এস.এস.সি ||
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ |
১. |
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এক মিনিটে সর্বোচ্চ কত টাক পাঠানো যায়? |
Ο ক) |
৫০ হাজার |
Ο খ) |
৬০ হাজার |
Ο গ) |
৭০ হাজার |
Ο ঘ) |
৮০ হাজার |
সঠিক উত্তর: (ক)
২. |
মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? |
Ο ক) |
১৯৭০ |
Ο খ) |
১৯৭১ |
Ο গ) |
১৯৭২ |
Ο ঘ) |
১৯৭৩ |
সঠিক উত্তর: (খ)
৩. |
নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? |
Ο ক) |
ই-মেইল |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
আন্তঃসংযোগ |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (খ)
৪. |
কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ছিলেন একজন - i. গণিতবিদ ii. সাহিত্যিক iii. প্রকৌশলী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৫. |
আইসিটি প্রয়োগের ফলে- i. কর্মদক্ষতা বৃদ্ধি হচেছ ii. বাজার সম্প্রসারণ হচ্ছে iii. আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬. |
একুশ শতকের সম্পদ হলো- |
Ο ক) |
কৃষি |
Ο খ) |
শিল্প-বাণিজ্য |
Ο গ) |
জ্ঞান |
Ο ঘ) |
খনিজ সম্পদ |
সঠিক উত্তর: (গ)
৭. |
আইসিটি বলতে কি বোঝানো হয়? |
Ο ক) |
Internet & Communication Technology |
Ο খ) |
Information & Communication Technology |
Ο গ) |
Income & co-perationg Technique |
Ο ঘ) |
International & Combinational Technique |
সঠিক উত্তর: (খ)
৮. |
মাইক্রোসফট এর মাধ্যমে বিকশিত হয়- i. এমএসডস ii. লিনাক্স iii. উইন্ডোজ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৯. |
নিচের কোনটি E-commerce পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়? |
Ο ক) |
COD |
Ο খ) |
Debit card |
Ο গ) |
Mobile Banking |
Ο ঘ) |
Bank cheek |
সঠিক উত্তর: (ঘ)
১০. |
WWW কি? |
Ο ক) |
Work Wid e Web |
Ο খ) |
World Wide Web |
Ο গ) |
World Wireless web |
Ο ঘ) |
Work Wireless Web |
সঠিক উত্তর: (খ)
১১. |
ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে- i. মানুষের কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ii. স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে iii. সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১২. |
HTTP এর পূর্ণরূপ কোনটি? |
Ο ক) |
Hyper Text transit pass |
Ο খ) |
Hyper text tansfer protocol |
Ο গ) |
Hyper text rronsformation |
Ο ঘ) |
Hyper text tran sfer permissior |
সঠিক উত্তর: (খ)
১৩. |
বেতার যন্ত্রের আবিষ্কারক কে? |
Ο ক) |
জেমস ম্যাক্সওয়েল |
Ο খ) |
গুগলিয়েলমো মার্কনি |
Ο গ) |
চার্লস ব্যাবেজ |
Ο ঘ) |
আলবার্ট আইনস্টাইন |
সঠিক উত্তর: (খ)
১৪. |
বর্তমানের ক্লাসরুমে� শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? |
Ο ক) |
মাল্টিমিডিয়া |
Ο খ) |
প্রজেক্টর |
Ο গ) |
কম্পিউটার |
Ο ঘ) |
বই |
সঠিক উত্তর: (ক)
১৫. |
লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? |
Ο ক) |
১৮৩৩ |
Ο খ) |
১৮৪২ |
Ο গ) |
১৯৫৩ |
Ο ঘ) |
১৯৯১ |
সঠিক উত্তর: (ঘ)
১৬. |
E-commerce কয় ধরনের ই-কমার্সের প্রসার হচ্ছে? |
Ο ক) |
২ ধরনের |
Ο খ) |
৩ ধরনের |
Ο গ) |
৫ ধরনের |
Ο ঘ) |
৬ ধরনের |
সঠিক উত্তর: (ক)
১৭. |
২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? |
Ο ক) |
প্রায় ১০০ কোটি |
Ο খ) |
প্রায় ১১০ কোটি |
Ο গ) |
প্রায় ১১৫ কোটি |
Ο ঘ) |
প্রায় ১১৯ কোটি |
সঠিক উত্তর: (ঘ)
১৮. |
বর্তমান পরিসেবাসমূহের বিল পরিশোধ এর সহজ মাধ্যমে হলো- i. মোবাইল ii. অনলাইন iii. ব্যাংক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৯. |
বর্তমানে বাণিজ্যের পরিবর্তন এসছে- i. ইন্টারনেটের উদ্ভব হওয়ার কারণে ii. ইলেকট্রনিক প্রথা চালু হওয়ার ফলে iii. কুরিয়ার সার্ভিসের কারণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
২০. |
বিনোদনের উপকরণ সমূহকে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কেনটি ভূমিকা সবচেয়ে বেশি? |
Ο ক) |
তথ্যপ্রযুক্তি |
Ο খ) |
কম্পিউটার |
Ο গ) |
টেলিফোন |
Ο ঘ) |
নোটপ্যাড |
সঠিক উত্তর: (ক)
২১. |
কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের সব করা করা যায়? |
Ο ক) |
কম্পিউটার |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
মোবাইল ফোন |
Ο ঘ) |
টেলিভিশন |
সঠিক উত্তর: (খ)
২২. |
বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? |
Ο ক) |
টেলিফোন |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
টেলিগ্রাফ |
Ο ঘ) |
ডাক ও যোগাযোগ |
সঠিক উত্তর: (খ)
২৩. |
উইডোজ কী? |
Ο ক) |
হিসাব নিকাশের প্রোগ্রাম |
Ο খ) |
নেটওয়ার্কের আপারেটিং সিস্টেম |
Ο গ) |
কম্পিউটার অপারেটিং সিস্টেম |
Ο ঘ) |
ডেটাবেজ প্রটোকল |
সঠিক উত্তর: (গ)
২৪. |
একুশ শতকে ব্যবসা বাণিজ্যের স্বরূপ কী? |
Ο ক) |
ই-লার্নিং |
Ο খ) |
ই-বিজনেস |
Ο গ) |
ই-কর্মাস |
Ο ঘ) |
ই-মেইল |
সঠিক উত্তর: (গ)
২৫. |
শ্রেণিকক্ষে� এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়? |
