NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

অধ্যায় - ৭ : অসীম ধারা

১.
7 + 77 + 777 + .... ধারাটির অসীমতক সমষ্টি কত?
Ο ক) 
1
Ο খ) 
10
Ο গ) 
1/100
Ο ঘ) 
সমষ্টি নেই
     সঠিক উত্তর: (ঘ)
২.
একটি সমান্তর ধারার ১ম পদ 9 এবং সাধারণ অন্তর 3 হলে ধারাটির তৃতীয় পদ কোনটি?
Ο ক) 
12
Ο খ) 
15
Ο গ) 
18
Ο ঘ) 
21
     সঠিক উত্তর: (খ)
৩.
0.56 সংখ্যাটির গুণোত্তর ধারার অনুপাত কত?
Ο ক) 
0.0001
Ο খ) 
0.001
Ο গ) 
0.01
Ο ঘ) 
0.54
     সঠিক উত্তর: (গ)
৪.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 2 এবং অসীমতক সমষ্টি 3/2 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
Ο ক) 
1/3
Ο খ) 
-1/3
Ο গ) 
1/2
Ο ঘ) 
-1/2
     সঠিক উত্তর: (খ)
৫.
কোন অনুক্রমের n-তম পদ 1 - (-1)n/2 হলে এর 19তম পদ কোনটি?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
-1
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (খ)
৬.
3+ 9 + 15 + ....একটি ধারা-
i. যা সমান্তর।
ii. যার সাধারণ পদ 6n - 1
iii. যার পঞ্চমপদ 27।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
i ও iii
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (খ)
৭.
1, 3, 5, 7, অনুক্রমটির 12 তম পদ কোনটি?
Ο ক) 
12
Ο খ) 
13
Ο গ) 
23
Ο ঘ) 
25
     সঠিক উত্তর: (গ)
৮.
1 + 4 + 7 + 10 + .......
i. এটি একটি সমান্তর অসীম ধারা
ii. ধারাটির সপ্তম পদ 19
iii. প্রথম 5টি পদের সমষ্টি 32
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
৯.
1, 0, 1, 0,........অনুক্রমটির 10 তম পদ কোনটি?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
-1
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (ক)
১০.
1 + 5 + 7 10 + ....
i. ইহা একটি সমান্তর অসীম ধারা
ii. ধারাটির সপ্তম পদ 19
iii. প্রথম 5টি পদের সমষ্টি 32
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
১১.
কোন অনুক্রমের n তম পদ, Un = n2/n + 1 এর ৪র্থ পদ কোনটি?
Ο ক) 
4/9
Ο খ) 
12/5
Ο গ) 
16/5
Ο ঘ) 
18/4
     সঠিক উত্তর: (গ)
১২.
1 + 0.1 + 0.01 + 0.001 +....ধারাটির অসীমতক সমষ্টি কত?
Ο ক) 
9/10
Ο খ) 
1/10
Ο গ) 
1/5
Ο ঘ) 
10/9
     সঠিক উত্তর: (ঘ)
১৩.
6 - 6 + 6 - 6 + .... ধারাটির প্রথম 50টি পদের সমষ্টি কত?
Ο ক) 
300
Ο খ) 
6
Ο গ) 
0
Ο ঘ) 
-6
     সঠিক উত্তর: (গ)
১৪.
12 এর মূলদীয় ভগ্নাংশ কোনটি?
Ο ক) 
1/2
Ο খ) 
5/9
Ο গ) 
5/12
Ο ঘ) 
4/33
     সঠিক উত্তর: (ঘ)
১৫.
5- 5 + 5- 5 +5 -..................ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?
Ο ক) 
-5
Ο খ) 
0
Ο গ) 
5
Ο ঘ) 
20
     সঠিক উত্তর: (খ)
১৬.
8 + 12 + 18 27 +......+729/8 ধারাটির সাধারণ অনুপাত কত?
Ο ক) 
2/3
Ο খ) 
1/3
Ο গ) 
3/2
Ο ঘ) 
1/2
     সঠিক উত্তর: (গ)
১৭.
1 + 0.1 +0.01 +0.001 +.........
i. প্রদত্ত ধারাটি গুণোত্তর ধারা
ii. প্রদত্ত ধারার সাধারণ অনুপাত 0.1
iii. ধারাটির অসীমতক সমষ্টি 10/9
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i, ii ও iii
     সঠিক উত্তর: (ঘ)
১৮.
যেকোনো অনুক্রমের পদের সংখ্যা কতটি?
Ο ক) 
একটি
Ο খ) 
দুইটি
Ο গ) 
শূন্য
Ο ঘ) 
অসীম
     সঠিক উত্তর: (ঘ)
১৯.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/2 এবং অসীমতক সমষ্টি 3/4 হলে সাধারণ অনুপাত কত?
