর

  সঠিক উত্তর: (ক)

৬৪.
মায়া কী ধরনের সফটওয়্যার?
Ο ক) 
গ্রাফিক্স ডিজাইন
Ο খ) 
ডেটাবেজ
Ο গ) 
সফটওয়্যার তৈরির প্রোগ্রাম
Ο ঘ) 
ইন্টারনেট

  সঠিক উত্তর: (ক)

৬৫.
মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (গ)

৬৬.
এডোবি ফটোশপ দিয়ে করা যায়-
i. ছরিব কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো
ii. একাধিক ছবি সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার তৈরি করা� ������
iii. ছবির অপ্রযোজনীয় অংশ কেটে ফেলা ছবি দাগ মুছে ফেলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৭.
এমএস পাওয়ারপয়েন্ট টুলবার ও রিবন থেকে-
i. ফন্ট বাছাই করা যায়
ii. ফন্টের আকর আকৃতি পরিবর্তন করা যায়
iii. ফন্টের রঙ পরিবর্তন করা যায় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৬৮.
পাওয়ারপয়েন্ট নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হয়?
Ο ক) 
Insert
Ο খ) 
Home
Ο গ) 
Ddit
Ο ঘ) 
Format

  সঠিক উত্তর: (খ)

৬৯.
ফটোশপ ইমেজ তৈরি হয় কোনটির সাহায্যে?
Ο ক) 
cm
Ο খ) 
pixels
Ο গ) 
mm
Ο ঘ) 
point

  সঠিক উত্তর: (খ)

৭০.
কোনটির নিচের পর্দায় ফটোশপের কাজ করতে হয়?
Ο ক) 
৫৯
Ο খ) 
৬৯
Ο গ) 
৭৯
Ο ঘ) 
৮৯

  সঠিক উত্তর: (খ)

৭১.
ফটোশপের কোন বার এর উপর ডবল ক্লিক করলে ঐ বারটি পর্দার উপরে স্থানান্তরিত হয়ে যাবে?
Ο ক) 
ডিজাইন বার
Ο খ) 
টুলসবার
Ο গ) 
টাইটেল বার
Ο ঘ) 
টুলবার

  সঠিক উত্তর: (গ)

৭২.
ছবির এবড়োথেবড়ো প্রান্ত বা বর্ডার ছেঁটে ফেলার জন্য-
i. টুল বক্স থেকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে
ii. ছবির অপ্রজনীয় অংশ বাদ দেওয়া যায়
iii. ছবি সমান্তরাল করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৭৩.
টুল বাক্সের টুলগুলোর নিচের কোন বস্তুটিতে কয়েকটি আইকন রয়েছে?
Ο ক) 
Switch
Ο খ) 
Swetch
Ο গ) 
Swatch
Ο ঘ) 
Syatch

  সঠিক উত্তর: (খ)

৭৪.
ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?
Ο ক) 
.xls
Ο খ) 
.dcox
Ο গ) 
.ppt
Ο ঘ) 
.jpg

  সঠিক উত্তর: (ঘ)

৭৫.
টাইটেল বার স্থানান্তরে কোন বাক্সটি করতে হয়?
Ο ক) 
মাউস ব্যবহারে ডাবল ক্লিক করা
Ο খ) 
এন্টার বোতাম চেপে রাখা
Ο গ) 
মেনু অপশন ব্যবহার করা
Ο ঘ) 
টুলবক্সের কোন টুল ব্যবহার করা

  সঠিক উত্তর: (ক)

৭৬.
কোন সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে?
Ο ক) 
পাওয়ারপয়েন্ট
Ο খ) 
ফায়ারবক্স
Ο গ) 
এম এস ওয়ার্ড
Ο ঘ) 
গুগল ক্রোম

  সঠিক উত্তর: (ক)

৭৭.
পাওয়ার পয়েন্টের সাহায্যে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করার জন্য সমন্বয় করা হয়-
i. লেখা ও ছবির
ii. অডিও ও ভিডিও’র
iii. গ্রাফ ও ছকের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮.
প্রতিটি লেয়ারের একেবারে� বামদিকে কীসের আইকন রয়েছে?
Ο ক) 
পাখি
Ο খ) 
বিমান
Ο গ) 
চোখ
Ο ঘ) 
তালা