Ο ক) |
পাঠ্যবই, রেফারেন্স বই এর সাহায্যে |
Ο খ) |
শ্রেণি শিক্ষক ও গৃহ শিক্ষকের সহায়তায় |
Ο গ) |
শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে |
Ο ঘ) |
লাইব্রেরিতে গিয়ে |
সঠিক উত্তর: (গ)
২৬. |
মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? |
Ο ক) |
হার্ভাড বিশ্ববিদ্যালয় |
Ο খ) |
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
Ο গ) |
বোস্টন বিশ্ববিদ্যালয় |
Ο ঘ) |
কোনোটিই নয় |
সঠিক উত্তর: (ক)
২৭. |
বর্তমান পরীক্ষার ফল খুব সহজে জানা যায়- i. মোবাইল ii. টিভিতে iii. ইন্টারনেটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
২৮. |
অ্যাপল কম্পিউটার নামের প্রতিষ্ঠানটি চালু হয় কবে? |
Ο ক) |
১৯৭৫ সালের ২ জানুয়ারী |
Ο খ) |
১৯৭৪ সালের ৩ মার্চ |
Ο গ) |
১৯৭৭ সালের ৭ মে |
Ο ঘ) |
১৯৭৬ সালের ১ এপ্রিল |
সঠিক উত্তর:
২৯. |
কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন? |
Ο ক) |
মার্কনি |
Ο খ) |
আইনন্টাইন |
Ο গ) |
ম্যাক্সওয়েল |
Ο ঘ) |
চার্লস ব্যাবেজ |
সঠিক উত্তর: (ক)
৩০. |
বর্তমানে দেশে অধিকাংশ চাকরির ক্ষেত্রে কোনটিকে প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়? |
Ο ক) |
ইন্টারনেট জানা |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
অফিস |
Ο ঘ) |
অ্যাপ্লিকেশন সফটওয়্যার |
সঠিক উত্তর: (ঘ)
৩১. |
কত সালে Diffrence ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়? |
Ο ক) |
১৭৯১ |
Ο খ) |
১৮৭১ |
Ο গ) |
১৮৮০ |
Ο ঘ) |
১৯৯১ |
সঠিক উত্তর: (ঘ)
৩২. |
কোনটির কারণে মানুষ নিজের দেশের গন্ডি ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে? |
Ο ক) |
বিশ্বায়ন |
Ο খ) |
আন্তর্জাতিকতা |
Ο গ) |
যোগাযোগ দক্ষতা |
Ο ঘ) |
সুনাগরিকত্ব |
সঠিক উত্তর: (ক)
৩৩. |
ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করার পদ্ধতিকে কী বলে? |
Ο ক) |
ই-পর্চা |
Ο খ) |
ই-কর্মাস |
Ο গ) |
ই-পূর্জি |
Ο ঘ) |
এমটিএস |
সঠিক উত্তর: (খ)
৩৪. |
মোবাইল টিকেটিং কোন ধরনের সেবা? |
Ο ক) |
ই-লার্নিং |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
ই-সেবা |
Ο ঘ) |
টোকেন সেবা |
সঠিক উত্তর: (গ)
৩৫. |
মাল্টিমিডিয়ার সাহায্যে- i.স্থির গ্রাফিক্স তৈরি করা যায় ii. সচল, সজীব, আকর্ষণীয় ভুবন তৈরি করা যায় iii. এনিমেশন তৈরি করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৩৬. |
HTTP কি? |
Ο ক) |
Hyper Text Transfer Protocal |
Ο খ) |
Hyper Text Terminate Program |
Ο গ) |
Homogeneous Text Trnsfer Process |
Ο ঘ) |
Hybrid Tax Tracking Program |
সঠিক উত্তর: (ক)
৩৭. |
আমাদের জীবনযাত্রায় আইসিটির কী ধরনের� প্রভাব লক্ষ করা যায়? |
Ο ক) |
বহুমুখী |
Ο খ) |
একমুখী |
Ο গ) |
দ্বিমুখী |
Ο ঘ) |
ত্রিমুখী |
সঠিক উত্তর: (ক)
৩৮. |
তথ্য ডিজিটাল করলে সিদ্ধান্ত গহণ সময় কম লাগে কত শতাংশ? |
Ο ক) |
৬০-৭০ শতাংশ |
Ο খ) |
৮০-৯০ শতাংশ |
Ο গ) |
৬০-৬০ শতাংশ |
Ο ঘ) |
৭০-৭৫ শতাংশ |
সঠিক উত্তর: (খ)
৩৯. |
কম্পিউটার কথাটির অর্থ কী? |
Ο ক) |
হিসাব করা |
Ο খ) |
অংক |
Ο গ) |
সংখ্যা |
Ο ঘ) |
পরিমাণ |
সঠিক উত্তর: (ক)
৪০. |
একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে মানুষকে কি জানতে হবে? |
Ο ক) |
বিশ্বের সকর দেশ সম্পর্কে |
Ο খ) |
রাজনৈতিক দলগুলো সম্পর্কে |
Ο গ) |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো |
Ο ঘ) |
সামাজিক অবক্ষয়ের কারণে |
সঠিক উত্তর: (গ)
৪১. |
গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানি? |
Ο ক) |
ব্রিটিশ |
Ο খ) |
আমেরিকা |
Ο গ) |
ইতালি |
Ο ঘ) |
ফ্রান্স |
সঠিক উত্তর: (গ)
৪২. |
কম্পিউটারের বিশাল পরিমাণ তথ্য রাখা সম্ভব হয়- i. সিডি রম ii. ডিভিডিতে iii. হার্ড ডিস্ক-এ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৪৩. |
বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে কোনটিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হচ্ছেয় |
Ο ক) |
আইসিটি |
Ο খ) |
টেলিফোন |
Ο গ) |
টেলিগ্রাফ |
Ο ঘ) |
ডাক যোগাযোগ |
সঠিক উত্তর: (ক)
৪৪. |
ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পদ্ধতিকে কী বলে? |
Ο ক) |
ই-বিজনেস |
Ο খ) |
ই-পূর্জি |
Ο গ) |
ই-পর্চা |
Ο ঘ) |
ই-কমার্স |
সঠিক উত্তর: (ঘ)
৪৫. |
ডিজিটাল বাংলাদেশ গড়তে কোন ক্ষেত্রে পরিবর্তন আনাটা জরুরি? |
Ο ক) |
ব্যবহারে |
Ο খ) |
মানসিকতা ও চিন্তাশক্তিতে |
Ο গ) |
নতুন চিন্তাভাবনায় |
Ο ঘ) |
কম্পিউটার শিক্ষায় |
সঠিক উত্তর: (খ)
৪৬. |
স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানাটির নাম কী? |
Ο ক) |
মাইক্রোসফট |
Ο খ) |
ডেল |
Ο গ) |
অ্যাপল কম্পিউটার |
Ο ঘ) |
এইচপি |
সঠিক উত্তর: (গ)
৪৭. |
ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কী বোঝায়? |
Ο ক) |
কম্পিউটার প্রস্তুত দেশ |
Ο খ) |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংবলিত আধুনিক বাংলাদেশ |
