Main Menu Bar
পদার্থ
NOTICE
MPO Special Link
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অন লাইনে ভর্ত্তি আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অন লাইনে ভর্ত্তি আবেদন
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫ এবং প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
জে এস সি -বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
জে এস সি -বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
H ও O পরমানু নিজেদের সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি ভিন্ন যৌগ H2O2 এবং H2O তৈরি করে।
ক. বেরিলিয়ামের প্রতীক কী?
খ. 2F ও F2 দিয়ে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটির পরিমাণগত তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. “H এর যোজনী পরিবর্তনশীল” – উক্তিটি প্রদত্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
নমুনা উত্তরঃ
ক. বেরিলিয়ামের প্রতীক Be ।
খ. আমরা জানি, ফ্লোরিনের প্রতীক হলো F । আমরা আরও জানি, অসংযুক্ত ও পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করতে ঐ মৌলের প্রতীকের বাম পাশে পরমাণুর মোট সংখ্যা চিহ্ন বসাতে হয়। তাই, 2F দিয়ে দুইটি অসংযুক্ত ফ্লোরিন পরমাণু্কে বুঝায়।আবার কোনো মৌলের সংকেত লেখার সময় মৌলটির একটি অণুতে যে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটি প্রতীকের ডানদিকে একটু নিচে লিখতে হয়। তাই, F2 দিয়ে ফ্লোরিনের একটি অণুকে বুঝায় যা দুইটি পরমাণু নিয়ে গঠিত।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটি হলো H2O2 যার পরিমাণগত তাৎপর্য নিম্নরূপঃ
H2O থেকে দেখা যায় H এর ডানে নিচের দিকে ২ আছে, যা হলো O এর যোজনী এবং O এর বামে নিচের দিকে কোনো সংখ্যা নেই। এর থেকে বুঝতে হবে এখানে ১ আছে, যা হলো H এর যোজনী। হাইড্রোজেন ও অক্সিজেনের এই যোজনী আরও পরিষ্কার হওয়া যায় যৌগটির নিচের সংকেতটি দেখেঃ

এইখানে, প্রত্যেকটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে একটি করে হাত দ্বারা যুক্ত। যেহেতু মৌলের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করি, সেহেতু আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
আবার, H2O2 যৌগটিতে দেখা যাচ্ছে H এর ডানে নিচের দিকে ২ আছে যা হলো O এর যোজনী। একইভাবে O এর বামদিকে নিচের দিকে ২ আছে যাকে অনেকেই H এর যোজনী বলে ভুল করতে পারে। কিন্তু আমরা জানি, হাইড্রোজেনের যোজনী ১। এটি এইক্ষেত্রেও প্রযোজ্য যা যৌগটির নিচের সংকেত দিয়ে বুঝা যায়ঃ

এইখানে দেখা যাচ্ছে, H2O2 এর একটি অণুতে দুইটি হাইড্রোজেন আছে যারা দুইটি ভিন্ন ভিন্ন অক্সিজেনের সাথে একটি করে হাত দিয়ে যুক্ত। তাই আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
সুতরাং “H এর যোজনী পরিবর্তনশীল” - কথাটি সত্য নয়। হাইড্রোজেনের যোজনী একটি এবং সেটি হলো ১।
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
H ও O পরমানু নিজেদের সাথে বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি ভিন্ন যৌগ H2O2 এবং H2O তৈরি করে।
ক. বেরিলিয়ামের প্রতীক কী?
খ. 2F ও F2 দিয়ে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটির পরিমাণগত তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. “H এর যোজনী পরিবর্তনশীল” – উক্তিটি প্রদত্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
নমুনা উত্তরঃ
ক. বেরিলিয়ামের প্রতীক Be ।
খ. আমরা জানি, ফ্লোরিনের প্রতীক হলো F । আমরা আরও জানি, অসংযুক্ত ও পরস্পর থেকে বিচ্ছিন্ন কোনো মৌলের পরমাণুকে প্রকাশ করতে ঐ মৌলের প্রতীকের বাম পাশে পরমাণুর মোট সংখ্যা চিহ্ন বসাতে হয়। তাই, 2F দিয়ে দুইটি অসংযুক্ত ফ্লোরিন পরমাণু্কে বুঝায়।আবার কোনো মৌলের সংকেত লেখার সময় মৌলটির একটি অণুতে যে কয়টি পরমাণু আছে সেই সংখ্যাটি প্রতীকের ডানদিকে একটু নিচে লিখতে হয়। তাই, F2 দিয়ে ফ্লোরিনের একটি অণুকে বুঝায় যা দুইটি পরমাণু নিয়ে গঠিত।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম যৌগটি হলো H2O2 যার পরিমাণগত তাৎপর্য নিম্নরূপঃ
- H2O2 দ্বারা হাইড্রোজেন পার অক্সাইডের একটি অণুকে বুঝায়।
- সংকেতটি থেকে বুঝা যায় যে হাইড্রোজেন পার অক্সাইডের একটি অণু দুইটি হাইড্রোজেন ও দুইটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত।
- সংকেতটি থেকে আরও জানা যায় যে হাইড্রোজেন পার অক্সাইডের আণবিক ভর = (১ x ২)+ (১৬ x ২) = ৩৪। এবং এর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত = ২ : ৩২ বা ১:১৬।
H2O থেকে দেখা যায় H এর ডানে নিচের দিকে ২ আছে, যা হলো O এর যোজনী এবং O এর বামে নিচের দিকে কোনো সংখ্যা নেই। এর থেকে বুঝতে হবে এখানে ১ আছে, যা হলো H এর যোজনী। হাইড্রোজেন ও অক্সিজেনের এই যোজনী আরও পরিষ্কার হওয়া যায় যৌগটির নিচের সংকেতটি দেখেঃ