  সঠিক উত্তর: (গ)

৭৯.
এনিমেশনের সাথে সম্পর্ক রয়েছে-
i. অডিও ও ভিডিওর
ii. টেক্সট ও গ্রাফিক্স
iii. মুদ্রণ ও প্রকাশনা শিল্পের
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

৮০.
অপাসিটি কী?
Ο ক) 
হালকা রং
Ο খ) 
স্বচ্ছ ছবি
Ο গ) 
রঙের গাঢ়ত্ব
Ο ঘ) 
কালার মোড

  সঠিক উত্তর: (গ)

৮১.
নিচের কোনটিতে এনিমেশন একটি প্রিয় বিষয়?
Ο ক) 
সংবাদ পত্রে
Ο খ) 
বিজ্ঞাপন
Ο গ) 
প্রিন্ট মিডিয়া
Ο ঘ) 
মুদ্রণ ও প্রকাশনায়

  সঠিক উত্তর: (খ)

৮২.
প্যালেটের উদাহরণ হলো-
i. Layers
ii. Path
iii. Channel
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৩.
RGB হলো-
Ο ক) 
Red Gradient Blue
Ο খ) 
Red Green Bitmap
Ο গ) 
Red Grayscale Blue
Ο ঘ) 
Red Green Blue

  সঠিক উত্তর: (ঘ)

৮৪.
অবজেক্টটি একেবারে মুছে� যাবে-
i. ইনসার্ট বোতামে চাপলে
ii. ব্যাকস্পেস বোতামে চাপ দিলে
iii. ডিলিট বোতামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৫.
এডোবি ইলাস্ট্রেটরে-
i. ছবি সম্পাদনার সুযোগ প্রায় নেই বললেই চলে
ii. ছবি সম্পাদনের প্রচুর সুযোগ
iii. প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্পের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

৮৬.
Gradient tool সিলেক্ট করে মাউস ক্যানভাসে নিয়ে এলে কোন চিহ্ন পরিণত হবে?
Ο ক) 
গোলাকার চিহ্নে
Ο খ) 
হাতের মতো চিহ্নে
Ο গ) 
বর্গাকার চিহ্নে
Ο ঘ) 
যোগ চিহ্ন

  সঠিক উত্তর: (ঘ)

৮৭.
লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
অসংখ্য
Ο ঘ) 
তিনটি

  সঠিক উত্তর: (গ)

৮৮.
ইলাস্ট্রেটরে বিশেষ ক্ষেত্রে সূক্ষ্ম মাপে কাজ করার জন্য কোন মাপ ব্যবহার করা হয় না।
Ο ক) 
Pixel
Ο খ) 
inch
Ο গ) 
cm
Ο ঘ) 
picas

  সঠিক উত্তর: (খ)

৮৯.
Adobe Photoshop নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা কোন এককে দেয়া থাকে?
Ο ক) 
cm
Ο খ) 
inch
Ο গ) 
ft
Ο ঘ) 
mm

  সঠিক উত্তর: (খ)

৯০.
ফটোশপে নীল সবুজ এবং লাল এই তিনটি রঙের ইংরেজী নামের প্রথম বর্ণবিশিষ্ট সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) 
RGB
Ο খ) 
GRB
Ο গ) 
GBR
Ο ঘ) 
BGR

  সঠিক উত্তর: (ক)

৯১.
কাট ও কপি করা কোন অবজেক্ট কম্পিউটারের কোথায় জমা থাকে?
Ο ক) 
ক্লিপবোর্ডে
Ο খ) 
বাফার
Ο গ) 
ক্লীপ
Ο ঘ) 
মেমোরি

  সঠিক উত্তর: (ক)

৯২.
মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?
Ο ক) 
শব্দ
Ο খ) 
কম্পিউটার
Ο গ) 
রেডিও
Ο ঘ) 
সিনেমা

  সঠিক উত্তর: (ঘ)

৯৩.
স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ -
i. রেখাকে মোটা চিকন করা
ii. রঙ প্রয়োগ করা
iii. আঁকাবাঁকা লাইন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (খ)