Ο গ) |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনালগ বাংলাদেশ |
Ο ঘ) |
ডিজিট বাংলাদেশ |
সঠিক উত্তর: (খ)
৪৮. |
পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে? |
Ο ক) |
ওয়েব পোর্টালে |
Ο খ) |
অনলাইনে |
Ο গ) |
নেটওয়ার্কে |
Ο ঘ) |
বই-এ |
সঠিক উত্তর: (খ)
৪৯. |
বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কতজন? |
Ο ক) |
৭০ লাখ |
Ο খ) |
৮০ লাখ |
Ο গ) |
১ কোটি |
Ο ঘ) |
অসংখ্য |
সঠিক উত্তর: (ঘ)
৫০. |
কম্পিউটার গেম এর বিশাল সফলতার পিছনের কারণ কী? |
Ο ক) |
সব বয়সের মানুষকে সমান আনন্দ দিতে পারে |
Ο খ) |
এর মূল্য কম |
Ο গ) |
সব কম্পিউটারে পাওয়া যায় |
Ο ঘ) |
এটি সিডি আকার পাওয়া যায় |
সঠিক উত্তর: (ক)
৫১. |
কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশর স্কুল ও মাদ্রাসার পাঠ্যপ্রস্তুক ডাউনলোড করা যায়? |
Ο ক) |
ঢাকা শিক্ষা বোর্ড |
Ο খ) |
কারিগরি শিক্ষা বোর্ড |
Ο গ) |
মাদ্রাসা শিক্ষা বোর্ড |
Ο ঘ) |
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
সঠিক উত্তর: (ঘ)
৫২. |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের পিছনে রয়েছে অনেক- i. বিজ্ঞানীদের অবদান ii. ভিশনারিদের অবদান iii. প্রকৌশলীদের অবদান নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৩. |
যে সকল সুবিধা প্রদানের কারনে দেশের অবকাঠামোতে একটা বড় ধরনের সংযোজন হয়েছে তা হলো- i. ইউনিয়ন ইনফরমেশন সেন্টার ii. ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল iii. ন্যাশনাল ইনফরমেশন সেল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৫৪. |
কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়? |
Ο ক) |
ফেসবুক |
Ο খ) |
টুইটার |
Ο গ) |
ই-মেইল |
Ο ঘ) |
ইয়াহু |
সঠিক উত্তর: (খ)
৫৫. |
ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের পদ্ধতিতে কী বলা হয়? |
Ο ক) |
E-commerce |
Ο খ) |
E-governance |
Ο গ) |
E-service |
Ο ঘ) |
E-lerning |
সঠিক উত্তর: (গ)
৫৬. |
ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ কী প্রয়োজন? |
Ο ক) |
সুপার কম্পিউটার |
Ο খ) |
ই-ক্লারুম |
Ο গ) |
ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা |
Ο ঘ) |
ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার |
সঠিক উত্তর: (ঘ)
৫৭. |
সেবা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের সময় সাশ্রয়ের পিছনে মূল কারণ কোনটি? |
Ο ক) |
তথ্যের ডিজিটালকরণ |
Ο খ) |
উচ্চশিক্ষা |
Ο গ) |
জ্ঞান বৃদ্ধি |
Ο ঘ) |
ইন্টারনেট |
সঠিক উত্তর: (ক)
৫৮. |
বর্তমান বিশ্বে কি দ্বারা শিক্ষাদান জনপ্রিয়? |
Ο ক) |
রেডিও |
Ο খ) |
সংবাদ পত্রে |
Ο গ) |
টেলিভিশন |
Ο ঘ) |
কম্পিউটার |
সঠিক উত্তর: (ঘ)
৫৯. |
ই-স্বাস্থ্যসেবার আওতাধীন সেবাগুলো হলো- i. টেলিকনফারেসিং ii. টেলিমেডিসিন iii. সিওডি নিচের কোনটি সঠিক |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৬০. |
বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? |
Ο ক) |
বাণিজ্য যুগ |
Ο খ) |
শিল্প যুগ |
Ο গ) |
শিক্ষা যুগ |
Ο ঘ) |
তথ্য প্রযুক্তির যুগ |
সঠিক উত্তর: (ঘ)
৬১. |
OS বলতে কি বুঝ? |
Ο ক) |
Online System |
Ο খ) |
Open System |
Ο গ) |
Operating System |
Ο ঘ) |
Open Source |
সঠিক উত্তর: (গ)
৬২. |
কম্পিউটারের ব্যবহার দেখা যায়- i. তথ্য আদান-প্রদানে ii. গান শোনায় iii. সিনেমা দেখায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৩. |
লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণানা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? |
Ο ক) |
১৮৩৩ |
Ο খ) |
১৮৪২ |
Ο গ) |
১৯৫৩ |
Ο ঘ) |
১৯৯১ |
সঠিক উত্তর: (ঘ)
৬৪. |
স্কুল কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন? |
Ο ক) |
এম এস ওয়ার্ড |
Ο খ) |
এম এস এক্সেস |
Ο গ) |
এম এস এক্সেল |
Ο ঘ) |
এম এস পাওয়ার পয়েন্ট |
সঠিক উত্তর: (ঘ)
৬৫. |
বর্তমানে মোবাইল ফোনে- i. বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় ii. পানি বিল পরিশোধ করা যায় iii. গ্যাস বিল পরিশোধ করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৬৬. |
নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে কোনটির মা্ধ্যমে? |
Ο ক) |
মোবাইল টিকেটিং |
Ο খ) |
ই-কমার্স |
Ο গ) |
ইন্টারনেট |
Ο ঘ) |
ই-গভর্ন্যন্স |
সঠিক উত্তর: (ঘ)
৬৭. |
কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায়? |
Ο ক) |
সিনেমা দেখা |
Ο খ) |
গান শোনা |
Ο গ) |
ছবি আঁকা |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
৬৮. |
প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে? |
Ο ক) |
স্মার্ট ফোন |
Ο খ) |
মোবাইল ফোন |
Ο গ) |
কম্পিউটার |
Ο ঘ) |
ল্যাপটপ |
সঠিক উত্তর: (খ)
৬৯. |
ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন- i. পুরাতন মানসিকতার পরিবর্তন ii. দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করা iii. সবার কাছে সরকারি সেবা পৌছে দেওয়া নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭০. |