এইখানে, প্রত্যেকটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে একটি করে হাত দ্বারা যুক্ত। যেহেতু মৌলের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করি, সেহেতু আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
আবার, H2O2 যৌগটিতে দেখা যাচ্ছে H এর ডানে নিচের দিকে ২ আছে যা হলো O এর যোজনী। একইভাবে O এর বামদিকে নিচের দিকে ২ আছে যাকে অনেকেই H এর যোজনী বলে ভুল করতে পারে। কিন্তু আমরা জানি, হাইড্রোজেনের যোজনী ১। এটি এইক্ষেত্রেও প্রযোজ্য যা যৌগটির নিচের সংকেত দিয়ে বুঝা যায়ঃ

এইখানে দেখা যাচ্ছে, H2O2 এর একটি অণুতে দুইটি হাইড্রোজেন আছে যারা দুইটি ভিন্ন ভিন্ন অক্সিজেনের সাথে একটি করে হাত দিয়ে যুক্ত। তাই আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি হাইড্রোজেনের যোজনী ১ ব্যবহৃত হয়েছে।
সুতরাং “H এর যোজনী পরিবর্তনশীল” - কথাটি সত্য নয়। হাইড্রোজেনের যোজনী একটি এবং সেটি হলো ১।
সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
বুধবার, ২৯ জুলাই, ২০১৫
সোমবার, ২৭ জুলাই, ২০১৫
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
Problems of Bangladesh Paragraph
দুর্বল
শিক্ষার্থীদের জন্য শুধু নিচের টুকু লিখলেই হবে না। শুন্য না পেয়ে নিজে কিছুটা
তৈরি করে বুদ্ধি খাটিয়ে কৌশল করে লিখতে হবে।এজন্য কৌশল ক্লাশে শেখানো হবে
PROBLEMS
OF BANGLADESH
Bangladesh is a small country. But it has a large
population (লোকসংখ্যা).
It is a development (উন্নয়নশীল) country. There are many problems in our country. (+++) is one of them. --------এখানে Paragraph যেটি পরীক্ষায় আসবে সেটার সংগা দেয়ার চেষ্টা করতে হবে।There are different causes for (+++). The density (ঘনত্ব) of population is the main cause of ((+++).
........ এখানে Paragraph যেটি পরীক্ষায় আসবে সেটি কেন
হয় তার কমপক্ষে ১/২ টি কারণ উল্লেখ করতে হবে। It has become a regular affair (ঘটনাv)in our country. It is also a simple matter
in our country. ((+++)is a problem for all cities and towns even in rural (গ্রাম্য¨)area. Every day we have to face
this
unbearable (অসহনীয় )problem. Every day we have found the news of ((+++)
problem in the dailies (দৈনিক পত্রিকায়). .......এখানে Paragraph যেটি পরীক্ষায় আসবে সেটি কিভাবে দূর করা তার তার কমপক্ষে ১/২ টি উপায়
উল্লেখ করতে হবে।
Government (সরকার) should take proper step to stop it. Public awareness (জনসচেতনতা)is also needed in
this respect (ক্ষেত্রে). People want to get rid of (মুক্তিপাওয়া) ((+++)at any
cost (যে কোন ভাবে). So we should put (প্রয়োগ করা)all our effort(প্রচেষ্টা)to stop it.
বিঃ দ্রঃ ((+++)এই চিহ্নের স্থলে নিম্নলিখিত যে Paragraph আসবে তাই লিখতে
হবে।
1) A street
accident 2) Traffic Jam 3) Load shedding
4) Polybag 5) Dengue Fever 6) Deforestation
7) Dowry System 8) Environment Pollution
9) Water
Pollution 10) Arsenic Pollution 11) Air Pollution
Problems of Bangladesh জায়গায় Paragraph
এর নাম লিখতে হবে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশনা
2026 SSC & 2025 Six to Nine কাঠামো ২০২৬ ssc ও ২০২৫ Six থেকে Nine পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন পরিমার্জিত বিষয়-কাঠামো, বি...
-
SSC সকল বিষয় MCQ গণিত বাংলা ১ম বিজ্ঞান বাংলা ২য় ফিন্যান্স ও ব্যাংকিং পদার্থ বিজ্ঞান ইসলাম ও ...
-
এস.এস.সি || বাংলা ১মপত্র অধ্যায় - ৩১: সহপাঠ: কাকতাড়ুয়া ...