৯৪.
পাওয়ার পয়েন্ট স্লাইডশো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে?
Ο ক) 
F5
Ο খ) 
ESC
Ο গ) 
F7
Ο ঘ) 
F8

  সঠিক উত্তর: (খ)

৯৫.
কোন টুলের সাহায্যে তিন ইঞ্চি প্রস্থ ও দুই ইঞ্চি উচ্চতাবিশিষ্ট একটি সিলেকশন তৈরি করে নেওয়া যায়?
Ο ক) 
উপবৃত্তকার মার্কি টুল
Ο খ) 
ল্যাসো টুল
Ο গ) 
আয়তাকার মার্কি টুল
Ο ঘ) 
ক্রপ

  সঠিক উত্তর: (গ)

৯৬.
কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো-
i. ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যায়
ii. কাগজে ছাপার আমন্ত্রণপত্রে ব্যবহার করা যায়
iii. পোস্টার ব্যানার বিজ্ঞাপনের সঙ্গে ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৭.
New ডায়লগ বক্সের name ঘরে কোন নাম টাইপ করা না হলে টাইটেল বার এ এডোবি ইলাস্ট্রেটর এর ডানদিকে কী লেখা থাকবে?
Ο ক) 
টাইটেলড
Ο খ) 
আনটাইটেলড
Ο গ) 
Anonymous
Ο ঘ) 
Indefinite

  সঠিক উত্তর: (খ)

৯৮.
সূক্ষ্ম অংশ মোছার জন্য কীবোর্ডের CAPS LOCK চেপে দিলে ইরেজার টুল কোন চিহ্নের আকার ধারণ করে?
Ο ক) 
-
Ο খ) 
+
Ο গ) 
=
Ο ঘ) 
*

  সঠিক উত্তর: (খ)

৯৯.
ল্যাসো টুল কী ধরনের টুল?
Ο ক) 
মুভ টুল
Ο খ) 
সিলেকশন টুল
Ο গ) 
কালার টুল
Ο ঘ) 
ছবি কাটার টুল

  সঠিক উত্তর: (গ)

১০০.
আমাদের দেশে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি প্রকাশনার প্রচ্ছদ তৈরি করার জন্য শিল্পীরা কোন প্রোগ্রাম বেশি ব্যবহার করে থাকেন?
Ο ক) 
ফটোশপ
Ο খ) 
পাওয়ার পয়েন্ট
Ο গ) 
এক্সেল
Ο ঘ) 
ইলাস্ট্রেটর

  সঠিক উত্তর: (ঘ)

১০১.
মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?
Ο ক) 
বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
Ο খ) 
বাজারের হিসাব করতে
Ο গ) 
ক্রিকেটে খেলার রান হিসাব করতে
Ο ঘ) 
অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

  সঠিক উত্তর: (ঘ)

১০২.
কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?
Ο ক) 
ইমজ ভিউয়ার
Ο খ) 
এডোবি ফটেশপ
Ο গ) 
অ্যাপল ফটোশপ
Ο ঘ) 
ইমেজ এডিটর

  সঠিক উত্তর: (খ)

১০৩.
কম্পিউটর ডেস্কটপ এর পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?
Ο ক) 
মেনুবার
Ο খ) 
স্টার্ট বোতাম
Ο গ) 
অল প্রোগ্রাম
Ο ঘ) 
এন্টার বোতাম

  সঠিক উত্তর: (খ)

১০৪.
ফটোশপের টুলবক্সের কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে কখনো -
i. ঐ টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়
ii. যোগ চিহ্নরূপে দেখা যায়
iii. সম্পাদনা টুলগুলো আয়তকার আকৃতি হিসেবে প্রদর্শিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৫.
ফটোশপে চোখের আইকনটির উপর ক্লিক করলে-
i. চোখটি অদৃশ্য হয়ে যাবে
ii. লেয়ারের ছবিটি পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে
iii. একটি ডায়ালগ বক্স ওপেন হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১০৬.
মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
Ο ক) 
ডিরেক্টর
Ο খ) 
প্রিমিয়ার
Ο গ) 
ফটোশপ
Ο ঘ) 
মায়া

  সঠিক উত্তর: (ক)