Ο ক) 
2/9
Ο খ) 
1/3
Ο গ) 
3/8
Ο ঘ) 
2/3
     সঠিক উত্তর: (খ)
২০.
কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি 70/81(10n - 1) - 7n/9 হলে ১ম 4টি পদের সমষ্টি কত?
Ο ক) 
6388
Ο খ) 
6838
Ο গ) 
8638
Ο ঘ) 
8863
     সঠিক উত্তর: (গ)
২১.
5-5+5-5+............ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
-1
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (ক)
২২.
0.12 = 0.12 + 0.0012 +P +......ধারাটি অসীম গুণোত্তর ধারা হলে P এর মান কোনটি?
Ο ক) 
0.01
Ο খ) 
0.12
Ο গ) 
0.000012
Ο ঘ) 
0.0012
     সঠিক উত্তর: (গ)
২৩.
গুণোত্তর অসীম ধারার n তম পদ কত?
Ο ক) 
ar2 - 1
Ο খ) 
ar-n
Ο গ) 
arn-2
Ο ঘ) 
arn-1
     সঠিক উত্তর: (ঘ)
২৪.
1 + 2 + 3 + 4 +....ধারাটি-
i. সমান্তর।
ii. এর অসীমতক সমষ্টি নাই।
iii. n এর মান বাড়লে Sn এর মান কমতে থাকে।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i ও ii
Ο খ) 
i
Ο গ) 
ii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (ক)
২৫.
প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো থাকে। এই সাজানো রাশিগুলোর সেটাকে বলে-
Ο ক) 
সাধারণ পদ
Ο খ) 
অনুক্রম
Ο গ) 
ফাংশন
Ο ঘ) 
ধারা
     সঠিক উত্তর: (খ)
২৬.
3 + 9 15 + 21 + .........ধারাটির সাধারণ অন্তর কত?
Ο ক) 
3
Ο খ) 
6
Ο গ) 
1/3
Ο ঘ) 
1/6
     সঠিক উত্তর: (খ)
২৭.
প্রথম পদ a = 2 এবং সাধারণ অনুপাত r = - 1 হলে গুণোত্তর ধারাটির ৫ম পদ কত?
Ο ক) 
-2
Ο খ) 
2
Ο গ) 
4
Ο ঘ) 
16
     সঠিক উত্তর: (খ)
২৮.
3, 5, 7, 9.... অনুক্রমের 10তম পদ কত?
Ο ক) 
15
Ο খ) 
21
Ο গ) 
24
Ο ঘ) 
18
     সঠিক উত্তর: (খ)
২৯.
2
Ο ক) 
5-5+5-5+5-....... ধারাটির চতুর্থ আংশিক সমষ্টি কত?
Ο খ) 
-5
Ο গ) 
0
Ο ঘ) 
5
     সঠিক উত্তর: (খ)
৩০.
3,1,-1,-3,...(5 - 2n), ...অনুক্রমের পঞ্চম পদটি কত?
Ο ক) 
-1
Ο খ) 
-3
Ο গ) 
-5
Ο ঘ) 
-7
     সঠিক উত্তর: (গ)
৩১.
কোন ধারার n তম পদ = 1-(-1)n/2 হলে, ধারাটির 20 তম পদ কোনটি?
Ο ক) 
-1
Ο খ) 
1
Ο গ) 
0
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (গ)
৩২.
নিচের কোনটি ধারা?
Ο ক) 
1, 2, 3....
Ο খ) 
1/2, 1/4, 1/8,......
Ο গ) 
1/31,1/32,1/33,.....
Ο ঘ) 
1/2,+,1/3,+,1/4,+.....4
     সঠিক উত্তর: (ঘ)
৩৩.
1 + (-1)n� সাধারণ পদের অনুক্রমটি কী?
Ο ক) 
1,0,1, 0,..........
Ο খ) 
2, 0, 2, 0...............
Ο গ) 
0, 2, 0, 2,....
Ο ঘ) 
1, 2, 3, 4,.......
     সঠিক উত্তর: (গ)
৩৪.
2, 0, 2,0,.....অনুক্রমটির-
i. n তম পদ 1 + (-1)n
ii. 15 তম পদ 2।
iii. 20 তম পদ 0।
নিচের কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
ii ও iii
Ο ঘ) 
iii
     সঠিক উত্তর: (গ)
৩৫.
1 - 1 + 1 - 1 + 1......ধারার ৫ম আংশিক সমষ্টি Ss এর মান কত?
Ο ক) 
.1
Ο খ) 
-1
Ο গ) 
0
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (ক)
৩৬.
1 + 2 + 3 + 4 + .....ধারাটির S100= কত?
