NOTICE

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান HSP MIS এ নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে।* # এসএসসি ২০২০ পরীক্ষার সময়সূচি (সংশোধিত) **২০১৯ সালে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি**২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী# # OTP সংশোধিত বিজ্ঞপ্তি-২০১৮ ডিসেম্বর##এস এস সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ যশোর বোর্ড# এস স সি-২০১৯ ফর্ম ফিলাপের নোটিশ ঢাকা বোর্ড# জে এস সি ২০১৮ সময়সূচি্ # ০৫ জুন'২০১৮ সর্বশেষ NCTB JSC-2018 নম্বর বন্টন# এস এস সি-২০১৮ পুনঃ নিরীক্ষার ফলাফল যশোর বোর্ড#৮ম,৯ম,১০ম পরিমার্জিত সিলেবাস#এস এস সি ২০১৮ সময়সূচী #২০১৮ সালের Primary school ছুটির তালিকা# প্রশ্ন ব্যাংকের মাধ্যমে গৃহীত পরীক্ষাসমূহের ফিস জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি#২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি# যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের প্রশ্নপত্রে ২০১৭ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচী #যশোর বোর্ডের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০১৭ NCTB সিলেবাস# # জ়ে এস সি-২০১৭ সময়সূচি*#, ##*# ## #যশোর বোর্ডের ICT মাষ্টার ট্রেইনার লিষ্ট # # #অনলাইনে এমপিও আবেদন এর ক্ষেত্রে স্বচ্ছ আবেদন প্রেরণের জন্য সাতক্ষীরা জেলার সহযোগীতা নেয়ার জন্য তালিকা ##জ়ে এস সি -২০১১ থেকে ২০১৭ পর্যন্ত এবং এস এস সি -২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ফলাফল শীট# EMIS এর তথ্য হাল নাগাদের সময়সূচী# Jessore Board Name and Age correction প্রধান শিক্ষকের প্রত্যয়ন নমুনা ##ষষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম শ্রেণির NCTB সমবায়দ্ধ বার্ষিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস## (ICT HSC) "HSC ICT VIDEO CLASS"

সোমবার, ৮ জুন, ২০১৫

জে.এস.সি || ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় : আকাইদ


জে.এস.সি    ||    ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায় : আকাইদ


১. নিফাক শব্দের অর্থ কী?
Ο ক)  বাচাল
Ο খ)  অবিশ্বাস
Ο গ)  কপটতা
Ο ঘ)  মিথ্যাচার

  সঠিক উত্তর: (গ)

২. নৈতিকতা হলো-
i. সত্যকথা বলা
ii. নিজের মতো চলা
iii. ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৩. আকিদা শব্দের বহুবচন কোনটি?
Ο ক)  আকিদাতুন
Ο খ)  আকাইদ
Ο গ)  উকুদুন
Ο ঘ)  তাকিদুন

  সঠিক উত্তর: (খ)

৪. কোনটি আল্লাহর নিকট একটি বড় নিয়ামত?
Ο ক)  ইমান
Ο খ)  জুলুম
Ο গ)  সদকা
Ο ঘ)  হাবিয়া

  সঠিক উত্তর: (ক)

৫. জান্নাত হলো-
i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান
ii. মুমিনদের বাসস্থান
iii. চির শান্তির স্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬. বেহেশত কোন ভাষার শব্দ?
Ο ক)  আরবি
Ο খ)  ফারসি
Ο গ)  উর্দু
Ο ঘ)  হিন্দি

  সঠিক উত্তর: (খ)

৭. আল্লাহর রং হলো-
i. তাঁর দীন
ii. তাঁর নির্লিপ্ততা
iii. তাঁর গুণাবলি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৮. খতম শব্দের অর্থ কী?
Ο ক)  শুরু
Ο খ)  পড়া
Ο গ)  শেষ
Ο ঘ)  দায়িত্ব

  সঠিক উত্তর: (গ)

৯. আখিরাত কী?
Ο ক)  পৃথিবীর ধ্বংস
Ο খ)  মৃত্যুর পরবর্তী জীবন
Ο গ)  মানুষের উত্থান
Ο ঘ)  মৃত্যুর আগের জীবন

  সঠিক উত্তর: (খ)

১০. আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি?
Ο ক)  কিয়ামত
Ο খ)  হাশর
Ο গ)  কবর
Ο ঘ)  মিযান

  সঠিক উত্তর: (ক)