১০৭.
এক কথায় মাল্টিমিডিয়া মানে কী?
Ο ক) 
প্রকাশ মাধ্যম
Ο খ) 
বহু মাধ্যম
Ο গ) 
সংবাদ মাধ্যম
Ο ঘ) 
দূরযোগাযোগ

  সঠিক উত্তর: (খ)

১০৮.
কোন কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হয়ে যাবে ?
Ο ক) 
Merge invisible
Ο খ) 
flatten image
Ο গ) 
Merge visible
Ο ঘ) 
Flatten Layer

  সঠিক উত্তর: (ঘ)

১০৯.
ধনাত্বক সংখ্যা ব্যবহার করলে লেখা বেজলইন থেকে কোথায় যায়?
Ο ক) 
উপরে
Ο খ) 
মধ্যে
Ο গ) 
কোনো পরিবর্তন হয় না
Ο ঘ) 
নিচে

  সঠিক উত্তর: (ক)

১১০.
কোনো স্লাইড তির করার সময় এবং স্লাইড তৈরির পরেও -
i. ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা যায়
ii. নতুন করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
iii. যেকোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১১১.
ছবির আকারে ছোট বড় করা যাবে?
Ο ক) 
Remove করে
Ο খ) 
Resize করে
Ο গ) 
Blind করে
Ο ঘ) 
Animation

  সঠিক উত্তর: (খ)

১১২.
কম্পিউটার ব্যবহার করে ডিজাইনার কাজ করার জন্য কোন প্রোগ্রামের চাহিদা সবচেয়ে বেশি?
Ο ক) 
ফটোশপ
Ο খ) 
পাওয়ারপয়েন্ট
Ο গ) 
ইলাস্ট্রেটর
Ο ঘ) 
এমএস এক্সেল

  সঠিক উত্তর: (গ)

১১৩.
লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কী বলা হয়?
Ο ক) 
ফন্ট
Ο খ) 
লিডিং
Ο গ) 
স্ট্রোক
Ο ঘ) 
সোয়াস

  সঠিক উত্তর: (খ)

১১৪.
Gradient Tools এর এর একই অবস্থানে কোন টুল রয়েছে?
Ο ক) 
Eraser
Ο খ) 
lasso
Ο গ) 
paint bucket
Ο ঘ) 
Crop

  সঠিক উত্তর: (গ)

১১৫.
কোনটি দিয়ে উন্নতমানের সাউন্ড রেকডিং করা যায়?
Ο ক) 
কম্পিউটার
Ο খ) 
ফ্যাক্স
Ο গ) 
ইলেকট্রিক গিটার
Ο ঘ) 
টেলিপ্রিন্টার

  সঠিক উত্তর: (ক)

১১৬.
কোন মেনুর রিবনে এক সারি স্লাইড ট্রানজিশনের নমুনা পাওয়া যায়?
Ο ক) 
File
Ο খ) 
Animation
Ο গ) 
Tools
Ο ঘ) 
Insert

  সঠিক উত্তর: (খ)

১১৭.
একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়। এ অবস্থাকে কী বলে?
Ο ক) 
পিক্সেলেটেড
Ο খ) 
এনিমেটেড
Ο গ) 
করুলেটেড
Ο ঘ) 
করুগেটেড

  সঠিক উত্তর: (ক)

১১৮.
ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয়-
Ο ক) 
প্যালেট
Ο খ) 
টুলবক্স
Ο গ) 
কালার মোড
Ο ঘ) 
সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

১১৯.
মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কী নামে পরিচিত?
Ο ক) 
ভিডিও
Ο খ) 
এনিমেশন
Ο গ) 
গ্রাফিক্স
Ο ঘ) 
টেক্সট

  সঠিক উত্তর: (ঘ)

১২০.
Slide এর Background Texture এর মাধ্যমে ফিল করতে কোন রেডিও বোতামে ক্লিক করতে হবে?
Ο ক) 
Insert
Ο খ) 
Picture or texture fill
Ο গ) 
Foreground
Ο ঘ) 
Background style

  সঠিক উত্তর: (খ)