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়? |
Ο ক) |
তাদের নিজস্ব ওয়েবসাইটে |
Ο খ) |
সংবাদপত্রে |
Ο গ) |
ফেসবুকে |
Ο ঘ) |
ইউটিউবে |
সঠিক উত্তর: (ক)
৭১. |
চার্লস ব্যাবেজ - i. একজন প্রকৌশলী ii. একজন গনিতবিদ iii. কম্পিউটারের জনক নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭২. |
কোন প্রযুক্তির মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়? |
Ο ক) |
EVM |
Ο খ) |
ATM |
Ο গ) |
Fast Cash |
Ο ঘ) |
Fast Track |
সঠিক উত্তর: (ঘ)
৭৩. |
গভর্ন্যান্স বা সুশাসনের জন্য দরকার - i. স্বচ্ছতা ii. জবাবদিহাতা iii. ডিজিটাল পদ্ধতি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৭৪. |
বর্তমানে বাণিজ্যের ক্ষেত্রে যে বশিাল পরিবতনে এসছে তার কারণ- i. ই-কর্মাস ii. শেয়ারবাজার iii. অনলাইন বাণিজ্য নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
৭৫. |
যে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ? |
Ο ক) |
লোক নিয়োগ |
Ο খ) |
বেতন তৈরি |
Ο গ) |
চাকরির বিজ্ঞাপন |
Ο ঘ) |
ব্যবস্থাপনা |
সঠিক উত্তর: (ঘ)
৭৬. |
কার মাধ্যমে ফেসবুক আবিস্কৃত হয়? |
Ο ক) |
বিল গেটস |
Ο খ) |
স্টিভ জবস |
Ο গ) |
স্টিফেন হকিং |
Ο ঘ) |
মার্ক জাকারবার্গ |
সঠিক উত্তর: (ঘ)
৭৭. |
বাণিজ্যের শর্ত কয়টি? |
Ο ক) |
২টি |
Ο খ) |
৩টি |
Ο গ) |
৪টি |
Ο ঘ) |
৫টি |
সঠিক উত্তর: (ক)
৭৮. |
বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে- i. টেলিমডিসিন সেবা চালু হয়েছে ii. কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন iii. ই-মেইল সিস্টেম চালু করা হয়েছে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৭৯. |
আমাদের বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো হচ্ছে- i. পারস্পারিক সহযোগীতার মনোভাব ii. তথ্য ও যোগাযোগ প্রযুুক্তিতে পারদর্শীতা iii. সৃজনশীলতা নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮০. |
কোনটির মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত ও কম খরচে টাক পাঠানে যায়? |
Ο ক) |
ই-পূর্জি |
Ο খ) |
এমটিএস |
Ο গ) |
ই-কর্মাস |
Ο ঘ) |
ই-লার্নিং |
সঠিক উত্তর: (খ)
৮১. |
কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল বাস্তবায়ন হয়? |
Ο ক) |
১৮৮৩ |
Ο খ) |
১৮৮৫ |
Ο গ) |
১৮৮৭ |
Ο ঘ) |
১৮৮৯ |
সঠিক উত্তর: (ঘ)
৮২. |
নিচের কোন ওয়বসাইটে ১৪০ অক্ষরের মধ্যে বার্ত প্রকাশ করতে হয়? |
Ο ক) |
www.facebook.com |
Ο খ) |
www.gmail.com |
Ο গ) |
www.twitter.com |
Ο ঘ) |
www.yahoo.com |
সঠিক উত্তর: (গ)
৮৩. |
সরকারি কিংবা বেসরকারী পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি? |
Ο ক) |
ই-সার্ভিস |
Ο খ) |
ই-গভর্ন্যান্স |
Ο গ) |
ইন্টারনেট |
Ο ঘ) |
ই-কমার্স |
সঠিক উত্তর: (ক)
৮৪. |
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম - i. এর মাধ্যমে দ্রুত ও কম খরচে টাক পাঠানো যায় ii. এর সংক্ষিপ্ত রূপ এমটিএস iii. দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৮৫. |
�ডিজিট শব্দটি অর্থ কী? |
Ο ক) |
সংখ্যা |
Ο খ) |
অক্ষর |
Ο গ) |
বাইনারি |
Ο ঘ) |
দশমিক |
সঠিক উত্তর: (ক)
৮৬. |
অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? |
Ο ক) |
৫০ |
Ο খ) |
৬০ |
Ο গ) |
১০০ |
Ο ঘ) |
১১০ |
সঠিক উত্তর: (গ)
৮৭. |
ই-ক্লাস রুম তৈরির জন্য প্রয়োজন- i. ওয়েব ক্যাম ii. ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার iii. ন্যাশনাল ইনফরমেশন সেল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
৮৮. |
বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে? |
Ο ক) |
মানবসম্পদ |
Ο খ) |
তথ্যপ্রযুক্তির বিকাশ |
Ο গ) |
বেকারত্ব |
Ο ঘ) |
দারিদ্রতা |
সঠিক উত্তর: (খ)
৮৯. |
মানুষ জ্ঞান- i. সৃষ্টি করতে পারে ii. ধারণ করতে পারে iii. ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯০. |
ফেসবুক কত সালে চালু হয় |
Ο ক) |
২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারী |
Ο খ) |
২০০৫ সালের ৪ ফেব্রুয়ারী |
Ο গ) |
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী |
Ο ঘ) |
২০০৪ সালের ৫ ফেব্রুয়ারী |
সঠিক উত্তর: (গ)
৯১. |
ফেসবুক ব্যবহারকারীগণ - i. বন্ধু সংযোজন করতে পারে ii. তাদের ব্যক্তিগত তথ্যাবলি প্রকাশ করতে পারে iii. অডিও ভিডিও প্রকাশ করতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
৯২. |
ব্যাংক এ প্রযুক্তি ব্যবহার করা হয়- i. অর্থ লেনদেন ii. চেক বই প্রদানে iii. তথ্য সংরক্ষণে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
৯৩. |
বিজ্ঞানী জেমন ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম সাল কোনটি? |
Ο ক) |
১৮৭৯ |
Ο খ) |
১৯৩৭ |
Ο গ) |
১৯৫৫ |
Ο ঘ) |
১৯৭১ |
সঠিক উত্তর: (ক)
৯৪. |
ই-লানিং শব্দটির পূর্ণরূপ কী? |
Ο ক) |
ইলেকট্রনিক লার্নিং |
Ο খ) |
ই-মেইল লার্নিং |
Ο গ) |
ইমারজেন্সি লার্নিং |
Ο ঘ) |
ইন্টারনেট লার্নিং |
সঠিক উত্তর: (ক)