১১. ‘আল্লাহ অমুখাপেক্ষী’-কোন সুরার আয়াত?
Ο ক)  বাকারা
Ο খ)  মায়িদা
Ο গ)  ইখলাস
Ο ঘ)  ফাতিহা

  সঠিক উত্তর: (গ)

১২. প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি?
Ο ক)  তিনটি
Ο খ)  চারটি
Ο গ)  পাঁচটি
Ο ঘ)  ছয়টি

  সঠিক উত্তর: (ক)

১৩. সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কী?
Ο ক)  দারুস সালাম
Ο খ)  জান্নাতুল ফিরদাউস
Ο গ)  দারুন নাইম
Ο ঘ)  দারুল মাকাম

  সঠিক উত্তর: (খ)

১৪. ইসলামের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাসকে কী বলা হয়?
Ο ক)  ইমান
Ο খ)  ইহসান
Ο গ)  রিসালাত
Ο ঘ)  নবুয়ত

  সঠিক উত্তর: (ক)

১৫. নবি-রাসুলগণ শিক্ষা দিতেন-
i. উত্তম চরিত্র
ii. নীতি-নৈতিকতা
iii. বিজ্ঞান ও অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

১৬. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কী বলা হয়?
Ο ক)  ইহসান
Ο খ)  ইদগাম
Ο গ)  ইমান
Ο ঘ)  ইসলাম

  সঠিক উত্তর: (গ)

১৭. দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তপ্ত?
Ο ক)  পঞ্চাশ
Ο খ)  ষাট
Ο গ)  সত্তর
Ο ঘ)  আশি

  সঠিক উত্তর: (গ)

১৮. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?
Ο ক)  তাওহিদ
Ο খ)  রিসালাত
Ο গ)  আখিরাত
Ο ঘ)  তাকদির

  সঠিক উত্তর: (ক)

১৯. নবুয়তে বিশ্বাস করা অপরিহার্য কেন?
Ο ক)  নেতা হওয়ার জন্য
Ο খ)  ইমানদার হওয়ার জন্য
Ο গ)  আত্মোন্নতির জন্য
Ο ঘ)  শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য

  সঠিক উত্তর: (খ)

২০. এক নবির পর অপর নবি সাধারণত কয়টি কারণে এসে থাকে?
Ο ক) 
Ο খ) 
Ο গ) 
Ο ঘ) 

  সঠিক উত্তর: (গ)

২১. ইমানের কয়টি দিক রয়েছে?
Ο ক)  একটি
Ο খ)  দুটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

২২. ‘তিনি তো আল্লাহর রাসুল ও সর্বশেষ নবি’-কোন সুরায় বলা হয়েছে?
Ο ক)  আহযাব
Ο খ)  যারিআত
Ο গ)  ইবরাহিম
Ο ঘ)  মুহাম্মদ

  সঠিক উত্তর: (ক)

২৩. নবি-রাসুলগণের ওপর বিশ্বাস করা কী?
Ο ক)  সুন্নাত
Ο খ)  ওয়াজিব
Ο গ)  ফরয
Ο ঘ)  মুস্তাহাব

  সঠিক উত্তর: (গ)

২৪. জাহান্নামিদের পানীয় কী হবে?
Ο ক)  শীতল পানি
Ο খ)  কোমল পানীয়
Ο গ)  রক্ত ও পুঁজ
Ο ঘ)  বৃক্ষের রস

  সঠিক উত্তর: (গ)

২৫. আসমানি কিতাব সর্বমোট কয়খানা?
Ο ক)  ১০৪
Ο খ)  ১০৬
Ο গ)  ১০৮
Ο ঘ)  ১১০

  সঠিক উত্তর: (ক)

২৬. আসমাউল হুসনার অপর নাম কী?
Ο ক)  গুণক
Ο খ)  সিফাত
Ο গ)  সাকিন
Ο ঘ)  খাইরুন

  সঠিক উত্তর: (খ)

২৭. মানবজাতির মহান শিক্ষক কারা?
Ο ক)  বাবা-মা
Ο খ)  নবি-রাসুলগণ
Ο গ)  ফেরেশতাগণ
Ο ঘ)  সাহাবিগণ

  সঠিক উত্তর: (খ)

২৮. রাসুল (স)-এর পথ হলো-
i. সফলতার পথ
ii. মুক্তির পথ
iii. উত্তম পথ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

২৯. জান্নাতের স্তর কয়টি?
Ο ক)  সাত
Ο খ)  আট
Ο গ)  নয়
Ο ঘ)  দশ

  সঠিক উত্তর: (খ)