১২১.
Background কে লেয়ারে পরিণত করার জন্য -
i. লেয়ার প্যলেট Background এর ‍উপর হবলক্লিক করলে New Folder একটি ডায়ালগ বক্স আসবে
ii.ডায়ালগ বক্সের Name ঘরে Layer 0 থাকবে
iii. ডায়ালগ বক্সের Ok বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং ব্যাকগ্রউন্ড লেয়ার 0 এ পরিণত হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২২.
ফ্লাশ কী ধরনের সফটওয়্যার?
Ο ক) 
তথ্য উপস্থাপনার
Ο খ) 
গ্রাফিক্স
Ο গ) 
লেখালেখির
Ο ঘ) 
ই-মেইল পাঠাবার

  সঠিক উত্তর: (খ)

১২৩.
টাইটেল বারের নিচে কোনটি থাকে?
Ο ক) 
মেুন বার
Ο খ) 
স্টেটাস বার
Ο গ) 
স্ক্রল বার
Ο ঘ) 
রিবন

  সঠিক উত্তর: (ক)

১২৪.
সিলেকশন টুলকে কী বলে উল্লেখ করা হয়?
Ο ক) 
কালো তীর
Ο খ) 
লাল তীর
Ο গ) 
নীল তীর
Ο ঘ) 
তীর

  সঠিক উত্তর: (ক)

১২৫.
পাওয়ারপয়েন্ট পিকচার আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?
Ο ক) 
Insert
Ο খ) 
Home
Ο গ) 
File
Ο ঘ) 
Format

  সঠিক উত্তর: (ক)

১২৬.
কোন কাজটি ইলাস্ট্রেটর ব্যবহারে করা যায় না?
Ο ক) 
ছবি সম্পাদনা
Ο খ) 
ছবি আঁকা
Ο গ) 
লোগো তৈরি করা
Ο ঘ) 
প্রকাশনার প্রচ্ছদ ডিজাইন

  সঠিক উত্তর: (ক)

১২৭.
একই অবস্থানে কয়টি ল্যাসো টুল রয়েছে?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (খ)

১২৮.
লেয়ার সম্পর্কে� জেনে নেওয়া প্রয়োজন -
i. ফটোশপ অপেন করার আগে
ii. অবজেক্ট তৈরি করার আগে
iii. ছবি সম্পাদনার কাজ শুরু করার আগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (গ)

১২৯.
আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলার জন্য -
�i. Format Background ডায়ালগ বক্সের Solid Fill রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে
ii. কালার ড্রপ ডাউন তরে ক্লিক করে রঙ্গের প্যালেট আনতে হবে
iii. প্যালেট থেকে পার্লার রঙ সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩০.
মাল্টিমিডিয়া -
i. সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. ভিডিওরূপে সরাসরি সম্প্রচারিত হতে পারে
iii. প্রিন্ট মিডিয়ারূপে প্রাচরিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩১.
কোনটি এডোবি ফটোশপ Hight এবং Width এর একক নয়?
Ο ক) 
centimeter
Ο খ) 
pixels
Ο গ) 
decimeter
Ο ঘ) 
points

  সঠিক উত্তর: (গ)

১৩২.
ছবি ছেঁটে নেওয়া বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার কাজগুলো ছবি সম্পাদনার কোন পর্যায়ে করে নেওয়া সর্বোত্তম?
Ο ক) 
শুরুতে
Ο খ) 
শেষে
Ο গ) 
মাঝামাঝি
Ο ঘ) 
যেকোনো সময়

  সঠিক উত্তর: (ক)

১৩৩.
Presentation এর slide উপস্থাপনের জন্য কোন আইকনে ক্লিক করতে হবে?
Ο ক) 
Slide show
Ο খ) 
Solid fill
Ο গ) 
New slide
Ο ঘ) 
Transition

  সঠিক উত্তর: (ক)

১৩৪.
টেক্সট লেয়ার তৈরি করার ক্ষেত্রে ফন্ট ড্রপ ডাউন তালিকা থেকে কোন ফন্ট সিলেক্ট করতে হবে?
Ο ক) 
সুলেখা
Ο খ) 
সুতন্বী এমজে
Ο গ) 
সুরমা এমজে
Ο ঘ) 
আদর্শলিপি

  সঠিক উত্তর: (খ)