Ο ক) 
505
Ο খ) 
5000
Ο গ) 
5050
Ο ঘ) 
500500
     সঠিক উত্তর: (গ)
৩৭.
0.5 + 0.05 + 0.005 +...ধারাটির অসীমতক সমষ্টি কত?
Ο ক) 
2/3
Ο খ) 
3/2
Ο গ) 
9/5
Ο ঘ) 
5/9
     সঠিক উত্তর: (ঘ)
৩৮.
কোন অনুক্রমের n তম পদ Ua < 1/n এবং Un 10-3 হলে n এর মান কত?
Ο ক) 
n < 10-3
Ο খ) 
n < 103
Ο গ) 
n > 10-3
Ο ঘ) 
n > 103
     সঠিক উত্তর: (খ)
৩৯.
1+1/2+1/22+......অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি কত?
Ο ক) 
1
Ο খ) 
2
Ο গ) 
0
Ο ঘ) 
6
     সঠিক উত্তর: (খ)
৪০.
2+4+6+8+....ধারাটির-
i. n তম পদ 2n
ii. n পদের সমষ্টি n(n + 1)
iii. সমষ্টি নেই
নিচর কোনটি সঠিক?
Ο ক) 
i
Ο খ) 
ii
Ο গ) 
iii
Ο ঘ) 
i ও iii
     সঠিক উত্তর: (ঘ)
৪১.
একটি গুণোত্তর ধারার ১ম পদ 1/3 এবং অসীমতক সমষ্টি 1/7 হলে ধারাটির সাধারণ অনুপাত কত?
Ο ক) 
3/2
Ο খ) 
2/3
Ο গ) 
-3/2
Ο ঘ) 
-4/3
     সঠিক উত্তর: (ঘ)
৪২.
গুণোত্তর ধারার n তম পদের সূত্র কোনটি?
Ο ক) 
arn
Ο খ) 
ran- 1
Ο গ) 
arn- 1
Ο ঘ) 
arn/r
     সঠিক উত্তর: (গ)
৪৩.
4, 6, 8, 10, 12, 14,....অনুক্রমটির পদগুলোর যোগফল কীরূপ ধারা?
Ο ক) 
সমান্তর
Ο খ) 
অনন্ত
Ο গ) 
গুণোত্তর
Ο ঘ) 
আনুপাতিক
     সঠিক উত্তর: (ক)
৪৪.
কোনো অনুক্রমের n তম পদ = 1-(-1)n/2 হলে 20 তম পদ কোনটি?
Ο ক) 
0
Ο খ) 
1
Ο গ) 
-1
Ο ঘ) 
2
     সঠিক উত্তর: (ক)
৪৫.
কোনো একটি অনুক্রমকে f(n) = n2 আকারে লিখা অনুক্রমটির সাধারণ পদ কোনটি?
Ο ক) 
n
Ο খ) 
(n + 1)2
Ο গ) 
n2
Ο ঘ) 
(n + 1)
     সঠিক উত্তর: (গ)
৪৬.
1 + 2 + 4 + 8 + 16 + ....ধারাটির অসীমতক সমষ্টি কত?
Ο ক) 
0
Ο খ) 
2
Ο গ) 
1/2
Ο ঘ) 
অসীমতক সমষ্টি নেই
     সঠিক উত্তর: (ঘ)
৪৭.
সংখ্যাটির সাধারণ ভগ্নাংশ কত?
Ο ক) 
305/999
Ο খ) 
198/99
Ο গ) 
1998/999
Ο ঘ) 
999/2033
     সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং তিনটি প্রশ্নের উত্তর দাও:
1 + 4 + 7 + 10 + 13 0 ...................
৪৮.
ধারাটির 10 তম পদ কত?
Ο ক) 
26
Ο খ) 
27
Ο গ) 
28
Ο ঘ) 
29
     সঠিক উত্তর: (গ)
৪৯.
ধারাটির ১ম 7 টি পদের সমষ্টি কত?
Ο ক) 
90
Ο খ) 
91
Ο গ) 
93
Ο ঘ) 
70
     সঠিক উত্তর: (ঘ)
৫০.
ধারাটির r তম পদ কত?
Ο ক) 
3r - 1
Ο খ) 
3r - 2
Ο গ) 
3r - 3
Ο ঘ) 
3r
     সঠিক উত্তর: (গ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট ,সভাপতি HSC পাস ,পর পর ২ বারের বেশি নহে

  এস আর ও নং-৭৩ আইন /২০২৪ গভর্নিংবডি /ম্যানেজিং কমিটি প্রবিধানমালা - ২০২৪ এর গেজেট প্রকাশিত হলো। এই প্রবিধানমালা অনুযায়ী গভর্নিংবডি/ম্যান...