যশোর বোর্ডের অধীনে আপনার রেজিঃ কার্ড
/প্রবেশপত্র/মার্কশীট /সার্টিফিকেট হারিয়ে গিয়েছে ?
কোন চিন্তা নেই আপনি আপনার স্কুলেই পাবেন আপনার হারিয়ে
যাওয়া ডুপ্লিকেট রেজিঃ কার্ড /প্রবেশপত্র/মার্কশীট /সার্টিফিকেট কপি ।
এখন পাবেন কীভাবে?
প্রথমে www.jessoreboard.gov.bd
তে
প্রবেশ করুন । সোনালী সেবা ক্লিক করুন Mark sheet , certificate, admit card , jsc or
ssc registration card যেটি হারাবে সেটাতে ক্লিক করুন (প্রত্যেকটার
জন্য আলাদা সোনালী সেবা জমা দিতে হবে) তারপর examination
সিলেক্ট
করুন jsc অথবা ssc .এবার যে স্কুল থেকে পাস সে স্কুলের EIIN নং লিখে Enter
চাপুন ।এবার Applicant
name এ যার
কাগজ হারিয়েছে তার নাম , মোবাইল নং লিখে নীচে Save
ক্লিক
করুন । এবার যে পেজটি একটি বিল
প্রিন্ট করে সেখানে সোনালী ব্যাংকের যে
শাখায় টাকা জমা দিবেন সে শাখার নাম , তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর করে ব্যাংকে টাকা জমা দিন। ব্যাংক আপনাকে বোর্ডের অংশ এবং
জমাদানকারীর অংশ ফেরত দিবে । আপনি এবার নিচের সাধারণ ডায়েরীর আবেদন ২ কপি নিয়ে
থানায় গিয়ে সাধারণ ডায়েরী
করুন। এবার ডায়েরী কপি নিয়ে যে স্কুলে পড়তেন সে স্কুলে সোনালী সেবার টাকা জমা
দেয়ার কপি এবং সাধারণ ডায়েরী কপি নিয়ে সে স্কুলে দিবেন এবং ICT চার্জ বাবদ ঐ স্কুল
কে ৫০ টাকা দিবেন । আপনার যশোর বোর্ডে কষ্ট করে টাকা খরচ করে আসা লাগবে না । আপনার
সব কাগজের জন্য সাধারণ ডায়েরী একটি করলেই হবে। কিন্তু সোনালী সেবায় প্রত্যেকটার জন্য আলাদা টাকা জমা
দিতে হবে ।
আপনার জন্য কষ্ট করে সাধারণ ডায়েরীর আবেদন লিখতে হবে না নীচে দেয়া
হলো ।আপনি যে থানায় বসবাস সে থানার নাম লিখবেন এবং সে থানায় যাবেন ।
বরাবর
অফিসার ইনচার্জ
সাতক্ষীরা থানা
সাতক্ষীরা
বিষয়ঃ সাধারণ ডায়েরীকরণ প্রসঙ্গে ।
জনাব
যথাবিহিত সম্মানপ্রদর্শণপুর্বক বিনীত নিবেদন এই যে আমি পিতা গ্রাম ডাকঘর উপজেলা –সাতক্ষীরা সদর , জেলা –সাতক্ষীরা গত ২৯/১১/২০১৫ খ্রিঃ তারিখে বাড়ী হইতে
সাতক্ষীরা শহরে আসার পথে আমার এস এস সি রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হারিয়ে
যায় ।আমার রেজিঃ নং- রোল নং- সেশন-২০১২-২০১৩ , পাসের বছর-২০১৪। কেন্দ্রঃ সাতক্ষীরা – ২৫০,শাখা-বিজ্ঞান। অনেক খোঁজাখুজি করিয়া কোথাও
পাওয়া গেল না। বিষয়টি সাধারণ ডায়েরী করা প্রয়োজন ।
অতএব মহোদয় আমার আকুল আবেদন যাহাতে বিষয়টি সাধারণ
ডায়েরীভুক্ত হয় তাহার সুব্যবস্থা করিতে আপনার একান্ত মর্জি হয়।
সাতক্ষীরা বিনীত নিবেদক
তারিখঃ
খ্রিঃ
(মোঃ
কামাল হোসেন)
মোবাইল নং ০১---
thanks
উত্তরমুছুনযশোর বোর্ডের নাম সংশোধনের নির্দেশনা পেলে উপকৃত হইতাম
উত্তরমুছুন