১৩৫.
ফিল সোয়েচ ক্লিক করলে-
i. ফিল সোয়াচটি সক্রিয় হবে
ii. ফিল সোয়াচটি উপরে অবস্থান করবে
iii. এ অবস্থায় ফিল ও স্ট্রোক এর কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৩৬.
কোনটিতে টাইপ করা যায়?
Ο ক) 
টেক্সট বক্স
Ο খ) 
ইমেজ বক্স
Ο গ) 
কমান্ডবাটন
Ο ঘ) 
টুলটিপ বক্স

  সঠিক উত্তর: (ক)

১৩৭.
মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Ο ক) 
Lasso tool
Ο খ) 
Move tool
Ο গ) 
Dodge tool
Ο ঘ) 
Fye Dropper tool

  সঠিক উত্তর: (ক)

১৩৮.
ফটোশপের টুলবক্স রয়েছে-
i. তুলি বা ব্রাশের রঙ
ii. Foreground এবং ক্যানভাসের রঙ নিয়ন্ত্রণের আইকন
iii. মনিটরের পর্দায় প্রদশন এলাকা নির্ধারনের আইকন
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৩৯.
কোনটির দ্বারা বড় ছবি ক্ষুদ্র সংস্করণ বুঝায়?
Ο ক) 
মার্কি
Ο খ) 
থাম্বলেইল
Ο গ) 
প্যালেট
Ο ঘ) 
আইকন

  সঠিক উত্তর: (খ)

১৪০.
লেয়ার শব্দের বাংলা কী হতে পারে?
Ο ক) 
স্তম্ভ
Ο খ) 
স্ট্রোক
Ο গ) 
স্তর
Ο ঘ) 
রঙ

  সঠিক উত্তর: (গ)

১৪১.
হেলানো ছবি ক্রোপ করার কাজে কোন কমান্ড ব্যবহার করা হয়?
Ο ক) 
Automate
Ο খ) 
Automatic
Ο গ) 
Purge
Ο ঘ) 
Entrance

  সঠিক উত্তর: (ক)

১৪২.
যে লেয়ারটি বাতিল করতে হবে বা ফেলে দিতে হবে সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপর প্যালেটের কোন ধরনের মেনু থেকে ডিলিট লেয়ার কমান্ড দিতে হবে?
Ο ক) 
Drop down
Ο খ) 
pop up
Ο গ) 
drop up
Ο ঘ) 
temporary

  সঠিক উত্তর: (খ)

১৪৩.
অবজেক্ট প্রকৃতরূপে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) 
Underprint Preview মোডে
Ο খ) 
Select Print Preview মোডে
Ο গ) 
Pixel Preview মোডে
Ο ঘ) 
Small Print Preview মোডে

  সঠিক উত্তর: (গ)

১৪৪.
টুলবক্সের টুলগুলোর নিচের সোয়াচে কয়েকটি আইকন রয়েছে। এ আইকনগুলোর সাহায্যে-
i. অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রঙ প্রয়োগ করা হয়
ii. রঙ বাতিল করে দেওয়া হয়
iii. ক্রপ করার কাজ সম্পন্ন করা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৪৫.
কম্পিউটার টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয়ে প্রদর্শিত হয় কোন মোডে?
Ο ক) 
CMYK
Ο খ) 
Bitmap
Ο গ) 
grayscale
Ο ঘ) 
RGB

  সঠিক উত্তর: (ঘ)

১৪৬.
একসঙ্গে সর্বোচ্চ কয়টি লেয়ারের ছবি সম্পদনা করা যায়?
Ο ক) 

Ο খ) 

Ο গ) 

Ο ঘ) 


  সঠিক উত্তর: (ক)

১৪৭.
পাওয়ার পয়েন্ট এর টেক্সট বক্সের বর্ডারে ক্লিক করে সিলেক্ট করার পর কোন বেতামে চাপ দিলে� লেখাসহ টেক্সট বক্স বাতিল হয়ে যাবে?
Ο ক) 
pd down
Ο খ) 
pd up
Ο গ) 
delete
Ο ঘ) 
insert

  সঠিক উত্তর: (গ)