৯৫. |
ফেসবুকের সাথে টুইটারের মূল পার্থক্য কোনটি? |
Ο ক) |
টুইটার সামাজিক যোগাযোগের মাধ্যম |
Ο খ) |
মনোভাব প্রকাশের অক্ষরের সীমাবদ্ধতা |
Ο গ) |
তথ্যের আদান প্রদান কারা যায় না |
Ο ঘ) |
ছবি আপলোড করা যায় না |
সঠিক উত্তর: (খ)
৯৬. |
ই-লানিং শব্দটির পূর্ণরূপ কী? |
Ο ক) |
ইলেকট্রনিক লার্নিং |
Ο খ) |
ই-মেইল লার্নিং |
Ο গ) |
ইমারজেন্সি লার্নিং |
Ο ঘ) |
ইন্টারনেট লার্নিং |
সঠিক উত্তর: (ক)
৯৭. |
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কি ধরনের লাইন ব্যবহৃত হবে? |
Ο ক) |
টুইস্টেড পেয়ার |
Ο খ) |
ইনফ্রায়েড |
Ο গ) |
ফাইবার অপটিক ক্যাবল |
Ο ঘ) |
স্যাটালাইট |
সঠিক উত্তর: (গ)
৯৮. |
শ্রেণিকক্ষে� এবং পাশাপাশি ঘরে বসে কীভাবে সহজ উপায়ে শিক্ষা লাভ করা যায়? |
Ο ক) |
পাঠ্যবই, রেফারেন্স বই এর সাহায্যে |
Ο খ) |
শ্রেণি শিক্ষক ও গৃহ শিক্ষকের সহায়তায় |
Ο গ) |
শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি এর সাহায্যে |
Ο ঘ) |
লাইব্রেরিতে গিয়ে |
সঠিক উত্তর: (গ)
৯৯. |
পরীক্ষার ফলাফল এখন মুহূর্তেই জানা যায় কোন ব্যবস্থার কারণে- |
Ο ক) |
ডিজিটাল ব্যবস্থা |
Ο খ) |
এনালগ ব্যবস্থা |
Ο গ) |
নেটওর্য়াক |
Ο ঘ) |
ই-পর্চা |
সঠিক উত্তর: (ক)
১০০. |
কে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন? |
Ο ক) |
অ্যাডা লাভলেস |
Ο খ) |
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল |
Ο গ) |
মার্ক জাকারবার্গ |
Ο ঘ) |
স্টিভ জবস |
সঠিক উত্তর: (খ)
১০১. |
বর্তমান যুগে সামাজিক যোগাযোগ বলতে- i. Virtual যোগাযোগ বোঝায় ii. সরাসরি সামনাসামনি যোগাযোগ বোঝায় iii. নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ বোঝায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১০২. |
বাংলাদেশে চালু হওয়া ই-সেবার অন্তর্ভুক্ত- i. ই-পূর্জি ii. টেলিমেডিসিন iii. ই-লানিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১০৩. |
দেশের চাষীরা কোন মাধ্যমে পূর্জি তথ্য পাচ্ছে? |
Ο ক) |
মোবাইল এসএমএস |
Ο খ) |
সিওডি |
Ο গ) |
মোবাইল ইন্টারনেট |
Ο ঘ) |
অনলাইন |
সঠিক উত্তর: (ক)
১০৪. |
জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতা সবচেয়ে জরুরি? |
Ο ক) |
সৃজনশীলতা |
Ο খ) |
বিল্পব করার ক্ষমতা |
Ο গ) |
চিন্তা-ভাবনা |
Ο ঘ) |
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা |
সঠিক উত্তর: (ঘ)
১০৫. |
জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থান তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন? |
Ο ক) |
অতিদির্ঘ তরঙ্গের ব্যবহার |
Ο খ) |
অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার |
Ο গ) |
ওয়াইফাই এর ব্যবহার |
Ο ঘ) |
ফাইবার অপটিকস |
সঠিক উত্তর: (খ)
১০৬. |
কোনটিকে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট বলা হয়? |
Ο ক) |
টুইটার |
Ο খ) |
ফেসবুক |
Ο গ) |
ই-মেইল |
Ο ঘ) |
স্কাইপ |
সঠিক উত্তর: (ক)
১০৭. |
চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি? |
Ο ক) |
১৭৯১ |
Ο খ) |
১৭৯৩ |
Ο গ) |
১৭৯২ |
Ο ঘ) |
১৭৯৪ |
সঠিক উত্তর: (ক)
১০৮. |
কোন ব্যক্তি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজ লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ এর ধারণা সামনে নিয়ে আসেন? |
Ο ক) |
মার্ক জুকারবার্গ |
Ο খ) |
স্টিভ জবস |
Ο গ) |
টিম বানার্স লি |
Ο ঘ) |
অ্যাডা লাভলেস |
সঠিক উত্তর: (ঘ)
১০৯. |
একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণে সফল ব্যাক্তিত্ব- i. অ্যাডা লাভলেস ii. জগদীশ চন্দ্র বসু iii. গুগলিয়েলামো মার্কনি নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১১০. |
আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো- i. দক্ষ শিক্ষকের অভাব ii. লেখা পড়ার� প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব iii. ল্যাবরেটরি অপ্রতুল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১১. |
ই-লার্নিং এর জন্য প্রয়োজন- i. ইন্টারনেটের স্পিড ii. প্রয়োজনীয় অবকাঠামো iii. শিক্ষনসামগ্রী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১২. |
সর্বপ্রথম E-Mail সিস্টেম চালু করেন কে? |
Ο ক) |
জেমসক্লার্ক |
Ο খ) |
আ্যাডা লাভলেস |
Ο গ) |
মার্ক জুকারবার্গ |
Ο ঘ) |
রেমন্ড স্যামুয়েল টমলিনসন |
সঠিক উত্তর: (ঘ)
১১৩. |
তথ্য ও প্রযুক্তির ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশকে কি বলা হবে? |
Ο ক) |
থ্রিজি বাংলাদেশ |
Ο খ) |
গ্লোবাল বাংলাদেশ |
Ο গ) |
ডিজিটাল বাংলাদেশ |
Ο ঘ) |
স্বাধীন বাংলাদেশ |
সঠিক উত্তর: (গ)
১১৪. |
আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ হলো- i. ই-মেইল ii. মেসেজিং iii. ব্লগিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১১৫. |
কোন দশকে ইন্টারনেট প্রটোকলে ব্যবহার শুরু হয়? |
Ο ক) |
পঞ্চাশের দশকে |
Ο খ) |
ষাট-সত্তরের দশকে |
Ο গ) |
ষাট-আশির দশকে |
Ο ঘ) |
একুশ শতকে |
সঠিক উত্তর: (খ)
১১৬. |
বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? |
Ο ক) |
শিল্প |
Ο খ) |
সাধারণ মানুষ |
Ο গ) |
বাণিজ্য |
Ο ঘ) |
খনিজ সম্পদ |
সঠিক উত্তর: (খ)
১১৭. |
বিজ্ঞানী গুলনিয়েলমো মার্কিনির জন্ম সাল কোনটি? |
Ο ক) |
১৮৭৪ |
Ο খ) |
১৯৩৭ |
Ο গ) |
১৮৭৯ |
Ο ঘ) |
১৯৫৫ |
সঠিক উত্তর: (ক)
১১৮. |
নিচের কোনটি শিক্ষাত্রের আধুনিক পদ্ধতি? |
Ο ক) |
ই-গভর্ন্যন্স |
Ο খ) |
ই-পর্চা |
Ο গ) |
ই-লার্নিং |
Ο ঘ) |
ই-বুক |
সঠিক উত্তর: (গ)
১১৯. |
সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো- i. টুইটার ii. ফেসবুক iii. ই-লার্নিং নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১২০. |
সর্ব প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে? |
Ο ক) |
চার্লস ব্যাবেজ |
Ο খ) |
অ্যাডা লাভলেস |
Ο গ) |
ডেনিস রিচি |
Ο ঘ) |
জর্জ এটানাসফ |
সঠিক উত্তর: (খ)
১২১. |
বর্তমানে সাধারণ মানুষ কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহার করছে কোন ক্ষেত্রে? |
Ο ক) |
বিনোদনের ক্ষেত্রে |
Ο খ) |
অফিসের কাজে |
Ο গ) |
হিসাব-নিকাশে |
Ο ঘ) |
তথ্য আহরণে |
সঠিক উত্তর: (ক)
১২২. |
ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? |
Ο ক) |
রেডিও |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
টেলিভিশন |
Ο ঘ) |
টেলিগ্রাফ |
সঠিক উত্তর: (খ)
১২৩. |
বর্তমানে কোনটির মাধ্যমে মানুষ পৃথিবীর সম্ভাব্য অসম্ভব্য সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে? |
Ο ক) |
রেডিও |
Ο খ) |
টেলিভিশন |
Ο গ) |
টেলিফোন |
Ο ঘ) |
কম্পিউটার |
সঠিক উত্তর: (ঘ)
১২৪. |
বিল গেটস এর জন্ম সাল কোনটি? |
Ο ক) |
১৮৫৮ |
Ο খ) |
১৯৩৭ |
Ο গ) |
১৯৫৫ |
Ο ঘ) |
১৯৮৪ |
সঠিক উত্তর: (গ)
১২৫. |
নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন� পদ্ধতির বিকল্প? |
Ο ক) |
ই-বুক |
Ο খ) |
ই-সেবা |
Ο গ) |
ই-লার্নিং |
Ο ঘ) |
ই-পর্চা |
সঠিক উত্তর: (গ)
১২৬. |
ই-কর্মাসের মাধ্যমে বিক্রয় করা যায় i. জামা কাপড় ii. খাবার iii. সৌখিন সামগ্রী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৭. |
নেটওর্য়াক প্রযুক্তির বিকাশের ফলে- i. ইন্টারনেট বিস্তৃত হয় ii. ই-মেইল সিস্টেম চালু করেন iii. শক্তিশালী অথনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১২৮. |
চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনা যন্ত্রটির নাম কী? |
Ο ক) |
Microelectronics |
Ο খ) |
Calculator and Calculation |
Ο গ) |
Difference Engine ও Analytical Engine |
Ο ঘ) |
Radio |
সঠিক উত্তর: (গ)
১২৯. |
একুশ শতকের পরিবর্তনের ধারা সূচক হয়েছে কোনটির কারণে? |
Ο ক) |
Globalization |
Ο খ) |
E-mail |
Ο গ) |
Internationalization |
Ο ঘ) |
Internet |
সঠিক উত্তর: (গ)
১৩০. |
বাংলাদেশ কোন লক্ষ্যের দিকে এগিয়ে চেলেছে? |
Ο ক) |
শুধুমাত্র দারিদ্র মোচন করা |
Ο খ) |
সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়া |
Ο গ) |
ডিজিটাল বাংলাদেশ গড়া |
Ο ঘ) |
এনালগ বাংলাদেশ গড়া |
সঠিক উত্তর: (গ)
১৩১. |
কম্পিউটার ব্যবহার করার জন্যে সব কিছুকেই সংখ্যা বা অংকে রূপান্তর করার পদ্ধতিকে কী বলে? |
Ο ক) |
কম্পিউট করা |
Ο খ) |
হিসাব করা |
Ο গ) |
ডিজিটাল |
Ο ঘ) |
এনালগ |
সঠিক উত্তর: (গ)
১৩২. |
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন? |
Ο ক) |
গনিতবিদ |
Ο খ) |
কম্পিউটার বিজ্ঞানী |
Ο গ) |
পদার্থ বিজ্ঞানী |
Ο ঘ) |
রাসায়নবিদ |
সঠিক উত্তর: (গ)
১৩৩. |
ফেসবুক নির্মাতা কে? |
Ο ক) |
সিটভ জবস |
Ο খ) |
বিল গেটস |
Ο গ) |
মার্ক জাকারবার্গ |
Ο ঘ) |
টিম বার্নাস লি |
সঠিক উত্তর: (গ)
১৩৪. |
জমির রেকর্ডের অনলাইনে সংগ্রহ করার পদ্ধতিকে কী বলে? |
Ο ক) |
ই-পূর্জি |
Ο খ) |
ই-পর্চা |
Ο গ) |
ই-লার্নিং |
Ο ঘ) |
ই-টিকেটিং |
সঠিক উত্তর: (খ)
১৩৫. |
ই-লার্নিং এর জন্য প্রয়োজন- i. ইন্টারনেটের স্পিড ii. প্রয়োজনীয় অবকাঠামো iii. শিক্ষনসামগ্রী নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. |
ক্যাশ অন ডেলিভারি সংক্ষিপ্ত রূপ কী? |
Ο ক) |
COD |
Ο খ) |
CAN |
Ο গ) |
KOD |
Ο ঘ) |
KAD |
সঠিক উত্তর: (ক)
১৩৭. |
ই-স্বাস্থ্যসেবা কোনটির অন্তর্ভুক্ত? |
Ο ক) |
ই-কমার্স |
Ο খ) |
ই-গভর্ন্যান্স |
Ο গ) |
ই-সেবা |
Ο ঘ) |
ই-পূর্জি |
সঠিক উত্তর: (গ)
১৩৮. |
দেশের চাষীদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে যে ব্যবস্থায়- |
Ο ক) |
ই-পর্চা |
Ο খ) |
ই-গভর্ন্যান্স |
Ο গ) |
ই-লার্নিং |
Ο ঘ) |
ই-পূর্জি |
সঠিক উত্তর:
১৩৯. |
আধুনিক কম্পিউটারের জনক কে? |
Ο ক) |
স্টিভ জবস |
Ο খ) |
অ্যাডা লাভলেস |
Ο গ) |
চার্লস ব্যাবেজ |
Ο ঘ) |
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল |
সঠিক উত্তর: (গ)
১৪০. |
মোবাইল ফোন ব্যবহারে নিচের কেন কাজটি করা যায়? |
Ο ক) |
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন |
Ο খ) |
ট্রেনের টিকেট কাটা |
Ο গ) |
পাবলিক পরীক্ষার ফলাফল জানা |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৪১. |
কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? |
Ο ক) |
১৮৩৩ |
Ο খ) |
১৭৭১ |
Ο গ) |
১৯৭১ |
Ο ঘ) |
১৯৭১ |
সঠিক উত্তর: (গ)
১৪২. |
চার্লস ব্যাবেজ ছিলেন একজন - i. প্রকৌশলী ii. পদার্থ বিজ্ঞানী iii. গনিতবিদ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৪৩. |
বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটি অবশ্যই দরকার? |
Ο ক) |
জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া |
Ο খ) |
তথ্য প্রযুক্তির ব্যবহার না করা |
Ο গ) |
তথ্য প্রযুক্তি বিষেয়ে জানা |
Ο ঘ) |
তথ্য প্রযুক্তির বিষয়ে দক্ষাতা অর্জন |
সঠিক উত্তর: (ঘ)
১৪৪. |
নিচের কোনটি চার্লস ব্যাবেজ তৈরি করেন? |
Ο ক) |
ডিফারেন্স ইঞ্জিন |
Ο খ) |
সার্চ ইঞ্জিন |
Ο গ) |
মাইক্রো ইঞ্জিন |
Ο ঘ) |
অটো ইঞ্জিন |
সঠিক উত্তর: (ক)
১৪৫. |
সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো? |
Ο ক) |
ফেসবুক ও ইয়াহু |
Ο খ) |
ফেসবুক ও গুগল |
Ο গ) |
ফেসবুক ও টুইটার |
Ο ঘ) |
ফেসবুক ও ইউটিউব |
সঠিক উত্তর: (গ)
১৪৬. |
শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে? |
Ο ক) |
ই-লার্নিং |
Ο খ) |
ই-মেইল |
Ο গ) |
ই-গর্ভন্যান্স |
Ο ঘ) |
ডি-লার্নিং |
সঠিক উত্তর: (গ)
১৪৭. |
Twitter কি? |
Ο ক) |
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট |
Ο খ) |
ই-মেইল এড্রেস |
Ο গ) |
ই-লার্নিং |
Ο ঘ) |
মোবাইল এপ্লিকেশন |
সঠিক উত্তর: (ক)
১৪৮. |
'www' পূর্ণরূপ কোনটি? |
Ο ক) |
World wonder web |
Ο খ) |
World wider web |
Ο গ) |
World wide word |
Ο ঘ) |
World wide web |
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. |
কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে? |
Ο ক) |
ইন্টারনেট |
Ο খ) |
টেলিভিশন |
Ο গ) |
রেডিও |
Ο ঘ) |
এমডিএস |
সঠিক উত্তর: (ক)
১৫০. |
সরাসরি কোনো গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে কোনটির কারণে? |
Ο ক) |
ওয়েব পোর্টাল |
Ο খ) |
ইন্টারনেট |
Ο গ) |
রেডিও |
Ο ঘ) |
কম্পিউটার |
সঠিক উত্তর: (খ)
১৫১. |
কিম্পিউটারের মাধ্যমে- i. গান শোনা যায় ii. ভিডিও দেখা যায় iii. হিসেবের কাজ করা যায় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৫২. |
টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কী বলা হয়? |
Ο ক) |
Follower |
Ο খ) |
Follow |
Ο গ) |
Twit |
Ο ঘ) |
Customer |
সঠিক উত্তর: (ক)
১৫৩. |
শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলা হয়? |
Ο ক) |
ডিজিটাল অবস্থা |
Ο খ) |
ই-গভর্ন্যান্স |
Ο গ) |
ইলেকট্রনিক পদ্ধতি |
Ο ঘ) |
সুশাসন |
সঠিক উত্তর: (খ)
১৫৪. |
কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়? |
Ο ক) |
১৯৯০ |
Ο খ) |
১৯৯১ |
Ο গ) |
১৯৯২ |
Ο ঘ) |
১৯৯৩ |
সঠিক উত্তর: (খ)
১৫৫. |
ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে? |
Ο ক) |
চারটি |
Ο খ) |
পাঁচটি |
Ο গ) |
ছয়টি |
Ο ঘ) |
সাতটি |
সঠিক উত্তর: (ক)
১৫৬. |
যান্ত্রিক পদ্ধতি কোনটি? |
Ο ক) |
ই-লার্নিং |
Ο খ) |
প্রচলিত পাঠদান |
Ο গ) |
সনাতন পাঠদান |
Ο ঘ) |
ক্লাসরুমে শিক্ষাদান |
সঠিক উত্তর: (ক)
১৫৭. |
বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী? |
Ο ক) |
অ্যাপল |
Ο খ) |
আইবিএম |
Ο গ) |
ইনটেল |
Ο ঘ) |
মাইক্রোসফট |
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. |
নেটওর্য়াক কী? |
Ο ক) |
ইন্টারনেটের নাম |
Ο খ) |
একাধিক প্রটোকল |
Ο গ) |
প্রোগ্রাম |
Ο ঘ) |
মাইক্রোপ্রসেসর |
সঠিক উত্তর:
১৫৯. |
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশের নাম কী? |
Ο ক) |
ডিজিটাল বাংলাদেশ |
Ο খ) |
নতুন বাংলাদেশ |
Ο গ) |
তথ্য বাংলাদেশ |
Ο ঘ) |
আধুনিক বাংলাদেশ |
সঠিক উত্তর: (ক)
১৬০. |
প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? |
Ο ক) |
অ্যাপল |
Ο খ) |
ডেল |
Ο গ) |
মাইক্রোসফট |
Ο ঘ) |
এডোবি |
সঠিক উত্তর: (গ)
১৬১. |
আমাদের দেশের স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে তা হলো- i. দক্ষ শিক্ষকের অভাব ii. লেখা পড়ার� প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব iii. ল্যাবরেটরি অপ্রতুল নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬২. |
ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি? |
Ο ক) |
বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান |
Ο খ) |
স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান |
Ο গ) |
মোবাইল ফোনের ব্যবহার |
Ο ঘ) |
বিনামূল্যে সেবা প্রদান |
সঠিক উত্তর: (খ)
১৬৩. |
ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের কম্পিউটার ব্যবহার করা হয়- i. তথ্য গ্রহণে ii. শেয়ার ব্যবস্থাপনায় iii. তথ্য বিশ্লেষণ নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৬৪. |
চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি? |
Ο ক) |
একটি |
Ο খ) |
দুটি |
Ο গ) |
তিনটি |
Ο ঘ) |
চারটি |
সঠিক উত্তর: (খ)
১৬৫. |