৩০. বারযাখ হলো-
Ο ক)  হাশরের জীবন
Ο খ)  মিযানের জীবন
Ο গ)  জান্নাতের জীবন
Ο ঘ)  কবরের জীবন

  সঠিক উত্তর: (ঘ)

৩১. জান্নাত কেমন?
Ο ক)  সীমাহীন কষ্টের জায়গা
Ο খ)  চিরনিদ্রার স্থান
Ο গ)  সদা জাগরণের জায়গা
Ο ঘ)  চিরশান্তির স্থান

  সঠিক উত্তর: (ঘ)

৩২. শাফাআত সাধারণত কত প্রকার?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৩৩. ‘আকিদা’ শব্দের অর্থ কী?
Ο ক)  ভাগ্য
Ο খ)  কপটতা
Ο গ)  সমাপ্ত
Ο ঘ)  বিশ্বাস

  সঠিক উত্তর: (ঘ)

৩৪. মুমিন হওয়ার জন্য জরুরি-
i. ইসলামের প্রতি আন্তরিক বিশ্বাস
ii. মুখে স্বীকার করা
iii. বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৩৫. শাফাআত অর্থ-
Ο ক)  সুপারিশ
Ο খ)  ওকালতি
Ο গ)  প্রার্থনা
Ο ঘ)  সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৩৬. যে ব্যক্তি ইমান আনে তাকে কী বলা হয়?
Ο ক)  মুমিন
Ο খ)  মুত্তাকি
Ο গ)  পরহেজগার
Ο ঘ)  সত্যবাদী

  সঠিক উত্তর: (ক)

৩৭. তাকদির শব্দের অর্থ কী?
Ο ক)  ভাগ্য
Ο খ)  বিশ্বাস
Ο গ)  আমল
Ο ঘ)  আনুগত্য

  সঠিক উত্তর: (ক)

৩৮. কোন বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখে?
Ο ক)  তাওহিদে বিশ্বাস
Ο খ)  রিসালাতে বিশ্বাস
Ο গ)  তাকদিরে বিশ্বাস
Ο ঘ)  আখিরাতে বিশ্বাস

  সঠিক উত্তর: (ঘ)

৩৯. সামাদুন শব্দের অর্থ কী?
Ο ক)  দয়ালু
Ο খ)  ক্ষমাশীল
Ο গ)  অমুখাপেক্ষী
Ο ঘ)  সহনশীল

  সঠিক উত্তর: (গ)

৪০. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে?
Ο ক)  আলোহীন
Ο খ)  সহনীয়
Ο গ)  উত্তপ্ত
Ο ঘ)  শীতল

  সঠিক উত্তর: (গ)

৪১. আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়?
Ο ক)  সগীরা
Ο খ)  কিতাব
Ο গ)  সাদিক
Ο ঘ)  সহিফা

  সঠিক উত্তর: (ঘ)

৪২. বারযাখ হলো-
i. কবরের জীবন
ii. আখিরাতের প্রথম পর্যায়
iii. কিয়ামত পরবর্তী জীবন
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৪৩. সকল নবি-
Ο ক)  সাহাবি নন
Ο খ)  রাসুল নন
Ο গ)  সত্যবাদী নন
Ο ঘ)  পুণ্যবান নন

  সঠিক উত্তর: (খ)

৪৪. মুসলমান জাতির ধর্মগ্রন্থ কোনটি?
Ο ক)  তাওরাত
Ο খ)  হাদিস
Ο গ)  কুরআন
Ο ঘ)  সহিফা

  সঠিক উত্তর: (গ)

৪৫. আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিসের হিসাব নিবেন?
Ο ক)  অর্থবিত্তের
Ο খ)  কৃতকর্মের
Ο গ)  সন্তানসন্ততির
Ο ঘ)  জমিজমার

  সঠিক উত্তর: (খ)

৪৬. রিসালাত শব্দের অর্থ কী?
Ο ক)  সংবাদ বহন
Ο খ)  মহাপ্রলয়
Ο গ)  পথ প্রদর্শন
Ο ঘ)  পরকাল

  সঠিক উত্তর: (ক)

৪৭. কী বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে?
Ο ক)  তাকদিরে
Ο খ)  নবুয়াতে
Ο গ)  কিতাবে
Ο ঘ)  আখিরাতে

  সঠিক উত্তর: (ঘ)

৪৮. শাফাআত শব্দের শাব্দিক অর্থ কী?
Ο ক)  অনুরোধ
Ο খ)  উপদেশ
Ο গ)  সুন্দর
Ο ঘ)  দান