১৪৮.
সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম ক্লিক করতে হবে?
Ο ক) 
Apply
Ο খ) 
All
Ο গ) 
Apply to all
Ο ঘ) 
all tramsition apply

  সঠিক উত্তর: (গ)

১৪৯.
বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) 
এনিমেশন
Ο খ) 
ওয়ার্ড
Ο গ) 
বর্ণ
Ο ঘ) 
ফটোশপ

  সঠিক উত্তর: (ক)

১৫০.
সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট তৈরি হয়-
i. আয়তকার
ii. বৃত্তাকার বা বাউন্ডিং বক্স
iii. ত্রিভুজকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৫১.
একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
Ο ক) 
অ্যাপ্লিকেশন
Ο খ) 
হ্যান্ড আউটস
Ο গ) 
প্রেজেন্টশন
Ο ঘ) 
লে আউট

  সঠিক উত্তর: (খ)

১৫২.
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
Ο ক) 
অবসর
Ο খ) 
বাংলাদেশ-71
Ο গ) 
বিশ্বকোষ
Ο ঘ) 
থ্রিডি স্টুডিও ম্যাক্স

  সঠিক উত্তর: (ক)

১৫৩.
গ্রুপ টুলের সঙ্গে কোনমুখী ত্রিকোন রয়েছে?
Ο ক) 
উর্ধ্বমুখী
Ο খ) 
নিম্নমুখী
Ο গ) 
ডানমুখী
Ο ঘ) 
রামমুখী

  সঠিক উত্তর: (গ)

১৫৪.
স্লাইড ট্রানজিশনের সঙ্গে শব্দ যুক্ত করার জন্য স্লাইডটি খোলা রেখে ড্রপ-ডাউন তালিকা থেকে যেকোনো একটি শব্দের নাম সিলেক্ট করতে হয় তা কী নামে পরিচিত?
Ο ক) 
Transition Tool
Ο খ) 
Transition Acoustic
Ο গ) 
Transition Sound
Ο ঘ) 
Transition Audio

  সঠিক উত্তর: (গ)

১৫৫.
Adjustments কমান্ড কোন মেনুতে থাকে?
Ο ক) 
Filter Menu
Ο খ) 
Image menu
Ο গ) 
Edit Menu
Ο ঘ) 
Layer Menu

  সঠিক উত্তর: (খ)

১৫৬.
কোন কমান্ড ব্যবহার করে নতুন লেয়ার যুক্ত করা যায়?
Ο ক) 
Add layer
Ο খ) 
Create new layer
Ο গ) 
Open layer
Ο ঘ) 
Background layer

  সঠিক উত্তর: (খ)

১৫৭.
বর্ণিত প্যালেটটি উপস্থাপনের জন্য কীবোর্ডে কোন Key চাপতে দিতে হবে?
Ο ক) 
F3
Ο খ) 
F4
Ο গ) 
F5
Ο ঘ) 
F6

  সঠিক উত্তর: (ঘ)

১৫৮.
ফটোশপের সদ্য রঙে পূরণ হয় সিলেকশনটি কী অবস্থায় থাকে?
Ο ক) 
আবদ্ধ
Ο খ) 
ভাসমান
Ο গ) 
চলমান
Ο ঘ) 
ক্রমবদ্ধমান

  সঠিক উত্তর: (খ)

১৫৯.
বর্ডারটি সিলেকশনের বাইরের দিকে তৈরির জন্য ডায়ালগ বক্সের কোন রেডিও বাটন এর মাঝখানে ক্লিক করে সক্রিয় করে দিতে হবে?
Ο ক) 
inside
Ο খ) 
center
Ο গ) 
outside
Ο ঘ) 
outward

  সঠিক উত্তর: (গ)

১৬০.
CMYK মোডে কাজ করলে কালার স্লাইডার কয়টি থাকে?
Ο ক) 
১টি
Ο খ) 
২টি
Ο গ) 
৩টি
Ο ঘ) 
৪টি

  সঠিক উত্তর: (ঘ)

১৬১.
ফটোশপের ডায়ালগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে RGB সিলেক্ট করা যেতে পারে-
i. RGB বা CMYK থেকে
ii. Bitmap বা Grayscale থাকে
iii. Lab color থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