টুইটার সদস্যদের টুইট - i. বার্তগেুলো যে কোনে পেইজে দেখা যায় ii. বার্তগুলো তাদের নিজস্ব পেইজে দেখা যায় iii. তাদের অনুসারীরা পড়তে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৬৬. |
মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান? |
Ο ক) |
অ্যাপল |
Ο খ) |
আইবিএম |
Ο গ) |
ইনটেল |
Ο ঘ) |
জেরোক্স |
সঠিক উত্তর: (গ)
১৬৭. |
প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল? |
Ο ক) |
ইন্টারনেট ব্যবহার করা |
Ο খ) |
তথ্য সংগ্রহ করা |
Ο গ) |
কমপিউট করা |
Ο ঘ) |
বার্তা প্রেরণ করা |
সঠিক উত্তর: (গ)
১৬৮. |
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী? |
Ο ক) |
এমটিএইচ |
Ο খ) |
ইএমটি |
Ο গ) |
এমটিএস |
Ο ঘ) |
এমটিএস |
সঠিক উত্তর: (ঘ)
১৬৯. |
কোন ব্যবস্থা গ্রহণের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে যুগোপযোগী করা সম্ভব হয়েছে? |
Ο ক) |
অব্যবস্থা |
Ο খ) |
আধুনিক ব্যবস্থা |
Ο গ) |
যুগোপযোগী ব্যবস্থা |
Ο ঘ) |
ডিজিটাল ব্যবস্থা |
সঠিক উত্তর: (ঘ)
১৭০. |
একজন দক্ষ কর্মী হতে হলে প্রয়োজন- |
Ο ক) |
সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে |
Ο খ) |
হার্ডওয়্যার বিষয়ে দক্ষ হতে হবে |
Ο গ) |
আইসিটির রক্ষণাবেক্ষণ জানতে হবে |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৭১. |
ডিজিটাল পদ্ধতিতে একজন সেবাগ্রহীতা যেভাবে সেবা পেতে পারে- i. মোবাইল ii. রেডিওতে iii. ইন্টারনেটে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (খ)
১৭২. |
প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে- i. বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের সমন্বয় ii. ই-গভর্ন্যান্সের মাধ্যমে iii. গ্রামীন মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় এনে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ঘ)
১৭৩. |
ফেসবুক যারা ব্যবহার করেন তারা- i. সামাজিক যোগাযোগ সাইটের সদস্য ii. নেটিজেন iii. ফলোয়ার নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (ক)
১৭৪. |
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? |
Ο ক) |
স্টিভ জবস |
Ο খ) |
স্টিভ জজনিয়াক |
Ο গ) |
রোনাল্ড ওয়েন |
Ο ঘ) |
সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৭৫. |
তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে? |
Ο ক) |
ইন্টারনেট |
Ο খ) |
সামাজিক যোগাযোগ |
Ο গ) |
ই-কর্মাস |
Ο ঘ) |
ই-লার্নিং |
সঠিক উত্তর: (খ)
১৭৬. |
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? |
Ο ক) |
স্টিভ জবস |
Ο খ) |
চার্লস ব্যাবেজ |
Ο গ) |
আ্যাডা লাভলেস |
Ο ঘ) |
লর্ড বায়রন |
সঠিক উত্তর: (গ)
১৭৭. |
তথ্য প্রযুুক্তি বিষয়ে জ্ঞান আহরণ বর্তমানে অনেক সহজ কারণ- |
Ο ক) |
e-learning ব্যবস্থার কারণে |
Ο খ) |
ইন্টারনেটের কারণে |
Ο গ) |
তথ্য শেয়ারের কারণে |
Ο ঘ) |
উপরের সবগুলো |
সঠিক উত্তর: (ঘ)
১৭৮. |
ইন্টারনেটকে কেন্দ্র করে- i. নেটওর্য়াক তৈরি হয় ii. শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে iii. নানা ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিকশিত হয় নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও iii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
১৭৯. |
কোনটিকে কাজে লাগানোর জন্য অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন? |
Ο ক) |
এনালির্টিক্যাল ইঞ্জিন |
Ο খ) |
ডিফারেন্স ইঞ্জিন |
Ο গ) |
রেডিও |
Ο ঘ) |
ই-মেইল |
সঠিক উত্তর: (ক)
১৮০. |
ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে? |
Ο ক) |
ফ্রিল্যান্সার |
Ο খ) |
আউটসোর্সার |
Ο গ) |
আউটসোসিং |
Ο ঘ) |
ফেসবুকিং |
সঠিক উত্তর: (গ)
নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও:
সারা পৃথিবীতে ই-লার্নিংয়ের জন্য নান উপকরণ তৈরি হয়েছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স উন্মুক্ত করে দিয়েছে।
|
১৮১. |
উক্ত পদ্ধতিতে কোর্স কোথায় উন্মুক্ত করা হয়েছে? |
Ο ক) |
অনলাইনে |
Ο খ) |
পত্র পত্রিকায় |
Ο গ) |
টেলিভিশনে |
Ο ঘ) |
রেডিওতে |
সঠিক উত্তর: (ক)
১৮২. |
উক্ত পদ্ধতিতে কোর্সটি? i. এর মাধ্যমে হোমওয়ার্ক জমা দেওয়া যায় না ii. যে কেউ গ্রহণ করতে পারে iii. এর মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারে নিচের কোনটি সঠিক? |
Ο ক) |
i ও ii |
Ο খ) |
i ও ii |
Ο গ) |
ii ও iii |
Ο ঘ) |
i , ii ও iii |
সঠিক উত্তর: (গ)
nice
উত্তরমুছুনgood post
উত্তরমুছুনPrivate Engineering university ranking bangladesh
top 10 private universty in bangladesh 2017
private university ranking in bangladesh 2017
Hello Masudur readers,you can check this article Bangladesh Education Board Result .Thanks in advance
উত্তরমুছুনভালো উদ্যোগ
উত্তরমুছুনBangla Song Lyrics
এই উদ্যোগ খুবই ফলপ্রসূ। শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে শিক্ষকগণ ও এতে উপকৃত হবে।
উত্তরমুছুনধোকাবাজির বাজারে আপনাকে সঠিক পেলাম।
উত্তরমুছুনধন্যবাদ, আপনাদের ভালো উদ্যোগ এর জন্য।