  সঠিক উত্তর: (ক)

৪৯. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
Ο ক)  যাবূর
Ο খ)  ইনজিল
Ο গ)  আল-কুরআন
Ο ঘ)  তাওরাত

  সঠিক উত্তর: (গ)

৫০. কোনটি ব্যতীত ইসলাম কল্পনা করা যায় না?
Ο ক)  ইমান
Ο খ)  সালাত
Ο গ)  যাকাত
Ο ঘ)  হজ

  সঠিক উত্তর: (ক)

৫১. আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাযেল করেছেন তাদেরকে কী বলা হয়?
Ο ক)  ইমাম
Ο খ)  সাহাবি
Ο গ)  রাসুল
Ο ঘ)  নবি

  সঠিক উত্তর: (গ)

৫২. পরকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
Ο ক)  একটি
Ο খ)  দুটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (খ)

৫৩. তাওহিদের পরে কোনটি স্থান?
Ο ক)  পুলসিরাতের
Ο খ)  রিসালাতের
Ο গ)  হাশরের
Ο ঘ)  আসমানি কিতাবের

  সঠিক উত্তর: (খ)

৫৪. শাফাআত শব্দের অর্থ কী?
Ο ক)  উপস্থাপন করা
Ο খ)  সুপারিশ করা
Ο গ)  দোয়া করা
Ο ঘ)  দয়া করা

  সঠিক উত্তর: (খ)

৫৫. আখিরাতের দ্বিতীয় পর্যায়কে কী বলা হয়?
Ο ক)  জান্নাত
Ο খ)  কিয়ামত
Ο গ)  জাহান্নাম
Ο ঘ)  কবর

  সঠিক উত্তর: (খ)

৫৬. কুরআন মাজিদে কতজন নবি-রাসুলের কথা বলা হয়েছে?
Ο ক)  ২৩
Ο খ)  ২৪
Ο গ)  ২৫
Ο ঘ)  ২৬

  সঠিক উত্তর: (গ)

৫৭. বাংলার জান্নাতকে কী বলা হয়?
Ο ক)  অট্টালিকা
Ο খ)  মাঠ
Ο গ)  স্বর্গ
Ο ঘ)  প্রাসাদ

  সঠিক উত্তর: (গ)

৫৮. ঈমানের প্রধান দিকগুলো হচ্ছে-
i. অন্তরে বিশ্বাস করা
ii. মুখে স্বীকার করা
iii. বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৫৯. অন্তরে কুফরি রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে কী বলে?
Ο ক)  নিফাক
Ο খ)  কুফর
Ο গ)  বিদয়াত
Ο ঘ)  শিরক

  সঠিক উত্তর: (ক)

৬০. ‘আবৃত স্থান’-এর আরবি প্রতিশব্দ কোনটি?
Ο ক)  জান্নাত
Ο খ)  জাহান্নাম
Ο গ)  মিযান
Ο ঘ)  হাশর

  সঠিক উত্তর: (ক)

৬১. আখিরাতের প্রতি ইমান আনা-
Ο ক)  ফরয
Ο খ)  ওয়াজিব
Ο গ)  মুস্তাহাব
Ο ঘ)  সুন্নাত

  সঠিক উত্তর: (ক)

৬২. প্রসিদ্ধ ফেরেশতা কয়জন?
Ο ক)  দু জন
Ο খ)  তিন জন
Ο গ)  চার জন
Ο ঘ)  পাঁচ জন

  সঠিক উত্তর: (গ)

৬৩. আকাইদ শব্দটি-
Ο ক)  একবচন
Ο খ)  দ্বিবচন
Ο গ)  বহুবচন
Ο ঘ)  নাম বচন

  সঠিক উত্তর: (গ)

৬৪. এক নবির পর অপর নবি সাধারণত কতটি কারণে এসে থাকেন?
Ο ক)  একটি
Ο খ)  দুটি
Ο গ)  তিনটি
Ο ঘ)  চারটি

  সঠিক উত্তর: (গ)

৬৫. হুসনা শব্দের অর্থ কী?
Ο ক)  প্রিয়তম
Ο খ)  সুন্দরতম
Ο গ)  শ্রেষ্ঠতম
Ο ঘ)  নিকৃষ্টতম

  সঠিক উত্তর: (খ)

৬৬. ‘আসমাউল হুসনা’ অর্থ কী?
Ο ক)  নামসমূহ
Ο খ)  সুন্দরতম নামসমূহ
Ο গ)  সুন্দর
Ο ঘ)  সুন্দরতম