১৬২.
নিচের কোনটি চিত্র?
Ο ক) 
মোবাইল ফোন
Ο খ) 
রেডিও
Ο গ) 
ট্যাবলেট
Ο ঘ) 
গ্রাফিক্স ডিজাইন

  সঠিক উত্তর: (ঘ)

১৬৩.
প্রদর্শিত রূপ মুদ্রিত হয় কোন মোডে?
Ο ক) 
Underprint Preview মোডে
Ο খ) 
Select Print Preview মোডে
Ο গ) 
Samll Print Previewমোডে
Ο ঘ) 
Overprint Preview মোডে

  সঠিক উত্তর: (ঘ)

১৬৪.
ফটোশপের রঙের পূর্ণ গাঢ়ত্ব কত দ্বারা বোঝায়?
Ο ক) 
100%
Ο খ) 
200%
Ο গ) 
300%
Ο ঘ) 
400%

  সঠিক উত্তর: (ক)

১৬৫.
কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন কোন সফটওয়্যারটি দিয়ে শুরু হয়?
Ο ক) 
ওপেন সোর্সওয়ার্ড
Ο খ) 
এমএস এক্সেল
Ο গ) 
ফটোশপ
Ο ঘ) 
এমএস অফিস

  সঠিক উত্তর: (গ)

১৬৬.
এমএস পাওয়ার পয়েন্ট টেক্সট বক্স সরাতে যেকোনো বাহুর যেকোনো স্থানে-
i. ক্লিক করতে হবে
ii. ড্রাগ করতে হবে
iii. ডাবল ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
i , ii ও iii

  সঠিক উত্তর: (ক)

১৬৭.
প্রথম অ্যাংকর পয়েন্টাকে কী বলে?
Ο ক) 
প্রান্ত পয়েন্ট
Ο খ) 
শেষ পয়েন্ট
Ο গ) 
রঙ পয়েন্ট
Ο ঘ) 
সূচনা পয়েন্ট

  সঠিক উত্তর: (ঘ)

১৬৮.
ফিল ও স্ট্রোক সোয়াচের নিচের সারির আইকন নয় কোনটি?
Ο ক) 
ভিউ টুল
Ο খ) 
পেন টুল
Ο গ) 
পেন্সিল টুল
Ο ঘ) 
জুম টুল

  সঠিক উত্তর: (ঘ)

১৬৯.
Crop শব্দের অর্থ কী?
Ο ক) 
ছোট করা
Ο খ) 
ছেঁটে ফেলা
Ο গ) 
বড় করা
Ο ঘ) 
সমান্তরাল করা

  সঠিক উত্তর: (ক)

১৭০.
হেলানো ছবি ক্রোপ করতে কোন কমান্ড ব্যবহার করা যায়?
Ο ক) 
Scrop and Straighten photos command
Ο খ) 
Shape command
Ο গ) 
Cut cammand
Ο ঘ) 
Smudge command

  সঠিক উত্তর: (ক)

১৭১.
কোনটির� প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে?
Ο ক) 
স্মার্ট ফোন
Ο খ) 
ইকুয়ালইজার
Ο গ) 
কম্পিউটার
Ο ঘ) 
ক্যালকুলেটর

  সঠিক উত্তর: (গ)

নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও:
স্বাধীন ফটোশপে একটি ছবি সম্পাদনা করছিল। এক পর্যায়ে সে লেয়ারের অপাসিটি পরিবর্তন করতে চাইলো।
১৭২.
উক্ত পদের মানে কী?
Ο ক) 
কালার মোড
Ο খ) 
রঙের উজ্জ্বলতা
Ο গ) 
সাদা কালো রং
Ο ঘ) 
রঙের গাঢ়ত্ব

  সঠিক উত্তর: (ঘ)

১৭৩.
দ্বিমুখী তীররূপী মাউস পয়েন্টারটি কোনদিকে ড্রাগ করলে উক্ত মান হ্রাস পাবে?
Ο ক) 
বাম
Ο খ) 
ডান
Ο গ) 
উপর
Ο ঘ) 
নিচ

  সঠিক উত্তর: (ক)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

EFT-2024 Information EIIN-118818

    EFT-2024 Information EIIN-118818