  সঠিক উত্তর: (খ)

৬৭. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা কোনটি?
Ο ক)  হাশর
Ο খ)  মিযান
Ο গ)  বারযাখ
Ο ঘ)  পুনরুত্থান

  সঠিক উত্তর: (গ)

৬৮. সাত ধরনের জাহান্নামের মধ্যে রয়েছে-
i. হাবিয়া
ii. সাকার
iii. হুতামাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৬৯. ইমান শব্দের শাব্দিক অর্থ কী?
Ο ক)  বিশ্বাস
Ο খ)  বিশ্বাসমালা
Ο গ)  স্বীকৃতি
Ο ঘ)  আমল

  সঠিক উত্তর: (ক)

৭০. ‘ইমান’ শব্দের অর্থ কী?
Ο ক)  সাধনা
Ο খ)  ভাগ্য
Ο গ)  বিশ্বাস
Ο ঘ)  শান্তি

  সঠিক উত্তর: (গ)

৭১. আখিরাত শব্দের অর্থ কী?
Ο ক)  শেষদিন
Ο খ)  পরকাল
Ο গ)  বিচারের দিন
Ο ঘ)  পুনরুথানের দিন

  সঠিক উত্তর: (খ)

৭২. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ-
Ο ক)  হাশর
Ο খ)  বারযাখ
Ο গ)  মিযান
Ο ঘ)  জান্নাত

  সঠিক উত্তর: (খ)

৭৩. কয়টি কারণে এক নবির পর অন্য নবি আসতেন?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (খ)

৭৪. বেহেশত কোন ভাষার শব্দ?
Ο ক)  বাংলা
Ο খ)  আরবি
Ο গ)  ফরাসি
Ο ঘ)  ফারসি

  সঠিক উত্তর: (ঘ)

৭৫. নবি-রাসুলগণ ছিলেন-
i. পথ প্রদর্শক
ii. নূরের তৈরি
iii. নিষ্পাপ
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৭৬. নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয়-
i. অশান্তি
ii. ঝগড়া
iii. মতৈক্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)

৭৭. আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন-
i. পাপ করে অনুতপ্ত হলে
ii. তাওবা করলে
iii. আল্লাহর কাছে ক্ষমা চাইলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৭৮. হাসিবুন শব্দের অর্থ কী?
Ο ক)  হিসাব গ্রহণকারী
Ο খ)  ক্ষমাশীল
Ο গ)  দয়ালু
Ο ঘ)  স্নেহশীল

  সঠিক উত্তর: (ক)

৭৯. খতমে নবুয়তে বিশ্বাস করার বিধান কী?
Ο ক)  ফরয
Ο খ)  ওয়াজিব
Ο গ)  সুন্নাত
Ο ঘ)  নফল

  সঠিক উত্তর: (ক)

৮০. ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে কী বলে?
Ο ক)  রিসালাত
Ο খ)  ইবাদত
Ο গ)  ইমান
Ο ঘ)  আকাইদ

  সঠিক উত্তর: (গ)

৮১. রাসুল শব্দের অর্থ কী?
Ο ক)  সংবাদ
Ο খ)  সংবাদ বাহন
Ο গ)  সংবাদ বাহক
Ο ঘ)  পত্র

  সঠিক উত্তর: (গ)

৮২. মিথ্যাবাদী কারা?
Ο ক)  মুনাফিকরা
Ο খ)  কাফিররা
Ο গ)  মুসাফিকরা
Ο ঘ)  ব্যবসায়ীরা

  সঠিক উত্তর: (ক)

৮৩. কে অতি ক্ষমাশীল?
Ο ক)  রাসুল (স)
Ο খ)  বিচারক
Ο গ)  আল্লাহ
Ο ঘ)  হযরত আলী (রা)

  সঠিক উত্তর: (গ)

৮৪. জাহান্নামের স্তর কয়টি?
Ο ক)  পাঁচটি
Ο খ)  ছয়টি
Ο গ)  সাতটি
Ο ঘ)  আটটি

  সঠিক উত্তর: (গ)

৮৫. আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা-
i. মানুষ চরিত্রবান হয়
ii. নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়
iii. তাঁর পরিচয় জানা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৬. ‘হাসিবুন’ শব্দের অর্থ কী?
Ο ক)  অমুখাপেক্ষী
Ο খ)  হিসাব গ্রহণকারী?
Ο গ)  ক্ষমাশীল
Ο ঘ)  অতি দয়ালু

  সঠিক উত্তর: (খ)

৮৭. মুমিন ব্যক্তির দুনিয়াতে লাভ করে-
i. আল্লাহর ভালোবাসা
ii. কল্যাণ ও সাফল্য
iii. শ্রদ্ধা ও সম্মান
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৮৮. শাফাআত সাধারণত কত প্রকার?
Ο ক)  দুই
Ο খ)  তিন
Ο গ)  চার
Ο ঘ)  পাঁচ

  সঠিক উত্তর: (ক)

৮৯. মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)  হিংসা করা
Ο খ)  ঘৃণা করা
Ο গ)  লোভ করা
Ο ঘ)   মিথ্যা বলা ও প্রতারণা করা

  সঠিক উত্তর: (ঘ)

৯০. সমাপ্ত শব্দের আরবি প্রতিশব্দ কী?
Ο ক)  তাম
Ο খ)  খতম
Ο গ)  সামাদ
Ο ঘ)  নবুওয়াত

  সঠিক উত্তর: (খ)

৯১. জাহান্নামের শাস্তি-
i. যন্ত্রণাময়
ii. সহনীয়
iii. ভয়ঙ্কর
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  i ও iii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (গ)

৯২. নবি-রাসুলগণ মানুষকে কোনপথে পরিচালিত করেছেন?
Ο ক)  তাগুতের
Ο খ)  সত্য ও ন্যায়ের
Ο গ)  বন্ধুর
Ο ঘ)  আলোকময়

  সঠিক উত্তর: (খ)

৯৩. ইমানের বহি:প্রকাশ কী?
Ο ক)  তাওহিদ
Ο খ)  আমল
Ο গ)  ইলম
Ο ঘ)  ইসলাম

  সঠিক উত্তর: (ঘ)

৯৪. জান্নাতের স্তর কয়টি?
Ο ক)  ৫টি
Ο খ)  ৬টি
Ο গ)  ৭টি
Ο ঘ)  ৮টি

  সঠিক উত্তর: (ঘ)

৯৫. জাহান্নাম শব্দের অর্থ কী?
Ο ক)  আগুনের গর্ত
Ο খ)  দোযখ
Ο গ)  শাস্তির স্থান
Ο ঘ)  উপরের সবগুলো

  সঠিক উত্তর: (ঘ)

৯৬. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে?
Ο ক)  দুটি
Ο খ)  তিনটি
Ο গ)  চারটি
Ο ঘ)  পাঁচটি

  সঠিক উত্তর: (ক)

৯৭. নিফাকের দ্বারা মানুষের মধ্যেক-
i. সন্দেহের সৃষ্টি হয়
ii. মারামারি বাধে
iii. বিশৃঙ্খলা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i
Ο খ)  ii
Ο গ)  iii
Ο ঘ)  i, ii ও iii

  সঠিক উত্তর: (ঘ)

৯৮. কিয়ামতের মাঠে পুণ্যবানদের জন্য শাফাআত করা হবে কেন?
Ο ক)  কবরের শান্তির জন্য
Ο খ)  দুনিয়ার কাজের জন্য
Ο গ)  মর্যাদা বৃদ্ধির জন্য
Ο ঘ)  দুনিয়ায় জীবন দানের জন্য

  সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সুলতানার মা একজন ইমানদার মহিলা। তিনি মেয়েকে সব সময় কবর, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাশর ইত্যাদি সম্পর্কে বলেন। এগুলোকে বিশ্বাস করে দুনিয়ায় সৎকর্ম করার পরামর্শ দেন। সুলতানার মায়ের কথা মতো চলার চেষ্টা করে।
৯৯. অনুচ্ছেদে কোনটির ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে?
Ο ক)  রিসালাতের
Ο খ)  কিতাবের
Ο গ)  আখিরাতের
Ο ঘ)  ফেরেশতার

  সঠিক উত্তর: (গ)

১০০. উক্ত বিশ্বাস অনুযায়ী নিজের জীবন গড়লে সুলতানা-
i. উত্তম চরিত্রবান হিসেবে গড়ে উঠবে
ii. দুর্নীতি ও মিথ্যাচার থেকে রক্ষা পাবে
iii. আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
Ο ক)  i ও ii
Ο খ)  i
Ο গ)  ii
Ο ঘ)  iii

  সঠিক উত্তর: (ক)
 

Collected From: http://www.online-dhaka.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা

2026 SSC & 2025 Six to Nine কাঠামো         ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...